শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা হচ্ছে ক্লাসে না পড়িয়ে শিক্ষকরা বাড়িতে বা কোচিং সেন্টারে পড়াচ্ছেন। যত ভালো শিক্ষক ক্লাসে তত ভালো কম পড়ায়। কারণ ক্লাসে ভালো পড়ালে তার ব্যবসা নষ্ট হয়ে যাবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো শিক্ষকদের লোভ দেখায় যে, কোনোভাবে প্রশ্নফাঁস করে তাদের শিক্ষার্থীদের ভালো ফল করাতে পাড়লে কোচিং ব্যবসা ভালো হবে। টাকা আয়ের পরিমাণটাও বাড়বে। এসব লোভের কারণে শিক্ষকরাই কোচিংয়ের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে।
তিনি আরও বলেন, আমরা শিক্ষা আইনটি চূড়ান্ত করেছি। আইনটি হলে কোচিং সেন্টারগুলো বন্ধ করতে পারব। কারণ কোনো আইন না থাকায় কোচিং সেন্টারের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় না। তারা আদালতে গিয়ে ছাড় পেয়ে যায়।
বৈঠকে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন, মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত) মো. আসাদুজ্জামানসহ শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্বন্ধে জ্ঞানার্জনের পাশাপশি আজকের বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সততা-নিষ্ঠা আর একাগ্রতা সহকারে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা অর্জনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
