সর্বশেষ সংবাদ-

প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে-সংসদে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এম, আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ধনী-গরীব নির্বিশেষে সকলের জন্য উচ্চ শিক্ষার পথ সুগম করতে এ উদ্যোগ নেয়া হবে।

মন্ত্রী বলেন, এ কার্যক্রমের আওতায় সরকারের বর্তমান মেয়াদে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত দেশে ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমতি প্রদান করা হয়েছে।

নাহিদ বলেন, এর ধারাবাহিকতায় দেশে সরকারি উদ্যোগে আরও ৮টি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলছে। এর মধ্যে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ ইতোমধ্যে মহান জাতীয় সংসদে পাস হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭’ জাতীয় সংসদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, এছাড়া ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ’, ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব এভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়, ঢাকা’, ‘হাজী আসমত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ’, ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর’ এবং ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,’ নামে আরও ৬টি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে আইনের খসড়া চূড়ান্তকরণের কাজ চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় পৌঁছেছেন প্রণব মুখার্জি

ব্যক্তিগত সফরে আজ রবিবার ঢাকায় পৌঁছেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিকেল ৪টায় প্রণব মুখার্জিকে বহনকারী জেট এয়ারলাইনসটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

চার দিনের এই সফরে প্রণব মুখার্জি একটি সাহিত্য সম্মেলনে যোগদান করবেন এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

এরপর তিনি মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে।

এ ছাড়াও সাবেক এই রাস্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে নগরীর ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

তা ছাড়াও ঢাকায় অবস্থানকালে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে এক নৈশভোজে অংশগ্রহণ করবেন।

সফর শেষে তিনি ১৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল্যাকটালিসের গুঁড়ো দুধে ব্যাকটেরিয়া: সংক্রমণের ঝুঁকিতে ৮৩ দেশ

ফরাসি কোম্পানি ল্যাকটালিস-এর প্রস্তুতকৃত শিশু গুঁড়ো দুধে ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায় গত বছরের ডিসেম্বরে। তখন থেকে রবিবার পর্যন্ত বিশ্বের ৮৩টি দেশ থেকে নিজেদের তৈরি ১ কোটি ২০ লাখেরও বেশি গুঁড়ো দুধের বাক্স প্রত্যাহার করার কথা জানিয়েছে ল্যাকটালিস। তবে চলমান প্রত্যাহার কর্মসূচির মধ্যেই দুটি ভোক্তা দেশের ৩৬ জন গ্রহীতার মধ্যে ক্ষতিকর ওই ব্যাকটেরিয়ার প্রভাব শনাক্ত করা হয়েছে। ওই দুধ থেকে সংক্রমণের ঝুঁকির কথা স্বীকার করেছেন ল্যাকটালিস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এমানুয়েল বেসনিয়ের।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, দুধ প্রত্যাহারের কার্যক্রম শুরু হয়েছিল গত ডিসেম্বরে। বাচ্চারা ল্যাকটালিসের দুধ পান করার পর অসুস্থ হয়ে পড়েছে উল্লেখ করে অভিভাবকরা শত শত মামলা দায়েরের পর ওই কোম্পানির কারখানায় তদন্ত শুরু হয়। সেসময় ল্যাকটালিসের একটি কারখানায় স্যালমোনেলা ব্যাকটেরিয়ার অস্তিত্ব আবিষ্কার হয়। এর প্রেক্ষিতে ডিসেম্বরে বাজার থেকে গুঁড়োদুধ প্রত্যাহার করে নিতে শুরু করে কোম্পানিটি। প্রত্যাহারকৃত পণ্যের মধ্যে রয়েছে পিকট, মিলুমেল এবং তারানিস ব্র্যান্ডের গুঁড়ো দুধ।

রবিবার (১৪ জানুয়ারি) ল্যাকটালিস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এমানুয়েল বেসনিয়ের জানান, ‘১ কোটি ২০ লাখেরও বেশি গুঁড়ো দুধের বাক্স সংক্রমিত হয়েছে।’ তবে তার দাবি, সব দুধ প্রত্যাহারের নির্দেশ দেওয়ায় পণ্য বিতরণকারীদেরকে কোনটি ভালো আর কোনটি সংক্রমিত তা খুঁজে বের করতে হিমশিম খেতে হবে না। বেসনিয়ের বলেন, ‘তারা জানে তাক সব কিছু সরিয়ে নিতে হবে।’

স্যালমোনেলার কারণে প্রচণ্ডরকমের ডায়রিয়া হয়, পেটে ব্যথা হয়, বমি হয় এবং পানিশূন্যতা দেখা দেয়। এটি জীবনঘাতী পর্যন্ত হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য। এই পর্যন্ত শুধু ফ্রান্সের স্যালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে ৩৫ জন, আর স্পেনে আক্রান্ত হয়েছে ১ জন। শুক্রবার ফরাসি কর্তৃপক্ষ জানায়, গ্রিসে আরেকজন সম্ভাব্য আক্রান্তকে পরীক্ষা করা হচ্ছে।

ল্যাক্টালিস কোম্পানির এক মুখপাত্র বিবিসিকে বলেন, ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার যেসব দেশে এর প্রভাব পড়েছে সেগুলোকে এরইমধ্যে এই ব্যাপারে অবহিত করা হয়েছে। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় এর প্রভাব পড়েনি।

কারখানায় ব্যাকটেরিয়ায় প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার খবর ল্যাকটালিস কর্তৃপক্ষ আড়াল করতে চাইছে বলে অভিযোগ উঠেছে। তবে ফরাসি সংবাদপত্র জার্নাল দু দিমানচেকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাকটালিসের প্রধান নির্বাহী তা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এই ব্যাপারে অভিযোগ রয়েছে এবং আমরা তা তদন্ত করব। এক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দেব।’

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা প্রদানেরও আশ্বাস দিয়েছেন তিনি।

ল্যাকটালিস গ্রুপ হলো বিশ্বের বৃহত্তর একটি দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ৪৭টি দেশে এর ২৪৬টি উৎপাদনস্থল রয়েছে। কেবল ফ্রান্সেই প্রতিষ্ঠানটিতে ১৫ হাজার মানুষ কাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডুবে গেল জ্বলন্ত ইরানি জাহাজ, ২ বাংলাদেশিসহ ৩২ জনকে মৃত ঘোষণা

জ্বলতে জ্বলতে অবশেষে সাগরে ডুবে গেছে ইরানের তেল ট্যাংকার ‘সানচি’। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে। ওই জাহাজে থাকা ৩২ আরোহীর মধ্যে এরইমধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থার বরাত দিয়ে রবিবার বলা হয়েছে, বাকী ২৯ জনকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।

‘সানচি’ নামের জাহাজ এক লাখ ৩৬ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে ইরান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল। গত ৬ জানুয়ারি পূর্ব চীন সাগরে সাংহাই উপকূল থেকে ২৬৯ কিলোমিটার দূরে হংকংয়ের মালবাহী জাহাজ সিএফ ক্রিসটালের সঙ্গে সংঘর্ষের পর এতে আগুন ধরে যায়। ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থার প্রধান মোহাম্মাদ রাসতাদকে উদ্ধৃত করে রবিবার পার্সটুডের খবরে বলা জহয়েছে, দুর্ঘটনা কবলিত তেল ট্যাংকারটি আজ ডুবে গেছে। এর ফলে নিখোঁজ ২৯ নাবিকের বেঁচে থাকার সম্ভাবনাও শেষ হয়ে গেছে।’

এর আগে তিন ইরানি নাবিকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। মোহাম্মাদ রাসতাদ জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ইরানি উদ্ধারকর্মীরা ট্যাংকারের ভেতরে ঢুকতে পারেন নি। তবে যে জাহাজটির সঙ্গে ইরানি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে সেটির নাবিকরা বলেছেন, ট্যাংকারে সংঘর্ষের পরপরই ঘটা বিস্ফোরণেই নাবিকরা নিহত হয়েছেন। সেখানে তৎপর উদ্ধারকর্মীরাও একইভাবে জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই নাবিকরা প্রাণ হারিয়েছেন। কারণ সেখানে বিস্ফোরণ ঘটেছিল ও বিস্ফোরণের ফলে যে গ্যাস তৈরি হয়েছিল তাতে বেঁচে থাকা সম্ভব নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪৮ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডির বিশেষ সুপার মো. রেজাউল করিমকে নোয়াখালী পিটিসি কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ডিএমপির উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদকে এন্টি টেররিজমের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলমকে ডিএমপির যুগ্ম কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি গাজী মো. মোজাম্মেল হককে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলামকে এসবির অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল ফয়েজকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি এস এম আক্তারুজ্জামানকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার ইমাম হোসেনকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগমকে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, এসপিবিএনের পুলিশ সুপার হায়দার আলী খানকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মনিরুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি, এসবির বিশেষ পুলিশ সুপার আজাদ মিয়াকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মাহবুবুর রহমান ভুইয়াকে এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার আতিকা ইসলামকে র‌্যাবের পরিচালক, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি রুহুল আমিনকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি, এসএমপির উপ-পুলিশ কমিশনার বাসুদেব বনিককে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিএমপির উপ-পুলিশ কমিশনার সুজায়েত ইসলামকে আরএমপিরর অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোজাম্মেল হককে র‌্যাবের পরিচালক, শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গনিকে র‌্যাবের পরিচালক, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমানকে বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি রেজাউল হককে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের অতিরিক্ত পরিচালক মনির হোসেনকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, আরএমপির উপ-পুলিশ কমিশনার এ কে এম নাহিদুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মনিরুজ্জামানকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি, মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার পরিতোষ ঘোষকে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে।

এদিকে নড়াইলের পুলিশ সুপার সরদার রফিকুল ইসলামকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, পিবিআইয়ের পুলিশ সুপার মজিদ আলীকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার জয়দেব কুমার ভদ্রকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি, বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেনকে টিএন্ডআইএস এর অতিরিক্ত ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি কাইয়ূমুজ্জামান খানকে র‌্যাবের পরিচালক, নোয়াখালীর পিটিসির কমান্ড্যান্ট হাবিবুর রহমানকে নৌপুলিশের অতিরিক্তি ডিআইজি, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে টাঙ্গাইলের পিটিসির কমান্ড্যান্ট, বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহা. আবুল কামাল আজাদকে সিআইডি অতিরিক্ত ডিআইজি, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিমকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদকে এসবির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
একই আদেশে বলা হয়েছে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরকে র‌্যাবের পরিচালক, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলামকে টিএন্ডআইএমের অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. একনামুল হাবীবকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে শিল্পাঞ্জল পুলিশের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ানকে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোখলেছুর রহমানকে বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, র‌্যাবের পরিচালক খোন্দকার রফিবুল ইসলামকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, র‌্যাবের পরিচালক জসিম উদ্দিনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন কর্নেল জামায়াতের পত্নী

অসদুজ্জামন: সাতক্ষীরার আশাশুনিতে হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরছ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বড়দল গ্রামে ইনার হুইল ক্লাব অব ঢাকার উদ্যোগে উক্ত শীত বস্ত্র বিতরন করা হয়। ইনার হুইল ক্লাব অব ঢাকার হিউম্যানিটি প্রজেক্টের আওতায় উক্ত শীত বস্ত্র বিতরন করেন সংগঠনিটর আই.এস.ও (ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার) সাবেক সেনা কর্মকর্তা লেঃ কর্নেল জামায়াত হোসেনের স্ত্রী মিসেস নার্গিস জামায়েত। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল জামায়াত হোসেন, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী গাজী, সাবেক পুলিশ কর্মকর্তা এলাহি বকস, ইউপি সদস্য আব্দুর রশিদ গাজী প্রমুখ।
উক্ত শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান থেকে বড়দল ইউনিয়নের শতাধিক হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। পরে সেখানে স্থানীয় একটি এতিম খানায় ছাগলও বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়াবাসহ হাতেনাতে ধরেও আসামি ছেড়ে দিলেন সাতক্ষীরা থানার এএসআই সাগর

আবদুল জলিল: ইয়াবাসহ হাতেনাতে ধরার পরও এক মাদক চোরাচালানিকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, তার কাছ থেকে ঘুষ হিসাবে আদায় করা হয়েছে মোটা অংকের টাকা।
শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার সীমান্তবর্তী গ্রাম ভবানীপুরে এ ঘটনা ঘটে। গ্রামবাসী বলছেন, ইয়াবাসহ আটক ও পরে ছেড়ে দেওয়া মাদক কারবারী নাসিম সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী ৩২ বছরের কারাদ-প্রাপ্ত চোরাকারবারি মিজানুর রহমান মিজানের ভাগনে।
গ্রামের লোকজন জানান, গোপন সূত্রে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাগর হোসেন ও তার এক সহযোগী ওই গ্রামের নাসিমকে শনিবার ভবানীপুর স্কুলের কাছ থেকে আটক করেন। তার কাছ থেকে জব্দ করা হয় কিছু সংখ্যক ইয়াবা। গ্রামবাসীর সামনে আটকের পর পুলিশ তার সাথে দর কষাকষি শুরু করে। এক পর্যায়ে সবগুলি ইয়াবা পুলিশ রেখে দেয়। অপর দিকে নাসিমের কাছ থেকে আদায় করা হয় মোটা অংকের টাকা। তাকে আটক ও ছেড়ে দেওয়ার মধ্যস্থতা করেন তলুইগাছা গ্রামের পুলিশের দালাল হিসেবে পরিচিত শরিফুল ও রুহুল আমিন নামের দুই যুবক।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এএসআই সাগর হোসেন জানান, তিনি নাসিমকে আটক করেছিলেন । কিন্তু তার কাছে ইয়াবা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি কোন প্রকার ঘুষ নেননি বলে দাবি করেন। তবে তিনি স্বীকার করেন, নাসিম ইয়াবা চোরাচালানের সাথে জড়িত বলে পুলিশের কাছেও খবর রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ৯ জনের ফাঁসি

নড়াইলের আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় ওরফে হানু হত্যা মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় দেন। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। রায় ঘোষণাকালে সব আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন নড়াইল জেলা ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহিদুর রহমান মিনা ওরফে শহিদ (৫২), তার ভাই মো. ইলিয়াছ মিনা (৫৬), সাহিদুর রহমান মিনার ছেলে মো. আশিকুর মিনা (২২), রাসেল মিনা (৩০), বাশার মোল্লা (৩০), রবিউল মোল্লা (২৫), এনায়েত মোল্লা (৫৩), ইয়াসিন মোল্লা (২৪) ও মামুন মিনা (২৮)। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট এনামুল হক।

আইনজীবীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাষ রায় নৌকার পক্ষে কাজ করেন। অপরদিকে আসামি মো. সাহিদুর রহমান মিনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের পর চেয়ারম্যানের সমর্থকরা প্রভাষ রায়ের বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় প্রভাষ রায় চেয়ারম্যানসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনার জেরে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি ধারালো অস্ত্রের আঘাতে প্রভাষ রায়কে হত্যা করা হয়।

ঘটনার একদিন পর ৩ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী টুটুল রানী বাদী হয়ে নড়াইল সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ২২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ভবতোষ রায় ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest