সর্বশেষ সংবাদ-
৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনসাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমেরএসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিততালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন

ব্রহ্মরাজপুরে দরিদ্র শিশুর পরিবারকে সেলাই মেশিন প্রদান

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র, এতিম এবং স্কুল থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশুদের পরিবারকে ১০টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। সোমবার সকালে ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন, সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। প্রধান অতিথি বলেন, প্রত্যেক শিশুর জীবনে একটি লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য ছাড়া জীবনে সফল হওয়া যায় না, তাই প্রত্যেকের উচিত লক্ষ্য নির্ধারণ করে লক্ষ্য বাস্তবায়নে সঠিক পরিকল্পনা অনুযায়ী সামনে এগিয়ে যাওয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো: সেরাজুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্যা ও ইউপি সদস্যবৃন্দ সহ শিশু ফোরামের প্রতিনিধিবৃন্দ। ইউনিয়নে ব্রেকিং দ্য সাইলেন্স এর শিশু ফোরামের সদস্যদের সাথে জনপ্রতিনিধিদের ডায়লগ সভায় শিশুদের মতামত ও চাহিদার প্রেক্ষিতে ০৯ টি ওয়ার্ডের যাচাইকৃত মোট ১০ জন শিশুর পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়। শিশুবান্ধব স্থানীয় সুশাসন ব্যবস্থার অংশ হিসেবে সকল উন্নয়নের পাশাপাশি শিশুদের উন্নয়নে বাজেট বরাদ্দ রেখে পরিকল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে ভুমিকা রাখতে, ঝরে পড়া শিশুদের স্কুলে ভর্তি করতে, রাস্তাঘাট, স্যানিটেশন, বিশুদ্ধ পানি, কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে শিশুরা বিভিন্ন মতামত তুলে ধরা হয়। যার প্রেক্ষিতে এলজিএসপি-৩ প্রকল্প থেকে হতদরিদ্র, এতিম এবং স্কুল থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা মেয়ে শিশুদের পরিবারকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে শিশুরা যাতে লেখাপড়া থেকে ঝরে না যায়, সে লক্ষে সেলাই মেশিনের আয় থেকে লেখাপড়া নিয়মিত করতে পারে তার জন্য শিশু ও তাদের পরিবারকে উ™¦ুদ্ধ করা হয়। এভাবে ইউনিয়ন পরিষদ থেকে চলতি অর্থ বছরে ১২৩ জন শিশু ও তার পরিবারকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হয়। যার ফলে শিশুরা আবার স্কুলে যেতে পারছে। এ সময় উপস্থিত সকল স্তরের মানুষ ইউনিয়ন পরিষদের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ৯০০ বছরের খরায় ধ্বংস হয় ইন্দোজ সভ্যতা

ইন্দোজ উপত্যকার উপর নির্মিত সভ্যতা টানা ৯০০ বছর ধরে চলা খরার কারণেই ধ্বংস হয়ে গেছে। ৪ হাজার ৩৫০ বছরের পুরানো এই সভ্যতা ধ্বংসের কারণ খুঁজে পেয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলোজির গবেষকরা।

এদিকে তাদের গবেষণায় যে বিষয়গুলোকে প্রমাণ হিসেবে হাজির করা হচ্ছে, তাতে বলা হচ্ছে ইন্দোজ সভ্যতা ধ্বংসের পেছনে খরাই দায়ী। তবে তা ২০০ বছরের খরা নয়, বরং ৯০০ বছরের টানা খরার ফলেই ওই সভ্যতা ধ্বংস হয়ে গেছে। এই মাসেই বিশ্বের স্বনামধন্য জার্নাল কোয়াটারনারিতে এটি প্রকাশ হতে যাচ্ছে।

ভূতত্ত্ব ও ভূপদার্থবিদ বিভাগের গবেষকরা গত ৫ হাজার বছরের বর্ষাকালের তারতম্য নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

গবেষণায় দেখা গেছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হিমালয়ে ৯০০ বছর ধরে কোনো বৃষ্টিপাত হয়নি। এতে পানির সব উৎস শুকিয়ে গিয়েছিল। এতে ওই সভ্যতায় বসাবাসকারী মানুষজন পূর্বে ও দক্ষিণে স্থানান্তর হন। যেসব এলাকায় মোটামুটি বৃষ্টিপাত হতো, তারা সেখানেই আবাস গেড়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলই ফেবারিট’

আসন্ন রাশিয়া ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট মনে করছেন কিংবদন্তী ফুটবলার পেলে। ২০১৪ ফুটবল বিশ্বকাপের স্মৃতিচারণ করে তিনি বলেন, জার্মানির সাথে ৭-১ গোলে হারের হতাশা কাটাবে সেলেসাওরা এমনটাই বিশ্বাস।

ব্রাজিলের সাবেক এই কিংবদন্তী ফুটবলার মনে করেন, ঘরের মাঠে আমরা শেষ বিশ্বকাপ জিততে পারিনি। এরপর থেকে কিন্তু ব্রাজিল দারুণভাবেই ফিরে এসেছে। তিতের দল দারুণ করছে, ফুটবলারদের ওপর আমার পূর্ণ বিশ্বাসও আছে। যদিও, ওদের নিয়ে একসাথে কাজ করার সুযোগ কম পাচ্ছে তিতে। সব মিলিয়ে এই বছর মনে হচ্ছে বিশ্বকাপ জিততে পারব আমরা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপ একেবারেই নিকটে। আর শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বড় দলগুলো। এর ব্যতিক্রম নয় ব্রাজিল দলও।

২০১৪ সালে যেটা হয়নি, ২০১৮ বিশ্বকাপে সেটা করে দেখাতে যেন মুখিয়ে আছেন সেলেসাওরারা। আগের বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের শিরোপা জয়ীদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের নিজস্ব মহিমায় ফিরলেন প্রিয়া

পর্দায় তিনি থাকবেন, আর তার চোখের স্টাইল থাকবে না তাও আবার হয় নাকি? চোখের কায়দাতেই তো এক সময় বশ করেছিলেন গোটা সোশ্যাল মিডিয়াকে। আবারও তার চোখের জাদুদে বুঁদ নেটিজেনরা।

নাহ! আগেরবারের মতো এবার কোনও পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা নয়। এবার নিজস্ব স্টাইল কোশেন্ট নিয়ে বিজ্ঞাপনের দুনিয়ায় পা রাখলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। সাথে রয়েছে অবশ্যই তার চোখের সিগনেচার স্টাইল।

১৮ বছরের প্রিয়া নেট দুনিয়ায় সাড়া পেলেছিলেন ‘অরু আদার লভ’ নামের ছবির একটি ছোট্ট ক্লিপিংয়ে। স্কুল জীবনের দুষ্টু-মিষ্টি সেই প্রেমের দৃশ্যে মাত্র কয়েক মিনিটেই ঝড় তুলেছিলেন হাজার হাজার পুরুষ হৃদয়ে। ফের নিজস্ব মহিমায় একটি চকোলেট কোম্পানির বিজ্ঞাপনে হাজির প্রিয়া। মোট ছয়টি ভাষায় মুক্তি পেয়েছেন এই বিজ্ঞাপনটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধা ইনামুল বিশ্বাসের মৃত্যুতে নাগরিক কমিটির শোক

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইনামুল হক বিশ্বাস এর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এবং শোক সমাপ্ত প্ররিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শোক সমাপ্ত পরিবার তাদের পিতার মৃত্যুতে যে অপুরনীয় ক্ষতি হয়েছে তা থেকে কেটে উঠার জন্য দোওয়া কামনা করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন জেলা নগরিক কমিটির আহবায়ক মো: আনিসুর রহিম, সদস্য সচিব আবুল কালাম আজাদসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাজ না করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার!

‘আমি যে ছবিতে কাজ করিনি সেই ছবির জন্য আমি কেমন করে পুরস্কার পাই? বিষয়টি নিয়ে আমি অনেক বেশি বিব্রত। আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার জন্য বেশ কয়েক বছর ধরেই অপেক্ষা করছিলাম। সবাই আমার কাজের জন্য প্রশংসা করতো, কিন্তু কেন পুরস্কার পাচ্ছিলাম না তা এখন বুঝতে পারছি। এমন করে যদি অনিয়ম হয় তা হলে আমার মতো যারা কাজ করছেন তারা কিভাবে পুরস্কার পাবে?’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এর শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিলো। বিষয়টি হাবিবের কাছে জানতে চাইলে তিনি এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। এবছর ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-তে ‘নিয়তি’ ছবির জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে পুরস্কৃত হন তিনি। অথচ হাবিবের দাবী এই ছবিতে কাজই করেননি তিনি।

তাহলে এই পুরস্কার কি তিনি গ্রহণ করবেন? উত্তরে হাবিব বলেন, ‘অবশ্যই গ্রহণ করবো, তবে তা ‘নিয়তী’ ছবির জন্য নয়। আমার আরেকটি ছবিতে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেলিাম, সেই ছবিটি দ্বিতীয় অবস্থানে আছে, সেটির নাম ‘অনেক দামে কেনা’, আমি চাই সেই ছবির জন্য আমাকে পুরস্কার দেওয়া হোক। তাহলে আমি আনন্দের সাথে পুরস্করটি গ্রহণ করতে পারবো। কারণ এই ছবিতে আমি কাজ করেছি। ‘নিয়তি’ ছবিতে আমি কাজ করিনি।’

হাবিব আরো যোগ করেন, ‘ভালো কাজের জন্য স্বীকৃতি সবাই চায়, সেই হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হচ্ছে সবচেয়ে বড় স্বীকৃতি। আমি মনে করি যদি কোন অনিয়ম না হয়, তা হলে আমরা যারা মূল ধারার চলচ্চিত্রে নিয়মিত কাজ করি, তারা প্রতি বছরই পুরস্কার পাবো।  দেখা যায় যারা বাইরে থেকে কাজ করেন, মূল ধারার নৃত্য পরিচালক নন, তারাই প্রতি বছর পুরস্কার নিয়ে যান।’

তবে কী করে ‘নিয়তি’ ছবিতে হাবিবের নাম অন্তর্ভুক্ত হলো সে ব্যাপারে কিছুই জানেন না হাবিব। ‘নিয়তি’ ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। আর এটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

২০১৬ সালের ছবির জন্য ঘোষিত পুরস্কারের মধ্যে জাজ মাল্টিমিডিয়া দুটি ছবিতে মোট ছয় ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। ‘নিয়তি’ ছবির দুটি ক্যাটাগরি হলো শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ও শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা (যৌথভাবে)। আর ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির চারটি ক্যাটাগরি হলো: শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতা (যৌথভাবে), শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার ও শ্রেষ্ঠ সুরকার।

এক নজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার – ২০১৬
১. আজীবন সম্মাননা: যৌথভাবে ববিতা ও ফারুক।
২. শ্রেষ্ঠ চলচ্চিত্র : অজ্ঞাতনামা (ফরিদুর রেজা সাগর)
৩. শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : ঘ্রাণ (এস. এম. কামরুল আহসান)
৪. শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: জন্মসাথী (একাত্তর মিডিয়া লিমিটেড ও মুক্তিযুদ্ধ জাদুঘর)
৫. শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: অমিতাভ রেজা চৌধুরী (আয়নাবাজি)
৬. শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : চঞ্চল চৌধুরী (আয়নাবাজি)
৭. শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : যৌথভাবে তিশা (অস্তিত্ব) ও কুসুম শিকদার (শঙ্খচিল)
৮. শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রের : যৌথভাবে আলী রাজ (পুড়ে যায় মন) ও ফজলুর রহমান বাবু (মেয়েটি এখন কোথায় যাবে)
৯. শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রের : তানিয়া আহমেদ (কৃষ্ণপক্ষ)
১০. শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : শহীদুজ্জামান সেলিম (অজ্ঞাতনামা)
১১. শ্রেষ্ঠ শিশুশিল্পী: আনুম রহমান খান সাঁঝবাতি (শঙ্খচিল)
১২. শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ইমন সাহা (মেয়েটি এখন কোথায় যাবে)
১৩. শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : মো. হাবিব (নিয়তি)
১৪. শ্রেষ্ঠ গায়ক: ওয়াকিল আহমেদ (অমৃত মেঘের বারি, চলচ্চিত্র : দর্পণ বিসর্জন)
১৫. শ্রেষ্ঠ গায়িকা : মেহের আফরোজ শাওন (যদি মন কাঁদে, চলচ্চিত্র : কৃষ্ণপক্ষ)
১৬. শ্রেষ্ঠ গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার (বিধিরে ও বিধি, চলচ্চিত্র : মেয়েটি এখন কোথায় যাবে)
১৭. শ্রেষ্ঠ সুরকার : ইমন সাহা (বিধিরে ও বিধি, চলচ্চিত্র : মেয়েটি এখন কোথায় যাবে)
১৮. শ্রেষ্ঠ কাহিনীকার: তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা)
১৯. শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: যৌথভাবে অনম বিশ্বাস ও গাউসুল আলম (আয়নাবাজি)
২০. শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : সৈয়দা রুবাইয়াত হোসেন (আন্ডার কনস্ট্রাকশন)
২১. শ্রেষ্ঠ সম্পাদক: ইকবাল আহসানুল কবির (আয়নাবাজি)
২২. শ্রেষ্ঠ শিল্পনির্দেশক: উত্তম গুহ (শঙ্খচিল)
২৩. শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: রাশেদ জামান (আয়নাবাজি)
২৪. শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (আয়নাবাজি)
২৫. শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: যৌথভাবে সাত্তার (নিয়তি) ও ফারজানা সান (আয়নাবাজি)
২৬. শ্রেষ্ঠ মেক-আপম্যান: মানিক (আন্ডার কনস্ট্রাকশন)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কবি সুফিয়া কামাল হলের ঘটনায় ২৪ ছাত্রলীগ নেত্রীকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ ছাত্রলীগ নেত্রীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে৷ সোমবার (১৬ এপ্রিল) ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় দফতর সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘কবি সুফিয়া কামাল হলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২৪ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কৃত নেত্রীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক খালেদা হোসেন মুন, কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সহ-সভাপতি মোর্শেদা খানম, সহ-সভাপতি আতিকা হক স্বর্ণা, সহ-সভাপতি মিরা, সাংগঠনিক সম্পাদক জান্নাতি আক্তার সুমি, সহ-সম্পাদক শ্রাবণী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ছাত্রলীগের শারমিন আক্তার, চারুকলা অনুষদ ছাত্রলীগের উপ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশা, সুদীপ্তা মণ্ডল, অনামিকা দাশ, নাট্যকলা বিভাগ ছাত্রলীগের লিজা, মিথিলা নুসরাত চৈতী; সঙ্গীত বিভাগ ছাত্রলীগের সোনম সীথি, প্রিয়াংকা, প্রভা; নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের শারমিন সুলতানা, উর্দু বিভাগ ছাত্রলীগের মিতু, ভূ-তত্ত্ব বিভাগ ছাত্রলীগের শিলা, জাকিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের মনিরা ও রুনা; শান্তি ও সংঘর্ষ বিভাগ ছাত্রলীগের জুঁই, বাংলা বিভাগ ছাত্রলীগের তানজিলা ও সমাজকল্যাণ বিভাগ ছাত্রলীগের তাজ।

গত মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের সভাপতি ইফফাত জাহান এশার বিরুদ্ধে মোর্শেদা খানম নামের এক ছাত্রীকে মারধর করার অভিযোগে ওঠে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে৷ এক পর্যায়ে হল সভাপতি এশাকে ছাত্রীরা জুতার মালা গোলায় দেওয়ার অভিযোগ পাওয়া যায়৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ নেত্রীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানার ওসির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ রুটিন বিতরণ

দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের প্রকাশনায় মাদককে না বলি বাল্য বিবাহকে প্রতিরোধ করি, যে মুখে ডাকি মা সে মুখে মাদককে বলি না এই শ্লোগান ও জঙ্গী-মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার এই শ্লোগান সম্বলিত ক্লাশ রুটিন দেবহাটা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সোমবার বিতরণ করেছেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন। সকাল সাড়ে ১০ টায় দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন দেবহাটা বিবিএমপি ইনষ্টিটিউশান পাইলট হাইস্কুলে দশম শ্রেনীর ছাত্রীদেরকে ক্লাশ রুটিন বিতরনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন। এসময় ওসি ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক কে না বলা এবং জঙ্গী ও সন্ত্রাসবাদ মুক্ত সমাজ বির্নিমানে শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সকলকে সম্পৃক্ত থেকে একটি জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়তে হবে। ওসি তার সরকারী মোবাইল ফোন নম্বর সকল শিক্ষার্থীদেরকে জানিয়ে দেন এবং বলেন, কোথাও কোন সমস্যা দেখলে তারা যেন সরাসরি তাকে ফোন করে জানায়। তিনি তাৎক্ষনিক সে বিষয়ে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে শিক্ষার্থীদেরকে আশ^স্থ করেন। এসময় উক্ত স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, এসআই উজ্জ্বল কুমার দত্ত, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, এসআই আল আমিন, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, এএসআই আব্দুল গনি আকাশ, এএসআই আমজাদ হোসেন, এএসআই কায়সারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ওসি কাজী কামাল হোসেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হাদীপুর আহছানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্শীদের মধ্যে ক্লাশ রুটিন বিতরন করেন। হাদীপুর আহছানিয়া দাখিল মাদ্রাসায় বিতরনকালে ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আঃলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest