আসাদুজ্জামান: সাতক্ষীরায় সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সীমান্ত গ্রাম তলুইগাছায় উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক আব্দুল জলিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ, ৩৩ বিজিবি কোম্পানি কমন্ডার সামসুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অসিম বরন চক্রবর্তী। সমাবেশ শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার হাজার হাজার মানুষ এ সময় অনুষ্ঠানটি উপভোগ করেন।

৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়ে ছিল সামান্য বাইরে। হঠাৎ করেই পেছন থেকে একটি বাস বিআরটিসির বাসটিকে পেরিয়ে যাওয়ার বা ওভারটেক করার জন্য বাঁ দিকে গা ঘেঁষে পড়ে। দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দু-তিনজন পথচারী দ্রুত তাঁকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন সে হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি।