সর্বশেষ সংবাদ-
ভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

ফোরজি চালুর পরে মোবাইল নেটওয়ার্ক খারাপ, ভোগান্তিতে গ্রাহকরা

অনলাইন ডেস্ক: মোবাইল ফোনের নেটওয়ার্ক এখন অতীতের যেকোনও সময়ের তুলনায় খারাপ। হঠাৎ হঠাৎ ‘নো সার্ভিস’ হয়ে যাওয়া, কথা বলার সময় ‘কল কেটে যাওয়া’, ‘কথা শুনতে না পাওয়া’, ‘মোবাইল হ্যাং’ হয়ে যাওয়ার হার বর্তমানে অনেক বেশি । ফলে গ্রাহকের ভোগান্তি চরমে উঠেছে। আর এই ভোগান্তি ফোরজি সেবা চালু হওয়ার পর থেকে। সংশ্লিষ্টরা বলছেন, কিছুদিনের মধ্যে এই সমস্যা দূর হয়ে যাবে। গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন।
এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে ফোরজি চালু হয়েছে। এ সময়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। অনেকে এসব সমস্যাকে ফোরজি চালুর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। গ্রাহকদের অভিযোগ— কোথায় ফোরজি চালু হয়েছে, উন্নত নেটওয়ার্ক পাবো, ইন্টারনেটে উচ্চগতি পাবো তা নয়, মোবাইল ব্যবহার করাই বিরক্তিকর হয়েছে উঠেছে। কোথাও কোথাও ফোরজি নেটওয়ার্কে প্রবেশ করলে ২জি দেখাচ্ছে। থ্রিজিও পাওয়া যাচ্ছে না। হঠাৎ হঠাৎ নেটওয়ার্ক ফেল করছে।
সংশ্লিষ্টরা বলছেন, একটা প্রযুক্তি থেকে আরেকটা প্রযুক্তিতে প্রবেশের সময় মোবাইলে এ ধরনের কিছু সমস্যা হতে পারে, যা সাময়িক। শিগগিরই এসব সমস্যা কেটে যাবে।
ফোরজির লাইসেন্স হস্তান্তর ও চালুর অনুষ্ঠানে (গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা ক্লাবে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ‘গ্রাহকদের মোবাইল সেবায় ত্রুটি থাকবে, এটা মেনে নেওয়া যাবে না। আমার কাছে গুণগত মানই প্রথম অগ্রাধিকার।’ তিনি আরও বলেছিলেন, ‘আমরা টেক নিউট্রালিটি (প্রযুক্তি নিরপেক্ষতা) দিয়েছি, তরঙ্গ দিয়েছি। এখন আর আপনারা বলতে পারবেন না, এগুলো নেই তাই মোবাইল সেবা দিতে সমস্যা হচ্ছে।’ মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহীদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আপনারা গ্রাহক বাড়াচ্ছেন, কিন্তু তরঙ্গ বাড়াচ্ছিলেন না। এই নেই নেই অবস্থা এখন আর নেই। আপনারা যদি বিষয়টি উপলব্ধি করেন, তাহলে ভালো হয়।’ মন্ত্রী নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে অনুষ্ঠানে বলেন, ‘মোবাইল ফোন সেবায় অনেক সমস্যা রয়েছে। এরমধ্যে কলড্রপ একটি বড় সমস্যা। এমনও দেখা গেছে বাসা থেকে অফিস পর্যন্ত আসতে আটবার পর্যন্ত কলড্রপ হয়েছে। এটা চলতে দেওয়া যাবে না। এসব সমস্যা দূর করতে হবে।’
মন্ত্রী এসব কথা বলার পর এক মাস পেরিয়ে গেলেও অবস্থার কোনও উন্নতি হয়নি। মোবাইল সংশ্লিষ্টদের অভিযোগ— অবস্থা তো ভালো হয়ইনি, আরও খারাপ হয়েছে। গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংকে এই সমস্যা বেশি। টেলিটক এখনও ফোরজি চালুর প্রক্রিয়ায় যুক্ত হয়নি। ফলে এই অপারেটরটির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কম বলে জানা গেছে।
এখনকার অবস্থা জানতে চাইলে মোস্তাফা জব্বার বলেন, ‘মোবাইল সেবাদানের বিষয়ে অপারেটরগুলোর সঙ্গে আমরা কোনও ধরনের আপস করছি না। কোনও সুযোগও নেই। সেবার মান ভালো করতেই হবে। তবে তাদেরকে সময় দিতে হবে। নিয়ম অনুযায়ী তারা নেটওয়ার্ক রোল আউটের জন্য ছয় মাস সময় পাবে। এই সময়টা তাদের দিতে হবে। আমরা এখন সেই সময় অতিক্রম করছি। সমস্যা যা হচ্ছে, তা দ্রুত ঠিক হয়ে যাবে বলে আশা করছি।’
জানতে চাইলে মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটবের মহাসচিব ও প্রধান নির্বাহী টিআইএম নূরুল কবির বলেন, ‘দেশ এখন প্রযুক্তিগত ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে কিছু কিছু জায়গায় নেটওয়ার্কজনিত সমস্যায় পড়ছেন গ্রাহকরা।’ এছাড়া, টেক নিউট্রালিটিও করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘শিগগিরই এসব সমস্যা দূর হয়ে যাবে।’
অ্যামটবের মহাসচিব উল্লেখ করেন, শুধু ফোরজি চালুর সূত্রে যে ট্রানজিশন পিরিয়ড চলছে বলেই সমস্যা হচ্ছে তা নয়। গত কিছুদিন ধরে দেশে খারাপ আবহাওয়া বিরাজ করছে। এটাও সমস্যা তৈরির একটা কারণ। তিনি বলেন, ‘সুষ্ঠু রেডিও কমিউনিকেশনে আবহাওয়ার মতো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ফলে সেসব বিষয়ও দেখতে হবে।’ তিনি বলেন, ‘ফোরজির মতো ভালো সেবা পেতে হলে সময় দিতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, ফোরজি রোল আউটে সরকার অপারেটরগুলোকে ছয় মাসের সময় বেঁধে দিয়েছে।অপারেটররা এখন সেই সময়ের মধ্যেই আছে।’ খুব দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা দূর হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রবি সূত্রে জানা গেছে, সারাদেশে অপারেটরটির ১৬ হাজার সাইট (বিটিএস বা টাওয়ার) রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯০০টির বেশি সাইটে ফোরজি চালু করা হয়ে গেছে, যা অন্য অপারেটরগুলোর চেয়ে বেশি। রবি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু সমস্যা আছে। এটা অপারেটরটির ইচ্ছাকৃত নয়। সমস্যাটা প্রযুক্তিগত। সমস্যা দূর হতে কিছুটা সময় দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবলীগ নেতা মান্নানের মুক্তির দাবিতে আশাশুনিতে বিক্ষোভ

আশাশুনি ডেস্ক: জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং অবিলম্বে তাকে মুক্তির দাবিতে আশাশুনি উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বুধবার উপজেলা যুবলীগের আয়োজনে জনতা ব্যাংক মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, যুবলীগ নেতা আহসানুল্লাহ আছু, এমএম সাহেব আলী, তারক মন্ডল, এটিএম জাকিরুল ইলাম, রমজান আলী মোড়ল, মোছাদ্দেক হোসেন, মঈনুল ইসলাম, এজদান হোসেন, সাদ্দাম হোসেনসহ উপজেলা ও বিভন্ন ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে হাফেজ হাসান আলী এখন স্বাবলম্বী

নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগীয় ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে প্রশিক্ষণ নিয়ে স্বালম্বী হয়েছেন ইমাম হাসান আলী । ইমামতী, খামার পরিচালনা করে এক দিকে তিনি আর্থিক ভাবে স্বালম্বী অন্যদিকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, ইভটিজিং বন্ধসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রেখে চলেছেন। ইমাম আলী আহছানের পিতা বীরমুক্তিযোদ্ধা জি এম নুর মোহাম্মাদ।
তিনি সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা থেকে হাদীস বিষয়ে কামিল(এম.এ) পাশ করে ইমামতী পেশায় যোগদান করেন। এরপর তিনি খুলনা বিভাগীয় ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে ঘুরে দাড়াতে সক্ষম হয়েছেন। ইমাম হাসান আলী জানান, পড়াশোনা শেষ করে চাকুরির চেষ্টা না করে ইমামতী পেশায় যোগদান করি। এরপর প্রশিক্ষণ নিয়ে ইমামতির পাশাপাশি বাড়ির উঠানে, মসজিদের মাঠেসহ ছোট ছোট স্থানে চাষাবাদ করে ভালো সাফল্য পেয়েছি। এছাড়া বাড়িতে হাঁস মুরগি পালন করেও অনেক সাফল্য পেয়েছি। বর্তমানে আমি স্বাবলম্বী। এদিকে উক্ত প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দিয়ে নিজের এলাকাসহ আশ পাশের এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ যৌতুক, ইভটিজিং বন্ধে বিভিন্ন সভা, সেমিনার, মসজিদের খোতবায় আলোচনা করে অনেক সচেতন করতে পেরেছি। তিনি অন্যন্য ইমামদের শুধু মাত্র ইমামতির উপর নির্ভর না করে প্রশিক্ষণ গ্রহণ করে তা বাস্তব জীবনে কাজে লাগাতে পারলে স্বাবলম্বী হওয়া যাবে। সে কারণে তিনি ইমামদের প্রশিক্ষণ নিয়ে বাস্তবজীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে গ্রাম আদালতের মাসিক সমন্বয় সভা

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে গ্রাম আদালতের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলা প্রকল্পের কার্যালয় ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায়, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউ এন ডি পি ও স্থানীয় সরকার বিভাগের আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলা সমন্বয়কারি গোলাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমন্বয় কারি কনক চন্দ্র মন্ডল, ধননজয় মন্ডল, হাবিবুর রহমান, অজয় কুমার মন্ডল, রহমতউল্লাহ, মুনসুর আলী, শহিদুল ইসলাম, ছন্দা রানি মন্ডল, নাসরিন সুলতানা, ছনিয়া প্রমুখ । উক্ত সভায় উপজেলার গ্রাম আদালতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা ও মঙ্গলবার বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মিত্র তেঁতুলিয়া পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবু ছাদেকের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা জি এম কওছার আলী। সহকারী শিক্ষক হিরন্ময় মন্ডল ও নাজমুল হকের পরিচালনায় এসময় বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান মন্টু, রিয়াজুল শাহ, আব্দুস সালাম, হাফিজুল ইসলাম, শংকর প্রসাদ ব্যানার্জী, এসএমসি সদস্যবৃন্দ, পিটিএ সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসপাতাল, না কসাইখানা!

ছয় বছরের শিশু সামিয়ার চোখে-মুখে আতঙ্ক। কখন না তার ছোট্ট পা-টি কেটে ফেলা হয়! ফ্যালফ্যাল চেয়ে থাকে পায়ের দিকে। আতঙ্কে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। মাকে জড়িয়ে ধরে চিত্কার করে জানতে চায়, ‘মা, ও মা, অরা আমার পা কাইট্টা ফালাইব!’

অবুঝ শিশুসন্তানের এমন কান্না সইতে পারছিলেন না মা সাহানারা বেগম। সামিয়ার পা ভালো করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দেড় বছর আগে ২১ দিনে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। কিন্তু কিছুতেই কিছু হয় না। সন্তানের কান্না সইতে না পেরে শেষে ছুটে যান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। আকুতি জানান সন্তানের চিকিৎসার আর বিচার চান চিকিৎসার নামে প্রতারণা করা চক্রটির।

সাহানার আরজিতে সাড়া দিয়ে বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে ক্রিসেন্ট হাসপাতালে অভিযান চালান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত। ওই সময় হাসপাতালের অপারেশন থিয়েটারে এক রোগীর অপারেশন করছিল ভুয়া ডাক্তার। র‌্যাবের অভিযান টের পেয়ে থিয়েটারে রোগী ফেলে পালানোর চেষ্টা করে কথিত ভুয়া ডাক্তার ও স্টাফরা। এ সময় রোগীর রক্তে ভেসে যাচ্ছিল অপারেশন থিয়েটারের মেঝে। কিন্তু র‌্যাব সদস্যরা তাদের বেশ কজনকে হাতেনাতে ধরে ফেলেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, অভিযানের সময় নানা ধরনের অনিয়ম ও অপরাধের প্রমাণ পাওয়ায় ওই হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা, দুই ভুয়া ডাক্তার হাসান ও আনোয়ারকে দুই বছর করে কারাদণ্ড, ম্যানেজার সোহাগকে এক বছরের কারাদণ্ড, টেকনোলজিস্ট পঙ্কজ ও লিটন, দালাল ইউসুফ ও ইসমাইলকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাসপাতালটি সিলগালা করে হাসপাতালে থাকা ২২ জন রোগীকে তাত্ক্ষণিক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (সাবেক পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। সাহানার শিশুসন্তান সামিয়াকেও নেওয়া হয় পঙ্গু হাসপাতালে।

সাহানা জানান, দেড় বছর আগে সামিয়ার পায়ের সমস্যা নিয়ে তিনি গিয়েছিলেন পঙ্গু হাসপাতালে। ওই সময় সেখানকার এক দালাল শারমিনের পাল্লায় পড়ে তিনি মেয়েকে ক্রিসেন্ট হাসপাতালে ডা. আসিফের অধীনে ভর্তি করান। তখন প্যাকেজে মোট সাড়ে তিন লাখ টাকায় ২১ দিনে মেয়েটির পা ভালো করে দেওয়ার কথা বলেন ওই ডাক্তার। কথামতো টাকা পরিশোধ করা হলেও দেড় বছরেও সেই পা আর ভালো হয়নি, বরং বর্তমানে অবস্থা আরো খারাপ হয়েছে। বর্তমানে প্রতারকচক্রটি আবার মেয়ের পা ভালো করে দেওয়ার প্রলোভনে তাঁর কাছে টাকা চাইছে। টাকা না দিলে সামিয়ার পা কেটে ফেলার ভয় দেখানো হয়েছে। ফলে শিশুটি বর্তমানে ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছে।

ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম আরো জানান, অভিযোগকারীরা পঙ্গু হাসপাতালের একাধিক চিকিৎসকের কথা বললেও তাঁদের হাতেনাতে ধরতে পারেনি র‌্যাব। তবে পঙ্গু হাসপাতালের দুই ডাক্তার ওই হাসপাতালে আসেন বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। এ ছাড়া র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের মালিক নুরুন্নবীকে ফোন করে অফিসে আসতে বললেও তিনি আসেননি। উল্টো তিনি পালিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পল্লী বিদ্যুৎ লাইন উদ্বোধন

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরোঃ আশাশুনির হাজিডাঙ্গা মোড়ে পল্লী বিদ্যুতের লাইনের থাম্বা বসিয়ে উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেক। বুধবার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা মোড়ে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এস এম ফেরদাউস আলম, ইউপি সদস্য মতিয়ার রহমান, মমতাজ বেগম, বুধহাটা ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। বর্তমান সরকারের ঘোষনা পর্যায়ক্রমে দেশের শতভাগ পরিবারকে বিদ্যুতের আওতায় আনার ধারাবাহিকতায় উপজেলার বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ.ব.ম মোছাদ্দেক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুন্দড়িয়া, হাজিডাঙ্গা, চুমুরিয়া ও নৈকাটি প্রায় পাঁচ শতাধিক পরিবারকে পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত করার লক্ষ্যে দ্রুতগতিতে বিদ্যুৎ লাইনের কাজ চলছে। বিদ্যুৎ লাইনের কাজ উদ্বোধন হলেই এলাকার রাতে অন্ধকারে থাকা ভূক্তভোগী পরিবারের সকলের মাঝে খুশির আমেজ দেখা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার টি,জি,পি ব্লাড ব্যাংকের সদস্যদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্প এবং ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আওতায় তারালী ইউনিয়নের সাধারণ নারী পুরুষ সহ স্কুলের শিক্ষার্থীদের বিনা মুল্যে চিকিৎসা সেবা এবং রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়। উক্ত অনুষ্ঠানে টি,জি,পি ব্লাড ব্যাংকের সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ইসরাইল গাজী, তারালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছকিনা পারভীন, ইউপি সদস্য কবির হোসেন, মাষ্টার জিয়াদ আলী প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট বলেন মানুষ মানুষের জন্য এই শ্লোগান কে সামনে রেখে তারালী, জাফরপুর এবং পাইকাড়া গ্রামের যুবদের এ মহান উদ্যোগের জন্য তাদের কে মানব সেবার জন্য ধন্যবাদ জানাই। এইভাবে পুরা ইউনিয়ন জুড়ে সবাই এগিয়ে আসলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা এবং মুমুর্ষ রোগীর রক্ত প্রয়োজন হলে তার দ্রুত সমাধানের কাজ সহজ করা যাবে। এতে করে অনেক জীবন রক্ষা পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest