সর্বশেষ সংবাদ-
বিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপিসাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতারসাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’

তালায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

তালা প্রতিনিধি : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রেক্ষিতে তালায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তালা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ আয়োজনে বুধবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বরেন্য মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জাহিদুর রহমান লিটু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন। এসময় অন্যান্যের মধ্যে বরেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, মাষ্টার আব্দুস সোবহান, আব্দুল জলিল, মোহাম্মাদ আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা আবু হোসেন অপু, মোস্তফা ও সাইদুজ্জামান টিটু প্রমুখ বক্তৃতা করেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জেএনএ স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

তালা প্রতিনিধি : তালা বেসরকারি উন্নয়ন সংস্থা- সাস’র উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মাসব্যপী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি পালিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও সাস’র যৌথ অর্থায়নে, সাস’র “জাগিয়া উঠিল প্রাণ” স্লোগানকে সামনে রেখে উক্ত কর্মসূচীর ধারাবাহিকতায় উপজেলার জেএনএ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠান বুধবার বিকালে সংশ্লিষ্ট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল জোয়াদ্দার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তৃতা করেন, সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন এবং জেএনএ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপা ঘোষ।
শিক্ষক জুলফিকার আলী’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাস কর্মকর্তা মো. শাহ আলম ও প্রোগ্রাম অফিসার গাজী শামীম হোসেন মিঠু, শিক্ষক সাইফুজ্জামান, স্বপন দেবনাথ ও স্বেচ্ছা সেবক রাজিবুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এর আগে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে ২৪টি ইভেন্টের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে এসময় পুরস্কার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ মার্চ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক : বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৪টায় জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, সাতক্ষীরার ৪টি আসনে জননেত্রী শেখ হাসিনাকে এমপি উপহার দিতে চাই। তার জন্যে দরকার নেতাকর্মীদের ইস্পাত দৃঢ়ঐক্য। ঐক্যের বিকল্প নেই। গ্রামে,গঞ্জে, পাড়া মহল্লায় শেখ হাসিনার উন্নয়নের খবর গণমানুষের কাছে পৌছে দিতে হবে। প্রতিটি নেতাকর্মীকে কাধে কাধ মিলিয়ে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। তবেই ৭ই মার্চের আলোচনাসভা সার্থক হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তারই কন্যার হাত ধরে অর্থনৈতিক মুক্তি আসবে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বে বাংলাদেশ পর্দাপণ করবে। এ বিশ্বাস আমাদের আছে। আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, সাবেক এমপি ডা: মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বেগম রিফাত আমীন এমপি, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, প্রচার সম্পাদক শেখ নূরুল হক, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এড. গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলীগের শাহাদাৎ হোসেন, সদর থানা আওয়ামীলীগের শাহাজান আলী, শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুর হোসেন, মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহানা মহিদ, যুব আইনজীবি সমিতির সভাপতি এড. তামিম আহমেদ সোহাগ, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ৭ই মার্চ উপলক্ষে আওয়ামীলীগের আলোচনা সভা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৭ই মার্চ উপলক্ষ্যে আওয়ামীলীগের আয়োজনে বুধবার বিকাল ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পারুলিয়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড আঃলীগের আয়োজনে ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড আঃলীগের সভাপতি মোঃ রইচউদ্দীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন আঃলীগের সভাপতি ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি হাফিজুল ইসলাম, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড আঃলীগের সভাপতি গফফার মল্লিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৫নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় প্রাথমিকে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

দেবহাটা ব্যুরো : দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে উপজেলা শিক্ষা পরিবারের সার্বিক সহযোগীতায় বুধবার সকাল ১১ টায় উপজেলা মুক্ত মঞ্চে উপজেলার কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল প্রাথমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, সহকারী শিক্ষা মঞ্জুরুল ইসলাম, প্রধান শিক্ষক খায়রুল আলম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষিকা শেফালী মূখার্জী, মেধাবী শিক্ষার্থী আব্দুর রহমান ও শিলভী জামান বক্তব্য রাখেন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকমন্ডলী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেনৃ। অনুষ্ঠানে উপজেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত প্রাথমিকে ১৩৪ জন ও মাদ্রাসায় ১ জন শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আ’লীগ নেতার দখলীয় সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তির ভোগ দখলীয় জমি দখলের জন্য পায়তারা চালাচ্ছে একটি মহল। তিনি শহরের রইচপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।
সূত্র জানায়, পলাশপোল মৌজাধীন ডিএস ১৯৯৪নং খতিয়ানে ১২৮০ দাগে ১২ একর ৩৭ শতক জমি রেকর্ডীয় প্রজা আব্দুল হাইখাঁ ও তাহার দুই পুত্র আব্দুল ওহাব ও আব্দুল আহাদ খাঁ এর নিকট হইতে দেওয়ানী ৪৮/৪৭ নং মোকদ্দমায় সোলে সূত্রে আতিয়ার রহমান প্রাপ্ত হয়ে খাসে সত্ববান থাকা কালিন এক পুত্র আব্দুল কুদ্দুস ও এক কন্যা ঝর্না খাতুন কে রেখে মারা যান। অতপর তারা দুজন বাদী হয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ-১ আদালতে দেওয়ানী ১৫/১৬ নং মোকদ্দমা দাখিল করে পরিচালনা করে আসছে। উক্ত মোকদ্দমা বিবাদী পক্ষ আব্দুল কাদের খান দিং তাদের দাবীর পোষকে জাল নামপত্তন ১/৮৩-৮৪ ও ১/৮৪-৮৫ নং নামপত্তন ও খাজনা দাখিলা দাখিল করায় বিজ্ঞ সাবজজ তাদের কাগজপত্র সেফ কাস্টডিতে নিয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া উক্ত একই জমি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১৮৬৫/১৫ নং রিট পিটিশন দাখিল করেন। ইহা খারিজ হয়ে গেলে উক্ত আদেশের বিরুদ্ধে ৩০০২/১৭ নং লিভ টু আপিল দাখিল করে। যা বিচারাধীন আছে। এ ছাড়া একই জমি নিয়ে সরকার পক্ষ ৪৬/১১ নং সিভিল আপিল দায়ের করলে উক্ত মোকদ্দমায় আব্দুল কুদ্দুস দিং বিবাদী শ্রেণিভুক্ত হয়েছে।
এদিকে উক্ত সম্পত্তি দখল নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে একটি মহল। জমিতে দখলে থাকা আব্দুল কুদ্দুস কে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে জেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর দিঘীর পাড়ে সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা পৌর দিঘীর পাড়ে সৌন্দর্য বর্ধন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের পৌর দিঘীর পশ্চিম পাশের্^ প্রধান অতিথি হিসেবে কুদাল দিয়ে মাটি কেটে সৌন্দর্য বর্ধন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় তিনি বলেন,‘ পৌরবাসীর সর্বোচ্চ নাগরিক সেবা দেওয়ার জন্য ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। পর্যায়ক্রমে নাগরিক সেবাসহ রাস্তা-ঘাট, সুপেয় পানি, ড্রেণ কালভাট তৈরি ও সংস্কার করে পৌরবাসীর সেবা দিতে চাই। পৌর দিঘীর পশ্চিম পাশে সৌন্দর্য বর্ধন করে বসার ব্যবস্থা করা হবে।’ এসময় ইপস্থিত ছিলেন পৌরসভার ০৪ নং কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, ফারহা দিবা খান সাথি, নাজমুল আরেফিন মিল্টু, শেখ খাইরুল ইসলাম বাচ্চু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী, এসও সাগর দেবনাথ, সার্ভেয়ার মো. মামুনার রশিদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২জন অসহায় দিন মজুরকে মাদক ব্যবসায়ী বানানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা মাদক ব্যবসায়ী বানিয়ে ২জন অসহায় দিন মজুরকে হয়রানি অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই ২জন অসহায় দিন হলেন, লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মৃত. আজিজুল হকের ছেলে শেখ হাফিজুল হক ও তার ভাগ্নে শাকির।
হাফিজুল হক জানান, তিনি পানি লাইনে ও ওয়ারিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন এব ভাগ্নে শাকির সাইকেল মেরামতের কাজ করে। কিন্ত সম্প্রতি একটি কুচক্রী মহল হাফিজুল এবং তার ভাগ্নে শাকির কে মিথ্যা মাদক ব্যবসায়ীদের সাথে জড়িয়ে পত্র-পত্রিকায় একটি সংবাদ পরিবেশন করেন। অথচ তারা অত্র এলাকায় শান্তি প্রিয় মানুষ হিসাবে পরিচিত। ইতোপূর্বে তারা কখনো মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত ছিলো না। মিথ্যা মাদক ব্যবসায়ী বানিয়ে হয়রানি ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন হাফিজুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest