সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে বাংলাদেশে গরু আসছে!

ন্যাশনাল ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার একটি নিয়মিত ঘটনা। এই গরু পাচারের ঘটনায় প্রায়ই শোনা যায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর খবর। তবে এবার দুই দেশের পাচারকারীরা তাদের পাচারের ধরনটা একটু বদলিয়েছেন। গরু পাচারের ক্ষেত্রে তারা এখন সীমান্তে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ ব্যবহার করছেন।

ঈদকে সামনে রেখে বাংলাদেশ-ভারত সীমান্তে এ তৎপরতা আরো বেড়েছে। কারণ উত্তর প্রদেশসহ বিভিন্ন স্থান থেকে যে গরু মাত্র ৪ থেকে ৫ হাজার রুপিতে কেনা হয়, সেই গরু বাংলাদেশে ৬০ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি হয়।

ভারতের শিলচরে সীমান্ত রক্ষী বাহিনীরা মাটির নিচে গরু চোরাচালানের কাজে ব্যবহৃত একটি গোপন সুড়ঙ্গ আবিষ্কার করার পরই টনক নড়ে প্রশাসনের। গতকাল ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কথিত ওই সিক্রেট টানেল বা গোপন সুরঙ্গটি ভারতের করিমগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। টানেলটি বিএসএফের মদনপুর সীমান্ত ফাঁড়ির কয়েক মিটার দূর থেকে গহীন অরণ্যের ভূগর্ভে অবস্থিত। করিমগঞ্জের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ৯২ কিলোমিটার।

গত মাসে করিমগঞ্জের পুলিশ ১০ চোরাচালনিকে গ্রেফতার করেছে। তারা এই গোপন সুড়ঙ্গ দলের নতুন সদস্য বলেই মনে করা হচ্ছে।

করিমগঞ্জের পুলিশ সুপার গৌরব উপাধ্যায় বলেছেন, এ সপ্তাহের গোড়ায় বাংলাদেশী গরু চোর বিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশ ওই সুরঙ্গের হদিস পেয়েছে। দুই গরুচোরকে জিজ্ঞাসাবাদকালে ওই সুরঙ্গে বিষয় পুলিশকে চিনিয়ে দিয়েছে বলে পুলিশ সুপার দাবি করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশী গরু চোরাচালানিরা চোরাচালানকে নির্বিঘ্ন করতে ভারতীয় স্থানীয়দের নিয়োগ দিয়ে থাকে। কালভার্টের পাইপগুলো ১০ থেকে ১৫ ফুট নিচে প্রোথিত। টহল দেয়ার সড়কগুলো সাধারণত ৩ ফুট ব্যাসের। করিমগঞ্জের এ রকম রাস্তা আছে ১০৬ কি.মি.। এর মধ্যে এরকম প্রায় ৬৩টি ‘প্রাকৃতিক শূণ্যতা’ রয়েছে। আর দুটি অংশের বড় দুটি জায়গায় কাঁটাতারের বেড়া নেই। চোরাচালানি আগের চেয়ে কমেছে। কারণ বিএসএফ নজরদারি বৃদ্ধি করেছে। তাই বিএসএফকে ফাঁকি দিতে এখন সুড়ঙ্গ পথও কাজে লাগানো হচ্ছে। তারা এটা প্রতিহত করতে সুড়ঙ্গগুলোতে আলোর ব্যবস্থা করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে ভূমি ও বন্দর দখল করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দেওয়া বড় অংকের ঋণ শোধ করতে ব্যর্থ হচ্ছে ঋণগ্রহীতা দেশগুলো। ফলে দেশগুলোর ঘাড়ে চেপে বসছে ঋণের বোঝা। ‘চেক বুক কূটনীতি’র কাছে ধরা খেয়ে দেশগুলো চীনের হাতে তুলে দিচ্ছে ভূমি, বন্দর, এমনকি বিমানবন্দর। এতে করে চীনের বিস্তৃত কৌশলগত ও সামরিক উচ্চাকাঙ্খা বাস্তবায়নের পথ সুগম হচ্ছে। হার্ভার্ভ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৬টি দেশ চীনের কাছ থেকে বড় অংকের ঋণ নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া, পাপুয়া নিউ গিনি ও মালয়েশিয়া। চীনের কাছ থেকে বড় অংকের ঋণ গ্রহণে শীর্ষে রয়েছে ভারতের প্রতিবেশী পাকিস্তান ও শ্রীলঙ্কা। চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের মাধ্যমে পাকিস্তানে ৬২ বিলিয়ন ডলার বিনিয়োগে চীন প্রতিশ্রুতিবদ্ধ। চীনের কাছে একটি বন্দর হস্তান্তর করেছে ইসলামাবাদ। একই সঙ্গে পাশেই একটি নৌঁঘাটি নির্মাণের জন্য ভূমি সমর্পণ করেছে।

পাকিস্তানের অনেক বিশেষজ্ঞ এই বড় অংকের ঋণ সুদসহ কিভাবে ইসলামাবাদ শোধ করবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। বিভিন্ন খাতে এরই মধ্যে চীনের কাছ থেকে ১৯ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে।

বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে শ্রীলঙ্কাকে ৯ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন। পাকিস্তানের মতোই শ্রীলঙ্কা দেশটির হাম্বানতোতা বন্দর চীনকে ৯৯ বছরের জন্য লিজ দিয়েছে। এরই মধ্যে বন্দরটিতে দক্ষিণ চীন সাগর হয়ে চীনা জাহাজ নোংর করা শুরু করেছে।

গত বছরের ডিসেম্বরেই কম্বোডিয়ায় চীন ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এছাড়া গত দুই দশকে চীনের কাছ থেকে নেওয়া ঋণতো রয়েছেই। দেশটির বিদেশি ঋণের ৬০ শতাংশই নেওয়া হয়েছে বেইজিংয়ের কাছ থেকে। চীনের প্রতি এই নির্ভরতার ফলেই যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সঙ্গে সামরিক মহড়া বাতিল করেছে কম্বোডিয়া। ঋণে জর্জরিত কম্বোডিয়ার কাছ থেকে চীনা অভিবাসীরা দেশটির কৃষি জমির বড় অংশের মালিকানা নিয়েছেন। চীন দেশটির নতুন রেলওয়ে লাইনের জন্য ৬.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এটা স্পষ্ট নয়, ঋণ পরিশোধে ব্যর্থ হলে কম্বোডিয়ার কাছে কী চাইবে চীন।

অস্ট্রেলিয়ার কাছের দেশ পাপুয়া নিউ গিনির সরকার হয়ত চীনের কাছে তেল, সোনা, কপার ও কফি ক্ষেত্র তুলে দিতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। চীন এরই মধ্যে দেশটির নিকেল খনির বড় অংশের মালিকানা পেয়ে গেছে এবং সড়ক, বন্দর ও উচ্চগতির ইন্টারেনেটে বিনিয়োগ করছে। গত পাঁচ বছরে চীনের কাছ থেকে নেওয়া অংশ দাঁড়িয়েছে ২০ মিলিয়ন ডলার।

এক সময় চীনের সমালোচক হিসেবে পরিচিত মালয়েশিয়াও দেশটির প্রভাবের কাছে হার মানছে। দেশের উন্নয়নের ২ বিলিয়ন ডলার বিনিয়োগের পর দক্ষিণ চীন সাগর থেকে আপত্তি প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের হস্তক্ষেপের ফলে ফিলিপাইনের কলা রফতানি বড় ধরনের ধাক্কা খেয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ বানুয়াতুর বিদেশি ঋণের অর্ধেকই দিয়েছে চীন। সেখানে একটি নৌঘাঁটি নির্মাণ করতে পারে বেইজিং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিছু টুকরো ছবি- দিলরুবা

দিলরুবা
কিছু টুকরো ছবি

একজন তুখোড় রাজনীতিবিদ বইমেলা থেকে চে গুয়েভারার
অগ্নিময় বিপ্লবের সাথে কিনলেন এক ভলিউম প্রেমের কবিতা
মধ্যরাত পার করে দীর্ঘ বাইশ বছর পর আবার
হাতে তুলে নিলেন প্রথম যৌবনে পড়া প্রিয় কবিতাখানি
পড়তে পড়তে বুঝিবা ফিরে গেলেন সেই সোনালি দিনে
যখন স্বপ্নের দরজার চাবি গচ্ছিত রেখেছিল কেউ
একান্ত নির্ভরতায় শুধু তারই কাছে।

একজন গৃহবধূ তার সামান্য সঞ্চয়ের সবটুকু নিয়ে এসেছে
চিত্র প্রদর্শনী থেকে প্রিয় একটি ছবি কিনবে বলে
তার একদা সহপাঠী যে কিনা আজ নামকরা চিত্রকর
তারই ছবির প্রদর্শনী চলছে চারুকলায়
কদমের সোনালি কেশরে ভিজে যাচ্ছে নিত্যরত মেয়েটির সর্বাঙ্গ
গাছের আড়াল থেকে এক কিশোর মুগ্ধ দৃষ্টিতে দেখছে তা
ভালো করে খেয়াল করলে বোঝা যাবে পুস্প¯œাতা মেয়েটির
আদলের সাথে অনেকটাই মিল এলোখোঁপা বাঁধা বধুটির।

পাগলা ঘন্টি বলছে, জ্বলে উঠেছে চোখ অন্ধ করা আলো
চারপাশে একটাই রবÑ খোঁজ খোঁজ খোঁজ
আকাশ ছোঁয়া পাথুরে প্রাচীর টপকে কোথায় গেল ওরা
অর্ধভুক্ত কালো মানুষগুলো কোথায় পেল, এত সাহস
অরণ্যের অধিকার ছিনিয়ে আনতে মৃত্যু সে তো পায়ের ভৃত্য
পেছনে সাক্ষাৎ যম সামনে চিরচেনা গহীন প্রিয় অরণ্য
ডাইনি জোছনায় হাঁসছে বনভূমি, বাতাসে মাদলের রিমঝিম শব্দ
ওরা থমকে দাঁড়ালো ক্ষণিক, তারপর উধাও মাতৃসম বনাভ্যন্তরে
প্রকৃতি তোমাকে উপেক্ষা করে এমন ক্ষমতা কারো নেই।

ভোরের কুয়াশা ভেদ করে দুরন্ত গতিতে ছুটছে এক দ্বিচক্রযান
কয়েকদিন পর ভর্তিযুদ্ধে অংশ গ্রহণকারী খুদে সৈনিকটি
পরম নিশ্চিন্তে বাবার কোমর আকড়ে ঘুমচোখে বসে।
শিশুর কোমল মাথা ঘিরে হেলমেটের শক্ত আবরণ
শিরস্ত্রাণ বিহীন পিতার কপালে দুশ্চিন্তার বঙ্কিম রেখা
অপত্য স্নেহের নিটোল একটি ছবি।

এত যে গৌরচন্দ্রিকার অবতারণা কেন জানো ?
‘ভালোবাসি’ সহজ কথাটি সহজে বলতে পারিনা তাই।

 

জানালা পারের ঝাপসা জীবন

তামাটে আকাশে একা ঝুলছে পুরানো ঘোলা সূর্যটা
কার্নিশে কামাতুর কবুতরের বাকবাকুম
লাটাই ছিড়ে ভোকাট্টা পালিয়ে যাওয়া ঘুড়ির পানে
অবাক চোখে তাকিয়ে দুরন্ত কিশোর।
তেমাথার মোড়ের নুলো ভিখারিটা এইমাত্র হাত রাখল
কালো কাঁচে ঢাকা গাড়ির হাতলে,
পাশের বাড়ির মেয়েটি অফিস যাওয়ার নাম করে
রোজকার মতো চলে গেল সেজেগুজে
বৃদ্ধা মায়ের দেখভালের গুরুভার তার কাঁধে চাপিয়ে
বাড়ির সুপাত্রটি, সংসার পেতেছে আরব সাগরের তীরে।
এ শহরের গুমোট গরম তার স্লিভলেস ব্লাউজ পরা
সুন্দরী স্ত্রীর সহ্য হয় না।
অতএব মেয়েটিকেই পালাবদল করে অভিনয় করতে হয়
নানান মানুষের স্ত্রীর ভূমিকায়।

হায়রে সাধের মানব জীবন !
নিত্যকার যাপিত জীবনের চলচ্ছবি হাতুড়ি পেটায় মাথায়
হাত নিসপিসিয়ে ওঠে নিজের কণ্ঠ রোধ করতেÑ
পারি না।
অক্ষমতার জ্বালায় পুড়ে অঙ্গার হই আরো একবার
তবু খাঁটি হয় না সোনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ফাতেমা ধান’ বিশ্বের সবচেয়ে ফলনশীল ধান!

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চলের এক নারীর চাষ করা ধান ব্যাপক সাড়া ফেলেছে। একটি শীষে ধান পাওয়া গেছে এক হাজার এক শর বেশি। দেশে বর্তমান যেসব জাতের ধান চাষ হয় সেসবের চেয়ে এই ধানের ফলন দ্বিগুণ। শুধু দেশ নয়, বলা হচ্ছে পৃথিবীতে এর চেয়ে ফলনশীল ধান আর নেই। ফাতেমা বেগমের জমিতে এই ধানের চাষ হওয়ায় এরই মধ্যে তা ‘ফাতেমা ধান’ নামে পরিচিতি পেয়েছে এলাকায়। ওই ধান দেখতে ও কিনতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাচ্ছে ফাতেমার বাড়িতে। ৪০০ টাকা কেজিদরে বিক্রি হয়েছে সেই ধান।

কৃষি বিভাগ জানিয়েছে, এত অধিক ফলনশীল জাতের ধান বিশ্বের আর কোথাও আছে বলে তাদের জানা নেই। ফাতেমা বেগমের জমিতে উৎপাদিত ওই ধান সংগ্রহ করে সেটি কোন জাতের এবং কোথা থেকে কিভাবে এল—সেসব জানতে গবেষণার কাজ শুরু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে ফলেছে এই ধান। ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী ফাতেমা বেগমের (৬৫) কথামতো ছেলে লেবুয়াত শেখ (৪০) নিজেদের জমিতে ওই ধান চাষ করেন।

গতকাল শুক্রবার চাকুলিয়া গ্রামে ফাতেমা বেগমের বাড়িতে গিয়ে বেশ কিছু মানুষের ভিড় দেখা যায়। দূর-দূরান্ত থেকে তারা ফাতেমার ধানের বীজ কিনতে এসেছে। কেউ কেউ যে জমিতে ওই ধান ফলেছে, তা ঘুরে দেখে। তবে কয়েক দিন আগেই ওই ধানের বীজ শেষ হয়ে যাওয়ায় ক্রেতাদের খালি হাতেই ফিরতে হচ্ছে।

ফাতেমা বেগম জানান, ২০১৬ সালে বোরো মৌসুমে তাঁর বাড়ির পাশে জমিতে হাইব্রিড আফতাব-৫ জাতের ধান কাটার সময় তিনটি ভিন্ন জাতের ধানের শীষ দেখতে পান তিনি। ওই তিনটি শীষ অন্যগুলোর চেয়ে অনেক বড় এবং শীষে ধানের দানার পরিমাণও অনেক বেশি ছিল। এরপর ওই ধানের শীষ তিনটি বাড়িতে এনে শুকিয়ে প্রক্রিয়া করে বীজ হিসেবে রেখে দেন। পরের বছর ছেলে লেবুয়াতকে ধান চাষ চাষ করতে বলেন। সে বছর আড়াই কেজি ধান পাওয়া যায়। এবার আরো বেশি জমিতে চাষ করার পর ধানে ধানে সয়লাব হয়ে গেছে। সাড়া ফেলেছে তা এলাকার বাইরেও। ওই ধান দেখতে ব্রি-২৮ ধানের মতো। লেবুয়াত শেখ জানান, বাড়ির পাশে দেড় বিঘার মৎস্যঘেরের মধ্যে প্রায় ৪২ শতক জমিতে আলাদাভাবে এ বছর ওই ধানের চাষ করেন তাঁরা। অন্য ধানের মতোই সাধারণ পরিচর্চা করেন। জমিতে দুই দফায় ২০ কেজি ইউরিয়া এবং ৩০ কেজি পটাশ সার ব্যবহার করা হয়েছে। পোকামাকড় তাড়াতে দুই দফায় কীটনাশক ছিটানো হয়েছে। অন্য জাতের ধানগাছের চেয়ে এই ধানগাছ অনেক লম্বা। ধানের শীষও অনেক বড়। প্রতিটি শীষে এক হাজার থেকে এক হাজার ১০০ দানা হয়। ওই জমিতে প্রায় দুই হাজার ৬০০ কেজি ধান ফলেছে। নিজেদের জন্য কিছু পরিমাণ বীজ ধান রাখার পর ৪০০ টাকা কেজিদরে ওই ধান বিক্রি করে দিয়েছেন। তাতে আয় হয়েছে সাত লাখ ২০ হাজার টাকা। সিলেট, রাজশাহী, সাতক্ষীরা, খুলনাসহ বিভিন্ন স্থান থেকে মানুষ এসে ওই ধান ক্রয় করেছে। ফকিরহাটের মাসকাটা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সোলায়মান আলী জানান, ওই ধান রোপণ করার পর তাঁরা তত্ত্বাবধান করেন। চাষি তাঁদের পরামর্শ অনুযায়ী ধান চাষ করেছেন।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোতাহার হোসেন বলেন, বোরো ধানের মৌসুমেই ওই ধান চাষ করা হয়েছে। চলতি বছরের মে মাসের প্রথম দিকে ওই ধান কাটা হয়েছে। বীজপাতা তৈরি করার পর ১৫০ থেকে ১৫৫ দিনের মধ্যে ধান কাটা যায়। যে মৎস্যঘেরের জমিতে ওই ধান চাষ করা হয়েছে তার পাশ দিয়ে পশুর নদী বয়ে গেছে। এতে ধারণা করা হচ্ছে, ওই ধান লবণাক্ততা সহনীয়। ওই জাতের প্রতিটি ধানগাছের দৈর্ঘ্য ১১৫ থেকে ১৩০ সেন্টিমিটার, গুছি গড়ে আটটি, প্রতিটি ধানের ছড়ার দৈর্ঘ্য ৩৬ সেন্টিমিটার, গড়ে দানার সংখ্যা এক হাজারের ওপরে। ফলন প্রতি হেক্টরে ১১ টনের বেশি।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফতাব উদ্দিন বলেন, ওই ধানের ফলন শুধু দেশ নয়, গোটা বিশ্বকে তাক লাগাতে পারে। এত বেশি ফলন পাওয়া যায়, এমন কোনো জাতের ধান পৃথিবীতে আছে বলে তাঁর জানা নেই। তিনি জানান, ওই ধান লবণ সহ্যকারী এবং এ অঞ্চলের চাষের উপযোগী। মনে হচ্ছে, সারা দেশে ওই ধান চাষ করা যাবে।

আফতাব উদ্দিন বলেন, আফতাব-৫ নামে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের মধ্য থেকে ওই ধান পাওয়া গেছে। কিভাবে ওই ধান এলো, কী জাতের ধান এবং ওই ধানের নাম কী—এসব জানতে চার থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। আর ফাতেমার জমিতে উৎপাদিত ওই ধান যদি সারা দেশে চাষ করা যায় তাহলে বার্ষিক উৎপাদন পাঁচ কোটি টন ছাড়িয়ে যাবে।

যশোরের নওয়াপাড়া থেকে ধানের বীজ কিনতে আসা সজল ও অমিতাভ জানান, মানুষের মুখে মুখে শুনে তাঁরা অধিক ফলনের আশায় বীজধান ক্রয় করতে আসেন। কিন্তু তাঁরা আসার আগেই ওই বীজধান বিক্রি হয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতভর ভারত-পাকিস্তান গোলাগুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সীমান্তে রাতভর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে সাতজন নিহত হয়েছেন।

ভারত জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতের আধা সামরিক বাহিনী বিএসএফের সদস্য সীতারাম উপাধ্যায় ও এক দম্পতি নিহত হয়েছেন।

অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, ভারতের সেনাদের গুলিতে চার বেসামরিক পাকিস্তানি নিহত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে জম্মুর আরএসপুরা সেক্টরে প্রথমে গোলাগুলির ঘটনা ঘটে।পরে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

বিএসএফ কর্মকর্তারা দাবি করেন, বৃহস্পতিবার রাতে পাকিস্তান স্নাইপার দিয়ে গুলি করে বিএসএফ সদস্য সীতারাম উপাধ্যায়কে হত্যা করলে সীমান্তের বিভিন্ন পোস্টে গোলাগুলির বিনিময় শুরু হয়। এতে ভারতের অভ্যন্তরে এক দম্পতি নিহত এবং অন্তত সাতজন আহত হন।

এদিকে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে অভিযোগ করেছে, শুক্রবার সকালে ভারতীয় বাহিনী ২০০৩ সালের যুদ্ধবিরতি লঙ্ঘন করে কাশ্মীর সীমান্তে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে চারজন নিহত হন।

কাশ্মীর সীমান্তসংলগ্ন শিয়ালকোটে চালানো এ হামলায় ভারতীয় বাহিনীর গুলিতে তিন শিশুসহ আরও ১০ জন আহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গোলাগুলির ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এ ছাড়া সীমান্ত থেকে তিন কিলোমিটারের মধ্যে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতেও জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় সংঘর্ষে জড়ায় ভারত-পাকিস্তান। এতে এক বিএসএফ সদস্য নিহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়ের ঠোঁটে চুমু দিয়ে সমালোচিত ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে চুম্বনরত একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সমালোচনার শিকার হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

কান উৎসবে যোগ দেয়ার পরের দিন ছিল আন্তর্জাতিক মা দিবস। সেই দিবস উপলক্ষে মেয়ের সঙ্গে আদুরে ছবিটি পোস্ট করেন ঐশ্বরিয়া। ছবিতে ছোট্ট আরাধ্যকে আদর করতে দেখা যায় ঐশ্বরিয়াকে।

ওই ছবি প্রকাশ পেতেই অনলাইনে কেউ কেউ জোর সমালোচনা শুরু করে। ছবি দেখে কেউ অভিনেত্রীকে মানসিকভাবে বিকারগ্রস্ত বলে অভিহিত করেন।

আবার কেউ মন্তব্য করে বসেন, ঐশ্বরিয়া এসব নাকি জনপ্রিয়তার লোভে পড়ে করছেন। অতি উৎসাহীরা ঐশ্বরিয়ার বিরুদ্ধে শিশুকে যৌন নিগ্রহের অভিযোগও করেছেন। এমনকি তাকে সমকামী বলেও উল্লেখ করতে দ্বিধা করেননি কেউ কেউ।

শুধু তাই নয়, মেয়ের সঙ্গে এ ধরনের আচরণ করে ঐশ্বরিয়া নাকি আরাধ্যর ছেলেবেলা নষ্ট করে দিচ্ছেন। ছোট শিশুদের এইভাবে আদর করা সঠিক নয় বলেও মন্তব্য করেন কেউ কেউ।

অন্যদিকে ঐশ্বরিয়ার ছবিকে সমর্থন জানিয়ে অনেকে বলেছেন, বিকৃত ও অসুস্থ মানসিকতার লোকজনই একজন মায়ের আদরকে এভাবে দেখে।

তাদের মানসিক চিকিৎসা দরকার। এত কিছুর পরও মুখ খোলেননি ঐশ্বরিয়া। এই মুহূর্তে মেয়ে আরাধ্যকে নিয়েই ব্যস্ত তিনি।

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার আগে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপরই ফ্রান্সে উড়াল দেন সাবেক বিশ্বসুন্দরী।

লরিয়াল প্যারিসের মুখপাত্র হিসেবে ১৭ বছর ধরে কানের লাল গালিচায় হাঁটছেন তিনি। এবার তার সফরসঙ্গী ছিলেন একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেরুজালেমে আল-আকসায় লক্ষাধিক ফিলিস্তিনির জুমার নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল অধিকৃত জেরুজালেমে মুসলামানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় শুক্রবার জুমার নামাজ আদায় করলেন লক্ষাধিক ফিলিস্তিনি।

পশ্চিম তীর থেকে ইসরাইলি চেকপেস্টে কঠোর তল্লাশি পেরিয়ে হাজার হাজার ফিলিস্তিনি রমজানের প্রথম দিনে জেরুজালেমে প্রবেশ করেন। খবর আলজাজিরা।

তবে, দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিন তরুনদের জেরুজালেমে ঢুকতে দেয়নি। কেবল মাত্র চল্লিশোর্ধ পুরুষ এবং সব বয়সী নারীরা আল-আকসায় প্রবেশের অনুমতি পায়।

গত সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার দিন ইসরায়েল-গাজা সীমান্তে ক্ষোভে ফেটে পড়া ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষে অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি পক্ষে মাত্র একজন সেনা ফিলিস্তিনিদের ছোড়া পাথরে সামান্য আহত হয়েছে মাত্র।

নিজ ভূমিতে ফেরত যাওয়ার অধিকারের দাবিতে গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা গাজা সীমান্তে বিক্ষোভ শুরু করে। সে বিক্ষোভে এ পর্যন্ত ১০৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক বিশ্ব উদ্বেগ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকেই সমর্থন দিয়ে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিল্লিতে পা কাটল চেন্নাইয়ের

স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলটা মোটেও ভালো যাচ্ছে না দিল্লি ডেয়ারডেভিলসের। হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দলটি। একের পর ম্যাচ হেরেছে চলেছে তারা। স্বাভাবিকভাবে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দিল্লি। সেই ‘পচা শামুকেই’ পা কাটল দুর্দান্ত ছন্দে থাকা চেন্নাই সুপাই কিংসের। শ্রেয়াস আয়ারের দলের কাছে ৩৪ রানে হেরে গেছে রাজারা।

দিল্লির জন্য ম্যাচটি ছিল শুধু আনুষ্ঠানিকতার। জয় কিংবা পরাজয় তাদের ভাগ্য বদলে কোনো প্রভাব ফেলত না। জিতলেও থাকতে হতো পয়েন্ট টেবিলের তলানিতে। সেই ম্যাচেই জ্বলে উঠল তারা। হারিয়ে দিল চেন্নাইকে। এই হারে পয়েন্ট টেবিলের সিংহাসনে ওঠা হাতছাড়া হলো ধোনি বাহিনীর।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দিল্লী ডেয়ারডেভিলস। তবে তাদের শুরুটা ভালো ছিল না। সূচনালগ্নেই ফিরে যান পৃথ্বী শ। এরপর আয়ারকে নিয়ে হাল ধরেন রিশভ পান্ট। ভালো জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন তারা। দলীয় ৭৮ রানে লুঙ্গি এনগিডির শিকার হন আয়ার। এতে ভাঙে ৫৪ রানের জুটি।

সঙ্গী হারিয়ে টিকতে পারেননি পান্টও। ২ বল পরই সেই এনগিডির থাবা খান তিনি। ফেরার আগে করেন ৩ চার ও ২ ছক্কার ২৬ বলে ৩৮ রান। দুই থিতু ব্যাটসম্যান ফিরে গেলে চাপে পড়ে দিল্লী। দলকে উদ্ধারের আগেই ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। কিছুক্ষণ পরই প্যাভিলিয়নের পথ ধরেন অভিষেক শর্মা। ৯৭ রানে পাঁচ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় দলটি।

শেষদিকে হাল ধরেন বিজয় শঙ্কর ও হার্শাল প্যাটেল। ষষ্ঠ উইকেটে ৩২ বলে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। তাদের জুটিতে ভর করে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় দিল্লী। ২ চার ও ২ ছক্কা হাঁকানো বিজয় শঙ্কর ২৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। অপর প্রান্তে থাকা হার্শাল প্যাটেল ১৬ বলে করেন ৩৬ রান। তার এই বিস্ফোরক ইনিংসে ছিল ৪ ছক্কার বিপরীতে ১ চার।

চেন্নাইয়ের হয়ে লুঙ্গি এনগিডি নেন ২ উইকেট। ১টি করে নেন চাহার, জাদেজা ও ঠাকুর।

জবাবে চেন্নাইয়ের শুরুটা হয় আশা জাগানিয়া। উদ্বোধনী জুটিতে ৪৬ রান তোলেন শেন ওয়াটসন ও আম্বাতি রাইডু। এক প্রান্তে আম্বাতি রানের চাকা সচল রাখলেও ওয়াটসন ছিলেন কিছুটা মন্থর। ধীরলয়ে ব্যাটিং করা অজি ব্যাটসম্যানকে ফিরিয়ে জুটি ভাঙেন অমিত মিশ্র।

এরপর ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি রাইডু। ঝড়ো অর্ধশতক হাঁকানোর পরই হার্শাল প্যাটেলের শিকার হয়ে ফেরেন তিনি। ২৯ বলে ৪টি করে চার ও ৪ ছক্কায় ৫০ করে ফিরলে চাপে পড়ে চেন্নাই। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফিরে যান সুরেশ রায়না। তার বিদায়ের পর পরই ফিরে যান বিলিংস। এতে মহাচাপে পড়ে দলটি।

এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মহেন্দ্র সিং ধোনি। তবে রানের গতি নিয়ন্ত্রণে রাখে দিল্লীর বোলাররা। ধীরে ধীরে বাড়তে থাকে আস্কিং রান রেট। পরে হাত খুলতে গিয়ে ট্রেন্ট বোল্টের শিকার হন ধোনি। ম্যাচ থেকেও ছিটকে যায় চেন্নাইয়ের রাজারা।

শেষ ২ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ৫০ রান। তবে ১৫ রানের বেশি নিতে তুলতে পারেননি তারা। ৬ উইকেটে ১২৮ রানে আটকে যায় টেবিলের সেকেন্ড বয়রা। ১৮ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন জাদেজা।

দিল্লির হয়ে ট্রেন্ট বোল্ট ও অমিত মিশ্রর শিকার ২টি করে উইকেট। ১টি করে ঝুলিতে ভরেন হিমালয় কন্যা নেপালের বিস্ময় সন্দ্বীপ লামিচানে ও ভারতীয় হার্শাল প্যাটেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest