সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

সাতনদীতে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

গত ২৫ এপ্রিল ২০১৮ ইং তারিখে সাতনদী পত্রিকার প্রথম পৃষ্টায় “১০ লক্ষ টাকা চাঁদা আদায় করতে গিয়ে গণধোলাইয়ের শিকার দু আ’লীগ নেতা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে তা আদৌ সত্য নয়। প্রকৃতপক্ষে চাঁদা চাওয়া বা মুচলেকা দেওয়ার মত কোন ঘটনা সেখানে ঘটেনি। আমাদের সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য একটি কু-চক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে উক্ত সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা উক্ত মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি।

বিনীত

তারেক ও আমজাদ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিম জং-আনের কৌতুক ঠাণ্ডা নুডলস নিয়ে তোলপাড়

উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে ইতিহাস সৃষ্টি করেছেন। কিন্তু তিনি আসল তোলপাড় সৃষ্টি করেছেন ঠাণ্ডা নুডলস নিয়ে একটি মন্তব্য দিয়ে।

দুই নেতার আনুষ্ঠানিক করমর্দনের পর হাল্কা কথা-বার্তা এবং হাস্যরসের সুযোগ ছিল। সেই সুযোগের সদ্ব্যবহার করে কিম বলেন, তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনর জন্য তার দেশের বিখ্যাত ঠাণ্ডা নুডলস নিয়ে এসেছেন।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কিম বলেন, আমি খবরের দিকে নজর রাখছিলাম এবং দেখলাম লোকজন খাবার-দাবার নিয়ে অনেক কথা বলছে। তাই আমি প্রেসিডেন্ট মুনের জন্য পিওংইয়াং থেকে ঠাণ্ডা নুডলস নিয়ে এসেছি।’

আরেকটি অনুবাদে বলা হয়, তিনি বলেন এই নুডলস তারা ‘বহু দূর’ থেকে নিয়ে এসেছেন … কিন্তু তারপরই কৌতুক করে বলেন, ‘আহা, আমাদের হয়তো এত দূর বলা উচিত না।

তার এই মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে বিশাল কোন ব্যাপার না হলেও, দক্ষিণ কোরিয়ায় পিওংইয়াং ঠাণ্ডা নুডলস-এর জন্য এক রকম উন্মাদনা সৃষ্টি করেছে।

দক্ষিণের ঠাণ্ডা নুডলস-এর দোকানের সামনে ক্রেতাদের লম্বা লাইন তৈরি হয়েছে, এবং সামাজিক মাধ্যমে ‘পিওংইয়াং ঠাণ্ডা নুডলস্’ নিয়ে কথা-বার্তা শীর্ষ বৈঠকের চেয়ে বেশি হচ্ছে।

বাজরা দিয়ে তৈরি ‘পিওংইয়াং ন্যাংমিয়াং’ ঠাণ্ডা নুডলস কিম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জন্য নিয়ে এসেছেন, এবং কোরিয়া হেরাল্ড পত্রিকার তথ্য অনুযায়ী এই নাম টুইটারে ট্রেন্ডিং শব্দগুলোর শীর্ষে চলে যায়।

একজন টুইট করেছেন, কিম জং-আন ঠাণ্ডা নুডলস নিয়ে জোক করেছেন। এখন সেটাই শীর্ষ বৈঠকের চেয়ে বেশি ট্রেন্ড করছে। হোয়াট দ্য …

আরেকজন বিস্ময় প্রকাশ করে টুইট করেছেন, দুই কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা ঘটছে আর দক্ষিণ কোরিয়ায় মাঠ-পর্যায়ে প্রতীকী প্রতিক্রিয়া হচ্ছে পিওংইয়াং ঠাণ্ডা নুডলস-এর জন্য লম্বা লাইন। ভাবলাম বিষয়টি বেশ মজাদার।

এই উন্মাদনা সামাজিক মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না। দক্ষিণ কোরিয়ার যেসব রেস্টুরেন্টের মেনুতে এই ঠান্ডা নুডলস রয়েছে, সেখানে লাইন দিয়ে পিওংইয়াং ন্যাংমিয়াং খাওয়ার হিড়িক পড়ে গেছে।

সাংজু হান ইন্সটাগ্রামে একটি সেলফি দিয়ে লিখেছেন, দুই কোরিয়ার শীর্ষ বৈঠক উদযাপন করার জন্য আমি লাঞ্চে ঠাণ্ডা নুডলস খেয়েছি। আমি যখন আসি তখন এখানে লম্বা লাইন ছিল। রেস্টুরেন্টে বসার কোন জায়গা ছিল না। ঠাণ্ডা নুডলস খাওয়ার জন্য আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমার বিশ্বাস সবাই একই কারণে এই রেস্টুরেন্টে এসেছেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা এক রিপোর্টে বলে, পূর্ব সোলে অবস্থিত একটি রেস্টুরেন্টে এত ভিড় যে গাড়ি পার্ক করার জায়গা ছিল না।

সোলের আরেকটি রেস্টুরেন্টে অপেক্ষমাণ লোকজন তাদের নাম ডাকার সাথে সাথে চিৎকার করে বলে উঠছে, এবার পিওংইয়াং ন্যাংমিয়াং খাওয়া যাক, কিম জং-আনের সাথে খেতে হবে! বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিনা খানের ‘অশ্লীল’ এমএমএস ফাঁসের হুমকি

বিগ বসের ঘরে থাকাকালীন শিল্পা শিণ্ডের সঙ্গে বিকাশ গুপ্তার ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ করা হয়েছে এমন খবরে সম্প্রতি সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। কিন্তু যে ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জুড়ে, সেখানে বিকাশের সঙ্গে অন্য কোনও মেয়েকে দেখা যাচ্ছে বলে দাবি করেছেন শিল্পা।

শুধু তাই নয়, পরে সেই মেয়েটির একটি পর্ন ভিডিও টুইটারে শেয়ারও করেন শিল্পা শিণ্ডে। যা নিয়ে তাকে জোর আক্রমণ করেন হিনা খান এবং তার প্রেমিক রকি জাসওয়াল। পর্ন ভিডিও শেয়ার নিয়ে যখন হিনা খান এবং শিল্পা শিণ্ডের সঙ্গে বাকযুদ্ধ শুরু হয়েছে, সেই সময় হিনা খানের অশ্লীল এমএমএস শেয়ার করা হবে বলে হুমকি দেওয়া হয়।

অভিযোগ, শিল্পা শিণ্ডের ভক্তরাই নাকি হিনা খানের পর্ন ভিডিও প্রকাশ করে দেবেন বলে হুমকি দেন। শুধু তাই নয়, হিনা খান সম্পর্কে বেশ কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করে, তার বেশ কিছু ছবিও প্রকাশ করা হয়। যা নিয়ে ইতিমধ্যেই বেশ জল্পনা শুরু হয়েছে।

তবে হিনা খানকে নিয়ে যে ধরনের অশ্লীল শব্দ প্রয়োগ করে, বিভিন্ন ছবি ব্যবহার করা হয়েছে, তার প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন টেলিভিশন অভিনেত্রীর বন্ধু রকি জাশওয়াল। তিনি বলেন, এই ধরনের কাজের কোনও মানে হয় না। যে বা যারা হিনা খানের সঙ্গে শিল্পা শিণ্ডের তুলনা করছেন, তা একেবারেই সঠিক কাজ নয় বলেও মন্তব্য করেন রকি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য গ্লোবাল সামিট অব উইমেন্স লিডারশিপ এ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কার গ্রহণকালে নারী নেতৃবৃন্দ বেশকিছু সময় দাঁড়িয়ে মুহুর্মুহু করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন বাংলাদেশে নারী শিক্ষা ও উদ্যোক্তার ক্ষেত্রে নেতৃত্ব দানের জন্য শেখ হাসিনাকে এ পুরস্কারে ভূষিত করে।

শেখ হাসিনা বলেন, ‘গ্লোবাল সামিট অব উইমেন লিডারশিপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করে আমি অত্যন্ত আনন্দিত ও গভীর সম্মানিত বোধ করছি এবং এই উইমেন লিডারশিপ এ্যাওয়ার্ড বিশ্বের নারীদের উৎসর্গ করছি যারা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন। নারী চেঞ্জ মেকারদের দেখতে পাওয়া আমার জন্য বিশাল আনন্দের বিষয়।’ মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করায় তিনি গ্লোবাল সামিট উইমেন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি সবাইকে প্রান্তিক, দুস্থ, যারা অনাহারী এবং স্কুলে যেতে অনাগ্রহী ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়াতে গতানুগতিক লিঙ্গ বৈষম্য থেকে ফিরে এসে নারীর সক্ষমতা বাড়াতে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বিশেষ করে জীবনের সর্বক্ষেত্রে নারীদের সমান সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, কোন মেয়ে ও নারী পিছিয়ে পড়ে থাকবে না। তিনি বিশেষ করে নারীদের স্বাস্থ্য সমস্যা দূরীকরণসহ উৎপাদনশীলতা জোরদার করার আহবান জানান।

এর আগে শেখ হাসিনার রাজনৈতিক জীবন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও নারীর ক্ষমতায়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেকেআরকে ৫৫ রানে হারাল দিল্লি ডেয়ারডেভিলস

চলমান আইপিএলে ছয় ম্যাচের পাঁচটিতেই হেরে পয়েন্ট টেবিলের একেবারে শেষে চলে যাওয়া সেই দিল্লি এই আসরে রেকর্ড সংগ্রহ গড়েই কলকাতা নাইট রাইডার্সকে ৫৫ রানে বড় ব্যবধানে হারাল।

দিল্লির নতুন অধিনায়ক শ্রেয়াসের অপরাজিত ঝড়ো ৯৩ রানের কল্যাণে দিল্লি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি কলকাতা।

ফিরোজ শাহ কোটলায় ২২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতার হয়ে কোনো ব্যাটসম্যানই ভালো কিছু করে দেখাতে পারেননি। দলের পক্ষে ৩০ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৪৪ করলেও দলকে জেতাতে পারেননি আন্দ্রে রাসেল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন শুবমান গিল। দিল্লি বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট, গ্লেন ম্যাক্সওয়েল, আভেশ খান ও অমিত মিশরা।

এর আগে টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে ২১৯ রান সংগ্রহ করে দিল্লি। দলের পক্ষে ৪৪ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে পৃত্থী শাহ। তবে মূল কাজটি করেন নতুন অধিনায়ক আইয়ার। ৪০ বলে ৩টি চার ও ১০টি বিশাল ছক্কায় ৯৩ করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। এছাড়া ২৭ রান করেন ম্যাক্সওয়েল। কলকাতা বোলারদের মধ্যে পিযুশ চাওলা, শিভাম মাভি ও রাসেল একটি করে উইকেট পান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলার কুশখালীতে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

এম.এ হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকালে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। কুশখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন’র টেকনিক্যাল সহযোগিতায় ওয়ার্ড সভাটি অনুষ্ঠিত হয়। ইউপি সদস্যা মোছা. মনজুরা খানম ইতি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামল, ইউনিয়ন পরিষদের সচিব মো. মতিউর রহমান, ইউপি সদস্য আজিজার রহমান, মনিরুল ইসলাম, সংরক্ষিত আসনের ইউপি সদস্যা মোছা. রহিমা খাতুন, দৈনিক আজকের সাতক্ষীরা’র নিজস্ব প্রতিবেদক জি.এম আবুল হোসাইন, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আব্দুল আলীম, সিরাজুম মনিরা প্রমুখ।

শিশু বান্ধব স্থানীয় সুশাসন ব্যবস্থার অংশ হিসেবে জনপ্রতিনিধিরা ৯টি ওয়ার্ডের উপস্থিত শিশু সদস্য ও এলাকাবাসীর বিভিন্ন চাহিদা ও দাবী উপস্থাপনার আহবান জানান। অনুষ্ঠানে ওয়ার্ডবাসী ও ৯টি ওয়ার্ডের শিশু প্রতিনিধিরা তাদের নিজ এলাকার রাস্তাঘাট, কালভার্ট, শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ,  সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রভৃতি  উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর উন্মুক্ত আলোচনা ও প্রস্তাবনা  তুলে ধরেন। জনগণের মুখোমুখি হয়ে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা সকলের প্রস্তাবনা ও আলোচনার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে বাজেট বরাদ্দ রেখে পরিকল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের অগ্রনী ভূমিকা রাখতে সভায় জনপ্রতিনিধিদের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপন করা হয়। শিশুসহ এলাকাবাসী রাস্তাঘাট, স্যানিটেশন, স্কুল, কমিউনিটি ক্লিনিক এর অব্যবস্থাপনা সহ অারো নানা ধরনের সমস্যা ওয়ার্ড সভার মাধ্যমে তুলে ধরা হয়।

সমগ্র সভাটি উপস্থাপনা ও পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সাইফুল ইসলামের পুত্র আকতারুজ্জামান শিমুল(২৩) এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব রং পালিশ শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সভাপতি মোঃ জুম্মান আলী সরদার, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ বাবুল আকতার, প্রচার সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, হাফিজুল ইসলাম, নেছার উদ্দীন, মদিনা হার্ডওয়ারের সত্বাধিকারী ও পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক শাহ মোঃ আনারুল ইসলাম, ন্যাশনাল হার্ডওয়ারের সত্বাধিকারী আলহাজ্ব মোঃ কামাল হোসাইন, সাজিদ এন্টার প্রাইজের সত্বাধিকারী আবু সাঈদ, রাজধানী হার্ডওয়ারের সত্বাধিকারী টুটুলসহ অত্র সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন, পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য: গত ২০ এপ্রিল শুক্রবার খুলনার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকতারুজ্জামান শিমুলের অকাল মৃত্যু হয়। তার এ অকাল মৃত্যুতে পরিবারসহ শহরে শোকের ছায়া নেমে আসে। সে সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের ৭০ নং সদস্য ছিলেন। তার বাড়ী শহরের কাটিয়া লঙ্করপাড়ায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড় ভাইয়ের সম্পত্তি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাইদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :
আদালতের উপেক্ষা করে বড় ভাইয়ের রেকর্ডীয় সম্পত্তি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইদের বিরুদ্ধে। ২৫ এপ্রিল সকালে শহরের পুরাতন সাতক্ষীরা ঘুড্ডের ডাঙ্গী এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগী পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আতিয়ার রহমান জানান, দহাকুলা মৌজা, জে এল ৯৭, এস এ ৫৪২, খতিয়ান নং- ৮/৪, দাগ নং- ১৭৫৬, যার হোল্ডিং নং ২৮৫৬, জমির পরিমান ৩৬৩৭১০০ শতক, খতিয়ান ১৯০২/১০, হোল্ডিং নং ৮৩৩৭, দাগ নং ২৮৭১, ৩৮৩০, জমির পরিমান ৫০.৩০ শতক, মৌজা- দহাকুলা, খতিয়ান নং- ৮/৩ হোল্ডিং নং- ২৭৪৫, জমির পরিমান ১৮.৬৩, মৌজা- সাতক্ষীরা, খতিয়ান ১৯০২/১১, হোল্ডিং নং- ৮৩৩৮, দাগ নং- ২৫৭৩, জমির পরিমান ৫.৭৫ শতক। মোট ০৪ খতিয়ানে ১১১.৭৫ শতক সম্পত্তি ওয়ারেশ এবং ক্রয়সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন ভোগ দখলে ছিলেন।
বিগত ২০১৩ সালের আতিয়ার রহমানের পিতা আব্দুল কাদের মৃত্যুবরণ করেন। পিতা জীবিত থাকা কালিন ভিটাবাড়ীর ৩৭ শতক জমির মধ্যে ৩৩ শতক ৩ ভাই ও ২ বোন লিখে নেয়। পিতার মৃত্যুর ১ বছর পর ২০১৪ সালের দিকে অন্য ৩ ভাই মতিয়ার, মশিবার ও হবিবার রহমান তাদের পিতা ৯ লক্ষ টাকা ঋণ ছিলেন বলে দাবি করেন। আর এ কারণে পুরো ৯ লক্ষ টাকা পরিশোধের জন্য আতিয়ার রহমানের উপর চাপ প্রয়োগ করতে থাকে। অথচ বিগত ২০০৪ সাল থেকে আতিয়ার রহমান পিতার সংসার থেকে আলাদা থাকেন। এছাড়া কার কাছে তাদের পিতা ঋণ ছিলেন এমন কোন প্রমান দেখতে চাইলে তারা তা না দেখিয়ে এড়িয়ে যান। তারপরও সঠিক প্রমান থাকায় আতিয়ার রহমান পিতার ঋণ বাবদ ৬০ হাজার টাকা এবং মতিয়ার ঋণ বাবদ ৫ হাজার মোট ৬৫ হাজার পরিশোধ করেন এবং মিউটেশন কেস বাবদ ১১ হাজার টাকা ব্যয় করেন। এদিকে ইতোমধ্যে উক্ত ৩ ভাইয়ের ভাগের দহাকুল মৌজায় সমুদয় সম্পত্তি তারা একই এলাকার মৃত হেমান্ত দাসের ছেলে নব মুসলিম আবু বক্কর সিদ্দিকের নিকট বিক্রয় করেছেন। এঘটনায় সাতক্ষীরা সদর সার্কেলের সহযোগিতায় পুলিশ সুপারের অপরাধ দমন শাখায় এক সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিমাতা ৩ বোন,সৎ মাতা এবং আতিয়ার কে ১ লক্ষ ৬০ হাজার টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধের সাথে সাথে উল্লেখিত ৫ জনের সমুদয় সম্পত্তি বুঝায়া দিবে এবং পরবর্তীতে উল্লেখিত ৩ ভাই তাদের পিতার ঋণ, বন্ধক বাবদ কোন টাকা দাবি করতে পারবে বলে অঙ্গীকার করেন। কিন্তু ওই টাকা ছাড়াও আরো ৮ লক্ষ টাকা দাবি করে। না দিলে জমি জবর দখল করবে বলে হুমকি প্রদর্শন করে। উপায় না পেয়ে আতিয়ার রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মতিয়ার রহমান, মশিবার রহমান ও হবিবার রহমানের নামে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সদর উপজেলা কশিমান(ভূমি) কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং সাতক্ষীরা সদর থানাকে শান্তি শৃঙ্খলা বজার রাখার নির্দেশ দেন।
সে মোতাবেক গত ০৮/০৩/১৮ তারিখে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশার (ভূমি) এর আওতায়ভুক্ত ধুলিহর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোকলেস আলী তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেখানে তিনি উল্লেখ করেন মতিয়ার,মশিবার ও হবিবারের নামে দহাকুল মৌজায় কোন জমি নেই। প্রতিবেদন দাখিলের পর আদালত গত ১৭/৪/১৮ তারিখে “ওসিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা নির্দেশ দেন। এরপর সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ এস আই কবির হোসেন মোল্যাকে দায়িত্ব প্রদান করেন। কিন্তু উল্লেখিত মতিয়ার, মশিবার ও হবিবার থানাপুলিশকে ম্যানেজ করে কথিত বিএনপি নেতা রকিব ও কথিত মহুরী সাঈদের কু পরামর্শে গত ২৬ এপ্রিল’১৮ তারিখে লোকজন নিয়ে জোরপূর্বক আতিয়ারের সম্পত্তি থেকে প্রায় ৫০ বস্তা কাঁচা ধান কেটে নিয়ে যায় এবং ৩ তিন আগের এক বিঘা জমির কাটাধানও তুলে নিয়ে যায় তারা। তবে এলাকার জনরোষে পড়ে ১৩ বস্তা ধান ও ২ কাউন বিছলি ফেরত দিতে বাধ্য হয়। এঘটনায় ভুক্তভোগী আতিয়ার উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest