সর্বশেষ সংবাদ-
ভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

সাতক্ষীরায় দিনদুপুরে প্রাণসায়র খালে বাধ দিয়ে মৎস্য শিকার!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা রেবাসী প্রাণের দাবি প্রাণসায়র খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করার বহু মিটিং-ছিটিং সত্ত্বেও এবিষয়টির কোন অগ্রগতি লক্ষ্যণীয় নয়। অথচ দিনদুপুরে অফিস চলাকালীন সময়ে প্রাণসায়র খালে বাধ দিয়ে পানি সেচে মাছ ধরছে একটি চক্র। অথচ পৌর কর্তৃপক্ষের কোন হস্তক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকদের অনেকে।
রবিবার দুপুরে জনৈক মোজামের নেতৃত্বে পৌর সাবেক মেয়র এম এ জলিলের বাড়ি সংলগ্ন স্থান থেকে কেষ্ট ময়রার ব্রিজ পর্যন্ত খালে বাধ দেয় এবং মেশিন লাগিয়ে পানি সেচ শুরু করে। স্থানীয়রা বাধা দিলেও সেচের কাজ চালিয়ে যাওয়া ব্যক্তিরা দাবি করেন তারা একাজের জন্য পৌরসভা থেকে অনুমতি নিয়েছেন।
এঘটনায় পৌরবাসীদের অনেকেই জানান, খালে বাধ দিয়ে এভাবে পানি সেচে মাছ ধরার কোন সুযোগ নেই। কিন্তু অজানা কারণে পৌর কর্তৃপক্ষ নিরব।
এদিকে প্রাণসায়র খালের দুধারে সৌন্দর্য বর্ধনের ৩২ লক্ষ টাকার কাজ ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও তার কোন অগ্রগতি চোখে পড়ছে না। তাতে আবার খালের কিছু অংশে বাধ দিয়ে মাছ শিকারে ব্যস্ত স্বার্থন্বেষী মহল।
এবিষয়ে ওই চক্রের হোতা মোজামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পৌরসভা থেকে অনুমতি নিয়ে মাছ ধরছি।
এঘটনায় রবিবার দুপুর ২টার সময় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত ০১৭৬১-৭০২৭৩০ নাম্বারে কয়েকবার ফোন দিলেও তিনি তা রিসিভি করেন নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দুদকের মামলায় গ্রেফতার

অনলাইন ডেস্ক: দুর্নীতির মামলায় ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুবউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের এই কর্মকর্তা বলেন, গুলশানে ১০ কাটা পরিমাণ জমি আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলমের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, কুতুব উদ্দিন অসৎ-উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গুলশান সাব রেজিস্ট্রি অফিসের সাফ কবলা দলিল নং-১২৮২৪ (তারিখ- ১১/০৮/২০০৪) রাজউকের হুকুম দখলকৃত/অধিগ্রহণকৃত ১০ কাঠা জমি শ্বশুর ও অন্যদের নামে ক্রয় দেখিয়ে আত্মসাৎ করেন।

অনুসন্ধানের সময় প্রাপ্ততথ্য ও রেকর্ড থেকে জানা যায়, গুলশান সাব রেজিস্ট্রি অফিসের ১২৮২৪ নম্বর সাফ কবলা দলিলে মাধ্যমে গুলশান থানার ভোলা মৌজার সিএস ৯৮ নং খতিয়ানের সিএস এবং এসএ ৪৫৭ নং দাগের ৫৪ দশমিক ৫০ শতাংশ জমি থেকে ৮ দশমিক ২৫ শতাংশ (৫ কাঠা) জমি মো. আব্দুল জলিল মৃধা এবং ৮ দশমিক ২৫ শতাংশ (৫ কাঠা) জমি যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক (ডা.) এ কে এম আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী অধ্যাপক ডা. সামসুন নাহারের নামে ক্রয় দেখানো হয়। একই দলিলমূলে মোট ০৩ জন ক্রেতার নামে মোট ১৬ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় দেখানো হয়।  এই সাফ কবলা দলিল পর্যালোচনায় দেখা যায় যে, দলিলে ১ নং ক্রমিকের ক্রেতা হচ্ছেন মো. আব্দুল জলিল মৃধা; যিনি ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. কুতুব উদ্দিন আহম্মেদের শ্বশুর। এখানে দলিলে ক্রেতা হিসেবে জনাব আব্দুল জলিল মৃধার নাম উল্লেখ থাকলেও এই জমির প্রকৃত ভোগ-দখলকারী বা সুবিধাভোগী হচ্ছেন মো. কুতুব উদ্দিন আহম্মেদ। তিনিই মূলত এ সব কর্মকাণ্ডের অনুঘটক হিসেবে কাজ করেছেন। নেপথ্যে থেকে তিনি প্রভাব বিস্তার করে কৌশলে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে রাজউকের হুকুম দখলকৃত সম্পত্তি অবমুক্ত করেছেন। পাশাপাশি নাজমুল ইসলাম সাইদকে জমির ভুয়া আমমোক্তার সাজিয়ে ও শ্বশুর আব্দুল জলিল মৃধাসহ আরও দু’জনকে ক্রেতা সাজিয়ে নিজেই এই জমি আত্মসাৎ করেন। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যানুযায়ী আব্দুল জলিল মৃধার নামে এই জমি কেনা  হলেও তিনি কখনোই এই জমি ভোগদখল করেননি। মূলত শুরু থেকেই কুতুবউদ্দিন আহম্মেদ এই জমি ভোগ দখল করে আসছেন। বর্তমানে এখানে সপরিবারে বসবাস করছেন। এই ভূমি আত্মসাৎ প্রক্রিয়ার সঙ্গে কুতুব উদ্দিন আহমেদের শ্বশুর সহযোগী হিসেবে জড়িত থাকলেও বা তার বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হলেও তিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করায় তাকে অভিযুক্ত আসামি হিসেবে গণ্য করা হয়নি। এছাড়া, এই জমির অন্য ক্রেতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক (ডা.) এ কে এম আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী অধ্যাপক (ডা.) সামসুন নাহারের ক্রেতা হিসেবে দলিলে নাম থাকলেও প্রকৃত অর্থে তারা কখনও এই জমি ভোগদখল করেননি। বর্তমানেও এই জমি তাদের দখলে নেই। কুতুব উদ্দিন আহমেদ তাদের প্রভাবিত করে কম মূল্যে গুলশানের জমি কিনে দেবেন বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে দলিলে ক্রেতা হিসেবে অন্তর্ভুক্ত করেন। এই জমির প্রকৃত ভোগ দখলকারী বা সুবিধাভোগী হচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের  ব্যক্তিগত কর্মকর্তা  মো. কুতুব উদ্দিন আহম্মেদ। এসব অভিযোগে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মো. কুতুব উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত: সিইসি
রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত। বিগত জাতীয় নির্বাচনগুলোতে সেনা মোতোয়েন করা হয়েছিল।
আজ রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে এ কথা বলেন।
সিইসি বলেন, আমি ব্যক্তিগতভাবে একবারও বলিনি যে সেনা মোতায়েন হবে না। তবে এটা আমার একার সিদ্ধান্তের বিষয় নয়। ইসির আরো পাঁচজন সদস্য আছেন, তারা মিলেই এটা সিদ্ধান্ত নেবেন।
সিইসি বলেন, তিনি জাতীয় নির্বাচনে সেনা চাইলেও স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে নন। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে আমি একদম মনে করি না।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিকিৎসক নিয়োগ দিতে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগ দিতে ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার কমিশনের ওয়েবসাইটে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, পরীক্ষার সিলেবাস ও নির্দেশাবলী প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

ইতিমধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে এককালীন চিকিৎসক নিয়োগের পরীক্ষা নেয়ার পূর্ব বিধিমালাও সংশোধন করেছে সরকার। সংশোধিত বিধিমালা অনুযায়ী, মেডিক্যাল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর; বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে।

বিধিমালা অনুযায়ী আরো জানা গেছে, প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০ ধরা হয়েছে।

এ ছাড়াও লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। এই পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি: স্বল্পন্নোত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন ও সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে র‌্যালি ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কাজী সাদিকুজ্জামান দীপ,সাংগঠনিক সম্পাদকদ্বয় শেখ নাঈম হাসান ও নাঈম সরোয়ার, মনির, সাইফুল, নাহিদ, মাসুদ, আজহারুল, আছাফুর, অনিক, আলমসহ কলেজ ছাত্রলীগের আরও অনেক নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কার দাবি; শাহবাগে অবরোধ, যান চলাচল বন্ধ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। শাহবাগ মোড় দিয়ে এখন কোনো যান চলাচল করছে না।

আজ রোববার বিকেল ৩টার দিকে শাহবাগে জড়ো হন তাঁরা। তাঁদের দাবি, সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসেন। পরে তাঁদের একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে দোয়েল চত্বর হয়ে জাতীয় শহীদ মিনার, ফুলার রোড, পলাশী, নীলক্ষেত, কাঁটাবন হয়ে শাহবাগে আসেন।

শাহবাগে অবস্থান নিলে ওই মোড় দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাঁদের ১০ মিনিট অবস্থানের কথা বললেও তাঁরা প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন।

এ সময় আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে থাকে বিভিন্ন প্ল্যাকার্ড। তাতে লেখা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০%-এর বেশি কোটা নয়’।

কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। ওই আন্দোলনের অংশ হিসেবে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে কোটার সংস্কার করতে হবে। আর আমাদের এই দাবি যৌক্তিক। আমরা চাই, সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে।’

কোটা সংস্কারকারীদের অন্য দাবিগুলোর মধ্যে আছে—কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : “ বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনারই উদ্ভাবন, সমাজসেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ২০১৭-১৮ অর্থবছরের (পূর্বের অতিরিক্ত) বরাদ্ধ প্রাপ্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা প্রমুখ। ২০১৭-১৮ অর্থবছরের (পূর্বের অতিরিক্ত) বরাদ্ধ প্রাপ্ত ৮শ ২৯ জন ব্যক্তিকে বয়স্ক ভাতা, ৩শ’৩৮ জন বিধবা ও স্বামী নিগৃহীতা ব্যক্তিকে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা ও ১শ’৭৬ জন ব্যক্তিকে প্রতিবন্ধী ভাতার বই ভাতাভোগীদের মাঝে বিতরণ করা হয়। সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ১৩ শ’৪৩ জন ভাতাভোগীর মাঝে এ বই বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াতের নেতা-কর্মীসহ আটক ৬৪

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াতের দুই নেতা-কর্মীসহ ৬৪ জন আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা ৮ জন, কালিগঞ্জ থানা ১০ জন, শ্যামনগর থানা ১২ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৬ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ৬ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest