সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

কোটা সংস্কারের আন্দোলন; সমর্থন জানালেন শাবিপ্রবি ভিসি

দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ সমর্থনের কথা জানান।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে শাবি ভিসি বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক। দেশকে এগিয়ে নিয়ে যেতে মেধাবীদের প্রয়োজন। মেধাবীরা সামনে এগিয়ে আসলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। তাই আমি চাই মেধার যথাযথ মূল্যায়ন করা হোক।’

এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি পর্যালোচনার জন্য নির্দেশ দিয়েছেন। তাই সর্বজনস্বীকৃত যৌক্তিক এই দাবি সরকার অবশ্যই বিবেচনা করবে। বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা প্রকাশ করেন শাবি ভিসি।

এ সময় শাবি ভিসি সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের চিহ্নিত করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তিনি বলেন, আমার ছাত্রদের ওপর হামলা আমি কোনোভাবেই সমর্থন করি না। পুলিশ প্রশাসন যাতে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয় এই দাবি জানাই। আমি মনে করি, সরকারকে বেকায়দায় ফেলতেই এমন হামলা চালানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ববি-ঋতুর লড়াই

ববি-ঋতুর লড়াই

কর্তৃক Daily Satkhira

ফিল্মপাড়ায় যে কজন অভিনেত্রী নজর কাড়েন তাদের মধ্যে তিনিও অন্যতম। আবার শারীরিক অবয়বে অনেককেই ছাপিয়ে যান তিনি। রুপালি পর্দায় দর্শকরা যে ধরনের বডি ল্যাংগুয়েজ চান তার সিংহভাগ রয়েছে এই অভিনেত্রীর মাঝে। বলছি অভিনেত্রী ববির কথা। অন্যদিকে, টলিউডের এক সময়ের ক্রেজ যার হাসি ও চাহনি এখনো বহু যুবকের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দেয়। নব্বই দশকে ঢালিউডেও বেশ আলোড়ন তুলেছিলেন। তিনি যে এখনো ফুরিয়ে যাননি তা টলিউডের সাম্প্রতিক কিছু ছবিতেও বোঝা গেছে। তিনি আর কেউ নন— ঋতুপর্ণা। এবার বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন দুই বাংলার এই দুই লাস্যময়ী। শুক্রবার মুক্তি পাচ্ছে ববির ‘বিজলী’ ও ঋতুপর্ণা অভিনীত ‘একটি সিনেমার গল্প’। বিজলীর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনায় নাম লেখালেন ববি। আর ‘একটি সিনেমার গল্প’র মাধ্যমে দীর্ঘদিন পর নির্মাণে ফিরলেন আলমগীর।

অন্যদিকে, একদম নিজের মতো করে কিছু করতে চাওয়া থেকে প্রযোজনায় এসেছেন ববি- এমনটাই জানালেন তিনি। ববি বলেন, ‘ভিন্নধর্মী কিছু কাজ নিজের মতো করে করেছি। ছবিতে কাজ করার ক্ষেত্রে কোনো বাধা যাতে না আসে তাই প্রোডাকশনে নামলাম। তাছাড়া দর্শকরা একই জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। নতুন কিছু দেয়ার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত।’ ছবিতে ববিকে দেখা যাবে একজন সুপারহিরো চরিত্রে। কেউ কেউ বলছেন এ ধরনের চরিত্র দর্শকরা কতটুকু গ্রহণ করবে? জানতে চাইলাম ববির কাছে। উত্তরে বললেন, ‘আমরা কেন পিছিয়ে থাকব এসব সেক্টরে। কেনই বা সুপারহিরো ছবি করব না? হলিউডে-বলিউডে তো হচ্ছে। আর আমাদের দর্শকরা এতটা অজ্ঞ না যে এটা বুঝতে পারবে না। আর এটা বাংলাদেশেরই গল্প। ছবি দেখে দর্শকেরও মনে হবে আমরাও এ রকম গল্পের ছবি নির্মাণ করতে পারি।’ বিজলীর প্রযোজক ববি, নায়িকাও তিনি। প্রযোজক ও নায়িকার মাঝে ভারসাম্য করা অনেক জটিল কাজ বলে মনে করেন ববি। তিনি বলেন, ‘ছবির সঙ্গে জড়িত ছোট থেকে বড় সবকিছুর দিকেও খেয়াল রাখতে হয়েছে, আবার অভিনয়টাও করতে হয়েছে। ছবির জন্য ভিন্ন ধরনের কিছু কাজ করতে হয়েছে যা অভিনেত্রী হিসেবে আগে কখনো করিনি। শুটের সময় এমন কিছুর দিকে তাকানোর ভঙ্গি করে অভিনয় করতে হয়েছে যে, সেটি আসলে বাস্তবে ছিলই না। ভিএফএক্সের মাধ্যমে পরে বসানো হয়েছে। এমন অনেক কিছু। অভিনয়ে ফোকাস ধরে রাখতে হয়েছে। আবার প্রযোজক হিসেবে সবকিছুর খেয়াল রাখতে হয়েছে কী হচ্ছে না হচ্ছে। চারটা দেশে ছবির শুটিং হয়েছে। এসব প্রক্রিয়ার মধ্যেও থাকতে হয়েছে। আবার ছবির জন্য প্রশিক্ষণও নিতে হয়েছে। অনেক কঠিন কাজ। প্রচণ্ড রকমের ভালোবাসা না থাকলে এটা করা সম্ভব না।’ বিজলী যৌথ প্রযোজনার ছবি নয় তারপরও ভারতীয় শিল্পীরা এতে রয়েছেন। এ প্রসঙ্গে ববি বলেন, ‘গল্পের প্রয়োজনটাই প্রাধান্য দেয়া হয়েছে এ ছবিতে। এখানে বাংলাদেশের অনেক শিল্পীও কাজ করেছেন। আর শুধু যে এই দুদেশের শিল্পীই কাজ করেছেন তা নয়, থাইল্যান্ডের শিল্পীরাও এতে অভিনয় করেছেন। যখন আইসল্যান্ডে শুটিং চলছিল তখন লন্ডন থেকেও আমরা টেকনিশিয়ান নিয়ে কাজ করিয়েছি। ছবির স্বার্থেই এতো কিছু করা হয়েছে। আমার চেষ্টা থাকবে সবসময় যেন বিশ্বমানের ছবি করতে পারি। আর এটা করতে হলে কিছু কিছু বিষয়ে অন্য ইন্ডাস্ট্রি থেকেও আইডিয়া নিতে হয়। এতে আমি দোষের কিছু দেখি না।’ এদিকে ঋতুপর্ণার ‘একটি সিনেমার গল্প’ পারিবারিক ইস্যু নিয়ে নির্মিত। দেখার বিষয় ববির দৈবশক্তির গল্পের অ্যাকশন ছবিটির সঙ্গে ঋতুর ছবিটির যুদ্ধ কেমন জমে। আলমগীর তার এ ছবির সফলতার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। ঋতু বলছেন, ‘মজবুতভাবে গল্প আর চরিত্রকে নিজের মধ্যে ধারণ করেছি।’ প্রচারণার জন্য গতকাল ঢাকায় এসেছেন এ অভিনেত্রী। এতে কেন্দ্রীয় কবিতা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে ইউটিউবে ঋতুপর্ণার লিপে যাওয়া ‘গল্প কথার ওই কল্পলোকে জানি একদিন চলে যাবো’ গানটি প্রকাশিত হয়েছে। গানটিতে ঋতুপর্ণার অভিনয় এবং আঁখি আলমগীরের গায়কীর বেশ প্রশংসাও করছেন অনেকে। ঋতুপর্ণা জানান, আলমগীর ভাই নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা এবং নির্মাতা। তার নির্দেশনা আমি দারুণ উপভোগ করেছি। তাই আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। দর্শকের ভালো লাগার মতোই গল্প আছে একটি সিনেমার গল্পে। জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে ‘একটি সিনেমার গল্প’র সব কলাকুশলীকে সঙ্গে নিয়ে ‘বাংলাঢোল’র আয়োজনে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন ঋতুপর্ণা। এখন দেখার পালা দৈবশক্তির ‘বিজলী’র সঙ্গে পারিবারিক ইস্যুর ‘একটি সিনেমার গল্প’র লড়াই কতটা জমে ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কার আন্দোলন; রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ ৫ সরকারি ওয়েবসাইট হ্যাকড

গত রোববার থেকে চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে হ্যাকাররা। ইতিমধ্যে তারা রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটসহ ৫টি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বেশ কয়েকটি সরকারি সাইটে ব্রাউজ করলে সেগুলো হ্যাক হয়েছে বলে দেখাচ্ছে। হ্যাকাররা ওই সাইটগুলো হ্যাক করার পর সেখানে উপরে শিরোনাম হিসেবে ‘হ্যাকড বাই বাংলাদেশ’ এবং তার নিচে বাংলাদেশের পতাকা হাতে শাহবাগে আলোচিত প্রতিবাদীর ছবি দেয়া হয়েছে।

রাত ১০টার দিকে বঙ্গভবনের ওয়েবসাইট (bangabhaban.gov.bd), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট (www.pmo.gov.bd), জাতীয় সংসদের ওয়েবসাইট (parliament.portal.gov.bd), স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mha.gov.bd) বিসিএস প্রশাসনের ওয়েবসাইট (bcsadminacademy.gov.bd) এবং  কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (moa.gov.bd) গেলে একই দৃশ্য দেখা যায়।

এবিষয়ে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এনালিস্ট মাহাবুবুর রহমান যুগান্তরকে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এটি অনেক বড় একটি আক্রমণ। হ্যাকাররাও এতে যোগ দিয়েছে জানতে পেরে অবাক হচ্ছি। এই ট্রেন্ডটা আগে শুধু বিদেশে দেখতাম। একইভাবে অনলাইনে এভাবে সাইবার আন্দোলন বাংলাদেশে এর আগে হয়নি বললেই চলে। আমাদের দেশীয় সাইটগুলোকে সিকিউর রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মন্ত্রণালয়গুলোতে দক্ষতার ভিত্তিতে নিয়োগের অভাব পরিষ্কার দেখা যাচ্ছে।

সাইটগুলো হ্যাক করার পর সেখানে প্রদর্শিত ছবির নিচে হ্যাশট্যাগ দিয়ে Reform Quota BD, Stop the Genocide, Reform Quota System, Bangladesh, Student Protest, United WE Stand, No_Private or Publice Discrimination বেশ কিছু শ্লোগান লেখা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেশরা সার্বজনীন পূজা মন্দির পুনঃনির্মাণ উদ্বোধন ও আলোচনা সভা

প্রভাষক এস. আর আওয়াল: খেশরা ইউনিয়নের ঐতিহ্যবাহী খেশরা সার্বজনীন পূজা মন্দির পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপংকর দাশের সভাপতিত্বে শত বছরের পুরোনো খেশরা সার্বজনীন পূজা মন্দির জরাজীর্ণ হয়ে পূজা আর্চনার অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দাবীর প্রেক্ষিতে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জেলা পরিষদের অর্থায়নে উক্ত পূজা মন্দির সংস্কারের আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৪ টায় খেশরা সার্বজনীন পূজা মন্দির পূনঃনির্মাণ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথির আলোচনায় বলেন- বর্তমান অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ধারাবাহিকতার স্বাক্ষর হিসাবে প্রত্যেক ধর্মের উপসনালয়গুলি যথাযথ রক্ষণাবেক্ষণসহ উন্নয়ন কর্মকান্ডে অত্যন্ত অগ্রগামী। তিনি এ উন্নয়নে ধারাবাহিকতা রাখতে সকলের প্রতি আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এম এম ফজলুল হক, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজীৎ সাধু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ইখতিয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন খেশরা ইউপি আওয়ামীলীগের সভাপতি মাস্টার আমিনুল ইসলাম, খেশরা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন তাজ, উপজেলা তরুণ লীগের সভাপতি প্রভাষক এস. আর আওয়াল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ তানভীর হুসাইন অমি, ইউনিয়ন যুবলীগ নেতা সৈয়দ বদরুজ্জামান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শেখ আবুল কালাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় মথুরেশপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা ভূমি অফিস ও বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের সহায়তায় উচ্ছেদ অভিযান সম্পন্ন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম। জানা যায়, প্রায় দু’সপ্তাহ পূর্বে উপজেলা সদরে অবস্থিত নাজিমগঞ্জ বাজারের ভিতরে চলাচলের রাস্তা বন্ধ করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার প্রধান কার্যালয় এর সাইনবোর্ড দিয়ে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ। স্থাপনা নির্মাণ বন্ধের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন জানানো হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উপর দায়িত্ব অর্পণ করেন। দায়িত্বপ্রাপ্ত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের জন্য সাজ্জাদ হোসেন ও রাজু আহম্মেদকে নির্দেশ প্রদান করেন। কিন্তু নির্দ্ধারিত সময়ে স্থাপনা অপসারণ না করায় তিনি মঙ্গলবার বিকেলে নিজে উপস্থিত থেকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলেন। এর আগে কার্যালয়ের মধ্যে টানানো বঙ্গবন্ধুর ছবি এবং শখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাইনবোর্ড নামিয়ে নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজলের নিকট হস্তান্তর করা হয়। এসময় সার্ভেয়ার হাওলাদার শফিকুল ইসলাম, বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওবায়দুল্যাহ, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা জিএম ফয়েজ আহম্মেদ, নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ আবু তাহের, মথুরেশপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি শেখ মিয়ারাজ আলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রকাশ্য নিলামের মাধ্যমে উচ্ছেদকৃত স্থাপনায় ব্যবহৃত ইট, ঢেউটিন, বাঁশ ও অন্যান্য সামগ্রী ৬ হাজার ৪৬০ টাকায় বিক্রি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পানিয়া জনকল্যাণ সমিতির ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

তরিকুল ইসলাম লাভলু: ‘‘প্রাচীন ঐতিহ্য আমাদের গর্ব, শুদ্ধ সাংস্কৃতিক চর্চাই পারে মৌলবাদ রুখতে’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার পানিয়া জনকল্যাণ সমিতির আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও নববর্ষের অগ্রীম শুভ কামনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল ৪ টা থেকে মধ্যরাত পর্যন্ত পানিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিকালে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ মহড়া ও সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চস্থ করা হয়। পানিয়া জনকল্যান সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক আশেক মেহেদীর সঞ্চালনায় এবং পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম। তিনি বলেন সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত মানুষ গড়া সম্ভব। সকললে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে। যেমন একসময় এলাকায় বাড়িতে বাড়িতে হারমোনিয়ামের শব্দ পাওয়া যেতো কিন্তু এখন তা আর পাওয়া যায় না। বঙ্গ সংস্কৃতির মাধ্যমে আত্মার অনুসন্ধান করা যায়। তাই সংস্কৃতির অগ্রযাত্রা ধরে রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও দৈনিক কালের চিত্র পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি শেখ এবাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাহিত্য বি চৌধুরি, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অনিক মেহেদী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি, পানিয়া জনকল্যান সমিতির সদস্যবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুধি ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদেরকে বরণ করে নেন এলাকার প্রবীন ব্যক্তিত্ব শামসুদ্দীন আহম্মেদ ও মাষ্টার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে এলাকার শ্রেষ্ঠ কৃষক হিসাবে অতিথিবৃন্দ ইউপি সদস্য ফেরদাউস মোড়লকে পুরস্কার প্রদান করেন। পানিয়া জনকন্যান সমিতির ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পোস্ট অফিসে রক্ষিত টাকা ফেরত পেতে মানববন্ধন

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা পোস্ট অফিসে রক্ষিত টাকা ফেরত পেতে ভুক্তভোগী অসহায় আমানতকারীবৃন্দের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পোস্ট অফিসের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দেবহাটা উপজেলার সাধারন অসহায় মানুষদের কষ্টার্জিত আমানতের টাকা আত্মসাৎকারী সাবেক পোস্ট মাষ্টার নজরুল ইসলাম সহ জড়িতদের আইনের আওতায় নিয়ে বিচার পূর্বক শাস্তি প্রদান এবং আমানতের টাকা ফেরত পেতে প্রশাসনের আন্তরিক সহযোগীতা কামনায় অনুষ্ঠিত উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য নির্মল কুমার, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। বক্তারা এসময় তাদের বক্তব্যে গরীব অসহায় মানুষেরা যারা পোস্ট অফিসে আমানত রেখেছিল তাদের টাকা অবিলম্বে যাতে ফেরত প্রদান করা হয় সে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবী জানান। সাথে সাথে আমানতের টাকা আত্মসাৎকারী সাবেক পোস্ট মাষ্টার নজরুল ইসলাম সহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বক্তারা দাবী জানান। মানববন্ধনে সকল আমানতকারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
-নাশকতার পরিকল্পনা কালে সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ছয় নেতা আটক

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান ও জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদীসহ ছয় নেতাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহরের নবারুন স্কুলের মোড় এলাকায় নাশকতার পরিকল্পানা করার সময় গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। তবে, স্থানীয়রা জানান, নবারুন স্কুল মোড় এলাকায় বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীনের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান ভুট্টো ও সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের নবারুন স্কুল মোড় এলাকায় নাশকতার পরিকল্পনা করার সময় গোপন বৈঠককালে অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতাকে আটক করা হয়েছে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest