সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ

মালয়েশিয়ায় প্রবাসী কলারোয়ার জাহাঙ্গীরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : টাকা আয় করতে গিয়ে লাশ হলো মালয়েশিয়া প্রবাসি কলারোয়ার এক যুবক।
সে কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ফজলে কবিরাজের পুত্র জাহাঙ্গীর হোসেন।
২৮মে সোমবার তার মৃত্যুর খবর বাড়িতে আসলে শোকের মাতম শুরু হয় সেখানে।
জানা গেছে- ২৭মে রবিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে মালয়েশিয়ায় কর্মরত ওই যুবক নিহত হন। জাহাঙ্গীর বছর কয়েক আগে মালয়েশিয়া যান সংসারের ঘানি টানতে। নির্মানাধীন ভবনের ভারা থেকে নিচের মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭টি দোকান থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার ২৯মে বেলা সাড়ে ১১টার থেকে দুপুর ১টা পর্যন্ত কলারোয়া বাজারে বিভিন্ন মুদি, মাংস, কাপড়, পেয়াজ-রসুন, ইত্যাদি দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের বেঞ্চসহকারী আব্দুল মান্নান জানান-‘ভোলানাথের পেয়াজ-রসুনের মুদি দোকানে চটের বস্তা ব্যবহার না করায় ১হাজার টাকা, চঞ্চল হোসেনের মুরগির মাংসের দোকান ট্রেড লাইসেন্স না থাকায় ৫’শ টাকা, ইব্রাহিমের মুদির দোকানে পাটের বস্তা ব্যবহার না করায় ৩হাজার টাকা, রেজাউল ইসলামের কাপড়ের দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ৫’শ টাকা, মেহেদি হাসানের জামান ট্রেডার্স নামের মুদিখানার দোকানে পাটের বস্তা ব্যবহার না করায় ৩হাজার টাকা, হাবিবুর রহমানের লিয়াকত স্টোর নামের মুদিখানার দোকানে মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় ১হাজার ৫’শ টাকা ও মোছাব্দী গাজীর গরুর মাংসের দোকান ট্রেড লাইসেন্স না থাকায় ৫’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন সহকারী আমীর হোসেন, কলারোয়া পৌরসভার স্যানেটারী পরিদর্শক সুধেন্দু শেখর সাহা, ইউএনও অফিসের বেঞ্চসহকারী আব্দুল মান্নান, এসআই রাসেল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো: দেবহাটা সদর ইউনিয়নের ২০১৮-১৯ অর্থবছরের প্রকাশ্য বাজেট অধিবেশন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রকাশ্য এই বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। এসময় অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়ন আঃলীগের সভাপতি আবুল কাশেম, ইউপি সচিব কামরুল ইসলাম বাবু, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আজগার আলী, ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, ইউপি সদস্য এবাদুল ইসলাম, ইউপি সদস্য কামরুল ইসলাম, ইউপি সদস্য শরিফুল ইসলাম শরিফ, ইউপি সদস্য হাবিবুর রহমান মাছুম, ইউপি সদস্য আরমান হোসেন, ইউপি সদস্য আব্দুল জলিল, ইউপি সদস্য গোলাম মোক্তার, ইউপি সদস্যাদের মধ্যে সাবিনা ইয়ামিন, বেগম রোকেয়া ও শাহানাজ পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশনে দেবহাটা সদর ইউনিয়নের ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৮৯ লক্ষ ৪ হাজার ২ শত ২৫ টাকার বাজেট পেশ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেড় লক্ষ গরু মেরে ফেলার পরিকল্পনায় নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে দেড় লক্ষের বেশি গরু মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। সোমবার সেদেশের সরকার এমনটাই জানিয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে মাইকোপ্লাজমা বোভিস নামের একটি ব্যাকটেরিয়া জনিত রোগ আটকাতে এই পরিকল্পনা করা হয়েছে।

নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজে কোটি কোটি ডলার খরচ হবে। তবে পরিকল্পনা সফল হলে, প্রথমবারের মত নিউজিল্যান্ড সংক্রমিত মাইকোপ্লাজমা বোভিস নামের এই ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাবে।

এ ব্যাপারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেকিনা আরদেম বলেছেন, এই পরিকল্পনা অর্থনৈতিক দিক থেকে সমস্যায় ফেলবে। কিন্তু ভবিষত্যের জন্য প্রয়োজনীয় এই পরিকল্পনা। তাঁর আশা মাইকোপ্লাজমা বোভিস দেশ থেকে নির্মূল হবে।

এদিকে নিউজিল্যান্ডের ফেডারেটেড কৃষক গ্রুপের প্রধান সভাপতি কেটি মিলানে বলেছেন, মাইকোপ্লাজমা বোভিস ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হলেও, কৃষকদের ক্ষতির দিকটিও দেখছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর জুলাইতে প্রথম মাইকোপ্লাজমা বোভিসের সন্ধান পাওয়া গিয়েছিলো। এবছর নিউজিল্যান্ডের ৩৮টি খামারে এই ব্যাকটেরিয়ার সন্ধান মেলে। এরআগে, প্রায় ২৪ হাজার গরু মেরে ফেলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমিকার জন্মদিনে উপহার টাকার তোড়া!

ভিন্ন স্বাদের খবর: ভালবাসার জন্য মানুষ কত কিছুই না করে! তাই বলে টাকা দিয়ে বানানো ফুলের তোড়া? হ্যাঁ, সম্প্রতি এমনটাই ঘটল চীনে। এক ব্যক্তি তাঁর প্রেমিকাকে জন্মদিনের উপহার হিসেবে টাকায় সাজানো একটি বিশাল ফুলের তোড়া দিয়েছেন। যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় ৪৩,৮১,৮২৪ টাকা।

জানা গেছে, টাকা দিয়ে তৈরি ফুলের তোড়া যে হতে পারে, তা ভাবাই যায় না। এই তোড়াটি বানানোর জন্য ফুলের দোকান থেকে সাত জন কর্মীকে আনা হয়েছিল। তোড়াটি বানাতে সময় লেগেছে দশ ঘন্টা। চীনের চংকিং হোটেলের একটি ঘরে ওই অতি মূল্যবান উপহারটির পাশে দাঁড়িয়ে ছবিটি তুলেছে ওই মহিলা। ছবিটি এখন স্যোশাল মিডিয়াতে ভাইরাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদকবিরোধী অভিযানে ১০ দিনে গ্রেফতার ৯০২০, নিহত ৯৯

ন্যাশনাল ডেস্ক: মাদকবিরোধী অভিযানে গত ১০ দিনে পুলিশ নয় হাজার ২০ জনকে গ্রেফতার করেছে। মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সদর দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে। এ সময়ে ‘বন্দুকযুদ্ধে’ কতজন নিহত হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে সারাদেশ থেকে পাঠানো খবর অনুযায়ী মঙ্গলবার (২৯ মে) পর্যন্ত পুলিশ ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯৯ ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশ সদর দফতরের বিবৃতিতে বলা হয়, পহেলা রোজা থেকে ১০ রোজা পর্যন্ত মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯০২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে সাত হাজার ২৬টি। প্রায় সাড়ে ৪১ কোটি টাকার ১৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুই হাজার ২৮৬ কেজি গাঁজা, দেশি মদ ৫৫ হাজার লিটার, ২৩ কেজি হেরোইন, ১৬ হাজার ফেনসিডিল ও বিদেশি বিয়ারের ক্যান এক হাজার ২১০টি উদ্ধার করা হয়। এছাড়া, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও বেশকিছু আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার এআইজি সহেলী ফেরদৌস বলেন, ‘সারাদেশে অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ মারা যাওয়ার তথ্য আমরা দিচ্ছি না। এটা সংশ্লিষ্ট ইউনিটের কাজ। স্থানীয় পর্যায় থেকেই এ তথ্য জানানো হচ্ছে।

অন্যদিকে, সোমবার (২৮ মে) র‌্যাবের সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ মে মাদকের বিরুদ্ধে সারাদেশে ২৫টি অভিযান চালানো হয়েছে। র‌্যাব এসব অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করে। গত ৪ মে থেকে ২৮ মে পর্যন্ত মাদকবিরোধী ৭০১টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে মোট ৭৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, মাদকবিরোধী মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতার করা হয় তিন হাজার ২০২ জনকে। অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে মারা গেছে ২৪ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেট, রাজশাহী ও বরিশাল সিটিতে নির্বাচন ৩০ জুলাই

ন্যাশনাল ডেস্ক: সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুলাই এই তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২৮ জুন থেকে মনোনয়ন দাখিল শুরু হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ২ জুলাই আর প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ জুলাই।

সিইসি আরো জানান, একই তারিখে ৫ টি পৌরসভা, ৫ টি উপজেলা ও বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন মাশরাফি !

খেলার খবর: আগামী জাতীয় নির্বাচনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল থেকে ভোটে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামল।

আজ মঙ্গলবার একনেক সভা পরবর্তী ব্রিফিং এ সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তবে মাশরাফি কোন সংসদীয় আসন থেকে এবং কোন দল থেকে অংশ নেবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পরিকল্পনামন্ত্রী।

পরে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমি সব জানি। কিন্তু এখন বলব না। রোজার দিন, তাই মিথ্যা বলতে পারব না। এ বিষয়ে এখন আর কিছুই বলব না।

তবে মাশরাফি এবছর ভোট করতে তিনি চাইবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, আমিও তো খেলার সঙ্গে রয়েছি, নির্বাচনও করেছি।

পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে মাশরাফির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সমাজকল্যাণে নামলেও নির্বাচনে অংশ নেওয়া কিংবা না নেওয়ার বিষয়ে সবসময় নীরব থেকেছেন এই ক্রিকেটার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest