সর্বশেষ সংবাদ-
পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  

মানবতাবিরোধী অপরাধ ২ রাজাকারের মৃত্যুদণ্ডাদেশ, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ রাজাকারের মধ্যে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ, বাকি তিনজনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

এর মধ্যে নেছার আলী ও ওজায়ের আহমেদ চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর শামসুল আলম চৌধুরী, মোবারক ও ইউনুছকে আমৃত্যু কারাদণ্ডাদেশ পেয়েছেন।

তাঁদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে আছেন। বাকিরা পলাতক।

গতকাল মঙ্গলবার এর আগে গত ২০ নভেম্বর উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত।

২০১৬ সালের ৮ ডিসেম্বর মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি অভিযোগ গঠন করা হয়।

২০১৬ সালের ২৬ মে এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা।
গত বছরের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই দিন বিকেলেই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুস আহমেদকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ২০ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলার সাক্ষী নৌ-কমান্ডো খলিলুর রহমানের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সংগঠক নৌ-কমান্ডো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক সবার প্রিয় কমান্ডার মো. খলিলুর রহমান আর নেই(ইন্না—রাজিউন)। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সাতক্ষীরার যুদ্ধাপরাধ মামলার ৪ আসামি আব্দুল খালেক মন্ডল, আব্দুল্লাহিল বাকী, খান রোকনুজ্জামান ও জহিরুল ওরফে টিক্কার বিরুদ্ধে মামলার অন্যতম প্রধান সাক্ষী ছিলেন। তার মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তিনি ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। নৌকমান্ডো মো. খলিলুর রহমানের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামে। তার পিতার নাম মৃত আয়জুদ্দিন বিশ^াস। কমান্ডো খলিলুর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটে অংশগ্রহণ করেন। অপারেশন জ্যাকপট শেষে সাতক্ষীরায় ফেরার পথে আশাশুনির বুধহাটায় তিনিসহ তার সাথীরা পূর্ব থেকে ওৎ পেতে থাকা পাকিস্তানি সেনাবাহিনীর এদেশীয় দোসর রাজাকার কমান্ডার বাকী ও রোকনুজ্জামান খানের বাহিনীর হাতে ধরা পড়েন। সেখানে তাদের দুই সহযোদ্ধাকে গুলি করে হত্যা বাকী এবং রোকন খান। বর্তমানে এই হত্যাকা-সহ ৭টি সুনির্দিষ্ট যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ছিলেন এ মামলার চাক্ষুস সাক্ষী।

এমপি রবির শোক:
মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তার মৃত্যুতে এমপি রবি বলেন, সবার প্রিয় মো. খলিলুর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক নৌ-কমান্ডো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক। সবার প্রিয় এই মানুষটি সারাটা জীবন সাতক্ষীরার মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে অধিকার সম্মান আদায়সহ বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। যেখানেই অনিয়ম-দুর্নীতি দেখতেন তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ঝাপিয়ে পড়তেন। সাতক্ষীরাসহ দেশের মুক্তিযোদ্ধারা একজন দক্ষ কর্মীকে হারাল। তার এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্টে সেরা বোলার রাবাদা

জেমস আন্ডারসনকে সরিয়ে টেস্টে সেরা বোলারের স্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা। ভারতের বিপক্ষে ক্যাপটাউট টেস্টে ৫ উইকেট পান ২২ বছরের রাবাদা। ফলে তার নামের পাশে যোগ হয় ৫ রেটিং পয়েন্ট। অন্যদিকে সিডনিতে ফাইনাল অ্যাশেজ টেস্টে ৫৬ রান দিয়ে ১ উইকেট পান আন্ডারসন। এতে তার ৫ পয়েন্ট কমে গেছে।

সেরা হওয়ার পর রাবাদা বলেন, টেস্টে সেরা বোলার হওয়া অনেক আনন্দের। এ অনুভূতি প্রকাশ করা যাবে না। শুরু থেকে সব খেলোয়াড়ই এ স্থান অর্জনের স্বপ্ন দেখে।

টেস্টে সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। দ্বিতীয় স্থানে আছেন জো রুট। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন বিরাট কোহলি ও কেনে উইলিয়ামসন। পঞ্চম স্থানে আছেন চেতেশ্বর পূজারা। সূত্র : ইএসপিএন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসহায় শিশু হালিমা বাঁচতে চায়

প্রেস বিজ্ঞপ্তি : ১ বছরের শিশু হালিমা বাঁচতে চায়। মাত্র ১বছর হলো পৃথিবীর আলো দেখেছে সে। জন্ম নিয়েই সে আজ পৌঁছে গেছে মৃত্যুর দ্বারপ্রান্তে। শিশু হালিমা এখনো কথা বলতে শেখেনি। ভালো করে চিনে উঠতে পারেনি তার পিতা-মাতকেও। অথচ নিয়তির কি নির্মমতা। এ বয়সেই তার হার্ট ছিদ্র হয়ে গেছে। এদিকে তার পিতা মেয়ের এ অবস্থা দেখে গোপনে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। কিন্তু মা আর কোথায় যাবেন। সহায় সম্বলহীন মাতা সুখিলা বেগম শিশুটির জীবন বাঁচানোর জন্য সকলের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। নিজের কাছে কোন অর্থ না থাকলেও শিশু কন্যা হালিমা কে বাঁচানোর জন্য এ পর্যন্ত ধার দেনা করে অনেক পয়সা ব্যয় করেছেন তিনি। কিন্তু চিকিৎসক বলেছেন হালিমা কে বাঁচাতে হলে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে অপারেশন করতে হবে। সেখানে প্রায় ৩লক্ষাধিক টাকা প্রয়োজন। যা ওই অসহায়, গরিব মাতা সুখিলা বেগমের পক্ষে বহন করা সম্ভব না। শিশুটিকে বাঁচাতে তার অসহায় মাতা সমাজের সকলকে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা; সুখিলা বেগম, সাং- মধুমোল্লার ডাংগী, থানা ও জেলা-সাতক্ষীরা। বিকাশ নং- ০১৯৯১-৬১২৭৩৪।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সান্তা বারবারা কাউন্টি শেরিফ বিল ব্রাউন জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কর্মকর্তারা বলছেন, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মনটেসিটোর উপকূলীয় এলাকায়। যেখানে কাদামাক্ত এবং বন্যার পানিতে তৃণভূমি এলাকা ভেসে গেছে। অথচ গত মাসে দাবানলে ওই্ এলাকায় হাজার হাজার একর জমি আগুন পুড়ে যায়।

বন্যা আর ভূমিধসের কারণে ধসে পড়েছে ঘরবাড়ি। কাদাযুক্ত বন্যার পানি জমে আছে রাস্তায়। যার কারণে সড়কপথে চলাচল আপাতত বন্ধ রয়েছে।

অনেকেই পানির কারণে বিভিন্ন স্থানে আটকে আছে। এমন আটকে থাকা অর্ধশত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। আর এক হাজারের বেশি স্থানীয় বাসিন্দা আগেভাগেই শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ মিছিল বের হয়ে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন। এসময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোঃ আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান(তিতু), শেখ আব্দুল গফফার, মো: একরামুল কবীর, পরিমল কুমার, নিমাই চন্দ্র মন্ডল, মো: আব্দুল আওয়াল, মোঃ ফেরদৌস আলম, মনিরুল ইসলাম, বিশ্বরঞ্জন সরকার, তপন কুমার সরকার,মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। যিনি কিনা শিক্ষকদের দুঃখ-দুর্দশা দেখে একবারে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। এসময় তারা প্রধানমন্ত্রীর এ মহতি উদ্যোগের কারণে প্রাণঢালা অভিনন্দন জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক স.ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক আবু রাহান তিতু। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি। আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যুগ্ম আহবায়ক শরীফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যুগ্ম আহবায়ক এস এম গোলাম ফারুক, রফিকুল ইসলাম বাবু, আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্য সচিব একেএম নাজমুল হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মিছিল ও স্মারকলিপি

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় এ কর্মসূচি পালন করা হয়। ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা সংগ্রাম কমিটির আহবায়ক ড. শিহাব উদ্দিনের নেতৃত্বে আশাশুনি মহিলা কলেজ চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি প্রদান করা হয়। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্নাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারি অধ্যাপক, সহযোগি অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধান শিক্ষকের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধান শিক্ষকের অনুরুপ প্রদান। শিক্ষক-কর্মচারীদের পূর্বের ন্যায় টাইম স্কেল প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সুৃবিধা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালুসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি বাস্তবায়নের আবেদন সম্বলিত স্মারক লিপি ইউ্এনও সুষমা সুলতানার প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়। এসময় অধ্যক্ষ সাইদুল ইসলাম, অধ্যক্ষ মুজিবর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাউদ হোসেনসহ উপজেলার ৫টি কলেজ ও কলেজিয়েট স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest