সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপ

টানা বসে থাকলে অকাল মৃত্যু অনিবার্য!

বসে থাকার চাকরি। অবসরও কাটে বসে বসেই। আড্ডাও চলে শুয়ে-বসেই। কিন্তু বেশিক্ষণ বসার মধ্যেই লুকিয়ে আছে বিপদ। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, ৩ ঘণ্টার বেশি টানা বসে থাকলে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক বা ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ। এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে। চাকরি হোক বা অবসর, আড্ডা হোক বা কাজ, টানা বসে থেকেছেন কি মরেছেন!

দিনে ৩ ঘণ্টার বেশি টানা বসে থাকলেই বিপদ। সারা বিশ্বে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয়, তার ৪ শতাংশ মৃত্যু হয় দীর্ঘক্ষণ বসে থাকার কারণে। সংখ্যাটা ৪ লাখ ৩৩ হাজার।

স্পেনের সান জর্জ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই মারাত্মক তথ্য।

গবেষকরা বলছেন, খুব কম বিরতিতে একভাবে বসে কাজ করলে বা টিভি দেখলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ৯০ শতাংশ। ৫০ শতাংশ বেশি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। ৫৪ শতাংশ ফুসফুস ক্যান্সার, ৬৬ শতাংশ জরায়ু ক্যান্সার ও কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ বেড়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফারিয়ার ‘পটাকা’ ও পড়শীর ‘রাস্তা’ নিয়ে আলোচনা-সমালোচনা

এপ্রিলের শেষ দিকে ইউটিউবে মুক্তি পেয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার ‘পটাকা’ ও কণ্ঠশিল্পী পড়শীর ‘রাস্তা’ গানের মিউজিক ভিডিও। তবে পছন্দের চেয়ে বিতর্কই বেশি উঠছে গান দুটি নিয়ে। নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সমালোচকদের দাবি, গানের শিরোনামের সঙ্গে কথা ও ভিডিওর কোনো মিল নেই। সেই অনুযায়ী অধিকাংশই নেটিজেনই পাস নম্বর দেননি। ইউটিউব চ্যানেল গিয়ে দেখা গেছে নেটিজেনরা গান দুটিতে লাইকের চেয়ে ডিজলাইক বাটনে বেশিবার ক্লিক করেছেন।

অথচ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মিউজিক ভিডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গানের সাথে দৃশ্যায়ন ভক্তদের বিনোদনের জন্য নতুন মাত্রা হিসেবে যুক্ত হয়েছে। কিন্তু সম্প্রতি দুটি মিউজিক ভিডিও’র ক্ষেত্রে মুদ্রার উল্টো পিঠও দেখা গেল। ঢাক-ঢোল পিটিয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়া আলোচনায় আসলেও ‘পটাকা’ গান দিয়ে তিনি যে ভক্তদের মন জয় করতে পারেননি তার প্রমাণ পাওয়া গেছে কমেন্ট ও ডিজলাইকে। তবে এটা সত্য বহু নেটিজেনকে তিনি গানটি শোনাতে সক্ষম হয়েছেন।

নুসরাত ফারিয়ার কণ্ঠে গাওয়া প্রথম গান পটাকা। এই গান রিলিজের পর আলোচনা-সমালোচনা শুরু হয়। সাধারণত গানের কথা মুখে মুখে ইদানীং কম ফেরে কিন্তু ‘পটাকা’ গানটি মানুষের মুখে উঠে এসেছে। যদিও অনেকের মতে অভিনেত্রী হয়েও নুসরাত ফারিয়া গেয়েছেন ভালো। গত ২৬ এপ্রিল নুসরাত ফারিয়ার গানটি বাংলাদেশ ও ভারতের ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সিএমভি’র চ্যানেলে আজ বুধবার এই রিপোর্ট লেখা পর্যন্ত ‘পটাকা’র ভিউ ৯ লাখ ৯৮ হাজার ও ভারতের এসভিএফের চ্যানেলে ৪ লাখ ৯৮ হাজার। অর্থাৎ গানটির মোট ভিউ প্রায় ১৫ লাখ। কিন্তু এই ভিডিওতে লাইকের চেয়ে ডিজলাইকের সংখ্যা বেশি। বাংলাদেশের সিএমভি’র চ্যানেলে ডিজলাইক ৫২ হাজার, ভারতের এসভিএফের চ্যানেলে ডিজলাইক ১৬ হাজার। অর্থাৎ শুধু ডিজলাইকই প্রায় ৭০ হাজার। আর লাইক করেছে সিএমভি’র চ্যানেলে ১০ হাজার এবং এসভিএফের চ্যানেলে সাড়ে ৭ হাজার। মোট লাইক ১৭ হাজার। অর্থাৎ লাইকের চেয়ে ডিজলাইক তিন গুণ বেশি। গানটির সঙ্গীত পরিচালক প্রীতম হাসান, লিখেছেন রাকিব হাসান রাহুল। মিউজিক ভিডিওর পরিচালক ভারতের নির্মাতা বাবা যাদব।

অন্যদিকে, একই দিন প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশ করা হয়েছে কণ্ঠশিল্পী পড়শীর ‘রাস্তা’ নামের একটি মিউজিক ভিডিও। এখানেও ‘ডিজলাইক’ এর পরিমাণ লাইক-এর চেয়ে বেশি। যা দেখে অবাক হয়েছেন স্বয়ং নেটিজেনরা। কেননা ইতোপূর্বে পড়শীর গানে লাইকের চেয়ে ডিজলাইক-এর সংখ্যা বেশি না দেখা গেলেও এবারই প্রথম তার ব্যতিক্রম ঘটেছে। এই গানের সঙ্গীত পরিচালক জুয়েল মোর্শেদ, কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। বুধবার এই রিপোর্ট লেখার সময় পড়শীর গানের ‘ভিউয়ার’ হয়েছে ৭ লাখ। ৭ হাজার ডিজলাইকের বিপরীতে লাইক পড়েছে ৫ হাজার।

শুধু ডিজলাইক নয়, গান দুটির ভিডিওতে কমেন্টের দিকে তাকালে দেখা যায় নেতিবাচক মন্তব্যের ভিড়ে ইতিবাচক মন্তব্য খুঁজে পাওয়া মুশকিল। তবে গানের ভিডিওতে লাইক-ডিজলাইক কিংবা ভালো-বাজে কমেন্ট গানের মানদণ্ড নির্ধারণ করে না বলে মনে করেন সংগীত সংশ্লিষ্টরা।তাদের মতে, এটা নেটিজেনদের সাময়িক প্রতিক্রিয়া মাত্র। প্রত্যেক সেলিব্রিটির পক্ষ-বিপক্ষের ভক্তরা ওয়েব জগতে সক্রিয়। তারাই নেতিবাচক-ইতিবাচক প্রতিযোগিতায় অংশ নিয়ে ভিডিও কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্টের এমন হাল করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বোলিংয়ের অনুমতি পেলেন পাকিস্তানের হাফিজ

আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

আইসিসির বিবৃতিতে জানানো হয়, ‘হাফিজের বোলিং অ্যাকশন পুনঃপরীক্ষায় দেখা গেছে তা বৈধ। তাই এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এই অফ স্পিনার বোলিং করতে পারবেন।’

গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এরপর চলতি বছরের ১৭ এপ্রিল লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিংয়ের পরীক্ষা দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। পরীক্ষা শেষে আইসিসি তাকে বোলিং করার অনুমতি দিয়েছে।

এর আগেও তিনবার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। প্রথমবার নিষিদ্ধ হন ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। তখন নিয়ম ভিন্ন থাকায় দ্রুতই ফিরে যান ক্রিকেটে। তবে ২০১৪ সালে নতুন নিয়মে আবার রিপোর্টেড হন দুবার। নিয়ম অনুযায়ী ১২ মাস নিষিদ্ধ থাকেন বোলিংয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা তাঁতীলীগের মে দিবস পালন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা তাঁতীলীগ। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা তাঁতীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম ও সদস্য সচিব তুহিন খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা শ্রমিকলীগের মে দিবসের আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক মারুফ, আসাদুজ্জামান, দিপু, সদস্য সাগর, রানা, সুমন, রুবেল, নাসির ও ইদ্রিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্ষসেরা খেলোয়াড় ভূষিত হলেন সালাহ
ইংল্যান্ড ফুটবল রাইটার্স এসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন লিভারপুলের মিশরীয় খেলোয়াড় মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই এই অ্যাওয়ার্ড জিতলেন তিনি।
গেল মাসে প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) নির্বাচিত সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এছাড়া চলতি মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক মৌসুমে তিনবার ‘প্লেয়ার অব দ্য মান্থ’য়ের পুরস্কার জিতেছিলেন সালাহ।
নভেম্বর, ফেব্রুয়ারির পর মার্চেও ‘প্লেয়ার অব দ্য মান্থ’য়ের পুরস্কার জিতে ইংলিশ লিগে নতুন ইতিহাসের জন্ম দেন ২৫ বছর বয়সী সালাহ। কারণ এর আগে একই মৌসুমে এমন কীর্তি গড়তে পারেননি অন্য কোন খেলোয়াড়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বাংলাদেশে ৮ বছরে বজ্রপাতে ১৮০০ মানুষের মৃত্যু’
বাংলাদেশে ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বজ্রপাতের ঘটনায় ১৮০০’র বেশি মানুষ মারা গেছে বলে এ গবেষণায় বলা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম. এ ফারুকের নেতৃত্বে এ গবেষণাটি করা হয়েছে।
অধ্যাপক ফারুক বলেন, এ গবেষণার জন্য ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অর্থাৎ আট বছরের তথ্য সংগ্রহ করা হয়। বাংলাদেশের প্রথম সারির চারটি দৈনিক সংবাদপত্রে বজ্রপাতে মারা যাবার যেসব খবর প্রকাশিত হয়েছে সেগুলোকে একত্রিত করে দেখানো হয়েছে যে আট বছরে বজ্রপাতে নিহতের সংখ্যা ১৮০০’র বেশি। সে গবেষণায় দেখানো হয়েছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
তিনি বলেন, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে দেখা গেছে রংপুর বিভাগের মধ্যে ঠাকুরগাঁও এবং লালমনিরহাটে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। রাজশাহী বিভাগের সবচেয়ে বেশি বজ্রপাত হয় চাঁপাইনবাবগঞ্জে। ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি বজ্রপাত হয় নেত্রকোনায়। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি বজ্রপাত হয় কিশোরগঞ্জে। সুনামগঞ্জে বজ্রপাত বেশি হলেও মানুষ মারা যাচ্ছে বেশি উত্তরাঞ্চলে।
অধ্যাপক ফারুক তার গবেষণায় কয়েকটি বিষয় তুলে আনার চেষ্টা করেছেন।বজ্রপাত কেন হচ্ছে? কোথায় বেশি বজ্রপাত হচ্ছে? কত মানুষ মারা যাচ্ছে? গবেষণায় এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন অধ্যাপক ফারুক এবং তার সহকারীরা।
তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি আলাস্কা এবং কানাডায় বজ্রপাত নিয়ে গবেষণা করেন। সেখান থেকে ফিরে বাংলাদেশের বজ্রপাতের বিষয়ে মনোযোগী হয়ে উঠেন অধ্যাপক ফারুক।
তিনি বলেন, ২০১৬ সালের মে মাসের মাঝামাঝি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে একই দিন ৫৭ জন মানুষ মারা যায়। এরপর বিষয়টি নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে উঠি।
বজ্রপাত নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি ১৯৮০’র দশক থেকে খবরের কাগজ সে সংক্রান্ত তথ্য খুঁজতে থাকেন। কিন্তু সে সময় বজ্রপাতের বিষয়টিকে সংবাদ মাধ্যমে তেমন একটা গুরুত্ব দেয়া হতো না।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর ২৫ মিলিয়ন বজ্রপাত হয়। কিন্তু বজ্রপাতে মানুষ মারা যায় ৪০ থেকে ৫০ জন। ভারতীয় আবহাওয়া অফিসের রাডার থেকে প্রাপ্ত তথ্য এবং জাপানের মহাকাশ গবেষণা সংস্থার তথ্য মতে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রতিবছর গড়ে ২৪০০’র মতো বজ্রপাতের ঘটনা ঘটে। বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা বাড়ছে এবং এর সাথে তাপমাত্রা বৃদ্ধির ঘনিষ্ঠ যোগাযোগ আছে। বিবিসি
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ৭ মে, আবহাওয়া প্রতিকূলে

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ পিছিয়ে ৭ মে (সোমবার) নির্ধারণ করা হয়েছে। তবে ওই দিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল এলাকায় প্রতিকূল আবহাওয়া বিরাজ করবে। ওইদিন মেঘাচ্ছন্ন আবহাওয়াসহ কয়েক দফা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

প্রতিকূল এ আবহাওয়ায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের দিন আবারও পিছিয়ে যাবে কিনা স্পেসএক্স এখনো তা নিশ্চিত করেনি। তবে আরও দিন পরিবর্তন হতে পারে বলে অনেকেই ধারণা করছেন।

এর আগে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পূর্ব নির্ধারিত দিন ৪ মে’র পরদিন ৫ মে আবহাওয়া প্রতিকূলে থাকতে পারে এমন শঙ্কায় ৭ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ দিন নির্ধারণ করা হয়। কিন্তু বর্তমানে আবহাওয়ার খবরে জানা যায়, ৭ মে সোমবার কেপ ক্যানাভেরাল এলাকায় প্রতিকূল আবহাওয়া বিরাজ করবে। মেঘাচ্ছন্ন আবহাওয়াসহ কয়েক দফা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমতাবস্থায় ৭ মে কেপ ক্যানাভেরালের লঞ্চিং প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উড়বে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশের পথে উড়াল দেবে।

পরিবেশ অনুকূলে থাকলে স্থানীয় সময় ৭ মে সোমবার সকাল ৮টায়, (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

স্পেসএক্সের আগে গত বছর ১৬ ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিতে শুরু করেছিল। কিন্তু হারিকেন আরমায় ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলে উৎক্ষেপেরর তারিখ পিছিয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাহরুখের পোজ দিয়ে ট্রলের শিকার শিল্পা

দুই হাত প্রসারিত করে শাহরুখের সেই চিরচেনা ভঙ্গি দেখেননি এমন শাহরুখভক্ত খুঁজে পাওয়া যাবে না। বিভিন্ন সময়ে এমন ভঙ্গি অনেক বলিউড অভিনেতা করলেও শাহরুখকে ছাড়িয়ে যেতে পারেননি কেউ। তবে এত দিন কোনো বলিউড অভিনেত্রী এই ভঙ্গি করার কথা মাথাতেও আনেননি। আর এবার সেটাই করে দেখালেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী।

টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, সম্প্রতি সমুদ্রতটে দাঁড়িয়ে শাহরুখের সেই চিরচেনা ভঙ্গিমায় দেখা যায় শিল্পা শেঠীকে। ইনস্টাগ্রামে শাহরুখের ভঙ্গিমায় ছবিও দিতে দেখা যায় শিল্পাকে। এ সময় বিকিনি পরিহিতা ছিলেন শিল্পা। আর এতেই সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হতে হয় তাঁকে। যার কোনো জবাব দিতে দেখা যায়নি তাঁকে।

তবে বেশকিছু ইতিবাচক কমেন্টও ছবির নিচে পেয়েছেন শিল্পা শেঠী। শাহরুখের ভঙ্গিতে তাঁকে দেখে অনেক ভক্তই শিল্পাকে চলচ্চিত্রে ফেরার কথা বলেন। জবাবে শিল্পা লিখেন, ‘আমি যদি অনেকদিন পর একটা ছবি করি তাহলে আমাকে এমন একটা চরিত্রে অভিনয় করতে হবে যা আমি আগে করিনি। যে চরিত্রে আমি অভিনয় করতে উপভোগ করব।

যখন আপনি টেলিভিশনে অভিনয় করেন তখন আপনার প্রচুর জায়গা থাকে। তাই এটা সহজ। কিন্তু যখন আপনি ছবিতে অভিনয় করবেন তখন ২৫ দিন টানা শুটিং থাকে।

অথবা ১০ দিনের টানা শুটিং থাকে। তাই আমি জানি না ফিরতে পারব কি না। আমি নিজেকে এই ব্যাপারে উদার রাখতে চাই। যদি আমি ভালো কোনো পাণ্ডুলিপি পাই তাহলে আমি অবশ্যই হ্যাঁ বলব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest