সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা ১২ মে

প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ১২ মে ২০১৮ শনিবার গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা সফল করার লক্ষে ও গণফোরাম কেন্দ্রিয় কমিটি সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাতক্ষীরায় আগমন উপলক্ষে গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে শনিবার সকাল ১০টায় রাজ্জাক পার্কস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গনফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, সহ-সভাপতি জামিনি সরকার, যুগ্ম সম্পাদক পঙ্কজ কান্তি সরকার বাপ্পি, দপ্তর সম্পাদক ডাঃ আলী আকবার, কৃষি সম্পাদক শহীদুল ইসলাম, কওছার আলী, ডাঃ জাহাঙ্গীর আলম, মোঃ নজরুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ। সভায় মোঃ নজরুল ইসলাম ও প্রভাষক জাহাঙ্গীর হোসেন কে গনফোরাম সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ডাঃ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক পদে অর্ন্তভুক্তি করা হয়। সভায় আগামী ১২ মে শনিবার সকাল ১০টায় গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা সফল করার জন্যে জেলা, উপজেলা সহ ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা কৃষকলীগের জরুরি সভা

জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে জরুরি সভা পাটকেলঘাটাস্থ কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ইউমেন লিডারশীপ এ্যাওয়ার্ড পাওয়ায় সাতক্ষীরা জেলা কৃষকলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. নরনারায়ন ঘোষ, মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড. আল মাহমুদ পলাশ ও এনবি রাশেদ সরোয়ার শেলি, অর্থ সম্পাদক ঘোষ প্রদ্যুত কুমার, আইন সম্পাদক এড. শম্ভুনাথ সিংহ, প্রচার সম্পাদক মনোজ কুমার দে ও দপ্তর সম্পাদক মোঃ আতিয়ার রহমান প্রমুখ। গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ও জেলা কমিটি কর্তৃক আশাশুনি উপজেলা কৃষকলীগের কাউন্সিলরের তালিকা অনুমোদন না হওয়ায় উপস্থিত ২/১ জন সদস্য ছাড়া অধিকাংশ সদস্য আশাশুনি উপজেলা কৃষকলীগের কমিটি অনুমোদন না দেওয়ার পক্ষে মত দেন। কৃষকলীগের আশাশুনি উপজেলা কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় কমিটি অনুমোদন না দিয়ে আগামী ১০ দিনের মধ্যে দলকে সুসংগটিত করার জন্য সমন্বয় করে কমিটি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। অপর দিকে জেলা কমিটির সদস্য শেখ ইয়াকুব আলী ও জবেদ আলী সরদারের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য সকল ভেদাভেদ ভুলে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার পলাশপোলে বাড়ীর সামনে পৌরসভার রাস্তা উঁচু করে ঢালাই

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের পলাশপোল বউ বাজার এলাকায় এক খাদ্যগুদাম কর্মকর্তা বাড়ীর সামনে পৌরসভার রাস্তা ইট ও বালি দিয়ে ঢালাই করে উঁচু করায় চলাচল বিঘিœত হচ্ছে। ফলে দেড় মাসেরও বেশি সময় ধরে জনদুর্ভোগ বেড়েছে। পলাশপোল বৌবাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, খলিলুর রহমানের ছেলে পাটকেলঘাটা খাদ্যগুদাম কর্মকর্তা তৈয়েবুর রহমান পৈতৃক সূত্রে পলাশপোল বৌ বাজার এলাকায় বসবাস করে আসছেন। দেড় মাস আগে। তিনি ব্যক্তি সুবিধার্থে তার বাড়ির সামনে পৌরসভার ড্রেনের পাশে তিন ইঞ্চি গেথে রাস্তার উপর ইট ও বালি ফেলে উঁচু করেন। এতে চলাচলের সমস্যা হচেছ জানালে তিনি পারলে কিছু করার থাকলে করে নেবেন বলে বাড়ির ভিতরে ঢুকে যান। বিষয়টি ৯নং পৌর কাউন্সিলর শফিক- উদ দৌলা সাগরকে জানালে তিনি সরেজমিনে ঘটনাস্থলে আসেন। নিয়ম বহির্ভুতভাবে এটা করা হয়েছে এমন অভিযোগ করায় তৈয়বুর রহমান ওই কাউন্সিলরের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একপর্যায়ে তিনি অপমানিত হয়ে চলে যান। সম্প্রতি তৈয়বুর ওই রাস্তা উঁচু করে ঢালাই করে দিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, লম্বা রাস্তার মধ্যবর্তী স্থানে স্বাভাবিক অবস্থা থেকে এক ফুটের মত উঁচু করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে মোটর সাইকেল, সাইকেল ও মানুষ চলাচল হুমকির মুখে পড়েছে। প্রতিদিনই বাড়ছে ছোট খাটো দুর্ঘটনা। প্রতিকার না পেয়ে অনেকেই গালি গালাজ করতে করতে এলাকা ছাড়ছেন। বিষয়টি নিয়ে পৌরসভার উদ্যোগ নেওয়া উচিত।
জানতে চাইলে পৌর কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর জানান, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে তিনি অসহায় হয়ে ফিরে আসেন। তৈয়বুর রহমান তার সঙ্গে যে আচরণ করেছেন তা অস্যেজন্যমূলক।
জানতে চাইলে পলাশপোল বৌ বাজার এলাকার তৈয়বুর রহমান বাবু বলেন, দীর্ঘদিন ধরে তাদের বাড়ির ভিতরকার টিউবওয়েলের পানি স্থানীয়রা পান করতেন। সেকারণে টিউবওয়েলটি বাইরে বসিয়ে দিয়ে জনস্বার্থে রাস্তাটি উুঁচ করে ঢালাই দেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে তাকে কোন বাধা দেওয়া বা কাউন্সিলরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সঠিক নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘোনা ইউনিয়ন হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অধ্যক্ষ ফজলুর রহমান পুনরায় সভাপতি

ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচনে অধ্যক্ষ ফজলুর রহমান পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। ২৬ এপ্রিল বৃহস্পতিবার ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে প্রি জাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। উক্ত নির্বাচনে ২টি প্যানেলে (অধ্যক্ষ ফজলুর রহমান ও আদর আলী প্যানেলে) পুরুষ অভিভাবকদের মধ্যে ৮জন এবং মহিলা অভিভাবকদের মধ্যে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে অধ্যক্ষ ফজলুর রহমানের পূর্ণ প্যানেল বিজয়ী হয়। বিজয়ীদের মধ্যে মোঃ আব্দুর রশিদ ৩০৭ ভোট, মোঃ কুরবান আলী সরদার ২৯১ ভোট, মোঃ তরিকুল ইসলাম ২৯০ ভোট, মোঃ আবুল বাশার ২৮৯ ভোট এবং তানজিলা খাতুন ২৯৯ ভোট পান।
নির্বচানে অধ্যক্ষ ফজলুর রহমান সকল সদস্যের সমর্থনে পুনরায় ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সরকারি কাজে বাঁধা দেওয়ায় মহিলাসহ ৩ জনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক : সরকারি কাজে বাঁধা দেওয়ায় অভিযোগে শহরে এক মহিলাসহ তিন জনের জেল ও এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সূত্র জানায়, শহরের খড়িবিলা এলাকায় মৃত প্রায় খাল পূনঃ খনন করার জন্য গত কাল শুক্রবার সকালে পৌর ভূমি অফিসের নায়েব মীর ইদ্রিস আলী ও সার্ভেয়ার মোঃ ইমদাদুর রহমান সরোজমিনে মাপ জরিপের কাজ করতে যান।
এসময় কয়েকজন ভূমি দস্যু তাদের মাপ জরিপ কাজে বাঁধা দেয়, লাঞ্চিত করে অকথ্য ভাষায় গালিদেয় একপর্য়ায়ে তাদের উপর ক্ষিপ্ত হয়ে নায়েব ও সার্ভেয়ার কে টানাহেছড়া করে । পরে সদর ইউএনও কে বিষয়টি অবহিত করলে। সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ ৪জন কে আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, শহরের ইটাগাছা এলাকার মৃত ইমান আলীর স্ত্রী রহিমা খাতুন, একই এলাকার জামায়াত আলীর ছেলে হাসান আলী, বাকাল এলাকার শামসুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম ও খড়িবিলা এলাকার রফিকুল ইসলামের ছেলে আঃ রহিম।
সাতক্ষীরা সদর পৌর ভূমি অফিসের নায়েব মীর ইদ্রিস আলী জানান,সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে আটককৃত রহিমা খাতুন, হাসান আলী ও হাফিজুল ইসলাম কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সদর ইউএনও মহোদয় ১৫ দিনের কারাদন্ড ও আঃ রহিম কে ৫’শত টাকা জরিমানা করেন।
এদিকে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ ভাবে সরকারি জমি দখল ও খালের বাঁধ দেওয়াসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান। অপরদিকে অবৈধ ভাবে সরকারি জমি ভোগ দখল ও সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় উক্ত এলাকার আরো অনেকে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা গ্রহণের উদ্যেগ নিয়েছে প্রশাসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমালোচনার জেরে ইসরায়েলি নির্যাতনের ভিডিও প্রকাশ ইউটিউবের! (ভিডিও)

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নির্যাতনের ভিডিও প্রকাশ করেছে ইউটিউব। এর আগে কন্টেন্টটি ভিডিও-শেয়ারিং প্লাটফর্মের বিধি লঙ্ঘন করেছে উল্লেখ করে ভিডিওটি মুছে দেয় ইউটিউব। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হলে বুধবার তা আবার প্রকাশ করেছে ইউটিউব কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের অ্যাকাডেমিক ও অধিকারকর্মী সানা কাসেম গাজায় সাম্প্রতিক বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সম্মানার্থে ইউটিউবে ওই ভিডিওটি প্রকাশ করেছিলেন। মার্কিন অধ্যাপক ও অধিকারকর্মী নরম্যান ফিনকেলস্টেইন ওই ভিডিওটি রিপোস্ট করেন। তবে ইউটিউব সেটিও আবার মুছে দেয়। পরে ফিনকেলস্টেইন ওই ভিডিও মুছে ফেলার কারণ জানতে চেয়ে ইউটিউবকে ই-মেইল করেন।

তুরস্কের রাস্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সিকে সাক্ষাৎকার দেওয়ার কিছুক্ষণ পর ফিনকেলস্টেইনের ই-মেইলের জবাব দেয় ইউটিউব। ইউটিউব জানায়, তারা ওই ভিডিওটি আবারও তাদের প্লাটফর্মে পোস্ট করবে। তবে সেক্ষেত্রে একটা বয়স সীমা বেঁধে দেয়া হবে।

এদিকে, ফিনকেলস্টেইন তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, ইউটিউব গাজার ওই ভিডিওটি রিপোস্ট করেছে তবে এটিকে একটি পর্ন ভিডিও হিসেবে উল্লেখ করা হয়েছে। যেকোনো ব্যবহারকারী ইউটিউবে লগ-ইন করে তার বয়স নিশ্চিত করার পরই ওই ভিডিওটি দেখতে পারবেন।

প্রসঙ্গত, ইউটিউবের এ ধরনের একপেশে আচরণ এবারই প্রথম নয়। ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় এই প্লাটফর্মটি এর আগেও ইসরায়েলি বর্বরতা ভিডিও মুছে দিয়েছিল।

https://www.youtube.com/watch?v=Y9ml7tCChyY

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউটিউব ভিডিও দেখে একাই সন্তান প্রসব!

এক নারীর সন্তান জন্মের খবর টুইটারে ভাইরাল। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে কর্মরত টিয়া ফ্রিম্যান নামের ওই নারী তুরস্কের হোটেল রুমে একাই সন্তানের জন্ম দিয়েছেন। এসময় শুধু একটি ইউটিউব ভিডিওর সহায়তা নিয়েছিলেন। গত মার্চে টিয়া যুক্তরাষ্ট্র থেকে জার্মানি যাচ্ছিলেন। ওই সময় এ ঘটনা ঘটে।

তুরস্কের ইস্তানবুলের একটি হোটেলের বাথটাবে সন্তান জন্ম দেয়ার খবর ২৪ এপ্রিল টুইটারে সবাইকে জানান। ২২ বছর বয়সী সেই নারী তার সন্তানের নাম রেখেছেন জেভিয়ার আটা ফ্রিম্যান। গত ৭ মার্চ তার ওই সন্তানের জন্ম হয়। প্রথমে বিমানবন্দরেই সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। কিন্তু পরে হোটেলে উঠার সিদ্ধান্ত নেন।

সন্তান জন্মের পরের দিনই আগে থেকে বুক করে রাখা গাড়িতে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সন্তান কোলে টিয়াকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। তাকে কর্তৃপক্ষ মানবপাচারকারী বলেও সন্দেহ করছিল। পরে তিনি তুরস্কের যুক্তরাষ্ট্র দূতাবাসের সাহায্য নেন।

এভাবে সন্তান জন্ম দেয়ার খবরটি নিয়ে এত মাতামাতি হচ্ছে দেখে টিয়া কিছুটা বিব্রত। তিনি টুইটারে বলেছেন, ‘আমি সত্যিই বুঝতে পারছি না সবাই কেন আমার এ খবর নিয়ে এত অবাক হয়েছে। হতে পারে এটিকেও সবাই একদিন স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে দেখা গেল ক্রিকেটার রুবেলের স্ত্রীকে!

অনলাইন ডেস্ক: টাইগার পেসার রুবেল হোসেন বিয়ে করেছেন বেশ আগেই। পরিবারের পছন্দের পাত্রীর সঙ্গে খুব গোপনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন এই ক্রিকেট তারকা। বিয়ের পর বউয়ের কোনো ছবি মিডিয়ায় প্রকাশ করেননি বাংলাদেশি এই পেসার। বিয়ের দুই বছর পেরিয়ে গেলেও এত দিন রুবেলের স্ত্রীর দেখা পাওয়া যায়নি।
অবশেষে শনিবার (২৮ এপ্রিল) তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে তোলা ছবি আপলোড করলেন। দুইটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘My wife.. ❤❤❤’ (আমার স্ত্রী)
রুবেল হোসেন আপাতত ক্রিকেটের বাইরে আছেন। শ্রীলঙ্কা সফর শেষ করে ঘরোয়া লিগে কোনো ম্যাচ খেলেননি তিনি। কয়েকদিন আগে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি অসুস্থ এবং নিজ জেলা বাগেরহাটেই অবস্থান করছেন। সুস্থ হলে ঢাকায় ফিরবেন বলে বলেছেন।
উল্লেখ্য, ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন পেসার রুবেল হোসেন। তিনি এখন পর্যন্ত ২৫টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest