সর্বশেষ সংবাদ-
ভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও মানববন্ধন

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা ও পরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক চন্দ্রকান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হক বাবলু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন, প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাবেক শিক্ষক আফছার আলী, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক আব্দুর রব লিটু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সতিকা সরকার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরে দূর্নীতি প্রতিরোধে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী অংশগ্রহন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

দেবহাটা ব্যুরো: দেবহাটায় এক প্রধান শিক্ষক কর্তৃক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। তিনি এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার উপর চাপানো চেষ্টা করেছেন। কিন্তু পুলিশি তদন্তে প্রাথমিকভাবে ঐ প্রধান শিক্ষকই এই ঘটনা ঘটিছেয়েন বলে জানা গেছে। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী জানান, মঙ্গলবার দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্চুরুল ইসলাম সকালে দেবহাটা উপজেলার টিকেট ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আকষ্মিক পরিদর্শনে যান। তিনি সেসময় গিয়ে উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মল্লিককে স্কুলে অনুপস্থিত দেখেন। এছাড়াও স্কুলে ছাত্র-ছাত্রীদেরও তুলনামূলক উপস্থিতি অনেক কম দেখেন। সেসময় সহকারী শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে ফোন দিলে তিনি স্কুলে আসেন। পরে সহকারী শিক্ষা কর্মকর্তা স্কুলের জিনিষপত্র ক্রয়ের ভাউচার সহ বিভিন্ন বিষয়ে অসঙ্গতি ও গড়মিল দেখে সেগুলো পরিদর্শন বইতে নোট লেখেন। পরে সহকারী শিক্ষা কর্মকর্তা মঙ্গলবার বিকাল ৫ টার দিকে স্কুল দেখেন চলে আসেন। তিনি চলে আসলে প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মল্লিক স্কুল থেকে চলে আসেন এবং তারও ২/৩ মিনিট পরে সহকারী শিক্ষক ধনঞ্জয় স্কুলে তালা চাবি মেরে চলে আসেন। পরদিন অর্থ্যাৎ বুধবার সকাল ৮ টা ৫০ মিনিটের দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার ও সহকারী শিক্ষিকা নাজমুন্নাহার একসাথে স্কুলে আসেন। স্কুলের তালাচাবি খুলে সহকারী শিক্ষিকা নাজমুন্নাহার ওয়াশ রুমে গেলে পরে এসে দেখেন ঘরের বারান্দায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। তিনি (নাজমুন্নাহার) প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি বলেন এগুলো সহকারী শিক্ষা কর্মকর্তা ভেঙ্গে গেছেন। পরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দিলীপ কুমার মন্ডল, সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম সহ লোকজন স্কুলে আসেন। এসআই ইয়ামিন আলী জানান, তিনি শিক্ষিকা নাজমুন্নাহারকে জিজ্ঞাসা করলে তিনি তালা খোলার সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানো ছিল বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে ঐ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মল্লিক এই ঘটনার জন্য দায়ী বলে এসআই ইয়ামিন আলী জানান। এ ব্যাপারে দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক জানান, ঘটনার বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে দেবহাটা থানায় একটি জিডি করেছেন। এছাড়া ঘটনা সম্পর্কে বিস্তারিত লিখিত প্রতিবেদন তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতি প্রতিরোধ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে- রুহুল হক এমপি

নলতা প্রতিনিধি: কালিগঞ্জের নলতা মানিকতলায় আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলের ‘দুর্নীতি প্রতিরোধের প্রত্যয়ে- স্বাধীনতা দিবস উদ্যাপন’ অনুষ্ঠানে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি বলেন, দুর্নীতি প্রতিরোধ করেই বাংলাদেশকে অভীষ্টে এগিয়ে নিতে হবে। বিভিন্ন দপ্তরের কিছু সংখ্যক মানুষের দুর্নীতির কারনে সকলের সুনাম ক্ষুন্ন হয়। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। সরকারের উন্নয়ন দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতুতে যে দুর্নীতির কথা বলা হয়েছিল, সেটি মিথ্যা প্রমানিত হয়েছে। সেই স্বপ্নের পদ্মাসেতু এখন দৃশ্যমান। দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন দুর্নীতি প্রতিরোধে ভালভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এই নলতার পবিত্র মাটিতে এরকম একটি মার্জিত সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে দেখে আমি আনন্দিত। স্বাধীনতা দিবস উদযাপনে জেলা এবং দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে যেসব গুণী ব্যক্তিরা এই স্কুল প্রাঙ্গনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেজন্য স্কুল কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাই। ভবিষ্যতে এই স্কুল আরো দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে সেজন্য আমি আন্তরিক সহযোগিতা ও দোয়া করব।
এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার বলেন, আহছানিয়া দরবেশ আলী স্কুলটি যেন আমার হৃদয়ে গেঁথে গেছে। এখানকার মাটির সাথে আমার শৈশব-কৈশরের স্মৃতি জড়ানো। স্বাধীনতা দিবস উদযাপনে আজ যে প্রত্যয় রাখা হয়েছে সেটি আমাকে আনন্দিত করেছে। দুর্নীতি প্রতিরোধের প্রত্যয় আমি আমার জীবন থেকে আজ শুরু করলাম। আমরা প্রত্যেকেই নিজের জীবনের ছোটবড় দুর্নীতি নিজেই প্রতিরোধ করে বাংলাদেশকে আরো এগিয়ে নেব। আজ বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। এটি ধরে রাখার দায়িত্ব আমাদের।
আহছানিয়া দরবেশ আলী মোমোরিয়াল ক্যাডেট স্কুল ও অগ্নিবীণা জেলা সংসদের আয়োজনে স্কুলের পরিচালক সোহরাব হোসেনের সার্বিক দিক নির্দেশনায় নলতায় স্কুল প্রাঙ্গনে গতকাল বিকাল থেকে রাত অবধি এই জমকালো অনুষ্ঠান হয়। অধ্যক্ষ খান আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে আলোচনা করেন, বিশিষ্ট নজরুল ভাবুক ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচ.এম সিরাজ, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহসিন। স্মরণিয় এই আয়োজনে উপাধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক তুহিনা আফরিন, নাদিরা সুলতানা, শাহানারা পারভীন, আনারুল ইসলামের নেতৃত্বে অতিথি বরণের পর অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে বিশেষ সম্মাননা তুলে দিয়ে সস্মাননায় ভূষিত করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পাশাপাশি ৯ জন গুণীব্যক্তিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। ঢাকা থেকে আগত অনুষ্ঠানের মূখ্য আলোচক নজরুল ভাবুক ব্যক্তিত্ব এইচ.এম সিরাজ, সাতক্ষীরা তুফান ডেন্টাল ক্লিনিকের পরিচালক ও সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, স্কুলের উপদেষ্টা ও খুলনা মেডিকেল কলেজের কার্ডিওলজী বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ এস.এম আব্দুল ওহাব, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদুসূদন মুখোপাধ্যায়, সাতক্ষীরার প্রখ্যাত সংগীত শিল্পী চৈতালী মুখার্জীকে এই বিশেষ সম্মাননা তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি ও বিশেষ অতিথি এস.এম জগলুল হায়দার এমপি। স্কুলের পরিচালক সোহরাব হোসেন সবুজ ও শিক্ষক আবু ফরহাদের উপস্থাপনায় সংবর্ধিত অতিথিরাও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলার পুরস্কার বিতরণ হয়। এবং সংবর্ধিত অতিথি কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী, এ্যালবাম শিল্পী প্রমা, সজল, পুর্নিমা বিশ্বাস, সুদর্শন বিশ্বাস, বেতার শিল্পী আব্দুর রাজ্জাক ও শান্তি চক্রবর্তি, শিশু শিল্পী এলমা, লিসা, ডায়না, পার্থসহ শিল্পীরা নাচে-গানে ভরিয়ে তোলে স্কুল প্রাঙ্গনের দর্শকদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘শাকিবকে ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র ভাবাই যায়না’

শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন জয়া আহসান। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিটি আলোচনায় এনেছিল শাকিব-জয়া জুটিকে।

দুইজনকে একসাথে পর্দায় আর দেখা না গেলেও বাংলাদেশের হয়ে কলকাতার সিনেমায় এখন দুজনেই আলাদা আলাদাভাবে নাম করছেন। তাদের চাহিদা তৈরি করেছেন কলকাতার সিনেদর্শকদের কাছেও। শাকিবের জন্মদিনে বন্দনা করে শুভেচ্ছা জানিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে জয়া লিখেছেন, আজ জন্মদিন এমন একজন মানুষের যিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সফল, হিসেবি এবং দূরদর্শী নায়ক যাকে ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র ভাবাই যায়না।

তিনি বলেন, নিজের অভিনয় গুণে যিনি নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়, সেই শাকিব খানের। আমার তরফ থেকে শাকিবকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার সাজা কেন বাড়ানো হবে না জানতে চেয়ে রুল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা আরও কেন বাড়ানো হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আর এই রুলের জবাব চার সপ্তাহের মধ্যে রাষ্ট্র ও খালেদা জিয়াকে দিতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এদিন আদালতে দুদকের রিভিশন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন।

আদালত আদেশে বলেছে, দুদক আইনে সাজার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে এ ধরনের রিভিশন বা আপিল দুর্নীতি দমন কমিশন করতে পারে কি না- সে বিষয়টি আলোচনা ও ব্যাখ্যার দাবি রাখে।

গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এর পর থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। এরপর বিচারিক আদালতের রায় স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেন খালেদা জিয়া। শুনানি শেষে নিম্ন আদালত থেকে মামলার মূল নথি আসার পর হাইকোর্ট বেঞ্চ গত ১২ মার্চ শারিরীক অবস্থা বিবেচনাসহ চার যুক্তিতে খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দেন। পরদিনই ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে যান দুদক ও রাষ্ট্রপক্ষ।

এরপর প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ গত ১৯ মার্চ আপিলের অনুমতি (লিভ টু আপিল) দেন। একই সঙ্গে দুদক, রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষকে মামলার সার সংক্ষেপ দাখিলের নির্দেশ দিয়ে শুনানির জন্য আগামী ৮ মে দিন নির্ধারণ করেন। ওই সময় পর্যন্ত খালেদা জিয়ার জামিন স্থগিত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আম্বানি পরিবারের বিয়েতে ঐশ্বরিয়া

হীরা ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোক মেহতার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন মুকেশ আম্বানি পুত্র আকাশ আম্বানি। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা সারার পর শ্লোকের সঙ্গে আংটি বদল সেরে ফেলেন আকাশ আম্বানি। এরপরই শুরু হয় আম্বানিদের বাড়ির পার্টি।

ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, কিরণ রাও, হরভজন সিং, কে না হাজির ছিলেন আম্বানিদের বাড়ির পার্টিতে। আকাশ-শ্লোক-এর বাড়ির পার্টিতে শাহরুখ খানের সঙ্গে যেমন ছিলেন তাঁর গ্ল্যামারাস স্ত্রী গৌরি খান তেমনি রাই সুন্দরীর সঙ্গে দেখা যায় তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনকে। লাস্যময়ী ঐশ্বরিয়া এদিন নজর কাড়েন সকলের।

শোনা গেছে, নীতা আম্বানি নাকি নিজে ঐশ্বরিয়া কন্যাকে পার্টিতে হাজির হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। শুধু তাই নয়, মুকেশ আম্বানির মা কোকিলাবেন-ও স্নেহ করেন আরাধ্যাকে। সেই সূত্রেই মায়ের সঙ্গে আম্বানিদের বাড়িতে হাজির হয় বছর ছ’য়ের ছোট্ট আরাধ্যা। আর মা ঐশ্বরিয়া তার ড্রেসে নজর কাড়েন উপস্থিতিদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইপিএলেও নিষিদ্ধ করা হলো স্মিথ-ওয়ার্নারকে!

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে ইতিমধ্যেই অভিযুক্ত তিন ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছর এবং ক্যামেরন বেনক্রাফটকে ৯ মাস নিষিদ্ধ করার ঘোষণা এসেছে আজ বুধবার। একই দিনে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের আসন্ন একাদশ আসরেও নিষিদ্ধ করা হলো স্মিথ-ওয়ার্নারকে।

ভারতীয় বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা এবং বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরীর সঙ্গে আলোচনা করেছে প্রশাসক কমিটি (সিওএ)। তার প্রেক্ষিতে আইপিএল ২০১৮ থেকে স্মিথ ও ওয়ার্নারকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই আশা করে, আইপিএলে যেসব ক্রিকেটার অংশ নেবে, তারা ক্রিকেটের চেতনার ওপর পূর্ণ শ্রদ্ধা রাখবে এবং খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের জন্য রাখা আচরণবিধি মেনে চলবে।’

আইপিএলে স্মিথকে এবার কিনেছিল দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা রাজস্থান রয়্যালস। আর ডেভিড ওয়ার্নার গত দুই মৌসুমে ধরেই খেলছেন সানরাইজার্স হায়দরাবাদে। একদিন আগে স্মিথ এবং আজ বুধবার ওয়ার্নার নিজ নিজ দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন। রাজস্থানের নেতৃত্ব পেয়েছেন আজিঙ্কা রাহানে আর সানরাইজার্স বদলি অধিনায়কের নাম এখনও ঘোষণা করেনি। গতকালই ক্রিকেট অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফর থেকে প্রত্যাহার করে নিয়েছে স্মিথ, ওয়ার্নার ও বল টেম্পারিং করা ক্যামেরন ব্যানক্রফটকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেইজিংয়ে শি ও কিমের বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে উত্তর কোরীয় নেতা কিম জং উন রবিবার থেকে বুধবার পর্যন্ত বেইজিংয়ে এক অনানুষ্ঠানিক সফর করেছেন। এ সময়ে উভয় নেতা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ বৈঠক করেন।

কিম ও তার স্ত্রী রি সোল জু’র সম্মানে একটি প্রীতিভোজের আয়োজন করেন শি ও তার স্ত্রী পেং লিয়ুয়ান। এরপর তারা একসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। খবর সিনহুয়া’র।

এসময় চীনের প্রধানমন্ত্রী ও সিপিসি’র (সেন্ট্রাল কমিটি অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না) কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি কেকিয়াং, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর স্থায়ী কমিটি ও সিপিসি’র কেন্দ্রীয় কমিটির মন্ত্রীপরিষদের সদস্য ওয়াং হানিং এবং চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান উপস্থিত ছিলেন।

বৈঠককালে শি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কিমকে চীনে তার প্রথম সফরের জন্য উষ্ণ অর্ভ্যত্থনা জানান।

শি বলেন, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সিপিসির কেন্দ্রীয় সামরিক কমিশন অফিসের জন্য ১৯তম সিপিসি জাতীয় কংগ্রেস তাকে পুনরায় নির্বাচিত করার পর কিম তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এ জন্য শি কিমকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘চীনে কিমের এই সফর দু’দেশ ও দুই দলের মধ্যে সুদৃঢ় বন্ধনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করছে। এই বিশেষ সময়ে সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরটি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে।’

কিম বলেন, কমরেড শি জিনপিংয়ের প্রতি সিপিসি ও পুরো দেশের সমর্থন রয়েছে, যা তাকে দেশটির প্রধান নেতা বানিয়েছে। সর্বসম্মতিক্রমেই তিনি চীনের প্রেসিডেন্ট ও সিএমসি’র চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

তিনি আরও বলেন, দেশ দুটি অভিন্ন আদর্শ ও বিশ্বাস লালন করে। এটা তাদের মধ্যকার বৈপ্লবিক বন্ধুত্ব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest