সর্বশেষ সংবাদ-
পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  

দুর্ঘটনায় নকুল কুমারের দুই সহশিল্পী নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুর্ঘটনার কবলে পড়েছে শিল্পী নকুল কুমার বিশ্বাসের দুই সহশিল্পী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আজীমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এজাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নিহতরা হলেন নকুল কুমার বিশ্বাসের সংগীত দলের সহশিল্পী অহিদউদ্দিন সুজাত (৩৮) এবং মোশাররফ হোসেন (৩৭)। তাদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তারা মারা যায়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শিল্পীদের বহনকারি মাইক্রোবাসটি বেনাপোল থেকে মাওয়া হয়ে ঢাকায় যাচ্ছিল। ঘন কুশায়ার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অর্জুন কুমার জানান, হাসপাতালে ভর্তি দুইজনের মধ্যে দীপকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত নিমাই অনেকটা শঙ্কামুক্ত। আমার তাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাখালপাড়ার আস্তানায় তিন ‘জঙ্গি’র লাশ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় তিন জঙ্গির মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। এছাড়া আস্তানাটি থেকে দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক জেল ও একটি পিস্তল পাওয়ার কথা জানিয়েছেন বেনজীর।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

বেনজীর জানান, এ পর্যন্ত তিনজনের মরদেহ পাওয়া গেছে। সেখানে আর কেউ হতাহত হয়েছে কি না সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতের পর প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের ঠিক পেছনে ১৩/১ রুবী ভিলা নামে ছয় তলা বাড়িটিতে ‘জঙ্গি আস্তানা’র সন্ধান পেয়ে অভিযানে চালাতে যায় র‌্যাব সদস্যরা।

র‌্যাবকে দেখে জঙ্গিরা গ্রেনেড ছুঁড়ে মারলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। টানা ৪০ মিনিটের মতো গোলাগুলিতে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয় বলে জানিয়েছিলেন র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান। এতে র‌্যাবের দুই সদস্যেও আহত হন।

শুক্রবার সকাল ৭টার দিকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্তে কখনো খারাপ কোলেস্টেরল বাড়বে না যে ১১টি খাবার খেলে

স্বাস্থ্য ও জীবন: চিকিৎসকেদের মতে অনিয়ন্ত্রিত জীবন, জাঙ্ক ফুডের প্রতি দুর্বলতা এবং ধূমপান-মদ্যপানের মতো নেশা করার কারণে রক্তে বাড়তে শুরু করে খারাপ কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা, যা এক সময়ে গিয়ে হার্টে রক্ত সরবরাহের পথ আটকে দেয়। ফলে বাড়ে হাঠাৎ করে হার্ট অ্যাটাকের আশঙ্কা। আজকের দিনে যুবসমাজের একটা বড় অংশই কর্পোরেট সেক্টরে কর্মরত। আর যেমনটা সবারই জানা আছে যে বেসরসারি সংস্থায় কাজের চাপ সময়ের সঙ্গে বাড়তে থাকে, কমে তো নাইই।
আর এত কাজের চাপে না আছে ঠিক মতো ঘুমানোর সময়, না আছে সময় খাওয়ার। তাই তো উচ্চরক্তচাপ এবং কোলেস্টেরলের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা এই বয়সীদের মধ্যে এতটা বেড়েছে। এমন পরিস্থিতিতে বেশ কিছু খাবার নিয়মিত খাওয়া শুরু করতে হবে। কারণ এই খাবারগুলি নিয়মিত খাওয়া শুরু করলে রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ার আশঙ্কা একেবারে কমে যাবে। ফলে বাড়বে আয়ু, কমে রোগভোগের আশঙ্কা। প্রসঙ্গত, যে যে খাবারগুলি নিয়মিত খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে সেগুলি হল…
১. সয়াবিন
ট্রাইগ্লিসারাইডের মাত্রা কীভাবে কমাবেন তাই নিয়ে কি চিন্তায় রয়েছেন? তাহলে আজ থেকেই সয়াবিন বা সয়ামিল্ক খাওয়া শুরু করুন। দেখবেন দারুন উপকার পাবেন। প্রসঙ্গত, বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন ২৫ গ্রাম করে সয়া প্রোটিন শরীরে প্রবেশ করলে খারাপ কোলেস্টেরলের মাত্রা প্রায় ৫-৬ শতাংশ হারে কমতে শুরু করে। আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে যে এল ডি এল কোলেস্টেরলের মাত্রা যত কমে, তত হার্টের কর্মক্ষমতাও বৃদ্ধি পেতে শুরু করে।
২. ওটস
খারাপ কোলস্টেরলের মাত্রা কমাতে ওটসের কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে এই খাবারটির অন্দরে থাকা ফাইবার একদিকে যেমন খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, অন্যদিকে উপকারি কোলেস্টেরলের মাত্রা বাড়াতে থাকে। ফলে শরীরের কোনো ক্ষতি হওয়ার পরিবর্তে দেহের নানা উপকার হতে থাকে।
৩. আপেল, আঙুর, জাম, সাইট্রাস ফল
এই ফলগুলিতে রয়েছে পেকটিন নামক একটি উপাদান, যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুনভাবে কাজে আসে। তাই তো পরিবারে যদি হাই কোলেস্টেরলের মতো নন-কমিউনিকেবল ডিজিজের ইতিহাস থাকে, তাহলে ভুলেও প্রতিদিনের খাদ্য তালিকা থেকে এই ফলগুলিকে বাদ দেবেন না যেন! প্রসঙ্গত, পাতি লেবু এবং কমলা লেবুর মতো সাইট্রাস ফল খেলেও কিন্তু সমান উপকার পাওয়া যায়।
৪. আপেল সিডার ভিনেগার
এক গ্লাস পানি এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। দিনে দুবার এই পানীয়টি খেলে দেখবেন অল্প সময়ের মধ্যেই কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করবে।
৫. আমলকি
এক গ্লাস গরম পানিতে এক চামচ আমলকি পাউডার মিশিয়ে প্রতিদিন খালি পেটে পান করা শুরু করুন। কয়েক সপ্তাহ এই ঘরোয়া টোটকাকে কাজে লাগালেই দেখবেন কোলেস্টেরল একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে।
৬. বিনস
ফাইবার সমৃদ্ধ এই প্রাকৃতিক উপাদানটিকে যদি প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো আশঙ্কাই থাকবে না। কারণ ফাইবার হল খারাপ কোলেস্টেরলের যম। তাই তো এই উপাদানটির মাত্রা বৃদ্ধি পাওয়া মানে স্বাভাবিকভাবেই খারাপ বা ‘এল ডি এল’ কোলেস্টেরলের মাত্রা কমতে থাকা।
৭. বাদাম
কোলেস্টেরল কমাতে আখরোট এবং কাজু বাদাম দারুন কাজে আসে। আসলে এই দুটি বাদামে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আর একথা তো সকলেরই জানা হয়ে গেছে যে ফাইবার কোলেস্টেরল কমাতে ম্যাজিকের মতো কাজ করে। তবে বেশি মাত্রায় বাদাম আবার খাবেন না যেন! তাতে শরীরের ক্ষতি হতে পারে। অল্প অল্প করে বাদাম খেলে দেখবেন নানা উপকার মিলবে।
৮. মধু ও পেঁয়াজের রস
এক চামচ পেঁয়াজের রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিনে একবার করে এই মিশ্রন খান। টানা কয়েক মাস খেলেই সুফল মিলতে শুরু করবে।
৯. ধনে বীজ
কোলেস্টেরল কমাতে এটির কোনো বিকল্প নেই বললেই চলে। এক্ষেত্রে এক গ্লাস পানিতে এক চামচ ধনিয়া বীজের গুঁড়ো মিশিয়ে জলটা একটু গরম করে নিতে হবে। তারপর পান করতে হবে। দিনে দুবার করে এই পানি খেলে দেখবেন কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করেছে।
১০. কমলা লেবুর রস
এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি এবং ফ্লেবোনয়েড, যা বাজে কোলেস্টেরলের মাত্রা কমায়। তাই এই শীতে প্রতিদিন কম করে ২-৩ বার কমলা লেবুর রস খেতে ভুলবেন না যেন!
১১. মাছ
একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত মাছ খাওয়া শুরু করলে শরীরে উপকারি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে, যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি হার্টের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সবজি এবং ফলে মেশানো রাসায়নিক থেকে যে মারাত্মক রোগগুলো হয়

স্বাস্থ্য ও জীবন: ডাক্তাররা প্রতিনিয়ত বলে চলেছেন সুস্থ থাকতে প্রতিদিন খাওয়া শুরু করুন সবুজ শাক-সবজি এবং ফল। এদিকে লাভের অঙ্ক বাড়ানোর চক্করে একদল এই সব প্রকৃতিক উপাদানে মিশিয়ে চলেছে প্রচুর মাত্রায় কেমিক্যাল, যা মানব শরীরের অন্দরে প্রবেশ করার পর একাধিক মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে কী কী কেমিকাল কোন কোন সবজি এবং ফলে মেশানো হচ্ছে সে বিষয়ে জেনে না নিলে কিন্তু বেজায় বিপদ!
প্রসঙ্গত, ‘পেডিয়াট্রিক্স’ নামক একটি পত্রিকায় যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনির্ভাসিটির গবেষকদের প্রকাশিত গবেষণায় এমনটা দাবি করা হয়েছে যে বাজারে বিক্রি হওয়া নানাবিধ ফলে বেশিরভাগ ক্ষেত্রেই অর্গেনোফসপেট নামক একটি উপাদান মেশানো হয়ে থাকে, যার প্রভাবে বাচ্চাদের ব্রেন পাওয়ার কমে যেতে শুরু করে। সেই সঙ্গে আরও অনেক শারীরিক ক্ষতি হয়। তবে এখানেই শেষ নয়, শাক-সবজি এবং ফলে আরও অনেক ধরনের কেমিকাল মেশানো হয়ে থাকে। যাদের প্রভাবে কী কী হতে পারে জানেন?
১. ফ্লুওরাইড
একাধিক কেস স্টাডি করে দেখে গেছে ফল, আপেলর রস, আঙুরের রস, টমেটো সস, সালাদ, সোডা, টুথপেস্ট এবং মাউথওয়াশে এই রাসায়নিকটি প্রচুর মাত্রায় থাকে, যা শরীরে প্রবেশ করে পাকস্থলির মারাত্মক ক্ষতি তো করেই, সেই সঙ্গে থাইরয়েড, আর্থ্রাইটিস, ডিমেনশিয়া, নানাবিধ হাড়ের রোগ এবং দাঁতের ক্ষতি হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় এর ফলে। তাই এবার থেকে এইসব খাবার এবং টুথপেস্ট কেনার আগে ভাল করে জেনে নেবেন, তাতে এই ক্ষতিকর রাসায়নিকটি রয়েছে কিনা।
২. পটেটো প্রোটিন
বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন, অনেক ক্ষেত্রেই আলুর শরীরে উপস্থিত প্রাকৃতিক প্রোটিন বের করে নেওয়া হয়। পরিবর্তে আলুর শরীরে ঢুকিয়ে দেওয়া হয় অ্যানিমেল প্রোটিন। এমনটা কেন করা হয় জানেন? কারণ এমনটা করলে আলু খাওয়ার সঙ্গে সঙ্গে পেট ভরে যায় এবং অনেকক্ষণ পেট ভরা থাকে। সেই সঙ্গে স্বাদও বাড়ে। কিন্তু এইভাবে অনিয়ন্ত্রিত হারে অ্যানিমেল প্রোটিন শরীরে প্রবেশ করা একেবারেই উচিত নয়। কারণ এমনটা হলে কিডনির মারাত্মক ক্ষতি হয়, সেই সঙ্গে নানাবিধ কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।
৩. ইউলো বার্ক
সাধারণত চা এবং নানাবিধ হার্বাল প্রডাক্টে এই উপাদানটি মেশানো হয়ে থাকে। এফ এস এস এ আই-এর গবেষকদের মতে ইউলো বার্কের শরীরে উপস্থিত নানা উপাদান অনেকটা এসপিরিন ওষুধের মতো কাজ করে। তাই তো এই হার্বটি বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে রক্ত পাতলা হতে শুরু করে। সেই সঙ্গে হঠাৎ করে মৃত্যুর আশঙ্কা বৃদ্ধি পায়। তাই পরিচিত দোকান ছাড়া ভুলেও চা কিনবেন না যেন! না হলে কিন্তু…!
৪. পি কিউ কিউ
পইরোলোকিউনোলিন কুইনাইন বা পি কিউ কিউ নামক এই উপাদানটি অনেক সময়ই দুধ এবং ডায়াটারি প্রডাক্টে মেশানো হয়ে থাকে। এমনিতে কোনো সমস্যা না করলেও বেশি মাত্রায় যদি এই উপাদানটি শরীরে প্রবেশ করতে থাকে, তাহলে কিডনি এবং লিভারের কর্মক্ষমতা কমে যেতে শুরু করে। সেই সঙ্গে শরীরের অন্দরেও আরো নানা ধরনের ক্ষতি হয়ে থাকে। তাই এই বিষয়েও সচেতন থাকাটা জরুরি।
৫. লেমন বাল্ম
এটি এক ধরনের হার্ব, যা হার্বাল টি, আইস ক্রিম, রেডিমেড মাছের পদে ব্যবহার করা হয়ে থাকে। অল্প মাত্রায় ব্যবহার করলে শারীরিক ক্ষতি হয় না ঠিকই, কিন্তু কতটা পরিমাণে লেমন বাল্ম ব্যবহার করা উচিত, সে বিষয়ে অনেকেই জানেন না। ফলে বেশি মাত্রায় মেশানোর কারণে শরীরের উপর বিরূপ প্রভাব পরে। সেই সঙ্গে মাথা ঘোরা, ক্লান্তি, ঘুমের মাত্রা বেড়ে যাওয়া এবং ব্রেন পাওয়ার কমে যাওয়ার মতো সমস্যাগুলি হয়ে থাকে।
৬. আর্টিফিশিয়াল রং
সবজি এবং ফলকে ক্রেতাদের চোখে আকর্ষণীয় করে তোলার জন্য দেদার এমন রং ব্যবহার করা হয়ে থাকে, যা শরীরে প্রবেশ করার পর এমন নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে যে ক্যান্সারের মতো মারণ রোগ শরীরে বাসা বাঁধার আশঙ্কা বেড়ে যায়। বিশেষত ফুসফুস, লিভার, থাইরয়েড এবং লিউকোমিয়ার মতো ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই সঙ্গে মস্তিষ্কের ওপরও খারাপ প্রভাব পড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিকন আলির হাতে ইউটিউবের সিলভার বাটন

বিনোদন ডেস্ক: চিকন আলি কমেডিয়ান অভিনেতা হিসেবে এদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। অসংখ্য জনপ্রিয় সব চলচ্চিত্রের সাথে চিকন আলির নাম যুক্ত। শুধু চলচ্চিত্র নয় সোশ্যাল মিডিয়া ইউটিউবেও বেশ জনপ্রিয় তিনি। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি নিজেই খুলে ফেলেছেন একটি ইউটিউব চ্যানেল।
‘সি.এ কমেডি টিভি’ নামের ওই টিউব চ্যানেলও রাতারাতি জনবপ্রিয়তা পেয়ে যায়। বছর না ঘুরতেই এক লাখ ইউটিউব ব্যবহারকারী তাঁর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন। ভক্তরা রীতিমতো চিকন আলির কমেডি অভিনয় উপভোগ করছে এই চ্যানেল। মাত্র ৮ মাসে লক্ষাধিক সাবস্ক্রাইব পাওয়ায় ইউটিউব কর্তৃপক্ষের নিকট থেকে স্বীকৃতি স্বরুপ পেলেন সিলভার বাটন।
এ প্রসঙ্গে চিকন আলি বলেন, আসলে সোশ্যাল মিডিয়ায় দর্শকেরা আমাকে এতো পছন্দ করবেন ভাবতে পারিনি নি। মাত্র ৮ মাসেই ১ লাখ সাবস্ক্রাইবার পেয়েছি এটা অনেক বড় ব্যাপার। আর ইউটিউব কর্তৃপক্ষ আমাকে স্বীকৃতি দেয়ায় নিজেকে গর্বিত মনে করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মনপুরা চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল প্রভার!

বিনোদন ডেস্ক: সাড়া জাগানো চলচ্চিত্র মনপুরা’তে অভিনয়ের কথা ছিল ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। দেশের একটি অনলাইন পোর্টালের ফেসবুক লাইভে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। মনপুরা ছবিটিতে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি। ছবিটি সব ধরনের মানুষের নিকট ব্যাপকভাবে সমাদৃত হয়। ছবিটি পরিচালনা করেছিলেন গিয়াসউদ্দিন সেলিম।
প্রভা বলেন, সেলিম ভাই আমাদেরকে নিয়ে অনেক দিন রিহার্সেল করেছিলেন। কিন্তু আমার ফ্যামিলি চায়নি সিনেমা করি। এজন্য শুটিং শুরুর মাত্র ১১দিন আগে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ভাইকে আমি না করে দেই।
অভিনয় না করা প্রসঙ্গে প্রভা যুক্ত করেন, তখন আমার বয়স বা ম্যাচুরিটি সেভাবে ছিল না যে আমি জোর গলায় বলতে পারি, আমি সিনেমাতে কাজ করতে চাই।
সম্প্রতি নিন্দুকদের বিরুদ্ধে সোচ্ছার হয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে প্রভা লেখেন,আমি সাদিয়া জাহান প্রভা। জীবনে কোনোদিন মাদক সেবন করি নাই। টাকা বা কাজের বিনিময়ে কারো সাথে রাত কাটাই নাই। সজ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করি নাই। একটা সুশিক্ষিত পরিবারের সন্তান আমি। জীবনে অনেক বড় বড় পরীক্ষা দিয়েছি কিন্ত হার মানিনি। কারণ আমি নির্দোষ তাই।
এর আগে ২৭ ডিসেম্বর প্রভা আরো একটি স্ট্যাটাসে বেশকিছু কথা লিখেছেন। যা থেকে বোঝা যায় তিনি মানসিক পীড়নের মধ্য দিয়ে যাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরমাণু অস্ত্র চুক্তির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি: পুতিন

পারমাণবিক শক্তিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সম্প্রতি তাদের মধ্যে অস্ত্র চুক্তি হওয়ার কথা থাকলেও তা নিয়ে এখনও কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত করেনি।

এ ব্যাপারে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র কিছু পরমাণু অস্ত্র সম্বলিত এয়ারক্র্যাফ্ট এবং সাবমেরিন পুনরায় সজ্জিত করার পরিকল্পনায় রয়েছে, যা রাশিয়ার কাছে উদ্বেগের বিষয়।

রাশিয়ার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন আরও জানান, এই বিষয়ে কথাবার্তা চলছে, মনে হচ্ছে তা ইতিবাচক হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন

কালিগঞ্জ ব্যুরো : “উন্নয়নের রোল মড়েল, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা ২০১৮ এর অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পরিষদ চত্ত্বর থেকে ব্যান্ড বাদ্য বাজিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সারাদেশের ন্যায় এক যোগে গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা উদ্বোধন করার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান ও নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের নেতৃত্বে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন ও মেলার স্টোল ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুমসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যাংক, বীমা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এবছর উন্নয়ন মেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে সরকারি দপ্তর, লেডিসক্লাব, এনজিওসহ ৪১টি স্টোল প্রদর্শীত হয়। মেলার প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জারি গান পরিবেশন করেন সাতক্ষীরার বিশিষ্ঠ জারি স¤্রাট আক্তার হোসেন ও তার দল। ১১, ১২ ও ১৩ই জানুয়ারি সাংস্কৃতি অনুষ্ঠান ও জারিগানের মধ্যে দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। শেষ দিনে মেলায় অংশগ্রহনকারী স্টোল থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হবে। তাবে এবারে মেলায় নির্বাহী কর্মকর্তা নির্দেশে ব্যাতিক্রম ধর্মী স্টোল বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলার দর্শনার্থীরা গোপন ব্যালেটের মাধ্যমে ভোট প্রদান করে তাদের মতামত জানাবেন। যে স্টোল ভোট বেশী পাবে তাকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest