সর্বশেষ সংবাদ-
প্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভা

গাঁজার পক্ষে সাফাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার

মারাত্মক মাদক গাঁজা বা মারিজুয়ানার মধ্যেও আছে প্রকারভেদ। শুক্রবার প্রকাশিত একটি রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই মারিজুয়ানা মাদকের মধ্যে মেডিক্যাল মারিজুয়ানা ক্যানাবিডিওল বা সিবিডি মোটেই ক্ষতিকারক নয়। বরং রোগীর পক্ষে আরামপ্রদ।

ক্যান্সার, পক্ষাঘাত, অ্যালঝাইমার, পার্কিনসন্সের মতো রোগে চমৎকার কাজ দেয় সিবিডি। এর নিয়মিত ব্যবহার রোগীকে আরাম দেয় এবং তাকে এই ওষুধের প্রতি নেশাগ্রস্তও করে না। দীর্ঘ দিন ধরেই সিবিডির কার্যকরিতা নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। অবশেষে এই সিদ্ধান্তে এসেছেন তারা।

তবে আগামী বছরে সিবিডি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনার পরই বিশ্বজুড়ে চিকিৎসকদের তা ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে। এদিনের রিপোর্টে ফেন্টানিল নামে একটি সিন্থেটিক ওপিওড বা ওষুধ ব্যবহারে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমেরিকায় এই ওষুধ নিয়ে বহু লোক নেশাগ্রস্ত হয়ে মারা গিয়েছেন, অনেকে মৃত্যুমুখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে বিজয় দিবসে শিশু ক্লাব সদস্যদের সচেতনতামুলক পথনাটক

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার কুশখালীতে বিজয় দিবস উপলক্ষে শিশু ক্লাব সদস্যদের সচেতনতামুলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় পথনাটক মঞ্চায়িত হয়।

কুশখালী ইউনিয়ন শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোছা. মনজুরা খানম ইতি সচেতনতামুলক পথনাটক “ওপেন্টি বায়োস্কোপ” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিকদার আবুল কালাম আজাদ, সহকারি প্রধান শিক্ষক শেখ শহিদুর রহমান, সহকারি শিক্ষক সন্দীপ মন্ডল, সুরাইয়া পারভীন, সাংবাদিক মো. নাজমুল আরেফিন, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন, আবদুল আলীম, মনিরা খাতুন, এ্যাডমিন অফিসার শারমিন খাতুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিম শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবদের জয়

বোলিং করেননি সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নামারও সুযোগ হয়নি তার। শনিবার টি-টেন লিগে মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার অবশ্য জয় নিয়ে। ডাকওয়ার্থ-লুইস মেথডে টিম শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে সাকিবের কেরালা কিংস। টিম শ্রীলঙ্কা ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১১২ রান। জবাবে বৃষ্টি নামায় কেরেলার লক্ষ্য ঠিক হয় ৮ ওভারে ৯১, যা ১১ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে টপকে যায় সাকিবরা।

টিম শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ২৪ বলের ইনিংসে তিনি মেরেছেন ৪টি চার ও একটি ছক্কা। ভানুকা রাজাপাকশে করেন ১৬ বলে ২৬ রান। আর রামিথ রাম্বুকেলা ৬ বলে অপরাজিত ছিলেন ২০ রানে। তাদের এই ইনিংসে টিম শ্রীলঙ্কা স্কোরে জমা করে ১১৩ রান।

যদিও বৃষ্টি নামলে কেরালার লক্ষ্য ঠিক হয় ৮ ওভারে ৯১। ক্যারিবিয়ান ঝড়ে সেটা টপকে যেতে কোনও অসুবিধাই হয়নি সাকিবের দলের। ওপেনিংয়ে নেমে চ্যাডউইক ওয়াল্টন ২১ বলে করেন ৪৭ রান। তার চেয়েও ভয়ঙ্কর ছিলেন কিয়েরন পোলার্ড। হার্ডহিটার এই ব্যাটসম্যান ১২ বলে অপরাজিত ছিলেন ৪০ রানে। টর্নেডো ইনিংসটি তিনি সাজিয়েছেন ৬ ছক্কায়। ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে শহর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সভাপতি রফিকুল আলম বাবু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন হোসেন শিকদার, শেখ আজিজুর রহমান সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, শহর যুবদলের আহবায়ক শাহিনুজ্জামান শাহীন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক, সদর থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি বাবলু, পৌর মৎস্যজীবী দলের আব্দুল হামিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের বিজয় দিবস উদযাপনের সংবাদ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ওসংস্থার মহান বিজয় দিবস উদযাপনের আরও কিছু সংবাদ-

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট
মহান বিজয় ২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে পলিটেকনিক ইন্সটিটিউট এর হলরুমে একাডেমীক ইনচার্জ ড.এম.এম নজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান কম্পিউটার মো. ফারুক হোসেন, বিভাগীয় প্রধান ইলেকট্রনিক্স প্রকৌশলী অলোক সরকার, ট্যুরিজম বিভাগীয় প্রধান ছিদ্দিক আলী প্রমুখ। আলোচনাসভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনামুল হাসান।

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কনফারেন্স রুমে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চীফ ইন্সস্ট্রাটর প্রকৌশলী মো. মশিউর রহমান, চীফ ইন্সস্ট্রাটর প্রকৌশলী ফেরদৌস আবেদীন, ইন্সস্ট্রাটর মাহবুবুর রহমান, ইন্সস্ট্রাটর শেখ আব্দুস সালাম, ইন্সস্ট্রাটর আনিছুর রহমান, মো. শরিফুল ইসলাম প্রমুখ। আলোচনাসভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইন্সস্ট্রাটর রঞ্জন কুমার সরকার, মোস্তফা আলী বিল্লাহ, শেখ আব্দুল আলিম, শংকর কুমরি প্রসাদ দত্ত, জুনিয়র ইন্সস্ট্রাটর মো. মাসুদ রানা, মো. অজিহার রহমান, মো. রাজিব হোসেন, শেখ ফয়সাল হোসেন, মো. শাহাদত হোসেন, আবু জোবায়েদ মৃধা, মো. হাবিবুল্লাহসহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়
মাহফিজুল ইসলাম আককাজ : মহান বিজয় দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে হলরুমে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা, সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান, মো. আবুল খায়ের, মো. আলাউদ্দিন, দীপা সিন্ধু তরফদার, মো. হাবিবুল্লাহ, বাবলু স্বর্ণকার, মো. ওয়ালিদুর রহমান, মো. আব্বাস আলী সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. আনিসুর রহমান ও হাবিবুল্লাহ।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীর সেঁজুতি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য মো. আব্দুর রহিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব জ্যোন্সা আরা, যুগ্ম আহবায়ক মেহেদী আলী সুজয়, ফরিদ হোসেন, জাহাঙ্গীর হোসেন ও আব্দুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা প্রশাসনের বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবার সংবর্ধনা

মাহফিজুল ইসলাম আককাজ : মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সাবেক কমান্ডার এনামুল হক বিশ^াস, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি প্রমুখ। ২শ’৫০ জনকে সংবর্ধণা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও পুরস্কার বিতরণী

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও লেডিস ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পত্মী মিসেস সেলিনা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জেলা লেডিস ক্লাবের সহ-সভাপতি পুলিশ সুপার পত্মী মোছা. আকিদা রহমান নীলা, জাতীয় মহিলা পরিষদ জেলা শাখার চেয়ারম্যান মমতাজুন নাহার ঝর্ণা, জেলা পরিষদ চেয়ারম্যান পত্মী সালেহা ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, সহকারী কমিশনার আসফিয়া সিরাত, জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, সাহানা মুহিত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড. ফরিদা আক্তার বানু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি নারীরা মোটরসাইকেলও চালাতে পারবেন

গাড়ি চালানোর অনুমতির পর এবার মোটরসাইকেল ও ট্রাক চালানোর অনুমতি মিলেছে সৌদি আরবের নারীদের। স্থানীয় সময় শুক্রবার দেশটির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ট্রাফিক বিভাগের বরাত দিয়ে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়, সেপ্টেম্বরে জারি করা রাজকীয় অধ্যাদেশের অধীনে গাড়ির পাশাপাশি নারীরা ট্রাক ও মোটরসাইকেলও চালাতে পারবেন। ২০১৮ সালের জুন থেকে এই আইন বাস্তবায়ন করা হবে। বর্তমানে দেশটিতে শুধু পুরুষরাই মোটরসাইকেল চালাতে পারবেন।

সম্প্রতি সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। দেশটি ‘ভিশন-২০৩০’ নামে একটি সংস্কার কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে রয়েছে তেলের ওপর নির্ভরতা থেকে অর্থনীতিকে বের করে আনা, তরুণ নাগরিকদের কর্মসংস্থানে নতুন নতুন খাত তৈরি, নারীর ক্ষমতায়ন ও নাগরিকদের জীবনযাপনের ওপর কড়াকড়ি শিথিলের মতো বিষয়গুলো।

শুরুর ধাপ হিসেবে গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। ২০১৮ সালের জুন মাস থেকে ওই আদেশ বাস্তবায়ন হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest