সর্বশেষ সংবাদ-
বিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপিসাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতারসাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’

সাতক্ষীরায় ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার দুঃস্থ ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধকৃত ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে কাজ করে বিশে^র দরবারে মানবতার মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে এবং জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণ শান্তিতে থাকে। দেশের সাধারণ মানুষ উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে।’ সদর উপজেলার ১শ’ ১৫টি দুঃস্থ ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১শ ২৩ ব্যান্ডেল ঢেউ টিন এবং ৩ লক্ষ ৬৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সৈয়দ নাজমুল হক বকুল ও ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন-২০২১ সম্পর্কিত এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। অন্যান্যদের মধ্যে উক্ত সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক সুভাষ চোধুরী, অরুণ ব্যাণার্জী, মমতাজ আহমেদ বাপ্পি, এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, আবু তালেব মোল্যা, কাজী শওকাত হোসেন ময়না, অসীম বরণ চক্রবর্তী, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসীন হোসেন বাবলু, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, বরুণ ব্যাণার্জী, দীলিপ কুমার দেব, প্রমুখ। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক বলেন, ‘দেশের সকল উন্নয়ন কর্মকান্ড জনসাধারণের মাঝে তুলে ধরতে মিডিয়া অগ্রণী ভূমিকা রাখে। তিনি বলেন, সকলকে সাথে নিয়ে এবং সকলের সহযোগিতায় সাতক্ষীরা জেলাকে দেশের একটি মডেল জেলায় পরিনত করার চেষ্টা অব্যাহত রাখবো। এসময় নবাগত জেলা প্রশাসক ধৈর্য্য সহকারে সাংবাদিকদের বক্তব্যে জেলার বিভিন্ন সমস্যা ও চাওয়া পাওয়ার কথা শোনেন এবং জেলার উন্নয়নে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি তাঁতীলীগের সেক্রেটারীকে অব্যাহতি

প্রেস বিজ্ঞপ্তি : আশাশুনি উপজেলা তাঁতীলীগের সেক্রেটারী হাবিবুর রহমান গাজীকে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৭ মার্চ’ ১৮ তারিখে সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজাহার আলী শাহীন ও সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলায় উদয় হালদার (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গণডাঙা গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদয় হালদার ওই গ্রামের জীবন হালদারের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা ওই মরদেহের গলায় ফাঁস লাগানো ছিল। পুকুর পাড়ের একটি গাছে ফাঁস লাগানো দড়ির বাকী অংশ ঝুলছিল। হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে উদয় হালদারের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না- সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার নামটি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না।

৭ মার্চের ভাষণ ইউনেসকো স্বীকৃতি দিয়েছিল। আড়াই হাজার বছরের ভাষণের ইতিহাসের মধ্যে এই ভাষণ অন্যতম শ্রেষ্ট ভাষণ।

আজ বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষ্যে আয়েজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যারা একাত্তরে গণহত্যা চালিয়েছিল তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন জাতির পিতা। কিন্তু স্বাধীনতায় বিশ্বাস করেনি যারা তাদেরকে পরবর্তীতে জাতির পিতার হত্যার পর পুনর্বাসিত করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ করা হয়েছিল, বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছিলেন। এদেশের মানুষ ছিল শোষিত বঞ্চিত, তাদের রাজনৈতিক অধিকারের জন্য জাতির পিতা সংগ্রাম করেছেন। বাংলার মানুষের জন্য তিনি জীবন উৎসর্গ করে গেছেন।

তিনি বলেন, দেশ স্বাধীনের পর সাড়ে তিন বছরে একটি প্রদেশ, সেটাকে রাষ্ট্রে উন্নীত করা, বিশ্বের দেশগুলো থেকে স্বীকৃতি আনা, বঙ্গবন্ধু তা করেছিলেন।

শেখ হাসিনা বলেন, এদেশে ৭ মার্চের ভাষণ বাজানোর কোনো অধিকার ছিল না। যেখানেই বাজানো হতো সেখানেই বাধা দেওয়া হতো। তবুও আমি বলেছি সব বাধা উপেক্ষা করেই ৭ মার্চে ভাষণ বাজাতে হবে। এ ভাষণ বাজাতে গিয়ে অনেকে নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন। তবুও এ ভাষণ বাজানো থেমে থাকেনি। 

শেখ হাসিনা বলেন, আজ যেখানে শিশুপার্ক ঠিক সেখানে সেদিনের মঞ্চ ছিল। আমার সৌভাগ্য হয়েছিল সেখানে উপস্থিত থাকার। জাতির পিতা সেখানে দাঁড়িয়েই ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ সেই ঐতিহাসিক ঘোষণা দেন।   তার সে ঘোষণা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায়। সত্যি প্রতিটি ঘর দুর্গ গড়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। পাকিস্তানিরা যখন গণহত্যা শুরু করলো তখন বঙ্গবন্ধু ইপিআরের ওয়ারলেস ব্যবহার করে স্বাধীনতা না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে বলছিলেন।

ষড়যন্ত্রের কারণে ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে বারবার বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশের মানুষ। সংগ্রাম করেই একুশ বছর পর আবারও ক্ষমতায় আসতে পেরেছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীবলেন, ২০১৩ থেকে ২০১৫ সাল খালেদা জিয়ার উৎসব ছিল আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে আজ বেলা ২টা ৩০ মিনিটে পবিত্র কোরান তেলোয়াত, গীতা, ত্রিপিটক, বাইবেল সহ পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

এদিকে সকাল থেকে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামে। দুপুর ১২টার পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ মিছিলে মিছিলে সরগরম হয়ে উঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দশম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান (১৬) নিহত হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে কালিগঞ্জের ভাড়াশিমলা মোড়ে এ ঘটনাটি ঘটে।
নিহত মিজানুর রহামান কুশলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের আব্দুল আলিম গাজীর ছেলে ও ভদ্রখালি মাধ্যামিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিজানুর রহমান ভাড়াকৃত মটর সাইকেল চালিয়ে নলতায় তার ফুফুর বাড়িতে যাচ্ছিল। সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ভাড়াশিমলা মোড় সংলগ্ন জনৈক মোনাজাত গাজীর বাড়ির সামনে পৌছালে কালিগঞ্জ অভিমুখী একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিজানুর রহমান ঘটনাস্থলে নিহত হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ার গৌতায় বিমান হামলায় নিহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় বিমান হামলা অব্যাহত থাকায় সেখানে সহিংসতাপূর্ণ পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। দেশটির পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবারের জরুরি বৈঠকের প্রাক্কালে সেখানে এমন অবস্থার সৃষ্টি হলো। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দামেস্কের উপকণ্ঠে অবস্থিত এই এলাকায় ১৮ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনীর হামলায় ৮০৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১৭৮ শিশু রয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর একটি বিমান সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ৩৯ আরোহী নিহত হয়েছে।
দামেস্কের কাছে অবস্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকা পূর্ব গৌতায় সরকারি বাহিনী ব্যাপক গোলা বর্ষণ করছে। এক সপ্তাহের বেশি আগে নিরাপত্তা পরিষদ ওই এলাকায় এক মাসের অস্ত্রবিরতির দাবি জানানো সত্ত্বেও সেখানে তুমুল লড়াই চলছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ আরো জানায়, মঙ্গলবার বিমান হামলায় অন্তত ২৪ বেসরকারি লোক প্রাণ হারিয়েছে। বাসস।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএসএমএমইউ’র প্রথম নারী  প্রা‌ে-ভিসি ড. আতিউরের স্ত্রী ডা. সাহানা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু বিভাগের চেয়ারম্যান (বিভাগীয় প্রধান) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান। আজ বুধবার তিনি এ পদে যোগদান করেছেন। এ সময় তাকে সহকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।তার স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ।
বিশ্ববিদ্যালয়টির নতুন উপ-উপাচার্য (শিক্ষা)-এর শূন্যপদে নিযুক্ত হয়েছেন তিনি। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি অধ্যাপক এএসএম জাকারিয়া স্বপনের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
গত মঙ্গলবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ডা. সাহানা আখতার রহমানকে ৩ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শাহ আলম মুকুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিকে নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান আজ বুধবার ৭ মার্চ ২০১৮ তারিখে দায়িত্ব গ্রহণ করে তাঁর অফিসে কাজে যোগ দিয়েছেন।
অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানের মায়ের নাম রওশন আরা বেগম এবং পিতার নাম শাহ্ হাবিবুর রহমান। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি কামরুন্নেসা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ১৯৮২ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৯০ সালে তিনি এফসিপিএইচ (শিশু) এবং ১৯৯৫ সালে এম.এড (মেডিক্যাল এডুকেশন) ডিগ্রি অর্জন করেন। বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান তিন কন্যার জননী। তার স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ১৯৯১ সাল থেকে একনিষ্ঠভাবে চিকিৎসা শিক্ষা, চিকিৎসা ও গবেষণার সঙ্গে জড়িত। দেশি বিদেশি বিভিন্ন জার্নালে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং থিসিস গাইড হিসেবে তিনি ২৫টিরও বেশি এম. ডি এবং এফ.সি.পি.এস গবেষণা কাজ তত্ত্বাবধান করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান বাংলাদেশে মেডিক্যাল শিক্ষা কার্যক্রমের নতুন সংযোজন ওএসসিই ও স্ট্রাকচার্ড কোর্স কারিকুলামের রূপকার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট নার্সিং বিভাগ চালু করেন। তিনি বাংলাদেশের শিশু রিউমাটোলজির পাইওনিয়ার। অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান শিশুদের উন্নত চিকিৎসার স্বার্থে ইউকে, সিঙ্গাপুর ও ভারতে বিভিন্ন ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং গ্রহণ করেছেন।
এদিকে অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) অভিনন্দন জানিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest