সর্বশেষ সংবাদ-
ব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশএডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভাশ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধনশ্যামনগরে সালাতুল ইস্তেকার নামাজ আদায়তীব্র তাপদাহে পুড়ছে উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রিদেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী

সর্বসম্মতিক্রমে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন রাহুল গান্ধী। এতদিন কংগ্রেসের সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দলটির সভানেত্রী ছিলেন সোনিয়া গান্ধী।

আজ সোমবার বিকেল ৩টা পর্যন্ত কংগ্রেসের দলীয় সভাপতি পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। রাহুল গান্ধী ছাড়া অন্য কেউই ওই পদের জন্য মনোনয়নপত্রই জমা দেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের প্রধান নির্বাচিত হয়েছেন তিনি।

কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের (সিইএ) চেয়ারম্যান মুলাপল্লী রামচন্দ্রন নতুন সভাপতির নাম ঘোষণা করেন।

১৯ বছর পর ভারতের জাতীয় কংগ্রেসের প্রধান নেতৃত্বের ব্যাটন বদল হলো আজ। এর আগে গান্ধী-নেহরু পরিবারের পাঁচ সদস্য এই পদে থেকেছেন। তাঁরা হলেন মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী। ওই ধারা বজায় রেখেই রাহুল গান্ধী হলেন গান্ধী পরিবারের ষষ্ঠ সভাপতি।

আগামী ১৬ ডিসেম্বর সোনিয়া গান্ধী এই দায়িত্বভার তুলে দেবেন তাঁর ছেলে রাহুল গান্ধীকে। ২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে নতুন নেতৃত্বের অধীনে লড়বে ভারতের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দলটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ জানুয়ারি

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল হাসান এ দিন ধার্য করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, সেনা নিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় এই মামলাটি করে দুদক। পরের বছরের ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্যারিসের পথে প্রধানমন্ত্রী

ওয়ান প্ল্যানেট সামিটে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার প্যারিসের এলিসি প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের অভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি অর্থায়ন কীভাবে কাজ করে, তা নির্ধারণ এই সম্মেলনের মূল বিষয় হিসেবে তুলে ধরা হবে।

আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির দুবাই হয়ে চার্লস ডি গৌল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সেখানে প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ড (অপেরা) হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী লা সাইন মিউজিক্যালে ওয়ান প্ল্যানেট সামিটের উচ্চ পর্যায়ের এক অধিবেশনে যোগ দেবেন। এরপর সামিট থেকে ফিরে প্রধানমন্ত্রী ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ডে (অপেরা) বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরে এলিসি প্যালেসে ফরাসি প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এ বৈঠকে চলমান রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, এসডিজি অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়গুলো প্রাধান্য পাবে।

এ ছাড়া সামিট উপলক্ষে আগত সরকার ও রাষ্ট্রপ্রধানসহ আয়োজক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে একই স্থানে ফরাসি প্রেসিডেন্টের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় প্যারিস ত্যাগ করবেন এবং পরদিন বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেরুজালেম ইস্যুতে তুরস্কে যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরস্কের রাজধানী ইস্তাম্বুল জেরুজালেম সংক্রান্ত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান রাষ্ট্রপতিকে নিয়ে ইস্তাম্বুল পৌঁছবে এবং শীর্ষ সম্মেলন শেষে পরের দিন রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ওআইসির বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাষ্ট্রপতি আবদুল হামিদকে শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং রাষ্ট্রপতি তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেন।

একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি বুধবার সকাল ১১টায় ইস্তাম্বুল কংগ্রেস অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ওআইসির এ বিশেষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

এর আগে রোববার সকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে (আল-কুদস আশ-শরীফ) একতরফাভাবে ইসরাইলের কথিত রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় এবং তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে স্থানান্তরের প্রকিয়া শুরু করে। এতে আল-কুদস আস-শরীফ তথা ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া এক অপ্রত্যাশিত হুমকির মধ্যে পড়েছে। আরব-ইসরাইল দ্বন্দ্বে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে।’

উল্লেখ্য, জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরাইলি বাহিনী দখল করে রেখেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জার্ড মুলারের রেকর্ড ছুঁলেন মেসি

বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা পাননি লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো সেটি উঠেছে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। তবে মাঠের লড়াইয়ে দারুণ নৈপুণ্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন মেসি। ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে একটি গোল করে মেসি বসে গেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলারের পাশে। মেসি-সুয়ারেজের গোলে বার্সেলোনাও পেয়েছে ২-০ গোলের সহজ জয়।

রোববার রাতে বার্সেলোনার জার্সি গায়ে মেসি করেছেন নিজের ৫২৫তম গোল। ইউরোপের যেকোনো একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি, ৫২৫টি গোল করার রেকর্ডটি এত দিন এককভাবে ছিল মুলারের দখলে। ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে এই রেকর্ড গড়েছিলেন মুলার। ৫৭২টি ম্যাচ খেলে এই ৫২৫ গোল করেছিলেন মুলার। আর মেসি এই রেকর্ড স্পর্শ করেছেন ৬০৬টি ম্যাচ খেলে। আগামী রোববার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে একটি গোল করতে পারলেই মেসি নিজেকে নিয়ে যেতে পারবেন নতুন উচ্চতায়। ভেঙে দিতে পারবেন মুলারের রেকর্ড।

মেসির রেকর্ড ছোঁয়ার রাতে বার্সেলোনাও পেয়েছে ২-০ গোলের সহজ জয়। পুরো ম্যাচেই বেশিরভাগ সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও গোলের দেখা পেতে দ্বিতীয়ার্ধের ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কাতালানদের। তার আগে ৬০ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ভিলারিয়ালের স্ট্রাইকার রাবাকে। ১০ জনের ভিলারিয়ালের এই দুর্বলতা ভালোমতোই কাজে লাগিয়েছে বার্সেলোনা।

৭২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। আর ৮৩ মিনিটে মেসি করেছিলেন মুলারের রেকর্ড ছোঁয়া গোলটি।

ভিলারিয়ালের বিপক্ষে এই জয় দিয়ে লা লিগার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সবার চেয়ে বেশ খানিকটা এগিয়ে গেছে মেসিরা। ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভ্যালেন্সিয়া। ৩৩ ও ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানের দখল নিয়েছে মাদ্রিদের দুই ক্লাব আতলেতিকো ও রিয়াল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাবা হচ্ছেন মুশফিকুর রহিম!

প্রথমবারের মতো সন্তানের বাবা হতে চলেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভর যোগ্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

খুব শীঘ্রই মুশফিকুর রহিম ও তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোল জুড়ে আসছে তাদের প্রথম সন্তান।

রবিবার (১০ ডিসেম্বর) রাতে দেশের একটি শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যমকে মুশফিকের সন্তান হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ সূত্র।

উল্লেখ্য, মুশফিকের সাথে জান্নাতুল কিফায়াত মন্ডির বাগদান সম্পন্ন হয় ২০১৩ সালের অক্টোবরে। এর প্রায় এক বছর পর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গায়ে হলুদ অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর ও বিবাহোত্তর সংবর্ধনা হয় ২৭ সেপ্টেম্বর।

জান্নাতুল কিফায়াত মন্ডি ব্যবসায় প্রশাসনে অনার্স সম্পন্ন করেছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বড় বোন জান্নাতুল কাওসার মিষ্টি জাতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদউল্লাহ্‌ রিয়াদের স্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে অনায়াসেই হারাল শ্রীলঙ্কা

লজ্জার রেকর্ড নিজেরাই গড়েছে ভারত। ঘরের মাটিতে অলআউট হয়েছে তৃতীয় সর্বনিম্ন রানে। সাম্প্রতিক সময়ে এত কম রানে অলআউট হওয়ার ঘটনা ঘটেনি। অন্তত ২০০০ সালের পর তো না। বিরাট কোহলির অনুপস্থিতিতে রোহিত শর্মার নেতৃত্বে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমেই অলআউট হয়েছে ১১২ রানে।

জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকেও হারাতে হয়েছে ৩ উইকেট। তবে অনায়াসেই জয় তুলে নিয়ে ঘরে ফিরেছে থিসারা পেরেরার দল। মাত্র ২০.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। ওপেনার উপুল থারাঙ্গার ব্যাট থেকে এসেছে ৪৯ রান। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২৫ এবং নিরোশান ডিকভেলা ছিলেন ২৬ রানে অপরাজিত।

১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই গুনাথিলাকার উইকেট হারায় শ্রীলঙ্কা। মাত্র ১ রান করে আউট হন তিনি। উইকেটে এসে মোটেও টিকতে পারলেন না লাহিরু থিরিমানে। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে গেলেন। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হলেন উপুল থারাঙ্গা। তবে তিনি আউট হয়ে গেলেও শেষ কাজগুলো শেষ করে দেন ম্যাথিউজ-ডিকভেলা জুটি। জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার আর হার্দিক পান্ডিয়া নেন ১টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মহেন্দ্র সিং ধোনি একা ৬৫ রান না করলে চরম লজ্জায় পড়তে হতো ভারতকে। শেষ পর্যন্ত ৩৮.২ ওভারে ১১২ রানে গিয়ে শেষ হয় ভারতের ইনিংস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফাও খেলেন, দুজনকে পিটিয়ে হাসপাতালেও পাঠালেন ছাত্রলীগ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব সলিমুল্লাহ মুসলিম হলের ক্যান্টিনে ফাও খেতে বাধা দেওয়ায় দুজনকে মেরে রক্তাক্ত করেছেন ছাত্রলীগের এক নেতা। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এতে ক্যান্টিন ব্যবস্থাপক শফিক ও কর্মচারী মনির আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম ওয়াসিফ হাসান পিয়াস। তিনি ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। তিনি হল ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের অনুসারী।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হলের ক্যান্টিনে টাকা দিয়ে খাওয়ার টোকেন নিতে হয়। কিন্তু ছাত্রলীগ নেতা পিয়াস আজ রাতে হলের ক্যান্টিনে গিয়ে কর্মচারী মনিরকে খাবার দিতে বলেন। কর্মচারী জানান, ‘ভাই খাবার দেওয়ার জন্য টোকেন লাগবে।’ এ কথা বলাতে তৎক্ষণাৎ মনিরের পেটে ও মাথায় ঘুষি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন পিয়াস। এ সময় ছাত্রলীগ নেতা চিৎকার দিয়ে বলতে থাকেন, ‘আমি খাওয়ার টোকেন নিব না।’ এরপর জোর করে খাবার নিয়ে নেন এই নেতা। খাওয়া শেষে যাওয়ার সময় ক্যান্টিন ব্যবস্থাপক শফিক তাঁকে বলেন, ‘একটা ছেলেকে না মেরে আমাকে বললেই খাবার দিয়ে দিতাম।’ এই কথা বলার সঙ্গে সঙ্গে পিয়াস ক্যাশ টেবিলের ওপর উঠে ক্যাশ বাক্স লাথি দিয়ে ফেলে দেন। শফিককে লাথি ও ঘুষি দিতে থাকেন। একপর্যায়ে ক্যান্টিন ব্যবস্থাপক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।

ক্যান্টিন কর্মচারী মনিরের কাছে জানতে চাইলে বলেন, ‘আমি শুধু বলেছি ভাই টোকেন ছাড়া খাওয়া দেওয়া নিষেধ। সাথে সাথে আমার পেটে এসে লাথি দেয়। মারতে থাকে। এখন আমার পেটে প্রচণ্ড ব্যথা।’

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা পিয়াসকে কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

নবাব সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল বলেন, ‘পিয়াস তাদের মারছে। তারা এখন ঢামেকে ভর্তি আছে। আমরা ছাত্রলীগ থেকে কাল (সোমবার) বসে আলোচনা করব।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানকে একাধিবার কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।

এস এম হলের প্রাধ্যক্ষ মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, ‘তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের পাঁচদিন সময় দেওয়া হয়েছে। আমরা তাদের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নিব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest