সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮

নলতায় ২৬ মার্চ উদযাপনে আলোচনা সভা

নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আ’লীগের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাঃ ডাঃ আফম রুহুল হক’র নলতার টাউনপাড়ার বাসভবনে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আ’লীগ নেতা আব্দুল খালেক, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন স্বেচ্ছালীগের সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ,ইউনিয়ন ছাত্রলীগের সাইফুল ইসলাম, তারিকুল ইসলাম, নয়ন, মাহবুব, মামুন, সুজন প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে তারকনাথ বিদ্যাপীঠে ক্রীড়া প্রতিযোগীতা

নলতা প্রতিনিধি : কালিগঞ্জে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৬০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি ও রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রতনপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এম আহম্মাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, ইউপি সদস্য বাবু গাজী, সাইফুল ইসলাম, মোস্তফা, সুপেন মন্ডল, নুরুন্নাহার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরি, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুধি ও সাংবাদিকবৃন্দ। ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বালুইগাছা যুব ঐক্য সংঘের আহবায়ক বাবলু,যুগ্ন আহবায়ক শফি

ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ধুলিহর বালুইগাছা যুব ঐক্য সংঘের আহবায়ক কমিটি গঠন উপলক্ষ্যে গতকাল বিকালে থান্দার পাড়ায় এক আলোচনা সভা মোঃ আবুল হোসেন বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন আলহাজ¦ কওসার মোড়ল,সাবেক মেম্বর আঃ রশিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম, শাহাদাৎ হোসেন বাবু,আঃ মাজেদ থান্দার,শেখ শামছুর রহমান,আঃ হামিদ,আয়ুব আলী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আবুল হোসেন বাবলুকে আহবায়ক ও মোঃ শফিকুল ইসলাম শফিকে যুগ্ন আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এছাড়া উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বজ্রপাতে গৃহবধু নিহত

তরিকুল ইসলাম লাভলু : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী গ্রামে গৃহবধু বজ্রপাতে নিহত হয়েছে। বজ্রপাতে নিহত গৃহবধুর নাম ঝর্ণা রাণী ঘোষ (৩২) সে উপজেলার উজয়মারী গ্রামের সরজিৎ ঘোষের স্ত্রী ও দেয়া গ্রামের চন্দ্র শেখরের কন্যা এবং ২ সন্তানের জননী। সরেজমিনে গিয়ে জানাযায়, সোমবার সন্ধ্যায় পুকুর থেকে হাঁস আনার সময় পুকুর পাড়ে নারিকেল গাছে বজ্রপাতে এ দূর্ঘটনা ঘটে। বজ্রপাতে মায়ের কোলে থাকা শিশু শুভজিৎ ঘোষ (২) কোল থেকে ছিটকে পড়ে আহত হওয়ায় তাৎক্ষনিক তাকে চিকিৎসার জন্য কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাঃ শিশুটি আশঙ্খা বলে জানান। বজ্রপাতে গৃহবধুর মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবাগত জেলা প্রশাসককে ভূমিহীন ঐক্যপরিষদের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্যপরিষদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ইফতেখার হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ভূমিহীন ঐক্য পরিষদের সভাপতি মোঃ কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দেবহাটা কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ওহাব আলী সরদার, ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, মোঃ শওকত হোসেন, দেবহাটা নোড়ারচক ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল গফফার, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুজ্জামান টুটুল, দেবহাটা ইউপি সদস্য শহীদুল ইসলাম, শ্যামনগর ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি মোকছেদ আলী, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান, বাবলু হাসান, নোড়ারচক ভূমিহীন সংগ্রাম কমিটির সদস্য রুহুল আমিন, আব্দুল মালেক, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুস সেলিম, ইব্রাহিম হোসেন মধু, নাজমা খাতুন, হাফিজুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বি এম আলাউদ্দীন ঃ আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ফকরাবাদ ঈদগাহ মাঠের ৭ তম তাফসীরুল কোরআন মাহফিল। রবিবার বাদ আছর হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সুমিষ্টভাষী বক্তা মিডিয়া ব্যক্তিত্ব বিভিন্ন পত্র-পত্রিকার লেখক হাফেজ ক্বারী মাওলানা মুফতি ওলীউল্লাহ পাটয়ারী খতিব বাইতুননূর কেন্দ্রীয় জামে মসজিদ দক্ষিণ পীরের বাগ গুলী মার্কেট ঢাকা। দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা ক্বারী সাইফুল্লাহ আনোয়ার। মাহফিলের মধ্যে দিয়ে ফকরাবাদ হাফিজিয়া মাদ্রাসার নতুন দুই জন হাফেজদের পাগড়ী প্রদান করা হয় এবং হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও হাফেজ দের নগত অর্থ প্রদান করেন মোঃ আকরাম বিশ্বাস।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আ-লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম সাহেবের এর প্রতিনিধি এম এম সাহেব আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মোঃ রবিউল গাজী এবং ইউপি সদস্য বৃন্দ, আ-লীগ নেতা মন্টু সরদার, বড়দল কৃষকলীগ সভাপতি মোঃ সোহরাব হোসেন যুবলীগ নেতা সাংবাদিক বি এম আলাউদ্দীন।
সভাপত্বিত করেন জি এম জুবায়েদ হোসেন। মাহফিল পরিচালনা করেন মোঃ ইসহাক সরদার সার্বিক তত্বাবধনে ফকরাবাদ যুব কমিটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুল বার্তার কারণে বিধ্বস্ত হলো বিমানটি!

নেপালের কাঠমুন্ডুতে বিধ্বস্ত বিমানটি ভুল বার্তার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে বলে দাবি করেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্তৃপক্ষ।

ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ জানান, নেপালের ত্রিভুবন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে দেয়া ভুল বার্তার কারণে সোমবার বিমান দুর্ঘটনা ঘটেছে।

ইমরান আসিফ বলেন, বিমানের ক্যাপ্টেনের সঙ্গে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে ভুল বার্তা দেয়া হয়েছিল। ইতিমধ্যে এর অডিও বার্তা ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

এদিকে বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৫০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু সহ মোট ৭১ জন মানুষ ছিলেন।

তবে ইউএস বাংলার দাবির প্রেক্ষিতে নেপাল কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিমানবন্দরে কোনো ত্রুটি আছে বলেও এখনো স্বীকার করেনি তারা।

এদিকে বিমানে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। বিমান উড্ডয়নের আগে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল এবং তখন কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব-অপু আর স্বামী-স্ত্রী নন

চিত্রনায়ক শাকিব খান-অপু ব্শ্বিাস আর স্বামী-স্ত্রী নন। ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ তাদের সমঝোতা করিয়ে দিতে নিয়মানুযায়ী তিনটি শুনানির আয়োজন করেছিল।

যার শেষটি হওয়ার কথা ছিল আজ ১২ মার্চ। কিন্তু শাকিব কোনোটাতেই অংশ নেননি। অপু বিশ্বাস প্রথমটি এসেছিলেন। কিন্তু সমঝোতার পথ বন্ধ হয়ে গেছে বুঝে বিচ্ছেদ মেনে নেন। ডিএনসিসির মতে, আজ সোমবারই বিচ্ছেদ হয়ে গেছে শাকিব-অপুর।

ঢালিউডের দর্শকনন্দিত জুটি শাকিব-অপুর দেখা হয় ২০০৬ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবির সেটে। ২০০৮ সালের ১৭ এপ্রিল সোহানুর রহমান সোহানের ‘কথা দাও সাথী হবে’ ছবিতে কাজ করার সময় অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। ১৮ এপ্রিল শুক্রবার বিয়ে হয় তাদের। অপু বিশ্বাস থেকে হয়ে যান অপু ইসলাম খান।

কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর জুটির একমাত্র সন্তান আবরাম খান জয়ের। দীর্ঘ সময় ধরে বিয়ে-সংসার-সন্তানের বিষয়গুলো লুকিয়ে রেখেছিলেন তারা। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান নিয়ে জনসমক্ষে আসেন অপু। বিষয়টি ভালোভাবে নেননি শাকিব। একই বছরের ২২ নভেম্বর শাকিব তালাকের চিঠি পাঠান অপুকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest