সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

এবার হজে যেতে লাগবে ৩ লাখ ৯৭ হাজার টাকা

হজযাত্রায় খরচ বাড়িয়ে ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৮’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

খসড়া অনুযায়ী এবার সরকারি ব্যবস্থাপনায় ১ নম্বর প্যাকেজের আওতায় হজে যেতে লাগবে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। গত বছর ছিল তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। আর ২ নম্বর প্যাকেজের আওতায় খরচ করতে হবে তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। গত বছর তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারিত ছিল।

সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম।

সচিব জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট হজ পালিত হবে। এবার হজে যেতে চাইলে অবশ্যই মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) লাগবে। আগ্রহী হজযাত্রীদের অনলাইনে প্রাকনিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় পুলিশ ভ্যারিফিকেশন লাগবে না।

তিনি আরও জানান, ৪৫ জন হাজির টিমে একজন করে গাইড থাকবে। কোনো কারণে নিবন্ধিত কেউ হজে যেতে না পারলে প্রাকনিবন্ধন করা ব্যক্তিদের মধ্য থেকে সর্বোচ্চ শতকরা চারজনকে প্রতিস্থাপন করার সুযোগ পাবে এজেন্সিগুলো। আগামী ২৫ জুন (১০ শাওয়াল) তারিখের মধ্যেই হজে গমনেচ্ছুদের অফিসিয়াল কার্যক্রম শেষ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্র নির্যাতন : ছাত্রলীগের ৭ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্র এহসান রফিককে মারধর ও নির্যাতনের দায়ে হল শাখা ছাত্রলীগের ৭ নেতাকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি।

এ ঘটনার মূল হোতা শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ওমর ফারুককে (মার্কেটিং বিভাগ, দ্বিতীয় বর্ষ) স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এরা সবাই শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের অনুসারী। আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কারের বিষয়টি চূড়ান্ত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, শৃঙ্খলা কমিটির সুপারিশ সিন্ডিকেটে চূড়ান্ত করা হয়। শৃঙ্খলা কমিটি শুধু সুপারিশ করতে পারে। তদন্ত কমিটির দেয়া সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় শৃঙ্খলা কমিটি।

হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ওমর ফারুক ছাড়াও দুই বছরের জন্য বহিষ্কারের সুপারিশ প্রাপ্তরা হলেন- শাখা ছাত্রলীগের সদস্য সামিউল ইসলাম সামি (সমাজবিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ) ও সদস্য আহসান উল্লাহ (দর্শন বিভাগ, দ্বিতীয় বর্ষ), সহ সম্পাদক রুহুল আমিন বেপারি (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, দ্বিতীয় বর্ষ), উপ-সম্পাদক মেহেদী হাসান হিমেল (উর্দু বিভাগ, দ্বিতীয় বর্ষ) এবং সহ সম্পাদক ফারদিন আহমেদ মুগ্ধ (লোক প্রশাসন বিভাগ, দ্বিতীয় বর্ষ)। প্ররোচণার দায়ে হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলামকে (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চতুর্থ বর্ষ) এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাত ও ৭ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত এহসান রফিককে মারধর করে শাখা ছাত্রলীগের নেতারা। এসময় তার চোখের কর্ণিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রক্তাক্ত হয় শরীরের বিভিন্ন অংশ।

মারধরের পর চিকিৎসকের পরামর্শে ভুক্তভোগীকে হাসপাতালেও ভর্তি করেনি শাখা ছাত্রলীগের নেতারা। উল্টো হল শাখা ছাত্রলীগের সভাপতির কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করে এহসান। এসময় তাকে কোনো খাবারও দেয়া হয়নি। ঘটনা বাইরে প্রকাশ না করতে বিভিন্ন ধরনের হুমকিও দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাঁদপুরে ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন

প্রেস বিজ্ঞপ্তি : সদর উপজেলার ধুলিহরের চাঁদপুর ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চাঁদপুর সিআইজি (ফসল) সমবায় সমিতির সদস্যরা ক্ষতিকর পোকা দমন ও ক্ষতিকর পোকার উপস্থিতি জানার জন্য এ ফাঁদ স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার বিশ্বজিৎ দাশ, পাশ্ববর্তী ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার নীলকণ্ঠ সরকার, সি আইজি সদস্যসহ পাশ্ববর্তী অন্যান্য প্রায় ৩০জন কৃষক উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় হিন্দু যুব মহাজোটের পাইকগাছা উপজেলা কমিটি গঠন সভাপতি বিজয় ॥ সম্পাদক নয়ন

প্রেস বিজ্ঞপ্তি :বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের পাইকগাছা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্বরত মিহির কান্তি সরকার ও প্রধান সমন্বয়কারী প্রবীর দাশ স্বাক্ষরিত একপত্রে বিজয় কৃষ্ণমন্ডল কে সভাপতি ও নয়ন রায়কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রবির ব্যাংক হিসাব জব্দে এনবিআরের চিঠি

কর ফাঁকির অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক হিসাব তিনদিনের জন্য ফ্রিজ (জব্দ) রাখতে দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে সোমবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে।

এলটিইউ’র কর কমিশনার মতিউর রহমান বলেন, অন্য অপারেটররা নির্ধারিত সময়ে ভ্যাট দিলেও রবি দেয়নি। এ কারণে ‘প্রথম পদক্ষেপ হিসেবে’ এ ব্যবস্থা নেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডিবি পুলিশের হাতে ফেনসিডিল সহ আটক-১

নিজস্ব প্রতিবেদক:
৪শ বোতল ফেনসিডিল সহ হযরত আলীকে আটক ডিবি পুলিশ। গতকাল দিবাগত রাত ৩টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকা থেকে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি একই উপজেলার কেড়াগাছী এলাকার মৃত দেওয়ান ঢালীর পুত্র হযরত আলী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইগারদের প্রধান কোচ কোর্টনি ওয়ালশ

রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবসে কলম্বোতে বসছে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এতে সাকিবকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কোর্টনি ওয়ালশকে। অবশ্য এই ক্যারিবীয় পেসার বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। এবার মূল দায়িত্ব পেয়েছেন তিনি।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এ ব্যাপারে তিনি বলেন, এই কদিনের আলোচনায় একটা কথা আলোচনা এসেছে, সিনিয়র কাউকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলে ভালো হবে। সে বিবেচনায় শুধু নিদাহাস ট্রফিতে ওয়ালশ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

কারণ, এই সিরিজের আগে আমরা নতুন কাউকে পাচ্ছি না। তাই ক্যারিবীয় পেসারকে এই দায়িত্ব দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘শ্বাসরোধে’ শ্রীদেবীর মৃত্যু: দুবাই ফরেনসিক

বলিউড সুপারস্টার শ্রীদেবীর মৃত্যু পানিতে ডুবে ‘দুর্ঘটনাজনিত শ্বাসরোধে’ ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

দুবাইয়ের ফরেনসিক প্রতিবেদনের বরাত দিয়ে এ দাবি করেছে বিবিসি।

শ্রীদেবীর মৃত্যুর ফরেনসিক প্রতিবেদন দুবাই পুলিশ কর্তৃক তার পরিবার ও দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট অফিসে প্রদান করা হয়েছে।

তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে এখনো ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন সম্পন্ন হয়নি। তাই শ্রীদেবীর মরদেহ ভারতে পাঠাতে কিছুটা দেরী হতে পারে।

এর আগে তারা দাবি করেছিলেন হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে অভিনেত্রী শ্রীদেবীর। এর মধ্যে কোনও সন্দেহজনক কিছু দেখতে পাননি তারা। পুরোটাই স্বাভাবিক মৃত্যু বলে জানিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, মোহিত মারওয়ার বিয়েতে কাপুর পরিবারের সবাই উড়ে গিয়েছিলেন দুবাই। অনুষ্ঠান শেষে অন্যান্যরা ফিরে এলেও বনি কাপুর, শ্রীদেবী ও ছোট মেয়ে খুশি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার রাতে শ্রীদেবীর একটি নৈশভোজের নিমন্ত্রণ ছিল। কিন্তু সেখানেও তিনি যাননি। এদিন রাতেই বাথরুমে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ তারকা।

দীর্ঘ পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে শ্রীদেবী ৩০০ সিনেমায় কাজ করেছেন। যার মধ্যে মি. ইন্ডিয়া, চাঁদনী, চালবাজের মতো জনপ্রিয় মুভিগুলোও রয়েছে।

তার মৃত্যুতে পুরো বলিউডে শোকের ছায়া বিরাজ করছে। ভারতে রাজনীতি অঙ্গন, ক্রীড়া জগত সর্বস্তরের মানুষ শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest