সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

২১ বিঘা জমির মালিক ৭০ কুকুর!

কোটিপতি লোক শুনেছেন, কিন্তু কোটিপতি সারমেয় শুনেছেন কখনও৷ তাও আবার একটা দুটো নয় গ্রামের সবকটি সারমেয় কোটিপতি৷ ভারতের গুজরাটের মেহসানার পাশেই রয়েছে পাঞ্চোট নামের একটি গ্রাম৷ সেখানে রয়েছে ‘মন্দ নি পতি কুতরিয়া ট্রাস্ট’ নামের একটি সারমেয়দের সংস্থা৷

জানা গেছে, এই ট্রাস্টের কাছে আছে ২১ বিঘা জমি৷ এই গ্রামেরই প্রতিটি কুকুর কোটিপতি৷ প্রতিটি সারমেয়র খাতায় তাদের নামে এক কোটি করে টাকা রাখা আছে৷ বাইপাসের পাশেই অবস্থিত সেই জমির দাম প্রায় ৩.৫ কোটি টাকা প্রতি বিঘা৷ সংস্থাটির কাছে রয়েছে প্রায় ৭০টি সারমেয়৷ সেই হিসাবে এখানের যতগুলি সারমেয় রয়েছে তাদের প্রত্যেকের ভাগে আসবে এক কোটি টাকা৷

সংস্থার অধ্যক্ষ ছগনভাই পটেল জানিয়েছেন, সারমেয়দের জন্য আলাদা ভাগ রাখার প্রচলন বহু বছর আগে থেকেই চলে আসছে৷ এটা একটা প্রথা৷ এটা জীবের প্রতি দয়া ও প্রেমের পরিচয় দেয়৷ বিত্তবানদের জমির ছোট ছোট টুকরো দান করার পর থেকে এই পরম্পরার শুরু হয়েছিল৷

ছগনভাই পটেল আরও বলেন, সেসময় জমির দাম এত বেশি ছিলনা৷ কিছু কিছু ক্ষেত্রে মানুষ তাদের ট্যাক্সের টাকা দিতে না পারায় নিজেদের জমি দান করে দেন৷ চাষিদের একটা বড় অংশ ৭০ থেকে ৮০ বছর আগে জমির রক্ষণাবেক্ষণ শুরু করে৷ ৭০ বছর আগেই এই জমিগুলি ট্রাস্টের কাছে চলে যায়৷ কিন্তু আজও সেই জমি গুলির মালিকের নামের জায়গায় তাদের নামই রয়ে গেছে৷

সংস্থার অধ্যক্ষ জানান, জমির দাম বাড়ার পরেও কেউই তাদের দান করা জমি ফেরত নেননি৷ এখানকার মানুষের দান করা জমি আবার ফেরত নেওয়া খুব খারাপ কাজ বলে মনে করা হয়৷ ফসল ফলানোর আগে এই সংস্থাটি তার নিজের জমির একটা প্লটের নিলামি করে৷ যে ব্যক্তি নিলামে সবথেকে বেশি দাম দেয় তাকেই সারা বছরের জন্য সেই জমিটিতে চাষ করার অনুমতি দেওয়া হয়৷ নিলামির থেকে পাওয়া টাকা প্রায় এক লক্ষের আশেপাশেই থাকে৷ সেই টাকা দিয়েই গ্রামের সারমেয়গুলির খরচ বহন করা হয়৷ তাদের সেবা করা হয়৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপস্থাপিকাকে একান্তে ডাকলেন ভক্ত! অতঃপর…

মায়ান্তি ল্যাঙ্গার। নাম শোনার পর নিশ্চয় চিনতে পারছেন। হ্যাঁ, ভারতীয় জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা মায়ান্তি ল্যাঙ্গার এর কথায় বলছি। অন্যরকম এক প্রস্তাব পেয়ে তিনি সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন। তা হলো- এই ক্রীড়া উপস্থাপিকাকে একান্ত ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন তারই একজন ভক্ত। লাস্যময়ী এই উপস্থাপিকাও ভক্তের সেই প্রস্তাবে রীতিমতো সাড়াও দিয়েছেন। তবে সেটা একটু অন্যরকম ভাবে।

সোমবার (৯ এপ্রিল) রাতে টুইটারে জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা মায়ান্তিকে এই প্রস্তাব দিয়েছেন তার সেই ভক্তটি।

ওই ভক্ত মায়ান্তিকে ডিনার এ নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন, তার নাম ফাহাদ খান। মায়ান্তিকে টুইটারে প্রশংসায় ভাসিয়ে দিয়ে ওই ভক্ত লিখেছেন, ‘‌তোমাকে একবার দেখলে আমার আর আইপিএল দেখতে ইচ্ছে করে না। আপনার মতো ব্যক্তিত্ব খুব কমই আছে। আপনাকে ডিনারে নিয়ে যেতে পারলে আমি গর্বিত হব। আপনি কত সুন্দর তা ভাষায় বোঝাতে পারব না।’‌

আর এরপর মায়ান্তি ল্যাঙ্গার তার ওই ভক্তকে জবাব দিতে দেরি করেননি।

মায়ান্তি ল্যাঙ্গার তার ভক্তের টুইটের জবাব বলেছেন, ‘‌ধন্যবাদ। আমি ও আমার স্বামী আপনার সঙ্গে ডিনারে যেতে রাজি।’‌

ক্রীড়া উপস্থাপক হিসেবে মায়ান্তি ল্যাঙ্গার নামটি যথেষ্ট পরিচিত। ক্রিকেট বিশ্বকাপ, কমনওয়েলথ গেমসসহ নানা টুর্নামেন্টে সুনামের সঙ্গে কাজ করেছেন ভারতীয় এই উপস্থাপিকা। ‌‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাবিব ওয়াহিদের বাপ-বেটার ‘ঝড়’

পহেলা বৈশাখকে সামনে রেখে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের নতুন ধামাকা ‘ঝড়’। নামের মতই গানটি দিয়ে দর্শক-শ্রোতাদের মনে ঝড় বইয়ে দিবেন এ গায়ক- এমনটাই আশা করছেন সবাই। গানটির ভিডিও নিয়ে এরইমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

কারণ ভিডিওটিতে হাবিব ওয়াহিদের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছেন তাঁর বাবা নন্দিত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। আর গার্লফ্রেন্ডের ভূমিকায় রয়েছেন চলতি বছর প্রকাশিত হাবিবের আলোচিত গান ‘চলো না’র মডেল শার্লিনা হোসেন। শুধু তাই নয় ভিডিওতে বাড়তি ‘ঝড়’ বইয়ে দিতে হাজির হয়েছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অদিত রহমান এবং প্রীতম হাসান। সাথে রয়েছেন র‌্যাপ্যার তৌফিক। মেয়েকে হাবিবের কাছ থেকে উদ্ধার করার জন্য অদিত ও তৌফিককে নিয়ে হাবিবের ওপর ঝাঁপিয়ে পড়েন ফেরদৌস ওয়াহিদ? হাবিবকে রক্ষা করতে চায় তার সহকারী প্রীতম হাসান! কিন্ত শেষ পর্যন্ত কি ঘটে? জানতে হলো অপেক্ষা করতে হবে পহেলা বৈশাখ পর্যন্ত। বৈশাখে গানচিল মিউজিকের এক্সক্লুসিভ কাজ হিসেবে প্রকাশ পাবে এটি। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে ভিডিওতেও নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি আমি। তারই অংশ হিসেবে এবারের ভিডিওটির গল্প সাজানো হয়েছে। এই প্রথম আমার ভিডিওতে মডেল হয়েছেন আমার বাবা। তাও আবার আমার গার্লফ্রেন্ডের বাবার ভূমিকায়! মেয়েকে রক্ষা করার জন্য আমার ওপর হামলা করেন অদিত এবং তৌফিককে নিয়ে। তাদের সঙ্গে ফাইটিংয়ের দৃশ্যটি বেশ এনজয় করেছি।’

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এটা অত্যন্ত ব্যাতিক্রমী একটি কাজ হয়েছে। গল্পটি পুরান ঢাকার একটি পরিবার এবং একজন প্রেমিকের! যাতে আমি হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে খুব মজার একটা অভিজ্ঞতা হয়েছে। আশাকরি শ্রোতারাও এনজয় করবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা হত্যার দায়ে মিয়ানমারের ৭ সেনার ১০ বছর কারাদণ্ড

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যার দায়ে দেশটির সাত সেনাকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রাখাইন প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার দায়ে তাদের এ দণ্ড দেয়া হয়েছে। খবর- রয়টার্স, বিবিসি।

মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইংয়ের ফেসবুক পাতায় প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সামরিক আদালতে দণ্ডিত এসব সেনা সদস্যদের ১০ বছর কারাভোগের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে কঠোর পরিশ্রমের কাজেও নিযুক্ত থাকতে হবে।

গত বছরের ২৪ আগাস্ট রাতে মিয়ানমার পুলিশের ৩০টি তল্লাশি চৌকি ও একটি সেনা ক্যাম্পে হামলার পর ব্যাপক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের ফলে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গারা।

সে সময় দেশটির সেনা সদস্যদের বিরুদ্ধে রোহিঙ্গা নারীদের ধর্ষণ করার অভিযোগ ওঠে। এছাড়া রয়টার্সের এক অনুসন্ধানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ১০ জনকে হত্যা করেছে বলে ওঠে আসে। গত ১৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের রাজধানী সিতভি থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে উপকূলীয় গ্রাম ইন দিনে গণকবরে ১০ জন রোহিঙ্গার মৃতদেহ পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকেও স্বীকার করা হয়। অবশেষে তার দণ্ডও দেয়া হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৮ বছর পর পিস্তলে বাংলাদেশের পদক

কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে আব্দুল্লাহ হেল বাকী রুপা জিতে সবাইকে চমকে দিয়েছেন। তারই পথ ধরে এবার ৫০ মিটার পিস্তলে এসেছে আরো একটি রুপা। বাংলাদেশের পদক তালিকায় দ্বিতীয় পদক যোগ করলেন ২০১৬ সালে এসএ গেমসে স্বর্ণপদক জয়ী শাকিল আহমেদ।

অবশ্য আরেকটি দিয়ে এই পদক গুরুত্ববহন করছে। প্রায় ২৮ বছর কমনওয়েলথ গেমসের পিস্তল ইভেন্টে কোনও পদক ছিল না বাংলাদেশের। এবার সেই খরা কাটালেন শাকিল।১৯৯০ সালে এয়ার পিস্তল ইভেন্টে আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি স্বর্ণ জিতেছিলেন।

বুধবার বেলমন্ট শুটিং সেন্টারে ৫০ মিটার পিস্তল ইভেন্টে শাকিল আহমেদ ২২০.৫ স্কোর করে দ্বিতীয় হন। অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রিপাখোলি ২২৭.২ স্কোর করে স্বর্ণপদক জেতেন। আর ভারতের ওম মিতারভাল ২০১.১ স্কোর করে হন তৃতীয়।

বাছাইয়ে অবশ্য শাকিল হয়েছিলেন চতুর্থ। বাংলাদেশের অন্য প্রতিযোগী আনোয়ার হোসেন দশমস্থান লাভ করেন।

অথচ দুইদিন আগেও শাকিল হতাশ করেছিলেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে হয়েছিলেন ষষ্ঠ। দুইদিনের মাথায় বাকীর মতো খুলনার এই ছেলে সবাইকে চমকেই দিলেন। যদিও ফেডারেশন শেষ পর্যন্ত আশা রেখেছিল। তারই প্রতিদান দিলেন শাকিল আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির বার্সাকে উড়িয়ে সেমিতে রোমা
মঙ্গলবার শেষ আটের ফিরতি লেগে ৩-০ গোলে জিতেছে রোমা। দুই লেগ মিলিয়ে স্কোরাইন ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের সুবাদে এগিয়ে গেল রোমা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইয়ের জয়

অসাধারণ এক জয় পেলো চেন্নাই সুপার কিংস। ২০৩ রানের পাহাড় ঠেলে জয় নিশ্চিত করে তারা। টানা দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং করে দলকে জয় উপহার দিলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো।

চলতি আইপিএলে নিজেদের প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩০ বলে ৬৮ রানের লড়াকু এক ইনিংস খেলে দলকে জয় উপহার দেন এই ক্যারিবীয়ান। মঙ্গলবার (১০ এপ্রিল) ৫ বলে ১১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন ব্রাভো।

আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবের দিনে ২০২ রানের পাহাড় গড়ে কলকাতা নাইট রাইডার্স। তাদের সেই পাহাড় ডিঙিয়ে ৫ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

আগে ব্যাট করে রাসেলের ৩৬ বলে ১১ ছক্কায় গড়া ৮৮ রানের ইনিংসে ভর করে ২০২ রান সংগ্রহ করে কলকাতা।

৪২ রান করেন ওপেনার শেন ওয়াটসনের ব্যাট থেকে। আম্বাতি রাইডুর তরেস ৩৯ রান।

চেন্নাইয়ে আইপিএলে রানের পাহাড় গড়ে কলকাতা নাইট রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে রানের চাকা সচল থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় এক সময় শংকায় পড়ে কার্তিকবাহিনী।

নিজেদের ইনিংসের শুরুর দিকে ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে একাই টেনে তুলেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ২০২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কলকাতা নাইট রাইডার্স।
মাত্র ৩৬ বলে ১১ ছয় এবং এক বাউন্ডারিতে ৮৮ রানের দানবীয় এক ইনিংস খেলেন রাসেল। তার দাপটে ব্যাটিংয়ের দিনে দুইশো রান ছাড়িয়ে যায় কলকাতা।

ইনিংসের শুরুর দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় কলকাতা। ১০ ওভার ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে শাহরুখ খানের দলটি। দলকে কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ করেন রাসেল।

ঝড় তোলার আগেই সুনীল নারিনকে ফেরালেন হরভজন সিং। ১.৩ ওভারে ১৯ রান তুলে দিয়ে সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার।

হরভজন সিংহের বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ তুলে দেন নারিন। মাত্র ৪ বলে ১২ রান করে ফেরেন নাইট রাইডার্সের এই অলরাউন্ডার।

দ্বিতীয় উইকেটে রবীন উথাপ্পাকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন ক্রিস লিন। রবিন্দ্র জাদেজার বলে বিভ্রান্ত হওয়ার আগে ১৬ বলে ২২ রান করে ফেরেন কলকাতার এ ওপেনার।

এরপর সময়ের ব্যবধানে ফেরেন নিথিস রানা, রবীন উথাপ্পা ও রিংকু সিং। রিংকু ফেরেন মাত্র ২ রানে। ১৪ বলে ১৪ রান করেন রানা।

শুরু থেকে অসাধারণ খেলতে থাকা দিনেশ কার্তিককে অসাধারণ এক থ্রোইংয়ে রান আউটে বাধ্য করেন সুরেশ রায়না। ১৬ বলে তিন ছয় এবং ২ বাউন্ডারিতে ২৯ রান করে সাজঘরে ফেরেন উথাপ্পা।

ষষ্ঠ উইকেট জুটিতে আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে ৪৬ বলে ৭৬ রানের জুটি গড়েন দিনেশ কার্তিক। ইনিংস শেষ হওয়ার ১৪ বল আগে সাজঘরে ফেরেন দিনেশ কার্তিক (২৫)।

মঙ্গলবার চেন্নাইয়ের চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে অতিথিদের ব্যাটিংয়ে স্বাগত জানায় স্বাগতিক চেন্নাই।

আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় উভয় দল। জয়ের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় উভয় দল।

সংক্ষিপ্ত স্কোর

কলকাতা: ২০ ওভারে ২০২/৬ রান (রাসেল ৮৮*, কার্তিক ২৬ ,উথাপ্পা ২৯)

চেন্নাই: ১৯.৫ ওভার ২০৫/৫ রান (বিলিংস ৫৬, ওয়াটসন ৪২, রাইডু ৩৯, ধোনি ২৫)।

ফল: চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জয়ী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবির সুফিয়া কামাল হলে আন্দোলনরত ছাত্রী নির্যাতন; ছাত্রলীগ সভানেত্রী এশা বহিষ্কার

অনলাইন ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে গভীর রাতে উত্তেজনা ছড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলে।
মঙ্গলবার মধ্য রাতে কয়েকশ’ ছাত্রী ওই হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার কক্ষে তাকে অবরুদ্ধ করে; এসময় বাইরে থেকে ছাত্রীদের স্লোগান শোনা যাচ্ছিল।
খবর পেয়ে প্রাধ্যক্ষ সাবিকা রেজওয়ানা ইসলাম হলে যান। রাত পৌনে ১টার দিকে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীও ওই হলে ঢোকেন।
রাত আড়াইটার দিকে প্রক্টর বেরিয়ে এসে ছাত্রলীগ নেত্রী এশাকে নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। নির্যাতিত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।
হলের শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্যাতন চালাচ্ছেন ছাত্রলীগ নেত্রী এশা।
তারা সাংবাদিকদের বলেন, সোমবার রাতে তিন শিক্ষার্থীকে ডেকে নিয়ে তাদের উপর নির্যাতন চালিয়েছিলেন এশা। তারা ঘটনাটি চেপে গিয়েছিলেন। মঙ্গলবার রাত ১২টার দিকে মোর্শেদা আক্তার নামে উদ্ভিদ বিজ্ঞানের এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে নির্যাতন চালানোর পর ঘটনাটি প্রকাশ পেলে অন্য শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।
কয়েক ছাত্রী তখন এশাকে তার কক্ষে অবরুদ্ধ করে ফেলে। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে তোলে স্লোগান।
মোর্শেদার ব্যান্ডেজ বাঁধা রক্তাক্ত পায়ের ছবি ইতোমধ্যে হলের বিভিন্ন ছাত্রী তাদের ফেইসবুকে তুলেছেন।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে গত রোববার রাতে ফটক খুলে বাইরে বিক্ষোভে নেমে এসেছিলেন সুফিয়া কামাল হলের ছাত্রীরা।
সেই হলে নির্যাতনের খবর শুনে বিভিন্ন ছাত্র হল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে সুফিয়া কামাল হলের সামনে জড়ো হয়ে স্লোগান শুরু করে। ছাত্রী হলগুলোর ভেতরেও শুরু হয় বিক্ষোভ।
সুফিয়া কামাল হল থেকে বেরিয়ে আসার সময় প্রক্টরও বিক্ষোভরত ছাত্রদের রোষের মুখে পড়েন।
তিনি এসময় বলেন, “শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে ইফফাত জাহান এশাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। হলে চিকিৎসক এনে আহত শিক্ষার্থীর চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হচ্ছে না।”
এই বিষয়ে এশার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনার পর এশাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ। গভীর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এক বিবৃতিতে এশাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান।
রোববার রাতে আন্দোলনকারীদের পুলিশ শাহবাগ থেকে হটিয়ে দেওয়ার পর ছাত্রলীগের একদল নেতা-কর্মী তাদের উপর চড়াও হয়েছিলেন।
মঙ্গলবার ছাত্রলীগের এক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, যতদিন আন্দোলনকারীরা ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ ছিল, ততদিন ছাত্রলীগ তাদের বাধা দেয়নি।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা এই আন্দোলনে ষড়যন্ত্র দেখলেও নিচের সারির নেতাদের অনেক আন্দোলনের আছেন। নেতৃত্বের সঙ্গে দ্বিমত জানিয়ে কয়েকজন পদত্যাগও করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest