নিদাহাস ট্রফির মিশন দুর্দান্তভাবে শুরু করলো বাংলাদেশ। মঙ্গলবার শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে টাইগাররা জিতেছে বড় ব্যবধানে, ৪২ রানে। আগামী বৃহস্পতিবার প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে এই জয় বাংলাদেশকে উজ্জীবিত করবেই।
কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাট করে ২০ ওভারে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৫ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। সাবেক টেস্ট অধিনায়কের ৪৪ বলের ইনিংস সাজানো তিনটি ছক্কা ও ছয়টি চারে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান মাহমুদউল্লাহর। টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের ২৭ বলের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও দুটি চার।
লিটন দাসও খেলেছেন ঝড়ো ইনিংস। ১৮ বলে তিনটি ছক্কা ও ছয়টি চারে ৪০ রান করেছেন তিনি। এছাড়া আরিফুল হক ১৫ আর নুরুল হাসান ১২ রান করে অপরাজিত ছিলেন। তবে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। কোনও রান না করে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি ওপেনার। দেশসেরা ওপেনার তামিম ইকবাল এ ম্যাচে খেলেননি।
জবাবে ৮ উইকেটে ১৪৫ রানে থেমে যায় স্বাগতিক দলের ইনিংস। দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেন দারুণ বোলিং করেছেন। দুজনেরই শিকার দুই উইকেট, রুবেলের খরচ ১৯ আর তাসকিনের ১৬ রান। একটি করে উইকেট নিয়েছেন সৌম্য, আবু হায়দার, নাজমুল ইসলাম ও মেহেদী হাসান।

র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সদস্য সচিব ও বারসিক কর্মকর্তা গাজী আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
