সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

ব্লাড ক্যান্সার আক্রান্ত শিশু শাকিলকে সবার সহযোগিতাই বাঁচাতে পারে

তালা প্রতিনিধি: সকলের ভালবাসা আর একটু আর্থিক সহযোগীতা পেলে হয়তো বেঁচে যাবে তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের ছোট্ট শিশু শাকিল মোল্যা (৬)। হতদরিদ্র ও ভূমিহীন পরিবারের সন্তান শাকিল মোল্যা দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। অর্থের অভাবে বিনা চিকিৎসায় সে দিন দিন মৃত্যুর দিকে ধাপিত হচ্ছে! কিন্তু অসহায় পিতা-মাতা একমাত্র পুত্র সন্তানের মৃত্যু যাত্রা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছেনা! সম্প্রতি বিভিন্ন গনমাধ্যমে শিশু শাকিল মোল্যার চিকিৎসা সহায়তা করার জন্য হতভাগ্য পিতা-মাতার করুন আকুতির সংবাদ প্রকাশিত হলে সমাজের দানশীল ও দয়াবান বহু মানুষ তাকে আর্থিক সহায়তা করেছেন। কিন্তুচিকিৎসা প্রয়োজনীয় খরজ এখনও যোগাড় হয়নি। যে কারনে অসহায় পিতা-মাতা আবারও সমাজের দানশীল ব্যক্তিদের শরনাপন্ন হয়েছেন।
শাকিল মোল্যার হতভাগ্য পিতা সাহিদ মোল্যা জানান, তার একমাত্র পুত্র শাকিল বিগত ২মাস আগ থেকে অধিক অসুস্থ্য হতে থাকে। সে সময় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ একটি ক্লিনিকে চিকিৎসা করানোকালে পরীক্ষা-নিরীক্ষা করলে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এঘটনার পর শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে চিকিৎসা করানো হয়। শাকিল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধিন চিকিৎসারত থাকলেও তার সুস্থ্যতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারন, তার পরিপূর্ন সুস্থ্য হতে প্রায় ৬ লক্ষ টাকা দরকার। কিন্তু দরিদ্র পিতা-মাতার পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব না। ফলে বিনা চিকিৎসায় দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ফুটফুটে সন্তানটি! অথচ কলিজার টুকরো শাকিল মোল্যার মৃত্যু দেখতে চাইনা হতভাগ্য পিতা, মাতা সহ পরম ভালবাসার ৩টি বোন। এজন্য তারা সমাজের দয়াবান ও দানশীল ব্যক্তিদের নিকট সাহায্য এবং সহযোগীতা কামনা করেছেন।
এব্যপারে সংশ্লিষ্ঠ খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম. আজিজুর রহমান জানান, ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু শাকিল মোল্যার পিতা-মাতা হতদরিদ্র, ভূমিহীন এবং দিনমজুর কৃষক। যে কারনে শাকিলকে চিকিৎসা করানোর জন্য ইতোমধ্যে তার পিতা সাহিদ মোল্যা ভিটি বাড়ির জমি বিক্রি করে এখন পরিবার নিয়ে অন্যের বাড়িতে বসবাস করছে। এছাড়া তাকে ব্যপক ঋনগ্রস্থও হতে হয়েছে। তিনি জানান, ফুটফুটে শিশু শাকিলকে চিকিৎসার জন্য স্থানীয়ভাবে সাহায্য সহযোগীতা করা হয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এজন্য তিনি সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগীতা কামনা করেছেন। এতে নিষ্পাপ শিশু শাকিল মোল্যা সুস্থ্য হয়ে পিতা-মাতার কোলে ফিরে আসবে বলে সকলের বিশ্বাস। শাকিল মোল্যাকে সাহায্য করতে তার পিতা সাহিদ মোল্যার ব্যবহৃত মোবাইল ফোন নং : ০১৯৮৮ ৭৭৭৫৭১ (বিকাশ একাউন্ট) এ’ যোগাযোগ করার জন্য সকলের নিকট বিনিত অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আসামি হওয়ায় পাসপোর্ট পাবেন না তারেক’

আসামি হওয়ায় দেশের আইন অনুযায়ী আবেদন করলেও লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন পাসপোর্ট পাবেন না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই। ফলে দেশে ফিরতে তাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পাসপোর্ট অধিদপ্তরের আগারগাঁও ডিআইপি সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, তারেক রহমানের এখন কোনো পাসপোর্ট নেই। তার কাছে যে পাসপোর্ট ছিল সেটি ২০১৪ সালে উনি জমা দিয়েছেন। এর পর নতুন করে পাসপোর্টের জন্য আর কোনো আবেদন তিনি করেননি। পাসপোর্ট ছাড়াই তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে কীভাবে সেখানে অবস্থান করছেন সেটি যুক্তরাজ্যের সরকার জানেন।

আবেদন করলে তারেক পাসপোর্ট পাবেন কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন করে আবেদন করেছেন কিনা এ তথ্য আমার কাছে নেই। তবে আবেদন করলেও আইন অনুযায়ী তিনি নতুন পাসপোর্ট পাবেন না। আইনে রয়েছে, আবেদনকারী দরখাস্ত পেশের তারিখ থেকে আগের পাঁচ বছরের ভিতরে যেকোনো সময় বাংলাদেশের যেকোনো আদালত দ্বারা নৈতিক স্খলনজনিত কারণে সাজাপ্রাপ্ত অথবা ন্যূনতম দুই বছরের দণ্ডপ্রাপ্ত হলে তিনি পাসপোর্ট পাবেন না।

মহাপরিচালক আরও বলেন, তারেক রহমান ২০০৮ সালে বাংলাদেশ ত্যাগ করেন। তখন তার পাসপোর্ট ছিল হাতে লেখা, মেশিন রিডেবল পাসপোর্ট ছিল না। ২০১০ সালে মেয়াদ শেষ হওয়ার পর ২০১৪ সালে তিনি ওই পাসপোর্ট সারেন্ডার করেন। এখন নতুন পাসপোর্ট নিতে হলে তার ন্যাশনাল আইডি কার্ড লাগবে। ন্যাশনাল আইডি কার্ড তার নেই। এটি নিতে হলে অবশ্যই দেশে আসতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে সেনাবাহিনী থাকছে না

আসন্ন খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে আগারাগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে দুপুরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ এ কথা জানান। বেলা ১১টায় নির্বাচন কমিশনের সাথে দুই সিটির মেয়র নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিব জানান, নির্বাচন অস্থিতিশীল হতে পারে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন গুজব না ছড়ায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এছাড়াও প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকবে। আর এসব কিছুই তদারকি করবে বিভাগীয় সমন্বয় কমিটি। এসময় এসপি হারুন সম্পর্কে এক প্রশ্নের জবাবে সচিব জানান, প্রশাসনের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কমিশন ব্যবস্থা নেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিনদিনের সফরে অস্ট্রেলিয়া পথে প্রধানমন্ত্রী

তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার সিডনি পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিডনিতে অনুষ্ঠেয় গ্লোবাল সামিট অন ওমেন সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আগামীকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সিডনি পৌঁছানোর কথা রয়েছে।

এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এ্যাতিফেত জাহজাগারকে মর্যাদাপূর্ণ গ্লোবাল ওমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ দেয়া হবে। বিশ্বব্যাপী নারী নেতাদের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলী-সংক্রান্ত এটি বাৎসরিক সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, শুক্রবার সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) তারা এই এওয়ার্ড গ্রহণ করবেন। শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হচ্ছে।

সিডনিতে অবস্থানকালে তিনি অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেলে একটি পাবলিক ফাংশনে যোগ দেবেন। আগামী ২৯ এপ্রিল দেশের উদ্দেশে অস্ট্রেলিয়া ত্যাগ করবেন তিনি। পরের দিন তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম প্রমুখ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি: কমিউনিটি ক্লিনিকের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে কলারোয়া উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকগুলোতে।
সাতক্ষীরা সিভিল সার্জেন কার্যালয়ের সহযোগিতায় ২৬এপ্রিল বৃহষ্পতিবার সকাল থেকে কলারোয়া উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন কর হয়। র‌্যালী পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করে আর ক্লিনিক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’- স্লোগানে প্রান্তিক গ্রামীন জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিবেদিত আছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) গণ। প্রাথমিক স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য পরামর্শ ও সরকার প্রদত্ত ঔষধ প্রদানসহ অন্যান্য সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিচ্ছে কমিউনিটি ক্লিনিকগেুলো। সিএইচসিপিরা বর্তমান সরকারের জনকল্যানমুখি স্বাস্থ্য বিষয়ক কর্মকান্ড তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছেন।
উপজেলার হিজলদী, কাদপুর, বয়ারডাঙ্গা, জালালাবাদ. দমদম, পানিকাউরিয়া, নাকিলা, সিংগাসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে রালী ও আলোচনার সভার মাধ্যমে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
হিজলদী কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি শেফালী খাতুনের পরিচালানয় ও ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডব্লিউএ ফেরদৌসী খাতুন, সমাজসেবক শহিদুল ইসলাম, সার্ভিস ম্যান রিনা খাতুন, শিরিনা পারভীন প্রমুখ।
সিংগা কমিউনিটি ক্লিনিকের অনুষ্ঠানে সিএইচসিপি আমজাদ হুছাইনের পরিচালনায় ও ইউপি সদস্য ওসমান গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন কলারোয়া হাসপাতালের স্যানেটারি ইন্সপেক্টর শফিকুর রহমান, সহকারি স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরোয়ার, স্বাস্থ্য সহকারি শরিফুল ইসলাম, সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ প্রমুখ।
দমদম ক্লিনিকের সিএইচসিপি আফরোজা শিরিনের পরিচালনায় ও অনুষ্ঠানে ইউপি সদস্য আব্দুল মাজেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিইপিআই কাজী নাজমুল হাসান, স্বাস্থ্য সহকারি মিজানুর রহমান, এফডব্লিউএ শিরিনা আক্তার, সাংবাদিক মাস্টার শামসুর রহমান লালটু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া কেরালকাতার নিম্নমানের ইটে রাস্তার কাজ বন্ধ করে দিলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর নিন্মমানের ইট ব্যবহার করে চলমান রাস্তার কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলার কাজীরহাট থেকে কেরালকাতা অভিমুখি এলজিইডির ওই রাস্তায় নিন্মমানের ইট ব্যবহার করায় সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করলে কলারোয়া নিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবিসহ খবরটি প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন বৃহষ্পতিবার ২৬ এপ্রিল সকাল ১০টার দিকে সরেজমিনে সেখানে গিয়ে রাস্তার কাজ দেখে ও নিন্মমানের ইট ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেন। সাথে সাথে তিনি নিন্মমানের ইট ও খোয়া ব্যবহারের জন্য সাময়িকভাবে রাস্তার কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
সেসময় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
এসময় ইউএনও মনিরা পারভীন জনসাধারণকে নিজেদের কাজ নিজেদের বুঝে নেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইউপি সদস্য মোখলেছুর রহমান জানান- জনসাধারণের দাবী যে, খুব দ্রুত নিন্মমানের ইট ও খোয়া সরিয়ে ১নং ইট দিয়ে রাস্তার কাজটি সম্পন্ন করার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১১ স্কুল শিক্ষার্থীর

ভারতের উত্তরপ্রদেশের খুশিনগর জেলায় একটি স্কুলবাস রেল লাইন ক্রস করতে গিয়ে মমার্ন্তিক দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় স্কুলবাসে থাকা ১১ শিশু ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রক্ষীবিহীন রেল লাইন ক্রস করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে স্কুল বাসটি৷ এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় প্রশাসন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠিয়েছে৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপর তলা থেকে নেমে ডিসি এলেন নিচের কাঁঠালতলায়

ভিন্ন স্বাদের সংবাদ: বয়সের ভারে ন্যুব্জদের কথা চিন্তা করে উপর তলার ডিসি নেমে এলেন নিচে। শুনলেন ভুক্তভোগীদের দুঃখ-কষ্ট, সমস্যা আর অভাব-অভিযোগের কথা। ৪৩টি সিঁড়ি ভেঙে দ্বিতীয় তলায় উঠে কষ্টের কথা জানাতে আরও কষ্ট যাতে না হয় সেজন্য দায়িত্ব গ্রহণের দেড় মাসের মধ্যেই বুধবার যশোরের ডিসি আব্দুল আওয়াল এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে ‘গণশুনানি’ হবে প্রতি বুধবার কালেক্টরেট চত্বরের কাঁঠালতলায়। গতকাল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। ডিসি’র এই সিদ্ধান্তে ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের খুশির কথা।
যশোর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনায় যশোরের ২৩তম ডিসি আবুয়াল হোসেন ২০০৭ সালের জানুয়ারি থেকে যশোরে গণশুনানি শুরু করেন। এরপর এক যুগ ধরে কালেক্টরেট ভবনের দ্বিতীয় তলায় ডিসি-সভাকক্ষে এই গণশুনানি হয়ে আসছিল। কিন্তু বুধবার যশোরের ৩১তম ডিসি আব্দুল আওয়াল বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমদের কথা চিন্তা করে কালেক্টরেট চত্বরের গ্যারেজ সংলগ্ন কাঁঠালতলায় এই গণশুনানি আয়োজনের নির্দেশ দেন।
সেই অনুযায়ী বুধবার কাঁঠালতলায় অনুষ্ঠিত হয়েছে গণশুনানি। এসময় ডিসি আব্দুল আওয়ালের সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রীতম সাহা এবং নূরুল ইসলাম। এদিন ১৩টি শুনানি প্রায় আড়াই ঘণ্টা ধরে শোনেন ডিসি। তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য কোনো অভিযোগ না থাকায় টেলিফোনে বিভিন্ন দফতর ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। কিছু অভিযোগকে লিখিতভাবে সংশ্লিষ্ট দফতরে পাঠাতে নির্দেশনা দিয়েছেন। আর কিছু অভিযোগ রেখে দেয়া হয়েছে সত্যতা যাচাইয়ের জন্য।
এদিকে গণশুনানিতে আসা যশোর সদরের ইসলামপুরের ইয়াদ আলী ব্যাপারীর ছেলে নুরুন নবী বলেন, ‘বয়স্কদের কথা ভেবে জেলা প্রশাসক মহোদয়ের নেয়া এই সিদ্ধান্ত প্রশংসনীয়। এতদিন বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমরা দুই তলায় উঠতে পারবেন না বলে গণশুনানিতে এসে তাদের কথা বলতে পারতেন না। এখন থেকে তারাও আসবেন বলে আমি মনে করি।’
শহরের খোলাডাঙ্গার বাসিন্দা মৃত রফিক শেখের স্ত্রী খাদিজা বেগম, বাঘারপাড়ার আহম্মদ মোল্যার ছেলে ইমাম জানান, ‘ডিসি সাহেব আন্তরিকতার সঙ্গে সময় নিয়ে অভিযোগ শুনেছেন। তার আন্তরিকতায় আশার আলো খুঁজে পেয়েছি।’
জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, ‘গণশুনানিতে জনগণের সমস্যা, অভাব, অভিযোগ, আবেদন, নিবেদনের কথা শুনতে হবে। কিন্তু আমার মনে হয়েছে বয়সের ভারে ন্যুব্জ ব্যক্তিরা দোতালায় উঠতে পারছেন না। ফলে তাদের কথা আমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারছেন না। তাই সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমিই নেমে এলাম। এখন থেকে গণশুনানি প্রতি বুধবার বেলা ১১টায় এখানেই অনুষ্ঠিত হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest