সর্বশেষ সংবাদ-
পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  

সুচিত্রার রূপে ছোট পর্দায় মেহজাবিন

ছোট পর্দায় আসছেন মহানায়িকা সুচিত্রা সেন। তার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনকে। নাটকটির নাম ‘রাজ্জাক-সুচিত্রা’। চরিত্রটি নিয়ে মেহজাবিনও বেশ উচ্ছ্বসিত। নাটকে রাজ্জাক চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো।

হাবিব শাকিলের এ নাটকের গল্পজুড়ে থাকছে রাজ্জাক-সুচিত্রার সময়ের আবহ। সেই সময়ের মেয়েদের সাজসজ্জা। ছেলেমেয়ের প্রেম। আসছে ঈদের জন্যই ‘রাজ্জাক-সুচিত্রা’ নাটকটি নির্মাণ হচ্ছে বলে জানান নির্মাতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজীপুর সিটি নির্বাচন; ইসির আবেদনে স্থগিতাদেশের শুনানি পেছালো

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের প্রেক্ষিতে গাজীপুর সিটি নির্বাচনের ওপর স্থগিতাদেশ বাতিল চেয়ে করা আপিল শুনানি পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গাজীপুর সিটি নির্বাচন স্থগিত নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর করা আবেদনের ওপর আজ আপিল বিভাগে শুনানি হওয়ার কথা ছিল।
কিন্তু এদিন সকালে নির্বাচন কমিশনের আইনজীবী মো. ওবায়দুর রহমান (মোস্তফা) আদালতে বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে ইসিও আবেদন করবে। সেই লক্ষে একটি আবেদন প্রস্তুতি করা হয়েছে। এ জন্য স্থগিতাদেশ পেছানোর আবেদন জানাচ্ছি।’
এ সময় আদালত ‘নট টুডে’ (আজকে নয়) আদেশ দেন।
সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এবিএম আজহারুল ইসলাম সুরুজের করা এক রিটে হাইকোর্ট গত রোববার ওই সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রোটিনে ভরপুর লেটুস পাতা

সালাদের একটি উপাদান হিসেবেই লেটুস পাতা বেশি পরিচিত। ফাস্টফুড খাবারেও এর ব্যবহার হয়ে থাকে। লেটুস পাতায় রয়েছে নানা রকম ভিটামিন ছাড়াও রয়েছে কম ক্যালরি। আসুন জেনে নেয়া যাক, এর নানা গুণাগুণ:

১। লেটুস আঁশযুক্ত সবজি বলে এটা খাবার দেহের জন্য উপকারী। এটি হজমও হয় দ্রুত। লেটুসে অতি অল্প পরিমাণে কোলেস্টরেল রয়েছে এবং হৃদযন্ত্রের জন্য উপকারী।

২। সব ধরনের সবুজ পাতার সবজিতে কিছু না কিছু আয়রন রয়েছে। নারীদের ঋতু চলাকালে যে রক্ত বের হয়ে যায়, সে সময় আয়রনের প্রয়োজন হয়। গর্ভবতী অবস্থাতেও আয়রনের প্রয়োজন পড়ে। তাই খাবারের সঙ্গে পছন্দমতো উপায়ে লেটুস ব্যবহার করুন।

৩। প্রোটিন দেহের পেশী গঠনে মূল ভূমিকা রাখে। খুব অল্প পরিমাণ প্রোটিন থাকলেও প্রতিদিন পেতে লেটুস একটি উপায় হতে পারে। তাই সালাদে শিমের বীচির সঙ্গে লেটুস ব্যবহার করলে প্রচুর প্রোটিন পাবেন।

৪। লেটুস পাতায় কম পরিমাণে ক্যালসিয়াম থাকে। তবুও নিয়মিত ক্যালসিয়াম পেতে পারেন লেটুস থেকে। হাড় এবং দাঁতের গঠনে ক্যালসিয়ামের বিকল্প নেই। অন্যান্য ক্যালসিয়ামপূর্ণ খাবারের সঙ্গে লেটুস মেশাতে পারেন।

৫। লেটুসে কয়েক ধরনের ভিটামিন ‘বি’ রয়েছে।

৬। পটাসিয়াম রক্তের জন্য উপকারী। রক্তে পটাসিয়ামের পরিমাণ অতিমাত্রায় কমে গেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। লেটুস পাতা থেকে যথেষ্ট পরিমাণ পটাসিয়াম পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি

আসছে মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে! তবে তারিখ চূড়ান্ত হলেও সময় ঠিক হয়নি! সবকটি ম্যাচই হবে ভারতের দেরাদুনে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ মে ভারতের উদ্দেশে রওনা দেবেন সাকিব-তামিমরা। ৫ জুন প্রথম ম্যাচ দিয়ে গড়াবে সিরিজ। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ হবে ৭ জুন। সিরিজের তৃতীয় ও সবশেষ ম্যাচটি হবে ৯ জুন।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আফগানিস্তানের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ১০ম স্থানে টাইগাররা। আর ৮৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আফগানরা। আন্ডারডগ হয়েই ক্রিকেটের নব্য শক্তির বিপক্ষে লড়বেন সাকিবরা।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি:

তারিখ দল ম্যাচ ভেন্যু
৫ জুন, ২০১৮ বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি দেরাদুন
৭ জুন, ২০১৮ বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি দেরাদুন
৯ জুন, ২০১৮ বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি দেরাদুন
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা চাতুর্থবারের মত ফরাসি কাপ জিতল নেইমারের পিএসজি

ফরাসি ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা ‘ফরাসি কাপ’ জিতল নেইমারের পিএসজি। এই নিয়ে টানা চতুর্থ এবং সবচেয়ে বেশি ১২ বার এই খেতাব জিতল উনাই এমরির শিষ্যরা।

মঙ্গলবার রাতে লেস হারবিয়েরসকে ২-০ ব্যবধানে হারিয়ে এই জয় হাসিল করেছে পিএসজি।

এর আগে ফরাসি লিগ কাপ এবং লিগ ওয়ানের খেতাব জিতেছে উনাই এমরির দল। পিএসজির হয়ে দু’টি গোল করেন জিওভানি লো সেলসো এবং এডিনসন কাভানি। পায়ে অস্ত্রোপচার সেরে মাঠে ফেরার অপেক্ষায় এদিন ডাগ-আউটে উপস্থিত ছিলেন নেইমার। গ্যালারি থেকে সতীর্থদের উৎসাহ দেন পিএসজির সবচেয়ে নামি ফরোয়ার্ড।

শুরু থেকেই লেস হারবিয়েরসের উপর আক্রমণ জারি রেখেছিল উনাই এমরির শিষ্যরা। খেলার প্রথমার্ধে ১০ এবং ২০ মিনিটে পরপর গোল লক্ষ্য করে নেওয়া লো সেলসোর দু’টি শট পোস্টে লেগে ফেরে। কিন্তু ২৬ মিনিটে আর কোন ভুল করেননি সেলসো। থিয়েগোর বাড়ানো বল বাঁপায়ের শটে বিপক্ষের জালে জড়িয়ে দেন পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন এডিনসন কাভানি। ডি-বক্সে বিপক্ষ গোলরক্ষক ফাউল করেন কাভানিকে সেখান থেক স্পট কিকে বল হারবিয়েরসের জালে জড়িয়ে দেন পিএসজির এই উরুগুয়ান স্ট্রাইকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে গরুর খাটাল থেকে ১০ জেব্রা উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় গরুর খাটাল থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে এসময় জোব্রার মালিককে আটক করা সম্ভব হয়নি। উদ্ধাররের সময় ১০ জেব্রার মধ্যে একটি জেব্রার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাতমাইল এলাকার ওই গরুর হাট থেকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। আজ বুধবার সকালে জেব্রাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শার্শার সাতমাইল গরু হাটের খাটালে ১০টি জেব্রা খুঁটির সঙ্গে বেঁধে রাখা ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে পুলিশ। তবে জেব্রাগুলোর মালিককে খুঁজে পাওয়া যায়নি। অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি এড়াতে ঢাকা থেকে জেব্রাগুলোকে কার্টনে ভর্তি করে আনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

অবশেষে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে তিনি ইরানের উপর পারমাণবিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গরবার দুপুরে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি করা হয়েছে সেটি বজায় থাকলে দেশটি পারমাণবিক শক্তি অর্জন করবে। তিনি বলেন, এ ধরনের চুক্তি কখনোই করা উচিত হয়নি।

তিনি আরও বলেন, ইরান সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। লেবাননের হিজবুল্লা, ফিলিস্তিনের হামাস এবং আল-কায়েদাকে ইরান সমর্থন দিচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০১৫ সালে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। চুক্তির আওতায় ইরান নিজেদের পরমাণু কর্মসূচি স্থগিত রাখার ব্যাপারে একমত হয়।

এর বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয়া হয়। তবে শুরু থেকে এই চুক্তি নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। ২০১৬ সালে নির্বাচনি প্রচারণার সময় তিনি ঘোষণা দেন, তিনি ক্ষমতায় গেলে পূর্বসূরি বারাক ওবামার করা এ চুক্তি বাতিল করবেন তিনি।

ট্রাম্প এ চুক্তিকে বাতিল করতে পারেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রব মালি।

তিনি বলেন, ইরানের ভাগ্য এখন ইউরোপীয় নেতাদের হাতে। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পিস-বির্ডিং থিংকট্যাংক। সোমবার রব বলেছিন, ‘একমাত্র ইউরোপের সদস্যই এ চুক্তি বহালে তেহরানকে আশ্বস্ত করতে পারে। আমি মনে করি ট্রাম্প এ চুক্তি থেকে সরে আসতে পারেন।’

এদিকে, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলবে ইউরোপীয় ইউনিয়ন।

বিশ্বকে পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এ পদক্ষেপ হবে সবচেয়ে ভালো উপায়। জার্মানির রাজধানী বার্লিনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ সাংবাদিকদের কাছে বলেন, ‘আমরা পরমাণু সমঝোতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ এই সমঝোতা পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে রক্ষাকবচ ও ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার সঠিক উপায়।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেন, ‘আমরা অব্যাহতভাবে বিশ্বাস করি, এই সমঝোতা বিশ্বকে নিরাপদ করেছে এবং পরমাণু চুক্তি ছাড়া বিশ্ব অনেকটা অনিরাপদ হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা সংঘাত ডেকে আনতে পারে। ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা জানান, ইরানের পরমাণু চুক্তির বিষয়ে ট্রাম্পকে বোঝাতে জোর চেষ্টা চালিয়ে গেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

শেষ মুহূর্তে তাদের ওই প্রচেষ্টার ভেস্তে গেল। সোমবার এক টুইটে ট্রাম্প জানিয়েছিলেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সময় দুপুর ২টায় তিনি এ বিষয়ে ঘোষণা দেবেন।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি অব্যাহত রাখার পক্ষে থাকলেও ভবিষ্যতে দেশটির ‘ব্যালেস্টিক মিসাইল প্রোগ্রাম’র কী হবে তা নিয়ে আলোচনায় রাজি আছে। দেশটির সঙ্গে সম্পাদিত চুক্তির বেশ কিছু ধারার মেয়াদ ২০২৫ সাল নাগাদ শেষ হয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজস্থানের বিপক্ষে হেরেছে পাঞ্জাব

কী দারুণ বোলিংটাই না করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অ্যান্ড্রু টাই! রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এর মধ্যে ৩ উইকেট এসেছে শুধু শেষের ওভারেই। প্রতিটি উইকেট নেওয়ার পরে এক কৌতূহলোদ্দীপক দৃশ্যের জন্ম দেন টাই। একটা করে উইকেট নিচ্ছেন আর হাতে বাঁধা আর্মব্যান্ডে চুমু খাচ্ছেন! রহস্যটা কী? পরে জানা গেল মৃত দাদির স্মরণে এই কাজ করেছেন অস্ট্রেলিয়ান পেসার।

দাদিকে হারানোর এমন অশ্রু ঝরা দিনেও বোলিংয়ে গোলা ছোড়ে দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন টাই। কিন্তু জেতাতে পারলেন না দলকে। রাজস্থানের বিপক্ষে আজ তাঁর দল পাঞ্জাব হেরেছে ১৫ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে রাজস্থান রয়্যালস। জবাবে জবাবে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানেই থেমে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। আজকের হারে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে পাঞ্জাব। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান থেকে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসল রাজস্থান।

টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় রাজস্থান। ওপেনার জস বাটলারের ব্যাটের ওপর ভর করে ১৫৮ রান সংগ্রহ করে তারা। ৫৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮২ রান করেছেন বাটলার।
ওপেনিং জুটিতে আজিঙ্কা রাহানে ও জস বাটলার ২২ বলে করে ৩৭ রান। ব্যক্তিগত ৯ রানে রাহানে আউট হয়ে ফিরে যাওয়ার পরে ওয়ান ডাউনে আসা গৌতম করেন মাত্র ৮। বাটলারের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে সঞ্জু স্যামসন ভালো প্রতিরোধ গড়ে তুলেন। তাদের জুটিতে আসে ৫৩ রান। ১৪.৩ ওভারে দলীয় ১১৭ রানের সময় ব্যক্তিগত ২২ রান করা স্যামসনকে আউট করে ফেরান মুজিব উর রহমান। এক প্রান্তে দাঁড়িয়ে থেকে সতীর্থদের এই আসা যাওয়ার মিছিলটা দেখছিলেন বাটলার। ১৭ তম ওভারে মুজিবের বলেই স্ট্যাম্পিং হয়ে দলীয় ১৩২ রানে ফিরে যান বাটলার। ইংলিশ এই ব্যাটসম্যান ফেরার পর রানের গতিটা আর সেভাবে বাড়াতে পারেননি রাজস্থানের ব্যাটসম্যানরা। ফলে ৬ উইকেট হাতে নিয়েও শেষ ২২ বলে তারা তুলতে পারে মাত্র ২৬ রান। টাইয়ের শেষ ওভারেই তারা হারিয়েছে ৩ উইকেট। সব মিলিয়ে ৪ উইকেট পেয়েছেন টাই। আফগানিস্তানের অফ স্পিনার মুজিব নিয়েছেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানেই থেমে যায় পাঞ্জাব। আগের ম্যাচে অপরাজিত ৮৪ রান করা লোকেশ রাহুল আজও ছিলেন ৯৫ রানে নটআউট। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেও। গেইল করেছেন মাত্র ১ রান। রাহুলের ৯৫ রান ছাড়া দুই অঙ্কের ঘরে রান নিতে পেরেছেন কেবল স্টোইনিস। তাও মাত্র ১১ রান। এতেই তো বোঝা যায় পাঞ্জাবের ব্যাটিংয়ের কি করুণ অবস্থা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest