সর্বশেষ সংবাদ-
বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্নসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯০ দশক ছাত্রদলের দোয়াশ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপি×য়ে হত্যা : আ×টক ৯সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্ত

জয় পেল সাকিবের হায়দরাবাদ

চলতি আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই ঝলক দেখিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। আজ রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১১ রানে ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ।

তবে এদিন ব্যাটে-বলে অনুজ্জ্বল থাকলেন বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’।

জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় হায়দরাবাদ। ১৭ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন অ্যালেক্স হেলস এবং অধিনায়ক কেন উইলিয়ামসন। দুজনে মিলে ৯২ রানের জুটি উপহার দেন। ৩৯ বলে ৪৫ করা হেলস আউট হলে ভাঙে এই জুটি। কেন উইলিয়ামসন ৪৩ বলে ৬৩ রান করে ইশ সোধির শিকার হন। ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬ বলে ১ বাউন্ডারিতে ৬ রান করেন সাকিব। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস।

মাঝারি টার্গেটে ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদের বোলারদের তোপের মুখে পড়ে রাজস্থান।

অধিনায়ক আজিঙ্কা রাহানে ওপেনিংয়ে নেমে ৫৩ বলে অপরাজিত ৬৫ রান করেও দলকে জেতাতে পারেননি। তিন নম্বরে নেমে সঞ্জু স্যামসন ৩০ বলে ৪০ রান করেন। হায়দরাবাদের হয়ে সবচেয়ে কিপ্টে বোলার ৪ ওভারে ১৫ রানে ১ উইকেট নেওয়া সন্দ্বীপ শর্মা। সাকিব ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য। রশিদ খান ১ উইকেট নিয়েছেন ৩১ রানের বিনিময়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ছাত্রসমাজ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি রকি ও সম্পাদক পাভেল

জাতীয় ছাত্রসমাজ সাতক্ষীরা সদর উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য আশরাফুজ্জামান(রকি) কে সভাপতি ও কায়মুজ্জামান (পাভেল) কে সাধারণ সম্পাদক কে নতুন কমিটি গঠন করা হয়। রোববার সাতক্ষীরা জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল ও সাধারণ সম্পাদক এস এম আকরামুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব-মিমের ‘চুম্মা’ তিন মাসে এক কোটি

প্রকাশের পরপরই আলোচনায় আসে ‘আমি নেতা হব’ ছবিতে শাকিব-মিম’র ‘চুম্মা’ শিরোনামের গানটি। গত ২৮ জানুয়ারি এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পায়।

প্রকাশের তিন মাসের মাথায় গানটি এক কোটি ভিউ পার করেছে। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত গানটির ভিউ দেখা গেছে এক কোটি ২৫ হাজারেরও বেশি। বাংলাদেশি ছবির কোনো গানের অল্প সময়ে এতো ভিউ পাওয়ার নজির বিরল।

গানটি নিয়ে ‘আমি নেতা হব’ চলচ্চিত্রের পরিচালক উত্তম আকাশ রোববার (২৯ এপ্রিল) বাংলানিউজকে বলেন, এক কোটি ভিউ পাওয়ার সংবাদে আমি অনেক বেশি আনন্দিত। এতো দর্শক-শ্রোতা আমাদের গানটি পছন্দ করেছেন, সেজন্য ভীষণ ভালোলাগা কাজ করছে। গানটির পুরো কৃতিত্ব গীতিকারকে দেবো। কারণ তিনি না চাইলে হয়তো চমৎকার গানটি তৈরি হতো না।

চলতি বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি ‘আমি নেতা হব’ ছবিটি মুক্তি পায়।

‘চুম্মা’ শিরোনামের গানটিতে শাকিব খান ও বিদ্যা সিনহা মিমকে পার্টি স্টাইলেই নাচতে দেখা গেছে। দু’জনের উপস্থিতিই ছিলো বেশ প্রাণবন্ত। সুদীপ কুমার দীপের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শ্রী প্রীতম ও জেমি ইয়াসমিন। র‍্যাপ করেছেন বনি। ব্যাংককে গানটির চিত্রায়ন হয়।
‘চুম্মা’ গানের ভিডিও

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রেনের নিচে ঝাঁপ দিতে যাওয়া মা-শিশুকে বাঁচালেন পুলিশ কর্মকর্তা

“অকালে ঝরে যেত দুটি তাজা প্রাণ…

…পুলিশে চাকরি করে আজ আমি ধন্য’…

আজ ২৮ এপ্রিল ২০১৮ শনিবার, খিলগাঁও রেলগেট এলাকায় ডিউটি করাকালীন সময়ে আনুমানিক ১২টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেন ছেড়ে আসে। আমি খুব দ্রুত রেল লাইন ক্লিয়ার করে দেই এবং ট্রেন আসার জন্য অপেক্ষা করতে থাকি…ট্রেন চলে আসতেছে খুব কাছে ঠিক সেই সময় ১৯ বছর বয়সী একটি মেয়ে কাঁধে ১০ মাস বয়সী একটি বাচ্চাকে নিয়ে আত্মহত্যা করার উদ্দেশ্যে ট্রেনের দিকে দ্রুত যেতে থাকে!

তৎক্ষণাৎ আমি মেয়েটির গতিবিধি বুঝতে পেরে মেয়েটির পেছনে দৌড়াইয়া যাই এবং সজোরে ধাক্কা দিয়ে লাইনের বাইরে সরিয়ে নেই…কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটি খিলগাঁও রেলগেট অতিক্রম করে চলে যায়। মেয়েটিকে আমার নিজ হেফাজতে নেই…।

তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তার দুটি সন্তান আছে, তার স্বামী নেশাগ্রস্ত…নিয়মিত পারিবারিক কলহ লেগে থাকায় সে আত্মহত্যা করে মরে যেতে চায়…পরবর্তীতে ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি অবগত করে নিকটস্থ থানায় মেয়েটিকে এবং তার আদরের ফুটফুটে বাচ্চাটিকে তুলে দিই।

(ফেসবুক থেকে সংগৃহীত)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের কৃষকরাই আসল বৈজ্ঞানিক- সাতক্ষীরায় ড. বীরেশ কুমার গোস্বামী

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সরিষা, মুগ ও চীনাবাদাম প্রক্রিয়াজাত করন ও বীজ সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার আয়োজনে এবং এসআরএসডি প্রকল্পের অর্থায়ণে বিনা উপকেন্দ্রের হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। এসময় তিনি বলেন, ‘দেশের কৃষকরাই আসল বৈজ্ঞানিক। দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের স্বনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। বাংলার প্রতিটি মাটির কনাকে কাজে লাগিয়ে খাদ্য শস্য উৎপাদনে বিপ্লব ঘটাতে হবে। এজন্য বৈজ্ঞানিক কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জাত উদ্ভাবন করছে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা ময়মনসিংহ ড. আবুল কালাম আজাদ, বিনা মযমনসিংহ উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুজ্জামান, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা শিমুল মন্ডল ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর কবির প্রমুখ। কৃষক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি অফিসার কিরণ¥য় সরকার, শওকত হায়দার, শ্যামল কুমার দাস, কামরুজ্জামান ডালিম। কৃষক প্রশিক্ষণে ৭০ জন কৃষক/কৃষাণী ও ১০ জন উপসহকারি কৃষি অফিসার অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর কবির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ-এর যাত্রা শুরু

সাংসদ চয়ন ইসলামকে সভাপতি ও আসলাম শিহিরকে সাধারণ সম্পাদক করে ‘স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ’ নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হলো। সংস্কৃতি অঙ্গনের মানুষদের নিয়ে গঠিত এই সংগঠন চলচ্চিত্র, নাটক, মঞ্চ, সংগীত ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছ।

গত বুধবার (২৫ এপ্রিল) এই কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন উপস্থাপক-নির্মাতা আনজাম মাসুদ আর নাট্য-সম্পাদক হিসেবে রয়েছে অভিনেত্রী শামীমা তুষ্টি।

সংগঠনে সদস্য হিসেবে রয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, জ্যোতিকা জ্যোতি, কণ্ঠশিল্পী সালমা, গীতিকার হাসান মতিউর রহমান।

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির (২০১৮- ২০২১) ৬১ সদস্যের পুরো তালিকাটি নিম্নে দেওয়া হলো-
সভাপতি- চয়ন ইসলাম
সহ-সভাপতি- শহিদুল আলম সাচ্চু, আব্দুল মতিন ভূঁইয়া, আশরাফুল আলম পপলু, ফিরোজ হোসাইন ও নীলুফার আনজুম
সাধারণ সম্পাদক- আসলাম শিহির
যুগ্ম সাধারণ সম্পাদক- আওলাদ হোসেন রুহুল, এস. এম. আনজাম মাসুদ ও মিজানুর রহমান সজল
সাংগঠনিক সম্পাদক- শাহ্ আলম শিকদার জয়
সহ-সাংগঠনিক সম্পাদক- তুহিন রেজা ও জুঁথি ফারহানা
অর্থ সম্পাদক- শাহজাহান শিকদার
দফতর সম্পাদক- স্বপন সিদ্দিকী
সমাজ কল্যাণ সম্পাদক- শামীমা চৌধুরী বিথী
শিল্পী কল্যাণ সম্পাদক- সালমা চৌধুরী
প্রচার ও প্রকাশনা সম্পাদক- আসাদ উল্লাহ তুষার
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ডা. এস. এম. মোস্তফা জামান
আন্তর্জাতিক সম্পাদক- নারায়ণ সাহা মনি
তথ্য ও প্রযুক্তি সম্পাদক- ওমর আয়াজ অনি
সংগীত বিষয়ক সম্পাদক- মন কল্যাণ
নৃত্য বিষয়ক সম্পাদক- সোহেল রহমান
নাট্য সম্পাদক- শামীমা তুষ্টি
মহিলা বিষয়ক সম্পাদক- সোনিয়া পারভীন শাপলা
আইন বিষয়ক সম্পাদক- আফরোজা শাহনাজ পারভীন
আবৃত্তি বিষয়ক সম্পাদক- সংগীতা চৌধুরী
প্রবাসী কল্যাণ সম্পাদক- নোমান আল শামীম
অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- এস. এম. কামরুজ্জামান সাগর
চারুকলা বিষয়ক সম্পাদক- দুলাল গাইন

এছাড়াও এ সংগঠনের ৩১জন সাধারণ সদস্য রয়েছেন। তারা হলেন- শিবু রায়, আসলাম সানী, আমিরুল ইসলাম, হাসান মতিউর রহমান, আশরাফ উদাস, এস. এম. সোহরাব হোসেন, শাহদাব ইয়াছির চিনু, আশরাফ কবির, টুটুল চৌধুরী, আজম খান, শান্তা জাহান, জ্যোতিকা জ্যোতি, ঊর্মিলা শ্রাবন্তী কর, ইমতিয়াজ বুলবুল বাপ্পী, নাজির খান খোকন, রওনক রনো, দেলোয়ার আরজুদা শরফ, মৌসুমি আক্তার সালমা, লুলুয়া ইসহাক মুন্নি, রাহাত সাইফুল, মেহেদী হাসান, মইনুল ইসলাম স্বাধীন, দুলাল খান, আব্দুল হাই, অজয় সরকার, আবদুল মান্নান, মাহবুব রিয়াজ, পংকজ কুমার ঘোষ, নাহিদুল ইসলাম অপু, মো: তরিকত ইসলাম ও আকরামুজ্জামান।

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সাংস্কৃতিক অঙ্গনের লোকজনদের একই ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে এ সংগঠনটি করা হয়েছে বলে জানিয়েছেন এর সাধারণ সম্পাদক আসলাম শিহির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামীতে কোনও সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না: ওবায়দুল কাদের

বাংলাদেশ ছাত্রলীগে যারা আগামী কমিটির নেতৃত্বে আসবেন, তারা কেউ কোনও সিন্ডিকেটের কথায় চলবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনার নির্দেশে। এর বাইরে চিন্তা করার কোনও অবকাশ নেই।’

রবিবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাবির ছাত্রলীগের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগকে সুনামের ইতিহাস ফিরিয়ে আনতে হবে। আমি চাই ত্যাগী ও যোগ্য নেতৃত্ব। কারণ, কারও পকেটের ওপর নির্ভর করে ছাত্রলীগের কমিটি হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘পরগাছারা যাতে নেতৃত্বে আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি ছাত্রলীগের সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক জাকিরের উদ্দেশে বলেন, ‘সোহাগ-জাকির তোমরা ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছো। তোমাদের বলবো ভালো এবং যোগ্য নেতৃত্ব বানিয়ে যাও, তাহলে সবাই মনে রাখবে। বাংলাদেশ অকৃতজ্ঞ নয়, যোগ্যদের মর্যাদা দিতে সবাই জানে।’

তিনি আরও বলেন,’ আগামী নির্বাচনে ভোটার বাড়াতে হলে যোগ্য, সাহসী, চরিত্রবান নেতা দরকার ৷ আমি বর্তমান কমিটির অর্জনকে অস্বীকার করছি না। যারা সাবেক হবে সব নেতাকে আমরা নেতা বানাবো। সব নেতাকে আমরা উপ-কমিটিতে স্থান দিবো। আমি কথা দিলাম তোমরা কেউ যদি তাতেও স্থান না পাও, তাহলে আমার সঙ্গে কাজ করবে। কর্মীর মূল্যায়ন আওয়ামী লীগ করতে জানে। শেখ হাসিনা যতক্ষণ আছেন, যোগ্য কর্মীর মূল্যায়নও ততদিন থাকবে।’

এসময় সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সভাপতি সাইফুর রহমান সোহাগ। সভাপতিত্ব করেন ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হৃদরোগ দূর করবে বাদাম!

হৃদপিন্ড বা হার্ট দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এর প্রধান কাজ হল সারা শরীরে রক্ত প্রবাহ সচল রেখে অক্সিজেন এবং পুষ্টি উপাদান পরিবহন করা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া সংখ্যা অনেক। কিছুটা সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস পারে হৃদরোগ হওয়ার সম্ভাবনা হ্রাস করতে। এটা অনেকে বিশ্বাস করেন না যে, শুধুমাত্র খাদ্যাভ্যাসের পরিবর্তন হৃদরোগ প্রতিরোধ করতে পারে।

cardiologist Arthur Agatston, MD, author of The South Beach Wake-Up Call “শৈশবকাল থেকে যদি স্বাস্থ্যকর খাদ্যভ্যাস গড়ে তোলা যায়, তবে হার্ট অ্যাটাক সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব”। কিছু খাবার আছে যা আপনার হার্টকে সুস্থ রাখবে। আর এতে প্রথমেই রয়েছে কাঠবাদাম।

প্রতিদিনের খাবারের তালিকায় এক মুঠো কাঠ বাদাম রাখুন। এটি আপনার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে এবং মোটা হওয়া প্রতিরোধ করবে। এটি রক্তে এইচডিএল এর মাত্রা বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

এছাড়া ডালিম, লেবু, আলু, পেস্তা বাদাম, কাজু বাদাম, অলিভ অয়েল, গ্রিন টি, ব্রকলি, পালং শাক ইত্যাদি খাবার হার্ট সুস্থ রাখতে ভূমিকা রাখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest