সর্বশেষ সংবাদ-
পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  

কালিগঞ্জে খাবার পানির পুকুরের ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে সুপেয় পানির স্যান্ড ফিল্টারের পুকুরটি লিজ দেওয়ায় এলাকাবাসির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ, চাকদাহা, চিংড়া, হোসেনপুর, হোগলদাড়া, পাঁচ বাড়িয়া ও বসন্তপুর গ্রামের ৫০ বছর যাবৎ সুপেয় পানির একমাত্র অবলম্বন হাড়দ্দাহ পুকুরটি জেলা পরিষদের পক্ষ থেকে ইজারা দেওয়ায় সাত গ্রামের জনসাধারণ কলস, বালতিসহ পানি নেওয়ার বিভিন্ন জিনিসপত্র নিয়ে শানিবার বিকেলে শত শত নারী-পুরুষ মিলে পুকুরের ইজারা বাতিলের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। সরজমিনে দেখা যায়, ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত জেলা পরিষদের এই পুকুরটি ইজারা প্রদান করায় ইজারা গ্রহিতা মাছ চাষের জন্য সার ও কিটনাশক পুকুরের পানিতে ব্যবহার করায় ফলে সেই পানি খেয়ে ইতি মধ্যে গ্রামের অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু ব্যাক্তি সার্থে জেলা পরিষদ কে ভূল বুঝিয়ে উপজেলা সদরের বাজার গ্রামের সুধীর অধিকারীর ছেলে সঞ্চায় অধিকারী সঞ্চায় অধিকারী লিজ গ্রহণ করে। বিক্ষোভকালে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী অমল কান্তি রায়, প্রধান অফিস সহকারী সামছুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নলকুপ মেকানিক আমিনুর রহমান, ইউপি সদস্য আলাউদ্দিন সোহেল, পল্লী চিকিৎসক সুকুমার মন্ডল, গ্রামবাসী রবিন্দ্রনাথ লস্কর, নূর মোহাম্মদ গাজী, সহদার মন্ডল, সমির মন্ডল, ফকির আলী, সালেহা খাতুন, গীতা মন্ডল, উসা লস্কর, প্রমিলা মন্ডল, কবিতা রানী মন্ডল, নুরজাহান খাতুন, নিলা মন্ডল, নবিজান বিবিসহ এলাকার শত শত নারী-পুরুষ। জনস্বার্থে এলাকাবাসী সুপেয় পানি পানের লক্ষ্যে ইজারা বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের দৃষ্ঠি আকর্ষণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ইয়াবাসহ ২ ব্যক্তি আটক

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের অভিযানে ২০পিচ ইয়াবাসহ ২ জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলো দেবহাটা উপজেলার হাদীপুর হাটখোলা গ্রামের মৃত আদর আলী শেখের ছেলে আহছান আলী শেখ (৪৬) ও অপরজন হলো একই উপজেলার জগন্নাথপুর গ্রামের ভদু গাজীর ছেলে ইশার আলী গাজী (৪০)। পুলিশ জানায়, দেবহাটা থানার এসআই আল আমিন শুক্রবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার হাদীপুর হাটখোলা যাত্রী ছাউনী থেকে উল্লেখিত ২ জনকে ২০ পিচ ইয়াবা সহ আটক করেন। তাদের বিরুদ্ধে এসআই আল আমিন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ১২। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজও অযত্ন আর অমর্যাদায় পাটকেলঘাটার পারকুমিরার বধ্যভূমি

পাটকেলঘাটা প্রতিনিধি : যাদের কারণে দেশে বুক ফুলিয়ে বসবাস করছি তাদেরকে কিছুই দিতে পারিনি বরং যারা শহিদ হয়েছে তাদের বধ্যভূমিকে করছি অপমানিত, করছি অবহেলা! ৩০লাখ মানুষের তাজা রক্তে ভেজা বাংলাদেশ, অসংখ্য মা, বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ; যারা এতা বড় ত্যাগ স্বীকার করে বিশ্বের মানচিত্রে লাল-সবুজের পতাকা বালাদেশ নামক একটি ভূখ-কে ঠাঁই করে দিয়েছে আজ তারা প্রতি পদে পদে অবহেলিত। আর হায়েনারা যাদের প্রকাশ্য গুলি ও ব্রাশ ফায়ার করে হত্যা করেছে তাদের স্মৃতিস্তম্ভ (বধ্যভূমি) আজ অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। কর্তৃপক্ষের তেমন কোন দৃষ্টি নেই এই বধ্যভূমির দিকে। পাটকেলঘাটা থানার পারকুমিরার একাত্তরের বধ্যভূমি টি অযতœ আর অমর্যাদায় মধ্যে পড়ে রয়েছে। দীর্ঘ ৪০বছর পরও পাকহানাদার বাহিনীর নির্মম অত্যাচারের সাক্ষ্য বহনকারী এই বধ্যভুমিটি সংরক্ষণের কার্যকরী কোন পদক্ষেপ নেয়া হয়নি এখও পর্যন্ত।

পাটকেলঘাটা থানার পারকুমিরার গণহত্যা একটি সম্মুখ যুদ্ধ। ১৯৭১সালের ২৩এপ্রিল পাটকেলঘাটার সন্নিকটে পারকুমিরা নামক স্থানে ৭৯জন গ্রামবাসীকে পাকসেনারা সেদিন ব্রাশ ফায়ার করে হত্যা করে। এর মধ্যে ৪৯জনের লাশ পারকুমিরার বধ্যভূমিতে মাটি চাপা দিয়ে রাখা হয়। স্বাধীনতার পর একে একে ৪৬টি বছর অতিবাহিত হলেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় সেখানে বিভিন্ন মৌসুমে ফসলের সমারহে ভরে যায়।
সরেজমিনে জানা যায়, স্বাধীনতার ৪৬বছর অতিবাহিত হলেও দীর্ঘদিনে পারকুমিরায় ৭৯জন শহিদের গণকবর আজও সংরক্ষিত হয়নি। কাশীপুর গ্রামের শেখ হায়দার আলীকে পাকসেনারা গায়ে পাট জড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারে। সেদিনের সেই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী মৃত কার্তিক চন্দ্র দে এর স্ত্রী চপলা রানি দে (৭৫), শেখ নেছার আলীর স্ত্রী কুলসুম বিবি (৬০), কানাই লালের পুত্র বিশ্বনাথ রায় (৫৮) এবং শহিদ পরিবারের সন্তান শেখ নুরুল ইসলাম ও শেখ টিপু সুলতান (৫০) সেদিনের সেই বর্বর হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনি বর্ণনা করতে গিয়ে বলেন, সেদিন ছিল শুক্রবার। মসজিদে জুম্মার আযান হচ্ছিল এ সময় পাটকেলঘাটা থেকে পাকিস্তানী হায়নারা বীর দর্পে পারকুমিরায় গিয়ে নিরীহ গ্রামবাসীকে আলোচনার কথা বলে একত্রিত করে। লাইনে দাড় করিয়ে দিয়ে সহজ সরল গ্রামবাসীর উপর ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই ৭৯জন নিহত হয়। এদের মধ্যে যশোর নওয়াপাড়া, চুকনগর, ডুমুরিয়া, পাইকগাছাসহ বিভিন্ন এলাকার আশ্রয় সন্ধানে আশা শরণার্থীদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। স্বাধীনতার ৪৬বছর অতিবাহিত হলেও আজও সেই বীর শহিদদের গণকবর রক্ষার্থে সরকারি ভাবে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং বধ্যভূমিতে এক মাত্র কালের সাক্ষী হয়ে রয়ে আছে সে দিনের সেই তালগাছ। প্রতি বছর ২৩এপ্রিল শহীদের স্মৃতি রক্ষার্থে এই বধ্যভূমিতে বিভিন্ন দলীয় ভাবে পুষ্পস্তবক অর্পন করা হয়। কিন্তু বাকী দিন গুলি এই গণকবরের বুকে বিভিন্ন ফসলের চাষাবাদ হয়ে থাকে। বর্তমানে সেখানে সরিষার হলুদ ফুলের সমারহ। শহিদ পরিবার সহ সর্বমহলের সরকারের কাছে একটাই চাওয়া যেহেতু প্রধান মুন্ত্রী শেখ হাসিনা ভিত্তি প্রস্তর স্থাপন করে ছিলেন সেহেতু তার সরকারের আমলেই শহিদদের স্মৃতি রক্ষার্থে এই বধ্যভূমি রক্ষা করার ব্যবস্থা করা হোক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় এনসিসি ব্যাংকের কম্বল বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বিশিষ্ট শিল্পপতি এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ্ব আবুল কাশেমের আয়োজনে সুশীলগাতীস্থ তার নিজস্ব বাসভবন চত্বরে শনিবার সকাল সাড়ে ৮ টায় এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেমের সহধর্মীনি সমাজসেবিকা মনিরা বেগম মুন্নী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী প্রমুখ।

এসময় প্রধান অতিথি এনসিসি ব্যাংক শুধুমাত্র আর্থিক লেনদেনের মাধ্যমেই মানুষের সেবা দিচ্ছে তা নয় উল্লেখ করে বলেন, আত্মমানবতার সেবায়ও এনসিসি ব্যাংক কাজ করছে। আর সে লক্ষ্যেই বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যাংক আর্থিকভাবে সহযোগীতার পাশাপাশি শীতার্ত মানুষদেরকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে কম্বল বিতরন করা হচ্ছে। তিনি অসহায় মানুষদের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া আগামীতে এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ওস্তাদ ইয়াছিন হোসেনকে সংবর্ধনা

তালা প্রতিনিধি : তালার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তালা শিল্পকলা অ্যাকাডেমি সহ একাধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ওস্তাদ ইয়াছিন হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার পাটকেলঘাটার চক্রবাক সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্র মাঠে চক্রবাক সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মৌখিক পরীক্ষা শুরু হয়। এতে বিচারকের দায়িত্বে ছিলেন, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সঙ্গীত প্রযোজক শেখ আব্দুস সালাম, টিভি ও বেতার শিল্পী আবু আফ্ফান রোজবাবু, বেতার শিল্পী পুর্ণচন্দ্র সরকার, শংকর কুমার দে, শিক্ষক বাবলুর রহমান, সাংবাদিক আশরাফ আলী, কৃষ্ণারানী চক্রবর্তী, স্বপন শীল ও আশরাফ আলী। বিকাল ৩টায় আলোচনা, পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বিশিষ্ট সমাজ সেবক নারায়ন সাধু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় প্রবীণ লোক সঙ্গীত শিল্পী পাগল চন্দ্র সরকার ও ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধা ওস্তাদ ইয়াছিন হোসেনকে সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এরপর চক্রবাক সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ বেতার শিল্পী ডা. সুমন কুমার দাশের পরিচালনায় ও বিশ্বজিৎ দাশের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা বেতারের সঙ্গীত প্রযোজক শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিভি ও বেতার শিল্পী আবু আফ্ফান রোজবাবু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল, লোকনাথ নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক পুলক কুমার পাল, পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক দীলিপ ভট্টাচার্য, শিক্ষক বাবলুর রহমান, প্রভাষক অলীক কুমার পাল প্রমুখ।

উল্লেখ্য, সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধা ও সঙ্গীতজ্ঞ ইয়াছিন হোসেনকে ইতোপূর্বে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি কর্তৃক সম্মাননা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। তিনি ঐতিহ্যবাহী তালা শিল্পকলা অ্যাকাডেমি এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব সহ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। যে কারণে তিনি দিন দিন মৃত্যুমুখে ধাবিত হচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেউলায় ৮ দলীয় ফুটবলের ফাইনালে কামালনগর ফুটবল একাদশ জয়ী

বুধহাটা(আশাশুনি)প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল টায় উপজেলার বেউলা সাইক্লোন শেল্টার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বেউলা ও পাইথালী বন্ধু মহলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বন্ধু মহল আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন আশাশুনি উপজেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গি মুক্ত রাখতে বন্ধু মহলের মত সকল ইউনিয়নে এ ধরণের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা উচিত। যাতে করে উঠতি বয়সের যুবকরা যুব সমাজ ধ্বংসকারী মাদকে ঝুঁকে না পড়ে। বন্ধু মহল আয়োজক কমিটির সভাপতি ও গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মোঃ জিয়াদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার আব্দুর বর, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, পুলিশিং কমিটির সভাপতি বিজন কুমার দে, গুনাকরকাটি গ্রামীণ ব্যাংক শাখা ব্যবস্থাপক শফিকুর ইসলাম, পলাশ কুমার দাস, মামুন গাজী সহ শত শত ফুটবল প্রিয় দর্শক মন্ডলী। উত্তেজনাপূর্ণ খেলায় পাইকগাছা ফুটবল একাদশ ও কামালনগর ফুটবল একাদশ জোর প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় পাইকগাছা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে কামালনগর ফুটবল একাদশ জয়লাভ করে। খেলায় ম্যান অবদা ম্যাচ হিসেবে পুরস্কার গ্রহন করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সদস্য সমীয় দে এবং সেরা গোলদাতার পুরস্কার গ্রহন করেন বাবুল আক্তার। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন মোঃ আনিছুর রহমান, সহকারী ছিলেন মোঃ আকবর হোসেন ও অরুন কুমার সানা। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের সিএ মোঃ নাজমুল হুদা, বন্ধু মহলের সদস্য আজিজুল ইসলাম, বাবুল আক্তার ও পিন্টু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়দিন উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার খাদ্য বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে খৃষ্টান সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের বসুন্ধরা ও বাশতলা এলাকার খৃষ্টান সম্প্রদায়ের ৩৫ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী মন্ডল, খৃষ্টান সম্প্রদায়ের নেতা পৌল সাহা, জন হালদার, বিপ্লব সাহা, আগস্টিং বিশ্বাস, সৌমেন চ্যাটার্জী প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে ফিতা কেটে বসুন্ধরা এলাকায় শান্তির রানী মা মারিয়ার গৃহ “শান্তির নীর” উপাসনালয়ের শুভ উদ্বোধন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা ছাত্র শিবিরের সভাপতি ও সেক্রেটারি গ্রেফতার

তালা ডেস্ক : তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ছাত্র শিবির সভাপতি ও সেক্রেটারী সহ ৩জনকে আটক করেছে। শনিবার ভোরে উপজেলার হাজরাকাঠি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান জানান, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. আরিফুল হক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আতিকুল হক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী শনিবার ভোরে হাজরাকাঠি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে হাজরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে উপজেলা ছাত্র শিবির সভাপতি বালিয়াদহ গ্রামের মো. রফিক সরদারের পুত্র রিফাত রায়হান ওরফে রায়হান কবির (২৩) এবং উপজেলা ছাত্র শিবির সেক্রেটারী আগোলঝাড়া গ্রামের রহিম গোলদারের পুত্র মো. বিল্লাল হোসেন (২০) কে আটক করা হয়। একই সাথে জামায়াত নেতা সুজনশাহা গ্রামের মৃত. শওকাত আলীর পুত্র ও আব্দুল জলিল (৩৫) কে আটক করা হয়। এসময় ধৃতদের কাছ থেকে ৮টি জিহাদী বই, ১টি ককটেল বোমার অংশ বিশেষ, ৬টি জালের গেটে, ৮টি কাচের টুকরা, ৪টি স্কচটেপ, ১০টি লোহার পেরেক, ৪টি টিনের কৌটা ও ১২ টি বাইসাইকেলের বল সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এঘটনায়, ধৃতদের বিরুদ্ধে তালা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (মামলা নং : ১২, তাং : ২৩.১২.১৭ ইং) দায়ের হয়েছে। শনিবার ধৃত শিবির ও জামায়াত নেতাদের সাতক্ষীরা জেল হাযতে প্রেরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest