সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবেরসাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ

আজ বঙ্গবন্ধুর জন্মদিন

আজ বঙ্গবন্ধুর জন্মদিন

কর্তৃক Daily Satkhira

বাসস: আজ ১৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এই বয়সি অনেক রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশার ব্যাক্তিত্বের নেতৃত্ব এবং স্ব-স্ব কর্মকান্ডে নিয়োজিত থাকার নজির থাকলেও আমাদের জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ৫৫ বছর বয়সে প্রাণ দিতে হয়েছিল।

জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দেন । এ উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াতেও প্রতিবারের মত বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল দশটায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণসহ দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে শেখ রাসেল স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ, ‘আমাদের ছোট রাসেল সোনা’ শিশু গ্রন্থের মোড়ক উন্মোচন, সেলাই মেশিন বিতরণ, ‘উঠব জেগে, ছুটব বেগে’ শীর্ষক ভিডিও প্রদর্শন, শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান, বইমেলা উদ্বোধন ও শিশুদের আঁকা আমার ভাবনায় ৭ই মার্চ শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন।বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশী দূতাবাসসমূহে দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে সারাদেশে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ (বর্তমানে মওলানা আজাদ কলেজ) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।বঙ্গবন্ধু ১৯৪৯ সালে তৎকালীন আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৩ সালে তিনি পার্টির সাধারণ সম্পাদক এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের টিকেটে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলির সদস্য নির্বাচিত হন। ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ায় বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়।তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬-দফা ও পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণঅভ্যূত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন।তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি ধাপে-ধাপে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে বাঙালি জাতির ওপর নানা নির্যাতন শুরু করে। বঙ্গবন্ধু একাত্তরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়াল্ড রেজিস্টার এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে।অন্যদিকে ২৫ মার্চ মধ্যরাতে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তাঁর নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালির বহু আকাঙ্খিত বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়।বিংশ শতাব্দীতে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে যারা বিশ্বনন্দিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের অন্যতম।সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিরামহীন সংগ্রামে অবদান রাখার জন্য তিনি বিশ্বশান্তি পরিষদের জুলিও কুরি পদকে ভূষিত হন।বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী নির্বাচিত হন। যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু যখন বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করতে শুরু করেন ঠিক সেই মুহূর্তে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি ও কায়েমী স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করে এবং ওই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি তাঁর ধানমন্ডির বাসভবনে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন।বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু ক্ষণজন্মা পুরুষ। অনন্য সাধারণ এই নেতাকে ‘স্বাধীনতার প্রতীক’ বা ‘রাজনীতির ছন্দকার’ খেতাবেও আখ্যা দেয়া হয়। বিদেশী ভক্ত, কট্টর সমালোচক এমনকি শত্রুরাও তাদের নিজ-নিজ ভাষায় তাঁর উচ্চকিত প্রশংসা করেন।বিগত বিংশ শতাব্দীর কিংবদন্তী কিউবার বিপ্লবী নেতা প্রয়াত ফিদেল ক্যাস্ট্রো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়নশীল হওয়ার সব সূচক অর্জিত; বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘ কমিটির স্বীকৃতি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রথমবারের মতো স্বল্পোন্নত দেশ (লিস্ট ডেভেলপড কান্ট্রি, এলডিসি) থেকে উত্তরণের সব সূচক অর্জন করেছে। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের উন্নয়ননীতিবিষয়ক কমিটির (সিডিপি) মূল্যায়ন শেষে এ কথা বলা হয়েছে।

সিডিপি জানায়, তিন বছর পর ২০২১ সালে উন্নয়নবিষয়ক কমিটি যে মূল্যায়ন করবে সেখানেও বাংলাদেশ সব সূচক অর্জন করলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য যোগ্য বিবেচিত হবে। বাংলাদেশ ১৯৭৫ সালে স্বল্পোন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত হয়।

জেনেভায় অবস্থানরত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল শুক্রবার দুপুরে তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘জাতিসংঘের উন্নয়নবিষয়ক কমিটি গতকাল (বৃহস্পতিবার) রাতে নিউ ইয়র্কে বৈঠকে নিশ্চিত করেছে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সব সূচক প্রথমবারের মতো অর্জন করেছে। আজকে (শুক্রবার) তারা আমাদের জাতিসংঘের স্থায়ী মিশনে এটা নিশ্চিত করে একটা চিঠি হস্তান্তর করবে। ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো লিখেছেন, ‘নিয়ম অনুযায়ী তিন বছরে পর পর দুইবার এটা অর্জন করলেই চূড়ান্তভাবে একটা দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করা হয়। আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে এবং ২০২১ সালে আবারও তা নিশ্চিত করতে হবে একই সূচকগুলো অর্জনের মধ্য দিয়ে। ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী একে বাংলাদেশের ঐতিহাসিক সময় হিসেবে অভিহিত করেন। তিনি বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণ করেন এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

এদিকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক বিভাগ জানিয়েছে, বাংলাদেশ ছাড়াও লাওস ও মিয়ানমার প্রথমবারের মতো স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সব শর্ত পূরণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছক্কা হাঁকিয়ে ফাইনালে বাংলাদেশ

মাহমুদুল্লাহ’র ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। ১ বল হাতে রেখেই শ্রীলঙ্কার দেওয়া ১৬০ রান তুলে নেয় বাংলাদেশ।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১২ রান। হাতে তখন মাত্র ৩ উইকেট। স্ট্রাইকে মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে ইসুরু উদানা। প্রথম বলে কোনও রান নিতে পারলেন না মুস্তাফিজ। পরের বলে আউট হয়ে ফিরে গেলেন কাটার মাস্টার। তখন ৪ বলে দরকার ১২ রান। স্ট্রাইকে মাহমুদুল্লাহ। উদানার তৃতীয় বলে চার মারলেন মাহমুদুল্লাহ।

চতুর্থ বলে ঝুঁকি নিয়ে ২ রান নিলেন। এরপর পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এই সাইলেন্ট কিলার। ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৩ রান করেন রিয়াদ।

এর আগে কুশল পেরেরা ও থিসারা পেরেরার ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পায় লঙ্কানরা। ৪১ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়া শ্রীলঙ্কাকে টেনে তুললেন এই দুই ব্যাটসম্যান। দুজনে মিলে গড়েছেন ৯৭ রানের জুটি। আর এতেই নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকে ১৫৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে কুশল পেরেরা ৪০ বলে খেলেছেন ৬১ রানের দুর্দান্ত ইনিংস। যেখানে ১টি ছক্কা ও ৭টি চারের মার রয়েছে। আর শেষ দিকে মারকুটে ইনিংস উপহার দিয়েছেন থিসারা পেরেরাও ৩৭ বলে ৩ ছক্কা ও ৩ চারে করেছেন ৫৮ রান। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ২টি, সাকিব, মিরাজ, রুবেল ও সৌম্য ১টি করে উইকেট পেয়েছেন।

নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে শুরুতেই ৫ উইকেট খুইয়ে চাপে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজের বোলিং ঘূর্ণিতে মাত্র ৪১ রানেই ৫ উইকেট হারায় হাথুরুর শিষ্যরা।

কুশল মেন্ডিসের পর শানাকার উইকেটও তুলে নেন মুস্তাফিজ। উপুল থারাঙ্গাকে রান আউট করেন মুস্তাফিজ ও মিরাজ। অধিনায়ক সাকিব আল হাসান নিজের দ্বিতীয় ওভারে এসে প্রথম বলেই সাজ ঘরে ফেরান লঙ্কান ওপেনার দানুশকা গুনাতিলাকাকে। লং অনে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে সাব্বিরের হাতে তালুবন্দি হন গুনাতিলাকা।

এর আগে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আর ইনজুরি কাটিয়ে টাইগারদের একাদশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন আবু হায়দার রনি। এদিকে লঙ্কান টিমে পরিবর্তন দু’টি। সুরাঙ্গা লাকমল ও দুশমান্থা চামিরার জায়গায় ইসুরু উদানা ও আমিলা আপোন্সো।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু,রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দাসুন শানাকা, কুসল পেরেরা, থিসারা পেরেরা, জিবন মেন্ডিস, ইসুরু উদানা, আকিলা দনঞ্জয়া, নুয়ান প্রদিপ, আমিলা আপোন্সো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উদ্ধারকৃত খাস জমি খালি করতে ১ মাস সময় দিলেন নবাগত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : শহরের রইচপুরে ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করা সম্পত্তি পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন। শুক্রবার বিকাল ৫টায় পরিদর্শন যান তিনি। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা খাতুন, সদর ভূমি কর্মকর্তা কান্তি লাল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবাগত জেলা প্রশাসক উদ্ধার সম্পত্তি ঘুরে দেখার পর বলেন আগামী ১৪ এপ্রিল ২০১৮ তারিখের মধ্যে উক্ত সম্পত্তিতে থাকা কোন স্থাপনা, মাছ বা ফসল কিছুই থাকবে না। আগামী ১৬ এপ্রিল আমি এখানে আসবো। যদি কিছু থাকে সেগুলো আমি নিজেই ভেঙে দেবো। এখানো নোটিশ দেওয়া হবে না। কারণ নিজের সম্পত্তি থেকে চলে যাওয়ার জন্য কোন নোটিশ দেওয়া লাগে না।
উল্লেখ্য : বিগত কয়েক বছর ধরে পলাশপোল মৌজায়, বিল আবাদালি জে এল নং- ৯৪, ডি এস খতিয়ান ১৯৯৪, দাগ নং- ৪২৩১ জমির পরিমাণ ৫২ শতক, ৪২৩৮ দাগে ৭৪ এ কর ৩৪ শতক, ১২৮০ দাগে ১১৮ একর ৪ শতক ৩টি দাগে ১৯২ একর ৯০ শতক সম্পত্তি। উক্ত সম্পত্তি ইটাগাছা এলাকার মৃত. মাদার মন্ডলের ছেলে মৃত ইমান আলি মন্ডল ৪১ একর ৩৭ শতক, রইচপুর এলাকার মৃত. আতিয়ার রহমানের ছেলে রুহুল কুদ্দুস ১২ একর ৩৭ শতক, মাহাজান সরদার গং ১৪ একর ৩৫ শতক, মফিজউদ্দীন গং ২ একর ৬৬ শতক আসমেত খা গং ৮ একর ৬৮ শতক, মহম্মাদ গং ২ একর, আবু তাহের গং ১ একর ৩১ শতক, আলহাজ্ব নুরুল আমিন হাজী গং ১২ একর ২ শতক জমি সম্পত্তি অবৈধভাবে দখল করে ভোগদখল করে আসছিলো। ভূমিদস্যুরা স্বাধীনতার পর থেকে সরকারি জমি দখলে নিয়ে লক্ষ-লক্ষ টাকা রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করছিলো এমন অভিযোগের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন সরেজমিনে উপস্থিত হয়ে পৌর ৭নং ওয়ার্ডস্থ রইচপুর সাতক্ষীরা মৌজা এলাকা থেকে ভূমিদস্যুদের কবল থেকে সরকারি জমি উদ্ধার করেন সীমানা নির্ধারণ করে দেন। এসময় ১নং খাস খতিয়ানের ৩০০ বিঘা জমি মাপ যোগ করে লাল পতাকা ও সাইনবোর্ড উত্তোলন করা হয়। এদিকে দখল হওয়া জমি উদ্ধার হওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। অপরদিকে সরকারি সম্পত্তি যেন অবৈধ দখল না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকের আশু হস্থক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ম্যাগনেটিভ পিলার উদ্ধার নিয়ে কৌতুহল !

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে মাটি কাটার সময় ম্যাগনেটিভ পিলার উদ্ধার গুঞ্জন নিয়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে এলাকাবাসির মধ্যে। আসলে সেটি মূল্যবান ধাতব পিলার না কি কোন প্রতারক চক্রের পাতানো ফাঁদ এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। উত্তর বাইনতলা গ্রামের আমজেদ মোল্যার পুত্র কামরুল মোল্যা ওরফে কামু মোল্যা দিনমজুর দিয়ে তার ইজারা নিয়া জমিতে মাটি কাটানোর কাজ করাচ্ছিলেন। দিনমজুর মৃত মথুর কৃষ্ণ সরকারের পুত্র মাদার সরকার জানান, মাটি কাটার সময় মনিন্দ্র’র কোদালে শক্ত কিছুর আঘাতের শব্দ হলে তিনি মাটি খুড়ে দেখেন সোয়া একহাত লম্বা ধাতবের পিলারাকৃতির একটি বস্তু। এর পরপরই কামরুল তাদেরকে এখানে কাজ করার প্রয়োজন নেই এমন অযুহাতে অন্যাত্র কাজ করার কথা বলে সেখান থেকে নিয়ে আসেন। দিনমজুরদের বক্তব্য তাদেরকে বাড়ির পুকুরে কাজ করতে বলে কামরুলের স্ত্রী ও পুত্র রাজিম সেটি উঠিয়ে তাদের ঘরে নিয়ে যান। বিষয়টি নিয়ে এলাকার ব্যাপক আলোচনা সমালোচনা চলতে থাকে। তাদের ধারণা এটি বৃটিশ ম্যাগনেটিভ পিলার বা থাম। যা অতি মূল্যবান। জমির মালিক বড়দল গ্রামের মৃত: আব্দুল জব্বারের পুত্র আশরাফুল ইসলাম, স্থানীয় মিলন মোল্যাসহ অনেকে জানান, কয়েক বছর ধরে লোক মুখে বলতে শুনেছি ঐখানে একটা পিলার আছে। রাতের আধারে জমির একাধিক জায়গায় খোড়া-খুড়ির চিহ্নও আছে। কামরুল সেটি পেয়েছে এবং গোপনে বিক্রয়ের পায়তারা চালাচ্ছে। গত ৮ মার্চ বৃহস্পতিবার ঘটনার দিন থেকে কামরুল পালাতক। কামরুলের ব্যবহৃত মোবাইল ফোনে তার সাথে কথা হলে তিনি প্রতিবেদককে ঘটনাটি প্রচার না করার জন্য অনুরোধ জানান। তিনি ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রচার না করার জন্য প্রতিবেদককে বিকাশে টাকা দেওয়ার জন্য একাধিক বার ফোনে যোগাযোগ করেন। কামরুলের স্ত্রী রিজিয়া খাতুন জানান, মাটি কাটার সময় একহাত লম্বা একটি খোয়া-সিমেন্ট জমানো পিলার মত পাওয়া যায়। সেটি কি দেখার জন্য আমি ভেঙ্গে ফেলেছি। যার খোয়া-বালির টুকরো তার উঠানে রাখা আছে। পার্শ্ববতী প্রাইমারী স্কুলের একাধিক শিক্ষার্থীর বক্তব্য ঘটনার দিন রাতে কে বা কারা তাদের স্কুলের বাথরুমের স্লাপ ভেঙে নিয়ে গেছে। তাদের বক্তব্য অনুযায়ী কামরুলের বক্তব্যে যে সিমেন্টের পিলার ভাঙার কথা বলা হয়েছে সেটা ঐ বাথ রুমের স্লাপের অংশ। আশাশুনি থানার এসআই বিশ্বজিৎ সরকার প্রতিবেদককে জানান, হয়তো একটি প্রতারক চক্রের সেন্ডিকেড কাজ করছে ওখানে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা জানান, মাটি কাটার সময় সীমানা পিলার পাওয়া গেছে এবং সেটি কামরুলের কাছে আছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা দরকার। বিষয়টি নিয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি তৎক্ষনাত বিষয়টি তদন্তে এসআই বিশ্বজিৎ সরকারের দায়িত্ব দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সারাদিন কোরআন খতম ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার। বিকাল ৪টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সাতক্ষীরা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যগণ, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনাসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ। সংশ্লিষ্ট সকলকে উক্ত সময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গাজী টায়ারস্ এর গ্যারেজ মেকানিক মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক : “ নিরাপদ হোক পথচলা..” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় গ্যারেজ মেকানিক মিলন মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গাজী টায়ারস্ এর আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট সেন্টারে উক্ত মিলন মেলাটি অনুষ্ঠিত হয়। গাজী টায়ারস্ এর ডেপুটি ম্যানেজার এস.এম কামরুল হাসানের সভাপতিত্বে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানিটির হেড অব মর্কেটিং এন্ড সেলস তরুন চন্দ্র রাজ বংশী। সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) এহতেশাম রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার আওলাদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জোনাল সেলস ম্যানেজার সুমন্ত বিশ্বাস, সুশান্ত পাল প্রমুখ। বক্তারা গাজী টায়ারসের গুনগত মান, সেবাসহ দেশীয় পন্য ব্যবহারে মেকানিকদের উদ্বুদ্ধ করা হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার চার শতাধিক গ্যারেজ মেকানিক উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরো তিনজন দেশে ফিরল

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে আহত আরো তিনজনকে দেশে ফেরত আনা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের দেশে ফেরত আনা হয়। তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে।

নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, আহত মেহেদী হাসান, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা এবং মেহেদীর ফুপাত ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি শুক্রবার দুপুরে দেশের উদ্দেশ্যে রওনা হন। বিকেল সাড়ে তিনটার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। কাঠমুন্ডু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তারা। এর আগে তাদের দেশে ফেরার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়।

তাদের চিকিৎসার সব কিছুই বহন করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এছাড়া শাহরিন আহমেদক নামের ওই দুর্ঘটনায় আহত আরেক যাত্রীকে ইউএস-বাংলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১। এতে ৫০ জন নিহত হন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest