মাশরাফি কোনো সাধারণ নাম নয়। বাংলাদেশ ক্রিকেটকে যারা ভালোবাসে তাদের কাছে আবেগের নাম মাশরাফি। দেশীয় ক্রিকেটকে যিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নিজের নামের পাশে ব্যক্তিগতভাবে তেমন কোনো রেকর্ড জমা করতে না পারলেও অধিনায়ক হিসেবে তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে।
বাংলাদেশের অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ জেতার কৃতিত্ব এখন মাশরাফির। তিনি পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে। মাশরাফি ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন ৫২ ম্যাচে যার মধ্যে ৩০টি ম্যাচে জয়লাভ করে টাইগাররা।
ক্রিকেটকে ভালোবেসে নিজের জীবন তুচ্ছ করা মানুষটার অধীনে প্রথমবারের মতো ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব গড়ে বাংলাদেশ। আর সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজেও মাশরাফির নেতৃত্বে পরপর ৩টি ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা।
বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় মাশরাফির পরেই আছেন হাবিবুল বাশার। যিনি ৬৯টি ম্যাচের নেতৃত্বে ছিলেন, যার মধ্যে ২৯ ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কোলাহলমুক্ত নান্দনিক ও মুক্ত পরিবেশে মানসিক প্রশান্তির সুযোগ পাওয়া যাবে- এমন স্থান খুবই কম। বিশেষ করে শহরে তো এরকম স্থান নেই বললেই চলে। নাগরিক জীবনের কর্মব্যবস্ততায় হাঁপিয়ে ওঠা মানুষ দিনের শেষে বা সপ্তাহান্তে সুযোগ খোঁজে একটু ভিন্নতায় নিজেকে, নিজের পরিবারকে নিয়ে ঘুরে আসতে। সাতক্ষীরা শহরে এমনই এক স্থান হিসেবে স্বল্প সময়ের মধ্যে সবার কাছে প্রিয় হয়ে উঠেছে লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এর নান্দনিক সৌন্দর্য্যে মুগ্ধ হচ্ছেন আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই। উদ্বোধনের এক মাসের মধ্যে সকলের নজরে পড়েছে এই চমৎকার রেস্তোঁরাটি।
তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট এ বিবাহ, জন্মদিন, হালখাতা, সভা-সেমিনার করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আছে পর্যটকদের জন্য আবাসিক ব্যবস্থা। পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। চমৎকার আবহাওয়া, নৈসর্গিক পরিবেশ পেয়ে সবাই খুশি। প্রশান্তি ও বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসছেন এখানে।
তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা বলেন, আমার মরহুম পিতার আদর্শকে পুজি করে সততা ও নিষ্ঠার সাথে সাতক্ষীরাবাসীর সেবা করার প্রত্যয় নিয়ে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টটি করেছি। সকল মানুষের জন্য স্বল্প খরচে রুচি সম্মত বিভিন্ন খাবার ও সুস্থ্য বিনোদন দিতে আমার এ প্রতিষ্ঠান কাজ করবে। ইতিমধ্যে সাতক্ষীরার বাইরে এর সুনাম ছড়িয়ে পড়তে শুরু করেছে। জেলার বাইরে থেকেও প্রতিদিন বহু মানুষ এখানে আসছেন, মুগ্ধ হচ্ছেন।
