সর্বশেষ সংবাদ-

‘শ্রেণি-বৈষম্য ভুলে মানুষকে মূল্যায়ন করা-ই মনু্ষ্যত্ব’- এমপি লুৎফুল্লাহ

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন-
‘আমাদের আসল পরিচয় আমরা মানুষ। শ্রেণি-বৈষম্যের ভেদাভেদ ভুলে সকল মানুষকে
সমভাবে মূল্যায়ন করাটা-ই আসল মনু্ষ্যত্ব। তীব্র শীতে অসহায় মানুষের
দূর্দশা লাঘব করতে আমি আপনাদের মাঝে এসেছি।’

শুক্রবার সন্ধ্যায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আদিবাসীদের আবাসস্থল
মুন্ডা পাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এড.মুস্তফা
লুৎফুল্লাহ এমপি এ কথা বলেন।

নগরঘাটার মুন্ডা পাড়ার ৪০টি পরিবারের ৫০জন বয়স্ক মানুষকে নিজ হাতে
শীতবস্ত্র হিসেবে কম্বল জড়িয়ে দেন ও প্রদান করেন কেন্দ্রীয় ওয়ার্কার্স
পার্টির পলিটব্যুরোর প্রভাবশালী এ সদস্য।

আদিবাসী মুন্ডারা এসময় ‍লুৎফুল্লাহ এমপিকে বুকে জড়িয়ে প্রার্থনা করেন ও
কৃতজ্ঞতা জানান।

কৃতজ্ঞতার জবাবে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন- ‘আমার সাধ্যমত আমি
আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকবো। বর্তমান সরকারের উন্নয়ন ও সমৃদ্ধিতে
সাতক্ষীরার আদিবাসীদের সম্পৃক্ত করতে আমি কাজ করবো।’

শীতবস্ত্র বিতরণকালে সেখানে আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের
চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুসহ
১৪দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামীর পর স্ত্রীও লটারিতে এক মিলিয়ন ডলার জিতলেন !

৪ মাস আগে লটারি জিতে মার্কিন যুক্তরাষ্টের ম্যাসেচুসেটসে শোরগোল ফেলে দিয়েছিলেন রবার্ট গুডউইন। লটারি থেকে তিনি জিতেছিলেন এক মিলিয়ন মার্কিন ডলার। এবার খবরের শিরোনামে এলেন তার স্ত্রী জেনি গুডউইন। লটারির টিকিট কেটে তিনিও জিতেছেন এক মিলিয়ন ডলার।

খবর অনুযায়ী, ৪ মাস আগে লটারি টিকিট কাটেন ম্যাসাচুসেটসের বাসিন্দা রর্বাট গুডউইন। টিকিটে কাটার পরেই তিনি জিতে নেন এক মিলিয়ন ডলার। কয়েকদিন আগে তার স্ত্রী সোশ্যাল সাইটে একটি পোস্ট করেন। পোস্ট করে তিনি জানান, তিনিও লটারি টিকিট কেটে এক মিলিয়ান ডলার জিতেছেন।

দু’জনে একই সংস্থার লটারি কেটেই টাকা জিতেছেন বলে জানা গেছে। গোটা ঘটনাটি ম্যাসাচুসেটসের স্টেট লটারি কোম্পানিও তাদের ফেসবুকে পেজে উল্লেখ করেছে। যার ফলে স্বামী লাখপতি হয়ে গেছিলেন আগেই, এবার লাখপতি হলেন স্ত্রীও।

আপাতত নতুন বাড়ি কেনার ইচ্ছা রয়েছে ওই দম্পতির। মার্কিন মুলুকের ওই দম্পতির লটারির টিকিট কেটে টাকা জেতার খবর চাউর হয়ে গিয়েছে বিভিন্ন দেশেও। ডউইনদের খবর ছড়িয়ে পড়তেই অনেকেই তাঁদের ‘লাকি কাপল’ বলে অ্যাখ্যাও দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছেলেকে স্কুলে পাঠাতে পাহাড় কেটে রাস্তা বানালেন বাবা!

বাবা এমনই একজন মানুষ, যে শুধু নিঃস্বার্থ ভাবে দিয়েই যান। বিনিময়ে কিছু পাওয়ার আশা না করে সন্তানের জন্য সর্বদা মঙ্গল কামনা করেন। এমনি একজন বাবা জলন্ধর নায়েক। বাড়ি ভারতের ওড়িশায়।

জলন্ধর পেশায় সবজি বিক্রেতা। অক্ষর তার কাছে কালো কয়েকটি রেখা মাত্র। পড়াশোনা করার কোন সুযোগ তার জীবনে হয়ে উঠেনি। তাই প্রথম থেকেই ইচ্ছে ছিল ছেলেকে পড়াশোনা করাবেন। যতদূর সে পড়তে চায় ততদূর পড়াবেন। কিন্তু গ্রামে তো স্কুল নেই। একটা কাঁচা রাস্তাও পর্যন্ত নেই। শিক্ষার আলো পৌঁছানো তো দূরের কথা দুবেলা অন্ন জুটাতেই হিমশিম খায় সেখানকার বাসিন্দারা।

চিন্তায় কপালে ভাঁজ পড়ে যায় বাবা জলন্ধরের। ছেলে পড়বে কোথায়? অনেক ভেবে উপায় বের করেন জলন্ধর। গ্রামের পাথুরে পাহাড় কেটে রাস্তা তৈরির পণ নেন তিনি।

যেই ভাবা অমনি কাজ। গত ২ বছর ধরে প্রতিদিন ৮ ঘণ্টা ধরে পাথর কেটে ১৫ কিলোমিটার রাস্তা তৈরির কাজ করেছেন তিনি। প্রতিদিন সকাল হলেই ছেনি হাতুড়ি নিয়ে চলে যেতেন পাথুরে পাহাড়ের কাছে। রোদ, বৃষ্টি, শীত কোনও কিছুর পরোয়া করেননি। অদম্য জেদে তার গ্রাম থেকে নিকটবর্তী শহর ফুলবনি পর্যন্ত রাস্তা তৈরি করে ফেলেছেন তিনি।

জলন্ধরের এই কৃতিত্বের কথা স্থানীয় একটি সংবাদপত্রে পড়েন জেলার কালেক্টর। তার পড়েই টনক নড়ে স্থানীয় প্রশাসনের। তড়িঘড়ি করে জলন্ধরকে নিজের দফতরে ডেকে নিয়ে সম্মান জানান। সেই সাথে নির্দেশ দেন সেখানকার রাস্তাটি যাতে ভালো করে নির্মাণ করা হয় তার ব্যবস্থা করতে। সেই সাথে ঘোষণা করা হয় কন্ধমাল উৎসবে বিশেষ সম্মান দেওয়া হবে জলন্ধরকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব-মিমের গান ইউটিউব চ্যানেলে

শাকিব খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমি নেতা হবো’ ছবির একটি গান গতকাল বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ হয়েছে। ‘লাল লিপস্টিক’ শিরোনামের গানটি এরই মধ্যে প্রায় দুই লাখের বেশিবার দেখা হয়েছে। উত্তম আকাশ পরিচালিত ছবিটি বাংলাদেশের প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার হলেও ছবির গানটি প্রকাশ করা হয় কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘অনেকেই মনে করতে পারে, এই ছবিটি কি তাহলে যৌথ প্রযোজনার ছবি? আমি একজন দেশপ্রেমিক হিসেবে বলতে চাই, এই ছবিটি একেবারেই বাংলাদেশের ছবি। আমি বা আমার প্রতিষ্ঠান কখনই যৌথ প্রযোজনার ছবি করবে না। যে কারণে এই ছবিও বাংলাদেশের ছবি, যৌথ প্রযোজনা নয়। তবে আমার এই গানটির ইউটিউব স্বত্ব বিক্রি করা হয়েছে ভারতের এস কে মুভিজের কাছে। তাদের একটা অফিস আছে কাকরাইলে, সেখান থেকে তারা বাংলাদেশের ছবির গান কেনে। যে কারণে এই গান তাদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে।’

‘আমি নেতা হবো’ ছবিটি কলকাতায়ও মুক্তি পাবে জানিয়ে সেলিম বলেন, ‘আমাদের দেশে ছবিটি অবশ্যই ভালো চলবে বলে আমরা মনে করি। পাশাপাশি আমরা ছবিটি কলকাতাসহ সারা বিশ্বে মুক্তি দিতে চাই। এস কে মুভিজের ইউটিউব চ্যানেলের যারা দর্শক, তাদের বেশির ভাগ কলকাতার দর্শক। এই গানের মধ্য দিয়ে আমাদের দেশের পাশাপাশি কলকাতায়ও গানটি জনপ্রিয়তা পাচ্ছে। এতে করে শাকিব খান ছাড়াও আমাদের যে শিল্পী আছেন, সেটা তাঁরা জানবেন। আমাদের শিল্পীদেরও পরিচিতি বাড়ছে। এতে করে ছবির ব্যবসাও ভালো হবে আশা করি।’

শাপলা মিডিয়া প্রযোজিত ‘আমি নেতা হবো’ ছবিটিতে শাকিব ও মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কমল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘পাকিস্তান ওই জানাজার নিচে চাপা পড়েছে’-কোলে কন্যা নিয়ে পাঠিকার কান্না

‘জানাজা যত ছোট হয়, ততটাই ভারি হয়। এরকমই ছোট্ট একটি জানাজা হয়েছে কসুরের রাস্তায়। পুরো পাকিস্তান ওই জানাজার নিচে চাপা পড়েছে।’

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে প্রচারিত সংবাদে এভাবেই বলেন সংবাদ পাঠিকা। তাঁর কোলে ছিল ছোট্ট একটি শিশু। পাকিস্তানের কসুর নামে এক শহরে গত সপ্তাহে জয়নাব আনসারি নামে ৮ বছরের একটি শিশুর লাশ পাওয়া যায় আবর্জনার স্তুপে। জানা যায়, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রাখে দুর্বৃত্তরা।

কিরান নাজ নামে ওই পাঠিকা জানান, ওই শিশুর খবর জানাতেই নিজের কন্যাশিশুকে নিয়ে হাজির হয়েছেন তিনি। খবরের সময় বারবারই কান্নায় ভারি হয়ে আসে নাজের কন্ঠস্বর।

এনডিটিভি জানায়, সামা টিভি নামে পাকিস্তানের ওই চ্যানেলে গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় সংবাদ পাঠ করেন কিরান নাজ। তখনই নিজের কন্যা শিশুকে কোলে রেখে নিহত জয়নাবের প্রসঙ্গে কথা বলেন তিনি।

নাজ বলেন, ‘আজ আমি কিরান নাজ না। আজ আমি একজন মা। এই জন্যেই আমার শিশুর সঙ্গেই বসে আছি। এই দেশে অনেক বড় বড় লোক আছে। চোখের পলকে এত লোকের মৃত্যুর ঘটনা কোনো সাধারণ কথা না। কে হত্যা করছে, কেনো হত্যা করছে, এই প্রশ্নগুলোর জবাবও কখনো পাওয়া যায় না। কেউ ঠিক কথাই বলেছিলেন যে, জানাজা যত ছোট হয়, ততটাই ভারি হয়। আর এরকমই ছোট্ট একটি জানাজা হয়েছে কসুরের রাস্তায়। পুরো পাকিস্তান ওই জানাজার নিচে চাপা পড়েছে। অদ্ভুত ঘটনা, একদিকে বাবা ও মা শিশুর দীর্ঘায়ুর জন্যে দোয়া করছিলেন, এইদিকে কোনো হত্যাকারী ঐ জীবন শেষ করে দিচ্ছিল। একদিকে বাবা ও মা তাদের সন্তানদের জন্য খেলনা কিনছে, আর এইদিকে কেউ সেই শিশুর লাশ আবর্জনা স্তুপে ছুঁড়ে ফেলছিল।’

গত ৪ জানুয়ারি অপহরণ করা হয় শিশু জয়নাবকে। পাঁচদিন পর একটি আবর্জনার স্তুপে পাওয়া যায় জয়নাবের লাশ। ওই শিশুর বাবা ও মা সৌদি আরব ছিলেন। ঘটনার পর তাঁরা পাকিস্তানে ফিরে আসেন। জয়নাবের বাবা ও মা জানিয়েছে, হত্যাকারী আটক না হওয়া পর্যন্ত তাঁরা শিশু জয়নাবের দাফন করবেন না।

ওই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বস্তরে বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছে দেশটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে প্রধান বিচারপতির বিরুদ্ধে ৪ বিচারপতির অনাস্থা

ভারতের সুপ্রিম কোর্টের চারজন জ্যেষ্ঠ বিচারপতি দেশটির প্রধান বিচারপতি দীপক মিশ্রের ব্যাপারে অনাস্থা প্রকাশ করে এক নজিরবিহীন সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার দিল্লিতে বিচারপতি জে চেলামেশ্বরের বাড়িতে সংবাদ সম্মেলন করেন তারা। ওই বৈঠকে চেলামেশ্বর ছাড়া উপস্থিত ছিলেন প্রবীণ বিচারপতি কুরিয়েন জোসেফ, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি মদন লোকুর। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

খবরে বলা হয়, প্রধান বিচারপতি যেই উপায়ে মামলা বণ্টন করছেন তা নিয়ে অসন্তুষ্ট এই চার বিচারপতি। সরাসরি প্রধান বিচারপতির পদত্যাগ দাবি না করলেও তারা বলেছেন, প্রধান বিচারপতিকে অভিশংসন করা বা না করার সিদ্ধান্ত জাতিই নেবে।

দুই মাস আগে প্রধান বিচারপতির কাছে নিজেদের আপত্তির কথা ব্যক্ত করে চিঠি লিখেছেন তারা। গুরুত্বপূর্ণ মামলাগুলো প্রধান বিচারপতি কনিষ্ঠ বিচারপতিদেরকে দেওয়ায় আপত্তি জানান তারা। পাশাপাশি, বিচারপতি বিএইচ লয়ার রহস্যজনক মৃত্যু সম্পর্কিত মামলার বিচারিক দায়িত্ব বণ্টন নিয়ে আপত্তি থাকার কথাও জানান তারা। বিচারপতি লয়া আলোচিত সোহরাবউদ্দিন ‘ফেক এনকাউন্টার’ (ভুয়া বন্দুকযুদ্ধ) মামলার দায়িত্বে ছিলেন।

তারা সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধান বিচারপতির একটি ঐতিহ্যগতভাবে স্বীকৃতি হলো তিনি হলেন ‘রোস্টারে’র প্রধান। তিনি কোন বিচারপতি বা বেঞ্চকে কোন মামলার দায়িত্ব দেবেন তা নির্ধারণ করে দেন। এটি আসলে তার উচ্চপদস্থ কর্তৃত্বের স্বীকৃতি নয়। তিনি হলেন সমপদমর্যাদার বিচারকদের মধ্যে প্রথম জন। এর চেয়ে বেশি কিছু নন, কমও নন।’

তারা আরও বলেন, সংবাদ সম্মেলন আয়োজন করে বিচার বিভাগের কিছু অনির্দিষ্ট অনিয়মকে তারা সামনে আনতে চেয়েছেন। তাদের অভিযোগ, তাদের চিঠি পাওয়া সত্ত্বেও, প্রধান বিচারপতি মিশ্র পরিস্থিতি সঠিক পথে আনতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তারা বলেন, তাদের চিঠির প্রত্যুত্তরও দেননি প্রধান বিচারপতি। তাই তারা তার সঙ্গে দেখা করতে গিয়েও সাক্ষাৎ পাননি।

এদিকে জ্যেষ্ঠ বিচারকদের ওই সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রের বনভোজন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রের ২য় শিফ্ট এর বন ভোজন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের লেক এলাকায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৮ম পর্বের ৫ম ব্যাচের ২ শিফ্ট এর আয়োজনে অনুষ্ঠিত বন ভোজনে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান শাহিন, অফিস কর্মকর্তা আবুল কালাম আজাদ। বনভোজনের সহযোগিতায় ছিলেন, রওশন জাহান রুপা, সুইটি রানি দত্ত, রফিখা লায়লা পাপড়ি, শাহ আলম, মির্জা রাশেদুজ্জামান রনি, আলম, মিজানুর রহমান, জাকির হোসেন, হাসানুজ্জামান প্রমুখ। বন ভোজন শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্ঘটনায় নকুল কুমারের দুই সহশিল্পী নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুর্ঘটনার কবলে পড়েছে শিল্পী নকুল কুমার বিশ্বাসের দুই সহশিল্পী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আজীমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এজাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নিহতরা হলেন নকুল কুমার বিশ্বাসের সংগীত দলের সহশিল্পী অহিদউদ্দিন সুজাত (৩৮) এবং মোশাররফ হোসেন (৩৭)। তাদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তারা মারা যায়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শিল্পীদের বহনকারি মাইক্রোবাসটি বেনাপোল থেকে মাওয়া হয়ে ঢাকায় যাচ্ছিল। ঘন কুশায়ার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অর্জুন কুমার জানান, হাসপাতালে ভর্তি দুইজনের মধ্যে দীপকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত নিমাই অনেকটা শঙ্কামুক্ত। আমার তাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest