সর্বশেষ সংবাদ-
বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্নসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯০ দশক ছাত্রদলের দোয়াশ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপি×য়ে হত্যা : আ×টক ৯সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্ত

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন যারা

বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রি‌কেটারের সংখ্যাটা ১০-এ নেমে এসেছে। বাদ পড়েছেন ছয়জন তারকা ক্রিকেটার। গত এক বছরে বাদ পড়া ক্রিকেটারদের পারফরম্যান্স আশাতীত ছিলো না। তাই বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের নতুন চুক্তিতে রাখা হয়নি এ তারকাদের।

বাদ পড়া ক্রিকেটাররা হলেন- সৌম্য সরকার, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি ও ইমরুল কায়েস।

তবে আরও তিন ক্রি‌কেটারকে চুক্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও তাদের নাম প্রকাশ করেননি তিনি। বুধবার বিসিবির সভা শেষে এ তথ্য জানান বিসিবি সভাপতি।

এদিকে চুক্তিতে বহাল থাকা বাকি ১০ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মর্তুজা, তাইজুল ইসলাম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন ও মেহেদি হাসান মিরাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজস্থানের বিপক্ষে কলকাতার দুর্দান্ত জয়

জয়ের ধারায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে দারুণ এক জয় তুলে নিয়েছিল শাহরুখের দল। আর সেই আত্মবিশ্বাস নিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী ভূমিকায় পাওয়া দেখা যায় দীনেশ কার্তিকদের। নির্ধারিত ওভারে রাজস্থানের সংগ্রহ ১৬০/৮। সহজেই সেই রান টপকে যায় কলকাতা। ৭ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নেয় দীনেশ কার্তিকের দল।

জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক কার্তিক। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল দু’বছর নির্বাসন কাটিয়ে ফেরা রাজস্থান। দুই ওপেনার অজিঙ্ক রাহানে ও ডার্সি শট ভিতটাও তৈরি করে দিয়েছিলেন। রাহানে ১৯ বলে দুরন্ত ৩৬ রানের অধিনায়কসুলভ ইনিংস খেলেন। অন্যদিকে ৪৪ রান করেন শর্ট।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ফ্লপ সঞ্জু স্যামসন। মাত্র ৭ রান করে ফিরে যান তিনি। এর পর আর কেউই বড় রান করতে পারেননি। রাহুল ত্রিপাঠী ১৫, বেন স্টোকস ১৪, কৃষ্ণাপ্পা গৌথম ১২ ও শ্রেয়াস গোপাল কোনও রান করেই প্যাভেলিয়নে ফেরেন। এর মধ্যে ২৪ রানের ইনিংস খেলেন জোস বাটলার।

কলকাতার হয়ে দু’টি করে উইকেট নেন নীতিশ রানা ও টিম কুরান। একটি করে উইকেট পীযুশ চাওলা, কুলদীপ যাদব ও শিবম মাভির।

অন্যদিকে ব্যাট করতে নেমে ১৯ তম ওভারের পঞ্চম বলে লাফলিনকে ছক্কা মেরে নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়ে দেন কার্তিক। কলকাতা ১৮.৫ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান তুলে ম্যাচ জিতে যায়। কার্তিক ২৩ বলে ৪২ ও রানা ২৭ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে গ্রামে সব পুরুষের দুই বউ!

দেরাসর। ভারতের রাজস্থান রাজ্যের বার্মের জেলায় অবস্থিত একটি গ্রামের নাম। সব মিলিয়ে ওই গ্রামে ৭০টি পরিবার বসবাস করে থাকে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে গ্রামে প্রত্যেক পুরুষেরই দু’জন করে স্ত্রী রয়েছে। এমন আশ্চর্য প্রথার পেছনে রয়েছে অন্য এক কাহিনী।

জানা যায়, ওই গ্রামে সবমিলিয়ে ৬০০ মানুষের বাস। সবাই ইসলাম ধর্মাবলম্বী। তবে এই গ্রামের প্রত্যেক পুরুষের দু’জন করে স্ত্রী থাকার কারণ কিন্তু ধর্ম নয়। এর পিছনে রয়েছে ভিন্ন বিশ্বাস। সেই বিশ্বাসটি একেবারেই আজব। সে গ্রামে কারোই প্রথম পক্ষের স্ত্রীর গর্ভে নাকি সন্তান আসে না! কোনো ব্যাখ্যা নেই এই ঘটনার। কিন্তু এমনটাই নাকি ঘটে আসছে বহু বছর ধরে। গ্রামবাসীদের দাবি অন্তত সেটাই।

দ্বিতীয় বিয়েতে প্রথম পক্ষের স্ত্রীদের কোনো ক্ষোভ থাকে না। তারাই অপত্যস্নেহে মানুষ করেন দ্বিতীয় স্ত্রীর গর্ভের সন্তান। তবে ঠিক কী কারণে প্রথম পক্ষের স্ত্রীদের ক্ষেত্রে এরকমটা ঘটে তা এখনো জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাউন্সিলর কালুর ৫১তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর ৫১তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইটাগাছা ভিআইপি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, আবুল কাশেম পুটে, জাগ্রত যুব সংঘের সাধারণ সম্পাদক পিয়াল, যুবলীগ নেতা ফজলুল রহমান ঢালী সহ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধে মহিলাকে মারপিট

নিজস্ব প্রতিবেদক : আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ একই পরিবারের ৩ জন আহত হওয়ার ঘটনা একদিন পার হতে না হতেই আবারও যশমান্ত সরকারের স্ত্রী তারামনি কে ইট দিয়ে মাথায় আঘাত সহ বেধড়ক মারপিট করে শ্লীলতাহানীর ঘটনাটি ঘটেছে।
সূত্র জানায়, সোমবার সকালে খাজরা ইউনিয়নের গজুয়াকাঠি গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে আহত ধনঞ্জয় সরকার, পারুল রাণী সরকার, জগদিশ সরকার ও যশমান্ত সরকার সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহতরা জানান, চিত্ত রঞ্জন সরকার, জিতেন্দ্র নাথ সরকার, জয়দেব সরকার, স্বপন সরকার ও মৃগগঙ্গাসহ ১০/১৫ জন দলবদ্ধ হয়ে আমাদের বসতবাড়ীতে এসে হামলা চালায়। এসময় ধনঞ্জয় ও যশমন্ত সরকারের দু’টি ঘরের চাল, জানালা-দরজা ও খাট ভাংচুর করা হয় এবং বাড়ীতে থাকা প্রায় ২লক্ষ ৭০ হাজার টাকা ও একটি সোনার চেইন লুটপাট করে নিয়ে যায়। এঘটনার একদিন পার হতে না হতেই আবারও ধনঞ্জয় সরকারের পরিবারের সদস্যের উপর হামলার ঘটনায় বর্তমানে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
সংঘর্ষ চলাকালে চিত্তরঞ্জনের পক্ষের লোকজন ধনঞ্জয়ের বসতঘর ভাংচুর করাসহ ঘরে থাকা নগদ টাকা পয়সা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এঘটনার পরে মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে ০১৯৫৯-৩১১০০১ নাম্বার থেকে ভবতোষ সরকার ধনঞ্জয় সরকারের ছেলে কে প্রাণ নাশের হুমকি দিয়ে বলে তোদের কাউকে বাঁচতে দেবো না।
এদিকে ভূক্তভোগী পরিবারের অপর সদস্যরা প্রতিপক্ষের হামলার ভয়ে বাড়িতে যেতে পারছেনা। তাদের নিজ বাড়িতে প্রবেশ করতে যেগে বাঁধার সম্মুখিন হতে হচ্ছে, প্রতিদিন ৮/১০ জন ব্যক্তি তাদের বাড়ির সামনে পাহারায় আছে। অপরদিকে ভূক্তভোগী পরিবারের বৃদ্ধ কনক চন্দ্র সরকার নিজ বাড়িতে গৃহবন্দি হয়ে পড়েছেন। অসুস্থ কনক চন্দ্র সরকারের জন্য খাবার নিয়ে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা। এব্যাপারে অভিযুক্তরা বলেন, আমাদের উপর মিথ্যাভাবে দোষারাপ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের নুরনগরে কাল বৈশাখীর তান্ডব

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার প্রায় সর্বত্রই কম বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার রাত্র ৯টার দিকে শুরু হয়ে প্রায় ১ঘন্টা যাবৎ ঘূর্নিঝড় সহ বৃষ্টি হতে থাকে। এতে বসত ঘর, বোরো ধান, ছোট বড় গাছ, কারেন্টের পোল সহ আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসি। সরেজমিন ঘুরে দেখাযায় নুরনগরের বিভিন্ন এলাকা সহ মানিকপুর এলাকার প্রায় ২০/২৫টি ঘরের চাল উড়ে গেছে। এছাড়া মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কারেন্টের পোল সহ একাধিক বড় ছোট গাছ উপড়ে পড়ে আছে। মানিকপুর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন আমার এলাকায় গরীব অসহায়দের বসত ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে, আমি নিজে তাদের তালিকা করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর জমা দিয়েছি। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেন। অন্যদিকে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী সুবোল রক্ষিত ঝড় চলা কালিন সময়ে স্কুলের একটি গাছের ডাল ভেঙ্গে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামীর নির্যাতনে হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছেন জেসমিন

নিজস্ব প্রতিবেদক : কোলে আট মাসের কণ্যা খাদিজাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের দোতলার সার্জারী বিভাগের ২নং শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তালা উপজেলার যুগীপুকুর গ্রামের আব্দুল গফুর মোড়লের স্ত্রী জেসমিন খাতুন (২৪)। জামাতার নির্যাতনের প্রতিবাদ করতে যেয়ে আহত হয়ে মা মনোয়ারা খাতুনও বসে রয়েছেন মেয়ের বিছানায়। বুধবার সকালে সাংবাদিকদের কাছে টাকার দাবিতে যখন তখন স্বামীর হাতে নির্যাতনের করুন কাহিনী বর্ণনা করেন জেসমিন।
সদর উপজেলার বল্লী ইউনিয়নের রায়পুর গ্রামের মনিরুদ্দিন ঢালীর মেয়ে জেসমিন। কলারোয়ার গনপতিপুর গ্রামে প্রথম বিয়ে হলেও স্বামীর প্রথম স্ত্রী ফিরে আসায় তার সংসার টেকেনি। দু’ বছর আগে তাকে পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের অজিয়ার মোড়লের ছেলে চা বিক্রেতা আব্দুল গফুরের সঙ্গে বিয়ে দেওয়া হয়। গফুরের প্রথম স্ত্রী জুলেখা ক্যান্স্যার রোগে মারা যায়। বিয়ের পর থেকে জেসমিন বাপের বাড়িতে থাকতো। একপর্যায়ে ৭০ হাজার টাকা দেওয়ার পর জেসমিনকে বাড়িতে নিয়ে যায় গফুর। আট মাস আগে খাদিজার জন্ম হওয়ার পর থেকে গফুর তাকে বাপের বাড়ি থেকে বার বার টাকা আনার জন্য চাপ দিতো। বাবা না থাকায় মায়ের দেওয়ার ক্ষমতা নেই বলায় তাকে প্রায়ই মারপিট করা হতো। একইভাবে গত সোমবার সকালে বাঁশের লাঠি দিয়ে পেটানো হয়। খবর পেয়ে মা মনোয়ারা ছুঁটে এলে তাকেও পিটিয়ে জখম করা হয়। মাকে আটকে রাখা হয় একটি ঘরের মধ্যে। মঙ্গলবার তাকে দ্বিতীয় দফায় মারপিট করা হয়। বাম হাত, পিঠ, কোমরসহ শরীরের বিভিন্নর স্থানে রক্তাক্ত জখম জায়গা দেখাতে যেয়ে জেসমিন তার সন্তান খাদিজাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলেন, বাচ্চাটার জন্যই তো বেঁচে থাকা। নইলে এত নির্যাতন সহ্য করা যায় কি!
মেয়ের কথা শেষ না হতেই মা মনোয়ারা তার ও মেয়ের উপর নির্যাতনের কাহিনী তুলে ধরেন। মেয়েকে নির্যাতন করলে দেবর, চাচা শ্বশুরসহ প্রতিবেশিরা কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। মঙ্গলবার রাতে আটক রাখায় কোন প্রকারে কৌশলে বুধবার সকালে হাসপাতালে এসেছেন।
জানতে চাইলে মনোয়ারার দেবর রুহুল আমিন, চাচা শ্বশুর মোহাম্মদ আলী ও কোটো বলেন, সিজারে জন্ম দেওয়া বাচার মা মনোয়ারাকে যেভাবে নির্যাতন করা হয় তাতে কখন না জীবনটা হারিয়ে যায়। প্রতিবাদ করতে গেলে তাদেরকে নানান কথা শুনতে হয়।
জানতে চাইলে পাটকেলঘাটা বাজারের চা বিক্রেতা আব্দুল গফুর বলেন, তার স্ত্রী ইচ্ছামত চলাফেরা করে। টাকার দাবিতে নির্যাতনের কথা অস্বীকার করে তিনি বলেন, মনোয়ারার সঙ্গে তার বচসার একপর্যায়ে তিনি কয়েকটি চড় মেরেছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ হাফিজুল্লাহ জানান, ভারী জিনিস দিয়ে আঘাতের ফলে মনোয়ারার শরীরের কয়েকটি স্থানে রক্তাক্ত জখম হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি : কালিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে মুন্সিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কের কালিগঞ্জ উপজেলার পাউখালী নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায় মুন্সিগঞ্জগামী একটি বাস পাউখালী পৌছালে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের ভিতর থাকা তিনজন যাত্রী মারাত্বক আহত হয়। পরবর্তীতে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ব্যাক্তিরা হলেন কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী কামাল উদ্দিনের ছেলে সৈকত হোসেন (৩৮),শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের স্বপন কর্মকারের স্ত্রী অর্পণা কর্মকার (৪৫) ও তার শিশু কন্যা সোনালী কর্মকর (০৭)। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক হেকমত আলী জানান আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুইটি কালিগঞ্জ থানায় আনা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest