সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী  তালায় হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাইউপকূলীয় জীবিকায়নে নতুন দিগন্ত: নবপল্লব প্রকল্পের আওতায় ভেড়া বিতরণমুক্ত সাংবাদিকতা সমাজ পরিবর্তনের হাতিয়ার : হৃদয়বার্তা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

সাতক্ষীরা সদর উপজেলাকে ‘ভিক্ষুক’ বানিয়ে দিয়েছে দুর্বৃত্তরা!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলাকে ‘ভিক্ষুক’ বানিয়ে দিয়েছে দৃর্বৃত্তরা।
স্বাগতম “ভিক্ষুক সাতক্ষীরা সদর উপজেলা” এমনি বিলবোর্ড প্রতিনিয়িত নজরে পড়ছে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সাতক্ষীরা সদর উপজেলার শেষ সীমান্ত দক্ষিণ আলিপুর ফুটবল মাঠের পাশেই।
‘ভিক্ষুকমুক্ত সাতক্ষীরা সদর উপজেলা’ লেখা বিলবোর্ডের ‘ভিক্ষুকমুক্ত’ শব্দটির ‘মুক্ত’ অংশটুকু মুছে দুর্বৃত্তরা বিলবোর্ডটিকে বিকৃত করে ফেলেছে। যার ফলে বিলবোর্ডে লেখা দেখা যাচ্ছে- ‘ভিক্ষুক সাতক্ষীরা সদর উপজেলা’!
এদিকে, অনেকদিন ধরে বিলবোর্ডে এমন বিকৃতি থাকলে এটাকে ঠিক করে দেয়ার উদ্যোগ দেখা যাচ্ছে না। এ ধরনের লেখা দেখে হতবাক হচ্ছেন সাধারণ পথচারীরা। কিন্তু বিষয়টি দায়িত্বশীল কারও নজরে পড়ছে না বলে মনে হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়দল প্রেসক্লাবে আশাশুনি আ ‘লীগের সাংগঠনিক সম্পাদকের মতবিনিময়
বড়দল প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবগঠিত আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের মতবিনিময় ও আলোচনা সভা গত রবিবার সন্ধায় বড়দল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,  আশাশুনি উপজেলার নবগঠিত রিপোটার্স ক্লাবের সভাপতি গোপাল কুমার মন্ডল, আশাশুনি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সমীর রায়, বড়দল প্রেস ক্লাবের আহবায়ক মোঃ সফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক বি এম আলাউদ্দীন, আলামিন সরদার, বড়দল প্রেস ক্লাবের সদস্য সচিব মুকুল শিকারী, কার্যকারী সদস্য  শাহিনুর ইসলাম, চন্দ্রকান্ত মন্ডল, নিরুত্তম সরকার।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবের নায়িকার ‘নগ্ন ফটোশুট’, নেট দুনিয়ায় তোলপাড়!

টলিউডের বিগ বাজেটের সিনেমা ‘অ্যামাজন অভিজান’। ছবিতে দেবের নায়িকা হিসেবে অভিনয় করেছেন রুশ মডেল সুয়েতলানা গুলাকোভা।

আর সেই নায়িকাই এবার ‘ভোগ’ ম্যাগাজিনের কভার ফটোশুটে নগ্ন হয়েছেন আরেক মডেলের সঙ্গে। এই ছবি নিয়েই তোলপাড় নেটদুনিয়ায়।

অ্যামাজন অভিযান ছবিতে রাশিয়ান মডেল সুয়েতলানা ছাড়াও রয়েছেন আফ্রিকার ৪৫ বছর বয়সী অভিনেতা ড্যাভিড জেমস। এই দুই বিদেশি অভিনেতার সঙ্গে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের এই ছবিতে একই স্ক্রিনে দেখা যাবে ব্রাজিলের টেলিভিশন সিরিজের আর্টিস্ট এডুয়ার্ডো মুনিজকেও।

ব্রাজিলের এক ঘন অরণ্যে এক টানা ৩৮ দিন শুটিং করেছে টিম অ্যামাজন অভিজান। উল্লেখ্য, কমলেশ্বর মুখার্জি পরিচালিত এই ছবি এখনও পর্যন্ত কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি বাজেটের ছবি। হিন্দি, বাংলা সহ মোট ৬টি ভাষায় এই ছবি রিলিজ করতে চলেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেরুজালেমে আটক তুর্কিদের মুক্তি দিল ইসরায়েল

জেরুজালেমে আটক তিন তুর্কি নাগরিককে অবশেষে মুক্তি দিল ইসরায়েল। দেশটির আদালত তাদের মুক্তির আদেশ দিলে তাদের মুক্তি দেওয়া হয়।

গত শুক্রবার পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতদের দুজন আবদুল্লাহ কিজলিরমাক ও মেহমেট কারগিলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা আল আকসা মসজিদ প্রাঙ্গণের বাইরে পুলিশ কর্মকর্তাদের লাঞ্ছিত করেছিলেন। অভিযুক্ত এই দুজন তুরস্কের পাশাপাশি বেলজিয়ামেরও নাগরিক।

আটককৃত তৃতীয় ব্যক্তি অ্যাডাম কোককে ‘জনশৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ কার্যক্রমে যুক্ত হওয়ার’ অপরাধে অভিযুক্ত করা হয়েছিল।

ইসরায়েল পুলিশের মুখপাত্র মিকি রসেনফেল্ড সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ওই তিনজন একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়ার পরিকল্পনা করেছিলেন।

তিন তুর্কি নাগরিককে গ্রেফতারের সময় কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তির করা ভিডিওতে দেখা গেছে, আল আকসা মসজিদ কম্পাউন্ডের কাছে একটি দরজায় কিছু লোক দাঁড়িয়ে ছিল, যাদের গায়ে দেওয়া গেঞ্জিতে তুরস্কের পতাকাখচিত ছিল।

ডেইলি সাবাহর প্রতিবেদনে জানানো হয়, সেই গেঞ্জিগুলো পরে থাকার কারণে ইসরায়েলি সৈন্যরা তাদের সেখানে ঢুকতে দিচ্ছিল না, যা থেকে পুলিশের সাথে তাদের বাক-বিতণ্ডা হয়। এরপর তাদেরকে গ্রেফতার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীর আলম (লিটন): সাতক্ষীরার কলারোয়ায় এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, সংবাদ পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান ও এসআই জাহাঙ্গীর হোসেন ঘটনা স্থান পরিদর্শন করেন। এসময় বোয়ালিয়া গ্রামের খলিলুর রহমানের কন্যা জান্নাতুল ফেরদৌস(১৪)এর লাশ উদ্ধার করে। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা নং-৫৫(১৭)দায়ের হয়েছে। অন্যদিকে নিহতের পিতা খলিলুর রহমান জানান তার মেয়ে মানসিক রোগী ছিলো। রোববার রাত ৮টার দিকে সে সকলের অজান্তে বাড়ীর পার্শ্বে গোয়াল ঘরের আড়ার সহিত গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিনদিনেই ১০০ কোটির ক্লাবে ‘টাইগার জিন্দা হ্যায়’

বড়দিনে সালমান খানের ফ্যানেদের জন্য দারুণ খবর। এক কথায় বললে দাঁড়ায়, ‘ভাই ইজ ব্যাক’। ‘টিউবলাইট’ ভালো ভাবে না জ্বলার দুঃখ ভুলে এখন শুধুই ‘টাইগার’-এর দিন। মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘টাইগার জিন্দা হ্যায়’। তিন দিনে ছবির সেঞ্চুরি করার কথা শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, ইতিমধ্যেই ১১৪ কোটি ৯৩ লাখ টাকা রোজগার করে ফেলেছে ছবিটি। সালমান খান ও ক্যাটরিনা কাইফের ক্রিসমাস স্পেশাল রিলিজ শুধুমাত্র রবিবারই দেশে আয় করেছে ৪৫ কোটি ৫৩ লাখ টাকা। আলি আব্বাস জাফরের এই ছবির আয় বড়দিনেই ১৪৫ কোটি পেরিয়ে যেতে পারে।

বক্স অফিস কালেকশনের দৌড়ে এ বছর যে ছবিগুলো এগিয়ে ছিল, তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। যদিও এই ছবি মুক্তি পেয়েছিল প্রায় ৯ হাজার স্ক্রিনে। সেই তুলনায় ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছে প্রায় অর্ধেক স্ক্রিনে।

এবার ‘টিউবলাইট’-এর ওপেনিং ডে কালেকশন ছিল প্রায় ২১ কোটি টাকা। বাহুবলী টু’-এর কালেকশন ছিল প্রায় ৪০ কোটি। ‘গোলমাল এগেইন’-এর কালেকশন ছিল ৩০ কোটি। সেই হিসেবেও ‘টাইগার জিন্দা হ্যায়’ বেশ এগিয়ে। কারণ প্রথম দিনই এই ছবি প্রায় ৩৬ কোটি টাকা আয় করেছিল।

এ সপ্তাহের মধ্যেই যে ‘টাইগার’ ২০০ কোটির মাইলস্টোনও ছুঁয়ে ফেলতে পারে। এ বছরের সবচেয়ে রোজগার করা ছবির তালিকাতেও ‘টাইগার’ ও ‘জোয়া’র গল্প রেকর্ড গড়ারই ইঙ্গিত দিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ থেকে চারদিনের টেস্টের যুগে ক্রিকেট

টেস্ট ক্রিকেটে মাঠে দর্শক ফেরানোর জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে আইসিসি। কাজের অবসরে খেলা দেখার সুবিধার জন্য দিবারাত্রির টেস্ট চালু করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এবার ম্যাচের দৈর্ঘ্য পাঁচদিন থেকে কমিয়ে চারদিনে নিয়ে আসা হয়েছে। পাঁচদিনের খেলায় দর্শক বিরক্ত হয়ে যায় বলেই এই সিদ্ধান্ত। আগামীকাল মঙ্গলবার থেকে পোর্ট এলিজাবেথে জিম্বাবুয়ের সঙ্গে ইতিহাসের প্রথম চারদিনের টেস্ট ক্রিকেট খেলবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম দিবারাত্রির টেস্ট।

চারদিনের এই একমাত্র ম্যাচে বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। পাঁচদিনের ম্যাচে প্রতিদিন খেলা হতো ৯০ ওভার করে। তবে চারদিনের ম্যাচে প্রতিদিন হবে ৯৮ ওভার। একদিন কম হওয়ার কারণেই বাড়তি ওভার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঁচদিনের টেস্টের প্রতিদিন ছয় ঘণ্টা করে খেলা হয়। তবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যকার চারদিনের টেস্টের প্রতিদিন খেলা হবে ছয় ঘণ্টা ৩০ মিনিট করে। টেস্টের প্রথম দুই সেশন হয় দুই ঘণ্টার। তবে চারদিনের টেস্টে সেটা হবে দুই ঘণ্টা ১৫ মিনিটের। আগে মধ্যাহ্নভোজের জন্য সময় বরাদ্দ ছিল ৪০ মিনিট। এখন সেটাকে ২০ মিনিটে নামিয়ে আনা হয়েছে।

পরিবর্তন আনা হয়েছে ফলো অনের ক্ষেত্রেও। পাঁচদিনের টেস্টে প্রতিপক্ষের প্রথম ইনিংসের চেয়ে ২০০ রান কম করলে সেই দল ফলোঅনে পড়ত। এখন রানটাকে কমিয়ে ১৫০ রান কম করলে ফলোঅনে পড়বে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ ‘লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী -বলছেন এমপি নিক্সন

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী।’ তিনি আরো বলেন, ‘জাফর উল্লাহ কোটি কোটি টাকা পানামার ব্যাংকে পাঠিয়েছে।’

সোমবার সদরপুর উপজেলা স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নিক্সন চৌধুরী। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় ওই সমাবেশের আয়োজন করা হয়।

নিক্সন চৌধুরী বলেন, ‘আমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত বইছে। কেউ যদি বলে আমি আওয়ামী লীগ করি না তারা বোকার স্বর্গে বসবাস করেন।’ তিনি আরো বলেন, ‘আমি অবহেলিত মানুষের উন্নয়ন চাই, স্বাধীনতার পর থেকে এই তিন উপজেলায় যে উন্নয়ন করা হয় নাই। আমি সে উন্নয়ন করেছি। সাড়ে চার বছরে তিন উপজেলায় সাড়ে ৪০০ কোটি টাকার কাজ হয়েছে।’

নিক্সন চৌধুরী আরো বলেন, ‘শেখ হাসিনা আমাকে ভালোবাসেন না, যদি ভালোই না বাসতেন তাহলে এ উন্নয়ন কার সাধ্য ছিল?’ তিনি আরো বলেন, ‘সদরপুরের এক সাবেক এমপিপুত্র একটি কলেজের নিয়োগ-বাণিজ্যসহ কিছু বিষয়ে কোটি টাকার উপরে লোপাট করেছেন। আমি বিশ্বাস করি, এদের বিচার হবে।’

সদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহদাদ হোসেন, আওয়ামী লীগ নেতা হারিজুর রহমান, মনিরুল হক চৌধুরী মোরাদ, মো. আক্কাস, সদরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হারিজুর রহমান, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ফরিদপুর জেলা পরিষদের মহিলা সদস্য বিউটি আক্তার, জেলা পরিষদ সদস্য গোলাম রব্বানী পান্নু কাজী, ভাসানচর ইউপির চেয়ারম্যান মো. ছমির বেপারী, ঢেউখালী ইউপির চেয়ারম্যান ওমর ফারুক বেপারী, আকোটেরচর ইউপির মনিরুল হক চৌধুরী মুরাদ, চরনাসিরপুর ইউপির চেয়ারম্যান শেখ আক্কাছ আলী, দিয়ারা নারিকেলবাড়িয়া ইউপির চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার, তুজারপুর ইউপির চেয়ারম্যান পরিমল দাস।

জনসভা সফল করার জন্য নিক্সনের সমর্থকরা দলে দলে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মাঠে জড়ো হন। জনসভায় দিয়ারা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন মাস্টার, ঢেউখালী ইউপির সাবেক চেয়ারম্যান কোহিনুর বেগম ও মালেক বাছাড় এমপি নিক্সনের সঙ্গে যোগ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest