সর্বশেষ সংবাদ-

১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বিক্ষোভ সমাবেশ, মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাকশিসের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা বাকশিসের সভাপতি, শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ সহ ১১দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ আজিজুল ইসলাম, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ মুজিবর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ খান আশরাফ আলী, অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক,অধ্যক্ষ মনিরা পারভীন, উপাধ্যক্ষ মঈনুল হাসান, অধ্যাপক পবিত্র মোহন দাস, ইদ্রিস আলী, আরশাদ আলী, আনিছুর রহমান, রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ পাড়, নাজমুল হক, হাবিবুর রহমান, তপন কুমার শীল, আইয়ুব আলী, আমিনুর রহমান, নারায়ন চক্রবর্তী, সহকারী শিক্ষক বিশ্বজিৎ রায়, ৩য় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে আব্দুল ওহাব আজাদ ও কায়কোবাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি ও মোস্তাফিজুর রহমান।
পরে নেতৃবৃন্দ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। এরপরও শিক্ষকদের দাবি আদায় না হলে আগামী ২২ জানুয়ারী থেকে স্কুল, কলেজ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগ্রাম কমিটি।
শিক্ষকদের দাবি সমূহ : শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা- বাংলা নববর্ষ ভাতা-বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান ও সহকারি প্রধান শিক্ষকের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধান শিক্ষকের অনুরূপ প্রদান। শিক্ষক-কর্মচারীদের পূর্বের ন্যায় টাইম স্কেল প্রদান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদানের পরিবর্তে অবিলম্বে পূর্ণাঙ্গ পেনশন চালুকরণ। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং অনার্স ও মাস্টার্স কোর্সে পাঠদানকারী শিক্ষকসহ বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপি’র ৬% এবং জাতীয় বাজেটের ২০% বরাদ্দ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো যুগোপযোগীকরণ ও সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি বিধিমালা অবিলম্বে বাস্তবায়ন, শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরে বেসরকারি শিক্ষকদের ৩৫% প্রেষণে নিয়োগ, কারিগরি শিক্ষা উন্নয়নের লক্ষ্যে একটি কারিগরি ও ভোকেশনার বিশ্ববিদ্যালয় স্থাপন এবং জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন ত্বরান্বিতকরণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কে.এম রেজাউল করিম : দেবহাটায় সড়ক দূর্ঘটনায় ৫০ বছর বয়সী অজ্ঞাত এক লোকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী জানান, রবিবার ভোররাতের দিকে দেবহাটা উপজেলার দেবীশহর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের একজন পুরুষ লোকের মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। তাৎক্ষনিক দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। এসআই ইয়ামিন জানান, দূর্ঘটনায় লাশটির চেহারা খুবই বিকৃত হয়ে গেছে। যার কারনে তার চেহারা চেনা ও সনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশ এমদাদ হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। যার মামলা নং-০১/১৮, তাং- ১৪-০১-১৮ ইং। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে। দেবহাটা থানার ওসি কাজী কামাল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বিকেলে ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

পাঁচ দিনের সফরে আজ রবিবার বিকেলে ঢাকা আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি উপমহাদেশের অন্যতম বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জি। মুখার্জিকে বহনকারী জেট এয়ারলাইন্সটি বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা শনিবার সাংবাদিকদের জানিয়েছেন। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানাবেন।

বাংলাদেশ সফরকালে প্রণব মুখার্জি এখানে এক সাহিত্য সম্মেলনে যোগদান করবেন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। ভারতের সাবেক এই প্রেসিডেন্ট মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করা হবে।

এ ছাড়াও প্রণব মুখার্জি চট্টগ্রামের রাউজান উপজেলার শহীদ সূর্য সেনের বাড়ি পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। তা ছাড়াও তিনি ঢাকায় অবস্থানকালে অর্থমন্ত্রী এ এম এ মুহিতের আমন্ত্রণে এক নৈশভোজে অংশগ্রহণ করবেন। পাঁচ দিনের ব্যক্তিগত সফর শেষে তিনি ১৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জ্যাকুলিনের ঘরে নতুন ‘অতিথি’

জ্যাকুলিন ফার্নান্দেজ। লঙ্কান সুন্দরী থেকে বলিউড অভিনেত্রী। রূপ ও অভিনয় দিয়ে হিন্দি সিনেমায় বেশ ভাল অবস্থান তৈরি করে নিয়েছেন এ লাস্যময়ী। কিন্তু ব্যক্তি জীবনে জ্যাকুলিন কিন্তু বেশ সৌখিন মানুষ।

তার মুম্বাই অ্যাপার্টমেন্টটিকে বলতে পারেন, ছোট্ট এক প্যারিস। সাজানো-গোছানো আর ফ্যাশনেবল এক বসতঘর তার। বাহুল্যবর্জিত। আবার বিলাসীতার চাকচিক্য তেমন চোখে পড়ে না। বোঝা যায়, একাকী সময় উপভোগের এর চেয়ে ভালো বাসস্থান আর হয় না।

হোয়াইট, প্যাস্টেল ব্লু এবং পিঙ্কের ছটায় রঙিন হয়েছে তার অন্দরমহল। সুপরিসর মেঝে আর ছাদের মাঝের জানালা থেকে সাগর দেখা যায়। ভিন্টেজ সাজে ছোট ছোট গাছ রয়েছে এখানে সেখানে। এরা ঘরে অন্য এক সৌন্দর্য ঢেলে দিয়েছে। চারদিকে প্রাণশক্তির ছড়াছড়ি, ঠিক জ্যাকুলিনের মতো।

খোলামেলা স্থান আর সাগর ভালোবাসেন। তার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টটা সাগরের দিকে মুখ করা। ফুল, সঙ্গীত, বই, সূর্যালোক এসবই তার নারীসুলভ রুচির পরিচায়ক। তিনি মূলের কাছাকাছি থাকতে পছন্দ করেন। ফিটনেস ধরে রাখতে সচেতন। সঙ্গীতপ্রেমী। বাড়িতে তাই ব্যক্তিগত পোল-ড্যান্স স্টুডিও রয়েছে। লিভিং রুমে আছে পিয়ানো। বছরের পর বছর ধরে সংগৃহীত বইয়ের সংগ্রহের দেখাও মিলবে সেখানে।

সোশালমিডিয়া পেজে পিয়ানো বাজাচ্ছেন এমন ভিডিও প্রকাশ করেছেন তিনি। পার্সিয়ান আদলে সাজানো লিভিং রুম দেখলেই মনে হবে নিজের ‘সুইট হোম’-এ চলে এসেছেন।

সোশাল মিডিয়ায় আরেকটি দারুণ ভিডিও প্রকাশ করেছেন জ্যাকুলিন। সেখানে দেখা যাচ্ছে কেউ একজন তার বাড়িতে এসে একটা বাক্স হাতে তুলে দিলেন। ওটা খুলতেই বেরিয়ে এলো তুলতুলে একটা কুকুরছানা। ওটাকে পেয়েই আদর করতে শুরু করলেন তিনি। বেজায় খুশি হয়েছেন। সেটাই তার নতুন অতিথি!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইজতেমার হেদায়েতি বয়ান শুরু, চলছে বাংলায়

তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের শেষ দিন আজ রবিবার। এবার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান বাংলায় প্রদান করা হবে। প্রথম ধাপের আখেরি মোনাজাতের আগের ইজতেমা আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে সকাল সোয়া ৮টা থেকে বাংলা ভাষায় হেদায়েতি বয়ান শুরু হয়েছে। এবার কাকারাইলের মুরুব্বি মাওলানা আবদুল মতিন বাংলায় এ হেদায়েতি বয়ান করছেন।

টঙ্গীর তাবলিগের মুরব্বী গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। আখেরি মোনাজাতের আগে হেদায়তি বয়ানও বাংলায় করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

সাধারণত শেষ দিনের হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত উভয়টি দিল্লি মারকাজ থেকে আসা মুরুব্বিরা করে থাকতেন এবং তা উর্দু ভাষায় হয়ে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু এবার ইজতেমায় ভারতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভী ইজতেমায় অংশগ্রহণ করতে না পারায় এই প্রথম বাংলাদেশি আলেমদের মাধ্যমে শেষ দিনের গুরুত্বপূর্ণ কাজ দুটি আঞ্জাম দেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ আজ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাঝে চারদিন বিরতির পর আবার ১৯ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে দ্বিতীয় ধাপ। একইভাবে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে রবিবার (২১ জানুয়ারি) শেষ হবে এবারের (২০১৮ সাল) বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে দেশে বরফ হয়ে যাচ্ছে কুমিরও!(ভিডিও)

বাংলাদেশের মতো ইউরোপ, আমেরিক ও এশিয়ার অন্যান্য অঞ্চলেও এবার বেশ ঠাণ্ডা পড়েছে। ঠাণ্ডার মাত্রা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে শুধু মানুষ নয়, প্রাণীদের অবস্থাও বেশ কাহিল। যুক্তরাষ্ট্রে এ শীতল অবস্থার শিকার হয়েছে কুমিররাও।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা রাজ্যে দেখা গেছে প্রচণ্ড ঠাণ্ডায় জমে যাওয়া পানিতে কুমিরদের বেঁচে থাকার সংগ্রাম করতে।

পার্কটির কর্মকর্তারা দেখেন যে, কুমিরেরা পানি বরফ হয়ে গেলেও পানি থেকে ওঠেনি। বরং জমে যাওয়া পানির মধ্যে ডুবে থেকে শুধু নাকটি ওপরে রেখেছে। এতে করে তারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে।

কুমিরগুলো পানির মধ্যে শীতনিদ্রায় রয়েছে বলে জানিয়েছেন পার্কটির কর্মীরা। ঠাণ্ডা কমে গিয়ে পানি যখন স্বাভাবিক তাপমাত্রায় আসবে তখন কুমিরদের ঘুম ভাঙবে বলে আশা করছেন তারা।প্রচণ্ড ঠাণ্ডায় কুমিরগুলো এভাবে ঘুমিয়ে থাকায় তাদের দেহের বিপাক ক্রিয়াও ধীর হয়ে গেছে। এ সময় তাদের এনার্জি চাহিদা কমে যায় এবং খাবারেরও প্রায় প্রয়োজন হয় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকে সমালোচনার তীরে ক্ষত-বিক্ষত ভাবনা

‘দুই দিনের বৈরাগী ভাতকে বলে ফ্রাইড রাইস’, ‘ভাল করে আয়নায় নিজেকে দেখেন’, ‘মানসিকতা এতো নিচু হয় ক্যামনে’- ফেসবুকে এ রকম নানা তির্যক মন্তব্যে ক্ষত-বিক্ষত হচ্ছেন অভিনেত্রী ভাবনা।

মূলত, তার একটি মন্তব্যকে ঘিরে এরকম কটু বাক্যে জর্জরিত হচ্ছে তার নাম। একটি শীর্ষ স্থানীয় অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে ভাবনা বলেন, ‘বাংলাদেশের কোনও ব্রান্ড আমি কিনিও না, পড়িও না। বাংলাদেশে কি কোনও ব্রান্ড আছে নাকি।’ এই মন্তব্যের প্রকাশের পরপরই নড়েচড়ে উঠেছেন নেটিজেনরা।

তাদের মতে গর্ব করার মতো অনেক ব্রান্ড রয়েছে বাংলাদেশের অথচ ভাবনার মতো একজন অভিনেত্রী দেশকে এভাবে হেয় করেন কিভাবে।

এছাড়া সাক্ষাৎকারে ভাবনা আরও বলেন- বাংলাদেশ নয়, দুবাই এবং সিঙ্গাপুর থেকেই তিনি শপিং করেন। ইতিমধ্যে তার এ বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এমনকি ওই পোর্টালের প্রকাশিত নিউজের কমেন্ট বক্সেও নানারকম মন্তব্যে জর্জরিত হচ্ছেন ভাবনা।

আরশাদ সোহেল নামে একজন লিখেছেন- ‘ দেশকে এতো হেয় করে সেই দেশে থাকাই উচিৎ না’

ফারজানা সুলতানা নামে একজন ফেসবুকে মন্তব্য করেছেন, কি আমার চেহারা,নাম হচ্ছে পেয়ারা। বিদেশি ব্রান্ডের নাম বললেই ফেমাস হওয়া যায়না। ফুটানি যত্তসব। বিদেশ চলে গেলেই পারে। এখানের কিছুই যখন পছন্দ না।’

প্রিন্স সুজন নামে একজন মন্তব্য করেছেন- ‘এই মাকাল ফল কই থাইকা আসছে ? বাংলাদেশে কোন ব্র্যান্ড নাই !!!!!!!!!!!!!! এই মেয়েকে পাবনার মেন্টাল হাসপাতালে পাঠায় না কেন ?’

এরকম তির্যক মন্তব্য বেগবান হচ্ছে সময়ের সাথে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যান্সার কোনো রোগ নয়, শব্দটি ‘মিথ্যা’

ক্যান্সার শব্দটি ‘মিথ্যা’ ছাড়া আর কিছু হতে পারে না। আধুনিক বিশ্বের ক্যান্সার শব্দটা এত বেশি ছড়িয়ে পড়েছে যে এটি বৃদ্ধ, তরুণ, শিশুসহ সবাইকে প্রভাবিত করেছে। কিছু শ্রেণি ‘ক্যান্সার’ শব্দটি ব্যবহার করে প্রচুর পরিমাণ অর্থ কামিয়ে নেন। কিন্তু প্রাকৃতিক উপায়েও ক্যান্সার সারিয়ে তোলা সম্ভব।

‘ক্যান্সার মুক্ত পৃথিবী; ভিটামিন ১৭ এর গল্প’ নামের একটি বই লেখা হয়েছিল। আলোচিত এই বইটি যাতে বিভিন্ন ভাষায় অনুবাদ না হয় সে ব্যাপারে বাধা দেয়া হয়েছে।

আসলে ক্যান্সার কোনো রোগের নাম নয়, শরীরে ‘ভিটামিন ১৭’ এর অভাব। তাই ক্যান্সার হলেই সার্জারি, ক্যামোথেরাপি কিংবা এমন কোনো ওষুধ খাওয়ার দরকার নেই যা শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। ক্যান্সার কোনো রোগ নয় যে তার চিকিৎসা করতে হবে এটা শুধুই শরীরের একটা ঘাটতি।

চলুন মানব সভ্যতার পূর্বের সময়ে ফিরে যাই যখন ‘স্কার্ভি’ নামক রোগে ভুগে সমুদ্রে পাড়ি দেয়া বহু মানুষ মারা যেত। এই রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষই মারা গেছে। পরে আবিস্কার হয় যে স্কার্ভি শুধুই শরীরে ভিটামিন সি’এর ঘাটতি এবং এটা কোনো রোগ নয়। ক্যান্সারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

বিশ্বকে একটা উপনিবেশ করে রাখতে ক্যান্সার শিল্প স্থাপন করা হয়েছে। এটিকে ব্যবসায় পরিণত করেছে যা থেকে হাজার হাজার কোটি টাকা আয় করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্যান্সার শিল্প বিকশিত হয়।

ক্যান্সারের সঙ্গে লড়াই করতে এত বেশি সময় অপচয়, এ নিয়ে বিস্তারিত জানা কিংবা কাড়ি কাড়ি টাকা খরচের কোনো দরকার নেই। বহু আগেই ক্যান্সার নিরাময়ের উপায় আবিস্কৃত হয়েছে। ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসার পথে না হেঁটে কোন বিকল্প পথে আমরা যেতে পারি।

ক্যান্সার প্রতিরোধ ও নিরাময় যেভাবে সম্ভব
যার ক্যান্সার হয়েছে তার জানা ক্যান্সারটা আসলেই কী?
আতঙ্কিত হওয়ার কিছু নেই, তার পরিবর্তে আসল অবস্থা জানার চেষ্টা করুন।
বর্তমানে কী কেউ স্কার্ভির কারণে মারা যায়? না। কারণ এটির নিরাময় করা হয়েছে।
যেহেতু ক্যান্সার ভিটামিন ১৭ এর ঘাটতি তাই এপ্রিকোট (খুবানি-কমলা রঙের গোলাকার ফল) কিংবা অন্য কোনো ফলের ১৫/২০টি বীজ প্রতিদিন খেলেই যথেষ্ট।
গমের কুড়ি কিংবা এর অঙ্কুর অবিশ্বাস্যভাবে ক্যান্সাররোধী মেডিসিন হিসেবে কাজ করে। এটি লিকুইড অক্সিজের সমৃদ্ধ উৎস যা ‘লেট্রিল’ নামেও পরিচিত। আপেলের বীজ ভিটামিন ১৭ এর বড় একটি উৎস যা ‘এমিজডালিন’ নামে পরিচিত।

আমেরিকার মেডিসিনাল ইন্ড্রাস্ট্রি একটি আইন বাস্তবায়ন শুরু করেছে যাতে লেট্রিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি মেক্সিকোতে উৎপাদিত হয় এবং পাচার হয়ে আমেরিকাতে আসে।

ডা. হ্যারল্ড ডব্লিউ. ম্যানার তার ‘ডেথ অব ক্যান্সার’ বইতে লেট্রিল দিয়ে ক্যান্সার নিরাময়ের বিষয়টি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে সফলতার হার ৯০ শতাংশের বেশি।

ভিটামিন ১৭ এর আরও কয়েকটি উৎস
১.ফলের বীজ : আপেল, এপ্রিকেট, পীচ ফল (জাম জাতীয় ফল এবং জামের মতোই রসালো), নাশপাতি, আলুবোখারা, শুকনো বরই।
২.সীম জাতীয় খাবার: ডালের অঙ্কুর, সীম ও মটরশুটি
২.বাতাম: টকজাতীয় কাজুবাদাম ও ভারতীয় কাজুবাদাম,
৩. সবধরনের মালবেরিস(mulberries)
৪.বাতামি চাল, ধান, খামির, ছাঁটা ছাড়া চাল, কুমড়া
সূত্র: হেইলথভেইনস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest