সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়া

সাতক্ষীরা দি চাইল্ড কিন্ডার গার্ডেন স্কুলে দুর্ধর্ষ চুরি

রাহাত রাজা : সাতক্ষীরা শহরে অবস্থিত দি চাইল্ড কিন্ডার গার্ডেন স্কুলে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার গভীর রাতে শহরের কুখরালি মোড়ে অবস্থিত (টিভি হাসপাতালের দক্ষিন পাশে) দি চাইল্ড কিন্ডার গার্ডেন স্কুলে চুরির ঘটনা ঘটে।
স্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম জানান, শুক্রবার স্কুল বন্ধ ছিল। শনিবার সকালে স্কুলের পিয়ন এসে দেখে গ্রিলের তাল ভাঙ্গা। এ সময় সে আমাকে মোবাইলে ঘটনাটি জানায়। আমরা শিক্ষকরা স্কুলে এসে দেখি চোরের স্কুলের মেইন গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিস রুম ভেঙ্গে ল্যাপটব, নগদ টাকা ও স্কুলে গুরুত্বপূর্ন কগজপত্র নিয়ে গেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলতা বানুর প্রথম দর্শন

গত বছরের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল অরুণ চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘আলতা বানু’র শুটিং যার ইংরেজি শিরোনাম ‘টু সিস্টার্স’। এ ছবি দিয়েই তিন বছর পর বড় পর্দায় ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ফার্স্টলুক পোস্টার।

সেখানে দেখা যাচ্ছে দুই বোনের চরিত্রে অভিনয় করা মম ও রিক্তাকে। তাদের চোখে-মুখে দারুণ বিষাদ।

আলতা ও বানু দুই বোনের গল্পে নির্মিত এ ছবিতে বড় বোন আলতা চরিত্রে মম ও ছোট বোন বানু চরিত্রে দেখা যাবে ফারজানা রিক্তাকে। আর এ দুই নায়িকার বিপরীতে থাকছেন এক নায়ক আনিসুর রহমান মিলন।

নির্মাতা জানান, বড় বোনের বিয়ের ঘটনার সূত্র ধরে হঠাৎ হারিয়ে যায় ছোটবোন। তাকে খুঁজতে বের হয় আলতা। বাকিটা দর্শকরা হলে গিয়ে দেখবেন। আশা করছি দর্শকদের বেশ ভালো লাগবে ছবিটি।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আলতা বানু’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শামিমা নাজনীন, আহসানুল হক ও রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
এ বছরেই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে বলে জানান নির্মাতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকে ভাইরাল সালমান মুক্তাদির-জেসিয়ার প্রেম

ইউটিউবার সালমান মুক্তাদিরকে নিয়ে চারদিকে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তার প্রেম, বিয়ে নিয়ে বেশ কিছুদিন আগে মিডিয়াপাড়ায় চলছিল কানাঘুষা।

এবার আর কানাঘুষা নয়, নয় কোনো সন্দেহ। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলাম সরাসরি তার নামে প্রেমে প্রতারণার অভিযোগ আনলেন। বৃহস্পতিবার জেসিয়ার ফেসবুক স্ট্যাটাসে মিললো নতুন খবর।

‘তুমি আমার সঙ্গে যা কিছু করেছো, আমি কখনও তোমাকে ক্ষমা করবো না। তুমি আমার হৃদয় নিয়ে খেলেছো, যেমনটা তুমি অনেক মেয়ের সঙ্গে খেলো। এসব বন্ধ কর সালমান! এভাবে কত মেয়ের জীবন তুমি নষ্ট করবে? কত?’ নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস লিখেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম।

একই সঙ্গে সালমান মুক্তাদিরের সঙ্গে জেসিয়ার চ্যাটিংয়ের বেশকিছু স্ক্রিন শর্টও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জেসিয়া। চ্যাটিং দেখে বোঝা যায়, সালমান ও জেসিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান। পরে জেসিয়ার দেয়া এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এ নিয়ে তিক্ত প্রশ্ন ও মন্তব্যের মুখে পড়েন সালমান ও জেসিয়া।

এরপর সালমান মুক্তাদির তার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানান যে, জেসিয়ার সঙ্গে আমার সবকিছু ঠিক হয়ে গেছে। আমার প্রতি ওর কোনো অভিযোগ নেই। আর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ অনুষ্ঠানের পর জেসিয়ার ফেসবুক আইডি হ্যাক হয় বলে জানান তিনি।

এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলেও সালমান ও জেসিয়ার কাউকেই পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফ্যাশন হাউস এক্সটেসির মডেল জেসিয়া গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের দ্যূতি ছড়িয়ে গেল বছরে অনুষ্ঠিত হওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে তারকাখ্যাতি লাভ করেন। অপরদিকে ইউটিউবার হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেন সালমান মুক্তাদির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেটের চর্বি কমাতে

শরীর অনেকটা মানানসই; কিন্তু পেটের দিকে চোখ গেলে আঁতকে উঠতে হয়। শরীর থেকে পেট অনেকটা এগিয়ে। এমন শরীর দেখতে যেমন দৃষ্টিকটু, তেমনি চলাফেরায়ও নানা সমস্যা। অথচ খাবারদাবারের প্রতি একটু মনোযোগী হলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। এ জন্য অবশ্যই অস্বাস্থ্যকর খাবার বাদ দিতে হবে, খেতে হবে স্বাস্থ্যকর খাবার। সঙ্গে কিছু ব্যায়াম করলে পেট থেকে চর্বি সহজেই ঝেড়ে ফেলা যায়।

বেশি বেশি পানি পান

আমাদের শরীরের ৭০ শতাংশই পানি। পরিপাকের কাজ বেশির ভাগই পানির উপস্থিতিতে হয়ে থাকে। সুতরাং শরীরে যখন যথেষ্ট পরিমাণ পানি থাকে, তখন পরিপাকের কাজটাও সহজে হয়।

লবণের ব্যাপারস্যাপার

লবণাক্ত খাবার পরিহার করা উচিত। সেই সঙ্গে সংরক্ষিত খাবারও। কেননা সংরক্ষিত খাবারে লবণের পরিমাণ বেশি থাকে। শরীরের জন্য লবণ আসলে ক্ষতিকর, কেননা এটি পানি ধারণ করে রাখে। এটার কারণেই অনেক সময় শুষ্ক দেখায়।

ভাজাপোড়া খাবার পরিহার

প্রথমে ফ্রিজে যেসব অস্বাস্থ্যকর খাবার জমা আছে, সেগুলো ফেলে দিতে হবে। এসব অস্বাস্থ্যকর খাবারের স্থলে তাজা ফল, শাক-সবজি ও শস্যজাতীয় খাবার রাখতে হবে। অতিরিক্ত সিদ্ধ খাবার খাওয়া থেকেও দূরে থাকতে হবে, কেননা এসব খাদ্যে খাদ্যমান নষ্ট হয়ে যায়।

কাঁচা রসুন সেবন

প্রতিদিন সকালে দুই-তিন টুকরা কাঁচা রসুন এবং এক গ্লাস লেবুর শরবত খাওয়ার অভ্যাস করলে দারুণ উপকার পাওয়া যাবে। এটা একদিকে যেমন ওজন কমানোর গতি ত্বরান্বিত করে, তেমনি রক্ত সঞ্চালনের গতি বাড়াতে সাহায্য করে।

সাদা চালের ভাত থেকে দূরে থাকা

সাদা চালের ভাত খাওয়া পরিহার করতে হবে। খেতে হবে গমের খাবার।

বেশি করে ফল খাওয়া

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক বাটি করে ফল খেতে হবে। ফল শরীরের ভিটামিনের অভাব পূরণ করবে, সেই সঙ্গে খনিজের অভাবও।

শিম খাওয়া

শরীর থেকে চর্বি ঝেড়ে ফেলতে শিমজাতীয় খাবার বেশি খেতে হবে। নিয়মিত শিমজাতীয় খাবার খেলে মাংসপেশির যেমন উপকার হয়, তেমনি হজমশক্তি বাড়ে। খেতে হবে শসাজাতীয় খাবারও। কেননা শসা যেমন সতেজ রাখতে সহায়তা করে, তেমনি এটি কম ক্যালরি সমৃদ্ধখাবার। শসায় সাধারণত ৯৬ শতাংশ পানি থাকে, যা খাবারকে ঠাণ্ডা রাখতে সহায়তা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যার এনার্জি ড্রিঙ্কস পান করেন তাদের হার্টবিট বেড়ে যাওয়া, বমি, হার্ট অ্যাটাকের মতো মারাত্মক সমস্যাও হতে পারে।

গবেষণাটি করেছেন কানাডার অন্টারিও ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকরা জানান, যারা এনার্জি ড্রিঙ্কস পান করেন তাদের মধ্যে হৃদপিণ্ডের ধুকপুকানি বেড়ে যাওয়া, বমি এবং কখনো কখনো হার্ট অ্যাটাকের মতো সমস্যাও দেখা দেয় বলে গবেষণায় প্রমাণ পাওয়া গেছে।

কানাডায় বর্তমানে আইন আছে শিশুদের কাছে এনার্জি ড্রিঙ্কস বিক্রি করা যাবে না। আর ক্রীড়াবিদদেরকে এনার্জি ড্রিঙ্কস না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

১২-২৪ বছর বয়সী ২,০৫৫ জন তরুণ কানাডিয়ানের ওপর জরিপে দেখা গেছে, যারা জীবনে এনার্জি ড্রিঙ্কস পান করেছেন তাদের ৫৫.৪ শতাংশের স্বাস্থ্য একটা সময়ে গিয়ে মারাত্মকভাবে খারাপ হয়ে পড়ে।

যারা তাদের স্বাস্থ্য খারাপ হওয়ার কথা বলেছেন, তাদের মধ্যে ২৪.৭% হার্টবিটের সমস্যার কথা বলেছেন, ২৪.১% বলেছেন ঘুমের সমস্যার কথা আর ১৮.৩% বলেছেন মাথা ব্যথার কথা।

আর মোট ৫.১% বমিভাব, বমি, ডায়রিয়া, ৫% স্বাস্থ্য সমস্যা, ৩.৬% বুকে ব্যথা এবং ০.২% হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ উনসত্তরের গণঅভ্যুত্থানের নায়ক শহিদ আসাদ দিবস

অনলাইন ডেস্ক: ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ১১-দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দিয়েছিলেন ছাত্রনেতা আসাদুজ্জামান। সেই আসাদুজ্জামানের স্মরণে আজ শহীদ আসাদ দিবস।
দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভিন্ন সংগঠন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল গেট সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। এছাড়া আলোচনা সভারও আয়োজন করা হয়েছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
পূর্ব পরিকল্পনা অনুসারে ১৯৬৯ সালের এই দিন দুপুরে ছাত্রদেরকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের পার্শ্বে চান খাঁ’র পুল এলাকায় মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন আসাদুজ্জামান। পুলিশ তাদেরকে চান খাঁ’র ব্রীজে বাধা দেয় ও চলে যেতে বলে। কিন্তু বিক্ষোভকারী ছাত্ররা সেখানে প্রায় এক ঘন্টা অবস্থান নেয় এবং আসাদ ও তার সহযোগীরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ওই অবস্থায় খুব কাছ থেকে আসাদকে লক্ষ্য করে এক পুলিশ অফিসার গুলি করে। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় আসাদকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আসাদ শহীদ হওয়ার পর তিনদিনের শোক পালন শেষে ওই বছরের ২৪ জানুয়ারি আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্রদের ১১ দফার ভিত্তিতে ঢাকাসহ পুরো বাংলার রাজপথে জোয়ার নামে সর্বস্তরের মানুষের। হয় ঊনসত্তরের গণঅভ্যুত্থান; যার ফলে আইয়ুব খানের পতন ঘটে। এরপর আরেক স্বৈরশাসক ইয়াহিয়া খান ক্ষমতায় এসে ঘোষণা দেন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রংপুর বিভাগের বিভিন্ন জেলাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি ৪ দশমিক ৫ মাত্রার ছিল। কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানী ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরের কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল এরং রংপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৮৭ কিলোমিটার উত্তরপূর্বে। উত্তরাঞ্চলে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের কিছু স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।

আমাদের জেলা প্রতিনিধিদের দেয়া তথ্য মতে, শনিবার সকালে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীসহ দেশের কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত (সকাল সাড়ে ৮টা) কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রচণ্ড শীতে চাদর মুড়িয়ে মানুষজন যখন ঘুমাচ্ছিলেন, তখনই এ ভূমিকম্প অনুভূত হয়। অনেকে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী দলের নেতা রয় বেনেট ও তার স্ত্রী মারা গেছেন। নিউ মেক্সিকোর পাহাড়ি এলাকায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই দুর্ঘটনায় হেলিকপ্টারের আরও তিন আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ ব্যক্তিগত হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে।

তার রাজনৈতিক দল মুভমেন্ট ফর ডেমক্রেটিক চেঞ্জ (এমডিসি) এর নেতা বেনেটের (৬০) দল থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
এ মৃত্যুর খবর নিশ্চিত করে বৃহস্পতিবার এক টুইটে এমডিসি নেতা ডেভিড কলটার্ট লেখেন, আমি এই মাত্র তিনটি বিশ্বস্ত সূত্র থেকে উত্তর আমেরিকায় হেলিকপ্টার দুর্ঘটনায় রয় এবং হিদার বেনেটের দুঃখজনক মৃত্যুর খবর পেলাম। তাদের মত দুইজন দেশভক্তের মৃত্যুর খবরে আমি বিধ্বস্ত। তাদের পরিবার ও স্বজনদের জন্য আমার সমবেদনা রইলো।তবে হেলিকপ্টার দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে এক আরোহী বেঁচে যান। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest