সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

কেসিসি নির্বাচন : একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। জালভোট দেওয়ার অভিযোগে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ফাতেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বন্ধ ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার জিয়াউল হক।

এর আগে আজ সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা জড়ো হচ্ছেন তাদের নবম নগরপিতা নির্বাচনের জন্য। নির্বাচনকে ঘিরে নগরবাসীর মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছেন চার লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকক্ষ এক হাজার ১৭৮টি। ভোটকেন্দ্র ও ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন চার হাজার ৯৭২ জন কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অপহৃত ৭ জেলে উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)-৮ এর সদস্যরা। মঙ্গলবার(১৫ মে) ভোর রাতে মালঞ্চ নদীর পীরখালি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যার তাদেরকে উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের সুজীর মন্ডলের ছেলে জয়দেব মন্ডল (২৫), ফকির মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল (২৪), মেহের আলী গাজীর ছেলে মাছুম গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা এলাকার ফনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রমেশ মন্ডল (২০), মোন্তেজ গাজীর ছেলে রাশেদুল ইসলাম (২৮), একই গ্রামের দেবেন সানার ছেলে বিশ্বনাথ সানা (২৮), মনোরঞ্জন মন্ডলের ছেলে বিশ্ব মন্ডল (২০)।

প্রসঙ্গত, সোমবার (১৪ মে) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া শিকারের সময় বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে।

এ বিষয়ে র‌্যাব-৮ এর এএসপি মুকুল জানান, বনদস্যু কাজল বাহিনীর হাতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যু কাজল বাহিনীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত থাকবে’

সরকারের উচ্চ পর্যায় থেকে দ্রুত প্রজ্ঞাপনের বিষয়ে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তাই আমরা আন্দোলন থেকে সরে এসেছি। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

আজ মঙ্গলবার সকালে তিনি গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে শাহবাগ মোড়ের অবরোধ স্থগিত করেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সোমবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করে।

সোমবার সন্ধ্যায় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার ৩৩ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। বিভিন্ন পর্যায় থেকে বিতর্কিত বক্তব্য দেওয়া হচ্ছে। বিভিন্ন হয়রানি ও হামলার প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি। তবে প্রধানমন্ত্রী আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে তিনি তার ঘোষণা বাস্তবায়ন করবেন। প্রধানমন্ত্রীর কথায় আস্থা রেখে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই পা নেই, তবুও এভারেস্টের চূড়ায় !

শিয়া বোউ। চীনের নাগরিক। ৪৩ বছর আগে এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রচণ্ড ঠাণ্ডায় আক্রান্ত হয়ে হারাতে হয়েছিল দুটো পা। সেই অসুস্থতার জেরে পায়ে ক্যান্সার হওয়ায় ১৯৯৬ সালে হাঁটুর নীচ থেকে তার দুই পা কেটে ফেলতে হয়।কিন্তু দুই পা হারিয়েও স্বপ্ন পূরণে পিছপা হননি এই ব্যক্তি।

সোমবার সকালে ৬৯ বছরের এই চীনা ২৯,০২৯ ফুট উচ্চতা অতিক্রম করে এভারেস্টর চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। রেকর্ড গড়েছেন তিনি, কারণ এর আগে দুই পা নেই এমন কেউ নেপালের দিক থেকে এভারেস্টর চূড়ায় উঠতে পারেনি।

২০০৬ সালে দুই পা হারানো আরেক পর্বতারোহী – নিউজিল্যান্ডের মার্ক ইঙ্গলিস- এভারেস্টে উঠেছিলেন তিব্বতের দিক থেকে- যেটাকে অপেক্ষাকৃত সহজ হিসাবে বিবেচনা করা হয়। ১৯৭৫ সাল থেকে শিয়া বোউ এভারেস্টে ওঠার চেষ্টা করে যাচ্ছিলেন। গত বছর নেপালের সরকার যখন দুই-পা কাটা এবং অন্ধদের জন্য এভারেস্টে ওঠা নিষিদ্ধ করে দেয়, চরম হতাশায় পড়ে গিয়েছিলেন তিনি।

তবে এ বছর মার্চ মাসে নেপালের সুপ্রিম কোর্ট সরকারের ঐ নিষেধাজ্ঞা বেআইনি ঘোষণা করলে, এপ্রিল মাসে তিনি পঞ্চম বারের মত এভারেস্ট অভিযান শুরু করেন।

অভিযান শুরুর আগে তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন, এভারেস্টের চূড়ায় ওঠা আমার স্বপ্ন। আমাকে এই স্বপ্ন পূরণ করতেই হবে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য এটা চ্যালেঞ্জ, আমার দুর্ভাগ্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত সোমবার সকালে তিনি তার স্বপ্ন পূরণে সক্ষম হন।

শিয়া বোউ ১৯৭৫ সালে তার প্রথম অভিযানে এভারেস্টর চূড়ার কাছাকাছি গিয়ে ফ্রস্ট-বাইটে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর ২০১৪ এবং ২০১৫ সালে তিনি আবার অভিযানের জন্য নেপালে আসেন, কিন্তু দুর্যোগপূর্ণ অবহাওয়া এবং দুর্ঘটনার জন্য নেপাল সরকার দুবারই পর্বতারোহণ বন্ধ রেখেছিল।

২০১৬ সালেও মাত্র ২০০ মিটার ওঠার পর খারাপ আবহাওয়ার কারণে তাকে ফিরে আসতে হয়েছিল। এক বছর বাদে আবার তিনি আসেন এবং এভারেস্ট জয় করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইরিশ ইতিহাসে প্রথম সেঞ্চুরি কেভিন ও’ব্রায়েনের

অভিষেক টেস্টে আয়ারল্যান্ডের ক্রিকেটাররা যাই করবেন তা, প্রথম হিসেবে ইতিহাসে লেখা থাকবে। তবে অবিশ্বাস্য কিছুই করে দেখালেন কেভিন ও’ব্রায়েন। একেবারে সেঞ্চুরি করেই স্বর্ণ অক্ষরে নিজের নাম লেখালেন এই অলরাউন্ডার।

এর সঙ্গে কেভিন আবার দারুণ একটি কীর্তি স্পর্শ করলেন। দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরির করার মাত্র চতুর্থ ব্যাটসম্যান তিনি। এর আগে ইতিহাসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান, জিম্বাবুয়ের প্রথম টেস্টে ডেভ হটন ও বাংলাদেশের অভিষেকে আমিনুল ইসলাম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছিলেন।

কেভিন অবশ্য নিজ দেশকে এর আগেও সেঞ্চুরি উপহার দিয়ে রাঙিয়েছিলেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আইরিশদের ঐতিহাসিক জয়ে মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন। সেটি আবার এখন পর্যন্ত বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়ে আছে।

এদিকে কেভিনের সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পুরো চেহারাই পাল্টে দিয়েছে। পাকিস্তানের প্রথম ইনিংসে ৩১০ রানে পর স্বাগতিক দলটি ১৩০ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে ফলোঅনে পড়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে চতুর্থ দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩১৯ রান করেছে।

যেখানে পাকিস্তানের থেকে এখন আইরিশরা উল্টো ১৩৯ রানে এগিয়ে রয়েছে। শেষ দিন দলটির দ্রুত ইনিংস শেষ হলেও চাপে থাকবে পাকিস্তান।

কেভিনের হাত ধরেই প্রথম হাফসেঞ্চুরি পায় আয়ারল্যান্ড। তিনি ১০০ বলে স্পর্শ করেন ৫০ রানের কোটা। আর সেঞ্চুরি ছুঁয়েছেন ১৮৯ বলে। পরে অবশ্য হাফসেঞ্চুরি করেন স্টুয়ার্ট থমসনও। দুজন মিলে দেশকে উপহার দেন টেস্টে প্রথম শতরানের জুটি। সপ্তম উইকেটে ১১৪ রান!

কেভিন চতুর্থ দিন লড়াই করে ১১৮ রানে অপরাজিতই থাকেন। তার সেঞ্চুরিটি এলো আবার ৩৪ বছর ৭১ দিন বয়সে। ব্যক্তিগত অভিষেকে তার চেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করেছেন কেবল অ্যাডাম ভোজেস ও ডেভ হটন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধবার মুক্তি পেতে পারেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা আনোয়ার ইব্রাহিম আগামী বুধবার মুক্তি পেতে যাচ্ছেন। আনোয়ার ইব্রাহিমের মেয়ে নুরুল ইজ্জাহ চ্যানেল নিউজ এশিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার ইব্রাহিমের মেয়ে নুরুল ইজ্জাহ বলেন, আমরা আশা করি মালয় রাজা বাবাকে পূর্ণ ক্ষমা ঘোষণা করবেন। এবং তিনি খুব শিগগিরই মুক্তি পাবেন।

এর আগে মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও জানিয়েছিলেন যে, আনোয়ার ইব্রাহিম শিগগিরই মুক্তি পাবেন। দেশটির রাজা তাকে পূর্ণ ক্ষমা করে দিতে রাজি আছেন বলেও তিনি জানিয়েছিলেন।

৭০ বছর বয়সী এ নেতা বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুক্তি পেলেও ৫ বছর পর্যন্ত তিনি কোনও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারবেন না। তবে মালয় রাজা তাকে ক্ষমা ঘোষণা করলে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব নিতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

টানা ২১ দিনের প্রচার শেষে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টায় মহানগরীর ভোট কেন্দ্রগুলোয় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক কন্যার পর এবার যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

এক কন্যা সন্তানের পর এবার দুই পুত্রের পিতা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ নিয়ে তিনি মোট তিন সন্তানের জনক হলেন।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা।

রেলমন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করে বলেন, মা ও সন্তানরা সুস্থ আছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবর মাসে হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। পরে ২০১৬ সালের মে মাসে প্রথম কন্যা সন্তানের বাবা হন মুজিবুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest