সর্বশেষ সংবাদ-
জলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরা কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে মানহানি মামলাসাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরিসাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্টদেবহাটায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্কুল শিক্ষক ও আয়া আটক কালিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-৩সাংবাদিক কামরুজ্জামানের শ্যালকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

পৃথিবীর শৃঙ্খলা ভেঙে পড়েছে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের চলমান পরিস্থিতি ‘বিশৃঙ্খল’ হয়ে পড়েছে এবং আন্তর্জাতিক সমাজ গঠনমূলক ভূমিকা পালন না করলে পরিস্থিতির আরও অবনতি হবে। খবর রেডিও তেহরানের

বুধবার রাজধানী মস্কোতে কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের সময় দেয়া এক বক্তব্যে একথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়ার পর পুতিন এ মন্তব্য করলেন।

পুতিন বলেন, বাস্তবিক অর্থেই বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক হয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্পর্ককে আরও গঠনমূলক করা হলে এবং জ্ঞান ও বিচারবুদ্ধিকে কাজে লাগানো হলেই কেবল বিশ্বে স্থিতিশীলতা ফিরে আসবে।

পুতিন বিদেশি রাষ্ট্রদূতদের আরও বলেন, অন্য দেশগুলোর সাথে সম্পর্ক শক্তিশালী করার কাজে রাশিয়া যেকোনো গঠনমূলক পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

আমেরিকা সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক জল্পনা চলছে
প্রেসিডেন্ট পুতিন এমন সময় এসব কথা বললেন যখন সিরিয়া সরকারের বিরুদ্ধে আমেরিকা সামরিক হামলা চালাতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে জল্পনা-কল্পনা চলছে। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দুমা শহরে দেশটির সরকার রাসায়নিক হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে এ হামলার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে।

তবে সিরিয়া সরকার দুমায় রাসায়নিক হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। এছাড়া, রাশিয়া বলেছে, তদের তদন্তে দুমায় রাসায়নিক হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইপিএলে আজ সাকিব বনাম মুস্তাফিজের লড়াই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আজ ৭ম ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ এবং মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ানস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। আসরের ৬ষ্ঠ দিনেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের দুই তারকার।

চলতি আসরের উদ্বোধনী ম্যাচেই মুম্বাইয়ের হয়ে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। তবে প্রথম ম্যাচে কাটার মাস্টারের পারফর্মেন্স আশানুরূপ ছিল না। ৩.৫ ওভার বল করে ১০.১৭ ইকনোমিতে দিয়েছিলেন ৩৯ রান। তুলে নিয়েছিলেন ১ উইকেট। ম্যাচটি হেরেছিল মুম্বাই। দলটিকে এমনিতেই পেস তারকাদের ছড়াছড়ি। তাই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ একাদশে থাকবে কিনা তাতে সন্দেহ আছে।

অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা সাকিব আল হাসান প্রথম ম্যাচ থেকেই উজ্জ্বল। দুই বছর নির্বাসন শেষে ফেরা রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করেন তিনি। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ২৪ বল হাতে রেখেই তার দল জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। তাই সাকিবের আজ একাদশে না থাকার কোনো কারণ নেই। এবার শুধু অপেক্ষার পালা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আসাদুজ্জামান: সাতক্ষীরার দেবহাটা উপজেলাসহ দেশের ১৫ উপজেলায় এক যোগে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মলেন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা সদর-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হাবিুবর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রবিন্দ্র নাথ দাশ প্রমুখ। সুবিধাভোগী হিসেবে দেবহাটার নবম শ্রেনীর শিক্ষার্থী মৌমিতা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। এসময় ডা. রুহুল হক এমপি সাতক্ষীরাবাসীকে মেডিকেল কলেজ, বাইপাস সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপহার দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সাতক্ষীরায় রেললাইন স্থাপনের কাজও দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেসে বলেন, “আপনি তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আপনিই এসব উন্নয়ন সাতক্ষীরায় নিয়ে গেছেন।”
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে ৯৩ কোটি টাকা ব্যয়ে ৬০৭ কিলোমিটার নির্মিত লাইনে ৩২ হাজার ৬৮০টি সংযোগ দিয়ে এই শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, দেবহাটা উপজেলায় ২০০৮ সাল পর্যন্ত ৩১ শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ পৌছেছিল বর্তমান সেখানে সরকার শতভাগ বিদ্যুৎ দিয়েছে। ২০০৮ সালের আগে পর্যন্ত আশাশুনি উপজেলায় ২৬% মানুষের কাছে পৌছেছিল। বর্তমান সরকারের আমালে ৭৬% মানুষের কাছে বিদ্যুৎ পৌছে গেছে। কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে বিএনপি-জামায়াত সরকারের আমলে মাত্র ২৭% মানুষ বিদ্যুতের সুফল পেত বর্তমানে ৮৯ % মানুষ বিদ্যুতের সুফল পাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেভাবে বলিউডে বাংলাদেশের নাবিলা সাদিয়া

নাবিলা সাদিয়া। সোশাল হ্যান্ডেলের ছবি দেখলে মনেই হবে না এই মেয়ে বাংলাদেশের। ছবিতে পশ্চিমা প্রলেপ। তথ্য উপাত্তের স্থানে একটি বলিউড ফিল্মের অভিনেত্রী হিসেবে কাজের উল্লেখ। ‘আর ইউ বাংলাদেশি?’ এমন প্রশ্ন পাঠানো হয়েছিল নাবিলা সাদিয়ার সোশাল হ্যান্ডেলের মেসেঞ্জারে। ওদিক থেকে উত্তর এলো ‘ইয়েস’।

এরপরই বিস্তর জানা গেল নাবিলা সম্পর্কে। বাংলাদেশের উত্তর জনপদের ছোট শহর সৈয়দপুরে শৈশব-কৈশোর কাটানো নাবিলা এখন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় থাকেন। ‘আমার জন্ম যশোরে হলেও যশোরের কিছুই মনে নেই। আমার বেড়ে ওঠা, পড়াশোনার শুরু সবকিছুই সৈয়দপুরে। ইন্টারমিডিয়েট পর্যন্ত সেখানেই আমার পড়াশোনা এরপর চলে আসি অস্ট্রেলিয়ায়।’ অস্ট্রেলিয়া থেকে কথাগুলো বলছিলেন নাবিলা সাদিয়া।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ ক্যানবেরায় ব্যাচেলর্স ইন ইনফরমেশন টেকনোলজিতে অধ্যয়নরত অবস্থাতেই সেখানের একটি মডেল এজেন্সিতে যুক্ত হন নাবিলা সাদিয়া। একই সাথে একটি নাচের প্রতিষ্ঠানে যোগদান করেন। ক্যানবেরা স্কুল অব বলিউড ড্যান্সিং-এর মেন্টর হিসেবে কাজ করছেন তিনি। মডেলিং ক্যারিয়ারকে যখন ধীরে ধীরে এগিয়ে নিচ্ছিলেন তখনই বলিউডের নতুন একটি ছবিতে কাজের প্রস্তাব আসে।

নাবিলা বলেন, আমি স্ক্রিন টেস্ট দিয়ে উত্তীর্ণ হই। ছবিটির পরিচালক দেবেশ প্রতাপ সিং। ছবিটি গ্যাংস্টার ও আন্ডার ওয়ার্ল্ড নিয়ে। যেখানে একজন নায়কের বিপরীতে দুজন মেয়ের চরিত্র। রিনা ও মিনা চরিত্রের মধ্যে আমার প্রথমে মিনা চরিত্রে কাজ করার কথা থাকলেও হিন্দি টানের কারণে আমাকে রিনা চরিত্র করতে হয়।’

পারিশান পারিন্দা নামের এই ছবিটিতে আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে কাজ করা হয়। যার মধ্যে সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বেশ ক’জন শিল্পী অভিনয় করেন। ‘এই ছবিতে অভিনয়ের পরই অস্ট্রেলিয়ায় আমার বিভিন্ন কাজের অফার আসতে থাকে।’ বলেন নাবিলা। ছবিটির শুটিং গত বছর শেষ হলেও ভারত ও অস্ট্রেলিয়ায় মুক্তি পায় চলতি বছরের মার্চে।

ভারতের শীর্ষ টেলিভিশন জিটিভি অস্ট্রেলিয়ায় উপমহাদেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজন করে ‘সুপারস্টার অস্ট্রেলিয়া’ যেখানে নাবিলা সাদিয়া শীর্ষ দশে অবস্থান করেন। এ ছাড়াও সুন্দরীদের প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ২০১৭’ তে প্রথম রানার আপ হন। এই অর্জনের কারণে বলিউড অভিনেতা জন আব্রাহামের সাথে ডিনার পার্টিতে অংশ নেওয়া হয়। জন আব্রাহামের সাথে একটি গানের নাচে অংশ নেন নাবিলা।

নাবিলা সাদিয়া ইতিমধ্যে গ্রাজুয়েশন শেষ করেছেন। কাজ করছেন অস্ট্রেলিয়ার মিডিয়াতে। কিছুদিন আগেই বাংলাদেশ ঘুরে গিয়েছেন। দুই মাসের সফরে বেশকিছু কাজও করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো আদনান আল রাজীবের নির্দেশনায় গ্রামীণফোন ফোরজির টেলিভিশন বিজ্ঞাপন, ইশতিয়াক আহমেদের নির্দেশনায় একটি কবিতার দৃশ্যায়নের মডেল হয়েছেন, যেখানে তরুণ অভিনেতা ইভান সাইর তাঁর বিপরীতে ছিলেন। এ ছাড়াও ভিকি জায়েদের পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছেন নাবিলা।

শৈশব থেকেই সৈয়দপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা সাদিয়া নাবিলা নাচ-গানে ছিলেন অনন্য। যেকোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর ছিল উজ্জ্বল উপস্থিতি। ফের বাংলাদেশেই ফিরতে চান তিনি। এ দেশের শোবিজে নিজেকে মেলে ধরতে চান এই অভিনেত্রী ও মডেল। নাবিলা সাদিয়া বলেন, ‘আমি যেহেতু মিডিয়াতে কাজ করছি, সেই কাজটি যদি আমার নিজ দেশে করতে পারি তাহলে তো ফিরবোই।’

তিনি বলেন, ‘বাংলাদেশে কয়েকটি কাজ করেছি, আমার ভালো লেগেছে। অবশ্যই আমার ফিল্মে কাজ করার ইচ্ছে। এমন অনুকূল পরিবেশ তৈরি হলে কিংবা সুযোগ হলে আমি বাংলাদেশেই স্থায়ী হতে চাই। হাজার হলেও আমার নিজের দেশ, নিজের দেশে কাজ করার বিষয়টি নিশ্চই অনেক আনন্দের।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালে ইউএস-বাংলা বিমান বিধ্বস্তের রহস্য উদঘাটন

নেপালে ইউএস-বাংলা বিমানের অবতরণের আগে পাইলট ও কন্ট্রোল রুমের মধ্যে সঠিক যোগাযোগ ছিল না বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে দেশটির তদন্ত কমিশন। বুধবার (১১ এপ্রিল) তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন নেপালে ইউ এস বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার দুই মিনিট আগে পাইলটের সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ ছিলো না বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে ইউএস-বাংলার বৈমানিকদের শেষ মুহূর্তের যে কথোপকথন ইন্টারনেটে ঘুরছে, তাতে দুই পক্ষের ভুল বোঝাবুঝি স্পষ্ট। নিয়ন্ত্রণ কক্ষের সাথে এই ধরনের বিভ্রান্তি সাধারণত পাইলটদের হয় না বললেই চলে।

কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরের ঝুঁকিপূর্ণ উত্তর প্রান্ত বা রানওয়ে ২০ দিয়ে না নামতে বৈমানিকদের প্রতি সাধারণ নির্দেশনা রয়েছে বিমান সংস্থাগুলোর।

কিন্তু বিধ্বস্তের আগে নিয়ন্ত্রণ কক্ষের নির্দেশনা না শুনে ওই রানওয়ের দিকেই কেন যাচ্ছিল ইউএস-বাংলার উড়োজাহাজটি, তা এখন বড় প্রশ্ন।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। ফ্লাইটটিতে ৩৬ বাংলাদেশি আরোহী ছিলেন। এর মধ্যে ২৬ নিহত ও ১০ জন আহত হন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নেপাল সরকারের গঠিত ৬ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সঙ্গে কাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. মোস্তাফিজুর রহমান পিএসি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মোজাম্মেল হক, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পিপি এড. ওসমান গণি, সড়ক ও জনপদ সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, শামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, বিআরটিএ’ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা হিন্দু বৈদ্ধ্য ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ। জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সাতক্ষীরা সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি, শহরের যানজট নিরসন, সাতক্ষীরা পৌর এলাকা সিসি টিভির আওতায় আনা প্রসঙ্গ, আগামী ২০ মে’র মধ্যে সাতক্ষীরা বাইপাস সড়ক প্রাথমিক পর্যায়ে চলাচলের উপযোগি করে তোলা, বিনেরপোতায় অবৈধ স্থাপনা ও সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী মার্চ ২০১৮ মাসে মোট মামলা হয়েছে ২শ’ ৪৮টি মামলা হয়েছে। এসময় সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের ডিআইজি পদে রদবদল

পুলিশের উচ্চপর্যায়ের কিছু পদে রদবদল করা হয়েছে। বদলি করা হয়েছে ডিআইজি পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে। গতকাল বুধবার (১১ এপড়ীল) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। একইদিনে পৃথক আদেশে ১৯ জন পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে।

বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে পুলিশ অধিদফতরের ডিআইজি একেএম শহিদুর রহমানকে টিএন্ডআইএম, টিএন্ডআইএমের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদকে পুলিশ অধিদফতরের, র‍্যাবের পরিচালক (ডিআইজি পদে পদোন্নতি পাওয়া) খন্দকার লুত্ফুল কবিরকে অ্যান্টি টেররিজম ইউনিট, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মনিরুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, এসপিবিএনের ডিআইজি বিশ্বাস আফজাল হোসেনকে এসবি ও এসবি’র ডিআইজি মোশাররফ হোসেন ভুঁঞাকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া ১৯ কর্মকর্তাকেও বদলি বা পদায়ন করা হয়েছে। তারা হলেন-সিআইডির নীগার সুলতানা, নাসির উদ্দিন আহমেদ, বগুড়া চতুর্থ এপিবিএনের আবদুল লতিফ, র্যাবের মোহাম্মদ নজরুল ইসলাম, সোহেল রেজা, জয়পুরহাটের বেলায়েত হোসেন, পুলিশ অধিদফতরের জাহিদ হোসেন ভূঞা, ডিএমপির মোহাম্মদ শরিফুর রহমান, ফাতিহা ইয়াসমিন, নীলফামারী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মহিদুল ইসলাম, খুলনা পিটিসির শুক্লা সাহা, শরীয়তপুরের মোহাম্মদ এহসান শাহ, নৌ-পুলিশের কফিল উদ্দিন, কুষ্টিয়ার জয়নুল আবেদীন, লক্ষীপুরের অনির্বান চাকমা, নাটোরের খাইরুল আলম, ঠাকুরগাঁওয়ের দেওয়ান লালন আহমেদ, পিবিআই ঢাকার আপেল মাহমুদ ও সিএমপির কাজী মুত্তাকী ইবনু মিনান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জেএসসি-জেডিসি’তে বৃত্তি পেয়েছে ৯৪ কৃতি শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি: সদ্য প্রকাশিত ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বৃত্তির ফলাফলে কলারোয়া উপজেলার বিভিন্ন হাইস্কুল ও মাদরাসা থেকে ৯৪জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৫ শিক্ষার্থী আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৯ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়- জেএসসিতে উপজেলার বিভিন্ন হাইস্কুল থেকে ১৮জন ট্যালেন্টপুলে আর সাধারণ গ্রেডে ৪৯জন বৃত্তি পেয়েছে।
আর জেডিসিতে বিভিন্ন মাদরাসা থেকে ৭জন ট্যালেন্টপুলে আর ২০জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
জেএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকায় হাইস্কুল থেকে উপজেলার শীর্ষে রয়েছে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল। ওই প্রতিষ্ঠান থেকে ১০জন ট্যালেন্টপুলে ও ১৩জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
জেডিসিতে মাদরাসা থেকে ২জন করে ট্যালেন্টপুলে ও ২জন করে শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে যৌথভাবে কাকডাঙ্গা, বুঝতলা ও সিংহলাল মাদরাসা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest