সর্বশেষ সংবাদ-
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় বিআরটির রোড শোতালায় বালু বিক্রয় নিয়ে সংঘর্ষে আহত ৪ : ভুক্তভোগী পরিবারের অভিযোগলাবণ্যবতী খালের উপর কাঠের ব্রিজটি যেন মৃত্যুর ফাঁদসাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম শাকিলবর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনারশ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতাসংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা কালবেলার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেসাতক্ষীরায় শ্রমিক নেতা মনিকে আটকের প্রতিবাদে মানববন্ধনপিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধন

কলারোয়ায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগদান

কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ আ.লীগের উন্নয়ন ও সফলতা দেখে স্বেচ্ছায় কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের হাতে ফুল দিয়ে অর্ধশতাধীক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। শুক্রবার বিকালে উপজেলা আ’লীগের সভাপতির বাসভবণে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মাহবুবুর রহমান মফের নেতৃত্বে বিএনপি থেকে আ’লীগের যোগদান করেন- ২নং ও ৪নং ওয়ার্ডের বিএনপি কর্মী আলমগীর কবির বাবলু, আ: আলিম, আবু মুছা, মিজানুর রহমান, জাকির হোসেন, আ: জলিল, মাওলানা নাদিমুদ্দিন ফারুকী, তোহার মোহাম্মাদ, মো: আলমগীর হোসেন, শিশির, মহির, নাজিবুল্লাহ, শফিকুল, নুরুল ইসলাম, সাজাউদ্দিন, জাহিদ, সায়দুর রহমানসহ অর্ধশতাধীক নেতাকর্মী উপজেলা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে আ’লীগে যোগদান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা মহিলা লীগের সভাপতি প্রভাষক সুরাইয়া ইয়াসমির রতœা, উপজেলা মহিলালীগের সদস্য ও ইউপি সদস্য কাজল, দেয়াড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ইউপি সদস্য আ: রশিদ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিনটি মৃদুহাসি

তিনটি মৃদুহাসি

কর্তৃক Daily Satkhira

বাবলু ভঞ্জ চৌধুরী
তিনটি মৃদুহাসি

আমাকে যখন গুলি করা হল, সে তখন ছবি তুলছিল। এ সব ছবি নাকি ভাইরাল হয়। অন্তর্জালে বিক্রি হয়, টাকা আসে। বেকার যুবকের এটাই নাকি বাঁচার পথ।

হাসপাতাল থেকে ফিরেছি। এ ফেরাটা অস্বাভাবিক। ঘোলাটে। আমার জীবনে দুটো ‘ঘোলাটে’ ছিল। এখন তিনটে হ’ল। অন্যদুটো বলা দরকার। এক. বেঁচে থাকতে আমি বাঁচার আশা করি। মরণের সময় করিনা। স্পষ্ট মনে আছে, গুলির সময়―আমার মধ্যে অন্য কেউ বাঁচার আশা করেছিল। সে কে―তা আমি জানিনে। এখন আমি জানি, মরণে বাঁচার আশা করে সে। তার আশার মধ্যেই মানুষ নিথর হয়ে যায়। প্রতি অনুক্ষণে এমন ‘নিথর’ ঘটছে । তাই বোধহয় পৃথিবী জেগে থাকে। দুই. আমি খুব কচিৎ স্বপ্ন দেখি। দেখি―আমি পড়ে যাচ্ছি। অনেক উঁচু থেকে আমি পড়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসি। ভাবি, পৃথিবী কি আমাকেশুদ্ধু পড়ে যাচ্ছে? মহাকাশে গ্রাভিটি আছে। কোনো মহাগ্রাভিটির টানে আমরা পড়ে যাচ্ছি? অনন্ত কাল ধরে পড়ছি নিয়ত? কার কাছে শুনব এর উত্তর? আমি জানি , কেউ এর উত্তর দিতে পারেনা। ঠিক করেছি―আমিই সবচেয়ে ভালো উত্তরদাতা। আর কেউ নেই। তাই উত্তর খুঁজতে খুঁজতে ঘুমিয়ে পড়ি আবার।

আমার শয্যাটা বেশ! ময়লা তেলচের মধ্যে আমার নিজের গন্ধটা বেশ শক্তিশালী। ভালোলাগে যে, অন্তত একটা ‘শক্তিশালী’র সাথে আমি আছি। সে এত শক্তিশালী যে , ফাগুন বাতাসে ভেসে আসা মৌ-মৌ গন্ধকে মুহূর্তেই খেয়ে ফেলে।

মানুষ নাকি নিজের মুখ নিজে দেখতে পারে না। আগে বিশ্বাস করতাম। এখন করিনা। এখন আমি নিজের মুখ নিজে দেখতে পারি। গুলি লাগার পর আমি অনেক কিছু পারি। আমার ঠোঁটের কোণে হাসি আসে। সব সময় না। কিছু কিছু মুহূর্তে। সেই হাসি দেখার জন্য,আমি নিজের মুখ দেখতে শিখেছি। কারণ কোনো আয়নায় সে হাসি ধরা পড়েনা। আমি ভয়ানক এক পরিণতি জেনেছি। আমার ঠোঁটে তিনবার মৃদুহাসি ফুটবে। তিনটেই আমি দেখতে পাব। তিনবার যেদিন পুর্ণ হবে―সেদিন আমি মরে যাব। ভয়ানক? না, যা সত্য –তা ভয়ানক হয় না। তা সাবলীল। তা মানতে হয়। আমি মানার চেষ্টা করি। নানা, আমি তলস্তয় এর ‘ মানুষ কীভাবে বাঁচে’ গল্পের মতো বলছিনা। আমি এঞ্জেল না। আমি মানুষ। কিন্তু আমি জানিনা―আমার মৃদুহাসিটা মানুষী কিনা। আমি এখনো দেখিনি।

পত্রিকায় ছবিতোলা যুবকের সাক্ষাৎকার এসেছে। সাংবাদিক প্রশ্ন করে, আততায়ীকে আপনি নিবৃত্ত করতে পারতেন, কেন করলেন না? যুবক উত্তর দেয়, নিজে বাঁচব বলে। একজনের মৃত্যুর দৃশ্য ধারণ করে আমি বিকোব বলে। আমি টাকা পাব বলে।

যুবক সম্পর্কে প্রতিদিন খবর আসছে। একজন মনোচিকিৎসক বলছেন, ডারউইন পড়েন নি? এটা জৈবিক । তবে অতি-জৈবিক।

একজন দার্শনিক বললেন, আসলে নিছক কার্যকারণ। বাঁচা। এছাড়া কোনো মানে নেই। পৃথিবীটা আসলে নিছক কার্যকারণের। যেমন বীজতলায় ধান ফেললে চারা হয়―তেমনি। কোনো উদ্দেশ্য নেই। কেউ কেউ এই দার্শনিককে নৈরাশ্যবাদী বললেন।

একজন কবি বললেন, আমি অনেক ভেবেছি, আসলে বাঁচাই যখন আসল, অন্যের মৃত্যু সেখানে মামুলি।

আমি পড়ি । আমি ঠোঁটের কোণে হাসি দেখতে পাই! একবার। আর দুবার। তাহলেই শেষ! আমি আর পড়িনা।

আমাকে উঠোনে রাখা হয়েছে। রোদে আমি ভাসি। আকাশের নীলে চোখ রাখি। আকাশ এখানে নীল। ওখানে নীল নয়। যেখানে নীল নয় ―আমি মনে মনে সেখানে যাই। একই আকাশে যাই। আমার অসম্ভব গতি। আলোর চেয়েও গতি। তা নাহলে একজন্মে মিলিয়ন আলোকবর্ষ দূরে আমি যাব কী করে? ভাবি, শরীরই কী সব? আমাকে কী যেতেই হবে? গ্যালাক্সি থেকে গ্যালাক্সীতে কি যেতেই হবে? আর কেউ কি আসবে? যে অযুতবর্ষ আয়ু পাবে! যে আলোর চেয়ে গতি পাবে!

মাথার কাছে এসে পড়ে একটা ঘুড়ি। লাল কাগজের ঘুড়ি। ঘুড়ি কথা বলে। আমি শুনতে পাই। বলে, মাটিতে তাকাও। নিজের দিকে তাকাও। আকাশ তোমার সাধ্যাতীত। বিশ্বের সকল বৈশিষ্ট্য তোমার মধ্যে। তোমার মধ্যে সকল উত্তর। ছোটর মধ্যেই সব বড় আছে। ছোটকে দেখ। আমি ছোটকে দেখার ইচ্ছা করি। দেখি ছোট অনেক বড়। তার কাছে আমি অনেক ছোট। আমি ঠোঁটের কোণে হাসি দেখতে পাই। আবার হাসি! আর একবার! আমি আর ভাবিনা।

ঘুড়ির ছেলেটা দৌড়ে আসে। চোখ পিটপিট করে। ঘুড়িটা নেয়। বলি, ঘুড়ি যদি ছিঁড়ে ফেলতাম! ছেলেটা হাসে। বলে, বিশ্বাস করিনা। তোমার হাত নেই, বাতাসের ভয় ছিল, বাতাস ছিঁড়তে পারত।

সত্যি আমার হাত নেই। ছেলেটা জানে। যে দুটো হাত আছে― তা বাড়তি। এখন বোঝা। আকার থাকলেই হাত হয় না। তা অন্যকিছু। কাজ না করলে , পরিচয় অর্থহীন।

ছেলেটা সুতো পেঁচায়। ঘুরিয়ে ঘুরিয়ে ঘুড়ির মাথায় সুতো পেঁচায়। আমি আবার ঠোঁটের কোণে হাসি দেখতে পাই। তৃতীয় বার! এবার আমি মরে যাব! দ্বৈবকথা ফলে! আমি ছেলেটিকে দেখতে পাচ্ছি না। এখনই কী মরে যাব? আমি কি মরে গেছি? আমি চিমটি কাটি। আমার গায়ে চিমটি কাটি। জোরে চিমটি কাটি। খুব জোরে। আমার মাথা বলে, চিমটি কেট না, ব্যাথা লাগে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণ মামলায় ৭৬ বছরের বৃদ্ধ আটক, কিশোরী অন্তঃসত্ত্বা

ধর্ষণের শিকার ১৩ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ৭৬ বছর বয়সী আবদুল ওয়াহাব নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের হাবিব নগরের আঘাপুরার। ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৭ সালের জুনের দিকে কিশোরীকে ধর্ষণ করেছেন।

পুলিশ জানিয়েছে, কিশোরীর অভিভাবকরা ইতোমধ্যেই এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। তার পরই ওয়াহাবকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, কিশোরীর বাবা অভিযোগে উল্লেখ করেছেন, তার মেয়েকে চকলেট ও চিপসের লোভ দেখিয়ে বাসায় নিয়ে গিয়ে ২০১৭ সালের জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়েছে। বর্তমানে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। বর্তমানে সাত মাসের গর্ভবতী সে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তিন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: বিখ্যাত বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা ও জামাল নজরুল ইসলাম-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিজ্ঞান আন্দোলন মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় শহীদ রীমু স্মরণিস্থ সকাল কম্পিউটার সেন্টারে আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাতক্ষীরা জেলা সভাপতি সকাল সরকারের সভাপতিত্তে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জনার্দন দত্ত নান্টু। আরো আলোচনা করেন বাসদ সাতক্ষীরা জেলার সমন¦য়ক কমরেড নিত্যানন্দ সরকার, আবু তালেব মোল্লা, ইশারত আলী, তপতী মল্লিক, প্রমুখ। প্রধান আলোচক জনার্দন দত্ত নান্টু তার আলোচনায় তিন বিখ্যাত বিজ্ঞানীর জীবনের নানা দিক ও তাঁদের বিজ্ঞান গবেষণার বিষয়বস্তু বর্ণনা করে আজকের দিনেও শিক্ষার্থীদের তাঁদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ আটক ১

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল: ভারতে পাচারের সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী ট্যাংকীর মোড় থেকে ৫০ লাখ টাকার ১০ পিস (১ কেজি ১শ ৭০ গ্রাম) স্বর্নের বার সহ মনিরুল (২৫) নামে একজন পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুর ১ টার সময় স্বর্নের বার সহ বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়ার সাবের আলীর ছেলে মনিরুলকে আটক করা হয়।

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাংকির মোড়ে অভিযান চালিয়ে বাইসাইকেল ও হাতে কাস্তে নিয়ে যাওয়ার সময় মনিরুলকে গতিরোধ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০ পিস (১ কেজি ১শ ৭০ গ্রাম) স্বর্ন উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ৫০ লাখ টাকা। তিনি বলেন স্বর্ন বহন কারি মাঠে যাওয়ার ছদ্মবেশে মাজায় গামছা ও গায়ে গেঞ্জি ও হাতে কাস্তে নিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল।
আটককৃত স্বর্ন বহনকারী মনিরুলকে স্বর্ন পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সপোর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এস,আই সুজিত ঘটনাটি স্বীকার করে বলে আসামিকে শনিবার সকাল ১০ টার সময় যশোর আদালতে হাজির করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছুটির বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবকন্যা

তিনি প্রধানমন্ত্রী। কিন্তু ঘরে একজন শাশ্বত বাঙ্গালি নারী। যিনি সুযোগ পেলেই ঘরে সন্তানের জন্য নিজ হাতে খাবার রান্না করেন, নাতনীর চুলে বেণী করে দেন, খোলা মাঠে নাতির হাত ধরে খেলায় মেতে উঠেন। তিনি আর কেউ নন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীত্বর বাইরে যিনি তার মানবিক ও শিশুসুলভ হৃদয় দিয়ে জয় করেছেন সাধারণ জনগণের হৃদয়। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও তার নিদর্শন আবার পাওয়া গেল।

ছুটির বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে দেখা করতে এসেছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও সাকিব উম্মে আল হাসান শিশির দম্পতি। সঙ্গে ছিল তাদের একমাত্র কন্যা আলাইনা। ফুটফুটে আলাইনাকে কাছে পেয়ে প্রধানমন্ত্রী খুশিতে আটখানা। তাইতো পুরো সময়টা জুরে আলাইনাকে কোলে নিয়ে গল্প করেছেন, মেবাইলে গেমস খেলেছেন, অ্যাকুয়ারিয়ামের রঙ্গিন মাছ দেখিয়েছেন সে সঙ্গে আলাইনা কতটুকু কথা বলতে শিখেছে তারও পরীক্ষা নিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও আলাইনার মধ্যকারএ ঘটনাগুলোর কথা জানা যায় শুক্রবার রাতে শিশিরের ফেসবুক পোস্ট থেকে। আলাইনা ও প্রধানমন্ত্রীর খুনসুটির ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আলাইনা আজকে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে খুবই ভালো একটা সময় কাটালো। প্রধানমন্ত্রী একজন অসাধারণ মা ও বেশ যত্নশীল ব্যক্তিত্ব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বড়দলে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ !

আশাশুনি ব্যুরো : আশাশুনির বড়দলে সরকারি রাস্তা দখল করে নির্মাণ হচ্ছে বসত ঘর। সরেজমিন ঘুরে দেখা গেছে, আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের তেঁতুলিয়া ব্রীজের নিচে থেকে গোলায়াডাঙ্গা বাজার পর্যন্ত আদর্শ গ্রামের পিছনের রাস্তা দখল করে এ ঘর নির্মাণ করছেন একই গ্রামের সিদ্দিকের স্ত্রী আমেনা বেগম। রাস্তার এক তৃতীয় অংশ দখল করে নির্মাণ হচ্ছে ঘরের ভীত। ঘরের বিপরিতে ব্রীজের তলা ভরাট করে রাস্তাটির দিক পরিবর্তন করা হচ্ছে। এব্যাপারে এলাকার একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে জানান, এই রাস্তা দিয়ে আগে ৩ চাকার বিভিন্ন যানবাহন চলাচল করত। কিন্তু রাস্তাটি বর্তমানে দখল করায় মহিলা বলে ভয়ে তাকে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আমেনা বেগম জানান আমি রাস্তা দখল করলেও অন্য পাশে মাটি দিয়ে রাস্তা নির্মাণ করে দিয়েছি, তাহলে সমস্যা কোথায়? এব্যাপারে বড়দল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রনজিৎ কুমার জানান আমি ঘটনা স্থলে গিয়ে ঘর নির্মানের কাজ বন্ধ করে রাস্তা উপর থেকে মাটি সরানো নির্দেশ দিয়েছি। কিন্তু শুক্রবার অফিস বন্ধ থাকায় তারা পুনরায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে আমি জানতে পেরেছি। পরবর্তীতে দফাদার পাঠিয়ে কাজ বন্দের নির্দেশ দিয়েছি। রবিবার অফিস খুললে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাংগঠনিক ও নীতিমালা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শাখার আহবায়ক মো. সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলমগীর মল্লিক, কাজী জহিরুল ইসলাম বুলবুল, এম শরীফ উল আলম, কাজী শাহ-আলম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক মো. ছফিউল্লাহ ভূঁইয়া সাগর, নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কাইয়ুম সরকার, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, মাওলানা আফসার উদ্দিন, মিহির কুমার বিশ^াস, মনজুর খান চৌধুরী, জাহাঙ্গীর হোসেন মোল্যা, আবু ছালেক, শেখ আনজারুল ইসলাম, নাসির উদ্দিন, আজম, রজিবুল ইসলাম, মো. রোকন উদ্দিন বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মিলন আহম্মেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest