সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় সেনা দিবস পালনআশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিতজামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সব দল ও ধর্মের লোক নিরাপদ থাকবে: মুহাঃ ইজ্জত উল্লাহআওয়ামীলীগ এদেশের গণতান্ত্রিক শক্তি নয়, পলাতক শক্তি- সাতক্ষীরায় নিতাই রায় চৌধুরীসাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের দখল উচ্ছেদে আদালতের নির্দেশসাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধনপ্রকৃতিকে রাঙিয়ে তোলা বসন্তের রুপকন্যা শিমুল বিলুপ্তপ্রায়দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী নিবন্ধিত কমিউনিটি শিশুদের জন্মদিন পালনশ্যামনগরে মাদ্রাসা দখল করে নেওয়ার চেষ্টা এবং মিথ্যা মামলায় আটক দুই শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক

সাতক্ষীরায় বিনা লাভের দোকান : কম দামে পেয়ে খুশি ক্রেতা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বিনা লাভের দোকান বসেছে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। মঙ্গলবার দুপুর বারোটায় সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে ডাল,ডিম,আলুসহ বিভিন্ন শাকসবজির বাজার বসানো হয়। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এ বাজার চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সাতক্ষীরায় অতিবর্ষণ ও সিন্ডিকেটের কারণে শাক-সবজির দাম আকাশছোঁয়া। এঅবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে পুইশাখ ২০ টাকা,পেপে ২৬ টাকা,ডাল ১শ’ টাকা,পেঁয়াজ ১শ’ টাকা,মিষ্টি কুমড়া-৫৭ টাকাসহ বিভিন্ন শাক-সবজি বিনালাভে বিক্রি হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। অপেক্ষাকৃত কমদামে শাক-সবজিসহ নিত্যপণ্য পেয়ে খুশী ক্রেতারা।

এ্িবষয়ে কাটিয়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘‘ সুলতানপুর বড় বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুনা কিছু কম। এজন্য ব্যাপক সাড়া পড়েছে। দুই ঘন্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে গেছে। ’’

চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে বিক্রি করা যাচ্ছে বলে জানান আয়োজকরা।

এবিষয়ে আয়োজকদের একজন জাতীয় নাগরিক কমিটির সদস্য আনসানউল্লাহ জানান,‘‘ কাল থেকে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে কিনে এনে এখানে বিক্রি করব। এতে ক্রেতারা দাম আরও কমে পাবে।
জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এ এইচ রিফাত জানান,‘‘ লুটেরা সরকারের সিন্ডিকেট এখনো ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা নাগরিক কমিটির উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। দ্রব্যমুল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি নিয়ম মেনে নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
সীমান্তবর্তী ইছামতি নদী থেকে সরকারি নিময় মেনে বৈধভাবে বালু উত্তোলনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে বালু উত্তোলনের কাজে জড়িত শ্রমিকরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার ২শতাধিক বালু শ্রমিকের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে শ্রমিক নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মমিনুল হক কাজল, রজব আলী, আব্দুল গণি সরদার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ‘নদী থেকে বালু উত্তোলন, বালু পরিবহনসহ বালুর ব্যবসা করে আমরা জীবিকা নির্বাহ করি। দেবহাটা ও কালিগঞ্জের প্রায় ১ লক্ষ মানুষ এই বালুর ব্যবসার উপর নির্ভরশীল। সাতক্ষীরা বাইপাস সড়ক নির্মাণ, ইউনিয়ন পরিষদ, উপজেলার যাবতীয় উন্নয়ন মূলক কাজ, বেড়ীবাঁধ নির্মাণ, সরকারী অবকাঠামো নির্মানসহ সাতক্ষীরা জেলার রাস্তা তৈরীতে দেবহাটা ও কালিগঞ্জের ইছামতি নদীর বালু সরবরাহ করা হয়েছে।

তবে ৬ মাস পূর্বে আকস্মিকভাবে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় লক্ষাধিক মানুষ কঠিন সংকটে পড়েছে। তাছাড়া এলাকার গরীব ও অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। স্ত্রী-সন্তানদের ভরন পোষনের খরচ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। একদিকে বাংলাদেশী শ্রমিকরা বালু উত্তোলন করতে না পারলেও ভারতীয় শ্রমিকরা প্রতিদিন ভারতীয় সীমান্ত থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে।

এসব কারণে সরকারী রাজস্ব প্রদান করে যাতে দেবহাটা ও কালিগঞ্জবাসী পুণরায় বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করতে পারে সে ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২৫ সদস্য বিশিষ্ট মানবাধিকার সুরক্ষা কমিটি গঠন

সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ(রিইব) এর আয়োজনে মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন এড. আল মাহমুদ পলাশ।

প্রান্তি জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালী করন হোপ প্রকল্পের আওতায় সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. ওসমান গণি, এড. রফিকুল ইসলাম, এড. সিরাজুল ইসলাম, এড. আ ক ম সামসুদ্দোহা খোকন, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ(রিইব)এর প্রকল্প সমন্বয়কারী বিকাশ বিশ^াস, জেলা সমন্বয়কারী রেহেনা পারভীন,ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, দলিত পরিষদের সভাপতি গৌর পদ দাশসহ অন্যরা। বক্তারা বলেন, যেখানে অধিকার বঞ্চিত হবে সেখানেই আমরা কাজ করবো। মানুষের অধিকার আদায়ে আমরা পাশে থাকবো।

সভায় এড. আল মাহমুদ পলাশকে আহবায়ক এবং আসাদুজ্জামান লাভলুকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট মানবাধিকার সুরক্ষা কমিটি গঠন করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে প্রকল্প ওভারভিউ আলোচনা বিষয়ক সভা

আশাশুনিতে প্রকল্প ওভারভিউ আলোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরার আসাশুনি উপজেলায় অফিসার্স ক্লাব হল রুমে “সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি প্রকল্প” এর “প্রকল্প ওভারভিউ” এর উপর আলোকপাত বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের, এছাড়া উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, সমাজকল্যাণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), এবং মাধ্যমিক শিক্ষা, ইয়ুথ এ্যাডাপটেশন ফোরাম এর সভাপতি কর্ণ বিশ্বাস, শেখ হাবিব,দেলোয়ার, অর্নব কুল্ল্যার ইউপি চেয়ারম্যান, সেভ দ্য চিলড্রেন এবং উত্তরণের প্রকল্প কর্মীরাও উপস্থিত ছিলেন।

উত্তরণ প্রকল্প সমন্বয়কারী, এস. মোহাম্মদ আলী, একটি বিস্তৃত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদান করেন যা প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ এবং এলাকা সম্প্রসারণ সহ ভবিষ্যৎ পরিকল্পনার বিশদ বিবরণ দেয়। উপস্থাপনাটি এমন উদ্যোগগুলি প্রদর্শন করে যা স্থানীয় কমিউনিটি গুলিতে ইতিবাচকভাবে প্রভাব ফেলেছে, জলবায়ু চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে টেকসই প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেয়।

ইউএনও কৃষ্ণা রায় তার বক্তব্যে, জড়িত সকল স্টেকহোল্ডারদের সহযোগিতামূলক প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ পর্যন্ত অগ্রগতির জন্য তার প্রশংসা করেন। তিনি এই অঞ্চলের টেকসই জল ব্যবস্থার গুরুত্বপূর্ণ গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তার শুভেচ্ছা জানান।বৈঠকটি স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতা এবং প্রতিশ্রুতির মনোভাব জাগিয়েছে, এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ভবিষ্যতের সাফল্যের জন্য একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি নিশ্চিত করেছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের যত্রতত্র ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টির পানি জমে ময়লা আবর্জনা ভেসে বেড়াচ্ছে। শহরে ময়লা আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট স্থান নেই। গড়ে তোলা হয়নি কোনো ডাম্পিং স্টেশন। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান তলানিতে। এ অবস্থা চলতে থাকলে সাতক্ষীরা পৌরসভা বসবাসের যোগ্যতা হারাবে।

এসময় বক্তারা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবি জানান।

অনুষ্ঠানে পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্ব ও জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, ভালুকা চাঁদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোবাশে^রুল হক জ্যোতি, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, সাংবাদিক আহসান রাজীব, আমরা বন্ধু ফাউন্ডেশনের সদস্য মুশফিকুর রহমান, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শাখার উদ্যোগে ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার বিকাল সাড়ে ৩টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল (নবাগত জেলা আমীর), শেখ নুরুল হুদা, সেক্রেটারী সমাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, সদর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, সদর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর প্রমুখ।

সভায় সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবরের পথ ধরে আওয়ামী লীগ যে সন্ত্রাসী রাজনীতি শুরু করেছিল তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। তখন থেকে দেশকে রাজনীতিশূন্য করার প্রক্রিয়াও শুরু হয়। তারই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা, ভোটাধিকারসহ মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়।

পরে সন্ধা থেকে ২৮ অক্টোবর স্মরনে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া, কলারোয়া, তালা, দেবহাটা, আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগরে পৃথক ভাবে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা, সেমিনার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডালিম গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সাতক্ষীরা শহরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়।
শাহনেওয়াজ ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে।

তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২৭ অক্টোবর সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সাতক্ষীরা ইটাগাছা তিতুর কমিউনিটি সেন্টারে এবং দুপুর দুইটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সাতক্ষীরার নিউমার্কেট শহীদ আলাউদ্দিন চত্ত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড.সৈয়দ ইফতেখার আলী। এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচ,আর মুকুল,

সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমনুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল,আশরাফুজ্জামান হাবলু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এসকে রুবেল, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদ কাজী রাসিউল করিম রুমান ,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়চৌধুরী, বকুল হাসান,পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক পারভেজ রোমেল, মেহেদী হাসান, আবু হাসান, জীবন আলী, আয়নাল ইসলাম নান্টু, ভোমরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক খালিদ হোসেন, বল্লী ইউনিয়ন যুবদলের আহবায়ক রায়হান রিপন, আগরদাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আসাদুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু হাসান, বৈকারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুজ্জামান শরীফ,সহ জেলা সদর ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest