ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন; সাতক্ষীরা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে সাতক্ষীরা কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ৩০৭নং কক্ষে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধানত ২টি প্যানেল এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ এবং অপরটি বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ। এই দুটি প্যানেল এর ২৫ জন করে ৫০ জন প্রার্থীর বাইরে আরও ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রত্যেক ভোটার ২৫ জন প্রার্থীকে ভোট দিতে পারবেন।
একযোগে দেশের বেশ কয়েকটি জেলায় শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ জানুয়ারি এবং ২০ জানুয়ারি দেশের অবশিষ্ট জেলাগুলোতে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
নির্বাচনে সাতক্ষীরা কেন্দ্রে ১২৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।
এদিকে, এ ভোটকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরাস্থ প্রাক্তন শিক্ষার্থীদের একে অপরের সাথে দেখা হওয়ায় এটি পরিণত হয় এক মিলন মেলায়। অনেকেই নিজের ক্যাম্পাস জীবনের স্বর্ণালি দিনের স্মৃতি রোমন্থন করে ফিরে যান নিজেদের ছাত্রজীবনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করলেন তহমিনা খাতুন। শুক্রবার (৫জানুয়ারি) তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। সদ্য যোগদানকারী ইউএনও তহমিনা খাতুনের পূর্বের কর্মস্থল দেবহাটা উপজেলা। তারপর সরকারি স্কলারশিপ নিয়ে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট এন্ড বিজনেস ডেপলপমেন্ট বিষয়ে লন্ডন, ইউকে’র গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি থেকে মেরিটসহ এমএসসি পাশ করেন। সেখান থেকে ফিরে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। তহমিনা খাতুন জেলার দেবহাটা উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত থাকাকালীন খাল খনন, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, গৃহহীনদের পুনর্বাসনে স্বল্প ব্যয়ে স্বস্তির ঘর প্রকল্প বাস্তবায়নসহ নানামুখি উন্নয়নমূলক কর্মকান্ডে দক্ষ ভূমিকা রেখেছেন। উল্লেখ্য যে, তহমিনা খাতুন ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স ও মার্স্টাস শেষে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দিনাজপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন। এরপর নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় এসিল্যান্ড এবং সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার পিতা মো. শামস্উদ্দীন মিঞা ও মাতা আম্বিয়া খাতুন’র ১৩ ভাই বোনের মধ্যে তিনি ১০ম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্বামী শাহ্ আব্দুল সাদী খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত রয়েছে। তার দুটি সন্তান রয়েছে। মেয়ের নাম রাইফা ঋষিত আরিয়া ও ছেলে ঋদ্ধ রাইফ রুহান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বাধীনতার মাস মার্চে ছাত্রলীগকে সম্মেলন করার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি ছাত্রলীগকে বলবো অনতিবিলম্বে নির্বাহী কমিটির সভা ডেকে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিন। নেত্রীর ইচ্ছা, আগামী মার্চ মাসে সম্মেলন হোক। এসময় তিনি ছাত্রলীগকে সম্মেলনের তারিখ ঠিক করতে বলেন।

ছাত্রলীগে বিশৃঙ্খল লাখো কর্মীর চেয়ে শৃঙ্খলাবদ্ধ কম কর্মী হলেও কোনো সমস্যা নেই উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গুটি কয়েকের জন্য সরকারের অর্জন ম্লান হতে পারে না। যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নিতে নেত্রী নির্দেশ দিয়েছেন। যে ছাত্রলীগের অতীত গৌরবমণ্ডিত, সেই ছাত্রলীগের বর্তমান কলঙ্কিত হতে পারে না। যারা অপকর্ম করবে তাদের ছাত্রলীগে থাকার অধিকার নাই।

অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঞ্চলনায় অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় ছয় পিচ স্বর্ণের বার সহ পাসপোর্ট যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক ॥ ছয় পিচ স্বর্ণের বার সহ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ভোমরা স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তারা। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক পাসপোর্ট যাত্রীকে চ্যালেঞ্জ করেন স্টেশনের কর্মকর্তারা। এসময় তার দেহ তল্লাসী করে তার পায়ের জুতার মধ্যে সুকৌশলে রাখা ৬ পিছ স্বর্ণের বার উদ্ধার করেন তারা। আটককৃত ওই ব্যক্তি মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রামের মোঃ মুজিবর হাওলাদার এর ছেলে মোঃ ফারুক হাওলাদার (৩৬)। তার পাসপোর্ট নং-AF 0834879
কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যক্তির চলাফেরায় সন্দেহ মনে হলে তাকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাসী করে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবিষয় দি কাস্টমস্ এ্যাক্ট ১৯৬৯ এর বিধান অনুযায়ী উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে কাস্টমস্ কর্তৃপক্ষ জানিয়েছে।
এ খবর পেয়ে সাতক্ষীরা ৩৮ বিজিবির নবাগত অধিনায়ক সরকার মোস্তাফিজুর রহমান ও ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাম রহিমের শিষ্যের ডেরার মধুচক্রে নিয়োগ হত ইন্টারভিউ নিয়ে!

বড়বাজারে মধুচক্রের ঘাঁটিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। রীতিমত ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হত কলকাতায় রাম রহিমের শিষ্যের ডেরায় মধুচক্রের আসরে।

বড়বাজারের ওই চার তলা বহুতল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন তরুণীর বায়োডেটা। যার মধ্যে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার তরুণীর বায়োডেটা রয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গা থেকে তরুণীদের ডেকে আনা হত। রীতিমতো ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হত তাদের। তারপর তাদের নামিয়ে দেওয়া হত দেহ ব্যবসায়।

আরও জানা গেছে, সব সময়ই প্রায় দশটি তরুণী ওই ডেরায় থাকত। কয়েক মাস পর পর তরুণীদের মুখ বদলও করা হত।

বড়বাজার থানার উল্টোদিকে ৪ তলা বাড়িতে মধুচক্র চলত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, বহুতলের ২৬টি কুঠুরিতে চলত দেহব্যবসা। পুলিশ এলে পালানোর জন্য বহুতলে রয়েছে গোপন সুড়ঙ্গও।

স্থানীয়রা জানিয়েছেন, মূল অভিযুক্ত অভিযুক্ত প্রমোদ সিংহানিয়া নিজেকে রাম রহিমের শিষ্য বলে দাবি করতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্পেন থেকে কাতালোনিয়া স্বাধীন হলে বার্সেলোনা ছাড়তে পারেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মদ্রিদের দৈনিক এল মুন্ডোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। একই সঙ্গে মেসির বাবার বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে ফুলবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল.কম।

খবরে বলা হয়, কাতালানদের স্বাধীনতা লাভের ফলে বার্সেলোনা যদি আর ইউরোপিয়ান ফুটবলের বড় টুর্নামেন্টে খেলতে না পারে তাহলে দল ছাড়বেন মেসি। মেসির সঙ্গে গত নভেম্বরে ক্লাবের নতুন চুক্তিতে সেটা উল্লেখ রয়েছে বলেও খবরে প্রকাশ করা হয়েছে।

গত ১ অক্টোবর গণভোটের পর থেকেই কাতালোনিয়ানরা স্পেন থেকে স্বাধীন হতে চাইলে সমস্যা সৃষ্টি হয়। এখন পর্যন্ত যার কোন সমাধান হয়নি। আশঙ্কা রয়েছে, স্পেন থেকে কাতালোনিয়া স্বাধীন হলে ইউরোপের শীর্ষ লিগে জায়গা নাও পেতে পারে। আর সেটা হলে শুধু মেসি নয়, ক্লাবটি অনেক তারকাই বার্সেলোনা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোকে বিক্রি করার শর্ত দিলেন নেইমার!

গুঞ্জনের পালে হাওয়া আরো বাড়িয়ে দিলেন স্বয়ং নেইমার। এবার পিএসজির ব্রাজিলিয়ান এ তারকা রিয়ালকে উদ্দেশ্য করে বলেছেন আগে রোনালদোকে বিক্রি করে দিতে।

নেইমারকে ডেরায় ভেড়াতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে ক্লাবটি। নতুন বছরের শুরুতে সরগরম হয়ে উঠেছে ইউরোপিয়ান দলবদলের মার্কেট। এবার আর তাকে হাতছাড়া করতে চাচ্ছেন না লস ব্লাঙ্কোজরা।

শোনা যাচ্ছে, দলে টানতে এরই মধ্যে ব্রাজিল ফরোয়ার্ডের সঙ্গে যোগাযোগ করেছে রিয়াল। তবে এবারও হাত ফসকে যেতে পারে ক্লাবটির। কারণ তাকে দলে নিতে কঠিন শর্ত জুড়ে দিয়েছেন ব্রাজিল যুবরাজ।

নেইমারের ভাষ্য, আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রি করুন। তারপর আমার কাছে আসুন।

গত আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে (২২২ মিলিয়ন ইউরো) বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। কানে এসেছে- এর চেয়েও বেশি দামে তাকে কিনতে দেনদরবার চালিয়ে যাচ্ছে রিয়াল। তবে এতে বাধা হয়ে দাঁড়িয়েছে নেইমারের শর্ত। সরাসরি নাকি জানিয়ে দিয়েছেন, রোনালদো থাকলে সান্তিয়াগো বার্নাব্যুতে আসবেন না তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও গোল জানাচ্ছে, বিষয়টি আমলে নিয়েছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। নেইমারকে পেতে দরকারে রোনালদোকে বিক্রি করে দেবেন তারা এবং এই মাসেই তা সম্পন্ন হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফুচকার তেতুলের টকে টয়লেট ক্লিনার!

কম বেশি সকলের কাছেই ফুচকা একটি বেশ জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত। মুখরোচক ও সুস্বাদু হিসেবে পরিচিত এ খাবারটি ছোট বড় সকলের মন জয় করেছে। তবে এই ফুচকা খেতে যেমন সুস্বাদু, তেমনি এটি তৈরিতে অনেকসময় বিস্তর অভিযোগ শোনা যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় সময় প্রচারিত হয় অস্বাস্থকর পরিবেশে ফুচকা তৈরির অভিযোগ।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের একটি রাজ্যে ফুচকার তেতুলের টকের সাথে টয়লেট ক্লিনারের তরল মেশানোর অভিযোগে এক দোকানীকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির গুজরাটে চেতন নানজি মারভাদিকে এই দণ্ড দেয় আদালত।

২০০৯ সালে চেতনের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগে বিশেষ আদালতে মামলা দায়ের করে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশেন। ফুচকায় থাকা তেতুলের পানিতে চেতন কিছু মিশিয়ে দেয় বলে আমেদাবাদের লাল-দরজা এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলো

অভিযোগের প্রেক্ষিতে ওই জল ফুড টেস্টিং ল্যাবোরেটরিতে পাঠায় কর্পোরেশন। তাদের রিপোর্টে দেখা যায় ফুচকার পানিতে মেশানো রয়েছে টয়লেট পরিষ্কার করার অক্সালিক অ্যাসিড। তার পরই তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। চেতন ফুচকা বিক্রির পর অবশিষ্ট জল রাস্তায় ফেলে দিয়ে নোংরাও করতেন বলে অভিযোগ ছিলো স্থানীয়দের।

সাত বছর মামলা চলার পর আদালত চেতনের সাজা ঘোষণা করেন। বিচারচলাকালীন সময়ে বরাবরই নিজেকে নিদোর্ষ প্রমাণ করা চেতন বলে, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই।

আইনজীবি মনোজ খান্ডার আদালতে জানান, চেতন যেটা করেছে সেটা অপরাধ। অনেক মানুষ এর সঙ্গে জড়িত ছিল। সবচেয়ে বড় কথা গোটা বিষয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি প্রশ্নের মুখে পড়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest