সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

ভোমরা হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রকৃত শ্রমিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ভোমরা হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ১৭২২ এবং ১৯৬৪) এর নির্বাচনে পরাজিত হওয়ার আশংকায় নীল নকশা করে আবারো ক্ষমতায় যাওয়ার পায়তারার অভিযোগ উঠেছে। ১৭২২ এর আবিদ হোসেন ও ১৯৬৪ এর সাইফুল ইসলাম এ পরিকল্পনা বাস্তবায়ন করতে ইতোমধ্যে প্রকৃত শ্রমিকদের সদস্যপদ বাতিল করে অশ্রমিকদের সদস্যভুক্তি করেছেন। অথচ বন্দরে নিয়মিত শ্রমিকের কাজ করে, মাসিক চাঁদা দিয়েও সদস্য হতে পারেননি অনেক প্রকৃত শ্রমিক। সোমবার দুপুরে শ্রমিক ইউনিয়নের সামনে জড়ো হয়ে সাংবাদিকদের কাছে এধরনের অভিযোগ করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যরা।
শ্রমিকরা বলেন, ইউনিয়ন দুটি দীর্ঘদিন জোরপূর্বক দখল করে রেখেছিলো পূর্বের কমিটি। অনেক জল্পনা কল্পনার পর আগামী ১১ মে নির্বাচনে তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের নিয়ম অনুযায়ী দায়িত্বে থাকা নেতৃবৃন্দের ভোটার তালিকা প্রদান করবেন। সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পরাজিত নিশ্চিত উপলদ্ধি করতে পেরে পূর্বের (১৭২২)কমিটির সাধারণ সম্পাদক আবিদ হোসেন ও (১৯৬৪) অর্থ সম্পাদক সাইফুল ইসলাম বিভিন্ন এলাকার দোকানদার এবং শ্রমিকের কাজ করে এমন ব্যক্তিদের তালিকা ভুক্ত করেছেন। অন্যদিকে বন্দরে যারা সারাদিন শ্রমিকের কাজ করে যাচ্ছেন তাদের সদস্যভুক্তি করা তো দূরের কথা গত নির্বাচনে যারা ভোট দিয়েছিলো এমন অনেক সদস্যদের তালিকায় নাম নেই। এদের মধ্যে আবুল হোসেন, আলমগীর হোসেন, মহিদুল ইসলাম, ইউসুফ আলী ইউনিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে সদস্য ছিলো। কিন্তু এ নির্বাচনে আবিদ হোসেনের বিপক্ষের প্রার্থীর সাথে থাকায় তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি। এছাড়া আব্দুল আলিম নামের একজন শ্রমিক বিগত ২০১৩ সাল থেকে শ্রমিকদের কাজ করে যাচ্ছেন তাকে সদস্যপদ দেওয়ার জন্য ভর্তি ফিও নেওয়া হয়েছে কিন্তু তার সদস্যপদ দেওয়া হয়নি।
এঘটনায় সাবেক সাধারণ সম্পাদক আবিদ হোসেন শ্রমিকদের নাম বাদ যাওয়ার কথা স্বীকার করেই বলেন, দু চারটি নাম বাদ যেতেই পারে। তবে এটা ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়নি। এছাড়া যারা পূর্বে শ্রমিক ছিলো তাদের নাম তো বাদ যাবেই। দোকানদারদের সদস্যভুক্তির বিষয়ে তিনি বলেন এটা হতে পারে। অনেকেই দোকানদারির পাশাপাশি আমাদের সদস্য রয়েছেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান ইসরাঈল গাজী বলেন, স্বচ্ছভাবেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। যাদের নাম বাদ পড়েছে তারা আমাদের কাছে অভিযোগ দিলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। বিশেষ করে পুরাতন সদস্য যদি বাদ পড়ে থাকে তাদের পূর্বের নাম্বার টা জানালে আমরা কোন শর্ত ছাড়াই সদস্যভুক্ত করবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে পৌর যুবলীগের পক্ষ থেকে নান্টু ও মাহি আলমকে অবাঞ্চিত ঘোষণা

জামায়াত- শিবির এজেন্টদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে দলীয় অন্ত:দ্বন্দ্ব সৃষ্টি করে দলের মধ্যে বিশৃঙ্খলা করার অভিযোগের জহিরুল হক নান্টু ও মীর মাহি আলমকে পৌর যুবলীগের ওয়ার্ডের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। সোমবার পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন স্বাক্ষরিত এক পত্রে তাদের কে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এছাড়া তাদেরকে রাজপথে প্রতিহত করার ও ঘোষণা দেওয়া হয় উক্ত পত্রে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা তাঁতীলীগের নব গঠিত আহবায়ক কমিটি

সাতক্ষীরা জেলা তাঁতীলীগের নব গঠিত কমিটির আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন জেলার নেতাকর্মীরা। সোমবার দুপুরে ঢাকা থেকে সাতক্ষীরায় পৌছানো মাত্র মোস্তাফিজুর রহমান নাসিম ও সদস্য সচিব মনিরুজ্জামান তুহিনসহ নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন, নব গঠিত কমিটির আসাদুজ্জামান, সুমন হোসেন, রান, জাহিদ প্রমুখ।
শুভেচ্ছা শেষে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমদের বাসভবনে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর সাতক্ষীরা প্রেসক্লাবের উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-৩ ও ৪ আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়ার বিষয়ে অভিযোগ-আপত্তির শুনানি শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে। এই শুনানী শেষ হবে ২৫ এপ্রিল। এর অংশ হিসেবে আজ সাতক্ষীরা- ৩ ও ৪ আসনের নতুন সীমানা নিয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানী অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে।
আবেদনকারীদের পক্ষে আইনজীবীসহ উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা জেলা আ. লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য ফজলুল হক সরদার, সাবেক সংসদ সদস্য এ এইচ এম গোলাম রেজা, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন প্রমুখ।
কালিগঞ্জ উপজেলাকে অখন্ডিত রেখে সাতক্ষীরা-৩ ও ৪ আসনের যে নতুন খসড়া সীমানা বিন্যাস করা হয়েছে তার বিপক্ষে অবস্থান নিয়েছেন আবেদনকারীদের অধিকাংশ। খসড়া প্রকাশিত হওয়ার পর মোট ৩৬টি আবেদন নির্বাচন কমিশনে জমা পড়ে। যার মধ্যে ৩২ টি আবেদন পড়েছে ২০০৮ সালের নির্বাচন কমিশন নির্ধারিত সীমানার পক্ষে। অর্থাৎ এসব আবেদনে কালিগঞ্জ উপজেলার আংশিক সাতক্ষীরা৩ আসনে দেবহাটা ও আশাশুনির উপজেলার সাথে এবং বাকি অংশ শ্যামনরর্পেজেলার সাথে সাতক্ষীরা ৪ আসনের সাথে রাখারদিাবি জানানো হয়েছে। অন্যদিকে ৪টি আবেদনে কালিগঞ্জ উপজেলাকে অখন্ড রেখে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের খসড়ার পক্ষে দাবি পশে করা হয়েছে।
আজ বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত শুনানি গ্রহণকালে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ সকল কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

উল্লেখ্য, ৮ম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সাতক্ষীরায় ৫টি সংসদীয় আসন ছিল। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ৫টির পরিবর্তে ৪টি আসনে বিন্যস্ত করে। এর ফলে সাতক্ষীরা-১ ও ২ আসন পূর্বের অবস্থানে থাকলেও বাকী ৩টি সংসদীয় আসন দু’টি আসনে পরিণত হয়। সাতক্ষীরা-৩ আসনে আশাশুনি উপজেলার সাথে যুক্ত হয় দেবহাটা উপজেলা ও কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন। অপরদিকে কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নকে শ্যামনগর উপজেলার সাথে যুক্ত করে গঠিত হয় সাতক্ষীরা-৪ আসন। পাল্টে যায় ভৌগলিক অবস্থান ও ভোটের হিসাবনিকাশ।
সম্প্রতি ২০১৮ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান নির্বাচন কমিশন কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নকে অখন্ডিত রেখে শ্যামনগর উপজেলার সাথে সংযুক্ত করে সাতক্ষীরা-৪ আসন এবং আশাশুনি উপজেলা ও দেবহাটা উপজেলাকে নিয়ে সাতক্ষীরা-৩ আসন করার খসড়া গেজেট প্রকাশ করে। এমন ঘোষণায় চুড়ান্ত গেজেটেও এটা বহাল রাখার দাবিতে কেউ কেউ বিভিন্ন কর্মসূচি পালন করে এবং নির্বাচন কমিশনে আবেদন জমা দেন। অপরদিকে নবম ও দশম সংসদ নির্বাচনের অনুরুপ আসন বিন্যাস বহাল রাখার দাবিতে মানববন্ধন পালন করেন অনেকেই। পাশাপাশি নির্বাচন কমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৩০০ সংসদীয় আসনের মধ্যে নির্বাচন কমিশন ৪০টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে। এই ৪০টি আসন ছাড়া আরো ২০টি আসনে পরিবর্তনের জন্য আবেদন আসে ইসির কাছে। সেগুলোর শুনানির তারিখ নির্ধারণ করা ২১ থেকে ২৫ এপ্রিল। খসড়ার ওপর অভিযোগ জানিয়ে ৪০৭টি আবেদন আসে। অপর দিকে খসড়ার পক্ষে আবেদন আসে ২২৪টি। মোট ৬০টি আসনের বিপরীতে সর্বসাকুল্যে ৬৩১টি আবেদন জমা হয়। ২১ এপ্রিল রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের আসনগুলোর ওপর শুনানি হয়েছে। ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের আসনের ওপর শুনানি হয়েছে আজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি

ডাচেস অব কেমব্রিজ কেট উইলিয়াম ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সেন্ট্রাল লন্ডনের লিন্ডো উইংয়ের সেন্ট ম্যারি হাসপাতালে রাজপরিবারে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন কেট। সোমবার সকালে কেনসিংটন প্যালেস এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

রাজসিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী ও ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ষষ্ঠ নাতি এই সদ্যজাত। ক্যাথেরিন ও ডিউক অব ক্যামব্রিজের তৃতীয় এ সন্তানের ওজন ৩ কেজি ৬৩ গ্রাম।

নতুন অতিথির জন্মগ্রহণের খবর জানিয়ে কেনসিংটন প্যালেসের এক ঘোষণায় বলা হয়েছে, ক্যাথেরিন এবং তার সদ্যজাত ছেলে সুস্থ্য আছেন। এছাড়া দুই পরিবারের সদস্যকে নতুন অতিথির আগমনের ব্যাপারে জানানো হয়েছে।

রাজপরিবারের জ্যেষ্ঠ চিকিৎসক ও পরামর্শক গাই থ্রোপ-বিস্টন ও স্ত্রীরোগবিশেষজ্ঞ অ্যালান ফার্থিং ক্যাথেরিনের সন্তান জন্মদানের পুরো বিষয়টি দেখাশোনা করেছেন।

এর আগে, ২০১৩ সালে প্রিন্স জর্জ ও ২০১৫ সালে প্রিন্সেস চার্লোত্তি রাজপরিবারে জন্মগ্রহণ করে। তবে নবাগত এই সদস্যের নাম এখনো ঘোষণা দেয়া হয়নি।

সূত্র : বিবিসি, রয়টার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লর্ডসে বিশ্ব একাদশে খেলবেন সাকিব-তামিম

বিশ্ব একাদশের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে লর্ডসে একমাত্র প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ।

সাকিব, তামিমদের মতো বিশ্ব একাদশের হয়ে খেলতে যাচ্ছেন আফগান স্পিনার রশিদ খান। বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার রশিদ।

ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম। দুটি স্টেডিয়াম পুরোপুরি মেরামত করতে প্রয়োজন অনেক অর্থ। এর জোগান দিতেই অনুষ্ঠিত হচ্ছে এই প্রীতি ম্যাচ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাওয়া বিশ্ব একাদশের হয়ে খেলবেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসেরা পেরেরা। আগেই ঘোষণা করা হয়েছিল এই ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ওয়েন মরগান।

এমন খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তামিম আইসিসির বিবৃতিতে বলেছেন, ‘ক্রিকেট এমনই একটি খেলা, যা মানুষকে এক সূত্রে বাঁধে, একে অন্যকে সহায়তা করে। এই ম্যাচ সেই সত্যতার সাক্ষ্য বহন করছে। আমি আবার বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করতে পারবো বলে উচ্ছ্বসিত।’

তিনি আরও যোগ করেন, ‘যদি ক্রিকেট বিশ্ব ক্ষতিগ্রস্ত ভেন্যুর নির্মাণে ছোট্ট ভূমিকা রাখতে পারে তাহলে এটা হবে খুবই ছোট প্রতিদান। বিপরীতে যার ফলাফল হবে সুদূরপ্রসারী।’

লর্ডসে পুনরায় খেলতে পেরে গর্ববোধ করছেন তামিম। সেই আনন্দের কথা লুকিয়ে রাখেননি। আইসিসির বিবৃতিতে তিনি আরও বলেছেন, ‘লর্ডসে খেলা মানে অনেক ক্রিকেটারের জন্যে গর্বের। আমার এখানে খেলার অভিজ্ঞতা হয়েছিল একবার ২০১০ সালে। তাই পুরনো স্মৃতি পুনরুজ্জীবিত করতে মুখিয়ে আছি।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচের নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট। খেলবেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস ও আন্দ্রে রাসেলের মতো তারকা। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানেও খেলেছেন তামিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইফতেখার হোসেন

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন দেবহাটা থানা পরিদর্শন করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক দেবহাটা থানায় আসলে দেবহাটা থানা পুলিশের এসআই উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে একদল চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জেলা প্রশাসক থানার অপর পাশের্^ ইছামতি নদীর ভাঙ্গন কবলিত ভেড়িবাধ পরিদর্শন করেন এবং অতি দ্রুত ঐ এলাকায় ব্লক ফেলে ভেড়িটি সংস্কার করার আশ^াস প্রদান করেন। পরে জেলা প্রশাসক দেবহাটা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরস্থিতি নিয়ে ওসি কাজী কামাল হোসেনের নিকট আলোচনা করেন এবং সকল বিষয়াদীর খোজখবর নেন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, এসআই উজ্জ্বল কুমার দত্ত, এসআই হাবিবুর রহমান সহ সকল অফিসারবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাধারণের সেবায় জেলা প্রশাসনের দরজা সবসময় খোলা -দেবহাটায় জেলা প্রশাসক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন, সাধারন মানুষের সেবায় জেলা প্রশাসনের দরজা সবসময় খোলা। যেকোন প্রয়োজনে কোন প্রকারের হয়রানি বা কোন সরকারী কাজে সমস্যার সৃষ্টি হলে সরাসরি তার মোবাইল ফোনে বা সরাসরি যোগাযোগ করার জন্য জেলা প্রশাসক বলেন। তিনি বলেন, তার কোন এজেন্ট বা লোক নেই। তাই কোন প্রকারের লেনদেন কারো সাথে না করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। জেলা প্রশাসক সোমবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জেলা প্রশাসক আরো বলেন, দেবহাটা উপজেলার রাস্তাঘাট, বালু মহল ইজারা বন্ধ করা, রুপসী ম্যানগ্রোভ ফরেস্ট উন্নয়ন, সাপমারা খাল কাটা সহ সকল সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে এবং এজন্য সকলের সহযোগীতা তিনি কামনা করেন। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শেখ জিন্নাত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মূখার্জী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু প্রমুখ। পরে জেলা প্রশাসক উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৫ জন ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার বিতরন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest