সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

সাতক্ষীরায় ব্যাবসায়ির টাকা ছিনতাই ॥ দুই পুলিশ সদস্যসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গরু ব্যাবসায়ির টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় দু’পুলিশ সদস্যকে ডুমুরিয়া থানা থেকে ও বাকি দু’জনকে রাতে সাতক্ষীরা শহর থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ডুমুরিয়া থানার এএসআই আব্দুর রউফ কনস্টেবল নাদিম ও সাতক্ষীরা শহরের কামালনগর গ্রামের মনি ড্রাইভার ঘোষপাড়া গ্রামের রাজু হোসেন।
খুলনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলি জানান, ১৫ ফ্রেব্র“য়ারি চুকনগর এলাকা থেকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের গরু ব্যবসায়ী লিটন সরদারের ৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে ডুমুুরিয়া থানার সহকারি পুলিশ পরিদর্শক আব্দুর রউফ ও সিপাহী নাদিমের বিরুদ্ধে। এ ঘটনায় লিটন ওই দিন ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। পরবর্তিতে ঘটনাটি তদন্তের দায়িত্ব পান খুলনা জেলা গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ডুমুরিয়া থানার দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ডুমুরিয়া থানা থেকে দুই পুলিশ সদস্যকে আটক করা হয়। এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ি বাকি দুইজনকে সাতক্ষীরা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে ওসি জানান।
উল্লেখ্য, বছর দুয়েক আগে পাটকেলঘাটা থানার মেল্লেকবাড়ি এলাকা থেকে পাচারকারির নিকট থেকে সোনা ছিনতাইয়ের অভিযোগে আটক হন তৎকালিন ঝিনাইদহা জেলায় কর্মরত সহকারি পুলিশ পরিদর্শক আব্দুর রউফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা ও স্বাধীনতা পেয়েছি তাদেরকে এ বাঙালী জাতি কখনও ভূলবেনা। বাঙালী জাতি সাহসী ও বীরের জাতি। কঠিন পরিশ্রম, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মায়ের ভাষা বাংলাকে বিশ^বাসী আজ আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। যাদের জন্য এ পাওয়া সেই বীর শহিদদের এ জাতি কখনও ভূলবেনা।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোতাকাব্বির আহমেদ, জেলা লেডিস ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, অধক্ষ আব্দুল হামিদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবের সঙ্গে এল-নিনোর দাপটে বাংলাদেশে চলতি বছরটি উষ্ণতম বছর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক মাস আগেই ৫০ বছরের রেকর্ড ভেঙে হাড় কাঁপানো শীত বয়ে গেছে বাংলাদেশের ওপর দিয়ে। সামনে আসছে অসহনীয় তাতানো গরমের সময়। প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়তে পারে জনজীবন। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলছে, গত দশ মাসে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা দীর্ঘমেয়াদী গড়ের চেয়ে শূন্য দশমিক ৫৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণতা কোনো নিশ্চল অবস্থায় নেই। এ ধারা অব্যাহত থাকলে বার্ষিক গড় তাপমাত্রা অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে। যা ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় ঘটছে। বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরের এল-নিনোর প্রভাবে জলতলের তামপাত্রাও বেড়ে গেছে। ফলে ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের জোগানে টান পড়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তাদের ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল পর্যন্ত ত্রৈমাসিক প্রতিবেদনে পূর্বাভাস দিয়ে বলেছে, এপ্রিল মাসে তীব্র তাপপ্রবাহ, সামুদ্রিক ঘূর্ণিঝড় আর কালবৈশাখী ও বজ্রঝড়ের দাপট থাকবে। এপ্রিল মাসটি বাংলাদেশের জন্য এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় হয়ে আসছে। তাপমাত্রার তীব্রতা এপ্রিলে চরমভাবাপন্ন থাকতে পারে, বিশেষ করে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে। ওই অঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে; যার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র দু-এক দিন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে পারে; যার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের ওপর বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। ২০১৫ সাল থেকে এল-নিনোর প্রভাবে পুড়েছে পুরো উপমহাদেশ, সেটা চলে ২০১৬ সালের জুন-জুলাই পর্যন্ত। এর পর থেকে প্রতিবছরই প্রকৃতির বিরূপ আচরণের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। গত বছরও দেশ দেখেছে প্রকৃতির বৈরী আচরণ। রেকর্ড হয়েছে ৩৫ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের। এ রকমই বৈরী আচরণের দেখা মিলতে পারে আগামী এপ্রিল মাসে। তবে মার্চ জুড়ে প্রকৃতির আচরণ স্বাভাবিক থাকবে পূর্বাভাসে বলা হয়েছে। তারপর থেকেই তাপমাত্রা অসহনীয় হতে থাকবে। মার্চের শেষ থেকে এপ্রিল মধ্যভাগ জুড়েই তীব্র কালবৈশাখী এবং তীব্র বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসেই বঙ্গোপসাগরে দু-একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দু-তিনদিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী বইতে পারে। দেশের অন্যত্র চার-পাঁচ দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, আবহাওয়ার তারতম্য ঘটছে। উষ্ণতার হার ব্যাপকভাবে বাড়ছে। আবার শীতও তীব্র হচ্ছে।
এ দিকে আগামী বাহাত্তর ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তত্সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন বঙ্গোপসাগরে অবস্থান করছে।
প্রসঙ্গত যে, জলবায়ুর পরিবর্তনের প্রভাব চলতি বছর থেকে ভয়ঙ্কর রূপ পরিগ্রহ করেছে। বিশ্বের এক প্রান্তে তীব্র তাবদাহ আর অপর প্রান্তে তীব্র শীত। জানুয়ারিতে পৃথিবীর দক্ষিণ-পূর্বের দেশ অস্ট্রেলিয়া ও উত্তর-পশ্চিমের দেশ কানাডায় সম্পূর্ণ বিপরীত অবস্থা চলেছে। অস্ট্রেলিয়ায় অসহ্য গরম আর কানাডায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে তপ্ত সাহারা মরুভূমির বুকেও বরফ শীতল তুষার জমে যাওয়ার ঘটনা ঘটেছে। আর একই সময়ে সিঙ্গাপুরে অতীতের রেকর্ড ভেঙে বৃষ্টিপাত হয়। তখন বাংলাদেশের তেঁতুলিয়ায় তাপমাত্রা ২ ডিগ্রিতে নেমে আসে। শীত বিদায় নিয়েছে। সামনে আসছে নির্ঘাতের দিন। ইতোমধ্যেই  সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পেরুর দক্ষিণাঞ্চলীয় ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়েতে (প্রধান মোটরওয়ে) একটি যাত্রীবাহী দ্বিতল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ২৬০ ফুট নিচে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। তবে এ দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি।

স্থানীয় সময় গতকাল বুধবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরিকুইপা পুলিশের প্রধান জেনারেল ওয়াল্টার ওরতিজ প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাথমিক টুইটার অ্যাকাউন্টে ৩৫ জনের প্রাণহানির খবর জানিয়েছিলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ধারকারী দল পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

দুর্ঘটনার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে টুইটার পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিস্কি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় গরু ব্যবসায়ির টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় দু’পুলিশ সদস্যকে ডুমুরিয়া থানা থেকে ও বাকি দু’জনকে রাতে সাতক্ষীরা শহর থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ডুমুরিয়া থানার এএসআই আব্দুর রউফ, কনস্টেবল নাদিম ও সাতক্ষীরা শহরের কামালনগর গ্রামের মনি ড্রাইভার ঘোষপাড়া গ্রামের রাজু হোসেন।

খুলনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলি জানান, ১৫ ফ্রেব্রুয়ারি চুকনগর এলাকা থেকে সাতক্ষীরার নলকুড়া গ্রামের গরু ব্যবসায়ী লিটন সরদারের ৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে ডুমুুরিয়া থানার এএসআই আব্দুর রউফ ও কনস্টবল নাদিমের বিরুদ্ধে। ওই ঘটনায় লিটন ওই দিন ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। পরবর্তিতে ঘটনাটি তদন্তের দায়িত্ব পান খুলনা জেলা গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ডুমুরিয়া থানার দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ডুমুরিয়া থানা থেকে দুই পুলিশ সদস্যকে আটক করা হয়। এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ি বাকি দুইজনকে সাতক্ষীরা থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে ওসি জানান। উল্লেখ্য বছর দুয়েক আগে পাটকেলঘাটা থানার মেল্লেকবাড়ি এলাকা থেকে পাচারকারির নিকট থেকে সোনা ছিনতাইয়ের অভিযোগে আটক হন তৎকালীন ঝিনাইদহ জেলায় কর্মরত এএসআই আব্দুর রউফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জ্বালানি তেল এবং গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এপ্রিলে ব্যয়বহুল এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি শুরুর পর দেশজ গ্যাসের সাথে তা মিশিয়ে বিক্রি শুরু হবে। ওই মাস থেকেই দেশীয় এবং আমদানিকৃত গ্যাসের দাম সমন্বয় করে নতুন এবং বর্ধিত দাম কার্যকর করতে চায় সরকার। তবে এ ব্যাপারে যে আইনি বাধা ও সীমাবদ্ধতা রয়েছে তা কাটিয়ে কিভাবে মূল্যহার সমন্বয় করা যায় সেটি খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে তা দেশের বর্তমান বাজারদরকে ছাড়িয়ে গেছে। বিদ্যমান দরে তেল বিক্রি করে ফের লোকসান গুণতে শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ২০১৪ সালের শেষভাগ হতে বিশ্ববাজার থেকে কম দামে তেল কিনে দেশে বেশি দামে বিক্রি করে বিপিসি। তিন বছরেরও বেশি সময় ধরে বড় অংকের লাভ গোণার পর গত নভেম্বর-ডিসেম্বর থেকে ফের লোকসান পর্বে প্রবেশ করেছে তেল আমদানি ও বাজারজাতকারী একমাত্র রাষ্ট্রীয় সংস্থাটি। এই পরিপ্রেক্ষিতে তেলের দাম বৃদ্ধি করার জন্য বিপিসি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে প্রস্তাব দিয়েছে। প্রসঙ্গত, গত বছরের ১ মার্চ থেকে গ্যাসের এবং ১ ডিসেম্বর থেকে বিদ্যুতের বর্ধিত দাম কার্যকর হয়। এখন কাছাকাছি সময়ে তেল এবং গ্যাসের দামবৃদ্ধির প্রস্তাব আসায় নড়েচড়ে বসেছেন সরকারের নীতিনির্ধারকরা। বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নির্বাচনী বছরে নিত্যপ্রয়োজনীয় দুই জ্বালানি পণ্যের দাম বাড়ানোর প্রভাব বোঝার চেষ্টা করা হচ্ছে। তিন বছর আন্তর্জাতিক দরের চেয়ে বেশি দামে তেল বিক্রি করার পর এখন আন্তর্জাতিক বাজারদরের সমান দামে তেল বিক্রি করার প্রস্তাবে জনমনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর ৫০ কোটি ঘনফুট এলএনজি আগামী এপ্রিলে জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত হলে গ্যাসের গড় পাইকারি দাম বেড়ে যাবে। শুল্ক এবং কর মওকুফ করে এই মিশ্রিত গ্যাসের দাম কতটুকু বাড়ানো যাবে সে বিষয়ে চলতি ফেব্রুয়ারিতেই নীতিগত সিদ্ধান্ত নিবে সরকার। কিন্তু এপ্রিলের মধ্যে গণশুনানি আয়োজন ও শেষ করে দামবৃদ্ধির ঘোষণা দেওয়া এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির (এনার্জি রেগুলেটরি কমিশন) জন্য প্রায় অসম্ভব। এ নিয়েও করণীয় ঠিক করতে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনা চাওয়া হবে। গ্যাসের দাম সমন্বয়: জ্বালানি বিভাগ সূত্র জানায়, আগামী ২৫ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জিকে এলএনজি টার্মিনাল সম্পূর্ণ প্রস্তুত করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে পেট্রোবাংলা। কাতার এবং ইন্দোনেশিয়া থেকে এলএনজি আমদানিতে চুক্তিও সম্পন্ন হয়েছে। এই সময়ের মধ্যে দুই তরফই প্রয়োজনীয় কাজ ও সরবরাহ প্রস্তুতি শেষ করতে পারবে বলে সরকারকে আশ্বস্ত করেছে। এপ্রিলের শেষ কিংবা মে’র শেষ সপ্তাহে এলএনজি আমদানি শুরু হলে গ্যাসের দাম কত হবে তা নিয়ে গত সোমবার এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি বিভাগ এবং পেট্রোবাংলা আনুষ্ঠানিক আলোচনা করে। বিইআরসিতে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিশনের চেয়ারম্যান ও সাবেক বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম এবং জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী ছাড়াও কমিশন সদস্য, জ্বালানি বিভাগ এবং পেট্রোবাংলার কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মনোয়ার ইসলাম বলেন, আমরা চাইলেই তো আর দাম বৃদ্ধি করতে পারি না। এলএনজি আমদানিতে কি পরিমাণ ব্যয় বাড়বে তা পর্যালোচনা করে প্রস্তাব দিতে বলা হয়েছে। প্রস্তাবনা পাওয়ার পর আমরা বিষয়টি বিবেচনা করব। এলএনজি ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে মূল্য সমন্বয়ের জন্য বিইআরসির সদস্য রহমান মোরশেদের নেতৃত্বাধীন একটি রিপোর্টে বলা হয়েছে, দেশে প্রতি হাজার ঘনফুট গ্যাসের বর্তমান বিক্রয়মূল্য দুই দশমিক ১৭ ডলার। সমপরিমাণ এলএনজির আমদানি মূল্য ৮ মার্কিন ডলার। এই সময়ে দৈনিক ৫০ কোটি ঘনফুট এলএনজি ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট দেশজ গ্যাসের সঙ্গে মিশিয়ে বিক্রি করলে রি-গ্যাসিফিকেশন চার্জ, সঞ্চালন এবং বিতরণ ব্যয় এবং সকল রকমের কর অন্তর্ভুক্ত করলে দাম পড়বে ৪ দশমিক ৩৫ ডলার। আর এলএনজি পৃথকভাবে বিক্রি করতে চাইলে দাম পড়বে ২৩ দশমিক ১১ ডলার। তবে সকল কর রেয়াত করলে এলএনজির দর পড়বে ১০ দশমিক ৪০ ডলার আর মিশ্রিত গ্যাসের দাম পড়বে ৪ দশমিক ১৪ ডলার। অর্থাত্ এখনই মিশ্রিত গ্যাসের দাম সরাসরি দ্বিগুণ হয়ে যাবে। জ্বালানি বিভাগ সূত্র জানায়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির শুরুতেই গ্যাসের ওপর থাকা ৯৩ দশমিক ২৪ ভাগ সম্পূরক শুল্ক প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলএনজির দাম নিয়ন্ত্রণে দেশীয় গ্যাসের ওপর থাকা শুল্কও প্রত্যাহার করে নেওয়া হবে। শুধুমাত্র গ্যাসের ওপর ১৫ ভাগ ভ্যাট থাকবে।

তেলের দাম সমন্বয়: এদিকে বিশ্ববাজারে তেলের দামবৃদ্ধির পরিপ্রেক্ষিতে জ্বালানি পণ্যটির দাম বাড়াতে জ্বালানি বিভাগে প্রস্তাব দিয়েছে বিপিসি। এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশে সমহারে বৃদ্ধি এবং কমানো হলে সমহারে কমানোর প্রস্তাব করা হয়েছে। কিন্তু বর্তমানে দামবৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় প্রস্তাব গৃহীত হলে দাম বাড়বে। গত নভেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল (প্রায় ১৫৯ লিটার) তেলের দাম ছিল প্রায় ৫০ মার্কিন ডলার। গত দুই সপ্তাহে এ দাম ৬০ থেকে ৭০ ডলারে উঠানামা করছে। দেশে বর্তমানে প্রতি লিটার পেট্রোল ৮৬ টাকায়, অকটেন ৮৯ এবং কেরোসিন ও ডিজেল ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। বিদ্যুত্ উত্পাদনে ব্যবহূত প্রতি ইউনিট ফার্নেস তেলের দাম বর্তমানে ৪২ টাকা। এ অবস্থায় বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রিতে ৩ টাকা ৯০ পয়সা লোকসান করছে বিপিসি। কেরোসিন এবং ফার্নেস তেলে যথাক্রমে ১১ টাকা ৫০ পয়সা এবং প্রায় ১০ টাকা লোকসান গুণছে। সবমিলিয়ে দেড় মাস ধরে দৈনিক ১০ কোটি টাকা লোকসান গুণছে বিপিসি। ডলারের বিপরীতে টাকার দাম কমায় লোকসান আরো বেশি হচ্ছে। এ প্রসঙ্গে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এলএনজি আমদানির কারণে গ্যাসের সার্বিক দাম অনেক বেড়ে যাবে। এখন গ্রাহক পর্যায়ে কিভাবে মূল্য সমন্বয় করা যায় তা নিয়ে কাজ চলছে। বাজারব্যবস্থা এবং জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বিপিসি এখন ফের লোকসান গুণতে শুরু করেছে। ভারতেও স্বয়ংক্রিয়ভাবে তেলের দাম বেড়েছে। বিপিসিও স্বয়ংক্রিয়ভাবে তেলের দাম সমন্বয়ের একটি প্রস্তাব দিয়েছে। সবকিছু খতিয়ে দেখে সরকার সিদ্ধান্ত নিবে। তবে আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, নির্বাচনী বছরে সরকার নতুন করে তেলের দাম বাড়াতে চাচ্ছে না। এর মূল্য সমন্বয়ে বিকল্প উপায় গ্রহণ করা হবে। আর গ্যাসের দাম বৃদ্ধির জন্য এখন পদক্ষেপ গ্রহণ করা হলেও নিয়ম অনুযায়ী তা কার্যকর করতে অন্তত ছয় মাস সময় লেগে যাবে। সেক্ষেত্রে যদি এর দাম বাড়ানো হয় তবে তা মে মাসের মধ্যে বাড়াতে হবে। সেই উপায় নিয়ে চিন্তাভাবনা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের বিতর্কে প্রিয়াঙ্কা

ফের বিতর্কে প্রিয়াঙ্কা

কর্তৃক Daily Satkhira

কিছুদিন আগেই সিকিমকে ‘অশান্ত রাজ্য’ বলে বিপদে পড়েছিলেন। এতটাই ঝামেলা হয়েছিল যে পরে মাফ চেয়ে রফা করতে হয়েছিল।

এবার ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসামে বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী রাজ্যটির পর্যটন সংস্থার শুভেচ্ছাদূত। কিছুদিন আগেই প্রিয়াঙ্কার ছবি দিয়ে পর্যটন ক্যালেন্ডার বের করেছে কর্তৃপক্ষ।

বিপত্তিটা সেখানেই। ছবিতে ‘স্বল্প পোশাকে’ প্রিয়াঙ্কার উপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস। দলের দুই এমএলএ নন্দিতা দাস ও রূপজ্যোতি কুরমি পর্যটন ক্যালেন্ডারে প্রিয়াঙ্কার ‘ক্লিভেজ প্রদর্শনী’কে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। কুরমি বলেন, ‘আসাম সরকারের উচিত রাজ্যের সমাজ-সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখানো। সরকারের জানা উচিত কিভাবে রাজ্যের ঐতিহ্য রক্ষা করতে হয়। ক্যালেন্ডারের ছবিটি মোটেই রুচিশীল নয়, ফ্রক মোটেই আসামের সংস্কৃতির অংশ নয়।

’ এমন সমালোচনার মুখে পর্যটন কর্তৃপক্ষ আর আসাম রাজ্য সরকার দাঁড়িয়েছে অভিনেত্রীর পাশেই। আসাম পর্যটন উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জয়ন্ত মালা বলেন, ‘আসামকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।

এটা মূলত আন্তর্জাতিক বিভিন্ন ট্যুর অপারেটর ও সংস্থায় পাঠানো হবে। প্রিয়াঙ্কা চোপড়া যেহেতু একজন আন্তর্জাতিক অভিনেত্রী, তাই ক্যালেন্ডারে তাঁর ছবি দেওয়া হয়েছে। এই ছবি আসামের সংস্কৃতিকে খাটো করেনি। ’

প্রিয়াঙ্কার সমর্থনে মুখ খুলেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কংগ্রেসের অবস্থানকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার কৌশল হিসেবে উল্লেখ করেছেন। প্রিয়াঙ্কার পোশাক নিয়ে বিতর্ক অবশ্য এই প্রথম নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় অভিনেত্রী স্বল্পবসনা ছিলেন—এই দুয়ো তুলে ট্রল করা হয়েছিল তাঁকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর ম্যাচে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পেয়েছে প্রোটিয়ারা।

তাতে তিন ম্যাচ সিরিজের সমতায় ফিরলো স্বাগতিকরা।

সেঞ্চুরিয়ানে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক জে পি ডুমিনি। শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মার বিদায়ের পর ব্যক্তিগত ২৪ রানে বিদায় নেন আরেক ওপেনার শেখর ধাওয়ান। এরপর মাত্র ১ রানে বিদায় নেন টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের র‌্যাকিংয়ে শীর্ষে থাকা ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। তাতে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

এ অবস্থায় ক্রিজে নামা মনিষ পান্ডে সুরেশ রায়নার সঙ্গে জুটি বেঁধে দলীয় স্কোর নিয়ে যান ৯০ রানে। রায়নার ব্যাট এদিন হাসলেও (২৪ বলে ৩১) তা বড় স্কোরের দিকে টেনে নিতে পারেননি। দলীয় ৯০ রানে রায়নাকে হারিয়ে ব্যাট হাতে মাঠে নামেন ‘মি. কুল’ ধোনি।

Bangladesh Pratidin
ঢাকা, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮

শিরোনাম

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০৫:৫৯ অনলাইন ভার্সন
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০৬:৪৫
সিরিজ বাঁচানোর ম্যাচে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
সিরিজ বাঁচানোর ম্যাচে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর ম্যাচে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পেয়েছে প্রোটিয়ারা।

তাতে তিন ম্যাচ সিরিজের সমতায় ফিরলো স্বাগতিকরা।সেঞ্চুরিয়ানে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক জে পি ডুমিনি। শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মার বিদায়ের পর ব্যক্তিগত ২৪ রানে বিদায় নেন আরেক ওপেনার শেখর ধাওয়ান। এরপর মাত্র ১ রানে বিদায় নেন টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের র‌্যাকিংয়ে শীর্ষে থাকা ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। তাতে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

এ অবস্থায় ক্রিজে নামা মনিষ পান্ডে সুরেশ রায়নার সঙ্গে জুটি বেঁধে দলীয় স্কোর নিয়ে যান ৯০ রানে। রায়নার ব্যাট এদিন হাসলেও (২৪ বলে ৩১) তা বড় স্কোরের দিকে টেনে নিতে পারেননি। দলীয় ৯০ রানে রায়নাকে হারিয়ে ব্যাট হাতে মাঠে নামেন ‘মি. কুল’ ধোনি।

মূলত এরপরই পাল্টে যায় ভারতের ইনিংসের ব্যাটিং চিত্র। একপ্রান্তে ধোনি অপর প্রান্তে মনিষ পান্ডে সপাটে ব্যাট চালাতে থাকলে সফরকারীদের সংগ্রহ তরতর করে বাড়তে থাকে। তাকে ৪ উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ১৮৮ রানে।এরপর জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৮ রানেই দুই ওপনারকে খোয়ায় স্বাগতিকরা। এদিন ক্রিজে এসেই তাণ্ডব চালাতে শুরু করেন ক্যারিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্ট খেলতে নামা ডানহাতি ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। মাত্র ৩০ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৬৯ রানে তিনি যখন সাজঘরে ফেরেন তখন প্রোটিয়াদের জয়ের পথটা অনেকটা সুগম হয়ে যায়।

অপরপ্রান্তে দায়িত্ব নিয়ে ব্যাট চালাচ্ছিলেন অধিনায়ক ডুমিনি। পরে মিলার দ্রুত সাজঘরে ফিরলে বেহারডিনকে নিয়ে বাকি কাজটা সারেন ডুমিনি। ৩ ছক্কা ও ৪ চারে ৪০ বলে অপরাজিত ৬৪ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে যখন ড্রেসিংরুমে ফেরেন তখনও ইনিংসের ৮ বল বাকি। তাতে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা।

আগামী রবিবার কেপ টাউনের নিউল্যান্ডসে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest