সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে সালাতুল ইস্তেকার নামাজ আদায়তীব্র তাপদাহে পুড়ছে উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রিদেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় বেসিক ট্রেড স্কীল ডেভেলপমেন্ট ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি পেশদেবহাটায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষসাতক্ষীরা উপজেলা আওয়ামী লীগের শোক জ্ঞাপনদেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে-৫: ভাইস চেয়ারম্যান-২ : মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র জমাব্রিধান-১০২ জাতের ধান চাষে আশার আলো দেখছেন কৃষকরা৫ম বর্ষে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়িসাতক্ষীরায় তীব্র তাপদাহে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসুচি উদ্বোধন

কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার, হাতে ব্লু হোয়েল এর সংকেত

রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাতে কথিত ব্লু হোয়েল গেমে আসক্তদের মতো নীল তিমির ছবি আঁকা ছিল।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর থানার কাজীপাড়া মসজিদের পশ্চিম পাশে এক বাসা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম সায়েম (১৬)। সে তার বাবার সঙ্গে ফুটপাতে একটি চায়ের দোকানে কাজ করত।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান  জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়েমের লাশ উদ্ধার করেছে। গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ বিষয়ে নিহত সায়েমের এক বন্ধু মঙ্গলবার সকালে জানায়, সায়েম তাদের সঙ্গে প্রায় প্রতিদিনই ক্রিকেট খেলত। মারা যাওয়ার আগের দিন রাত ১২টার দিকেও সায়েমের সঙ্গে দেখা ও কথা হয়েছে তাদের। সে সময় তাকে দেখে বা কথাবার্তা শুনে কোনো অস্বাভাবিক কিছু মনে হয়নি। সে আরো জানায়, সায়েম বন্ধুদের সঙ্গে সব সময় উৎফুল্ল থাকত। তাকে দেখে কখনোই সন্দেহজনক কিছু মনে হয়নি।

কাজীপাড়ায় সায়েমের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের শোকাহত পরিবারের লোকজন বারবার কান্নায় ভেঙে পড়ছে। তার মা-বাবা কেউই কথা বলার মতো অবস্থায় নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিজ জয়ের পথে পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দুটি ম্যাচেই হেরে হতাশ হতে হয়েছিল পাকিস্তানকে। তবে ওয়ানডে সিরিজে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে সরফরাজ আহমেদের দল। প্রথম ম্যাচে ৮৩ রানের বড় জয়ের পর সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও পাকিস্তান পেয়েছে ৩২ রানের দারুণ জয়। এই জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াইটা হয়েছে মূলত দুই দলের দুই সেঞ্চুরিয়ান বাবর আজম ও উপুল থারাঙ্গার মধ্যে। শুরুতে ব্যাটিং করে বাবর আজমের ১০১ রানের দারুণ শতকের সুবাদে স্কোরবোর্ডে ২১৯ রান জমা করেছিল পাকিস্তান। শেষ পর্যায়ে সাদাব খানের ৫২ রানের হার না মানা ইনিংসটিও ভালো অবদান রেখেছে পাকিস্তানের এই সম্মানজনক স্কোরটির পেছনে।

২২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার পক্ষে প্রায় একাই লড়েছেন অধিনায়ক থারাঙ্গা। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ১১২ রানের লড়াকু ইনিংস খেলেছেন লঙ্কান দলনেতা। একাই দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের কাছাকাছি। কিন্তু তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। নয় নম্বরে ব্যাট করতে নেমে জেফ্রি ভ্যান্ডারসে খেলেছেন ২২ রানের ইনিংস। থারাঙ্গার পর তাঁর এই ২২ রানই ছিল শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ। ১২ ও ১০ রানের ছোট্ট দুটি ইনিংস এসেছে লাহিরু থিরিমান্নে ও কুশাল মেন্ডিসের ব্যাট থেকে। শ্রীলঙ্কার আর কোনো ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।

শেষ পর্যন্ত ৪৮ ওভার ব্যাটিং করে ১৮৭ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস। অধিনায়ক থারাঙ্গা শেষ পর্যন্ত ১১২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। পাকিস্তানের পক্ষে দারুণ বোলিং করে তিনটি উইকেট নিয়েছেন সাদাব খান। ব্যাট হাতে ৫২ রান ও বল হাতে তিনটি উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন এই তরুণ অলরাউন্ডার।

আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচ জিতলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে পাকিস্তান। অন্যদিকে, সিরিজ হার এড়ানোর জন্য জয়ের কোনো বিকল্প নেই শ্রীলঙ্কার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি রবি’র বিশেষ দৃষ্টি আকর্ষণ বিজ্ঞপ্তি

প্রেস-বিজ্ঞপ্তি : এতদ্বারা সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার সকল নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে উন্নয়নের মূল ¯্রােতধারায় ফিরিয়ে আনতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রচলন করেছেন। যেমন, প্রতিবন্ধীভাতা, বিধবাভাতা, বয়স্কভাতা, মাতৃত্বকালীনভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানীভাতাসহ বিভিন্ন ভাতা সহায়তা দিচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী সকল ভাতা যাচাই-বাছাই করে দেওয়া হয়। এসকল ভাতা প্রদানের ক্ষেত্রে বা নাম তালিকা ভুক্ত করার জন্য কোন প্রকার অর্থের প্রয়োজন হয়না। কিন্তু এই সকল ভাতা পাইয়ে দেওয়া বা ভাতার বই পাওয়ার পর একটি কুচক্রি মহল সুবিধাভোগীদের নিকট থেকে আর্থিক সুবিধা নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আইনের আওতায় আনতে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি অথবা নিকটস্থ থানা বা আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে অবগত করতে বলেছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসছে সাতক্ষীরার তোষিকে কাইফু অভিনীত সস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র `এ্যাকশন’
আসছে সাঈদ মাহাদী সেকেন্দারের নতুন সস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তোষিকে কাইফু অভিনীত এ্যাকশন’ ভিন্নধর্মী গল্প নিয়ে তরুণ লেখক ও নির্মাতা সাঈদ মাহাদী সেকেন্দারের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এ্যকশন শীঘ্রই আসছে দর্শকদের সামনে।পুলিশের কাজকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে গল্পে।

এ বিষয়ে নির্মাতা মাহাদী সেকেন্দার বলেন, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি,আশাকরি দর্শকদের ভালো লাগবে।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মূলত আমরা একটি মেসেজ দেওয়ার চেষ্টা করে থাকি, এটিতেও তার ব্যতিক্রম ঘটেনি।একজন নারীর সচেতনতা তাকে কিভাবে একটি বিপদ থেকে রক্ষা করতে পারে তা এই গল্পে স্থান পেয়েছে। গল্পের গুরুত্বপূর্ণ চরিএে অভিনয় করেছেন তরুণ উদিয়মান অভিনেতা তোষিকে কাইফু।পুলিশের ডিবি অফিসার হিসেবে তিনি অভিনয় করেছেন।সিনেফটোগ্রাফিতে ছিলেন আব্দুর রশিদ রাফি। এছাড়া আরও অভিনয় করেছেন,রাফি,রিদু,মুকুল,মমিন,সুজন,স্মরণ ও মাহমুদ।এছাড়া পুলিশের কয়েকজন কর্মকর্তা অভিনয় করেছেন। সার্কেল প্রডাকশনের ব্যানারে আসা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এই সপ্তাহের শেষে ইউটিউবে পাওয়া যাবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌন সহিংসতা জরিপের শীর্ষে দিল্লি ও সাও পাওলো শহর

সারা দুনিয়ায় যে সব মেগাসিটিতে মেয়েদের সবচেয়ে বেশি যৌন সহিংসতার সম্মুখীন হতে হয়, তার ওপর করা একটি জরিপে দিল্লি ও সাও পাওলো যৌথভাবে শীর্ষস্থানে এসেছে।

টমসন রয়টার্স ফাউন্ডেশন বিশ্বের মোট ১৯টি শহর জুড়ে এই সমীক্ষা চালিয়েছিল, যে সব শহরের জনসংখ্যা এক কোটিরও বেশি।

ভারতের দিল্লি ও ব্রাজিলের সাও পাওলো, দুই শহরেই ২০১৬ সালে দু’হাজারেরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে এই জরিপ জানাচ্ছে – যা বিশ্বের অন্যান্য মেগাসিটির তুলনায় অনেক বেশি।

সার্বিকভাবে অবশ্য মেয়েদের জন্য সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে চিহ্নিত হয়েছে কায়রো।

কিন্তু দিল্লিতে কেন ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার ঘটনা এত বেশি?

দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসে একঝাঁক তরুণীকে জিজ্ঞেস করেছিলাম, এই শহরে ঘুরে বেড়াতে তারা নিরাপদ বোধ করেন কি না? প্রায় সমস্বরে তারা জবাব দেন – কখনোই না।

রাস্তাঘাটে মেয়েদের উত্যক্ত করা, গণ-পরিবহনে তাদের বিরক্ত করা এখনও এ শহরে রোজকার ঘটনা। দিল্লির আধুনিক মেট্রো রেলেও তাদের নিশ্চিন্তে যাতায়াতের উপায় নেই।

ভিড়ের সুযোগ নিয়ে পুরুষরা গা ঘেঁষে দাঁড়ায়, গোপনাঙ্গ স্পর্শ করতে চায় – এ অভিজ্ঞতা তাদের সবারই হয়েছে। আবার প্রতিবাদ করলে সেই উত্যক্তকারীরাই পাল্টা চড় দেখায়, বলে আমরা কী করেছি?

দিল্লিতে সাড়াজাগানো নির্ভয়া ধর্ষণ ও হত্যার ঘটনার পাঁচ বছর পূর্ণ হতে চলল, কিন্তু শহরে মেয়েদের ওপর যৌন সহিংসতার ছবিটা আসলে ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে।

রয়টার্সের জরিপ বলছে, ২০১২ সালের তুলনায় ২০১৬তে দিল্লিতে ধর্ষণের ঘটনা ৬৭% শতাংশ বেড়েছে ২০১৬তে – পুলিশই রেকর্ড করেছে ২,১৫৫টি ধর্ষণের ঘটনা।

দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে জিজ্ঞেস করেছিলাম, সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে?

মিস মালিওয়াল বলেন, “আসলে ভারতে ধর্ষণকারীরা ভয় পাবে এমন কোনও ব্যবস্থাই নেই। যৌন সহিংসতার ঘটনায় হাজারে হাজারে এফআইআর হচ্ছে, কিন্তু আদালতে কেউ দোষী সাব্যস্ত হয় না বললেই চলে। ধর্ষণকারীরা পরিষ্কার এই বার্তাটাই পাচ্ছে, আমাদের কিচ্ছু হবে না, যা খুশি করেই আমরা পার পেয়ে যেত পারব।”

মেয়েদের মধ্যে নানাভাবে সচেতনতা তৈরি করার ফলে অপরাধ রিপোর্ট করার ঘটনা হয়তো বেড়েছে, কিন্তু শহরের মেয়েদের ন্যায় বিচার দেওয়া যাচ্ছে না, স্বাতী মালিওয়ালের আক্ষেপ সেখানেই।

লেখিকা ইরা ত্রিবেদীও দিল্লিতে সম্প্রতি এক সভায় বলেছেন, এদেশে সেক্স রেশিওতে পুরুষের সংখ্যা মেয়েদের তুলনায় এত বেশি, যে এ জিনিস বোধহয় হওয়ারই ছিল।

ইরা ত্রিবেদীর যুক্তি, “পুরুষের সংখ্যা মেয়েদের চেয়ে এত বেশি হলে তার সঙ্গে যৌন অপরাধের একটা সম্পর্ক থাকে। এ ধরনের বেশির ভাগ অপরাধ করে থাকে কমবয়সী, অবিবাহিত পুরুষরা – চীনেও এই একই জিনিস দেখা গেছে।”

তার ওপর দিল্লিতে প্রতি ঘণ্টায় নতুন সাতশো অভিবাসী পুরুষ এসে যোগ দেন, এটাও সমস্যাকে বাড়িয়ে তোলে।

সমাজতাত্ত্বিক আশিস নন্দী গত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির বাসিন্দা, তার মতামতও অনেকটা একই রকম।

ড: নন্দী বলেন, “সমাজের একটা বড় অংশের শেকড়গুলো ছিঁড়ে গেছে, তারা শেকড়হীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ছিন্নমূলতা কিন্তু প্রধানত এথিক্যাল – যার ফলে যেগুলোকে আমরা ভয়ানক অপরাধ বলে মনে করি, সেগুলো তাদের কাছে ততটা ভয়ানক বলে মনে হচ্ছে না। তাদের এথিক্যাল বা নৈতিক চেতনাগুলোই আসলে ভোঁতা হয়ে গেছে।”

নির্ভয়াকে ধর্ষণ ও হত্যার পর দিল্লিতে নজিরবিহীন প্রতিবাদ হয়েছে, পার্লামেন্ট ধর্ষণের আইন পর্যন্ত বদলেছে – কিন্তু শহরের ধর্ষণের ঘটনা যে কমার বদলে বাড়ছে, রয়টার্সের জরিপ সেটাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশে বাড়ছে ইউনিট কমছে সেবা

অনলাইন ডেস্ক : পুলিশ বাহিনীতে বেড়েই চলছে নতুন ইউনিট। বর্তমানে ৩৬টি স্বতন্ত্র ইউনিট থাকলেও খুব শিগগিরই এই বহরে যুক্ত হচ্ছে গাজীপুর মহানগর, রংপুর মহানগরসহ আরও চারটি প্রশিক্ষণ কেন্দ্র।
অভিযোগ রয়েছে, যুগের সঙ্গে তাল মেলাতে এবং অপরাধের বহুমাত্রিকতা মোকাবিলায় নতুন নতুন ইউনিট যাত্রা শুরু করলেও ভোক্তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। ইউনিটগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে সেবার মান বরং কমছে। একই ঘটনা নিয়ে দুটি ইউনিটের মধ্যে টানাহেঁচড়ার ঘটনাও ঘটছে। আবার নতুন ইউনিট গঠন করায় পুরনো ইউনিটের কার্যক্রমই শূন্যের কোটায় চলে গেছে। নতুন বেশ কয়েকটি ইউনিটের কার্যক্রম শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে।
সংশ্লিষ্টরা বলছে, গত আট বছরে পুলিশ বাহিনীতে নতুন ছয়টি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়। কিন্তু বেশিরভাই চলছে খুঁড়িয়ে। অনেক ইউনিটে চাহিদার অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে তাদের কার্যক্রম। আবার বেশিরভাগ ইউনিটেরই নেই নিজস্ব ভবন।
আবাসিক এলাকার ভাড়া বাড়িতে চলছে তাদের কার্যক্রম। পিআইবি গঠন করায় অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাজ নেই বললেই চলে। আসামি গ্রেফতার বা মামলার তদন্ত নিয়ে পুলিশ ও র‌্যাবের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ পায়। অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও হাফিজুর রহমান কার্জন বলেন, সেবা নিশ্চিত করতে মনিটরিং ও জবাবদিহিতার খুব প্রয়োজন। এজন্য সাধারণ মানুষের অভিযোগগুলো আমলে নিয়ে এর সমাধান বের করতে হবে। একইসঙ্গে বাহিনীর সদস্যদের মটিভেশন এবং আধুনিক প্রশিক্ষণের খুব প্রয়োজন রয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, শুধু ইউনিট বাড়িয়ে লাভ নেই। কোয়ালিটি নিশ্চিত করা দরকার। এজন্য সুপারভিশন এবং জবাবদিহিতা বাড়ানো খুব প্রয়োজন। আবার অপরাধ নিয়ন্ত্রণ ও সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সেবা বাড়ানোর জন্য বর্তমান সরকারের দুই মেয়াদে টানা আট বছরে পুলিশ বিভাগে ছয়টি বিশেষায়িত নতুন ইউনিট গঠন করা হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট এতদিন ঢাকা মহানগর পুলিশের অধীনে কাজ করলেও সম্প্রতি পুলিশ সদর দফতরের স্বতন্ত্র ইউনিট হিসেবে এন্টিটেররিজম ইউনিট হিসেবে যাত্রা শুরু করে। হলি আর্টিজান হামলার পর এই ইউনিটটি জঙ্গিবাদ মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন করেছে।
অন্যদিকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিদের নিরাপত্তাব্যবস্থা জোরদারের লক্ষ্যে সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), তদন্তের গুণগতমান বৃদ্ধির জন্য পৃথক তদন্ত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), দেশের শিল্প এলাকার নিরাপত্তা জোরদার ও শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ গঠন করা হয়।
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রংপুর রেঞ্জ, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ২৯টি নতুন থানা ও ৪৭টি তদন্ত কেন্দ্র করা হয়। বিমানবন্দরের নিরাপত্তার জন্য এপিবিএনের একটি শাখাও গঠন করা হয় বর্তমান সরকারের আমলে। রংপুর মহানগর পুলিশ গঠন করা হলেও তা যাত্রার অপেক্ষায় রয়েছে। তবে পুলিশ বাহিনীর পুরাতন রেলওয়ে পুলিশের কার্যক্রম নিয়ে অনেক অভিযোগ রয়েছে। চোরাচালানের একটি বড় অংশ রেলের সেই মান্ধাতা আমলের সরঞ্জাম নিয়ে চলছে তাদের কার্যক্রম। যদিও সম্প্রতি রেলওয়ে রেঞ্জের প্রধান ডিআইজি থেকে একজন অতিরিক্ত মহাপরিদর্শক করা হয়েছে।

রেল পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি আবুল কাশেম বলেন, আমাদের যা আছে পর্যাপ্ত। এর বাইরে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (প্রশিক্ষণ) ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, যথার্থ প্রশিক্ষণ হচ্ছে না, এটা ঠিক নয়। প্রতিটি ইউনিটকে মৌলিক এবং বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানব সম্পদ উন্নয়নের জন্য গত বছরও ৭৮ থেকে ৮২ হাজার সদস্য প্রশিক্ষণ নিয়েছে। এটা ক্রমান্বয়ে বাড়ছে।

তিনি আরও বলেন, প্রত্যেকটি নতুন ইউনিটের সদস্যদের বিদেশে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা কাঙ্ক্ষিত সেবাটা নিশ্চিত করতে পারে। খুব শিগগিরই সিআরটি (ক্রাইসিস রেসপন্স টিম) প্রশিক্ষণের জন্য ২৪ জনের তিনটি দলকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। কিছুদিন আগে ট্যুরিস্ট পুলিশের ২০ সদস্যদের একটি দলকে থাইল্যান্ডের ক্যাসোসেট বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। নৌ পুলিশকে বিদেশে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। খুব শিগগিরই দেশে আরও চারটি পিটিসি (পুলিশ ট্রেনিং সেন্টার) যুক্ত হচ্ছে পুলিশ বাহিনীতে।

নৌ পুলিশ প্রধান ডিআইজি শেখ মারুফ হাসান বলেন, মাত্র আমি যোগ দিয়েছি। সব কিছু আমি এখনো বুঝে নিতে পারিনি। তাই কোনো মন্তব্য করতে পারব না। তবে পুলিশের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা জানান, বর্তমান সরকারের আট বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে পুলিশ বাহিনীতে। এসেছে নতুন নতুন অস্ত্র, সরঞ্জাম। বেড়েছে জনবল। বেতন-ভাতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকিভাতা পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করেছে। পুলিশের মহাপরিদর্শক ছাড়াও ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাদের পদমর্যাদা বৃদ্ধি করায় এ বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছে সন্তুষ্টি। গত সাত বছরে নতুন নতুন থানা ভবন নির্মাণসহ আবাসন সমস্যা সমাধানে ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন নতুন যানবাহনসহ পুলিশ বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপও নিয়েছে বর্তমান সরকার।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গত আট বছরে পুলিশের বার্ষিক বাজেট বেড়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। ২০০৭-০৮ অর্থবছরে পুলিশ বাহিনীর জন্য বার্ষিক বাজেট ছিল ২ হাজার ৪৯১ কোটি টাকা। চলতি ২০১৭-১৮ বছরে জননিরাপত্তার জন্য ১৯ হাজার ২৮৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর বেশিরভাগই বরাদ্দ রাখা হয়েছে পুলিশ বাহিনীর জন্য। তবে পুলিশ বাহিনীর জন্য অনুন্নয়ন বাজেট ধরা হয়েছে ৩০৩ কোটি টাকা।
পুলিশ সদর দফতর বলেছে, বর্তমান সরকারের সময়ে পুলিশ বিভাগে সবচেয়ে বড় পাওয়া স্বাধীনতা পুরস্কার-২০১১। এর মাধ্যমে দীর্ঘদিন পর হলেও স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর অবদানের বিষয়টি সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। এ ছাড়াও বর্তমান সরকারের আমলেই পুলিশ মহাপরিদর্শকের পদকে সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত করা করা হয়েছে। ফিরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু প্রদত্ত র্যাংক ব্যাজ (থ্রি-স্টার জেনারেল)। পুলিশ সদর দফতর সূত্র জানায়, কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশ সদস্য নিহত হলে পরিবারকে দেয় অনুদান ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা এবং আহত হলে ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে বর্তমান সরকারের আমলে। দীর্ঘদিনের প্রতীক্ষিত ইন্সপেক্টর পদকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডারে এবং এসআই ও সার্জেন্ট পদকে তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। পুলিশে রেশনের বৈষম্য নিরসনসহ সর্বশেষ ৩০ ভাগ ঝুঁকিভাতা ঘোষণা করায় নতুনভাবে উজ্জীবিত পুরো পুলিশ বাহিনী। পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাষায়, গত সাত বছরে পুলিশ বাহিনীতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার ৪৫ বছরেও হয়নি।
তবে তথ্য বলছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, এসপিবিএন, নৌপুলিশ গঠন করা হলেও তাদের কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। সিএমপি, এসএমপি, আরএমপি, কেএমপি চলছে ভাড়া করা ভবনে। ঢাকায় এপিবিএন-১ এর নিজস্ব জমি থাকলেও ইউনিট-২ চলছে ভাড়া করা ভবনে। আরআরএফের জমি বরাদ্দ পেয়েছে র‌্যাব। এপিবিএন মহিলা ইউনিটেরও নিজস্ব কিছু নেই। এসব বাহিনীতে কর্মরত সদস্যরা বলেছেন, পুলিশের ট্রেনিং নিয়ে চাকরিতে যোগদানের পর অন্য ইউনিটে বদলি করার পর তাদের কাজ করতে অনেক বেগ পেতে হয়। জনবল বাড়ানো হলেও স্থান সংকটে বিশেষায়িত ইউনিটের জন্য কোনো পৃথক ট্রেনিং সেন্টার নেই। ফলে সব ধরনের ট্রেনিং পাচ্ছে না মাঠ পুলিশ। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নৌ-পুলিশের যানবাহন ও জনবল সংকট রয়েছে। এই দুই সমস্যা মেটাতে পারলে ইউনিটের কার্যক্রমের দ্রুত বিস্তার ঘটবে। আগামী বছরের শুরুতে এই ইউনিটে আরও ১০০ জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। নৌ-পুলিশের স্থায়ী দফতরের জন্য কেরানীগঞ্জে জায়গা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫ একর জমি বরাদ্দ পাওয়া যাবে। ওই জমিতে কোস্টগার্ডের আদলে নৌ-পুলিশ ইউনিটের জন্য অফিস নির্মাণ করা হবে। পুলিশের ডিআইজি (প্রশাসন) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের সবকটি ইউনিটই ভালো কাজ করছে। শিল্প পুলিশ গঠন করার পর বিদেশি বিনিয়োগ বেড়েছে। নিজস্ব স্থাপনা এসব চলমান প্রক্রিয়া।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জার্মানি শীর্ষেই, ব্রাজিলের চেয়ে পিছিয়ে আর্জেন্টিনা

রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বের ডামাডোল শেষের পর নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যাতে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সর্ব উপরের স্থানটি ধরে রেখেছে। দুইয়ে আছে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা নেইমারের ব্রাজিল। আর চারে মেসির আর্জেন্টিনা।

ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রকাশিত সোমবারের র‌্যাঙ্কিংয়ে প্রথম ছয় স্থানে রদবদল আসেনি। জার্মানির পর যথারীতি ব্রাজিল, তিনে আগের মতই পর্তুগাল। বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে সরাসরি রাশিয়ার টিকিট কেটেছে রোনালদোর দেশ। র‌্যাঙ্কিংয়েও থাকল সেই সাফল্যের ছোঁয়া।

এরপরই মেসির আর্জেন্টিনা। সাউথ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের বাঁচা-মরার শেষ ম্যাচের চ্যালেঞ্জে মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করে টেবিলের চারে আলবিসেলেস্তারা।

র‌্যাঙ্কিংয়ের পাঁচে আছে বেলজিয়াম ও ছয়ে পোল্যান্ড। সেখানে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে ফ্রান্স, আর তিন ধাপ লাফিয়ে আটে এসেছে স্পেন। শেষ ম্যাচে ব্রাজিলের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ চিলি থাকছে টেবিলের নয়ে। লাতিন অঞ্চলের আরেক দল পেরু আছে দশে।

ফুটবলের কলিকাল কাটাতে থাকা বাংলাদেশ সেখানে আছে ১৯৬তম স্থানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের বাবা হচ্ছেন মেসি!

ফের বাবা হচ্ছেন মেসি!

কর্তৃক Daily Satkhira

বিয়ের আগেই দুই সন্তানের বাবা হয়েছিলেন লিওনেল মেসি। এরপর গত জুনে জাঁকজকমভাবে দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেলা রোকুজ্জোকে বিবাহ করেন আর্জেন্টাইন তারকা
কিন্তু বিয়ের তিন মাস পার হতেই আবারও নতুন সন্তানের অপেক্ষা মেসি।

সুখবরটি জানালেন মেসি-পত্নী আন্তোনেলা রোকুজ্জো। রবিবার ইন্সটাগ্রামে একটি ছবি প্রকাশ করে এ তথ্য জানান।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ফ্যামিলি অফ ফাইভ’, অথচ ছবিতে দৃশ্যমান কেবলই চারজন। মেসি, রোকুজ্জো, তাদের দুই শিশুপুত্র থিয়াগো (৪) এবং মাত্তেও (২)। এর মানে যে পঞ্চম সদস্যটি রোকুজ্জোর গর্ভে- তা বুঝে নিতে কষ্ট হয়নি কারও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest