সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

কানাডার টরেন্টোতে গাড়ি হামলায় নিহত ৯

কানাডার টরেন্টোতে পথচারীদের ওপর গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন গুরুতর আহত হয়েছে। এর আগে হামলাকারী গাড়ির চালককে আটক করা হয়। টরেন্টোর ডেপুটি চিফ পিটার ইউয়েন হতাহতের সংখ্যা জানিয়ে বলেন, ‘এ ঘটনায় একটি বিস্তারিত তদন্ত করা হবে’।

কানাডার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ এ খবর জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম আলেক মিনাসিয়ান। তবে পরিচয় জানার সূত্র উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হামলাকারী কোনও সংগঠিত জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নয়।

কানাডার জননিরাপত্তা মন্ত্রী রালফ গোদালে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তদন্ত চলায় এখন আর কোনও বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব নয়। পুলিশ অবশ্যই তাদের বিস্তারিত তদন্ত করবে। আসলে কী ঘটেছে আর কেন ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা করা হবে’।

পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, স্থানীয় সময় দুপুর দেড়টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) দিকে টরেন্টোর ইয়োনগি সড়কে এ ঘটনা ঘটনা ঘটে। ওই সময় পথচারীরা রাস্তা পার হওয়ার জন্য একটি ক্রসিংয়ে দাঁড়িয়ে ছিল। হামলার পর ক্যাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়। তবে তার কিছুক্ষণের মধ্যে গাড়িসহ হামলাকারীকে আটক করা হয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে তিনি এই ঘটনার কথা শুনেছেন বলে জানান। ওই সময় তিনি বলেন, ‘আক্রান্ত সবার জন্য আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে।’ ট্রুডো এ ঘটনা নিয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমার কোনও বিদেশি পাসপোর্ট নেই: সজীব ওয়াজেদ জয়

কোনও বিদেশি পাসপোর্ট ব্যবহার করেন না সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলেও গর্বের সঙ্গে সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই তিনি যাতায়াত করেন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা জয় এসব কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট ফেরত দিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এ নিয়ে করা সংবাদ সম্মেলনের একটি খবর ফেসবুকে শেয়ার দিয়ে জয় বলেন, ‘সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনও বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।’

ওই ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, ‘বিএনপি সম্পূর্ণরূপে একটি অসৎ দলে পরিণত হয়েছে। তাদের কোনও কথাই আর বিশ্বাসযোগ্য না। এই সংবাদে আপনারা দেখতে পাবেন তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্টগুলোর কপি যা লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে হস্তান্তর করা হয়।’

এর আগে, সোমবার (২৩ এপ্রিল) নিজের গুলশানের বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেখানে তিনি বলেন, ‘২০১৪ সালের ১০ জুন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ফেরত পাঠানো হয়।’ তাদের (তারেক রহমান, জোবাইদা রহমান ও রাইমা) কারও কাছে কোনও ট্রাভেল ডকুমেন্ট নেই, যা দিয়ে তারা বাংলাদেশ আসতে পারবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ভয়েস অব জার্নালিস্ট’ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি আ. লীগের

জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে অনলাইনে জরিপকারী ওয়েবসাইট ‘ভয়েস অব জার্নালিস্ট’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আশ্বাস পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও নির্বাচন কমিশনের (ইসি) কর্তাব্যক্তিদের কাছে ফোন করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এ আহ্বান জানান।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন সোমবার এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “নির্বাচন কমিশনের লোগো ব্যবহার করছে এমন একটা সাইট চলতে পারে কি না? এ বিষয়ে আমি আমাদের দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানকে অবহিত করেছি। এ সাইটটির আইনি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। আবার সাইটটিতে যোগাযোগেরও নিজস্ব কোনো ঠিকানা নেই। তাহলে এর দায় দায়িত্ব কে নেবে?
“এইচ টি ইমাম সাহেব বিটিআরসি চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে ফোন করে ওই ওয়েবসাইটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। সংশ্লিষ্ট দুই কর্মকর্তাও আশ্বস্ত করেছেন, শিগগিরিই সাইটটি বন্ধ করে দেওয়া হবে।”
‘ভয়েস অব জার্নালিস্ট’ ওয়েবসাইটটিতে জাতীয় সংসদ ও মেয়র নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে অনলাইনে জরিপ শুরু হয়েছে। ফেইসবুকে তাদের পাতায় নির্বাচন কমিশনের লোগোও ব্যবহার করছে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, “একটি প্রতারক চক্র এমন জরিপ চালাচ্ছে, এই জরিপের কোনো ভিত্তি নেই। এ জরিপের ফলে সরকারদলীয় সংসদ সদস্যরা ছাড়াও সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।”
বিষয়টি নিয়ে জানতে চাইলে ইসির নির্বাচন ব্যবস্থাপনার শাখার একজন উপ-সচিব বলেন, “এ নিয়ে কমিশনের কোনো নির্দেশনা আমরা এখনও পাইনি। কমিশনের নির্দেশনা পেলেই সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচন কমিশনের লোগো ব্যবহারের ক্ষেত্রেও কমিশন আইনগত ব্যবস্থা নিতে পারে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের ঘুষখোর শিক্ষা কর্মকর্তা আজিজের বিরুদ্ধে দুদক’র তদন্ত শুরু

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঘুষ খোর, দূর্নীতিবাজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কিরনের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু হয়েছে। নানাবিধ ঘুষ, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার কারণে সুনাম গঞ্জ জেলার শাল্লা উপজেলায় বদলী হয়েও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বহাল তবিয়াদে কালিগঞ্জ উপজেলায় যোগদানের অভিযোগ উঠেছে। নানাবিধ দূর্নীতির অভিযোগ ওঠায় দূর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও দূর্নীতি দমন কমিশন বিধি মালা ২০০৭ অনুযায়ী দূর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশ সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ মোশারাফ হোসেন গত ৯ এপ্রিল ৯১১নং স্মারকে তদন্তের জন্য সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার কে চিঠি দিয়েছেন। সূত্র মতে কালিগঞ্জ উপজেলার ঘুষ খোর, দূর্নীতিবাজ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কিরণ কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর মাহবুবুর রহমান স্বাক্ষরিত গত ২৬ ফেব্রুয়ারী ৩৭.০২.০০০.১০১.১৯.০০৬.১৬-৬৪৫২/১৪ নং স্মারকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুনাম গঞ্জ জেলার শাল্লা উপজেলায় বদলী করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী জনস্বার্থে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে তাকে বিমুক্ত করা হয়। সে অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারী আজিজুর রহমান কিরন দায়িত্বভার অর্পন করেন এবং সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস,এম আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব ভার গ্রহন করেন। ঐদিন উঃমাঃশিঃঅঃ/কালি/সাত/২০১৮/৩২(১৪) নম্বর স্মারকে মহা হিসাব রক্ষক (সিভিল) বাংলাদেশ কে পত্র দিয়ে অবগত করা হয়। বদলীর খবর শুনে দূর্নীতিবাজ আজিজুর রহমান বদলী থাকাতে ঢাকা প্রশাসনিক সিনিয়র জেলা জর্জ আদালতে ট্রাইবুনাল একে একটি এ.টি মামলা করে মামলা নং-৮৪/২০১৮, উক্ত মামলায় শিক্ষা সচিব সহ ৪ জন কে ৭দিনের কারণ দর্শানো নির্দেশ দেওয়া হয়। উক্ত কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় গত ১৪ই মার্চ বিজ্ঞ আদালত তার বদলী আদেশ স্থগিত করেন। এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কোন নির্দেশনা এবং কাগজ পত্র ছাড়াই আজিজুর রহমান কিরণ সরাসরি কালিগঞ্জ উপজেলায় যোগদান করেছে। বর্তমান অধিদপ্তরের কোন নির্দেশনা ছাড়াই হিসাব রক্ষন অফিস থেকে বেতন ভাতা উত্তোলন করে বহাল তবিয়াদে কাজ করে গেলেও জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, আব্দুল্লাহ আল মামুন বলেন তার যোগদান গৃহীত হয়নি এবং সেটা নিয়ম বহিঃভূত। অফিসের পাসওয়ার্ড ব্যবহার এবং যাবতীয় কাজ তিনি করছেন বলে জানান। তিনি আরও বলেন আজিজুর রহমান কিরন গায়ের জোরে অনিয়মতান্ত্রিক ভাবে অফিস করায় আমি উদ্ভুত পরিস্থিতির নির্দেশনা প্রদান প্রসংগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক কে লিখিত ভাবে গত ২৯ শে মার্চ জানানো হয়েছে। এদিকে শিক্ষা অফিসার আজিজুর রহমান কিরণ কালিগঞ্জ উপজেলায় ফিরে আসায় শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ ও আতংঙ্ক বিরাজ করছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা শিক্ষক সমিতি শিক্ষা মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালদ্বীপকে ৩-০তে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আলি পোর আরোজির শিষ্যরা।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের শুরুটা দারুণ করে ‘এ’ গ্রুপের সেরা হয়ে শেষ করা বাংলাদেশ। প্রথম সেট জিতে নেয় ২৫-১৫ পয়েন্টে।
দ্বিতীয় সেটেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক বাংলাদেশ। জিতে নেয় ২৫-১৫ পয়েন্টে। আর শেষ সেটে লড়াই হয় হাড্ডাহাড্ডি। ২৫-২২ ব্যবধানে জিতে যায় বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। আর সেমি-ফাইনালে অন্য দল হিসেবে জায়গা করে নেয়া নেপালের কাছে প্রথম ম্যাচে হেরেছিল মালদ্বীপ। এ নিয়ে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মালদ্বীপ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বাংলা বর্ষবরণ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

কলারোয়া প্রতিবেদক: বাংলা বর্ষবরণ ১৪২৫ উদযাপন উপলক্ষে সোমবার রাতে কলারোয়ার কে,কে,ই,পি হাইস্কুলে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য তালা কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন, ওয়ার্কার্স পার্টি নেতা অধ্যাপক ময়নুল হাসান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ: হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আ.লীগ নেতা ফারুক হোসেন অভি, ফারুক হোসেন মন্টু, উপজেলা যুবলীগের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শফিউল আলম শফি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে আ. লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ উদ্বোধন

ধুলিহর  প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের হল রুমে স‌োমবার বিকালে ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দীনের সভাপতিত্বে এক বর্ধিত সভায় দলীয় সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম. শওকত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক স.ম জালাল উদ্দীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ আরশাদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, ইউপি সদস্য বিপ্লব মন্ডল, সাবেক ইউপি সদস্য আঃ মজিদ, আলহাজ¦ মোঃ এনামুল ইসলাম খোকন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ২নং ওয়ার্ড যুবলীগের একাংশের আহবায়ক কমিটি অনুমোদন

সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার পৌর যুবলীগের একাংশের আহবায়ক(ভারপ্রাপ্ত) মেহেদীআলী সুজয়, যুগ্ম আহবায়কদ্বয় মিজানুর রহমান ও তাইজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে মোঃ কবির হোসেন কে আহবায়ক, মোঃ আতাউর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ওহাব আলীকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট ২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest