সর্বশেষ সংবাদ-
ব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশএডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভাশ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধনশ্যামনগরে সালাতুল ইস্তেকার নামাজ আদায়তীব্র তাপদাহে পুড়ছে উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রিদেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

শুরু হলো নির্বাচনি বছর

গ্রেগরিয়ান পঞ্জিকা থেকে হারিয়ে গেলো আরও একটি বছর। রবিবার দিবাগত মধ্যরাত থেকে নতুন বছরের (২০১৮) দিন গোনা শুরু হলো। একইসঙ্গে দেশে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনাও। দেশের রাজনৈতিক ইতিহাসে ২০১৮ সাল বহুল-প্রত্যাশিত নির্বাচনের বছর। সবকিছু ঠিক থাকলে এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনসহ (ইসি) রাজনৈতিক দলগুলো সারা বছরই তৎপর থাকবে। ফলে বছরজুড়ে রাজনীতি আবর্তিত হবে নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন বিশ্লেষকরাও মনে করছেন, নতুন বছরটি হবে ইতিবাচক রাজনীতির বছর। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরির বছর। নির্বাচন কমিশন, প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলাপকালে এমন আভাস পাওয়া গেছে।

বিদায়ী বছরের শেষ দিনে রবিবার এক অনুষ্ঠানে নতুন বছরকে নির্বাচনের বছর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘নতুন বছর ২০১৮ সাল হচ্ছে নির্বাচনের বছর। এই বছরেই বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ-বিএনপিসহ রাজনৈতিক দলগুলো নতুন বছরকে ঘিরে তাদের প্রস্তুতি শুরু করেছে। নির্বাচনি রাজনীতির জন্য ভোটারদের মনোযোগ আকর্ষণে এরই মধ্যে নিজেদের কৌশলও ঠিক করে ফেলেছে তারা। এক্ষেত্রে ক্ষমতাসীন দলের কৌশল হতে যাচ্ছে সরকারের টানা দশ বছরের নানা উন্নয়ন-অর্জনের প্রচার ও বিএনপিকে চাপে রাখার চেষ্টা। অন্যদিকে বিএনপির কৌশল হচ্ছে, ইতিবাচক রাজনীতি ও জনগণের কষ্ট হয়; এমন কোনও কর্মসূচি না দিয়ে জনগণের সমর্থন আদায়। এ লক্ষ্যে দুই দলই নির্বাচনি এ বছরটির শুরু থেকেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামতে চায়। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে যেতে চায়, ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনের ফসল ঘরে তুলতে এই প্রক্রিয়া অব্যাহত রাখতে চায় গোটা বছর।

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পরিচালিত হবে দলটির সব কর্মকাণ্ড। আওয়ামী লীগকে আগের চেয়ে আরও বেশি জনসম্পৃক্ত করে তুলতে কাজ করার পাশাপাশি বিএনপির ‘নেতিবাচক’ রাজনীতি, দেশ পরিচালনায় তাদের ব্যর্থতা, লুটপাট-দুর্নীতির চিত্র জনগণের মাঝে আগের যেকোনও সময়ের চেয়ে বেশি করে তুলে ধরতে কাজ করবে ক্ষমতাসীন দলটি। একইসঙ্গে বর্তমান সরকারের সাফল্য, উন্নয়ন ও সমৃদ্ধির প্রচারণা নিয়ে নির্বাচন পর্যন্ত জনগণের দুয়ারে যাবে আওয়ামী লীগ।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিও নতুন বছরে পথ চলতে চায় সংসদ নির্বাচনকে সামনে রেখে। ২০১৮ সালে অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্যতম লক্ষ্য স্থির করে এ বছর এগুতে চায় বিএনপি। দলটির নেতাকর্মীরা মনে করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক করে জোটগতভাবে অংশ নিতে হবে। এই নির্বাচনে কোনোভাবেই ফাঁকা মাঠ ছেড়ে দেওয়া হবে না ক্ষমতাসীন আওয়ামী লীগকে। নির্বাচনের মুখোমুখি হবে বিএনপি। আর এই লক্ষ্যকে সামনে রেখেই নতুন বছরে দলটির সব ধরনের কর্মসুচিতে থাকবে নির্বাচনি আমেজ।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি এক সমাবেশে আগামী বছরে দলের কর্মসূচির বিষয় ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেছেন, ‘আগামী বছর আন্দোলন, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের বছর। সবাইকে ঐক্যবদ্ধভাবেই গণতন্ত্রকে উদ্ধার করতে হবে।’

রাজনৈতিক দলের পাশাপাশি নির্বাচন কমিশনও এগুচ্ছে একাদশ নির্বাচনের পথ ধরে। হাঁটবে একাদশ নির্বাচনের লক্ষ্যে তাদের তৈরি রোডম্যাপ ধরে।

এদিকে, ইসির নতুন বছর শুরু হবে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে। মঙ্গলবার (২ জানুয়ারি, ২০১৮) প্রকাশিত হবে হালনাগদকৃত ভোটার তালিকা। এটি চূড়ান্ত হবে ৩১ জানুয়ারি। পরে জুন মাসে তারা চূড়ান্ত ভোটার তালিকার সিডি তৈরি করবে। এর ফাঁকে ফাঁকে তারা সংশোধন করবে আরপিওসহ নির্বাচনি আইনগুলো। পুনর্বিন্যাস করবে সংসদীয় আসনের সীমানা।

নতুন বছরের কর্মসূচি ও লক্ষ্য সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘নতুন বছরে আওয়ামী লীগের লক্ষ্য একটাই। তাহলো নিরঙ্কুশ বিজয়। টানা তৃতীয়বার দলকে ক্ষমতাসীন করতে কাজ করবেন দলের সব স্তরের নেতাকর্মীরা।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ফারুক খান বলেন, ‘নতুন বছরে আমাদের প্রধান করণীয় হবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া। বাংলাদেশের জনগণকে গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রস্তুত করা। দলকে টানা তৃতীয়বার ক্ষমতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা।’ আওয়ামী লীগের লক্ষ্য সম্পর্কে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলো অব্যাহত রাখার পাশাপাশি সম্ভাব্য কাজগুলো দ্রুত শেষ করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডকে জোরদার ও শক্তিশালী করাও আমাদের লক্ষ্য।’

নির্বাচন প্রশ্নে ফারুক খান বলেন, ‘যদি কিছু রাজনৈতিক দল তাদের মাথাটা ঠিক রাখতে পারে, জনগণের ওপর আস্থা রাখতে পারে, তাহলে বাংলাদেশে প্রতিটি নির্বাচনই খুব ভালো হবে।’ তিনি বলেন, ‘জনগণের ওপর আস্থা রাখতে না পারার কারণে বিএনপি-জামায়াত ২০১৪ সালের নির্বাচন বয়কট ও প্রতিহতের চেষ্টা করেছে। তবে তারা ব্যর্থ হয়েছে। আমরা আশা করবো, তারা এবার ভুলটি করবে না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে নির্বাচনে অংশ নেবে।’

জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘নতুন বছরটিকে আমরা পরিবর্তনের বছর হিসেবে দেখছি। ২০১৮ সাল হবে গণতন্ত্রের বিজয়ের বছর। নতুন বছরকে সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নির্বাচনের বছর হিসেবে দেখছি। দেখছি নির্দলীয় অবস্থানের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের বছর হিসেবে। দেখছি জনগণের মনের মতো নতুন সরকার প্রতিষ্ঠার বছর হিসেবে। ব্যর্থতা গ্লানি ও ফ্যাসিবাদের কবর দিয়ে আমরা নতুন বছর গণতন্ত্রের পতাকা উড়ানোর বছর হিসেবে দেখছি।’ বিএনপি তার নতুন বছরের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গোটা বছরই তাদের কর্মসূচি পরিচালনা করতে চায় বলেও জানান দলের এই নেতা।

আগামী নির্বাচন নিয়ে কারও ভিন্ন কোনও পরিকল্পনা থাকলে তা বুমেরাং হবে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি নির্বাচনে যাবে ও বিজয়ী হবে।’ নতুন বছরের কর্মসূচি প্রশ্নে তিনি বলেন, ‘সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে। নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে সবাইকে এক হতে হবে। ছোট দলগুলোর বড় নেতারা তাদের জীবনকে গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন। যেহেতু ২০১৮ সাল গণতন্ত্র ফেরানোর বছর, সেহেতু নিরপেক্ষ নির্বাচন আদায়ে তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবেই বিএনপি এগিয়ে যাবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘২০১৮ সাল হবে গণতন্ত্রের বছর। মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার বছর হবে এটি। মানুষ তার নাগরিক অধিকার ফিরে পাবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, চরম দুর্নীতি থেকে মুক্ত হওয়ার বছর হবে ২০১৮ সাল।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. তারেক শামসুর রেহমান বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, এ বছর ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই, যে নির্বাচনটা ২০১৮ সালে হবে, সেটা যেন অবশ্যই ভালো হয়। আমরা চাই নির্বাচনটি সব দলের অংশগ্রহণে নির্বাচনটি অনুষ্ঠিত হোক। আর এই জন্য দরকার একটি আস্থার সম্পর্ক গড়ে ওঠা খুবই জরুরি। এজন্য আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নির্বাচন প্রশ্নে একটি সমঝোতা প্রয়োজন।’

বিএনপি একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে এমনটি প্রত্যাশা করে ড. তারেক শামসুর রেহমান বলেন, নির্বাচনে না গেলে বিএনপি বড় ধরনের সমস্যায় পড়বে। নিবন্ধন হারানোসহ মামলা-হামলায় জড়িয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমরা চাই সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিরাজ করার জন্য আওয়ামী লীগ-বিএনপিসহ সব দল একটি কার্যকরী পদক্ষেপ নেবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনেরও দায়িত্বটাও অনেক বড়। তারা একটি উদ্যোগ নিতে পারে, যেন দুটো বড় দলের মধ্যে একটি আস্থার সম্পর্ক তৈরি হয়।’ নতুন বছরটি দেশের জন্য শঙ্কা, সহিংসতামুক্ত ইতিবাচক রাজনীতির বছর হবে বলেও মন্তব্য করেন তারেক শামসুর রেহমান।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনসহ ২০১৮ সালে কমিশনের অনেক কাজ রয়েছে। এগুলোকে সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করতে কমিশন রোডম্যাপ ধরে এগিয়ে যাচ্ছে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি নিয়ে এগুচ্ছে।’ সংসদ নির্বাচন ছাড়াও এ বছর বড় বড় কয়েকটি সিটি করপোরেশন নির্বাচন কমিশনকে করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রিটেনে বাংলাদেশি চিকিৎসকের বিরল সম্মাননা প্রাপ্তি

ব্রিটেনে চিকিৎসাসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এমবিই (মেম্বারস অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মাননায় ভূষিত হলেন ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসক আনোয়ারা আলি। এ খেতাব পেয়ে তিনি গর্বিত।

সফল রাজনীতিবিদ আর মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও ড. আনোয়ারা আলীর পরিচিতি রয়েছে। টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলার ও লন্ডনে কনজারভেটিভ পার্টির অন্যতম নেত্রী। ব্যক্তিজীবনে তিনি সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরীর স্ত্রী ও এক ছেলের মা।

রবিবার এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ড. আনোয়ারা আলী বলেছেন, ‘ব্রিটেনে চিকিৎসা ও মূলধারার রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটির সেবায় কিভাবে ভূমিকা রাখা যায় সেজন্য কাজ করে যাচ্ছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১ জানুয়ারি গণ-জন্মদিন !

পহেলা জানুয়ারি গণ-জন্মদিন হিসেবে পালিত হচ্ছে আফগানিস্তানে। প্রকৃত জন্ম তারিখ জানা না থাকায় অধিকাংশ আফগান তাদের জন্মদিন হিসেবে পহেলা জানুয়ারিকেই বেছে নিয়েছেন। খবর এএফপি।

এমনকি যারা তাদের প্রকৃত জন্ম তারিখ জানেন তারাও ১ জানুয়ারিকে তাদের জন্মদিন হিসেবে বেছে নিচ্ছেন। কারণ তারা সোলার হিজরি থেকে কোনো তারিখকে তাদের জন্মদিন বানাতে চায় না। হিজরিতে বছরের প্রথম দিন সাধারণত ২১ মার্চ হয়।

জন্ম সনদ অথবা অফিসিয়াল রেকর্ড না থাকায় বয়স নির্ণয়ের জন্য অনেক আফগান দীর্ঘদিন ধরে মৌসুমি বা ঐতিহাসিক দিনগুলোকে তাদের জন্মদিন বানিয়েছে। কিন্তু ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ফলে এবং পাসপোর্ট ও ভিসার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে আফগানদের জন্ম তারিখ লিখতে হয়। প্রকৃত জন্ম তারিখ জানা না থাকায় তারা নিজেদের পছন্দমত একটি দিন বেছে নেয়। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য জন্মদিনের প্রয়োজন হয়। তাই এখন পহেলা জানুয়ারি আফগানদের গণ জন্মদিনে পরিণত হয়েছে।

সামাদ আলাবি (৪৩) নামে একজন আফগান এএফপি’কে বলেন, পহেলা জানুয়ারি আফগানিস্তানের সব নাগরিকের জন্মদিন বলে মনে হচ্ছে। তারা সোলার হিজরি থেকে কোনো তারিখকে তাদের জন্মদিন বানাতে চায় না। ইসলামিক বর্ষটি শুধু ইরান ও আফগানিস্তানে ব্যবহৃত হয়। এ কারণেই তারা পহেলা জানুয়ারিকেই তাদের জন্মদিন হিসেবে পছন্দ করেন।

গত কয়েক বছরে আফগানিস্তানের প্রধান শহর এবং হাসপাতালগুলোতে জন্মদিনের রেকর্ড রাখা হচ্ছে। আফগান সরকার কম্পিউটারাইজড জাতীয় আইডি কার্ড ইস্যু করার পরিকল্পনাও হাতে নিয়েছে। কিন্তু রাজনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রক্রিয়াটি কয়েক বছরের জন্য স্থগিত আছে।

অফিসিয়াল রেকর্ডের অভাবে, কিছু শিক্ষিত বাবা-মায়েরা তাদের সন্তানদের জন্মদিন কাগজে লিখে কোরআানের ভেতরে রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশ্মীরে নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষে নিহত ৮

ভারতের জম্মু-কাশ্মীরে জঙ্গিদের হামলায় ৫ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ’এর ৩ সদস্য নিহত হয়।

রবিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুরায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)’এর একটি ক্যাম্পে আচমকা হামলা চালায় জঙ্গিরা। কিছু বোঝার আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। তাতেই ৫ নিরাপত্তা বাহিনীর সদস্য মারা যায়।

সিআরপিএফ’এর মুখপাত্র রাজেশ যাদব জানান, ‘সিআরপিএফ-এর পাঁচ সদস্য শহীদ হয়েছেন এবং দুই সেনা সদস্য আহত হয়েছেন। পাশাপাশি দুই জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের বিশ্বাস তৃতীয় জঙ্গিও মারা গেছে’।

তিনি আরও জানান ‘রবিবার ভোর দু’টো নাগাদ সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় দুই অস্ত্রধারী জঙ্গি। তারা অত্যাধুনিক অস্ত্র, গ্রেনেড লঞ্চারে সজ্জিত ছিল। কিন্তু ক্যাম্পে প্রবেশের মুখেই নিরাপত্তারক্ষীরা বাধা দেয়’।

এই হামলা অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যায়িত করে কাশ্মীর পুলিশের ডিজি এস.পি.বেদ জানান পাকিস্তান যতদিন পর্যন্ত জঙ্গি সরবরাহ করে যাবে ততদিন নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরের মানুষ এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে’।

তিনি আরও জানান ‘গত দুই-তিন ধরেই জঙ্গি অনুপ্রবেশের খবর ছিল। সম্ভবত এর আগে চেষ্টা করে বিফল হওয়ায় গতকাল রাতেই হামলা চালায়’।

এদিকে, নিরাপত্তা বাহিনীর ওপর এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও উপমুখ্যমন্ত্রী নির্মল সিং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খামেনির ছবি পুড়িয়ে সরকারবিরোধী আন্দোলন ইরানে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি পোড়ানোর মতো এবার নজিরবিহীন ঘটনার সৃষ্টি করছেন বিক্ষোভকারীরা। দেশটির খোরামাবাদ, যানজান ও আহভাজ শহরে রবিবার মিছিল থেকে আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট হাসান রুহানিসহ ইসলামী বিপ্লবের নেতাদের পদত্যাগ ও তাদের ‘নিপাত’ যাওয়ার দাবিতে স্লোগান দেওয়া হয়েছে। এমনকি আবহার শহরে খামেনির ছবি সম্বলিত সুবিশাল ব্যানারে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

এতে করে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত দু’জন নিহত হওয়ার দাবি করছেন আন্দোলনকারীরা। দেশটির হাজার হাজার মানুষ গত চারদিন ধরে ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী এ বিক্ষোভে অংশ নিচ্ছেন। মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো ও ব্যাপক বেকারত্বের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মাশহাদে শুরু হওয়া বিক্ষোভ থেকে ৫২ জনকে পুলিশ গ্রেফতার করায় দ্রুতই সেটি সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়।

বিবিসি জানিয়েছে, দেশটির বিভিন্ন প্রান্তের মূলত তরুণ ও পুরুষ বিক্ষোভকারীরা সরাসরি দেশ থেকে ‘মোল্লাতন্ত্র’ উচ্ছেদের ডাক দিচ্ছেন। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধসহ ইসলামী প্রজাতন্ত্র ও এর প্রতিষ্ঠানগুলোর সংস্কারও চাইছেন তারা। বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছিলেন, ‘মানুষ ভিক্ষা করছেন, ধর্মপুরুষেরা ঈশ্বরের মতো কাজ করে’।

এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর হুশিয়ারি, আইন ভঙ্গকারী এবং সরকারি সম্পদ ধংসকারীদের পরে জবাবদিহি করতে হবে, এবং আজকের বিক্ষোভের জন্য কঠিন মূল্য দিতে হবে। বিরোধীপক্ষ এবং বিদেশি শক্তি এ বিক্ষোভে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ ইরান সরকারের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফ্রিদিকে আরশি খানের ভিডিও বার্তা, তোলপাড় সোশ্যাল মিডিয়া!

গত সপ্তাহেই ‘বিগ বস’-এর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন আরশি খান। তবে ‘বিগ বস’-এ না থাকলেও আরশি খান খবরের শিরোনামে রাখলেন নিজেকে। সম্প্রতি আরশি খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে অপ্রকৃতস্থ অবস্থায় কথা বলতে দেখা গেছে।

সেই অবস্থাতেই তার হৃদয়ের কথা ব্যক্ত করেছেন বিতর্কিত এই মডেল। অপ্রকৃতস্থ অবস্থায় আরশি খানকে বিখ্যাত বলিউডি গানের নকল করে গাইতে শোনা গিয়েছে, ‘‘আরশি বদনাম হুয়ি, আফ্রিদি তেরে লিয়ে।’’ এর পরে তিনি বলতে থাকেন, ‘‘ভারত বলে পাকিস্তান যাও। পাকিস্তান বলে এখানে আসো। এখন আমাকে কে আপন করে নেবে?’’

পেশায় মডেল। কিন্তু এতটাও বিখ্যাত নন মডেলিংয়ে যে সাধারণ মানুষ তাকে দেখেই চিনতে পারবেন। ভোপালের এই কন্যা দু’বছর আগে বিখ্যাত হয়েছিলেন অন্য একটি কারণে। সেই সময় তিনি অকপট ভাবে বলে দিয়েছিলেন, শহিদ আফ্রিদির সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে।

কিছুদিন আগেই আবার আরশি খান বলেন, তার গর্ভে যে সন্তান রয়েছে, তার বাবা আফ্রিদি। পাশাপাশি, এর আগে সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিকে ধর্ষণের অদ্ভুত ‘হুমকি’ও দিয়েছিলেন তিনি। সেই বিতর্কিত আরশি এবার নতুন বোমা ফাটালেন। দেখা যাক, সেই বিতর্কের আঁচ কদ্দুর গড়ায়। মুখ খোলেন কি না পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলা ইশারাভাষার উপর শিক্ষকদের প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: হাদিপুরে বাংলা ইশারাভাষার উপর প্রভাত শিক্ষকদের ৩দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত তিনদিনের প্রশিক্ষণটি এ্যাকসেস টু সার্ভিসেস এন্ড ইনক্লুসন অব পারসন উইথ ডিজএ্যাবিলিটি(এএসআইপিডি) প্রকল্পের আয়োজনে হাদিপুর ট্রেনিং সেন্টারে লিলিয়ানা ফন্ডস’র সহযোগীতায় ডিআরআরএ’র বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় কালিগঞ্জ, শ্যামনগর উপজেলার ১৫ জন প্রভাত শিক্ষক-শিক্ষিকাদের বাংলা ইশারাভাষার উপর প্রভাত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন প্রতাপ কুমার পাল। কর্মশালায় উপস্থিত ছিলেন ডিআরআরএ’র আঞ্চলিক পরিচালক জিএম আানজির হোসেন, এডিএম তরুণ সরদার প্রমূখ। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা প্রদান স্কুলের প্রভাত শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের ইশারার মাধ্যমে বাংলাভাষা শিক্ষা দিতে পারবে। সহজে প্রতিবন্ধীরা ইশারার মাধ্যমে অন্যদের কথা বুঝতে পারবে বলে প্রশিক্ষণে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন বছরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজি নতুন বছর ২০১৮ উপলক্ষে দেশবাসী, প্রবাসি বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন , নতুনের আহ্বানে পুরাতন সব জঞ্জাল ধুয়ে-মুছে নতুন সূর্যের আলোয় আলোকিত হোক আমাদের প্রিয় মাতৃভূমি। নতুন বছর আামাদের সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক। মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

নতুন বছর উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষা এবং সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত করার ক্ষেত্রে ২০১৭ সালকে আমাদের জন্য একটি গৌরবোজ্জ্বল বছর অভিহিত করে প্রধানমন্ত্রী বাণীতে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বছরটি ছিল বাংলাদেশের জন্য সাফল্যময় বছর।

তিনি বলেন, গত বছর দেশের সামষ্টিক অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, বিদ্যুৎসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ ৫টি দেশের একটি আজ বাংলাদেশ।

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ শতাংশ। দারিদ্র্যের হার ২২ শতাংশে হ্রাস পেয়েছে। মানুষের আয় ও ক্রয় ক্ষমতা বেড়েছে। আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৬১০ ডলার। রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দেড় কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে।

শেখ হাসিনা বলেন, জনগণকে দেওয়া ওয়াদা অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনা করা হচ্ছে। বিচারের রায় কার্যকর করা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, সরকার সুশাসন প্রতিষ্ঠা করেছে। অসাংবিধানিক ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে তার সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।

২০১৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে। এ অর্জন বাঙালি জাতি হিসেবে অত্যন্ত গৌরবের বলেও জানিয়েছেন তিনি। খবর বাসস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest