বিতর্কিত সংস্থা স্টাফ নিষিদ্ধ ও এর সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বুধবার

প্রেস বিজ্ঞপ্তি : সরকারের বিভিন্ন সংস্থার তদন্তে স্বাধীনতা বিরোধী জামাত-শিবির চক্র পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা স্টাফ এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও মৌলবাদী রাজনৈতিক মতাদর্শ প্রচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংস্থাটির সকল কার্যক্রম বন্ধ ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ বুধবার সকাল ১০ টায় নিউ মার্কেট মোড়স্থ শহিদ আলাউদ্দীন চত্বরে মুক্তিযদ্ধের স্বপক্ষের ছাত্র-জনতার এক মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের মুক্তিযোদ্ধা, অভিভাবক, শিক্ষার্থী ও জনসাধারণকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় পাথর বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ৪

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক রাস্তারর পার্শ্ববর্তী চায়ের দোকানে উল্টেপড়ে এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ভোমরা বন্দরের সোনালী ট্রান্সপোর্টের সামনের জাহাঙ্গীরের চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম উজ্জল হোসেন। তার বাড়ি খুলনার পাইকগাছায়।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিক সড়কের পার্শ্ববর্তী জাহাঙ্গীরের চায়ের দোকানে উল্টে পড়ে। এতে একজন নিহত ও ৪জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মামুন হত্যাসহ ১২ মামলার আসামি আজাদ ও ছাত্রদল নেতা সনজু আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ ১২ টি নাশকতা মামলার আসামী জামায়াত নেতা আবুল কালাম আজাদ ও কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজুকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন হত্যাসহ ১২ টি নাশকতা মামলার আসামী জামায়াত নেতা আবুল কালাম আজাদকে তার বাড়ি সদর উপজেলার বাবুলিয়া থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি নাশকতার মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় উগ্রবাদ ও জঙ্গিবাদ নিরসনে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় প্রকল্প বাস্তবায়নে অর্জন, চ্যালেঞ্জ ও শিক্ষণ বিষয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অগ্রগতি সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল লতিফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, অধ্যক্ষ আব্দুল হামিদ, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা উপ-পরিচালক তোজোম্মেল হক প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন আনিছুর রহিম, আলতাপ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ ভাগ তরুণ। তাই উগ্রবাদ ও জঙ্গিবাদ রুখতে উগ্রবাদ ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। বাংলাদেশের সকল জেলার মধ্যে অন্য চোখে দেখা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামাতের তান্ডবে জঙ্গিবাদি জেলায় পরিচিতি পাওয়ায় আজ সাতক্ষীরার বহু মেধাবী সন্তান বহুদিন বিসিএস ক্যাডার হতে পারেননি এবং সরকারি চাকুরীতে প্রমোশন পাচ্ছেন না। ইসলামসহ সকল ধর্মে উগ্রবাদ ও জঙ্গিবাদ সমর্থন করেনা। জেলার ইমাম ও ওলামারা যদি মসজিদের খুৎবায় ও ইসলামী জলসায় উগ্রবাদ ও জঙ্গিবাদের কুফল তুলে ধরে তাহলে দ্রুত উগ্রবাদ ও জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা। দেশের উন্নয়নে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই দেশের উন্নয়নে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি। প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন রুপান্তরের প্রোগ্রাম সমন্বয়কারী শাহাদত হোসেন বাচ্চু। এসময় প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ঈমামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশ নেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ^াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমার যৌথ কমিটি গঠন

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে ৩০ সদস্যের যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করেছে বাংলাদেশ ও মিয়ানমার। দুই দেশের পররাষ্ট্রসচিব এ যৌথ ওয়ার্কিং কমিটির নেতৃত্ব দিবেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ের বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ আটক ৩

আশাশুনি ব্যুরো: আশাশুনি ও কালিগজ্ঞ পুলিশের যৌথ অভিযানে আশাশুিনতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ ৩জন মাদক পাচারকারিকে আটক করা হয়েছে। জানাগেছে মঙ্গলবার ভোর ৪ টা ৪০ মিনিটে আশাশুনি থানার
সোদকোনা গ্রামের আছাফুর রহমানের বাড়ীর সামনে রাস্তা থেকে তিন মাদক
ব্যাবসায়ী ঢাকার বংশাল থানার ১১৩/সি হাজি ওসমান গনি রোড, আলু বাজার এলাকার জমির হোসেনের পুত্র মানিক হোসেন(২৯), একই এলাকার মৃত মতিয়ার ররহমানের পু্ত্র আলাউদ্দীন সরদার(২৮) ও হাজিরহাটের চাওলার মৃত কাসিম ফকিরের পুত্র মিজানুর ররহমান(৩১)কে সহ ৭৮৭ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাক আটক করে। আটককৃতেদর
বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ১৩ নং আইনে মামলা হয়েছে । গ্রেফতারকৃত
ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ শাদিলুল ইসলাম শাহীন জানান,
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, অতিরিক্ত
পুলিশ সুপার কে,এম, আরিফুল হক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সিনিয়র সহকারী পুলিশ
সুপার (দেবহাটা সার্কেল) জনাব মির্জা সালাহউদ্দিন মহদয়ের সরাসরি তত্ত্বাবধানে
ওসি কালিগঞ্জ জনাব সুবির দত্ত এবং ওসি আশাশুনি শাহিদুল ইসলাম শাহীনের
নেতৃত্ত্বে, কালিগঞ্জ থানার এসআই বিএম লিয়াকত আলী, এসআই প্রকাশ, এএসআই সুজিত
এবং আশাশুনি থানার এসআই বিশ্বজিত, এএসআই ফারক হোসেন, এএসআই উস্তার, এএসআই কামরুল, এএসআই আসলামসহ উভয় থানার সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে মঙ্গলবার ভোর ০৪.৪০ মিনিটে আশাশুনি থানার সোদকোনা গ্রামের আছাফুর্ এর বাড়ীর সামনে
রাস্তা হতে তিন মাদক ব্যাবসায়ীসহ ৭৮৭ বোতল ফেন্সিডিল ও ট্রাক (যার নং ঢাকা মেট্রাে ট-১৮৭৭৯৫) আটক
করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদ সদস্য গোলাম মোস্তফা আর নেই

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ।

আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহে….. রাজিউন)।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এবং গাইবান্ধা জেলার পুলিশ সুপার মাশরুকুর খালেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৮ নভেম্বর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন এমপি গোলাম মোস্তফা। এরপর তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

এমপি গোলাম মোস্তফার প্রথম জানাজার নামাজ সংসদ ভবনে এবং দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের চণ্ডীপুরে অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অত্যন্ত ভালোবাসেন, তাই একটু করে খাচ্ছেন মৃতা মাকে!

পৃথিবীতে কত রকমের ঘটনাই ঘটে চলেছে প্রতিনিয়ত। এমনি একটি ঘটনার কথা শুনলে সবাই হতভম্ম হয়ে যাবেন।

এটি ব্রিটেনের একটি ঘটনা। এই মাতৃপ্রীতির ব্যাপারটা একটু আলাদা। মা মৃত্যু বরণ করেছে অনেক আগেই। তাকে শেষকৃত্যও করা হয়েছে। আছে শুধু চিতাভস্ম।

মেয়ে ডেবরা পারসন শোকে আকুল। এখন তিনি দাবি তুলেছেন, মৃত মায়ের সেই চিতাভস্ম খাবেন। সরাসরি মায়ের মাংস ভক্ষণ করছেন না তিনি। মায়ের চিতাভস্ম খাবারের সঙ্গে মিশিয়ে চলতি বছরের মে মাস থেকে চলছে ভোজনপর্ব। ডেবরা পারসনের শোকের এই উদ্ভট বহিঃপ্রকাশ দেখে বিস্মিত না হয়ে উপায় আছে কি?

ডেবরা পারসন সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন মা ডোরিয়ান মে মাসে মারা যান। ক্রিসমাসে সেই চিতাভস্ম খেয়ে শেষ করতে চান তিনি।

অবশ্য ইতোমধ্যে সেই চিতাভস্ম খাওয়া শুরুও করে দিয়েছেন ৪১ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ডেবরা পারসন। তিনি জানিয়েছেন, চিতাভস্ম খেতে তার খারাপ লাগে না।

চলতি বছরই প্রথম ডেবরা মায়ের সঙ্গ ছাড়া ক্রিসমাস কাটাবেন। ডেবরা জানান, মাকে প্রতি মুহূর্তে নিজের মধ্যে অনুভব করতে চান। তিনি মনে করছেন, এভাবেই মায়ের কাছাকাছি যেতে পারবে সে। আর সে কারণেই এই বিশেষ ‘ভোজের’ পরিকল্পনা।

ডেবরা নিজের ছেলেকে ১৯৯৬ সালে হারিয়েছেন। তার মা সে সময় ডেবরাকে আগলে রেখেছিলেন। মায়ের কারণেই ছেলের শোক ভুলতে পেরেছিলেন ডেবরা। এখন তার মাও তাকে ছেড়ে চলে গেছেন এ কারণে সেই শূন্যতা পূরণ করতে এই ধরনের আজব ইচ্ছা পোষণ করেছেন তিনি। ডেবরার প্রেমিকও নাকি এই কাজকে সমর্থন করছেন।

উল্লেখ্য, তার মা ডোরিয়ান মে মাসে চলে যান পৃথিবী ছেড়ে।

এই ঘটনা নিয়ে মিডিয়াপাড়ায় ইতোমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest