সর্বশেষ সংবাদ-
পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  

আইলা বিধ্বস্ত গাবুরা ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলা বিধ্বস্ত গাবুরা ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে, এখানে ঘূর্ণিঝড় আইলার পর থেকে কোন কাজ কর্ম না থাকায় এখানকার অধিকাংশ পুরুষ মানুষ বাইরে থাকার সুবাদে পুরুষ ভোটার খুব কম লক্ষ্য করা গেছে। আইলা বিধ্বস্ত এই গাবুরা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৩০০। এখনও পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এখানে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্টিত হচ্ছে।
এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দি¦তা করছেন এবং বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মোটর সাইকেল ও রবিউল ইসলাম জোয়ার্দার আনারস প্রতীক নিয়ে লড়ছেন।
এখানকার এই উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই শ্যামনগরের গাবুরা ইউপি চেয়ারম্যান গোলাম আযম টিটো ষ্ট্রোক জনিত রোগে মারা যাওয়ায় সেখানে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অপরদিকে, আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য লুৎফর ঘরামী গত ৯ সেপ্টেম্বর মারা যাওয়ায় সেখানে ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কল্যানপুর এই ৭নং ওয়ার্ড কেন্দ্রে ভোটার সংখ্যা মোট দু’ হাজার ৪৪৩জন।
এখানে চার জন প্রার্থীর মধ্যে কোহিনুর ইসলাম তালা প্রতীকে, আবু সাঈদ মোড়ল মোরগ, উজ্জ্বল হোসেন টিউবওয়েল ও রবিউল ইসলাম ফুটবল প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দি¦তা করছেন।
আশাশুনির কল্যানপুর কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বরফে চাপা পড়ল পুরো শহর

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসেলভানিয়া রাজ্যের এরি শহর বরফে ঢাকা পড়েছে। এবছর রেকর্ড পরিমাণ বরফ পড়েছে এর আশপাশের এলাকাতেও।

এ কারণে পেনসিলভানিয়া শহরবাসীকে বরফের সঙ্গে লড়াই করতে হচ্ছে। ফলে গাড়ি, বাড়ি ও বাগান বরফে ঢাকা পড়েছে। ইতোমধ্যে জারি করা হয়েছে ‘বরফ জরুরি অবস্থা।’

এবার পেনসিলভানিয়া এরি শহর ৫৩ ইঞ্চি বরফে ঢাকা পড়েছে। ক্লিভল্যান্ডের জাতীয় আবহাওয়া পরিষেবা কার্যালয় সোমবার (২৫ ডিসেম্বর) জানায়, ঝড়ের কারণে এদিনেই এরি শহরে ৩৪ ইঞ্চি বরফ জমেছে। যা এর আগে একদিনে এতো পরিমাণ বরফ কখনো পড়েনি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে পড়ে আরো ১৯ ইঞ্চি বরফ জমেছে। ফলে বরফের উচ্চতা দাঁড়ায় ৫৩ ইঞ্চিতে। দুদিনে এটিই বরফ পড়ার সর্বোচ্চ রেকর্ড। খবর দ্য গার্ডিয়ানের।

এদিকে, পেনসেলভানিয়া রাজ্যের এরি শহর কর্তৃপক্ষ বরফ জরুরি অবস্থা জারি করেছে, বরফ পড়া বন্ধ এবং সড়কগুলো পুনরায় খুলে না দেয়া অবধি লোকজনকে সড়কে বের হতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৫৪ সালের মার্চে মর্গানটাউনে ৪৪ ইঞ্চি বরফ পড়ার রেকর্ড করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বিজলী’ চমকাচ্ছে ইউটিউবে

ঢালিউডের আলোচিত ছবি ‘বিজলী’। ছবিটির প্রথম গান ‘পার্টি পার্টি পার্টি’ মুক্তি পাওয়ার পর ইউটিউবেও এখন বিজলী চমকাচ্ছে। মুক্তির মাত্র ৬০ ঘণ্টায় বিজলির গানটি ১০ লাখ ভিউ ছাড়িয়ে যায়। কোন বাংলা গানের ক্ষেত্রে যা নতুন রেকর্ড। আর তিন দিনেই গানটির ১২ লাখ বারের বেশি দেখা হয়েছে। এই লেখা শেষ হওয়া পর্যন্ত গানটি দেখেছেন ১২ লাখ ৭৫ লাখ ৫৬৫ বার।

‘বিজলী’ ছবিতে সুপার ওম্যান চরিত্রে অভিনয় করেছেন ববি। নায়িকার হোম প্রোডাকশন ববস্টার ফিল্মসের ব্যানার থেকে ছবিটি নির্মিত হচ্ছে। ‘পার্টি পার্টি পার্টি’ গানে বেশ আবেদনময়ী দেখা যাচ্ছে এ লাস্যময়ীকে। ‘পার্টি পার্টি’ গান প্রসঙ্গে ববি বলেন, ‘প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। গানটির লোকেশন ছিল ব্যাংককের ক্লাব সিক্সটি সিক্সে। এই ক্লাবে এর আগে টলিউড বা ঢালিউডের কোনো গান চিত্রায়িত হয়নি।’

ইফতেখার চৌধুরী নির্মিত ‘বিজলী’তে ববির নায়ক হিসেবে আছেন কলকাতার মডেল ও অভিনেতা রণবীর। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত এবং কলকাতার শতাব্দী রায়, রাজা প্রমুখকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন। ইতিমধ্যে বাংলাদেশসহ মোট চারটি দেশে ক্যামেরাবন্দী হয়েছে ছবিটি। এর ভিএফএক্স হয়েছে হলিউডে। ছবিটির পরিবেশক হিসেবে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ট্রেস কমাবে আদা, লেবু ও মধুর মিশ্রণ

দৈনন্দিন যান্ত্রিক জীবনে স্ট্রেস এড়ানোর কোনো সুযোগই যেন নেই। যারা বাইরে কাজ করেন, দিনশেষে বাসায় ফেরার পর ক্লান্তিতে হাত, পায়ে ব্যথা নিয়ে আর কোনো কাজ করতেই ইচ্ছা করে না। এর জন্য দায়ী স্ট্রেস। যা আমরা বুঝে ওঠার আগেই পরিণত হয় অবসাদে। অনেক ক্ষেত্রে তা এমন পর্যায়ে চলে যায় যে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।

ওষুধের উপর নির্ভরতা বাড়ে। আর ওষুধ থেকে দেখা দেয় একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া। কিন্তু অাপনি চাইলে খাদ্য দিয়ে ওষুধ থেকে দূর থাকতে পারবেন, স্ট্রেসও দূরে থাকবে।

রোজকার খাদ্যতালিকায় একটি বিশেষ মিশ্রণ রাখুন। কয়েকদিন খেলেই ফল পাবেন। দুই চা চামচ লেবুর রস, আদা থেঁতো করে দুই চা চামচ আর এক চা চামচ কাঁচা মধু মিশিয়ে রাখুন। দিনে তিনবার খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেকর্ড গড়ে ৯৮ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি অর্জন!

রাজকুমার ভাইশ। জীবনের ৯৮টি বসন্ত পেরিয়ে এসেছেন ভারতের পাটনার এই বৃদ্ধ। বর্তমানে হুইলচেয়ারের সাহায্যে চলতে হয় তাকে। কিন্তু স্বপ্ন পূরণের লক্ষ্যে সুদৃঢ় ছিলেন রাজকুমার। তাই ৯৮ বছর বয়সে এসেও মাস্টার্স ডিগ্রিটা পেয়ে গেলেন তিনি।

তিনি ভারতের পাটনার নালন্দা ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেন তিনি। ২০১৫ সালের শিক্ষাবর্ষে ইকোনমিকস-এ মাস্টার্স শুরু করেন ভাইশ। সম্প্রতি কনভোকেশনে তার হাতে এই প্রতীক্ষিত সার্টিফিকেট তুলে দেন মেঘালয়ার গভর্নর গঙ্গা প্রসাদ।

উচ্ছ্বাসিত কণ্ঠে তিনি জানান, আমি সত্যিই আনন্দিত। এর জন্যে আমি এই বয়সে অনেক পরিশ্রম করেছি। আমার মাস্টার্স ডিগ্রিটা সম্পন্ন করার স্বপ্ন অনেকদিন ধরেই দেখেছি। তরুণদের কেবল ক্যারিয়ারের দিকে মনোযোগ না দিয়ে লেখাপড়াতেও মন দেওয়া উচিত বলে পরামর্শ দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসপি সিনহা জানান, এ বছর বিভিন্ন বিষয়ে ২২ হাজার ১০০ জন শিক্ষার্থী ডিগ্রি পেয়েছেন। এদের মধ্যে ভাইশ প্রথম ২৭৮০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্যেও অনেকে সৌভাগ্যের বিষয় যে জনাব ভাইশের মতো একজন মানুষ এই বয়সে এখানে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিলেন। তিনি আমাদের কাছে এক বিস্ময় হয়ে থাকবেন। এখান থেকে পোস্ট গ্র্যাজুয়েট অর্জনের ক্ষেত্রে তিনিই বয়স্কতম ব্যক্তি। এটা একটা রেকর্ড।

ভাইশের ছেলে পাটনার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনলজি’র অবসরপ্রাপ্ত প্রফেসর। বাবার কনভোকেশনে এসেছিলেন। বললেন, আমরা কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয়ের প্রতি। আমরা অনেক খুশি। আমার বাবা সিঁড়ি বেয়ে উঠতে পারেন না। তাকে হুইলচেয়ার দিয়েছিল চিকিৎসক। কিন্তু তিনি ওয়াকার নিয়ে হাঁটেন। তার মধ্যে একাগ্রতা আর সাহস রয়েছে। এই ওয়াকার দিয়ে মঞ্চে উঠেই ডিগ্রি গ্রহণ করেন তিনি।

মেঘালয়ার গভর্নর ভাইশকে বলেছেন, আপনি আমাদের সবার অনুপ্রেরণার উৎস হয়েই থাকবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়েকে ২ দিনেই হারাল দক্ষিণ আফ্রিকা

ইতিহাসের প্রথম চারদিনের দিবা-রাত্রির টেস্ট দুই দিনেই জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গোলাপী বলে মরনে মরকেল ও কেশভ মহারাজের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে।

প্রথম দিন ৯ উইকেটে ৩০৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৬৮ ও ১২১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে একমাত্র টেস্ট ইনিংস ও ১২০ রানে জেতে এবি ডি ভিলিয়ার্সের দল।

বুধবার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ৪ উইকেটে ৩০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। আগের দিন ১৬ ওভার ব্যাটিং করা অতিথিরা এদিন প্রথম ইনিংসে ১৪.১ ওভারেই গুটিয়ে যায়।

আগের দিন ৩ উইকেট নেওয়া মরনে মরকেল সকালেই তুলে নেন রায়ান ব্রুল ও সিকান্দার রাজাকে। ২০১২ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো পাঁচ উইকেট পান তিনি। সব মিলিয়ে সপ্তমবারের মতো পেলেন পাঁচ উইকেট।

এছাড়া অন্য বোলাররাও মরকেলকে অনুসরণ করে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ফেরাতে থাকেন। এতে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। টেস্টে দেশটির এর চেয়ে কম রানের ইনিংস আছে মাত্র চারটি। ২১ রানে ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংসের সেরা বোলার মরকেল।

বিধ্বস্ত হওয়া অতিথিরা ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি। এবার মাত্র ৪২.৩ ওভারে গুটিয়ে যায় তারা। ইনিংসে বিধ্বংসী হয়ে উঠেন মহারাজ। এই লেগ স্পিনার ৫৯ রানে ৫ উইকেট শিকার করেন।

এছাড়া অলরাউন্ডার ফেলুকওয়ায়ো ৩ উইকেট নেন ১৩ রানে। একটি করে উইকেট নেন ফিল্যান্ডার ও রাবাদা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মরকেল মাত্র ৪ ওভার বল করে থাকেন উইকেট শূন্য।

তবে প্রথম ইনিংসে ১২৫ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন এইডেন মারক্রাম।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৯/৯, ইনিংস ঘোষণা

জিম্বাবুয়ে ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩০/৪) ৩০.১ ওভারে ৬৮ (মাসাকাদজা ০, চিবাবা ৭, আরভিন ৪, টেইলর ০, ব্রুল ১৬, জার্ভিস ২৩, রাজা ০, মুর ৯, ক্রেমার ২, পোফু ০, মুজারাবানি ৪*; মর্কেল ৫/২১, ফিল্যান্ডার ১/২১, রাবাদা ২/১২, ফেলুকওয়ায়ো ২/১২)

জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৪২.৩ ওভারে ১২১ (চিবাবা ১৫, মাসাকাদজা ১৩, আরভিন ২৩, টেইলর ১৬, ব্রুল ০, রাজা ৫, মুর ১, ক্রেমার ১৮*, জার্ভিস ৫, পোফু ০, মুজারাবানি ১০; মর্কেল ০/১২, ফিল্যান্ডার ১/১০, মহারাজ ৫/৫৯, রাবাদা ১/১২, ফেলুকওয়ায়ো ৩/১৩)

ফল: ইনিংস ও ১২০ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা

সিরিজ: ১-০ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা

ম্যান অব দ্য ম্যাচ: এইডেন মারক্রাম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধুত্বের ৬০ বছর পর জানলেন তারা একই মায়ের সন্তান!

আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব। আর ভাই হচ্ছে রক্তের বন্ধন। অ্যালান রবিনসন ও ওয়াল্টার ম্যাকফারলেন নামে দুই ব্যক্তি ভিন্নভাবে এই দুই বন্ধনেরই স্বাদ উপভোগ করলেন। কেননা, যুক্তরাষ্ট্রের হাওয়াইতে এই দুই ব্যক্তি বন্ধু হিসেবে ৬০ বছর কাটানোর পর জানতে পারেন তারা আসলে আপন ভাই। সবাইকে অবাক করে দিয়ে তারা এ তথ্য প্রকাশ করেছে। এপি।

জানা যায়, মাত্র ১৫ মাস বয়সের পার্থক্য রবিনসন ও ওয়াল্টারের মধ্যে। কিন্তু কেউ তাদের বাবার পরিচয় জানতেন না। যার ফলে তাদের মা ম্যাকফারলেন ওয়াল্টারকে নিজের কাছে রেখে দেন এবং রবিনসনকে দত্তক দিয়ে দেন। যার ফলে এই দুই ভাইয়ের বিচ্ছেদ ঘটে। তবে নিয়তি হয়তো তাদের জোড় লিখেই রেখেছিল। জন্মের পর পরই আলাদা হয়ে যাওয়া দুই ভাই আবার একে অপরের সঙ্গ পান ছয় বছর পর হনুলুলু প্রিপারেশন স্কুলে। সেখানেই ফুটবল মাঠে একই দলের হয়ে খেলতে গিয়ে পরস্পরের বন্ধুত্ব হয়।

হনলুলু খোন টিভির রিপোর্টে বলা হয়েছে, বাবার পরিবারের তথ্য আবিষ্কার করতে ডিএনএ ম্যাচিং ওয়েবসাইটগুলোতে চেষ্টা করতে লাগল ম্যাকফারলেনের মেয়ে চিনডি ম্যাকফারলেন ফ্লোরেস।

রবিনসনও একইভাবে ওয়েবসাইটের মাধ্যমে তার পারিবারিক পরিচয় জানার জন্য চেষ্টা করছিল। পরে তারা তথ্য আদান-প্রদানের মাধ্যমে জানতে পারল রবিনসন ও ম্যাকফারলেন আসলে একই মায়ের সন্তান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দর্শক পিটিয়েছেন সাব্বির!

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ড চলাকালে দর্শক পেটানোর অভিযোগ উঠেছে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে। ম্যাচ রেফারি এ অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে বিসিবির শৃঙ্খলা কমিটির একটি সূত্র।

লিগের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পান রাজশাহীর ক্রিকেটার সাব্বির। কিন্তু কোনো রান না করেই আউট হয়ে মাঠ ছাড়েন। এতে স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০-২৩ ডিসেম্বর পর্যন্ত চলা ওই ম্যাচটি ড্র হয়েছিল। ওই ম্যাচেই গ্যালারি থেকে কেউ সাব্বিরকে উদ্দেশ্যে করে গালি দেন।

ম্যাচ রেফারি রিপোর্টে বলেছেন, ফিল্ড আম্পায়ারদের অনুমতি নিয়ে সাব্বির কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান। মাঠ থেকে বেরিয়ে গালি দেয়া দর্শককে ডেকে এনে সাইড স্ক্রিনের পেছনে নিয়ে মারধর করেন। খেলা শেষে শুনানির সময় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গেও বাজে আচরণ করেন সাব্বির।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। রেফারির অভিযোগ সত্য প্রমাণিত হলে কঠিন শাস্তি হতে পারে সাব্বিরের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest