সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আবারও রাস্তায় আন্দোলনকারীরা

সরকারের সঙ্গে সমঝোতার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আবারও রাস্তায় ফিরে গেলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মো. রাশেদ খান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এসময় সেখানে যোগ দেন সোমবার সন্ধ্যা থেকে টিএসসির সামনে অবস্থান নিয়ে আলাদাভাবে আন্দোলন করা শিক্ষার্থীরাও। সংবাদ সম্মেলনের পর ঢাবির টিএসসির সামনের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য ঘিরে অবস্থান নেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, ‘গতকাল সোমবার আমরা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে। কিন্তু একই সময়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কোটা সংস্কারের আন্দোলনকারীদেরসহ ৮০ শতাংশ শিক্ষার্থীকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এ বক্তব্য প্রত্যাহারের জন্য আজ মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু তিনি এ বিষয়ে কোনও বক্তব্য দেননি। এছাড়া অর্থমন্ত্রী আজ ঘোষণা দিয়েছেন আগামী বাজেটের আগে কোটা সংস্কার করা হবে না। সংস্কার নিয়ে তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, খুব দ্রুত কোটা সংস্কারে তাদের কোনও চিন্তা ভাবনা নেই। এ কারণে আমরা আবার আমাদের নিয়মিত কর্মসূচিতে ফিরে যাচ্ছি।’ তিনি এ সময় সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং অবরোধের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সোমবার সংসদ অধিবেশনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছিলেন, ‘পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেবো। তবে ছাত্রদের প্রতি আমাদের কোনও রাগ নেই। মতলববাজ, জামায়াত-শিবির, তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না।’

রাশেদ খান আরও বলেন, ‘কত শতাংশ কোটা রাখা হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে সুর্দিনিষ্টভাবে ঘোষণা এলেই কেবল আমরা কর্মসূচি প্রত্যাহার করব। একইসঙ্গে খুব দ্রুত কোটা সংস্কারের ঘোষণাও আসতে হবে।’ তিনি অভিযোগ করেন, আহতদের চিকিৎসার বিষয়ে প্রশাসন গতকাল আশ্বাস দিলেও কেউ এখনও যোগাযোগ করেনি। গ্রেফতারদেরও এখনও মুক্তি দেওয়া হয়নি।

আন্দোলনে বিভক্তি সম্পর্কে তিনি বলেন, ‘সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম আন্দোলনকারীদের একাংশ তা মানেননি। তারা আলাদাভাবে আন্দোলন  চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ থেকে আবার আমরা একসঙ্গে আন্দোলন করব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিবি পুলিশের অভিযানে ২৫টি চোরাই মোটরসাইকেলসহ আটক ২


নিজস্ব প্রতিবেদক : সাতাক্ষীরায় ২৫টি চোরাই মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল।
মঙ্গলবার (১০এপ্রিল) রাত সাড়ে ৩টায় শহরের রাধানগর এলাকায় একটি বাড়ীতে ডিবি পুলিশের উপ পরিদর্শক মো. শাহারিয়ার হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসময় শহরের রাধানগর এলাকার মৃত দাউদ সরদারের ছেলে মকবুল হোসেন (৫০) ও পলাশপোল এলাকার ওয়াজেদ আলীর ছেলে খালিদ হোসেন (৩২) কে আটক করা হয়েছে। আটক মকবুলের নামে ২০১৪ সালে চোরাই মোটর সাইকেল বিক্রি সিন্ডিকেট এর মামলা রয়েছে।
ডিবি পুলিশের উপ পরিদর্শক মো. শাহরিয়ার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শহরের রাধারনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২৫টি মোটর সাইকেল, বিআরটিএ’র ফরম ও রশিদ বের করার জন্য একটি কম্পিউটার, প্রিন্টার, অবৈধ টেম্পারিং মেশিন ও পার্চিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ডিবি পুলিশের এ সফল অভিযানে উপ পরিদর্শক শাহরিয়ার হাসানের নেতৃত্বে ছিলেন মঞ্জুরুল হাসান, রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, রাজু আহমেদ, জিয়ায়ুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট থাকবে না: প্রধানমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট থাকবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে গতকাল রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, যে কোনও মূল্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট বসানো হবে। ছাত্রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিকরা কিভাবে তা আদায় করবে সেটা তাদের বিষয়। আমরা এ ব্যাপারে কোনও ছাড় দেব না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয়েশিয়ায় মসনদের লড়াইয়ে মাহাথির-নাজিব

মালয়েশিয়ায় মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নাজিব তুন রাজ্জাক। এবার ঘোষণা করা হল জাতীয় নির্বাচনের দিনক্ষণও।আগামী ৯ই মে দেশটিতে ভোট অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তবে এই নির্বাচনে বড় ধরনের চাপের মুখে রয়েছে ক্ষমতাসীন জোটের প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, কয়েক শত কোটি ডলার অর্থ দুর্নীতির অভিযোগসহ নানা ইস্যুতে বিপাকে রয়েছে তারা। আর এরই মধ্যে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিরোধীরা। তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার বলে পরিচিত ড. মাহাথির মোহাম্মদ।

মঙ্গলবার মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. হাশিম আবদুল্লাহ এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলিছেন, নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে, পার্লামেন্ট বিলুপ্তির ৬০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। সেই হিসাবে আগামী নির্বাচন হবে ৯ই মে। প্রার্থীদেরকে ২৮ শে এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে হবে। এর ফলে তারা নির্বাচনী প্রচারণার জন্য ১১ দিন সময় পাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কারের দাবি; ফের সড়ক অবরোধ আন্দোলনকারীদের

চাকরিতে কোটা সংস্কার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরের পর রাজু ভাস্কর্যের সামনের সড়কে অবস্থান নেন তারা। তাদের অবরোধের মুখে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

এই অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল ফজলে রাব্বী। দুপুর একটার দিকে অবস্থান বিক্ষোভ থেকে কোটা সংস্কারে শিক্ষার্থীদের ৫ দফা দাবি আদায়ে সরকারকে তিন দিনের আল্টিমেটাম দেয়া হয়। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে প্রত্যেক দিন সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।

‘ক্লাস-পরীক্ষা বর্জন’ করে এই কর্মসূচি পালন করা হবে জানিয়ে আন্দোলনের সমন্বয়ক আল ফজলে রাব্বী বলেন, ‘সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিতের ঘোষণা আমরা মানি না। এখানে সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।’

এর আগে মঙ্গলবার সকালে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের মূল উদ্যোক্তা সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আন্দোলনে বিভক্তির ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছিল।সংগঠনটির নেতারা শিক্ষার্থীদের কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে আগামী ৭ মে পর্যন্ত ধৈর্য ধরতে বলেছেন। এর মধ্যে দাবি মানা না হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে সারা দেশ অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

তবে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একাংশের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের দাবি না মেনেই রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সড়ক অবরোধ করেন।

প্রসঙ্গত, কোটা সংস্কারে গত ১৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে কমিয়ে আনা, কোটা প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া, চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া এবং চাকরি ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্ক ও বয়সসীমা নির্ধারণ করা।

এ আন্দোলনের অংশ হিসেবে গত রোববার দুপুরে কোটা সংস্কার দাবিতে শাহবাগে জড়ো হয়ে পদযাত্রা কর্মসূচি করে শিক্ষার্থীরা। পরে তাদের অবস্থানে রাত আটটার দিকে পুলিশ চড়াও হলে সংঘর্ষ হয়। এক পর্যায়ে এই সংঘর্ষ পুরো ক্যাম্পাস এলাকায় ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। অনেককে আটক করে পুলিশ।

এরপর গতকাল সোমবারও দিনভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিকেলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাসান খাঁন কামালের সঙ্গে আন্দোলনকারীদের ২০ সদস্যের প্রতিনিধি বৈঠক করেন।

বৈঠক থেকে বেরিয়ে তারা সরকারের আশ্বাসে আগামী ৭ মে পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন। তবে তাদের এ ঘোষণা একাংশ মেনে নেননি। তারা ক্যাম্পাসে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিশ্ব খাদ্য দিবস ও খাদ্য অধিকার প্রচারাভিযান উপলক্ষ্যে আলোচনা

আসাদুজ্জামান: “সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব খাদ্য দিবস ও খাদ্য অধিকার প্রচারাভিযান উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মরিয়ম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। খাদ্য অধিকার বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির সাধারন সম্পাদক মাধব দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর সুভাষ চন্দ্র সরকার, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, জেলা জাসদের সাধারণ সম্পাদক সুধাংশ শেখর সরকার, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
বক্তারা এ সময়, পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং খাদ্য অধিকার আইন প্রনয়নের দাবীতে প্রধান প্রধান দারিদ্র প্রবন এলাকা ও জনগোষ্ঠির মধ্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তাসহ দারিদ্র বিমোচনে বহুমুখী কর্মসূচি গ্রহন, নারী ও শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনসহ ৭ দফা দাবী পেশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ ৯টি ওয়ার্ডের মোট ১৫৬ জন দুস্থ ও হতদরিদ্র প্রত্যেকের মাঝে ৩০কেজি হারে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (শ্যামল)। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো. মতিউর রহমান, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সালমা ফাউন্ডেশন’র মাঠ প্রশিক্ষক মো. মনিরুল ইসলাম মনি, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা মনজুরা খানম ইতি, মনজুয়ারা খাতুন, তথ্য উদ্যোক্তা সাইফুজ্জামান শাহিন, শিবনাথ দাশ সহ সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার ঘাড় ও কোমরের হাড়ে সমস্যা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঘাড় ও কোমরের হাড়ে সমস্যা আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ মঙ্গলবার সকালে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. শামসুজ্জামান এ কথা বলেন।

সকালেই খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন চার সদস্যের চিকিৎসক বোর্ডের হাতে পৌঁছায়।

ডা. শামসুজ্জামান বলেন, ‘প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দেখা যায়, তাঁর রক্তের পরীক্ষাগুলো সব স্বাভাবিকই আছে। তবে উনার এক্স-রে রিপোর্টে দেখা যায়, উনার ঘাড়ে ও কোমরের হাড়ে কিছুটা সমস্যা আছে। তবে আমরা আগে যে চিকিৎসা দিয়েছি, সেই চিকিৎসাই চলবে। বোর্ডের প্রতিবেদন পর্যালোচনা করে মতামতটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে দেবো। আজই দেবো। পরিচালক তা কারা কর্তৃপক্ষের কাছে দেবেন।’

খালেদা জিয়ার জন্য গঠিত চিকিৎসক দলের বাকি তিন সদস্য হলেন ড. ওয়াহিদুজ্জামান, ড. এস এম সিদ্দিকী ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক মামুন রহমান।

এর আগে কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটলে গত ৭ এপ্রিল রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে আবারও পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest