সর্বশেষ সংবাদ-

আছিয়া-নজির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট; নলতায় পি ডি কে মিতালী সংঘ বিজয়ী

নলতা প্রতিনিধি: “মাদক ও সামাজিক অন্যান্য অসঙ্গতিকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” এ স্লোগানকে সামনে রেখে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি’র মাতা-পিতার (আছিয়া-নজির) নামে ২য় বারের মত অনুষ্ঠিত হচ্ছে ৮দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১২ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ খেলা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। প্রথম দিক থেকে উভয় দল পাল্টাপাল্টি আক্রমণ চালালেও শেষ পর্যন্ত বিদেশী ও দেশী খেলোয়াড়দের চমৎকার ক্রীড়া নৈপুন্যে পি.ডি.কে মিতালী সংঘ, কদমতলা ৩-১ গোল ব্যবধানে সেন্টমেরী স্পোটিং ক্লাব, খুলনাকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ,স্বেচ্ছাসেবকবৃন্দ ও কালিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় খেলা পরিচালনা করেন শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারি ছিলেন মো. মোমিনুর রহমান ও মো. আব্দুস সামাদ। প্রথম সেমিফাইনাল খেলা আগামী ১৫ জানুয়ারি সোমবার বিকাল ৩টায় একই মাঠে মহসিন রেজা ফুটবল একাদশ, চালতেঘাটা, শ্যামনগর বনাম সৈকত স্পোটিং ক্লাব, তালা এর মধ্যে অনুষ্ঠিত হবে এবং আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় কুশুলিয়া ফুটবল একাদশ, কালিগঞ্জ বনাম পি.ডে.কে মিতালী সংঘ, কদমতলা (গত বছরের চ্যাম্পিয়ন) এর মধ্যে ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী ও এমপির মঙ্গল কামনায় কলারোয়ায় বিশেষ দোয়া অনুষ্ঠান

কলারোয়া প্রতিনিধি : শুক্রবার জুমার নামাজের পর সাতক্ষীরার কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ এবং দেশবাসীর মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠাটি পরিচালনা করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান। এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ তোজাম্মেল হোসেন মানিক, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহ-সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কাজী শামসুর রহমান, মুছল্লিগনের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র গাজী আকতারুল ইসলাম, কলারোয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি শাহিন, পড়ফেসর আব্দুল আজিজ, ডা: নুর মোহাম্মাদ, প্রফেসর আ: করিম, মসজিদের মোয়াজ্জিন মাওলানা আসাদুজ্জামান, মাস্টার নুর উদ্দিন, মাস্টার নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জারজীছ হাসান মনু, আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, মসজিদ কমিটির সকল সদস্য কর্মকর্তা সহ পড়ায় দেড়শ মুছল্লিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য তালা কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রায় ২০লাখ টাকা ব্যায়ে কলারোয়ার কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলা ভবন নির্মাণ করে দিয়েছেন। এজন্য জুমার নমাজের পরে তার সুস্থতা ও মঙ্গলকামনায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রবীণ আবাসন কেন্দ্রের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি : “নবীনদের উদ্যোগে প্রবীনদের সুরক্ষা” শ্লোগানে সাতক্ষীরায় বৃদ্ধাশ্রমে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা প্রবীণ আবাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম) এ অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুভাষ সরকার। অধ্যাপক ইদ্রিস আলির পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও আরা সংস্থার বাস্তবায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আরা সংস্থার ও বৃদ্ধাশ্রমের পরিচালক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর আলহাজ্ব আব্দুল হান্নান, সাবেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম রানা, জুলফিকার আলী ভুট্টো, ৯নং ওয়ার্ডের মেম্বর মনিরুল ইসলাম, তাঁতলীগ নেতা এনামুজ্জামান নিপ্পন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এক সময় আমার সন্তান ছিলাম, পরে পিতা হয়েছি এবং আমাদের সকলেই একদিন প্রবীন হতে হবে। সুতরাং প্রবীণদের অবহেলা করা যাবে না। তাদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এছাড়া তিনি উক্ত বৃদ্ধাশ্রমে উন্নয়নের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথি উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : “বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয়রে আয়, আহবানে তার আপনা ভুলিয়া কত মহরথী ছুঁটিয়া যায়।” গানের এমনও সব পংক্তি গানের সুরে উচ্চারনের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে স্বামী বিবেকানন্দের ১৫৫তম আবির্ভাব তিথি। এ উপলক্ষে শুক্রবার দুপুর ১২টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে বিবেকানন্দ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠণের সভাপতি নির্মল দাস। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মন্দির সমিতির সাবেক সভাপতি মঙ্গল কুমার পাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মন্দির সমিতি ও পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, প্রাণনাথ দাস, নিত্যানন্দ আমিন, হরিপদ ঘোষ প্রমুখ। বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দ ছোট বেলায় বিলে নামে পরিচিত ছিলেন। পরবর্তীতে রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসে আমেরিকার চিকাগো শহরে এক বিশ্বধর্ম সম্মেলনে যোগ দিয়ে হিন্দু ধর্মের মাহাত্ম্য বিশ্বব্যাপি ছড়িয়ে দেন। ইংরেজিতে বক্তৃতা করে হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে তিনি বিশ্বব্যাপি আলোচিত হয়েছেন। সভায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্নিগ্ধা দাস তার জীবনের শেষ সম্বলটুকু ব্যয় করে ছাত্রবাস তৈরি করে যে দৃষ্টান্ত রেখেছেন তার ভুয়সী প্রশাংসা করেন বক্তারা। সকাল সাতটায় প্রার্থনা, আটটায় বিবেকানন্দ রচিত সঙ্গীত পরিবেশন, ৯টায় শেভাযাত্রা, দুপুর দেড়টায় প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাফিজুর রহমান মাসুমের সাথে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা থেকে প্রকাশিত জনপ্রিয়তম নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম এর সাথে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদেরকেন্দ্রীয় যুগ্নসাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশের নেতৃত্ব আজকের সাতক্ষীরা অফিসে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সহসভাপতি সামাদ খান, সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জামাল উদ্দীন বাদল, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাইফুল আযম খান মামুন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লাভলু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, ফরমান আলী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাতশালায় ৮দলীয় ব্যাটমিন্টন টুর্নামেন্ট

দেবহাটা ব্যুরো: দেবহাটার ভাতশালায় ৮দলীয় ব্যাটমিন্টন টুর্নামেন্ট এর খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় ভাতশালা ডিজিটাল ক্লাব ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সার্বিক ব্যবস্থাপনায় ভাতশালা সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনীয় খেলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজের প্রধান অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শরিফ হোসেন, ইউপি সদস্য আব্দুল জলিল, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান বাবলু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহিন সিরাজ, যুগ্ন-আহবায়ক হালিম মোস্তফা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ভাতশালা ডিজিটাল ক্লাবের আহবায়ক গোপাল বিশ্বাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাছখোলা বাজার কমিটি গঠন; বতু সভাপতি, সম্পাদক মিন্টু

প্রেস বিজ্ঞপ্তি : মাছখোলা বাজার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাছখোলা বাজার কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিয়াজউদ্দিন ঢালী। এসময় উপস্থিত ছিলেন, মেম্বর ফজলুর রহমান, আব্দুল মাজেদ, আব্দুল গফফার, জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম। আলোচনসভায় সর্ব সম্মতিক্রমে মাছখোলা বাজার কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন আলহাজ্ব শাহাবুদ্দিন বতু, সহ-সভাপতি আব্দুল গফফার শেখ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিন্টু, সহ-সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, প্রচার সম্পাদক আমানুল্লাহ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইসমাইল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শেখ আলাউদ্দিন বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদ ভুট্টা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, একই পরিবারের চার জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

নিহতরা হলেন, আব্দুল রহিমের স্ত্রী নুরহাবা বেগম (২৫) , মেয়ে দিলসাদ বিবি (৫), ছেলে আমিন শরীফ (৩) ও দেড় বছর বয়সী আঞ্জুমান।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে রোহিঙ্গা ঝুপড়িতে আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাদের মৃত্যু হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে উখিয়ার টিভি রিল কেন্দ্রের পূর্ব পাশে ট্রানজিট ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন ক্যাম্পে ছড়িয়ে পড়ে। এতে মা ও সন্তানসহ ৪ জনের মৃত্যু হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, মোমবাতি থেকে আগুন লেগে যায় রোহিঙ্গা ক্যাম্পে। আগুনে পুরো ঝুপড়িটি পুড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ হয়। তাদের পাশের রেডক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে আব্দুল রহিমের স্ত্রী নুরহাবা বেগম, মেয়ে দিলসাদ বিবি, ছেলে আমিন শরীফ ও দেড় বছর বয়সী আঞ্জুমান মারা যায়।

আব্দুল রহিম ও দুই সন্তান চিকিৎসাধীন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest