সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কাভাডভ্যান শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কাভাডভ্যান শ্রমিক ইউনিয়নের(রেজি:নং-৭৬৪) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) কাটিয়া নারকেলতলা মোড় এলাকায় সাধারণ শ্রমিকবৃন্দের আয়োজনে ইউনিয়ন চত্বরের সামনে শ্রমিক প্রতিনিধি মো. মজনু সরদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন।

সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কাভাডভ্যান শ্রমিক ইউনিয়নের অফিস সহকারি মো. আশরাফ আলী’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সদস্য মো.রেজাউল ইসলাম রেজা, মোঃ আব্দুস সালাম, ফিরোজ খান, মো. মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ। এ সময় বৈরী আবহাওয়ার মধ্যেও আচ্ছার অধিক শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশেষ সাধারণ সভার সাধারণ শ্রমিকরা পাতানো অ্যাডহুক কমিটির ও বিগত নির্বাচন কমিটি উপর অনাস্থা প্রকাশ করেন। যাহা সম্পূর্ণ অবৈধভাবে গঠন করা হয়েছে। সাধারণ শ্রমিকরা চাই,একটা সুষ্ঠু অ্যাডহুক কমিটি গঠন ও একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হোক এবং প্রকাশ্য ভোটের মাধ্যমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হোক।

যাতে করে তারা আর কখনো দখলদারিত্ব দেখতে চায় না। তারা চায় সুষ্ঠু নির্বাচন। উল্লেখ্য যে, পূর্বনির্ধারিত আজকের সাধারণ সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু কতিপয় শ্রমিক সংশ্লিষ্ট প্রশাসনের অভিযোগ দায়ের করায় প্রশাসন কর্তৃক স্থগিত এর আহ্বানে সাধারণ শ্রমিকরা তাদের উপর অনাস্থা জ্ঞাপন করেন এবং কতিপয় শ্রমিক কর্তৃক জেলা প্রশাসন বরাবর মিথ্যা অভিযোগ আনায়ন করে উক্ত সভায় তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করে।

আগামীকাল ২৬ সেপ্টেম্বর শ্রম দপ্তর থেকে সাধারণ সভার অনুমতি পত্র নিয়ে পুনরায় সবার আহ্বান জানান। সে লক্ষ্যে আগামীকাল শ্রমিক প্রতিনিধিরা শ্রম পরিচালকের কার্যালয়ে উপস্থিত হয়ে সুস্থ নির্বাচনে স্বার্থে শ্রম দপ্তরের অনুমোদন গ্রহণের জন্য পুনরায় সাধারণ সভা আহ্বান করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে কপোতাক্ষ নদে নিখোঁজের একদিন পর ডুবুরির মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদে নিখোঁজের একদিন পর মিজানুর রহমান সরদার (২২) নামের এক ডুবুরির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাাসী। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদের গাগড়ামারীর চর থেকে মিজানুরের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শ্যামনগরের গাবুরায় চলমান মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের বলগেট (পল্টন) খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদে নিখোঁজ হন ডুবুরি মিজানুর রহমান ।
ডুবুরি মিজানুর রহমান খুলনা শহরের ৫নং ঘাট এলাকায় দুলাল সরদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জিএম মাছুদুল আলম জানান, গাবুরা ইউনিয়নে বেঁড়িবাধ নির্মানের চলমান মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহণের বলগেট (পল্টন) কপোতাক্ষ নদের পার্শেমারি টেকেরহাট নামক স্থানে ডুবে যায়। সেটি উদ্ধারের জন্য খুলনা থেকে ওই ডুবুরীকে আনা হয়। এক পর্যায়ে মঙ্গলবার বেলা ২টার দিকে নদীতে কাজ করার সময় সে তলিয়ে যায়। বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার সকালের দিকে নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু মেগা প্রকল্প কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে ওই ডুবুরির মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছে বলে জানা গেছে।
সাতক্ষীরা ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান জানান, বুধবার সকালে উদ্ধার অভিযান শুরুর পূর্বেই মিজানুরের মরদেহ উদ্ধারের খবর পেয়ে অভিযান স্থগিত করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষা জাতীয়করণসহ চার দফা দাবিতে সাতক্ষীরায় শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

বৈষম্য দূরীকরণে বেসরকারি মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, সাতক্ষীরা সদর উপজেলা শাখা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ নজিবুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওঃ রুহল আমিন, শিক্ষক নেতা অরূপ কুমার সাহা, মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল জব্বার, মোঃ আঃ লতিফ, আবুল কাশেম, মোঃ এমাদুল ইসলাম, মাওঃ মোহতাসিন বিল্লাহ, মাওঃ জামাল উদ্দীন, মাওঃ মহসীনুল ইসলাম, মাওঃ আব্দুল লতিফ, মোঃ শাহজান আলী প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষা জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপজেলা জেলা অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় পদায়ন স্থগিত রেখে শিক্ষা প্রশাসনের কাজে দক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের চলতি দায়িত্ব প্রদান ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

একটি উন্নত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুষম, সুস্থ-পরিচ্ছন্ন মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সার্বজনীন শিক্ষার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা জাতীয়করণের গুরুত্ব তুলে ধরে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে।

জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র-জনতা বৈষম্য বিরোধী একটি সমৃদ্ধ সমাজ গড়ার যে স্বপ্ন আমাদের দেখিয়েছে, তা এখন বাস্তবায়ন করতে হবে।

স্বপ্ন যাত্রায় সারথি হিসেবে বক্তারা চারদফা প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবসমূহ হলো— মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানগুলির মধ্যে ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা জাতীয়করণ করা অত্যন্ত জরুরী। একই শিক্ষাগত যোগ্যতা, একই পাঠ্য-পুস্তক ও একই বোর্ডের আওতায় পরীক্ষা হলেও সরকারি ও বেসরকারীর মধ্যে আর্থিক ও সামাজিক মর্যাদার বৈষম্য শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। তাই শিক্ষার সকল স্টকহোল্ডারদের প্রাণের দাবি হলো মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। এটি নিশ্চিত করা হলে শিক্ষক ও শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে—যা আমাদের দেশের ভবিষ্যতের জন্য অভ্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—একাডেমিক ও প্রশাসনিক। শিক্ষকেরা একাডেমিক কাজে দক্ষ, পেডাগোজি কেন্দ্রিক প্রশিক্ষণপ্রাপ্ত। অন্যদিকে ৩১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উপজেলা মাধ্যমক শিক্ষা অফিসারদের প্রশাসনিক প্রশিক্ষণ রয়েছে। শিক্ষকতা ও প্রশাসন ভিন্ন চরিত্রের, তাদের কাজের ধরণ ও চর্চা ভিন্ন। যদি শিক্ষকরা প্রশাসনে অনভিজ্ঞ হন, তবে তা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাই, উভয় পেশার অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের সহযোগিতা ও পরস্পর পরিপূরক হিসেবে কাজ করা উচিত, যাতে দেশের শিক্ষা উন্নত হতে পারে।

উপজেলা ও জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছরের শিক্ষা প্রশাসনের কাজের দক্ষতা সম্পন্ন ৬৪ গ্রেড আফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়নের জোর দাবি জানাচ্ছি। মাধ্যমিক স্তরের শিক্ষা নানা রকম সমস্যায় জর্জরিত। স্কুল, মাদ্রাসা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে বৈষম্য প্রকট। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন। কমিশন শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করবে, যা তাদের মর্যাদা ও প্রেরণা বৃদ্ধি করবে। এছাড়া, উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পর্যন্ত শিক্ষা প্রশাসন কিভাবে চলবে, তা স্পষ্ট নির্দেশনা প্রদান করবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থাগুলোর কার্যক্রম কিভাবে সমন্বয় হবে সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করবে।

মানববন্ধন কর্মসূচি পালনের পর শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর পৃথক দুটি স্মারকলিপি পেশ করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা পৌর ৪ নম্বর ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে ৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা পিএন হাইস্কুল ফুটবল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, শহর জামায়াতের সূরা সদস্য হাফেজ কাজী সাইদুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি প্রভাষক আব্দুল কাদের প্রমুখ।

খেলা শেষে ওয়ার্ড যুব বিভাগীয় সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শহর জামায়াতের নায়েবে আমীর সাবেক কমিশনার জানাব ফখরুল হাসান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি হাবিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৫ নম্বর ওয়ার্ড আমীর প্রভাষক আব্দুল হান্নান, রাকিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা দরকার। শহর যুব বিভাগ সকল যুবকদেরকে সঙ্গে নিয়ে এই সমাজটাকে একটি আদর্শ, মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসংক্রমক রোগ প্রতিরোধে কায়িক পরিশ্রম নিশ্চিতে উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ শীর্ষক সভা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় অসংক্রমক রোগ প্রতিরোধে শরীর চর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় সরকার (ডিডিএলজি) এর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন, এনডিসি পলাশ আহম্মেদ।

সেন্টার ফর ল এন্ড পলিসি এ্যাফেয়ার্স (সি.এল.পি) এর আর্থিক সহযোগিতায় এবং মৌমাছি সংস্থার আয়োজনে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সেখ শফিক উদ দৌলা সাগর, ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, নাগরিক প্লাট ফোরামের সদস্য গুলশানারা, দৈনিক দৃষ্টিপাতের নিজস্ব প্রতিনিধি সুমনুজ্জামান, মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।
বক্তারা বলেন, দিন দিন খেলার মাঠ, উন্মুক স্থান হারিয়ে যাচ্ছে।

ফলে মানুষ ঘরকুনো হয়ে পড়ছে। এতে বিভিন্ন ধরনের অসংক্রমক রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া শিশুরা খেলার জায়গা না পেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। ফলে শিশু থেকে বৃদ্ধা সব সময়ী মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। আগামী প্রজন্মকে রক্ষার্থে এখনই খেলার মাঠ, উন্মুক্ত স্থানের বরাদ্দের জন্য পৌরসভা এবং জেলা প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাসসের সাতক্ষীরা সংবাদদাতা হলেন আসাদুজ্জামান

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাতক্ষীরা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান।

২৪ সেপ্টেম্বর বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ স্বাক্ষরিত একপত্রে তাকে নিয়োগ দেওয়া হয়।

আসাদুজ্জামান দেশের জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কর্মরত আছেন। আসাদুজ্জামান সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারীকে অচেতন করে শারিরীক সম্পর্কের প্রমান মিললেও বহাল তবিয়তে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার শিক্ষক রাজিবুল

নিজস্ব প্রতিনিধি :
চিকিৎসার নামে সৌদী প্রবাসীর স্ত্রীকে অচেতন করে শারিরীক সম্পর্কের প্রমান মিলেছে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক এবং হোমিও চিকিৎসক রাজিবুলের বিরুদ্ধে। সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে গত ২১ এপ্রিল ২৪ তারিখে রাজিবুলকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সরোয়ার হোসেন।

জানা গেছে, পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা পাড়ার মামুন দীর্ঘদিন ধরে সৌদী আরবে চাকুরী করতেন। ছুটিতে বাড়ি এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের অনেকদিন অতিবাহিত হলেও কোন সন্তান না আসায় স্থানীয় কথিত হোমিও চিকিৎসক আলিয়া মাদ্রাসার শিক্ষক রাজিবুল ইসলামের কাছে চিকিৎসা করাতে পাঠান স্ত্রীকে। ছুটি শেষ হলে তিনি পুনরায় সৌদী আরবে চলে যান। এ সুযোগে কৌশলে ওই প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন রাজিবুল। তাদের অবৈধ সম্পর্কে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে ঔষধ খাইয়ে বাচ্চা নষ্টও করে রাজিবুল। একপর্যায়ে প্রবাসীর পাঠানো টাকাও হাতিয়ে নেয় নারীলোভী রাজিবুল ইসলাম। গত ২ মার্চ প্রবাসী বাড়িতে ফিরে তাদের সম্পর্কের বিষয়টি অবগত হন। এমনকি একত্রে দুজনকে ধরেও ফেলেন তিনি। সে সময় রাজিবুল ওই নারীকে বিয়ের শর্তে মুক্তি পেলেও পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এদিকে প্রতিবেদনে ভুক্তভোগী নারীর বরাত দিয়ে বলা হয়েছে, ওই নারীর সন্তান না হওয়ায় হোমিও চিকিৎসক রাজিবুলের কাছে চিকিৎসা করাতে যান তিনি। এ সুযোগ কাজে লাগিয়ে একদিন একটি ঔষধ খেতে দেন রাজিবুল। এরপর তিনি অচেতন হয়ে পড়লে রাজিবুল ওই নারীকে তার চেম্বারের পিছনের একটি কক্ষে নিয়ে শারিরীক সম্পর্ক করেন এবং ওই নারীর আপত্তিকর ভিডিও ধারন করেন রাজিবুল। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনেপর দিন তার সাথে শারিরীক সম্পর্ক করেন রাজিবুল। তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে রাজিবুলের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমান পান। তবে ওই রাজিবুলের বিরুদ্ধে অভিযোগের প্রমান পেলেও তাকে বরখাস্ত না করায় ফুঁসে উঠেছেন শিক্ষার্থীসহ আলিয়া মাদ্রাসার অভিভাবকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক আলিয়া মাদ্রাসার একাধিক অভিভাবক ও এলাকাবাসী বলছেন,আলিয়া মাদ্রাসার সুনাম রক্ষা করতে ওই শিক্ষককে দ্রæত চাকরিচ্যুতসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে শিক্ষার্থীদের উপর প্রভাব পড়বে। যে প্রতিষ্ঠানের শিক্ষক নারীদের জিম্মি করে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে পারে তার কাছে কোন ভাবেই মেয়েদের পড়ানো নিরাপদ হবে না।
তবে অভিযুক্ত রাজিবুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, একজন রোগীর সাথে চিকিৎসকের যে সম্পর্ক থাকে, আমার সাথে ওই নারীর সেই সম্পর্ক রয়েছে। এর বাইরে কোন সম্পর্ক নেই। তবে তার ভিডিও ডকুমেন্ট এবং অডিও সংরক্ষিত আছে এমন প্রশ্নে তিনি বলেন এটি এডিটিং করা।

এবিষয়ে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আখতারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মাদ্রাসার সভাপতি জেলা প্রশাসক মহোদয়। পূর্বের জেলা প্রশাসক মহোদয় বদলী হয়ে নতুন জেলা প্রশাসক এসেছেন। তার সাথে আলোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছুটি না নিয়ে পলাতক শ্যামনগর হরিচর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আ: মান্নান : বরখাস্তের দাবি

নিজস্ব প্রতিনিধি : হত্যা মামলার আসামী হয়ে ছুটি না নিয়ে পলাতক শ্যামনগর হরিচর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, খুলনা বিভাগীয় শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছেন কয়েকজন শিক্ষক। তার অবিলম্বে বহিস্কারের দাবিতে ফুসে উঠেছেন বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে কাশিমাড়ী ইউনিয়নের বিএনপি নেতা ওলি মোল্যা হত্যা মামলায় সম্প্রতি আসামী করা হয়েছে শ্যামনগর হরিচর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান কে। মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছেন তিনি। তবে পালিয়ে যাওয়ার পূর্বে নিয়ম ভেঙে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে জুনিয়র একজন শিক্ষকের উপর দায়িত্ব দিয়ে গেছেন। পালিয়ে থাকলেও মাঝে মধ্যে গোপনে আবার হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন বলে অভিযোগ রয়েছে শিক্ষকদের।

এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে খুলনা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের, হাফিজুর রহমান।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে প্রধান শিক্ষক আব্দুল মান্নান জনৈক এক ব্যক্তিকে পাঠিয়ে মেডিকেল ছুটির আবেদন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে। তবে উপজেলা নির্বাহী অফিসার আবেদনটি গ্রহণ করেনি।

এছাড়া আব্দুল মান্নান অবৈধভাবে কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর মাদ্রাসা এবং কাশিমাড়ী মহিলা আলিম মাদ্রাসার সভাপতি ছিলেন দীর্ঘদিন। এ দীর্ঘ সময়ে লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করেছেন তিনি। সে সময় তার বিরুদ্ধে কথা বলতে না চাইলে একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে তার নানা অপকর্ম।
এবিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা: সঞ্জিব দাশ বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় কে জানানো হয়েছে। তারা যথাযথ গ্রহণ করবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest