সর্বশেষ সংবাদ-
২১ মে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচারনায় সরগরম দেবহাটাতালায় ধানের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত : আহত ১০শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের র‌্যালিসাতক্ষীরার শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু।সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহতসাতক্ষীরার রাজ্জাক পার্কে সাশ্রয়ী মূল্যে মাসব্যাপী বসুন্ধরা পন্য বিক্রি শুরুসাতক্ষীরায় প্রাণি সম্পদ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনার ৫ দিন পার না হতেই একই এলাকায় আবারো ডাকাতিএস এস সি পরীক্ষায় সাতক্ষীরা জেলায় প্রথম আহনাফ তাহসিনকারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা ঘোষনার উদ্যোগে বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলনদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

জেলা বিএনপির সহ-সভাপতি হুদার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা

আসাদুজ্জামান : ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টে শেয়ার করায় সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-৫২। তারিখ-১৭.১০.১৭।
সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাদি হয়ে গত ১৪ আক্টোবর শনিবার রাতে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। রোববার সকালে অভিযোগটি পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর পর সেখান থেকে যাচাই বাছাই শেষে আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্দেশ পাওয়ার পর সদর থানার ওসি মামলাটি রেকর্ড করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হুদা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বেশ কয়েকদিন ধরে ফেসবুকে আপত্তিকর পেষ্টে শেয়ার করেছেন নিজের ফেইসবুক আইডি থেকে। শুধু প্রধানমন্ত্রী নন তার ফেইসবুক আইডিতে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ নিয়েও গালিগালাজের কমতি করেননি। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি আপলোড করা পোস্টেও তিনি শেয়ার করেছেন। তিনি আল জাহিদ নামের একটি ফেইসবুক আইডি থেকে আপলোড করা পোস্টে শেয়ার করে এই অপকর্মগুলি অনায়াসে চালিয়ে গেছেন। তিনি প্রধানমন্ত্রীর ছবিতে আপত্তিকর কথা লিখে শেয়ারও করেছেন।

Modasserul Haque Huda নামের আইডি থেকে বিএনপি অনলাইন উইং, বিএনপি সমর্থকগোষ্ঠী, ইরা চৌধুরী আইডি থেকে সরকার বিরোধী ও দেশ বিরোধী আপলোড করা ছবিসহ বিভিন্ন পোস্ট শেয়ার করে আসছেন। সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তিনি কেন এ সব অশ্লীলতা চালিয়েছেন তা কারও বোধগম্য নয়। অনেকে বলছেন, হুদার বেহুদা কারবারের সমুচিত জবাব দেওয়া উচিত। এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। ইতিমধ্যে হুদার এ বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে তিনি প্রশাসন থেকে সরকার দলীয় বিভিন্ন নেতাকার্মীদের কাছে নিজেকে বাঁচাতে দৌঁড়ঝাপ শুরু করেন।
এ বিষয়ে কলেজ শিক্ষক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা জানান, আমি অনেক সময় কলেজে ক্লাস নেয়ার সময় মোবাইল ফোনটি অফিস রুমে রেখে যায়। এ সময় কেউ আমার মোবাইল ফোন থেকে শেয়ার করেছে কিনা তা আমি বলতে পারব না।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতা হুদাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা সংকট: বাংলাদেশকে সহায়তা দিতে জাতিসংঘের বিশ্ব সম্মেলনের ডাক

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় আবারও বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে জাতিসংঘ। বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের দায়িত্ব ভাগ করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা। রাখাইন থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গার মানবিক সহায়তায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহে জাতিসংঘের তিন সংস্থা এক সম্মেলন আয়োজনেরও সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৩ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কুয়েত ও ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের এই প্রয়াসে সংহতি জানিয়ে সম্মেলনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক যুক্ত বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, জরুরি ত্রাণ সমন্বয়ক ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকোক ও আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক এজেন্সি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আওএম)-এর মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং এমন সম্মেলন করার পরিকল্পনা নিয়েছেন। ওই তিন সংস্থার প্রধান-এর যুক্ত বিবৃতিতে রোহিঙ্গা সঙ্কটকে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া সঙ্কট হিসেবে অভিহিত করেছেন। তারা এটাকে বড় একটি জরুরি মানবিক সঙ্কটও বলেছেন।

রাখাইনের সাম্প্রতিক সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের মতে, এ অঞ্চলে কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে বেশি সংখ্যাক ‘শরণার্থীর’ প্রবেশ। তাদের সহায়তা নিশ্চিতে বাংলাদেশ সরকার, স্থানীয় দাতব্য সংস্থা, স্বেচ্ছাসেবক, জাতিসংঘ ও এনজিওগুলো কাজ করে যাচ্ছে। কিন্তু এই সহায়তাকে যথেষ্ট মনে করছে না জাতিসংঘ। যুক্ত বিবৃতিতে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা, নিরাপত্তা ও মৌলিক আশ্রয় নিশ্চিতের প্রসঙ্গ উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়, অনেক স্থানে এখনও বিশুদ্ধ পানির সুবিধা নেই। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই। এতে আশ্রয়গ্রহণকারী ও স্থানীয়দের উভয়ের জন্য বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি।

জাতিসংঘ সম্প্রতি প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য ৪৩৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে। সোমবার এর তিন সংস্থার যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় নিশ্চিতে সীমান্ত খুলে দিয়েছে। পালিয়ে আসা মানুষদের জন্য নিশ্চিত করেছে নিরাপত্তা আর আশ্রয়। রোহিঙ্গাদের প্রতি স্থানীয়দের আর্তি আর উদারতা আমাদের হৃদয়ে নাড়া দিয়ে গেছে। এবার জেনেভায় মানবাধিকার সমন্বয় সংস্থা (ওসিএইচএ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী কমিশন ইউএনএইচসিআর সম্মেলনে বসছে। ওই বৈঠকে বিভিন্ন দেশের সরকার বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করবে। ভাগ করে নেবে দায়িত্ব।

সম্মেলনের সঙ্গে সংহতি জানিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন ও কুয়েত। তাদের দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই সঙ্কট সারা বিশ্বের সরকারগুলোর কাছে দায়িত্ব পালনের সংহতি ও এই দায় ভাগাভাগি করে নেয়ার সুযোগ এনে দিয়েছে। এ লক্ষ্যে একটি জয়েন্ট রেসপন্স প্লান এরই মধ্যে হাতে নেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কোটি টাকা টেন্ডারবাজির তদন্ত সম্পন্ন

আসাদুজ্জামান: সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কোটি টাকার এম.এস. আর সামগ্রীর দরপত্র আহবানে অনিয়ম নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হওয়ার পর অবশেষে উচ্চ পর্যায়ের একটি তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ তদন্ত টিমটি সিভিল সার্জন অফিসে অভিযোগকারী বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে সে দিনের অনিয়মের নানা তথ্য লিখিতভাবে জমা নিয়েছেন।

এর আগে গত ৬ আগষ্ট সরকার দলীয় যুবলীগ, ছাত্রলীগ ও তাঁতী লীগ ক্যাডারদের তান্ডবের মুখে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে দরপত্র জমা দিতে পারেন নি বেশিরভাগই ঠিকাদাররা। ক্যাডাররা তাদের সিডিউল কেড়ে নিয়ে নষ্ট করে দেয়। সিডিউল জমা দিতে না পেরে সে সময় মেসার্স শহিন এন্টার প্রাইজ, এস আর এন্টার প্রাইজ, মেসার্স শাহজান চৌধুরী, কোহিনুর মেডিকেল নামের চারটি ঠিকাদারী প্রতিষ্ঠান স্বাস্থ্য মহা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে সেখান থেকে বিভাগীয় /ডিডি /স্বাস্থ্য/ অধিঃ/ হিসাব/ এমএসআর/ সিএস/ সাতক্ষীরা/ ০১/২০১৭/২০১৮/৪৮/৬৪ তারিখ-২৬.০৯.১৭ স্মারকে স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ রওশন আনোয়ারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট্য একটি তদন্ত কমিটি গঠন করে দেন। এই কমিটির সদস্যরা সিভিল সার্জন অফিসে অভিযোগকারী বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের নানা তথ্য লিখিতভাবে তাদের কাছ থেকে জমা নিয়েছেন।
জানা গেছে, গত ৬ আগষ্ট সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগে ওষুধ, গজ ব্যান্ডেজ, কেমিক্যাল রিএজেন্ট, আসবাবপত্রসহ সাতটি আইটেম সরবরাহের বিপরীতে এক কোটি পনের লাখ টাকার টেন্ডার আহবান করেন সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান। এ জন্য ৯৭ টি সিডিউল বিক্রি হয়। এর মধ্যে জমা পড়েছে মাত্র ৬ টি টেন্ডার। ।
উপস্থিত ভুক্তভোগী ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, এমএসআর নীতিমালা অনুযায়ী ত্রিশ লক্ষ টাকার উপরে দরপত্রের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তিনটি স্থানে এই দরপত্র জমা দেওয়ার বিধান থাকলেও এক্ষেত্রে রহস্যজনকভাবে কেবলমাত্র সিভিল সার্জন অফিসের বাক্সে তা জমা দেওয়ার কথা বলা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ট্রেড লাইসেন্স দ্বারা দরপত্র আহবান, নিয়মবহিভর্ুৃতভাবে ১ কোটি টাকার প্রত্যয়ন পত্রের কার্যাদেশ চাওয়াসহ নানা অনিয়ম দূর্নীতি করা হয়েছে। যা গত তিন বছরে এ ধরনের অনিয়ম করা হয়নি। তারা জানান, সিভিল সার্জন ডাঃ তাওহিদুর রহমান একটি বিশেষ ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে তিনি এ অনিয়মের আশ্রয় নিয়েছেন। তারা আরো জানান, এই সিভিল সার্জন সাতক্ষীরায় যোগদানের পর থেকে এ পর্যন্ত যে কয়টি টেন্ডার আহবান করেছেন প্রত্যেকটিতে তিনি অনিয়মের আশ্রয় নিয়েছেন। ভুক্তভোগী ঠিকাদারসহ সাতক্ষীরা সচেতন মহল স্বাস্থ্য মহাপরিচালকের কাছে দূর্নীতিবাজ এই সিভিল সার্জনের বদলিসহ শাস্তির দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে সভিল সার্জন ডা. তাওহীদুর রহমান জানান, আমি সরকারী নিয়ম অনুযায়ীই টেন্ডার আহবান করেছিলাম। কোন অনিয়ম দূর্নীতির আশ্রয় নেয়নি। তিনি আরো জানান, তদন্ত টিম যথাযথভাবে তদন্ত করে চলে গেছেন। তারা আমাদের সামনে এ বিষয়ে কোন মন্তব্য করেননি। এ বিষয়ে জানার জন্য তদন্ত টিমের প্রধান খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ রওশন আনোয়ারকে তার ব্যবহৃত ০১৭১৫-০২৩৯০৫ নাম্বারের মোবাইল ফোনে বার বার ফোন দিলেও তিনি তার ফোনটি রিসিভ করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাইসিনা হিলসের সাউথ ব্লকের তৃতীয় তলার ২৪২ নম্বর কক্ষে আগুন জ্বলতে দেখা যায়।

ওই সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রটেকশন গ্রুপ সঙ্গে সঙ্গে খবর দেয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা গুরমুখ সিং জানান, কার্যালয়ে থাকা কম্পিউটারের ইউপিএস বিকল হয়েই আগুন লাগে। এতে সারা কক্ষ কালো ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই কক্ষ একজন বিভাগীয় অফিসার ব্যবহার করতেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়া ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত নারী অধিকার বিষয়ক চেঞ্জমেকার জাতীয় সম্মেলন অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী তাঁর (খালেদা জিয়া) ব্যবস্থা হবে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। গ্রেপ্তারি পরোয়ানাটা আমাদের কাছে এসে যখন পৌঁছে যাবে, তখন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মিয়ানমার সফরে তিনি রোহিঙ্গা ও সীমানা সংকট বিষয়ে আলোচনা করবেন।

আয়োজকরা জানান, দেশের ৪৮টি জেলায় পারিবারিক নির্যাতন বন্ধে ‘আমরাই পারি’ নামক কার্যক্রমে ১০ লাখের বেশি পরিবর্তনকামী মানুষ যুক্ত রয়েছে।

বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন বেগম। এ ছাড়া ১২ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঢাকার দুটি আদালত তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঢাকা মহানগর হাকিম নূর নবী মানহানির মামলায় এবং বিশেষ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট পৃথক মামলায় পরোয়ানা জারি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৬তম বিসিএসের ফল প্রকাশ (তালিকাসহ)

৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশের কথা জানানো হয়। ৩৬তম বিসিএসে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

ফলাফল কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এ ছাড়া টেলিটকের মাধ্যমে PSC36 Registration Numnber Send to 16222 নম্বরে এসএমএস পাঠালে ফলাফল পাওয়া যাবে। উদাহরণ: PSC 36123456 Send to 16222

৩৬ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৯২ টি, পুলিশ ক্যাডারে ১১৭ টি, কর ক্যাডারে ৪২ টি, পররাষ্ট্র ২০,
নিরীক্ষা ও হিসাব ১৫, কৃষি ৩২২, মৎস্য ৪৮, স্বাস্থ্য সহকারী সার্জন ১৮৭, পশু সম্পদ ৪৩ সহ ২৩২৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছ।
৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন। প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২ লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নিয়ে উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাঁদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন। চাকরি প্রার্থীরা মৌখিক পরীক্ষা দেওয়া শুরু করেন ১২ মার্চ থেকে। তা শেষ হয় ৭ জুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পানামা পেপারসের কারণে গাড়িবোমায় সাংবাদিক নিহত!

বিশ্বে আলোড়ন সৃষ্টি করা দুর্নীতির ফাঁস হওয়া নথি পানামা পেপারস নিয়ে রিপোর্ট করায় মালটার এক অনুসন্ধানী সাংবাদিক ও ব্লগার বাসার কাছেই গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় সন্দেহজনক কাউকে খুঁজে পাওয়া যায়নি।

ড্যাফনি কারুয়ানা গালিজিয়া নামের ৫৩ বছর বয়সী ওই সাংবাদিক সরকারের বিভিন্ন পর্যায়ে হওয়া দুর্নীতি নিয়ে লিখে খ্যাতি পেয়েছিলেন।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস –এর দেয়া তথ্য অনুসারে, চলতি বছরে এখন পর্যন্ত ড্যাফনিসহ ২৭ জন সাংবাদিক তাদের কাজের খেসারত হিসেবে খুন হয়েছেন।

বিবিসি ও এনডিটিভি জানায়, সোমবার স্থানীয় সময় বেলা ২.৩৫ মিনিটে ড্যাফনি তার ব্লগে নতুন একটি স্টোরি পোস্ট করেন। এর কিছু সময় পর বিকেল ৩টার দিকে বিদনিজা এলাকায় নিজ বাড়ি থেকে একটি ভাড়া গাড়ি নিজেই চালিয়ে বের হন তিনি। বাড়ি থেকে একটু সামনে আসতেই হঠাৎ গাড়িটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

তীব্র বিস্ফোরণে পিউগেট ১০৮ মডেলের গাড়িটির একেক অংশ একেক দিকে ছিটকে পড়ে। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, গাড়ির দুমড়ে মুচড়ে যাওয়া ওপরের অংশটি উড়ে গিয়ে ২০/২২ মিটার দূরের মাঠে পড়ে আছে।

হত্যাসরকারপক্ষের দুর্নীতি ও রাজনৈতিক অনিয়মের কাহিনী অনুসন্ধানের মাধ্যমে ফাঁস করে জনগণের কাছে সম্মান ও খ্যাতি পাওয়া ড্যাফনির মৃত্যুর ঘটনায় এই সংগঠনসহ ইউরোপ ও মালটার বিভিন্ন এনজিও তীব্র নিন্দা জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্লু হোয়েল: হাতে সুই দিয়ে ১০০ ছিদ্রের নির্দেশ

একে একে ‘ব্লু হোয়েল’ গেমসের ৬টি ধাপ পার করেছে ৮ম শ্রেণির এক ছাত্র। এরই মধ্যে ব্লেড দিয়ে হাত কেটে তিমি মাছও এঁকেছে সে। পরবর্তী ধাপে তাকে সুই দিয়ে হাতে ১শ’ ছিদ্র করতে বলা হয়। আর তা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছে ঐ ছাত্র।

এমনটাই দাবি করছে মাদারীপুরের রাজৈরে হাতে ব্লেড দিয়ে কেটে তিমি মাছ আঁকা ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের পরিবার। স্বজনরা জানান, এক সপ্তাহ আগে অনলাইন গেম ব্লু হোয়েল ডাউনলোড করে ঐ শিক্ষার্থী।

এ বিষয়ে তারা পুলিশের সাথে কথা বলেছে এবং অসুস্থ এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করেছে। ছেলেটির সাথে নিয়মিত কাউন্সেলিং চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গতকাল ১৬ অক্টোবর গাজীপুরের শ্রীপুরে ‘ব্লু হোয়েল’ গেমে আসক্ত ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের খোঁজ পাওয়া গেছে। সোমবার সকালে স্কুলে গেলে শিক্ষকেরা তার হাতে নীল তিমি সদৃশ ছবি আঁকা দেখতে পান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন জানান, সকাল থেকে সে ক্লাস করছিল। দুপুরের দিকে হঠাৎ সহপাঠীদের একজন তার হাতে কোনো কিছু আঁকা আছে দেখতে পেয়ে শিক্ষককে জানায়। পরে শিক্ষক তার শার্টের হাতা খুলে হাতে রক্তাক্ত তিমি সদৃশ ছবি দেখতে পান। তার ব্যবহৃত মোবাইলে ব্লেড দিয়ে কেটে কেটে তিমির ছবি আঁকার ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে।

এছাড়া, রাজধানীর মিরপুরের কাজিপাড়ায় ‘ব্লু হোয়েল’ গেম খেলে মো. সায়েম নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ওয়াইডব্লিউসিএ হাইয়ার সেকেন্ডারি গালর্স স্কুলের মেধাবি ছাত্রী “পূর্বা বর্ধন স্বর্ণার” মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ব্লু হোয়েল গেমটি আলোচনায় আসে।

বর্তমানে, ‘ব্লু হোয়েল’ সার্চে ২য় অবস্থানে আছে বাংলাদেশ। গুগল ট্রেন্ডজ জানাচ্ছে, গত ১২ মাসে গুগলে ‘ব্লু হোয়েল’ সার্চে বাংলাদেশ বিশ্বের ২য় শীর্ষ দেশ। আর এ বিষয়টি নিয়ে আতঙ্কে আছে অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল জায়গায় ব্লু হোয়েল গেইমের সব লিঙ্ক বন্ধ করতে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সাথে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ ধরনের সব গেম অবিলম্বে বন্ধের নির্দেশও দিয়েছেন আদালত ।

আগামী ছয় মাসের মধ্যে ব্লু হোয়েল বন্ধ করতে বিটিআরসিকে নির্দেশ হাইকোর্টের। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest