সাতক্ষীরা শহরে ককটেলসহ ৮ জামাত-বিএনপি নেতাকর্মী আটক

প্রেস বিজ্ঞপ্তি: গোপন সংবাদের আজ সোমবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগরের আনোয়ার হোসেন চান্দুর দোতলা বাড়ির নীচ তলায় জামাত/বিএনপির ১২০/১৩০ জন নেতাকর্মী সমবেত হইয়া নাশকতামূলক কর্মকা- করার জন্য গোপন বৈঠক ও ষড়যন্ত্র করাকালীন সাতক্ষীরা থানা পুলিশের একটি দল উপস্থিত হলে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৮ জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ তাদের রুম তল্লাশী করে লাল কসটেপ দিয়ে মোড়ানো জর্দ্দার কৌটা সাদৃশ্য ০৪ টি ককটেল বোমা উদ্ধার করে। ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা থানার মামলা নং- ৪০, তারিখ- ২৫/১২/২০১৭, ধারা- ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫(৩)/২৫-ঘ তৎসহ ১৯০৮ সালে বিষ্ফোরক উপাদানাবলী আইনে ৩/৪/৬ রুজু করা হইয়াছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা আরশনগরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

মীর জাকির হোসেন, তালা: তালার সীমান্তবর্তি আরশনগর ফ্রি খ্রিষ্টান চার্চ অব বাংলাদেশ এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুভ বড়দিন উপলক্ষে সোমবার দুপুরে এলাকার শতাধিক দরিদ্র ব্যক্তির মাঝে উক্ত কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে তালার গোনালী চার্চ এর পালক, রেভা, রঘুনাথ সরকার, আরশনগর ফ্রি খ্রিষ্টান চার্চ অব বাংলাদেশ এর পালক তুষার সরকার, চার্চ এর সাধারন সম্পাদক প্রকাশ দাশ, কোষাধ্যক্ষ অমল সরকার, চার্চ কমিটির নেতা মান্টি সরকার, শিক্ষক ঝর্না রানীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এছাড়া এসময় বিশেষত এলাকার অতিশয় বৃদ্ধরা কম্বল গ্রহণ করেন। এর আগে, উক্ত চার্চ’এ বড়দিনের অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশে ধর্মীয়ভাবে অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার বিভিন্ন স্থানে উৎসবমূখর পরিবেশে বড়দিন পালন

মীর জাকির হোসেন, তালা প্রতিনিধি: খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচে’ বড় ধর্মীয় উৎসব “বড়দিন” তালায় উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মালম্বী ক্যাথলিক, এফসিসিবি, বিএফবিসি, এসডিও ও ঈসায়ী চার্চসহ সকল মতবাদীরা একযোগে এদিন ধর্মীয় উৎসব পালন করেন। বড়দিন উপলক্ষ্যে সোমবার সকালে তালার গোনালী এফসিসিবি চার্চ’এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম ও তালা রিপোটার্স ক্লাবের সাধারণ বি.এম. জুলফিকার রায়হান। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন এর তালা উপজেলা সভাপতি শমূয়েল সরকার শান্ত’র পরিচালনায় বক্তব্য রাখেন রেভা. রঘুনাথ সরকার, এফসিসিবি’র সাধারণ সম্পাদক রনজিৎ দাশ, সঙ্গীত শিক্ষক সুদর্শন গুহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে, অনুষ্ঠানের প্রধান অতিথি- তালা থানা ওসি মো. হাসান হাফিজুর রহমান কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এসময় খ্রিষ্টান সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন। এছাড়া তালার নেহালপুর এসডিএ মিশন চত্বরে বড়দিনের অনুষ্ঠানে তালা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, মাগুরা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আতাউর রহমান, পাষ্টর বাসুদেব অধিকারী, মিশন’র নেতা সাধন দাশ, গোবিন্দ দাশ ও বনমালী দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। এখানে দিনব্যপী ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অন্যদিকে ঈসায়ী চার্চ অব বাংলাদেশের উদ্যোগে জগদানন্দকাঠি চার্চে বড়দিনের অনুষ্ঠান পালক দানিয়েল বি. সরকার এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন চার্চে অনুরুপ বড়দিন পালিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সাদেক খানের দাফন সম্পন্ন

মাহফিজুল ইসলাম আককাজ: জাতির সুর্য সন্তান ৭১ এর রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি গত ১৭ই ডিসেম্বর অসুস্থজনিত কারণে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২৪ ডিসেম্বর রবিবার ভোর বেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে স্ত্রী ১ কন্যাসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল থেকে শহরের রসুলপুরের বাসভবনে ছিল হাজারো মানুষের শোক ও সমবেদনা জানাতে আসা ভিড়।
এ বীর সেনানীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে শেষবারের মত এক নজর দেখতে অসংখ্য আত্মীয়-স্বজন, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতাদের ভিড় ছিল চোখে পড়ার মত। সোমবার সকালে রসুলপুর মাঠে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায়, ইমামতি করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন। জানাযায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সিরাজ উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান খান বিটু, ডা. মিজানুর রহমান ডব্লু, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সদর সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আফরিন, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন এবং তাকে গার্ড অব অনার জানানো হয়। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এসময় জেলা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অনুর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনুঃ -১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গণে আন্তর্জাতিকভাবে ক্রিকেটের প্রসার লাভ করেছে। বিশ^কে এখন ক্রিকেটের মাধ্যমে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশকে। অনুশীলন ও মেধা দিয়ে খেললে ভালো মানের সেরা ক্রিকেটার হওয়া সম্ভব।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান প্রমুখ। ইয়ং টাইগার্স অনুঃ -১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর উদ্বোধনী খেলায় স্টেডিয়াম ভেন্যুতে অংশ নেয় কুষ্টিয়া জেলা বনাম মাগুরা জেলা দল। অপরদিকে সরকারি কলেজ মাঠে ভেন্যুতে অংশ নেয় সাতক্ষীরা জেলা দল বনাম চুয়াডাঙ্গা জেলা দল। স্টেডিয়াম ভেন্যুতে আম্পায়ারস্ এর দায়িত্ব পালন করেন সঞ্জীব ব্যাণার্জী ও তৌফিক তুরাগ এবং স্কোরার এ ছিলেন আখিরুজ্জামান তাপস। ইদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, ইদ্রিস বাবু, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মীর্জা কাকন, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু ও এড. ওসমান আলীসহ অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আম্পায়ারস্ এন্ড স্কোরার এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি বজলুল আর নেই

নিজস্ব প্রতিবেদক : কলারোয়া পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, যুগিখালী ইউনিয়ন পরিষদের ৪ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননেতা বজলুল করিম (৭০) ইন্তেকাল করেছেন। সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বস ত্যাগ করেন। পরে বিকাল সাড়ে তিনটায় ঢাকার শ্যামলীর বাবর রোডের মারকাজুলের সামনে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক এমপি হাবিববুল ইসলাম হাবিব। তিনি শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বজলুল করিমের মৃত্যুতে দল ও কলারোয়ার সাধারণ মানুষের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। হাবিব আরো বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত নেতা ছিলেন তিনি। আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কেন্দ্রীয় ড্যাব নেতা এবং সাতক্ষীরা জেলা বিএনপি সভাপতি রহমতউল্লাহ পলাশ সহ ঢাকাস্থ সাতক্ষীরা ও কলারোয়া বিএনপি’র নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ৯টায় কলারোয়া উপজেলা চত্ত্বরে ২য় এবং বামনখালীতে ৩য় জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে আ’লীগ নেতৃবৃন্দের সন্ত্রাসী হামলার অভিযোগ

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের গাবুরায় উপ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সমাবেশ শেষে ফেরার পথে আওয়ামীলীগের গুলি ও বোমা বর্ষনের ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলার গাগরাড়ামারি এলাকায় এঘটনা ঘটে বলে দৈনিক আজকের সাতক্ষীরাকে জানিয়েছেন তিনি।
এঘটনায় কেউ আহত না হলেও একটি মটর সাইকেল ও একটি মৎস্যঘেরের বাসা পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন জানান, উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যানের আকষ্মিক মৃত্যুতে ইউনিয়নে চেয়াম্যান পদে নির্বাচন জরুরি হয়ে পড়ে। সে অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। উক্ত ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন এস এম রবিউল ইসলাম। সোমবার বিকালে ইউনিয়নের পার্শ্বেমারি এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী জনসভা ছিলো। সেখানে তিনিসহ উপজেলা কৃষকলীগের সভাপতি এ বি এম মনজুর এলাহী খোকন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আব্দুস সাত্তার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাইদ, সাবেক ছাত্রলীগ নেতা নুরূজজামান টুটুল, ছাত্রলীগ নেতা সাগর কুমার মন্ডল সহ স্থানীয় ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পথসভা শেষ করে ফেরার পথে আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা গাগারামাড়ী নামক স্থানে পৌছালে ভেড়ীবাঁধের নিচে পূর্ব থেকে ওঁত পেতে থাকা থেকে দুর্বৃত্তরা ৩ রাউন্ড গুলি ও ৩টি বোমার পর পর নিক্ষেপ করা হয়। কিন্তু ভেড়ীবাধের নিচ থেকে এগুলো বর্ষন করার কারণে তা লক্ষ্য ভ্রষ্ট হয়। যে কারণে আমাদের কেউ আহত না হলেও আমার ব্যহৃত একটি মটর সাইকেল ও ভেড়ীর উপরে থাকা একটি ঘর পুড়ে নষ্ট হয়।
এধরনের হামলা কারা করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শফিউল আযম লেলিনের লোকজন মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি নেতা মাসুদুল আলমের সাথে হাত মিলিয়ে এধরনের হামলা ঘটাতে পারে। এঘটনায় তিনি হামলাকারীদের চিহ্নিত করে আশু গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এদিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান আলী বলেন, ঘটনাটি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের কাছ থেকে শুনেছি। ঘটনাস্থলে না যাওয়া পর্যন্ত সত্য অসত্য কোনটিই বলা সম্ভব না।
অপরদিকে বিএনপি প্রার্থী মাসুদুল হক বলেন, তাদের ভোট নেই বলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এখানে এসে একটি নাটক সৃষ্টি করেছেন। এবার আমার নামে মামলা দিয়ে আমাকে এবং আমার নেতাকর্মীদের জেলে পাঠানোর জন্য এই কাজ করা হয়েছে।

২৫.১২.১৭

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তা মনির খোঁজ খবর নিতে তার বাড়িতে সাতক্ষীরার পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ছয় মাস ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে এক মাসের ছুটিতে বাড়ি আসা মুক্তামনির খোঁজ খবর নিতে তার বাড়িতে গিয়েছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। সোমবার বিকেলে তিনি সদর উপজেলার কামারবায়সা গ্রামে মুক্তা মনির বাড়িতে যান। এ সময় তিনি মুক্তা মনির সাথে কথা বলেন এবং তার খোঁজ খবর নেন। পরে মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেনের কাছে তিনি তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তাসহ বিভিন্ন ফল মূল প্রদান করেন। পুলিশ সুপার এ সময় বলেন, মুক্তমনি যতদিন সাতক্ষীরায় থাকবে ততদিন তিনি তার যাবতীয় খরচসহ দেখভাল করবেন। পুলিশ সুপারের সাথে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য ঃ এর আগে গত শুক্রবার রাতে একটি এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিট থেকে এক মাসের ছুটিতে গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সায় ফিরে আসে মুক্তামনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেলে তার চিকিৎসার সব খরচ বহন করেন এবং তিনি প্রতিনিয়ত তার চিকিৎসার খবর নেন।##

২৫.১২.১৭

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest