নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকালে হালিমা শিশু সদন চত্বরে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান মুকুল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান অজ্জেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শের আলী, জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, শহর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক চেয়ারম্যান আসাদুল ইসলাম, শহর যুবদলের আহবায়ক আলী শাহীন, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জজ, তালা উপজেলা সভাপতি সাইদ, সম্পাদক আনিছ, কলারোয়া উপজেলা সভাপতি চন্দন, সম্পাদক শফি, দেবহাটা উপজেলার সভাপতি কামরুল, কালিগঞ্জ উপজেলার রবিউল্লাহ, আশাশুনি উপজেলার সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান, আশাশুনি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক টিটু, মামুন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি রাজনৈতিক সংগঠন। দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রদলের ভূমিকা সর্বক্ষেত্রে অগ্রগন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আবার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে সেজন্য ছাত্রদলের নেতাকর্মীদের মাঠে থেকে কাজ করার আহবান জানানো হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে পারুলিয়া বাজার থেকে ঔষধ কিনে মোটর সাইকেলযোগে সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সখিপুর মোড়ে পৌছালে একটি প্রাইভেট কার থেকে তাকে থামার জন্য সিগন্যাল দেয় দুর্বৃত্তরা। এ সময় তিনি না থেমে বাড়ির দিকে এগুতে থাকা অবস্থায় সখিপুর প্রাইমারি স্কুলের সামনে পৌছালে প্রাইভেট কারে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিছন দিক থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। এসময় একটি গুলি তার বুকে লেগে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলি তার পাজর ভেদ করে বেরিয়ে গেছে। পথচারী একজন স্কুল শিক্ষক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশংকাজনক।
