সর্বশেষ সংবাদ-
ব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশএডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভাশ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধনশ্যামনগরে সালাতুল ইস্তেকার নামাজ আদায়তীব্র তাপদাহে পুড়ছে উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রিদেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

আশাশুনিতে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন ডা. রুহুল হক এমপি

মোস্তাফিজুর রহমান : আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক। বৃহস্পতিবার সকালে শ্রীউলা ইউনিয়নের নবনির্মিত উত্তর পুইজালা সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার ভবনের উদ্বোধন করেন অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। এসময় উত্তর পুইজালা সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার চত্বরে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতীতে বাংলাদেশের উন্নয়ন চলছে। কারা এ উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায় আপনারা সবাই সেটা জানেন। এ উন্নয়নকে কোন ভাবেই বাধাগ্রস্থ করতে দেয়া যাবে না। এজন্য দলীয় নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এক হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। আশাশুনির বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আমাদেরকে নৌকার সাথে থাকতে হবে। দেশ নেত্রী শেখ হাসিনা এমনই একজন মানুষ যিনি দেশের সব মানুষের কথা ভাবেন। তিনি আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগের কথা মাথায় রেখে এলাকায় ৪টি আধুনিক মানের সাইক্লোন শেল্টার নির্মান করা হয়েছে। ভবিষ্যতে আশাশুনিতে আরও সাইক্লোন শেল্টার নির্মান করা হবে। এরপর প্রধান অতিথি সাইক্লোন শেল্টারের সামনের প্রায় ১১ কিলোমিটার কানেকটিং রাস্তার উদ্বোধন করেন এবং রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শন করবেন। উল্লেখ্য: ইতোমধ্যেই রাস্তাটির ৯ কিলোমিটার কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। পরে শ্রীউলা ইউনিয়নের নবনির্মিত বকচর সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার, প্রতাপনগরের কোলা সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার এবং সর্বশেষ নছিমাবাদ সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি। সাংবাদিক অসীম বরুন চক্রবর্তীর পরিচালনায় উপজেলার ৪টি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার ভবনের উদ্বোধন কালে পৃথক পৃথক আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশুলী সামসুজ্জামান, সড়ক ও জনপদ বিষয়ক নির্বাহী প্রকৌশুলী মনজুরুল কবির, সিভিল সার্জন অফিসার তৌহিদুর রহমান, এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, আ’লীগ নেতা মোল্য্ ারফিকুল ইসলাম, উপজেলা যুব মহিলালীগ সভানেতৃ সীমা সিদ্দিকী, চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আ ব ম মোছাদ্দেক, শাহনেওয়াজ ডালিম, আলমগীর আলম লিটন, দিপংকর সরকার, শেখ মিরাজ আলী, আঃ আলীম মোল্যসহ দলীয় নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মাহফিজুল ইসলাম আককাজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘মান-সম্মত ও যুগোপযোগি শিক্ষার বিস্তার ঘটাতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ্যে উজ্জীবিত হয়ে লেখা-পড়ার পাশা পাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক, শিক্ষক পর্ষদ সম্পাদক আব্দুর রহিম, প্রভাষক আলমগীর কবির, বাংলা বিভাগের প্রভাষক তপন কুমার ঘোষ ও জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষত ইমামুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগর সরঃ প্রাঃ বিদ্যালয়ে মা সমাবেশ

পলাশ দেবনাথ নুরনগর : বৃহস্পতিবার শ্যামনগর উপজেলার ১৭নং নুরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ে ১লা এপ্রিল থেকে সকল শিক্ষার্থীদের মিড ডে মিল চালু বাস্তবায়নে মা দের অবহিত করন ও সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়। সমাবেশে উপস্থিত সকল মা দের শিশুর মেধা বিকাশে করনিয় বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রত্যেক অভিভাবককে তাদের সোনামনিদের সার্বক্ষনিক খোঁজ খবর নেওয়ার উপর জোর দিয়ে বলেন আপনাদের সন্তান প্রতিদিন স্কুলের উদ্যের্শে বাড়ি থেকে রওনা হচ্ছে কিন্তু স্কুলে আসছে কি না তা আপনারা তদারকি করুন। অত্র বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রাকিবুলের মা লতিফা আক্তারের সভাপতিত্বে,প্রধান শিক্ষক গ ম জাহাঙ্গীর ফারুকের পরিচালনা ও সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন সহঃ শিক্ষকা সামছুন্নাহার ও মমতাজ পারভীন সহ অত্র বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মায়েরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা ডিজএ্যাবল্ড হেলথ কমিটির ত্রৈমাসিক সভা

প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার সাতক্ষীরা সদরের উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে উপজেলা ডিজএ্যাবল্ড হেলথ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সভাপতির পক্ষে মো: ফারুক হাসান সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক এম রফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর, সাতক্ষীরার) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো: এম এ বারী, সিপিপিএফ (ডিপিও সংগঠনের সদস্য এবং প্রকল্পের কর্মীবৃন্দ। প্রকল্পের গত তিন মাসের অর্জন, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা এবং হাসপাতাল কতৃপক্ষের কাছে কিছু দাবি নিয়ে তৈরিকৃত প্রেজেন্টেশন মাল্টিমিডিয়ার মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করেন প্রকল্পের জেলা ম্যানেজার মো: আবুল হোসেন। আগামী ২রা এপ্রিল সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন এনজিও এর যৌথ উদ্যোগে অটিজম দিবস পালন হবে । উক্ত দিবসে উপস্থিত সকলে উপস্থিত থাকতে বলেন প্রকল্পের জেলা ম্যানেজার। তিনি আরও বলেন আগামী মাসে প্রকল্পের ইভালুয়েশন হবে। ডিপিও সদস্য আমিনুর রহমান উক্ত ইভালুয়েশন টিমের সাথে কাজ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো: দেবহাটার নওয়াপাড়ায় বাসন্তী পূজা পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। নওয়াপাড়া বাসন্তী পূজা উদযাপন কমিটির আয়োজনে গতকাল রাতে উপজেলা চেয়ারম্যান বাসন্তী পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপজেলা চেয়ারম্যানের সাথে ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি আফছার আলী বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, নওয়াপাড়া ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, তাপস কুমার, তরুন কুমার, বিশ^নাথ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার হাইকেয়ার স্কুল২৩ বছরেও সরকারিকরণ হয়নি

সাতক্ষীরার হাইকেয়ার স্কুলটি ২৩ বছরেও সরকারিকরণ হয়নি
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভা সংলগ্ন দ্ব্-িকক্ষ বিশিষ্ঠ ব্যতিক্রমধর্মী সেবামূলক প্রতিষ্ঠান হাইকেয়ার (বাক ও শ্রবণ প্রতিবন্ধী) বিদ্যালয়। নানা জটিলতায় গত ২৩ বছরেও সরকারিকরণ হয়নি এ প্রতিষ্ঠানটির। একটি ব্যতিক্রমর্ধমী সেবামূলক প্রতিষ্ঠান। এটি ঢাকা হাইকেয়ার স্কুলের একটি অঙ্গ-সংগঠন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,’নির্বাক শিশুকে সবাক করার উদ্দেশ্য’ এবং ‘বধির অর্থ মূক নয়, উপযুক্ত সহায়তা পেলে সেও কথা বলবে’ এ স্লোগানকে সামনে রেখে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় সাতক্ষীরা হাইকেয়ার স্কুল। এখানে মূক ও বধির শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষান্তে শ্রবণ যন্ত্রের (Hearing Machine) সাহায্যে কথা শুনতে ও বলতে শেখানো হয়। এটি সরকারি/বেসরকারি দাতা সংস্থা অথবা দানশীল ব্যক্তির আর্থিক অনুদানের উপর নির্ভরশীল একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিজস্ব আয়ের কোনো উৎস নেই।
সাতক্ষীরা হাইকেয়ার স্কুল থেকে প্রতি বছর দু’ থেকে তিনজন মূক ও বধির শিশু প্রায় স্বাভাবিক কথা বলতে শিখে সাধারণ স্কুলে ভর্তি হয়। এ স্কুলের ছাত্রী ঊদিষা সরকার বর্তমানে ঢাকার হোম ইকোনোমিক্স কলেজের ছাত্রী। স্কুলের অপর একজন ছাত্রী তপা সাতক্ষীরা সরকারি কলেজের সম্মান চুড়ান্ত বছরের ছাত্রী। স্কুলটিতে বর্তমানে ২৫ জন শিক্ষার্থী আছে, যাদের অধিকাংশই আর্থিকভাবে অস্বচ্ছল। স্কুলে প্রধান শিক্ষকসহ তিন জন শিক্ষক ও একজন অফিস সহায়ক/ আয়া কর্মরত। শিক্ষকদের প্রত্যেকেই মূক ও বধিরদের শিক্ষাদান বিষয়ে বিশেষ প্রশিক্ষণে অভিজ্ঞ। সরকারিকরণ না হওয়ায় ওইসব শিক্ষক কর্মচারিদের দিন চলে কোন রকমে।
একতলা বিশিষ্ঠ ভবনে ঢোকার পথটি সংকীর্ণ হওয়ায় প্রতিবন্ধী শিশুদের যাতায়াতের জন্যে বিপজ্জনক। বিদ্যালয়ের চারিপাশে সর্বদা বিরাজজ করে অস্বাস্থ্যকর পরিবেশ। নিজস্ব আয়ের কোনো উৎস না থাকায় স্কুলটি দারুন অর্থ-সঙ্কটের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে।
প্রধান শিক্ষক হাসনা বানু জানান, ইতোমধ্যে বর্তমান সরকারের প্রতিবন্ধীদের কল্যাণে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে বিদ্যলিয়টি প্রাথমিক বা সমমানের পর্যায়ে জাতীয়করণের জন্যে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হলেও আজো কোন সফলতা আসেনি। পদাধিকারবলে এ বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি থাকেন জেলা প্রশাসক। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ইতিমধ্যে বিদ্যালয়ে কিছু উন্নয়নমূলক কার্যক্রম গৃহীত হয়েছে। জেলা পরিষদ এবং পৌরকর্তৃপক্ষের সহায়তার কারণে এখনো বিদ্যালয়টির কার্যক্রম থেমে যায়নি।
বিদ্যালয়টির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে এবং গরীব ও আর্থিকভাবে অস্বচ্ছলসহ সকল মূক ও বধির (Deaf and Dumb) শিশুদের স্বাভাবিক শিক্ষা গ্রহণের স্বার্থে বিদ্যালয় কর্তৃপক্ষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যে কোনো দানশীল ব্যক্তি, সরকারি বা বেসরকারি দাতা সংস্থার আর্থিক অনুদান জরুরি বলে মনে করেন স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বৃহস্পতি বিকালে ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক ইফতেখার হোসেনের সঙ্গে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় উন্নত চুলা ও জ্বালানী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : “উন্নত চুলা উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপি উন্নত চুলা ও জলানী মেলা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও ভূমিষ্ঠ এর যৌথ আয়োজনে এবং হাউজ হোল্ড এনার্জি প্লাটফর্ম প্রোগ্রাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদ্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, বিদ্যুৎ ও খাণিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালিমা জাহান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।

আলোচনা সভা শেষে তিন দিন ব্যাপি উন্নত চুলা ও জ¦ালানী মেলা-২০১৮ উপলক্ষে চিত্রাংকন, অভিনয়, পুঁথিপাঠ ও লোক-সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী আফরিনা সাবরিন আভা পুঁথিপাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এবং অভিনয়ে প্রথম স্থান অধিকার করে পিএন বিয়াম লাবরোটরী স্কুল (ইংলিশ মিডিয়াম)। তিন দিন ব্যাপি উন্নত চুলা ও জ¦ালানী মেলা-২০১৮ উপলক্ষে স্টলে বিভিন্ন উন্নত চুলা ও জ¦ালানী সম্পর্কে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে মেলার দর্শণার্থীদেরকে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন প্রদর্শণী দেখানো হয়। এতে সরকারি ও বেসরকারি জ¦ালানী সম্পর্কিত প্রতিষ্ঠান অংশ নেয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা

দেবহাটা ব্যুরো: দেবহাটা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদ। প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সখিপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্যা আলফাতুন্নেছা, অভিভাবক সদস্য সাংবাদিক কে.এম রেজাউল করিম, অভিভাবক সদস্য মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা শাহজাহান আলী রাজু, আব্দুর রব লিটু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest