সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও মানববন্ধন

এম. বেলাল হোসাইন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজের সভাপতিত্বে ও সাতক্ষীরা গণজাগরণ মঞ্চের সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, উন্নয়নকর্মী মাধব দত্ত, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলী, উদীচি সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল, সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মাদ আহাদ, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি হাসান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম রেজা মুকুল, জাসদ নেতা আমির হোসন খান চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাক্ষেীরা জেলা কমিটির সদস্য প্রভাষক সুভাশীষ, সাতক্ষীরা জেলা ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, নাগরিক আন্দোলন মঞ্চের নেতা রওনক বাসার, ইকবাল লোদী, কনক দাশ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ড. জাফর ইকবালের উপর মুক্ত চিন্তার উপর তথা মুক্তিযুদ্ধের চেতনার উপর আক্রমণ। সন্ত্রাসীরা একের পর এক প্রগতিশীল লেখক বুদ্ধিজীবীদের উপর হামলা করে মুক্ত চিন্তার মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এসবের পিছনে মৌলবাদী সংগঠনের মদদ রয়েছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে এসব মৌলবাদী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা প্রশাসনের মধ্যেও কেউ কেউ ঘাপটি মেরে থেকে মৌলবাদি জামাত-শিবির চক্রকে মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেন। সরকারকে এদের বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, হেফাজতে ইসলামের মত মৌলবাদী চক্রের সাথে বন্ধুত্ব করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা সম্ভব নয়। হেফাজতের আদর্শিক বন্ধুরাই মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চায়। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক যে বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি সেখানে ড. জাফর ইকবালরাই আমাদের পথ প্রদর্শক। তাই তাদেরকে নিরাপত্তা দিতে মৌলবাদের বিষদাঁত ভেঙে ফেলতে হবে।
এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল ও সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। মানবন্ধনে শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখবক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাফর ইকবাল মানসিকভাবে ভালো আছেন : সহধর্মিণী

ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী ড. ইয়াসমিন হক। তিনি সবার কাছে জাফর ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, সবার উদ্দেশে বলতে চাই, জাফর ইকবাল মানসিকভাবে খুবই ভালো আছেন। তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই।

আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সিএমএইচে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

এর পাশাপাশি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কনসালটেন্ট সার্জন জেনারেল মুন্সী মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, ড. জাফর ইকবাল সুস্থ আছেন। তিনি সংঙ্কামুক্ত। তিনি কথা বলছেন। তিনি এখন আইসিইউতে আছেন। পুরোপুরি সুস্থ হতে আরো কিছু দিন সময় লাগবে।

গতকাল শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. জাফর ইকবাল হামলার শিকার হন। তার পেছনে থাকা ফয়জুর রহমান ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিএমএইচে নিয়ে আসা হয় রাতেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অজ্ঞতার অন্ধকার থেকে সন্তানদের মুক্ত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষক, বিজ্ঞানী,গবেষক এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ ও গবেষনা অনুদান প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তানদের অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত রাখতে এবং এ বিষয়ে তাদের সচেতন করে গড়ে তুলতে অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

বিশিষ্ট লেখক ও অধাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হামলাকারী কারা এটা হামলার ধরণ থেকেই স্পষ্ট হয়ে গেছে।’

তিনি বলেন, ‘যারা এই ঘটনাগুলো ঘটায় তারাতো ধর্মান্ধ। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল একটা অনুষ্ঠানে বসে ছিলেন, সেখানে তাকে ছুরি মারা হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি সাথে সাথে এয়ার ফোর্সের হেলিকপ্টার পাঠিয়ে তাকে (অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল) ঢাকা সিএমএইচ এ নিয়ে আসেন উন্নত চিকিৎসার জন্য। জাফর ইকবালের অবস্থা এখন অনেকটাই স্টেবল, ভালো।

সরকার প্রধান বলেন, যারা এই ঘটনাগুলি ঘটায় তারা মনে করে একটা মানুষ খুন করলেই বুঝি তারা বেহেশতে চলে যাবে। তারা কোনদিন বেহেশতে যাবে না, তারা দোজখের আগুনে পুড়বে এতে কোন সন্দেহ নেই। কারণ নিরীহ মানুষকে হত্যা করলে কেউ বেহেশতে যেতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, তাহলে তারা এই অন্ধোত্বে ভুগছে কেন? যদিও আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাংলাদেশে কোনরকম সন্ত্রাস-জঙ্গিবাদ আমরা চলতে দেব না। মাদকের বিরুদ্ধেও আমরা অভিযান চালাচ্ছি।

আমাদের শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম থেকে শুরু করে অন্যান্য ধর্মের প্রত্যেককে যেখানেই যাচ্ছি সেখানেই সকলের প্রতি আমি জঙ্গিবাদ বিরোধী আহবান জানাচ্ছি।

তিনি বলেন, এমনকি তিনি যেসব পাবলিক মিটিং করেন সেখানেও তিনি আহবান জানান, মাদক,সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে সকলে মিলে ছেলে-মেয়েকে মুক্ত রাখতে হবে এবং এজন্য যা যা করণীয় সবাইকে তাই করতে হবে।এই সভার মাধ্যমেও এজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।

সিলেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল এক যুবকের অতর্কিত হামলায় ছুরিকাহত হন বরেণ্য লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তাঁকে তাৎক্ষণিকভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে পরে হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ স্থানান্তর করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা.আফম রুহুল হক এমপি।

অধ্যাপক রুহুল হক বলেন,বিজ্ঞান মনস্ক জাতি গঠনে স্বাধীনতার পর পরই জাতির পিতার বঙ্গবন্ধু সুদূর প্রসারি কর্মসূচি আরম্ভ করেছিলেন।কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতের পর অন্যান্য ক্ষেত্রের মত বিজ্ঞানচর্চাও পিছিয়ে যায়।১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জাতির পিতার চিন্তা,চেতনা প্রতিষ্ঠার কাজ শুরু করেন।বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী ও বলিষ্ঠ সিদ্ধান্তের ফলে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য রূপপুরে প্রায় ১ লাখ ২০ হাযার কোটি টাকার প্রকল্পের কাজ আজ এগিয়ে চলছে।

তিনি আরও বলেন,দেশের বিভিন্ন হাসপাতালে অবস্থিত ইনমাস ও নিনমাসের মাধ্যমে চিকিৎসা সেবায় পরমাণু শক্তির ব্যবহার সম্প্রসারণের জন্য বড় বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে।কক্সবাজারে জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, সাভারে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি গড়ে তোলা হয়েছে।রাজশাহীতে নতুন একটি নভো থিয়েটার গড়ে তোলা হচ্ছে,জাতীয় বিজ্ঞান জাদুঘরের উন্নয়ন চলছে।

এছাড়াও তিনি সমন্বিত ভর্তি পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।কেননা শুধুমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য একজন শিক্ষার্থীর প্রায় ৯০ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে।এছাড়াও দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটাছুটির ভোগান্তিতো আছে।বিশেষ করে মেয়েদের জন্য বর্ণনাতীত।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে ১১৬ জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, ২৩৫৮ জনকে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) এবং ১৪১টি প্রকল্পকে গবেষণা অনুদান প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী টোকেন হিসেবে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ফেলোশিপ ও অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সরকার দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক মুক্ত করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কি করছে তার প্রতি লক্ষ্য রাখারও আহবান জানান।

ছেলে-মেয়েদের যেন বাবা-মায়ের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়, বাবা-মাকে সন্তানরা মনের কথা খুলে বলতে পারে পরষ্পরের মধ্যে সে ধরনের একটা মানসিক যোগাযোগ থাকা প্রয়োজন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, ছেলে-মেয়েরা বড় হবার সময় একেক বয়সে তাদের একেক রকম মানসিক বৃদ্ধি ঘটে।

সেই বিষয়টির প্রতিও বাবা-মাকে নজর দেয়ার, বাবা-মা’কে আরো সহনশীল হবার এবং ছেলে-মেয়েরা যেন বিপথে না যায় তার প্রতি লক্ষ্য রাখার জন্যও প্রধানমন্ত্রী বাবা-মা, অভিভাবক,শিক্ষকদের প্রতি আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এত মেধাবী ছেলে-মেয়ে তারা যেন কেউ বিপথে না যায় সেটাই আমরা চাই। কারণ দেশকে আমাদের সেভাবে গড়ে তুলতে হবে। আমরা আর পিছিয়ে যাব না। সামনের দিকে এগোবো এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়ে বদলী হওয়ায় তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সদ্য পদোন্নতি পাওয়া যুগ্ম সচিব এ.কে.এম মহিউদ্দীনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করে শিক্ষকনেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ আবু সাঈদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, অধ্যক্ষ আশরাফুন নাহার, সদস্য অধ্যাপক পবিত্র মোহন দাশ, অধ্যাপক অজিত কুমার হালদার, অধ্যাপক কৃষ্ণপদ সরকার, অধ্যাপক তৌফিক আহমেদ প্রমুখ। এসময় সদ্য বিদায়ী জেলা প্রশাসক একেএম মহিউদ্দীন কলেজ লাইব্রেরিতে স্বাধীনতা যুদ্ধের বিকৃত ইতিহাস ও গাইড বই যাতে না থাকে সে বিষয়ে সচেতন হবেন এবং শিক্ষার্থীরা যাতে যুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

২৪তম মিনিটে গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের মধ্যে প্রথম প্রচেষ্টায় ঠিকমতো শট নিতে পারেননি ওয়েলসের এই ফরোয়ার্ড। তবে কয়েক সেকেন্ডের মধ্যে সতীর্থদের পা ঘুরে আসা বল একই জায়গায় পেয়ে প্রায় একইভাবে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতির আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ নৈপুণ্যে রেকর্ড গড়া গোলটি করেন রোনালদো। করিম বেনজেমার পাস পেয়ে শরীরটাকে ঘুরিয়ে দুই জনের বাধা এড়িয়ে আরেক জনকে কোনো সুযোগ না দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান গত দুবারের ব্যালন ডি’অর জয়ী।

স্পেনের শীর্ষ লিগে ২৮৬ ম্যাচ খেলে ৩০০ গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো। ছাড়িয়ে গেলেন প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। রিয়াল মাদ্রিদের হিসাব অনুযায়ী অবশ্য গত শনিবার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। বার্সেলোনার হয়ে ৩২৬ ম্যাচে তিনশ গোল করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে নাচো ফের্নান্দেসের মুখে অহেতুক হাত দিয়ে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি মিডফিল্ডার রেমি।

৬৫তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার পোর্তিলোর সফল স্পট কিকে ব্যবধান কমায় গেতাফে। পাল্টা আক্রমণে একা ডি-বক্সে ঢুকে পড়া আরেক স্প্যানিশ মোলিনাকে পিছন থেকে নাচো ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা।

৭৮তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন রোনালদো। বদলি নামা ডিফেন্ডার মার্সেলোর বাঁ-দিক থেকে বাড়ানো ক্রসে অনেকখানি লাফিয়ে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এবারের লিগে এটি তার ১৬তম গোল।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ পাঁচ ম্যাচ খেলে ১০ গোল করলেন রোনালদো। রিয়াল সোসিয়েদাদের জালে হ্যাটট্রিক করার পর রিয়াল বেতিসের বিপক্ষে করেছিলেন এক গোল। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে জোড়া গোল করার পর আলাভেসের জালেও করেছিলেন দুই গোল।

যোগ করা সময়ে বেলের শট পোস্টে বাধা পেলে ব্যবধান বাড়েনি।

২৭ ম্যাচে ১৬ জয় ও ছয় ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৫০।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশেষ সম্পাদকীয়; জাফর ইকবালের উপর হামলা মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত

মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জনসম্মুখে ঘটেছে এ ঘটনা।  হামলার ধরণ পত্রিকায় এসেছে। তাঁর মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। হামলাকারী মোক্ষম জায়গা বেছে নিয়েছে। জাফর ইকবালের মাথা। তাঁর কন্ঠ একেবারে রোধকরাই যে এ হামলার একমাত্র উদ্দেশ্য তাতে কোনো সন্দেহ নেই।

গণিত অলিম্পিয়াডে এ দেশের ক্ষুদে কেউ নাম করলে যাঁর বুক গর্বে ভরে ওঠে, তাদের নামেই যিনি গ্রন্থ উৎসর্গ করেন, যিনি বাচ্চাদের  মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শেখাচ্ছেন, বিজ্ঞান ও গণিতের জটিলকে সহজ করে এদেশের বাচ্চাদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার স্বপ্ন দেখেন, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে যিনি স্বেচ্ছায় নিয়োজিত, একজন শিক্ষক, মুক্তিযোদ্ধা, শিশুকিশোর প্রিয় একজন নিবেদিতপ্রাণ আত্মজন এর কন্ঠ কেন চিরতরে বন্ধের প্রয়োজন ? তিনি তো রাজনীতি করেন না। তিনি একজন শিক্ষক। একজন শুদ্ধ জ্ঞানের পরিব্রাজক। তিনি কারো শত্রু হতে পারেন না। সেই তাঁর মতো মানুষের ওপরে হামলা ― সত্যিই দম আটকানো পরিবেশে আছি আমরা।

ক্র্যাব নেবুলার কল্পলোকে বিচরণশীল এই মানুষ যেন ‘ আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী’। তিনি একাই একটা বাংলাদেশ। আলোর বাংলাদেশ, জ্ঞানের বাংলাদেশ, আগামী নির্মাণের বাংলাদেশ। তাঁকে থামালেই বাংলাদেশ থেমে যেতে পারে। তাই কি তিনি লক্ষ্য হয়েছেন? এ প্রশ্ন জাগছে মনে।

পত্রে-শাখার রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে যে সব স্বর্ণলতিকা, অনেক রক্ত শুষে খেয়েছে। উঠতি দেশ-বৃক্ষের রক্ত খেয়ে খেয়ে তারা মোটাতাজা হয়েছে। হুমায়ুন আযাদ থেকে অভিজিৎ , শামসুর রাহমান কেউ বাদ যায়নি। ১৪ ডিসেম্বর আর আজ ৩ মার্চ তাই একসূত্রে গাঁথা বলে মনে করি।

যে ছেলেটিকে ধরা হয়েছে―তার ছবি পত্রিকায় এসেছে। দেখে মনে হয়নি যে , সে একাই এ কাজ করেছে। এর পেছনে অনেক বড় শক্তি আছে। খোঁজ করলে বোঝা যাবে।

আশার কথা যে, মুহাম্মদ জাফর ইকবাল আশংকামুক্ত। প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য তাঁকে সিলেট থেকে ঢাকায় আনার ব্যবস্থা করেছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। সাথে সাথে এই ঘটনায় জড়িতদের মূলোৎপাটনের দাবি জানাই। এই ঘটনার নিন্দা জানাই। তাঁর রক্তাক্ত মস্তিষ্ক যত দ্রুতই সেরে উঠবে―ততই এদেশের মঙ্গল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা-চাচা আটক

জনপ্রিয় লেখক, হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা ফজলুর রহমান ও তার চাচা আবুল কাহার লুলইকে আটক করা হয়েছে।

গতরাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া গ্রামে হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে তালাবদ্ধ বাসার ভেতর থেকে হামলাকরীর মামাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। এ সময় ফয়জুরের বাসা থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়।

অপরদিকে ফয়জুলের চাচাকে সুনামগঞ্জের দিরাই উপজেলার কলিয়ার কাপন থেকে আজ রবিবার ভোরে তাকে আটক করা হয়। র‌্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার ফয়সল আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিকেলে ঢাকায় আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

তিনদিনের সফরে আজ ঢাকায় আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান ডাই কোয়াং। বিকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন।

এদিকে ভিয়েতনামের প্রেসিডেন্টের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কগুলোকে বাংলাদেশ ও ভিয়েতনামের পতাকা দিয়ে মনোরমভাবে সাজানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ট্রান ডাই কোয়াংয়ের এ সফর খুবই তাৎপর্যপূর্ণ। ২০০৪ সালের পর এটাই ভিয়েতনামের প্রেসিডেন্টের প্রথম সফর। সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক বিশেষ করে বিজনেস ফোরাম ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের পরিবেশনা থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest