সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

দেবহাটায় ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে দুই অবুঝ সন্তানের আবেদন

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় ক্যান্সার আক্রান্ত মাকে বাচাতে অসহায় ২ অবুঝ সন্তান সাহায্যের হাত বাড়াতে সকলের নিকট আবেদন জানিয়েছেন। মায়ের চিকিৎসার খরচ জোগাড় করতে অসহায় সন্তানেরা সমাজের বিত্তবান ও সকলের কাছে আকুল আবেদন করেছেন। দেবহাটা উপজেলার কাজী মহল্লা গ্রামের শেক শামছুর রহমানের স্ত্রী শেক ইসরাকুল ইসলামের মেয়ে শামিমা ইয়াসমিন ইরানী (৩০) এর অবুঝ ২ সন্তানেরা জানান, তাদের মা শামিমা ইয়াসমিন ইরানী গত ৩ বছর আগে থেকে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। সেসময় থেকে তাদের পিতা সহায় সম্পত্তি বিক্রয় করে তাদের মাকে চিকিৎসা করিয়েছেন। ঢাকার বিভিন্ন স্থানে চিকিৎসার পাশাপাশি তাদের মায়ের অবস্থার অবনতি হলে তাদের মাকে ভারতের এ্যাপোলো হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করানো হয়। সেখানে চিকিৎসা করাতে গিয়ে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি হারিয়ে তাদের পিতা পাগল প্রায়। বর্তমানে তাদের মায়ের অবস্থা সংকটাপন্ন। এমতাবস্থায় একদিকে তাদের মায়ের চিকিৎসা আর অন্যদিকে তাদের পিতার পাগল অবস্থার জন্য সংসার জীবন দূর্বীষহ অবস্থা। এখন তারা তাদের নানা বাড়ি অবস্থান করছে বলে জানিয়েছে। কিন্তু তাদের মায়ের ঔষধপত্র কিনতে না পারার জন্য তাদের মায়ের অবস্থা খুবই খারাপ। তারা গরীব মানুষ হলেও সহায় সম্পদ বিক্রয় করে তার মায়ের আরো উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন বলে তারা জানিয়েছে। কিন্তু এতো টাকা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই অসহায় অবুঝ ছেলেরা তাদের মাকে বাচাতে সমাজের বিত্তবান সহ সকল মানুষের প্রতি সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছে। যদি কোন সহ্নদয়বান মানুষ সাহায্য করতে চান তাহলে শেখ জসিমউদ্দীন, ইসলামী ব্যাংক, মিরপুর ১০ নং শাখা, সেভিংস একাউন্ট নং- ৫৬১২৯ এবং তাদের নানীর নিজের বিকাশ নং- ০১৭২৭-৯৬৫৪২৩ তে পাঠানোর জন্য অনুরোধ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে আবারো ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। তিনি পেয়েছেন শতকরা ৬৭.৭ ভাগ ভোট।

মাদুরোর কাছের প্রতিদ্বন্দ্বী হেনরি ফ্যালকন পেয়েছেন ২১.২ ভাগ ভোট। এছাড়া, নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা হাভিয়ার বারতুসি পেয়েছেন শতকরা ১০ ভাগ ভোট। রোববার নির্বাচন কাউন্সিলের প্রধান তিবিসে লুসিনা এসব তথ্য জানিয়েছেন।

এবারের নির্বাচনে বিজয়ের মাধ্যমে মাদুরো দ্বিতীয়বারের মতো দেশ পরিচালনার সুযোগ পেলেন। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী নির্বাচনকে অবৈধ উল্লেখ করে পুনঃনির্বাচন দাবি করেছেন। তিনি চলতি বছরের শেষ নাগাদ নতুন ভোট অনুষ্ঠানের দাবি করেন।

ভেনিজুয়েলার প্রধান বিরোধীদলগুলো এবারের নির্বাচন বয়কট করেছে। তারপরও শতকরা ৪৬.১ ভাগ ভোটার ভোট দিয়েছেন যার অর্থ হচ্ছে আড়াই কোটি বৈধ ভোটারের মধ্যে ৮৬ লাখ ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে; এর ফলে ভোট দেয়া দ্রুততর ও সহজ হয়েছে। এরপরও ভোটারদের নিরাপত্তার জন্য ভোট কেন্দ্রগুলোতে সেনা মোতায়েন করা হয়। ৩০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে ১৫০ জন পর্যবেক্ষক এ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচনের ফলাফলকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন নিকোলাস মাদুরো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মতিয়া চৌধুরী শেরপুরের জন্য ক্ষতিকর : জেলা আ. লীগ

রাজনীতির খবর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শেরপুরের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছে জেলা আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে শহরের চকবাজারে শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ কথা জানান।

শেরপুর জেলা আওয়ামী লীগ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে প্রত্যাহার এবং আরো পাঁচ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত ও সুপারিশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি অংশের মুখোমুখি অবস্থানের মধ্যে এই সংবাদ সম্মেলন ডাকে জেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত লিখিত বক্তব্য পড়েন সহসভাপতি খন্দকার নজরুল ইসলাম।

লিখিত বক্তব্যে খন্দকার নজরুল ইসলাম বলেন, ‘কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে শেরপুর জেলা থেকে প্রত্যাহার না করলে শেরপুরের উন্নয়নের পরিবর্তে ক্ষতি হবে। মতিয়া চৌধুরী শেরপুর জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন। অথচ তিনি জেলা সদরে আসেন না। শেরপুরের কোনো উন্নয়ন করেন না। কিছু প্রতিষ্ঠান জেলা সদরে হওয়ার কথা থাকলেও তিনি নকলা-নালিতাবাড়ীতে (মতিয়া চৌধুরীর সংসদীয় এলাকা) ওই প্রতিষ্ঠানগুলো করেছেন। জেলা আওয়ামী লীগের সদস্য হওয়া সত্ত্বেও একটি সভাতেও তিনি উপস্থিত হননি। এসব কারণেই জেলা আওয়ামী লীগ সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে মতিয়া চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ জানানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে খন্দকার নজরুল আরো বলেন, ‘জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের চিঠির আলোকেই নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তকে ঘিরে কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপ মেনে নেবে না শেরপুরবাসী।’

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মজদুল হক মিনু ও ফকরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম উৎপল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদ আলম চেয়ারম্যানসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত শনিবার শেরপুর জেলা আওয়ামী লীগের সভায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে প্রত্যাহার ও শেরপুর ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁনসহ আরো চার আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত বাকি চার নেতা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সামসুন্নাহার কামাল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক ফজলুল হক এবং নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ।

এ ছাড়া নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণার সিদ্ধান্তও নেন শেরপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়।

পরে গতকাল রোববার আওয়ামী লীগের আরেকটি অংশ জেলা শহরের খরমপুরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা কমিটির এই সিদ্ধান্তকে অবৈধ বলে আখ্যা দেয়। এই অংশটির নেতৃত্বে রয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুর কবির রুমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে তারা ঝাড়ু মিছিল বের করেন এবং তার কুশপুত্তুলিকা পোড়ান। আর এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদকের দুই কর্মকর্তা বরখাস্ত

দেশের খবর: দায়িত্ব পালনে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দূর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এসএম শামীম ইকবালকে বরখাস্ত ও বীর কান্ত রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগেও তাকে দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এসএম শামীম ইকবালকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করে দূর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সূত্র জানায়, ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার এলজিইডির খুলনার কয়রা অফিসের উপ-সহকারী পরিচালক এসএম হাবিবুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট যথাসময়ে আদালতে পেশ করেননি শামীম ইকবাল। অফিসিয়াল সিদ্ধান্ত অনুযায়ী দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা ওই মামলার অভিযোগ তদন্ত করেছেন এই কর্মকর্তা। তদন্ত শেষে ঘুষের প্রমাণসহ প্রতিবেদন পেশ করা হয় কমিশনে।

জানা গেছে, ২০১৫ সালের ২৪ জুন কমিশন থেকে অনুমোদন দেওয়ার পর দীর্ঘদিনেও চার্জশিটটি আদালতে পেশ না করে গুরুতর অপরাধ করেছেন শামীম ইকবাল। এ ক্ষেত্রে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। তিনি দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। তাকে ঢাকায় প্রধান কার্যালয়ে বদলি করে দুদক কর্মচারী চাকরি বিধিমালা-২০০৮ এর ৩৯(ক),(খ), (ঙ) বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিশনে ওই মামলার তদন্ত প্রতিবেদন পেশ করার পর আসামি হাবিবুল্লার সঙ্গে তদন্ত কর্মকর্তা এসএম শামীম ইকবালের গোপন আঁতাত হয়। এই সময়ে অবৈধ অর্থ লেনদেনও হয় বলে তথ্য পাওয়া গেছে। বিগত দিনে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অভিযুক্তকে মামলার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়, মনগড়া সিদ্ধান্ত নিয়ে দুর্নীতির তথ্য-প্রমাণ আড়াল করে অব্যাহতির সুপারিশ করে অভিযুক্তদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে শামীম ইকবালের বিরুদ্ধে।

তখন বলা হয়, সাময়িক বরখাস্তের পর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে। দুর্নীতির তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনের প্রথম বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠানের রকেট উৎক্ষেপণ

আন্তর্জাতিক সংবাদ: চীনের প্রথম মহাকাশ গবেষণায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান ওয়ানস্পেস। বেইজিংভিত্তিক প্রতিষ্ঠানটি সম্প্রতি মহাকাশে তাদের প্রথম রকেট পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে।

মহাকাশ গবেষণা এখন আর শুধু নাসার মতো সরকারি সংস্থাগুলোর হাতেই থাকছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেসএক্সের মতো প্রতিষ্ঠানগুলো দেখিয়ে দিয়েছে কিভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আরো গতিশীল গবেষণা ও উন্নয়নের মাধ্যমে মহাকাশে কার্যকরভাবে কাজ করতে পারে।

চীনের ওয়ানস্পেস গত বৃহস্পতিবার নয় মিটারের রকেটটি মহাকাশে উৎক্ষেপণ করে। উত্তর-পশ্চিম চীনের একটি ঘাঁটি থেকে রকেটটি নিক্ষেপ করা হয়।

ওয়ানস্পেসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের মিশনের উদ্দেশ্য গবেষণার জন্য তথ্য সংগ্রহ করা। এটি চীনের এভিয়েশন ইন্ডাস্টির জন্য প্রয়োজন হবে।

২০১৫ সালে ওয়ানস্পেস প্রতিষ্ঠিত হয়। প্রায়ই এ প্রতিষ্ঠানটিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স-এর সঙ্গে তুলনা করা হয়। সম্প্রতি স্পেসএক্স তাদের ফ্যালকন ৯ ব্লক ফাইভ সর্বাধুনিক রকেট মহাকাশে পাঠিয়েছে। এতে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে নিয়ে যাওয়া হয়।

চীনের এই স্টার্টআপ প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা প্রাথমিকভাবে ৭৮ মিলিয়ন ডলার তহবিল গঠন করেছে মহাকাশ গবেষণার জন্য। এ তহবিল দিয়েই তারা সম্পূর্ণভাবে চীনে তৈরি রকেটটি উৎক্ষেপণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইএস মুক্ত মসুলেও লাশের মিছিল

আন্তর্জাতিক সংবাদ: ইরাকের মসুলে আইএস মুক্তির দীর্ঘদিন পরেও সন্ধান মিলছে হাজার হাজার মরদেহের। এ পর্যন্ত আড়াই হাজারের বেশি বেসামরিক মানুষের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। রয়েছে অসংখ্য আইএস জঙ্গির মরদেহ। এমন পরিস্থিতিতে, দূষণের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে শহরটির গণস্বাস্থ্য।

মসুল আইএস মুক্ত হয়েছে প্রায় ১০ মাস। এখনো শহরের বাতাসে মৃত্যুর গন্ধ। টাইগ্রিস নদীর পশ্চিম পাড় থেকে প্রায়ই সন্ধান মিলছে শ শ মানুষের দেহাবশেষ।

দুদিন আগে দেড় শতাধিক মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। নিনেভ সিভিল ডিফেন্স বলছে, আর এ পর্যন্ত তাদের হাতে উদ্ধার হয়েছে দুই হাজার ছয়শর বেশি বেসামরিক মানুষের মরদেহ। হিসেব নেই আইএস জঙ্গিদের।

নিনেভ সিভিল ডিফেন্সের প্রধান মেজর সাদ হুসেইন বলেন, ‘বেশিরভাগ মরদেহ আইএস যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের। তবে তাদের সঠিক হিসেব নেই। জঙ্গিদের হাতে নিহত বেসামরিক নাগরিকের দেহবাশেষও পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে, নানা রোগব্যাধি ছড়ানোর ঝুঁকিতে রয়েছে স্থানীয়রা’।

শহরের প্রতি একরে জমে আছে তিন হাজার টনের বেশি আবর্জনা ও ধ্বংসস্তূপ। এসবের নীচে চাপা পড়ে আছে আরও মরদেহ। তবে অবিস্ফোরিত বোমার ফাঁদ হিসেবে পরিচিত ধ্বংসস্তূপ সরাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

তিনি আরো বলেন, ‘অভিযোগ পেলেই আমরা আসি। এখনো বিশাল এলাকা জুড়ে অবিস্ফোরিত বোমা ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলোই আমাদের কাজের জন্য বড় চ্যালেঞ্জ’।

গত বছরের ডিসেম্বরে ইরাককে আইএস মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তবে গত কয়েক বছরে জঙ্গিদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বহু এলাকা। সরকারের হিসেবে সারা দেশ পুনর্গঠনে দরকার ১০ হাজার কোটি ডলার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ই-সিগারেট বিস্ফোরণে একজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ধূমপানের প্রচলিত সিগারেট ছেড়ে অনেকেই ই-সিগারেট গ্রহণ করছেন। তবে নানা বিপজ্জনক গ্যাস থাকায় এই ই-সিগারেটের ক্ষতির মাত্রাও কম নয়। সম্প্রতি ই-সিগারেটের আরেকটি বিপদের কথা জানা গেল।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের সেন্ট পিটার্সবার্গে ই-সিগারেট বিস্ফোরিত হয়ে একজন নিহত হয়েছে। টলম্যাজ ডি’ইলা নামে ৩৮ বছর বয়সী সেই ব্যক্তির মৃতদেহ গত মাসে তার বাড়িতেই পাওয়া যায়। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।

তদন্তকারীরা জানান, তিনি ই-সিগারেট পানের সময় তা বিস্ফোরিত হয়। এছাড়া সে সময় বিস্ফোরণে আগুনের সৃষ্টি হলে তার বাড়ির ফায়ার অ্যালার্মও বেজে ওঠে বলে জানিয়েছেন তারা।

ময়না তদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, ই-সিগারেট বিস্ফোরণে তার মুখে বড় আকারের পোড়া দাগ দেখা গেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, তার ব্যবহৃত ই-সিগারেটের একটি অংশ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে। এটি স্মোক-ই মাউন্টেইন প্রতিষ্ঠানের তৈরি ‘মোড’ টাইপ ডিভাইস। ব্যবহৃত ই-সিগারেটটি ঠিক কোন কারণে বিস্ফোরিত হয়েছিল তা জানাতে পারেননি তদন্তকারীরা।

ই-সিগারেটে শক্তিশালী ব্যাটারি থাকে, যা দিয়ে তাপ উৎপন্ন করা হয়। এ ব্যাটারি বিস্ফোরণে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিতর্কিত অরুণাচলে খনির খোঁজ, মুখোমুখি ভারত-চীন!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে আবারও মুখোমুখি অবস্থানে ভারত-চীন। সম্প্রতি ভারতের অরুণাচল সীমান্তবর্তী এলাকায় বিশাল স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। ইতোমধ্যে চীন এই অঞ্চলে নিজেদের অংশে খননকাজ শুরু করেছে।

প্রসঙ্গ, চীন অরুণাচলকে দীর্ঘ দিন ধরেই দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে। ভারতীয় সীমান্ত সংলগ্ন চীনের হুনজে কাউন্টিতে খননকাজ শুরু করেছে বেইজিং।

জানা গেছে, সেখানে সোনা, রুপাসহ মূল্যবান খনিজের যে বিশাল খনির খোঁজ পাওয়া গেছে তার আনুমানিক মূল্য ৬০০ কোটি মার্কিন ডলার। এ কারণে চীন ও ভারতের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

এ ব্যাপারে প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, প্রাকৃতিক সম্পদ ভরপুর এই অঞ্চল দক্ষিণ তিব্বতের দাবিকে আরো সুদৃঢ় করবে। খনিজ উত্তোলনের পাশাপাশি সীমান্তে ব্যাপক নির্মান কাজ অরুণাচলকে আরেকটা দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক সংঘাতের মতো অবস্থায় নিয়ে যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest