সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

কোটা বাতিল নয়, সংস্কার চায় সংসদীয় কমিটি

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা সরকারি চাকরিতে কোটা বাতিল নয়, যৌক্তিক ও গ্রহণযোগ্য সংস্কার প্রয়োজন বলে মনে করেন। এজন্য কমিটি কোটা পদ্ধতি ‘সহজীকরণের’ সুপারিশ করেছে।

সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিফুর রহমান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এ. বি. এম ফজলে করিম চৌধুরী, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মুস্তফা লুৎফুল্লাহ, খোরশেদ আরা হক এবং জয়া সেন গুপ্তা বৈঠকে অংশগ্রহণ করেন।

কমিটি সূত্র জানায়, বিষয়টি বৈঠকের এজেন্ডায় না থাকলেও কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং কোটা পদ্ধতি সংস্কারের সুপারিশ করেন।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সরকারি চাকরিতে বিদ্যমান ৫৬ শতাংশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটাপদ্ধতি বাতিলের ঘোষণা দেন। তবে তিনি এটা বলেছেন যে, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে মন্ত্রিপরিষদ সচিব আছেন তিনি বিষয়টি দেখবেন।

বৈঠক শেষে এ বিষয়ে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, কমিটি কোটাপদ্ধতি সহজীকরণের কথা বলেছে। সংবিধানে সমতাবিধানের (ইকুইটি) কথা বলা আছে। এসব বিষয় বিবেচনা নিয়ে যুক্তিযুক্তভাবে কোটাপদ্ধতি সংস্কার করা প্রয়োজন, যাতে এটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। পাশাপাশি এটা নিয়ে যেন কোনো ষড়যন্ত্র বা দুরভিসন্ধি না হয়।

থানা স্বাস্থ্য সেবায় ৪৮২ কোটি টাকা বরাদ্ধের সুপারিশ
এদিকে আগামী বাজেটে দেশের ৪৮২টি থানার স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৪৮২ কোটি টাকা বরাদ্ধের সুপারিশ  করেছে সংসদীয় কমিটি। প্রতিটি থানা স্বাস্থ্য সেবা খাতে ১ কোটি টাকা করে বরাদ্দ প্রদানসহ উন্নতমানের অ্যাম্বুলেন্স সরবরাহ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করা হয়। একইসঙ্গে আগামী অর্থ বছরে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি করণসহ এমপিওভুক্ত প্রক্রিয়া ত্বরান্বিত করতে শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় জানায়, কমিটি পাবলিক পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস ও নকল বন্ধে পরীক্ষা পদ্ধতি ও পরীক্ষা কেন্দ্র কমানো সুপারিশ করে। একইসঙ্গে দেশের জেলা শহরে অনঅনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও জেলা প্রশাসককে একটি নীতিমালার আওতায় আনার সুপারিশ করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে প্রতিটি সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডেলিভারি রুম শীতাতপ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা ছাত্রলীগের আয়োজনে ত্যাগী ছাত্রলীগ নেতাকর্মীদের উপর নির্যাতন বন্ধের প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মুখে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এছাড়া পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ জানান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হাসান সবুজের বিরুদ্ধে তার এলাকার কিছু চক্রান্তকারী সুবজের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করছে। এ ঘটনার বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগ মানববন্ধন ও পরে স্মারকলিপি প্রদান করেছে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ ও সাধারন সম্পাদক রফিক হোসেন, কেবিএ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফয়জুল্লাহ প্রমুখ। পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া জাসদের সম্মেলন উপলক্ষ্যে মশাল মিছিল অনুষ্ঠিত

২২ এপ্রিল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সমাজতান্ত্রিক দল কলারোয়া উপজেলার সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে মশাল মিছিল কলারোয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মশাল মিছিলে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাতক্ষীরা-১(তালা-কলারোয়াা) জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, তালা উপজেলা সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, কলারোয়া উপজেলা জাসদের ১২ ইউনিয়নের সভাপতি/সম্পাদকগণ, তালা উপজেলার সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, জেলা ছাত্রলীগের সভাপতি অনুপম কুমার অনুপ প্রমুখ।
আগামীকাল ২৩ এপ্রিল সোমবার কলারোয়া উপজেলা জাসদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় কমিটি কার্যকরি সভাপতি এড. রবিউল আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দীন মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম। সমাবেশে সভাপতিত্ব করবেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ আনোয়ার হোসেন। সমাবেশ পরিচালনা করবেন কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক। আগামীকাল সকাল ১০টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাড়ানোর আহ্বান, দুর্নীতি ও বৈষম্যের অবসান, সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে আসার লক্ষ্যে কলারোয়া উপজেলা জাসদের সম্মেলন ও কাউন্সিল সফল করার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে দূর্গন্ধযুক্ত পানি বদ্ধ রাখায় জনদূর্ভোগ

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে বাগদা চিংড়ী ধোয়া দূর্গন্ধযুক্ত পানি রাস্তার পাশের ছোট পুকুরে বদ্ধ রাখায় জনদূর্ভোগের শিকার হচ্ছে সাধারন মানুষ। দূর্গন্ধ এত তিব্র যে চলাচলকারীরা বিপাকে পড়ছে বলে জানা গেছে। নুরনগর শাকিরের মোড়ের পশ্চিম পাশের মায়ের দোয়া ফিস তাদের বাগদা চিংড়ি ধোয়া পানি, উক্ত জনবহুল এলাকার চলাচলের রাস্তার পাশের ছোট পুকুরে জমা রাখায় পচা দূর্গন্ধ জনিত করনে রোগ জীবানু ছড়াচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে। ঐ রাস্তায় চলাচল কারী স্কুল গামী শিশুরা সহ এলাকার পথচারীরা মুখে কাপড় চাপা দিয়ে চলছে বলে জানিয়েছে একাধিক সূত্র।এভাবে চলতে থাকলে উক্ত পুকুরের পাশের রাস্তা দিয়ে চলাচলকারী কোমলমতি শিশুরা এবং পাশে বসবাস কারী সাধারন মানুষরা রোগাক্রান্ত হতে পারে বলে মনে করছেন এলাকার সচেতন মহল। সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতা মিললে স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা যায় অনেকেই বিষয়টি মায়ের দোয়া ফিসের মালিক নজরুল ইসলাম ও রাশিদুলকে কয়েক বার বলা সর্তেও তারা কর্নপাত করছেন না। এমতবস্তায় এলাকাবাসি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মুম্বাই ইন্ডিয়ান্স গত আইপিএলের চ্যাম্পিয়ন দল। তবে এবারে মোটেও ভালো অবস্থানে নেই পয়েন্ট তালিকায়। আট দলের মাঝে সপ্তম অবস্থানে মুস্তাফিজের মুম্বাই। ভালো খেলেও শেষ মুহূর্তে গিয়েও জয় পায়নি তারা।

টানা তিন হারের পর চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের পঞ্চম ম্যাচে আজ রোববার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে মোস্তাফিজের দল। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

মুম্বাইয়ের চেয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ উপরে আছে রাজস্থান রয়্যালস। তবে দলটির পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। এটি দুই দলের জন্যই আইপিএলে নিজেদের অবস্থান শক্ত করার ম্যাচ।

দল হারলেও প্রথম তিন ম্যাচেই দারুণ বল করে ৫ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজ। তবে যে ম্যাচে দল জিতেছে সে ম্যাচে তার পারফরম্যান্স খারাপ ছিল। তিনিও চাইবেন রাজস্থানের বিপক্ষে চেনা রূপে ফিরতে।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশঃ

সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনাঘান, মোস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

৬ ওভার শেষে দলটির রান ছিল ২ উইকেটে মাত্র ২৭। ১০ ওভার শেষে সেই স্কোরটা দাঁড়ায় ৫৪/২। পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে ছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সেখান থেকে দলকে দারুণভাবে সামনে এগিয়ে নিলেন আম্বাতি রাইডু ও সুরেশ রায়না।

এই দুজনের ব্যাটে ভর করে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে চেন্নাই। ৩ উইকেটে ১৮২ রান করেছে এমএস ধোনির দল।

ইনিংসের ১৭তম ওভারে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন রাইডু। তবে আউট হওয়ার আগে ৯ চার এবং ৪ ছক্কার মারে মাত্র ৩৭ বলে ৭৯ রান করেন তিনি। রাইডু ফিরে যাওয়ার পরের ২০ বল থেকে আরো ৩৮ রান যোগ করেন সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনি।

তিন নম্বরে নেমে ৫ চার এবং ২ ছক্কার মারে ৫৩ রানে অপরাজিত থাকেন রায়না। অপরপ্রান্তে মাত্র ১২ বলে ৩টি চার এবং ১টি ছক্কার মারে ২৫ রানের ইনিংস খেলেন ধোনি। বল হাতে ৪ ওভার করে ৩২ রান খরচ করেও উইকেট পাননি সাকিব আল হাসান। ১টি করে উইকেট দখল করেন রশিদ খান এবং ভুবনেশ্বর কুমার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আদালতের নির্দেশে মানুষ গায়েবের কৌশল ফাঁস!

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া জাদুকর ডেভিড কপারফিল্ড। ২০১৩ সালে মানুষকে অদৃশ্য করার একটি জাদু দেখিয়েছিলেন তিনি। কিন্তু সেই জাদুর সূত্র ধরে তাঁকে শেষমেশ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। কেবল তাই নয়, আদালত বলেছে, মানুষ অদৃশ্য করার সেই কৌশলটাও ফাঁস করতে হবে তাঁকে। লাস ভেগাসে ‘লাকি থার্টিন’ প্রদর্শনীতে জাদুটি দেখান কপারফিল্ড।

সেখানে তিনি দর্শকদের মধ্য থেকে ১৩ জনকে বেছে নেন এবং তাদের অদৃশ্য করে ফেলেন। ওই ১৩ দর্শকের মধ্যে ছিলেন গ্যাভিন কক্স (৫৮) নামের এক ব্যক্তি। তিনিই পরে কপারফিল্ডের নামে মামলা করেন। কক্সের অভিযোগ, ওই জাদুর সময় তিনি ঘাড়ে আঘাত পান। প্রতিবেদটি করেছেন বিবিসি বাংলা।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, কক্স দাবি করে বলেন, ১৩ জনকে মঞ্চে নেওয়ার পর কপারফিল্ড তাদের ঝুলন্ত একটি দোলনার ১৩টি চেয়ারে বসান। এরপর তাদের চারপাশে একটি পর্দা নামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর ওই পর্দা উঠে গেলে দেখা যায়, দোলনার ১৩টি চেয়ার ফাঁকা। কক্স বলেন, পর্দা নেমে যাওয়ার পর গোপন একটি পথে তাদের ওই মঞ্চ থেকে সরিয়ে ফেলা হয়। আর সরানোর সময় আঘাত পান তিনি।

প্রতিবেদনে বলা হয়, এ অবস্থায় আদালত নির্দেশ দিয়েছেন, কপারফিল্ডকে তাঁর জাদুর কৌশল ফাঁস করতে হবে। তাঁর আইনজীবী অবশ্য বিরোধিতা করে যুক্তি দেখান, এতে তাঁর মক্কেল ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আদালত সেই যুক্তি আমলে নেননি। তাই আগামী মঙ্গলবার আদালতের সামনে কপারফিল্ডকে মানুষ অদৃশ্য করার কৌশল প্রকাশ করতেই হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারীদের বেশি ঘুমের প্রয়োজন!

সম্প্রতি একাধিক সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্ট অনুসারে ব্রেন এবং শরীরের ক্লান্তি এবং স্ট্রেস দূর করতে ঠিক মতো ঘুম হওয়াটা জরুরি। ঠিকমত ঘুম না হলে নানারকম শারীরিক সমস্যা দেখা দেয়। এক সময় গিয়ে আয়ু কমতে শুরু করে। সেই সঙ্গে দৈনন্দিন জীনযাত্রাও মারাত্মক ব্যাহত হয়।

ব্রেনকে অ্যাকটিভ রাখতে পুরুষ-মহিলা, উভয়েরই একই সময় ঘুমের প্রয়োজন। কিন্তু আরেক দলের একেবারে অন্য মত ছিল। শেষমেষ প্রমাণ হল, মহিলাদের ব্রেনের গঠন এমন যে তাদের পুরুষদের তুলনায় কম করে ২০ মিনিট বেশি ঘুমতে হবে। সেটা যদি না হয় তাহলেই মারাত্মক বিপদ হতে পারে।

মেয়েদের দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত? গবেষণা বলছে ২৬-৬৪ বছর বয়সি মেয়েদের দিনে কম করে ৭-৯ ঘন্টা ঘুমতেই হবে। আর ১৮-২৬ বছর বয়সি মেয়েদের ৯-১০ ঘন্টা ঘুমের প্রয়োজন। কেন পুরুষদের থেকে মেয়েদের বেশি সময় ঘুমের প্রয়োজন পরে। আসুন জেনে নেয়া যাক কি সেই কারন-

১। গবেষকদের মতে সারাদিন মেয়েরা যে পরিমান মেন্টাল এনার্জি খরচ করেন, পুরুষরা সেই পরিমাণ করে না। তাই মানসিক ক্লান্তিটা মেয়েদের বেশি হয়। সেই কারণেই তো মহিলাদের বেশি সময় রেস্টের প্রয়োজন পরে। আর যে সব মহিলারা উচ্চপদে চাকরি করেন তাদের তো আরও বেশি সময় ঘুমতে হবে। কারণ এমন মহিলাদের অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। আর তার জন্য ব্রেন পাওয়ার ভাল হওয়াটা খুব জরুরি।

২। অ্যাডোলোসেন্ট পিরিয়ডে সময় মেয়েদের শরীরের ভিতর এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে শুরু করে। সেই সঙ্গে হরমোনাল চেঞ্জের কারণেও মেয়েদের ঘুমের সময় কমে যায়। তাই তো মহিলাদের বেশি বেশি করে ঘুমানোর প্রয়োজন পরে।

৩। মেয়েদের এক সঙ্গে অনেক কাজ করতে হয়। ফলে মাল্টি টাস্কিং-এর কারণে শরীর এবং ব্রেনের উপর মারাত্মক চাপ পরে। এই চাপ কমাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন। ব্রেনের গঠনের দিক থেকেও মহিলা এবং পুরুষদের মস্তিষ্কে কিছুটা পার্থক্য দেখা যায়। আর সে কারণে ঘুমের সময়ের মধ্যেও কম-বেশি হওয়াটা নির্ভর করে।

৪। গবেষণায় দেখা গেছে মহিলাদের মধ্যে বেশিরভাগেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রিম এবং মানসিক অবসাদের মতো রোগের শিকার হয়ে থাকে। এই দুই রোগের কারণেও ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে। ফলে স্বাভাবিকভাবেই মহিলাদের বেশি সময় ঘুমের প্রয়োজন পরে।

৫। গর্ভাবস্থায় মেয়েদের সবথেকে বেশি ঘুমের ব্যাঘাত ঘটে থাকে। এই সময় মায়েদের শরীরের ভিতর এমন হরমোনাল পরিবর্তন ঘটে যে ঘুম আসতেই চায় না। এই সময় মায়েদের পায়ে ক্র্যাম্প ধরার মতো সমস্যা হয়ে থাকে। সেই কারণেও ঠিক মতো ঘুম হতে চায় না। তাই একটু বেশি সময় ঘুমের দড়কার পরে।

৬। একাধিক গবেষণায় দেখা গেছে যে মহিলারা দৈনিক ৭ ঘন্টার কম সময় ঘুমোন, তাদের টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে হার্টের স্বাস্থ্যেরও অবনতি ঘটে থাকে। তাই কোনও ভাবেই ৭ ঘন্টার কম সময় ঘুমোনো যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest