সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনওপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ !জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের পিতার মৃত্যু

সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে লাবসায় এমপি রবির উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নিয়ে জনগণের দোড় গোড়ায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে লাবসা খালকুল পাড়া এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়লাভ করে এবং গণতন্ত্র রক্ষা করেছিলেন বলেই আজ বাংলাদেশ বিশে^র দরবারে আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। আর ২০১৪ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা জয়ী হয়েছিলেন বলেই আজকের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা বিজয়ী হতে পারলেই এই উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে।
এসময় বিভিন্ন এলাকার মানুষ বর্তমান সরকারের উন্নয়নের প্রশংসা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা আ ’লীগের নির্বাহী সদস্য জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এপিপি এড. মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, লাবসা ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টি, আব্দুল আলিম, কাজী এহাছানুল হাসান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরসাদ আলী, ইবাদুল্লাহ হাজরা, মুন্সি আমিরুল হক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আ’লীগের সাধারণ আবু সুফিয়ান সজল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আ ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: মঙ্গলবার বিকাল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের জেলা শহরে অবস্থানরত নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরিসভা জেলা সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় ৫ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনাসভা ও বর্ণাঢ্য র‌্যালি এবং সন্ধ্যায় একই মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ যৌথভাবে উদযাপন করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়াম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সহ-সভাপতি সাবেক এমপি ডা: মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদকবৃন্দ অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও শেখ সাহিদ উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ নূরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এড. গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য এড. আব্দুল লতিফ, ডা. মুনসুর আহমেদ, এম এ হামিদ, মিসেস কোহিনুর ইসলাম, সদর উপজেলা সভাপতি এস এম শওকত হোসেন, পৌর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর সভাপতি মিজানুর রহমান, পৌর সভাপতি মনোয়ার হোসেন অনু, প্রভাষক ময়নুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, জেলা স্বেচ্ছাসবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিহা হোসেন, তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসানসহ আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফলো আপ; অবশেষে বন্ধ হলো শোভনালীর নগ্ন নৃত্যের আসর

এম বেলাল হোসাইন: ডেইলি সাতক্ষীরায় আশাশুনির শোভনালীতে চলমান জুয়া ও নগ্ন নৃত্য নিয়ে সংবাদ প্রকাশের পরপরই অবশেষে বন্ধ হলো এ অবৈধ কারবার। তবে এখন উপজেলার অনেকেরই বক্তব্য কেবলমাত্র সংবাদ প্রকাশের পরই উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি পড়লে হবে না। যাতে এ চক্রটি অন্য কোথাও এ অবৈধ কারবার আর পাতাতে না পারে সেদিকে কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে।
শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম জানান, আমি বরাবরই এ অবেধ্য কারবারের বিরোধিতা করে থাকি। শুধু জুয়া এবং নগ্ন নৃত্য নয়, ডেইলি সাতক্ষীরা অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
সম্প্রতি আশাশুনির বিভিন্ন এলাকায় উৎসবের নামে যাত্রার আড়ালে জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্য এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন হতে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটিতে যাত্রার নামে চলছিল চরম অশ্লীল নগ্ন নৃত্য ও প্রকাশ্য রমরমা জুয়ার আসর। কোন পারমিশন ছাড়াই শুধুু মাত্র উৎকোচের বিনিময় চলে এসেছে এ নগ্ন নৃত্য ও জুয়ার রমরমা অবৈধ ব্যবসা। এসকল আসরে সবকিছু হারিয়ে নিঃশ্ব হচ্ছে সাধারণ মানুষ আর লাভবান হচ্ছে বোর্ড মালিক ও আয়োজকরা। উপজেলার সচেতন মহলের বক্তব্য শুধু কামালকাটিতে এ অবৈধ কারবার বন্ধ করে নয়, উপজেলার কোথাও যেন এ চক্রটি আর এমন ব্যবসা খুলে যুব সমাজকে ধ্বংস করতে না পারে সেদিকে সুদৃষ্টি কামনা করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনে ৩০টি ডাইনোসরের ডিমের জীবাশ্মের সন্ধান

পৃথিবী থেকে লক্ষ লক্ষ বছর আগেই বিলুপ্তি ঘটেছে ডাইনোসরের। কিন্তু তাদের নিয়ে অনেক প্রশ্নের উত্তর বিজ্ঞানীদের কৌতূহল মেটালেও এই বিষয় নিয়ে তাদের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি। এবার বিজ্ঞানীরা পেলেন এক নয়া সন্ধান। চীনের জিয়ানজি প্রদেশের গুয়ানঝুয়ে মিলল প্রায় ৩০টি ডিমের জীবাশ্ম। যে সে ডিম নয়, এগুলি ডাইনোসরের ডিমের জীবাশ্ম বলেই মনে করছেন গবেষকরা।

জানা যায়, গুয়ানঝুয়ে একটি স্কুল তৈরির কাজ চলছিল। সেখানেই মাটি খুঁড়তে গিয়ে দেখা যায়, প্রায় ৩০টি ডিমের জীবাশ্ম। বিশেষজ্ঞদের মতে, জীবাশ্মের বয়স কমপক্ষে ১৩০ মিলিয়ন বছর। সেই এলাকার বড় বোল্ডারগুলি ভাঙার জন্য শ্রমিকরা বিস্ফোরক ব্যবহার করেছিলেন। তা সত্ত্বেও অল্পের জন্য বেঁচে যায় ডিমের জীবাশ্ম। বোল্ডারগুলি এক জায়গায় জড়ো করার সময় শ্রমিকদের পাখির বাসার মতো একটি বস্তুর জীবাশ্ম চোখে পড়ে। সঙ্গে ২ মিলিমিটার পুরু কালো কোষের কিছু টুকরোও দেখতে পান তারা। বিল্ডিং প্রস্তুতকারকরা প্রথমেই এই জীবাশ্মকে ডাইনোসরের ডিমের বলে আন্দাজ করেছিলেন। কিন্তু নিশ্চিত না হওয়ায় তাঁরা থানায় খবর দেন।

পুলিশ এসে গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর দায়ু কাউন্টি জাদুঘরের বিশেষজ্ঞরা এসে বিষয়টি পরিষ্কার করেন। তারা বলেন, এই জীবাশ্ম ক্রেটাকসাস যুগের। ১৪৫ মিলিয়ন বছর আগের সেই যুগ শুরু হয়েছিল জুরাসিক যুগের ঠিক পরেই। সে যুগেও ডাইনোসরদের অস্তিত্ব ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিভিন্ন রোগ প্রতিরোধে কলার ভূমিকা

‘কলা’ হলো এমন একটি ফল যা স্বাদে অসামান্য হওয়ার পাশাপাশি পুষ্টি মূল্যেও ভরপুর। লো প্রেশার মোকাবিলা কিংবা ক্যানসার প্রতিরোধ অথবা অ্যাজমা সারাতে কলার জুড়ি মেলা ভার।

একটি মাঝারি মাপের কলার পুষ্টিমূল্য প্রচুর। এতে থাকে ক্যালোরি (১০৫), ফ্যাট (০.৪ গ্রাম), সোডিয়াম (১.২ গ্রাম), পটাসিয়াম (৪২২.৪ মি.গ্রা), কার্বোহাইট্রেড (২৭ গ্রাম), প্রোটিন (১.৩ গ্রাম)। আমাদের আজকের এই প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য রইলো, বিভিন্ন রোগ প্রতিরোধে কলার ভূমিকা সম্পর্কে বিস্তারিত-

১। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়-

কলার মধ্যে উপস্থিত পটাসিয়াম সাধারণত হার্টের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে। যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। ব্লাড প্রেশার লেভেলও ঠিক থাকে।

২। এনার্জি বাড়ায়-

কলার মধ্যে যেহেতু ক্যালোরি ভরপুর তাই এটি এনার্জি বুস্টার হিসাবেও কাজ করে। যে কোনও খেলোয়াড়রা কিংবা যারা নিয়মিত ব্যায়াম করেন তারা খেলার মাঝে বা ব্যায়ামের মাঝে কলা খেয়ে থাকেন এনার্জি বাড়ানোর উদ্দেশ্যে।

৩। হজম ক্ষমতা বৃদ্ধি করে-

কলার মধ্যে ফাইবারের উপস্থিতি মানবদেহের পাচন ক্ষমতাকে উন্নত করে। তাই যারা বদহজমের সমস্যায় ভোগেন তাদের জন্য কলা খুব উপকারী।

৪। ক্যানসার প্রতিরোধ করে কলা-

কলার মধ্যে এমন অনেক প্রকার গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা ক্যানসার প্রতিরোধে বিশেষ উপকারী। তাই সারা বিশ্বের চিকিৎসকরা কলা খাওয়ার উপর বিশেষ জোর দিতে পরামর্শ দিয়ে থাকেন।

৫। হাঁপানি প্রতিরোধ করে-

কলার মধ্যে কিছু এমন অ্যান্টি অ্যালার্জিক উপাদান আছে যা হাঁপানি কমাতে বিশেষ উপকারী। তাই যাঁরা দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন তাঁদের চিকিৎসকরা নিয়মিত কলা খাওয়ার নির্দেশ দেন।

৬। মানসিক অবসাদ রোধে-

কলায় অ্যামাইনোজ অ্যাসিড আছে, যা স্ট্রেস কমাতে এবং মুড ভাল করে। মানসিক অবসাদে আক্রান্তদের জন্যও কলা ভাল কাজ দেয়।

৭। ত্বকের সুরক্ষায়-

কলা ত্বক ভাল রাখতেও সাহায্য করে। পাশাপাশি কলার সাহায্যে বানানো মাস্ক মুখে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্কিন ময়েশ্চারাইজের কাজও মেটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিতালিকে বিরাটদের কোচ হিসেবে দেখতে চান শাহরুখ

তার অধিনায়কত্বে অল্পের জন্য হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। কিন্তু সকলের মন জিতে নিয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। প্রশংসা কুড়িয়েছে মিতালি রাজের অধিনায়কত্বও। সেই মিতালি রাজের সঙ্গে এক টক শোতে দেখা হয়ে গিয়েছিল শাহরুখ খানের। আর সেখানেই মিতালিকে এক অভিনব প্রস্তাব দিয়ে বসলেন কিং খান।

মিতালির প্রশংসার পাশাপাশি তিনি তাকে বলেন, ‘‘আমি একদিন তোমাকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে দেখতে চাই।’’ মিতালির কাছেও যেন জবাব তৈরিই ছিল। জবাবে তিনি বলেন, ‘‘আমি সব সময় নিজের সেরাটা দিতে চাই।’’

মিতালিই প্রথম যার ব্যাট থেকে বিশ্বকাপে ১০০০ রান এসেছে। আর এই মুহূর্তে ওয়ানডেতে তার দখলে রয়েছে সর্বোচ্চ রান। সেই মিতালি রাজ সব সময়ই খুব স্পষ্ট বক্তা। অতীতে সাংবাদিকের প্রশ্ন ভারতীয় দলের কোন ক্রিকেটারের মতো হতে চানের জবাবে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, ‘‘এই একই প্রশ্ন ওদের গিয়ে করুন।’’

সেই মিতালিই ম্যাচের আগে একাগ্রতা ধরে রাখতে বই পড়ে সময় কাটান। সেই অনুষ্ঠানে তার সেই অভ্যাস নিয়েও কথা বলেন মিতালি। তিনি বলেন, ‘‘যখন কেউ মাঠে নেমে খেলে আর সবার নজর তাদের উপর থাকে, তাদের ঘিরে প্রত্যাশা থাকে, তখন লক্ষ্যটা স্থির রাখতে হয়। আর সবারই নিজের মতো করে সেটার পদ্ধতি রয়েছে। আমি চাপ কাটাতে বই পড়ি। আমার মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে।’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেরুতে পাহাড়ি রাস্তা থেকে ১০০ মিটার নিচে বাস, নিহত ৪৬

পেরুর নর্থ লিমার কাছে পাহাড়ি রাস্তার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ১০০ মিটার নিচে পড়ে গিয়ে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাজধানী লিমার উত্তরে ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইট বার্তায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় বাসটি ১০০ মিটার নিচে একটি সমুদ্র সৈকতে পড়ে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সেখানকার পরিবহন কর্মকর্তারা।

পেরু পরিবহন প্রধান ডিনো এসকুডেরো স্থানীয় টেলিভিশন নিউজ এজেন্সি আন্দিনাকে ৪৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রেতারা সাবধান ইলিশে বিষ! নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চিঠি

ক্রেতারা সাবধান! ইলিশ মাছে বিষ— এমন তথ্য পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জানা গেছে, মিয়ানমার, ফিলিপাইন ও ওমান থেকে আমদানিকৃত ‘ইলিশ’ মাছ দেশের বাজারে আসছে। মিয়ানমার থেকে আনা মাছ টেকনাফে ভ্যাট কাস্টমস্ কমিশনার কার্যালয় ও অন্যান্য দেশ থেকে আসা মাছ চট্টগ্রাম ও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসছে। বেশি মুনাফাজনক হওয়ায় এ মাছ দেদার আমদানি হচ্ছে। শুধু শাহজালাল বিমানবন্দর দিয়ে প্রতি মাসে ১ টন মাছ আমদানি হচ্ছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক মাত্রায় মাছে (এমজি/কেজি) লেডের পরিমাণ শূন্য দশমিক ৩ ভাগ হলেও ল্যাবরেটরির পরীক্ষায় ৫ গুণ বেশি সিসা (১ দশমিক ৫৫৯ ও ১ দশমিক ৬৯৯ [এমজি/কেজি]) পাওয়া গেছে। তা ছাড়া দ্বিগুণের বেশি ক্যাডমিয়াম (সিডি) পাওয়া গেছে। এ ছাড়া মাছের নামে বিষ আমদানি বন্ধে আমদানিকৃত মাছের চালান ল্যাবরেটরি টেস্টের ফলাফল ছাড়া খালাস না করতে অনুরোধ জানিয়ে কাস্টমসেক চিঠি দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বাংলাদেশ ফুড সেইফটি অথরিটি)। আগামী দু-এক দিনের মধ্যে ল্যাবরেটরি চালান ছাড়া আমদানিকৃত মাছ খালাস বন্ধ হয়ে যাবে বলে তারা মনে করছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, এ মাছ দেখতে হুবহু ইলিশের মতোই। রাজধানীসহ সারা দেশে বিক্রেতারা পদ্মার ইলিশ বলে ক্রেতার কাছে চড়া দামে বিক্রি করছেন। বেশ বড় ও চকচকে রুপালি রং দেখে ক্রেতাও খুশিমনে কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। তবে রান্নার পর পদ্মার ইলিশ থেকে একেবারেই ভিন্ন স্বাদের। পাশাপাশি অনেকটা তেতো ও উটকো গন্ধ। ক্রেতারা জানেন না ইলিশ মাছের নামে গাঁটের টাকা খরচ করে তারা কিনে খাচ্ছেন বিষ। দেশের বাজারে এ মাছটি চন্দনা বা চাঁদিনা নামে বিক্রি হচ্ছে। একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী সমুদ্র ও আকাশপথে আমদানি করে প্রতিদিন দেশের বাজারে বিক্রির জন্য ইলিশ মাছের নামে নিয়ে আসছে বিষ।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম-সচিব) মাহবুব কবীর মিলন বলেন, ‘এ প্রজাতির মাছে সিসা ক্রোমিয়ার ও মারকারি নামের উপাদান পাওয়া গেছে। এ উপাদান জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ মাছ হুবহু ইলিশের মতো দেখতে। একই মাছ কলম্বো সাদ ও গিজার্ড সাদ নামে আমদানি করা হচ্ছে। দেশীয় বাজারে চান্দিনা বা চাঁদিনা নামে বিক্রি হওয়া এ দুটি মাছে ওই হেভি উপাদান রয়েছে। ফলে বাজার থেকে ক্রেতারা টাকা দিয়ে নিজের অজান্তে বিষ কিনে খাচ্ছেন।’

জানা গেছে, নববর্ষের প্রথম দিন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ল্যাবরেটরি টেস্ট ছাড়া মাছের চালান বন্ধ করার অনুরোধ জানিয়ে চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর ও টেকনাফে ভ্যাট কমিশনারকে চিঠি দেওয়ার পর মাছ আমদানিকারকরা একাট্টা হয়ে মাঠে নেমেছেন।

জানতে চাইলে নিরাপদ খাদ্য অধিদফতরের সদস্য বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো জনহিতকর সিদ্ধান্ত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিতে পারে। সব সরকারি প্রতিষ্ঠান তাদের অনুরোধ আমলে নিয়ে কাজ করলে সমস্যা কেটে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest