সর্বশেষ সংবাদ-
কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা ঘোষনার উদ্যোগে বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলনদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনসাতক্ষীরায় ১২০ লিটার ভেজাল দুধ জব্দ: দেড় লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদ-সাতক্ষীরায় ৪ টি অস্ত্র, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দসাতক্ষীরা সদর উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান শামস্ : কোহিনুরকালিগঞ্জ সীমান্ত থেকে ১১টি এয়ারগান,৬ হাজার ৯শ রাউন্ড গুলি জব্দসদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের মনোনয়নপত্র বৈধসাতক্ষীরা কম্পিউটার সমিতির পূর্ণাঙ্গ কমিটির সংবর্ধনাবঙ্গমাতা সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভাআশাশুনি থেকে জেলি পুশরত চিংড়িসহ নারী শ্রমিক আটক

মৌতলা বিএনপি’র সভাপতি আমিনুরের ইন্তেকাল

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মৌতলা ইউনিয়ন শাখার সভাপতি ও মরহুম কাজী আনোয়ার হোসেনে ছেলে কাজী আমিনুর ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন যাবত তিনি নানা প্রকার রোগে ভুগছিলেন। সোমবার দিবাগত রাত ৮ টার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর কালিগঞ্জের মৌতলা গ্রামে অবস্থিত বাসভবন প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাজী আমিনুর ইসলামের মৃত্যুতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মী এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সকল শ্রেণি পেশার মানুষ শোক জ্ঞাপন করার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এলিকজারের মুভাছির সরকারি স্কুলে ভর্তি পরীক্ষায় ১ম

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে সাতক্ষীরার এলিকজার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মুভাছির রেজওয়ান। সে পুরাতন হারুন অর রশিদ কলেজে প্রভাষক মুনিবুর রহমান এবং জি এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বদরুননেছা মেহের নিগার এর পুত্র ২য় পুত্র। উল্লেখ্য সাতক্ষীরা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক আব্দুস সাত্তারের প্রপৌত্র মুভাছির এবার সাতক্ষীরা সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৫০ নম্বর এর মধ্যে ৫০ পেয়ে প্রথম স্থান অধিকার করে। মুভাছিরে এ অভাবনীয় সাফল্যে তার পিতা-মাতা সকলের নিকট দোয়া কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডেইলি সাতক্ষীরা সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সাথে স্বাশিপ এর মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি : স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম এর সাথে মতবিনিময় করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় পত্রিকা অফিসে এ মতবিনিময় করেন স্বাশিপ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, স্বাশিপ’র সাতক্ষীরা জেলা সভাপতি প্রভাষক এম. সুশান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মিম সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ শরিফুল ইসলাম, সদর সাধারণ সম্পাদক সহ-প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ফিরোজ কবির, মাস্টার সায়ফুল্লাহ, পার্থ সারথী ঘোষ, প্রভাষক জি এম জাহাঙ্গীর, নির্মল চন্দ্র বৈরাগী, ডাঃ হারুন অর রশীদ, প্রভাষক বিধান দাশ প্রমুখ। মতবিনিমকালে জামায়াত-শিবিরের মদদদাতা বিতর্কিত সংস্থা স্টাফ এর কার্যক্রম স্থগিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করা হয়। এছাড়া ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত নোট, গাইড, এন.সি.টি.বি অনুমোদনহীন সহায়ক বন্ধে, বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসায় মোটা অংকের টাকার বিনিময়ে স্বাধীনতা বিরোধীদের নিয়োগের তীব্র নিন্দা জানানো হয়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিতর্কিত সংস্থা স্টাফ নিষিদ্ধ ও এর সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বুধবার

প্রেস বিজ্ঞপ্তি : সরকারের বিভিন্ন সংস্থার তদন্তে স্বাধীনতা বিরোধী জামাত-শিবির চক্র পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা স্টাফ এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও মৌলবাদী রাজনৈতিক মতাদর্শ প্রচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংস্থাটির সকল কার্যক্রম বন্ধ ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ বুধবার সকাল ১০ টায় নিউ মার্কেট মোড়স্থ শহিদ আলাউদ্দীন চত্বরে মুক্তিযদ্ধের স্বপক্ষের ছাত্র-জনতার এক মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের মুক্তিযোদ্ধা, অভিভাবক, শিক্ষার্থী ও জনসাধারণকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় পাথর বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ৪

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক রাস্তারর পার্শ্ববর্তী চায়ের দোকানে উল্টেপড়ে এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ভোমরা বন্দরের সোনালী ট্রান্সপোর্টের সামনের জাহাঙ্গীরের চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম উজ্জল হোসেন। তার বাড়ি খুলনার পাইকগাছায়।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিক সড়কের পার্শ্ববর্তী জাহাঙ্গীরের চায়ের দোকানে উল্টে পড়ে। এতে একজন নিহত ও ৪জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মামুন হত্যাসহ ১২ মামলার আসামি আজাদ ও ছাত্রদল নেতা সনজু আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ ১২ টি নাশকতা মামলার আসামী জামায়াত নেতা আবুল কালাম আজাদ ও কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজুকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন হত্যাসহ ১২ টি নাশকতা মামলার আসামী জামায়াত নেতা আবুল কালাম আজাদকে তার বাড়ি সদর উপজেলার বাবুলিয়া থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি নাশকতার মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় উগ্রবাদ ও জঙ্গিবাদ নিরসনে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় প্রকল্প বাস্তবায়নে অর্জন, চ্যালেঞ্জ ও শিক্ষণ বিষয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অগ্রগতি সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল লতিফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, অধ্যক্ষ আব্দুল হামিদ, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা উপ-পরিচালক তোজোম্মেল হক প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন আনিছুর রহিম, আলতাপ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ ভাগ তরুণ। তাই উগ্রবাদ ও জঙ্গিবাদ রুখতে উগ্রবাদ ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। বাংলাদেশের সকল জেলার মধ্যে অন্য চোখে দেখা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামাতের তান্ডবে জঙ্গিবাদি জেলায় পরিচিতি পাওয়ায় আজ সাতক্ষীরার বহু মেধাবী সন্তান বহুদিন বিসিএস ক্যাডার হতে পারেননি এবং সরকারি চাকুরীতে প্রমোশন পাচ্ছেন না। ইসলামসহ সকল ধর্মে উগ্রবাদ ও জঙ্গিবাদ সমর্থন করেনা। জেলার ইমাম ও ওলামারা যদি মসজিদের খুৎবায় ও ইসলামী জলসায় উগ্রবাদ ও জঙ্গিবাদের কুফল তুলে ধরে তাহলে দ্রুত উগ্রবাদ ও জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা। দেশের উন্নয়নে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই দেশের উন্নয়নে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি। প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন রুপান্তরের প্রোগ্রাম সমন্বয়কারী শাহাদত হোসেন বাচ্চু। এসময় প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ঈমামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশ নেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ^াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমার যৌথ কমিটি গঠন

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে ৩০ সদস্যের যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করেছে বাংলাদেশ ও মিয়ানমার। দুই দেশের পররাষ্ট্রসচিব এ যৌথ ওয়ার্কিং কমিটির নেতৃত্ব দিবেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ের বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest