সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

খলিষখালীতে অমর একুশের আলোচনা সভা অনুষ্ঠিত

সমীর দাশ, পাটকেলঘাটা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষে খলিষখালী অমর একুশ উৎযাপন কমিটি খলিষখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন করে।

শনিবার ২৪ শে ফেব্রুয়ারী রাত্র ৮ ঘটিকায় খলিষখালী অমর একুশের আলচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদক বাবু সমীর দাশ সভাপতিত্ব করেণ। প্রধান অতিথী ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পদক ও তালা প্রেসক্লাবের সভাপতি বাবু প্রনব ঘোষ (বাবলু) বিশেষ অতিথী ছিলান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, তালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন বিশ্বাস, খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পদক শরিফুল সরদার, খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পদক যথাক্রমে- দুলাল দাশ, অনন্ত মণ্ডল, নীলকোমল দাস, সুলতান সরদার, শফিকুল ইসলাম, গোবিন্দ সরকার,অরবিন্দু সরকার, যুবলীগ নেতা  বিপ্লব মুখার্জী (চাঁদু) , বাবলা সরদার, আবির হোসেন রনি, ফজলু সরদার, ইউ পি সদস্য উত্তম দে, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারদ্বীন এহসান (দ্বীপ্ত), আলিম মোড়ল, রফিকুল ইসলাম প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ড. মইনুলসহ এনবিআরের ৬ কমিশনার বদলি

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানসহ ৬ কমিশনারকে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানকে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষায় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) কমিশনার মো. মাসুদ সাদিককে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনায় বদলি করা হয়েছে। একইসঙ্গে ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (কমিশনার) জাকিয়া সুলতানাকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) বদলি করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর কমিশনার ড. মো. সহিদুল ইসলামকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কমিশনার এসএম হুমায়ুন কবিরকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) বদলি করা হয়েছে।

এর বাইরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার কমিশনার কেএম অহিদুল আলমকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য (টেকনিক্যাল) এবং পরবর্তী পদায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্য আদেশে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম-এর অতিরিক্ত কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসকে পদোন্নতি দিয়ে মোংলা কাস্টমস হাউসে কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক ইফতেখার হোসেন

সচিবালয় প্রতিবেদক, ঢাকা: ২০তম বিসিএস প্রশাসনের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেনকে সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ/বদলি করা হয়েছে। তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(উপ সচিব) হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত ছিলেন। আজ রবিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। ইফতেখার হোসেন সাতক্ষীরার বর্তমান জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন।

দেশের ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করেছে সরকার। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তিন ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে।

ঠাকুরগাঁও, নরসিংদী ও কুড়িগ্রামের জেলা প্রশাসককে ময়মনসিংহ, যশোর ও ঢাকায় বদলি করা হয়। এছাড়া ১৯ জেলায় বিভিন্ন মন্ত্রণালয় দফতর ও সংস্থা থেকে বদলি করে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার জামিনের শুনানি শেষ, নথি আসার পর আদেশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি বিকেল সাড়ে ৩টায় শেষ হয়েছে। এতে আজও জামিন পেলেন না কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

নিম্ন আদালতের নথি আসার পর আদেশ দেবেন বিচারপতিরা।

শুনানিতে জামিন আবেদনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা সাবেক এ প্রধানমন্ত্রীর বয়স, অসুস্থতা ও সামাজিক অবস্থান বিবেচনা করে জামিন আবেদনের আর্জি করেন। তবে ‍দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবীরা খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করেছেন।

এর আগে দুপুর ২টার পর শুনানির শুরুতে আইনজীবীদের ভিড়ের কারণে এজলাস থেকে বের হয়ে যান বিচারপতিরা। পরে এজলাসের ভেতর থেকে অতিরিক্ত আইনজীবীদের বের করে দেওয়ার পর পুনরায় শুনানি শুরু হয়।

প্রসঙ্গত, খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের জামিন চাওয়া হয়েছে আবেদনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে কোহলি-ধোনি!

দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ প্রায় দুই মাসের সফর শেষ করেছে ভারত। এই দীর্ঘ সফরে স্বভাবতই ক্লান্ত পুরো দল। আর এ কারণেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক অধিনায়ক-উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিসহ প্রথম সারির পাঁচজন খেলোয়াড়কে আসন্ন নিদাহাস ট্রফিতে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ৬ মার্চ শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই ট্রফির ভারতীয় দল ঘোষণা করা হয়েছে।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ, ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। কোহলির অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে দলের নেতৃত্ব দেবেন বর্তমান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা।

এই সফরে অধিনায়ক বিরাট কোহলি, উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি, পেসার জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বিশ্রামে রেখেছে ভারত।

নিয়মিত একাদশে খেলতে থাকা তারকারা বিশ্রামে থাকার কারণে বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কায় খেলতে যাবে ভারত, যার নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। ৬ মার্চ সিরিজের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। এই সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), দিপক হুদা, ওয়াশিংটন সুন্দার, যুজবেন্দ্র চাহাল, আকসার প্যাটেল, বিজয় শঙ্কর, সারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত, মোহাম্মদ সিরাজ ও ঋষভ পান্ত (উইকেটরক্ষক)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ক্রেতা সেজে অস্ত্র উদ্ধার করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: ক্রেতা সেজে কৌশলে একটি অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।
রোববার সকালে সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড় থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব ৬ এর লে.কমান্ডার জাহিদুল জানান গ্রেফতারকৃতরা অস্ত্র চোরাকারবারী। তাদের কাছে থেকে একটি অস্ত্র কিনবার ভান করে র‌্যাব সদস্যরা খুলনা থেকে তাদের পিছু নেয় । পরে সাতক্ষীরা শহরের নারকেলতলায় এলে তাদেরকে একটি দোনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনার দৌলতপুর উপজেলার পাবলা গ্রামের আবুল কাসেম সরদারের ছেলে নুরুল ইসলাম সরদার ও আজমির শেখের ছেলে আকবর শেখ।
অস্ত্রসহ গ্রেফতারকৃতদের সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাইকেলে রাজশাহীর পথে সাতক্ষীরার ৮০ বছরের জয়নাল আবেদিন

নিজস্ব প্রতিবেদক: বয়স এখন ৮০। পেছনের ১৩ টি বছর সাইকেল চালিয়ে গেছেন রাজশাহী। এবার ১৪ তম বছরেও একইভাবে নিজের বাইসাইকেলে রওনা হয়েছেন সাতক্ষীরার জযনাল আবেদিন। রাজশাহীতে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী ইজতেমায় যোগ দিতে চান জয়নাল।
আজ ভোরে তিনি নিজের সাইকেলের হ্যান্ডেলে একটি ব্যানার টানিয়ে রওনা হয়েছেন। পথিমধ্যে কোনো সাথী তার সাথে যোগ দিলে তাকে স্বাগত জানাবেন তিনি। সাতক্ষীরা থেকে একরকম একাই রওনা হন তিনি।
জয়নালের সাথে রয়েছে বাড়িতে তৈরি করা বেশ কয়েকটি শুকনো রুটি, কিছু তরকারি ও স্যালাইন। জানালেন ‘ আমার কোনো অসুখ বিসুখ নেই। তাই ওষুধ নেওয়ার দরকার নেই’। সড়ক পথে সাতক্ষীরা থেকে রাজশাহীর দুরত্ব ৩১৯ কিলোমিটার। নিজের শক্তি সাহস ও মনোবল দিয়েই তিনি পার হবেন এই সড়ক। পথিমধ্যে মসজিদে নামাজ আদায় করবেন। রাত্রি যাপন করবেন কোনো মসজিদে। এভাবেই তিনি বুধবার কোনো এক সময় পৌছে যাবেন রাজশাহীতে নিজের গন্তব্যস্থলে।
১৯৩৮ এর জুন মাসে জন্ম জয়নাল আবেদিনের। সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কাওনডাঙ্গা গ্রামে বাড়ি তার। লেখাপড়া করেছেন নবম শ্রেণি পর্যন্ত। এখনও বেশ নির্ভুল ও স্পষ্ট ইংরাজীও বলতে পারেন। তিনি বিশ্বযুদ্ধের দামামা শুনেছেন। বৃটিশ বিরোধী আন্দোলনও প্রত্যক্ষ করেছেন। বৃটিশকে ভারত ছাড়ো আন্দোলন দেখেছেন। ১৯৪৭ এ দেশ ভাগ দেখেছেন তিনি । পাঁচ ছেলে ও পাঁচ মেয়ের বাবা জয়নালের নাতি নাতিনের সংখ্যা ২০ ছাড়িয়েছে। তাদের নিয়ে বেশ সুখেই আছেন তিনি।
জয়নাল আবেদিন জানালেন একবার খুব সখ হয়েছিল রাজশাহী দেখার। দেখতে গিয়েছিলেনও । পরে সিদ্ধান্ত নেন যতদিন তিনি সুস্থ খাকবেন ততদিন সাইকেল চালিয়ে রাজশাহী আসবেন বছরে একবার করে। তিনি বলেন ২০০৪ সাল থেকে পরপর ১৩ বছর রাজশাহী এসেছি। এবার নিয়ে ১৪ বছর। সেখানে বৃহস্পতিবার শুরু হবে ইজতেমা। মোনাজাত শেষে শনিবার বাড়ির উদ্দেশ্যে আবারও সাইকেলে রওনা হবেন সাতক্ষীরার জয়নাল আবেদিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা ১১ টার দিকে রাজধানীর শাহবাগে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থীরা মিলিত হন। তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আন্দোলনকারীরা শাহবাগের জাতীয় গ্রন্থাগার থেকে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে।
আন্দোলনকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন। পুলিশ সাঁজোয়া যান নিয়ে অবস্থান করছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest