সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী  তালায় হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

কলারোয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি বজলুল আর নেই

নিজস্ব প্রতিবেদক : কলারোয়া পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, যুগিখালী ইউনিয়ন পরিষদের ৪ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননেতা বজলুল করিম (৭০) ইন্তেকাল করেছেন। সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বস ত্যাগ করেন। পরে বিকাল সাড়ে তিনটায় ঢাকার শ্যামলীর বাবর রোডের মারকাজুলের সামনে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক এমপি হাবিববুল ইসলাম হাবিব। তিনি শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বজলুল করিমের মৃত্যুতে দল ও কলারোয়ার সাধারণ মানুষের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। হাবিব আরো বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত নেতা ছিলেন তিনি। আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কেন্দ্রীয় ড্যাব নেতা এবং সাতক্ষীরা জেলা বিএনপি সভাপতি রহমতউল্লাহ পলাশ সহ ঢাকাস্থ সাতক্ষীরা ও কলারোয়া বিএনপি’র নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ৯টায় কলারোয়া উপজেলা চত্ত্বরে ২য় এবং বামনখালীতে ৩য় জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে আ’লীগ নেতৃবৃন্দের সন্ত্রাসী হামলার অভিযোগ

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের গাবুরায় উপ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সমাবেশ শেষে ফেরার পথে আওয়ামীলীগের গুলি ও বোমা বর্ষনের ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলার গাগরাড়ামারি এলাকায় এঘটনা ঘটে বলে দৈনিক আজকের সাতক্ষীরাকে জানিয়েছেন তিনি।
এঘটনায় কেউ আহত না হলেও একটি মটর সাইকেল ও একটি মৎস্যঘেরের বাসা পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন জানান, উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যানের আকষ্মিক মৃত্যুতে ইউনিয়নে চেয়াম্যান পদে নির্বাচন জরুরি হয়ে পড়ে। সে অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। উক্ত ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন এস এম রবিউল ইসলাম। সোমবার বিকালে ইউনিয়নের পার্শ্বেমারি এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী জনসভা ছিলো। সেখানে তিনিসহ উপজেলা কৃষকলীগের সভাপতি এ বি এম মনজুর এলাহী খোকন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আব্দুস সাত্তার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাইদ, সাবেক ছাত্রলীগ নেতা নুরূজজামান টুটুল, ছাত্রলীগ নেতা সাগর কুমার মন্ডল সহ স্থানীয় ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পথসভা শেষ করে ফেরার পথে আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা গাগারামাড়ী নামক স্থানে পৌছালে ভেড়ীবাঁধের নিচে পূর্ব থেকে ওঁত পেতে থাকা থেকে দুর্বৃত্তরা ৩ রাউন্ড গুলি ও ৩টি বোমার পর পর নিক্ষেপ করা হয়। কিন্তু ভেড়ীবাধের নিচ থেকে এগুলো বর্ষন করার কারণে তা লক্ষ্য ভ্রষ্ট হয়। যে কারণে আমাদের কেউ আহত না হলেও আমার ব্যহৃত একটি মটর সাইকেল ও ভেড়ীর উপরে থাকা একটি ঘর পুড়ে নষ্ট হয়।
এধরনের হামলা কারা করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শফিউল আযম লেলিনের লোকজন মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি নেতা মাসুদুল আলমের সাথে হাত মিলিয়ে এধরনের হামলা ঘটাতে পারে। এঘটনায় তিনি হামলাকারীদের চিহ্নিত করে আশু গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এদিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান আলী বলেন, ঘটনাটি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের কাছ থেকে শুনেছি। ঘটনাস্থলে না যাওয়া পর্যন্ত সত্য অসত্য কোনটিই বলা সম্ভব না।
অপরদিকে বিএনপি প্রার্থী মাসুদুল হক বলেন, তাদের ভোট নেই বলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এখানে এসে একটি নাটক সৃষ্টি করেছেন। এবার আমার নামে মামলা দিয়ে আমাকে এবং আমার নেতাকর্মীদের জেলে পাঠানোর জন্য এই কাজ করা হয়েছে।

২৫.১২.১৭

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তা মনির খোঁজ খবর নিতে তার বাড়িতে সাতক্ষীরার পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ছয় মাস ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে এক মাসের ছুটিতে বাড়ি আসা মুক্তামনির খোঁজ খবর নিতে তার বাড়িতে গিয়েছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। সোমবার বিকেলে তিনি সদর উপজেলার কামারবায়সা গ্রামে মুক্তা মনির বাড়িতে যান। এ সময় তিনি মুক্তা মনির সাথে কথা বলেন এবং তার খোঁজ খবর নেন। পরে মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেনের কাছে তিনি তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তাসহ বিভিন্ন ফল মূল প্রদান করেন। পুলিশ সুপার এ সময় বলেন, মুক্তমনি যতদিন সাতক্ষীরায় থাকবে ততদিন তিনি তার যাবতীয় খরচসহ দেখভাল করবেন। পুলিশ সুপারের সাথে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য ঃ এর আগে গত শুক্রবার রাতে একটি এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিট থেকে এক মাসের ছুটিতে গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সায় ফিরে আসে মুক্তামনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেলে তার চিকিৎসার সব খরচ বহন করেন এবং তিনি প্রতিনিয়ত তার চিকিৎসার খবর নেন।##

২৫.১২.১৭

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বালিয়াদহ এক মঞ্চে মুনসুর আহমেদ, মুজিবর রহমান ও নজরুল ইসলাম

সমীর দাশ, পাটকেলঘাটা: সাতক্ষীরা আওয়ামীলীগের তিন গুরুত্বপূর্ণ নেতা তালার বালিয়াদহ স্কুল মাঠে জনসভায় দীর্ঘদিন পরে হলেও এক মঞ্চে দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন। রবিবার ২৪শে ডিসেম্বর তালার মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাণ বাবু গণেশ দেবনাথের সভাপতিত্বে বিজয়ের ৪৬ বছর উৎযাপন ও বঙ্গবন্দুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো পুরুস্কারে ভূষিত হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা ইউনিয়ন শাখার উদ্দোগে এক জনসভার আয়েজন করে।
জনসভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পদক ও বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়েদুল কাদের এম পি গত ১২ ডিসেম্বর সাতক্ষীরা সফরের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্য্যক্রম পরিচালনার যে নির্দেশ রেখে গেছেন তার অংশ হিসাবে সভায় উপস্হিত নেতৃবৃন্দ একই সুরে সুর মিলিয়ে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে থেকে বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়নের আহব্বান জানান। নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্দুর ৭ মার্চের ভাষণের মধ্যদিয়ে বাঙ্গালী জাতি স্বাধীনতার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। যার সুফল আমরা ভোগ করছি, স্বাধীনতার ৪৬ বর্ষপূর্তি আমরা উৎযাপন করতে পারছি। দীর্ঘদিনের পরে হলেও আজ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো পুরুস্কারে ভূষিত করে মহুরুম বঙ্গবন্ধুকে সন্মানিত করা হয়েছে। বাঙ্গালীকে সন্মানিত করা হয়েছে, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের মাঝে মর্যদাশীল জাতি হিসাবে প্রতিষ্ষ্ঠিত করেছে। ি পদ্মাসেতুর মত মেগাপ্রকল্প বাস্তবায়নের মাঝপথে। ১০ টাকা কেজি দরে হতদারিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হচ্ছে, দুঃস্হদের মাঝে বিনামূল্যে মাথাপিছু ৩০ কেজি চাউল বিতরণ করা হচ্ছে, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালিন ভাতা চালুকরা হয়েছে, ৪০দিনের কর্মসূচীর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্হান করা হয়েছে, ন্যাশনাল কর্মসূচীর মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্হান করার ব্যবস্হা করা হয়েছে। বাংলাদেশের এ উন্নয়নকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে জননেতৃ শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। সে ক্ষেত্রে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করার কোন বিকল্প নেই। বিকাল ৪ টায় এ জনসভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সন্মানিত অতিথি ছিলেন, সাতক্ষীরা -১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইজ্ঞিঃ শেখ মুজিবুর রহমান, বিশেষ অতিথি – সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পদক ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম,সাধারণ সম্পদক ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যাণ ঘোষ সনৎ কুমার,সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, মোঃইখতিয়ার হোসেন,গাজী আব্দুল হান্নান, সমীর দাশ,রামপ্রসাদ দাশ, রফিকুল ইসলাম,রাজীব হোসেন রাজু,রাজু আহন্মেদ,সরদার জাকির হোসেন,কাজী হিল্লোল,সরদার মশিয়ার রহমান,দেবাশীষ মুখার্জী, আঃ করিম, রবিউল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ বলে ৬ ছক্কা হাঁকালেন শোয়েব মালিক

ক্রিকেটের ফরমেট দিনকে দিন ছোট হচ্ছে। খেলাটাও ক্রমেই ব্যাটসম্যানদের খেলায় পরিণত হচ্ছে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরমেট টি-টেন ক্রিকেটে তো বলে কয়েই চার-ছক্কা হাঁকাচ্ছেন ব্যাটসম্যানরা। তবে ফরমেটটা যাই হোক, ৬ বলে ৬ ছক্কা হাঁকানো চাট্টিখানি কথা নয়। বিরল এই ঘটনা এবার ঘটালেন শোয়েব মালিক।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো টি-টেনের আসর বসেছিল। সেই আসরের রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের মাটিতে টি-টেন ম্যাচের আয়োজন করা হয়। শহিদ আফ্রিদি ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শণীমূলক এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন বাবর আজম। ২৬ বলে করে ফেলেন সেঞ্চুরি।

তার এমন তান্ডবের দিনে অনেকটাই ঢাকা পড়ে গেছে শোয়েব মালিকের কীর্তি। ব্যাট হাতে বোলারদের বেধড়ক পিটুনি দেয়া বাবর আজমকে পরে জবাবটা ভালোই দিয়েছেন মালিক। তার ওভারেই ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। ২০ বলে ৮৪ করে শেষ পর্যন্ত অবসর নেন তিনি।

৬ বলে ৬ ছক্কার ঘটনা বিরল হলেও একেবারে অসম্ভব নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন ভারতের যুবরাজ সিং। ক’দিন আগে ভারতেরই রবীন্দ্র জাদেজা স্থানীয় এক ম্যাচে এই কীর্তি দেখিয়েছেন। এবার দেখালেন মালিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মানব পাচার; মালয়েশিয়ায় বাংলাদেশি পরিচালক আটক

মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। তার সঙ্গে পাচার হওয়া ৫৭ জনকেও আটক করেছে মালয়েশিয়ার গোয়েন্দা পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাত ১২টায় পুলিশের হাতে আটক হন অনন্য মামুন ও শ্যাম নামে তার এক সহযোগী। সেইসঙ্গে বিভিন্ন সময়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়া ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় সময় শনিবার কুয়ালালামপুরের পেট্রুনাস টুইন টাওয়ার সংলগ্ন ওয়াসমা এমসিআই হলে বিনোদনী সংস্থা ‘সিনেমাটিক’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি নাইটস’। সেখানে যোগ দিতে চিত্রপরিচালক অনন্য মামুনের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার রাতে মালয়েশিয়া যান বাংলাদেশের একঝাঁক তারকা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, এইচ এম রানা, ইউছুফ ও ব্যান্ডদল চিরকুট। গানের সাথে নাচ পরিবেশন করেন চিত্রনায়ক ইমন ও নিরব এবং চিত্রনায়িকা শখ, আইরিন, ভাবনা, আমান ও মিষ্টি। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস ও প্রবাসী সাংস্কৃতিক কর্মী আরুনিমা।

মূলত এই তারকাদের সঙ্গেই পাচার হয়েছিলেন নাম-পরিচয় না জানা ওই ৫৭ জন বাংলাদেশি। তাদেরকে ‘শিল্পী’ হিসেবে ভিসা দিয়ে নেয়া হয়েছিলো মালয়েশিয়াতে। কিন্তু সেখানে তাদের ভিসা ও পাসপোর্টের তথ্যে গড়মিল পাওয়া যায় শুরু থেকেই। এতে করে ইমিগ্রেশনের সময়ই ১৫ জনকে আটক করে স্থানীয় গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে তথ্য নিয়ে গতকাল রোববার রাতে কুয়ালালামপুরের পুত্রী হোটেল থেকে আরও ১৫ জন ও আরও বেশ কিছু অভিযানে সর্বমোট পাচার হওয়া ৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে আটক হন পরিচালক অনন্য মামুন ও মালয়েশিয়া প্রবাসী শ্যাম নামে এক বাংলাদেশি।

তাদের আটক করা পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের আড়ালে অবৈধভাবে ৫৭ জনকে মালয়েশিয়ায় নিয়ে এসেছেন অনন্য মামুন ও তাদের সহযোগীরা। প্রত্যেকের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার করে টাকা নেয়া হয়েছে। আপাতত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কী না সেটা খতিয়ে দেখা হচ্ছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসারে সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই প্রতিনিধি আরও জানান, অনন্য মামুনের সঙ্গে আটক হওয়াদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে আজ রাতে। তবে ‘বাংলাদেশ নাইট’ আয়োজনে আমন্ত্রিত শিল্পীরা নিরাপদেই রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিকের প্রতিনিধি দলের সদস্যরা।

সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের মিন্টো রোডের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রাথমিকের শিক্ষক প্রতিনিধি দলের সদ্স্য তপন কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রী আমাদের বলেছেন তিনি আমাদের দাবি-দাওয়াগুলো বিবেচনা করবেন।

শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, না খেয়ে দাবি আদায় করা সম্ভব না। দাবি-দাওয়া পূরণ করতে হলে আলাপ-আলোচনা করতে হয়। আলাপ-আলোচনার মাধ্যমে দাবি আদায় করা যায়।

সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, প্রাথমিক অধিদফতরের মহাপরিচালকের উপস্থিততে আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষকরা শরবত খেয়ে অনশন ভাঙবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্সপেক্টর নটি কে হাজির

আগামী ১৯ জানুয়ারি পর্দায় আসছে যৌথ প্রযোজনার ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। ছবিটি নিয়ে প্রায় সবকিছু প্রস্তুত। একেবারে শেষ দিকে এসে প্রকাশিত হলো এর ট্রেলার।

এর মাধ্যমে দর্শক দেখতে পেল ছবির প্রধান দুই শিল্পী জিৎ ও নুসরাত ফারিয়ার চরিত্র দুটি। রবিবার (২৪ ডিসেম্বর) ট্রেলারটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।
এখানে দেখা যায়, ফারিয়া বাঙালি বংশোদ্ভূত ইতালিয়ান পুলিশ। আর জিৎ কলকাতা থেকে ইতালিতে গিয়েছেন। তিনি নিজেকে সবসময় ‘বেঙ্গল পুলিশ’ দাবি করেন। যদিও জিৎ তা নন।
কলকাতার অভিনেতা জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া জুটির তৃতীয় ছবি ‘ইন্সপেক্টর নটি কে’।
জিৎ-ফারিয়া জুটি বেঁধে এর আগে ‘বাদশা-দ্য ডন’ ও
‘বস টু’ ছবিতে অভিনয় করেছিলেন। পর পর দুই ঈদে ছবি দুটি মুক্তি পেয়েছিল।

‘ইন্সপেক্টর নটি কে’ পরিচালনা করেছেন কলকাতার অশোক পাতি। যৌথভাবে প্রযোজনার এ ছবিটি নির্মাণ করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ’স ফিল্মওয়ার্ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest