শ্রীলঙ্কাকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু কুড়ি ওভারের সিরিজের প্রথম ম্যাচে সফরকারীরা দাঁড়াতেই পারেনি ভারতের সামনে। মাত্র ৮৭ রানে অলআউট হয়ে হেরেছে ৯৩ রানে। কাট্টাকের ম্যাচে ভারতের ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করা ১৮০ রানের জবাবে ১৬ ওভারে গুটিয়ে যায় লঙ্কানরা। যাতে তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০তে।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতকে শক্ত ভিত দিয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। আউট হওয়ার আগে ১৩ বলে করেন তিনি ১৭ রান। তিনি আউট হলেও আরেক ওপেনার লোকেশ রাহুল এগিয়ে নিয়েছেন ভারতকে। হাফসেঞ্চুরি পূরণ করে এই ব্যাটসম্যান ৪৮ বলে করেন ৬১ রান। তার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির ২২ বলে হার না মানা ৩৯ ও মনিশ পান্ডের ১৮ বলে অপরাজিত ৩২ রানের ওপর ভর দিয়ে ভারত ৩ উইকেটে করে ১৮০ রান।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা হারায় নিরোশান ডিকবিলার (১৩) উইকেট। এরপর উপুল থারঙ্গা (২৩) ও কুশল পেরেরা (১৯) খানিক প্রতিরোধ গড়লেও টিকতে পারেননি বেশিক্ষণ। থারাঙ্গা আউট হলে ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন। যুজবেন্দ্র চাহাল (৪/২৩) ও কুলদীপ যাদবের (২/১৮) স্পিনের সঙ্গে হার্দিক পান্ডিয়ার (৩/২৯) পেসে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ-ভারত ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ আজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে দুই শিরোপা প্রত্যাশী বাংলাদেশ ও ভারত। প্রথম দুই ম্যাচ জিতে দু দলই আগামী রবিবারের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তার আগেই অবশ্য মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী। আজ বাংলাদেশ-ভারত ম্যাচ হতে যাচ্ছে ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

ভারতের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে। গত বছর তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক পর্বের লিগ পর্যায়ে ৩-১ গোলে জেতার পর ফাইনালে ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

নেপাল আর ভুটানকে ৬-০ আর ৩-০ গোলে হারিয়ে স্বচ্ছন্দে ফাইনালে ওঠা স্বাগতিক দলের লক্ষ্য টানা তৃতীয় জয়। কোচ গোলাম রব্বানী ছোটনের কথা, ‘আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই। আগামীকাল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’ আগের ম্যাচে ভারত ১০-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়েছে। কোচ অবশ্য এনিয়ে তেমন চিন্তিত নন, ‘ম্যাচটা দেখেছি, দ্বিতীয়ার্ধে নেপালের কেমন যেন গা-ছাড়া ভাব ছিল। মনে হচ্ছিল তারা যেন খেলার মধ্যে নেই, যে কারণে গোল ব্যবধান বাড়িয়ে নিতে পেরেছে ভারত।’

প্রথম দুই ম্যাচের মতো ভারতের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলার সংকল্প কোচ ছোটনের, ‘আমাদের খেলার ধরন একই থাকবে। ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমরা আক্রমণাত্মক খেলবো। সব ম্যাচ জিতেই ফাইনাল খেলতে চাই।’

এই ম্যাচে অবশ্য না-ও খেলতে পারেন তহুরা খাতুন। নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ডের কুঁচকিতে সমস্যা। তহুরা না খেললে একাদশে আসতে পারেন সাজেদা খাতুন।

ভারত মাঠে নামবে প্রতিশোধের লক্ষ্য নিয়ে। দলটির কোচ মায়মল রকির মন্তব্য,  ‘ফাইনাল নিশ্চিত করলেও ম্যাচটি আমরা গুরুত্বের সঙ্গে খেলবো। আমরা পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবো। আগে দুবার বাংলাদেশের কাছে হেরেছি। বলা যায় না, এবার প্রতিশোধ নিতেও পারি!’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সন্তুষ্ট প্রার্থীরা

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরুর আগে থেকেই রংপুরের কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি দেখা গেছে। কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করেই তারা ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর না থাকায় ভোটারদের মধ্যে আনন্দমুখর পরিবেশ দেখা যাচ্ছে। সমানতালে ভোট দিতে লাইন ধরছেন নারী ও পুরুষ ভোটাররা। কেন্দ্রগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।

সকাল ৮টা ৪৫ মিনিটে মাহীগঞ্জের দেওয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে কিনা সেব্যাপারে বাবলা শঙ্কাও প্রকাশ করেছেন।

সকাল ৯টা ২১ মিনিটে নগরীর আলমনগর কলেজরোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে। কোনও ধরনের অস্বস্তিকর পরিস্থিতির খবর পাইনি। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন।’

এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর নিউ সেনপাড়ায় শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনিও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই নির্বাচন হলো নির্বাচন কমিশনের পরীক্ষা। এর মাধ্যমে তাদের প্রমাণ করতে হবে যে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারে।  কাজেই এই নির্বাচন সুষ্ঠু হবে।’

প্রায় একই সময় গুপ্তপাড়ায় সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন সিপিবি-বাসদের প্রার্থী আব্দুল কুদ্দুস। তিনিও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশনে (রসিক) দ্বিতীয় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এর আগে ২০১২ সালের ২০ ডিসেম্বর রসিকে প্রথম ভোট হয়। এবার নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রে ১ হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার ভোট দেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, মধ্যরাতে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় যেকোনো প্রকার দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে ঘন কুয়াশা কেটে গেলেই আবার ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে পাড়ের অপেক্ষায় থাকা যাত্রীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলিউডের যে তারকারা গিনেস রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন

বলিউডের অনেক তারকা আছেন যারা নিজেদের পেশার বাইরেও জড়িত আছেন বিভিন্ন পেশায়। যেমন প্রচারণা, বা কেউ নিজের কোন সৃষ্টির জন্য। দেখা যাক এবার বলিউডের যে সব তারকারা নিজেদের নাম লিখিয়েছেন গিনেস রেকর্ড বইয়ে।

অমিতাভ বচ্চন: ‘অমিতাভ বচ্চন’ নামই যার বিশেষণ। বলিউডে দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন এই অভিনেতা। বলিউড পাড়ায় সে বিগ বি এবং শাহেনশাহ নামেও পরিচিত। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড সিনেমা জগতে “রাগী যুবক” হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন।

গুণী এই অভিনয় শিল্পীর নাম উঠেছে গিনেস রেকর্ড বইয়ে। তবে শুনে হয়তো অনেকে অবাক হবেন যে অভিন্যের জন্য নয় বরং গানের জন্য গিনেস রেকর্ড বইয়ে নাম তার। হনুমান চল্লিশার একটি ভার্সন আয়োজন করেছিলেন শেখর রবজিয়ানি। সেখানে গান গেয়েছিলেন তিনি। অমিতাভ ছাড়া আরও ১৯ জন গলা মিলিয়েছেন সেখানে।

শাহরুখ খান: কিং খান বলে কথা। সারা বিশ্ব যাকে নিয়ে মেতে আছে তার নাম গিনেস রেকর্ড বইয়ে থাকবে না তা কি করে হয়। শত হউক বলিউড বাদশা বলে কথা। গিনেস বুকে স্থান করে নিয়েছেন বলিউডের কিং অব রোমান্স শাহরুখ। তিনি ২০১৩ সালে তিনি সবচেয়ে বেশি আয় করেছিলেন। পারিশ্রমিকের জন্যই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন। তাঁর আয় ছিল ২২০.৫ কোটি টাকা।

আশা ভোঁসলে: বলিউডে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি একক গান গেয়েছেন আশা ভোঁসলে। মোট ১১ হাজার একক গান গেয়েছেন তিনি। আর জন্যই নিজের নাম উঠিয়েছেন রেকর্ড বইয়ে। ১৯৪৭ সাল থেকে তিনি ২০টি ভারতীয় ভাষায় গান গাইছেন। ২০১১ সালে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পান।

কুমার শানু: একদিনে সবচেয়ে বেশি গান রেকর্ড করার রেকর্ড গড়েছেন কুমার শানু। ১৯৯৩ সালে এই কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছেন তিনি। একদিনে তিনি ২৮টি গান রেকর্ড করেছিলেন।

অভিষেক বচ্চন: বাবার পাশাপাশি ছেলেও নিজের নাম যুক্ত করেছেন গিনেস ওয়ার্ল্ডএ। তবে অভিনয় বা গানের জন্য নয় ‘দিল্লি ৬’-এর প্রোমোশনের সময় এই রেকর্ড করেন তিনি। ১২ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি বার পাবলিক অ্যাপেয়ারেন্স করার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন অভিষেক। গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ, চণ্ডীগড় ও মুম্বইয়ে পাবলিক অ্যাপেয়ারেন্স করেন তিনি। অভিষেকের আগে এই রেকর্ড ছিল জার্মান অভিনেতা জর্জেন ভোগেল ও ড্যানিয়েল ব্রোহির দখলে।

এবার আসা যাক বলিউডের নায়িকাদের প্রসঙ্গে যারা তাদের নাম উঠিয়েছেন গিনেস রেকর্ড বইয়ের পাতায়।

ক্যটরিনা কাইফ: এখন বলিউডের সবচেয়ে আয় করা নায়িকাদের মধ্যে ক্যাটরিনা অন্যতম। সবচেয়ে বেশি উপার্জন করা নায়িকা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন ক্যাটরিনা। ২০১৩ সালে তাঁর আয় ছিল ৬৩.৭৫ কোটি টাকা।

সোনাক্ষী সিনহা: মুম্বাইয়ের প্যালাডিয়ামে এক সঙ্গে প্রায় কয়েক হাজার মহিলা বসে নেলপলিশ পরে রেকর্ড গড়েছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন সোনাক্ষী সিনহা। সেই কারণে গিনেস বুকে নাম উঠেছিল নায়িকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেরুজালেম নিয়ে জাতিসংঘে ভোট, যুক্তরাষ্ট্রে হুমকি!

ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সমালোচনা করে জাতিসংঘে একটি প্রস্তাবে বৃহস্পতিবার ভোটাভুটি হবে। যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে বলেছে, ওই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া দেশগুলোকে নজরে রাখবে যুক্তরাষ্ট্র।

বিবিসির খবরে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে ভোট দেওয়া দেশগুলোর’ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে প্রতিবেদন দিতে বলেছেন।

এর আগে গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জেরুজালেম প্রশ্নে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে মিশর। নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে ভেটো দেওয়ায় ওই প্রস্তাব বাতিল হয়ে যায়। এরপর আরব ও মুসলিম দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ জেরুজালেম ইস্যুতে জরুরি বিশেষ অধিবেশনের আয়োজন করেছে। ওই অধিবেশনের আগে যুক্তরাষ্ট্রের স্থায়ী দূত নিকি হ্যালি এ সতর্কবার্তা দিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘ তদন্তকারীকে ঢুকতে দেবে না মিয়ানমার

মিয়ানমারের সরকার বলছে, তারা জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী ইয়াংহি লি-কে আর সে দেশে ঢুকতে দেবে না।

এক বিবৃতিতে মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার মিজ লি বলছেন, মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা তাকে আর সহায়তা করবে না।

তিনি বলেন, তাকে মিয়ানমারে ঢোকার অনুমতি না দেয়ার মধ্য দিয়ে “এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রাখাইন প্রদেশে নিশ্চয় শোচনীয় কোন ঘটনা ঘটছে।”

আগামী মাসে ইয়াংহি লি’র মিয়ানমার যাওয়ার কথা ছিল। ঐ সফরের সময় রাখাইনে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনসহ মিয়ানমারের সার্বিক মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করার কথা ছিল। সর্বশেষ তিনি মিয়ানমার গিয়েছিলেন গত জুলাই মাসে।

এর পরপরই রাখাইন থেকে রোহিঙ্গারা ব্যাপক সংখ্যায় পালাতে শুরু করেন।

এ সপ্তাহের গোড়াতে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য মিয়ানমারের ঊর্ধ্বতন সামরিক নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইনি লড়াইয়ে মুখোমুখি আ’লীগ-বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিদেশে জিয়া পরিবারের সম্পদ নিয়ে বক্তব্য রাখার কারণে গত মঙ্গলবার ওই উকিল নোটিশ পাঠানোর পর গতকাল বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উকিল নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার এই বক্তব্যের জন্য ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে সংবাদমাধ্যমে তা প্রচারের ব্যবস্থা করতে হবে। ৩০ দিনের মধ্যে সেটি করা না হলে ক্ষতিপূরণ আদায় করতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

খালেদা জিয়ার এই উকিল নোটিশ নিয়ে আওয়ামী লীগে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের পক্ষ থেকে গতকাল বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে ওই উকিল নোটিশ প্রত্যাহার করা না হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্য দিয়ে রাজনীতির মাঠের প্রধান দুই প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপি আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়ায়, তা নিয়ে সব মহলে এরই মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়েছে। রাজপথের বৈরিতা, পাল্টাপাল্টি অভিযোগ ও বক্তৃতা-বিবৃতির বদলে দুই প্রধান দল আইন-আদালতমুখী হয় কি-না সেটি দেখার অপেক্ষায়ও রয়েছেন সবাই।

খালেদা জিয়ার উকিল নোটিশ পাঠানোর বিষয়টি অবহিত করে গতকাল দলের এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রী যেসব অভিযোগ উত্থাপন করেছেন, সেগুলো প্রমাণ করতে না পারলে বিএনপি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। অভিযোগ প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করতে না পারায় খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ তথ্যপ্রমাণ ছাড়া ভিত্তিহীন কোনো তথ্য প্রচার করে না। আওয়ামী লীগ কোনোদিন কোনো বানোয়াট কথা বলে না, ভিত্তিহীন তথ্য দেয় না। আর লিখিত বক্তব্যে দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই উকিল নোটিশ দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের কয়েকটি সংবাদমাধ্যমে বিদেশি একটি প্রতিবেদনের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশে দুর্নীতি মামলায় বিচারের মুখে থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে সৌদি আরবে। এরপর কম্বোডিয়া সফরের বিভিন্ন দিক তুলে ধরতে গত ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন।

নোটিশে যা বলা হয়েছে : গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হয়ে তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এই উকিল নোটিশ পাঠান। রেজিস্টার্ড ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় উকিল নোটিশটি পাঠানো হয়। নোটিশে খালেদা জিয়া ও তার ছেলেদের সম্পর্কে শেখ হাসিনা যে অভিযোগ এনেছেন তাকে সাজানো, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিদ্বেষমূলক আখ্যা দেওয়া হয়।

এতে বলা হয়, খালেদা জিয়ার সুনাম বিনষ্ট করার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অভিযোগ এনেছেন শেখ হাসিনা। এ অভিযোগ খালেদা জিয়ার প্রতি অবমাননা ও ঘৃণার সৃষ্টি এবং তাকে হাস্যকর করার জন্য করা হয়েছে। খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য এবং নিজের রাজনৈতিক সুবিধার জন্য এ অভিযোগ সাজানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে নোটিশে।

নোটিশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আরও বলা হয়, ‘আপনার এই বেপরোয়া ও বিদ্বেষপূর্ণ কটূক্তি একাধারে পরনিন্দা, অপবাদপূর্ণ ও মানহানিকর, যা খালেদা জিয়ার সর্বোচ্চ সুনাম, সম্মান, সততা এবং মর্যাদাকে বিনষ্ট করার এবং দেশ-বিদেশে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে খাটো করার হীন উদ্দেশ্যে করা হয়েছে। এই মানহানিকর বিবৃতির কারণে অপূরণীয় লোকসান ও ক্ষতি হয়েছে, যার জন্য আইনত আপনি দায়ী।’

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকালের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সম্প্রতি জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রী যেসব অভিযোগ উত্থাপন করেছেন, সেসব অভিযোগ প্রমাণ করতে না পারলে বিএনপি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। দুঃখজনকভাবে তারা মুখে নানা কথা বললেও অভিযোগ প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। তাই দলীয় অঙ্গীকার অনুযায়ী খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন তারা।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এবং তার ছেলেদের সম্পর্কে যে অভিযোগ করা হয়েছে, তা সাজানো ও বিদ্বেষমূলক। পরিচ্ছন্ন ভাবমূর্তির জনপ্রিয় নেতা খালেদা জিয়ার সুনাম নষ্ট করতে এ অভিযোগ করা হয়েছে।

এ সময় আইনি নোটিশে স্বাক্ষরকারী ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন জানান, নোটিশের মাধ্যমে তারা খালেদা জিয়ার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। আইনি নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সব জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায়, ইলেক্ট্রনিক মিডিয়া, অনলাইন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আউটলেটে যথাযথভাবে প্রকাশ ও প্রচার করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৫-এর সামনে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার উকিল নোটিশ পাঠানোর কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, বিদেশে খালেদা জিয়ার কোনো শপিং মল বা সম্পদ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য খালেদা জিয়ার জন্য মানহানিকর।

আইনগতভাবেই মোকাবেলা: মতিয়া চৌধুরী

শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া আইনি নোটিশ দিয়েছেন। আওয়ামী লীগ আইনিভাবেই বিষয়টি মোকাবেলা করবে।

এ সময় লিখিত বক্তব্যে দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, যে সময় খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি দেশে-বিদেশে ফলাও করে প্রচার হচ্ছে, দুর্নীতির মামলায় তাদের শুনানি চলছে, ঠিক এ সময়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই খালেদা জিয়া আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। খালেদা জিয়াকে অবিলম্বে এই আইনি নোটিশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ১২টি দেশে খালেদা জিয়া ও তার পরিবারের এক হাজার দুইশ’ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ এসেছে। এ সময় তিনি ২০০১ সাল-পরবর্তী বিভিন্ন সময়ে খালেদা জিয়া ও তার পরিবারের ‘দুর্নীতি ও অর্থ পাচারে’র বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, খালেদা জিয়া জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। দুর্নীতি ও অর্থ পাচারের জন্য খালেদা জিয়াকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

বিদেশে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের অর্থ বিনিয়োগের অভিযোগ বিষয়ে আওয়ামী লীগের কাছে কোনো তথ্যপ্রমাণ আছে কি-না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, অবশ্যই তথ্যপ্রমাণ আছে। তাছাড়া বিভিন্ন অনলাইনে এই বিষয়টি প্রকাশিত হয়েছে।’

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘উকিল নোটিশ এখনও তাদের কাছে পৌঁছেনি। গণমাধ্যম থেকে তারা নোটিশের বিষয় জানতে পেরেছেন। নোটিশ পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন একেএম এনামুল হক শামীম, ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, ড. আবদুস সোবহান গোলাপ, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, মারুফা আখতার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ। সমকাল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest