সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ

তালায় তিন শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার

তালা প্রতিনিধি : তালায় তিন শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বার) রাত ১২ টার দিকে তালা উপজেলার শাহাজাতপুর কপোতাক্ষ খেয়াঘাটা এলাকায় ইঞ্জিনচালিত নৌকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় কেউ আটক হয়নি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহাজাতপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে ফেন্সিডিল বহনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ইঞ্জিনচালিত নৌকাটি পুলিশ হেফাজতে রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নেতাদের ভালো হতে বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রান্না ঘরে বসে মহিলারা আজ সাউথ আফ্রিকায় কথা বলে। ভিডিও কলও করেন। আজ পদ্মা সেতু দৃশ্যমান। ঘরে ঘরে বিদ্যু। এসব একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব। তিনি জনগণের জন্য রাজনীতি করেন। তিনি মানুষের ভাগ্য উন্নয়ন রাজনীতি করেন।
মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশ ও সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তার বক্তব্যের শুরুতে সাতক্ষীরার সৈয়দ কামাল বখত সাকী, মমতাজ আহমেদ, এড. এন্তাজ আলী, স ম আলাউদ্দিন, আবু নাসিম ময়নাসহ প্রয়াত নেতাদের স্মরণ করে তিনি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে বলেন, কর্মীদের কোন দোষ নেই, কোন সমস্যা নেই। সমস্যা আপনাদের। সমস্যা নেতাদের। কর্মীরা যখন বিপদে পড়বে তখন আপনারা ঢাকায় থাকবেন এটি হবে না। প্রার্থী হতে চান ভালো কথা। কিন্তু আপনাদের চেহারা দেখে মনোনয়ন দেওয়া হবে না। মনোনয়ন দেওয়া হবে জনগনের রিপোর্টের উপরে। জনগন যাকে চাইবে আমরা তাকে মনোনয়ন দেবো। তিনি ঢাকামুখী নেতাদের হুশিয়ারী প্রদান করে বলে, ৭/৮ শ মটরসাইকেল শোডাউন দিয়ে, ব্যানার ফেস্টুন টানিয়ে মনোনয়ন পাওয়া যাবে না। মনোনয়ন পেতে হলে এলাকায় কাজ করতে হবে। ঢাকায় গিয়ে চেহারা না দেখিয়ে এলাকার উন্নয়নে অংশ নেন। জনগনের হৃদয়ে অবস্থান নেন। জনগনই আপনাকে মনোনয়ন দিয়ে নির্বাচিত করবে। এখনো সময় আছে ভালো হয়ে যান। জনগনকে সাথে নিয়ে কাজ করেন। শুধু নির্বাচনের সময় কর্মীদের বাড়ি যাবেন। নির্বাচনের সময় মৃত নেতাকর্মীদের কবর জিয়ারত করবেন। এভাবে নেতৃত্ব চলে না।
তিনি আরো বলেন, এমন অনেক কর্মী রয়েছে। যাদের ঘরে বাজার করার মত টাকা নেই। অসুস্থ্য হয়ে ঘরে পড়ে আছে ঔষধ কেনার টাকা নেই। তাদের খোজ খবরও নেন না। এটা হবে না। এটা বঙ্গবন্ধুর আদর্শ হতে পারে না। এমন নেতা সাতক্ষীরার জনগনের দরকার নেই। মনোনয়ন কাকে দেওয়া হবে এটি একমাত্র জননেত্রী শেখ হাসিনাই বলতে পারেন। সুতরাং সকল ভেদাভেট ভুলে কর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ এর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এস.এম কামাল এমপি, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস. এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামন রাশি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. এস.এম হায়দার, মফজুলার রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি, কালিগজ্ঞ উপজেলা চেয়ারম্যান শেখ অহেদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনসহ আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। পরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদককে হাতে হাত দিয়ে বিবাদমান দ্বন্দ্বের সমাপ্তি ঘটিয়ে নতুন উদ্যামে কাজ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের এমপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাসে কোটি টাকা আয় এই শিশুর!

বয়স মোটে ছয় বছর। এই মুহূর্তে উপার্জনের তেমন কোনো দরকার নেই, তাগিদও নেই। কিন্তু প্রায় বিনা আয়াসেই কোটি টাকা রোজগার করে এই শিশু। তাও নিজের পছন্দের কাজটি করেই। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। মার্কিন মুলুকের রায়ান এখন উপার্জনের নিরিখে নাম লিখিয়ে ফেলেছে ফোবর্সেও।

এই অর্থ উপার্জনে তেমন কিছুই করতে হয় না তাকে। শুধু তার পছন্দের খেলনাগুলো কী রকম লাগে, তাইই ব্যাখ্যা করে। তা তার বয়সী সব বাচ্চাই খেলনা ভালবাসে। নিজের পছন্দের খেলনা নিয়ে কথা বলতেও ভালবাসে। কোথায় রায়ান টেক্কা দিয়ে গেল বাকি সবাইকে? এর নেপথ্যে অবশ্য আছে রায়ানের অভিভাবকরা।

তার যখন বছর চারেক বয়স, তখন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়। নাম দেওয়া হয় রায়ানের নামেই। রায়ান তার পছন্দের খেলনাগুলো নিয়ে কথা বলত। তা ভিডিও করে তুলে দেওয়া হতো ইউটিউবে। দেখতে দেখতে রায়ানের ভিডিও বেশ জনপ্রিয়তা পেতে শুরু করে। বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিভাবকরা ইউটিউব সার্চ করে পৌঁছে যেতেন রায়ানের চ্যানেলে। আর দেখে নিতেন, তার বয়সী বাচ্চারা ঠিক কোন খেলনা পছন্দ করছে। সে খেলনার খুঁটিনাটি ইত্যাদি।

যত জনপ্রিয়তা বাড়ে, তত বাড়ে দর্শকসংখ্যা। পাল্লা দিয়ে বাড়ে উপার্জনও। ক্রমে দেখা যাচ্ছে, ছয় বছর বয়সের রায়ান ইউটিউব থেকে উপার্জন করেছে কোটি টাকারও বেশি।

শুধু খেলনা নয়, নিজের পছন্দের লজেন্সের কথাও শোনায় সে। যাকে অনেকটা রিভিউ বলা যেতে পারে। তবে রায়ানের রিভিউয়ের একটাই বৈশিষ্ট্য, সেখানে কোনো ভেজাল নেই। শিশুমনে যা ভাল লাগে, সে তাই অকপটে বলে দেয়। স্বাভাবিকভাবেই অভিভাবকরা শিশুমনে নাগাল পেতে পারে রায়ানের মাধ্যমেই।

২০১৭’য় ইউটিউব থেকে সবচেয়ে বেশি উপার্জনের নিরিখে রায়ানের চ্যানেলকেই শীর্ষে রেখেছে ফোর্বস। এমনকী জনপ্রিয় ইউটিউব ব্যক্তিত্ব লিলি সিংকেও ছাপিয়ে গিয়েছে সে। খেলনার শখ তো অনেকেরই থাকে। কিন্তু খেলতে খেলতে এরকম উপার্জন করতে পারে ক’জনে!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সকালে খালি পেটে পানি পানের ৭ উপকারিতা

সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা অনেকেই জানি। কিন্তু এটা ঠিক কী কী উপকারে আসে কিংবা তার সুফল কেমন করে পাওয়া যায়, তা হয়তো অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে পানি পান করার কিছু উপকারিতা।

১. সকালে প্রতিদিন খালি পেটে পানি খেলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় এবং ত্বক সুন্দর ও উজ্জ্বল হয়।

২. রাতে ঘুমানোর ফলে দীর্ঘ সময় ধরে হজম প্রক্রিয়ার তেমন কোনো কাজ থাকে না। তাই সকালে ঘুম থেকে উঠে হজম প্রক্রিয়ায় সহায়তা করার জন্য অন্তত এক গ্লাস পানি খেয়ে নেয়া উচিত।

৩. প্রতিদিন সকালে নাস্তার আগে এক গ্লাস পানি খেলে নতুন মাংসপেশি ও কোষ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

৪. প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে পানি খেলে মলাশয় পরিষ্কার হয় যায় এবং শরীর সহজেই নতুন করে খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে পারে।

৫. যারা ডায়েটের মাধ্যমে ওজন কমাতে চান, তারা অবশ্যই প্রতিদিন সকালে উঠে পানি পানের অভ্যাস করুন। কারণ যত বেশি পানি পান করবেন, তত হজম ভাল হবে এবং শরীরে বাড়তি ফ্যাট জমবে না।

৬. প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস পানি বমি ভাব, গলার সমস্যা, মাসিকের সমস্যা, ডায়রিয়া, কিডনির সমস্যা, আথ্রাইটিস, মাথা ব্যাথা ইত্যাদি অসুখ কমাতে সহায়তা করে।

৭. ঘুম থেকে উঠে অনেকের মাথা ব্যথা করে। শরীরে পানির মাত্রা কমে যাওয়া মাথা ব্যথার অন্যতম কারণ। সারা রাত শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি যায় না। তাই সকালে উঠে যদি খালি পেটে পানি পান করা যায় তবে মাথার যন্ত্রণা অনেকটা দূর হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাগামহীন দ্রব্যমূল্যে ক্ষোভ ঝাড়লেন শরিকেরা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে খোদ ক্ষমতাসীন দল ও শরিকদের মধ্যেই আলোচনা সমালোচনা হয়েছে। সোমবার ১৪ দলের বৈঠকে জোটের শরিক বেশ কয়েকজন নেতা এ নিয়ে তীব্র সমালোচনা করেন। কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেছেন।

তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। বিশেষ করে চাল, পেঁয়াজ, কাঁচা মরিচসহ বিভিন্ন তরকারির দাম বৃদ্ধি পেয়েছে। বৈঠকে উপস্থিত নেতারা বলেন, কোন কিছুর দাম কমছে না। এতে সরকারের দুর্নাম হচ্ছে। খুব দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়া উচিত।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করা হয়। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিস্তারিত বক্তব্য রাখেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের দুর্নীতির বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।

সূত্র জানায়, আলোচনার এক পর্যায়ে সাবেক শিল্পমন্ত্রী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সভার সভাপতি দিলীপ বড়ুয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, চাল, পেঁয়াজ, তেল, কাঁচা মরিচ ও তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বেড়ে গেছে, অনেক মানুষের ক্রয়ক্ষমতার বাইরেও চলে গেছে। এসব জিনিসপত্রের দাম দ্রুত কমাতে না পারলে সরকারের বদনাম হবে।

এ বিষয়ে দিলীপ বড়ুয়া বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে অতিদ্রুত জিনিসপত্রের দাম কমানোর বিষয়ে বলা হয়েছে। তবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ১৪ দলের পক্ষ থেকে সরকারকে কোন লিখিত প্রস্তাব দেয়া বা সুপারিশ করা হবে কিনা এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, পত্র পত্রিকায় নিউজ হলে সরকার জেনে যাবে। সূত্র জানায়, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বৈঠকে বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখনই নিত্যপণ্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরা দরকার, না হলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে।

সূত্র আরও জানায়, জাসদ (একাংশ) নেতা শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের নেতা অসিত বরণ রায়সহ আরও কয়েকজন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমসহ উপস্থিত আওয়ামী লীগের অন্যান্য নেতারা বাম নেতাদের আলোচনা শুনেছেন। তারা বলেছেন, বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলি-আনুশকার বিয়ের ভিডিও

গুঞ্জনটা বেশ আগে থেকেই। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে কোহলির ছুটি চাওয়ার পরই পালে হাওয়া লাগে। ওই সময় কোহলি-আনুশকার কেউই বিয়ের কথা স্বীকার করেননি। তবে বিয়েটা হয়ে যেতেই আর লুকোচুরি নয়। সুখবরটা মিয়া-বিবি একসঙ্গেই জানিয়েছেন। নিজ নিজ টুইটার একাউন্টে একই ধরণের পোস্ট করেছেন বিরাট-আনুশকা।

একটি ছবি পোস্ট করে টুইটে লেখেন, ‘আজ আমরা একে অপরকে সারাজীবনের জন্য ভালোবাসার বন্ধনে বেঁধে রাখার প্রতিজ্ঞা করেছি। এই খবরটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমরা সত্যিই সৌভাগ্যবান। এই সুন্দর দিনটাকে আরও বিশেষ করে তুলবে আমাদের ভক্ত পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা। আমাদের পথচলার গুরুত্বপূর্ণ সঙ্গী হবার জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, ২৯ বছর বয়সী কোহলি ও আনুশকা দুজনই ২০১৩ সাল থেকে প্রেম করছেন। শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে দুজনের পরিচয়। এর মধ্যে দুজনের একবার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তবে দুজনের জুটি যে স্বর্গ থেকে রচিত। অভিনন্দন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনিয়ম ঠেকাতে উদ্যোগ; অনুমতি ছাড়া পুলিশের অভিযান নয়

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত ১৮ এপ্রিল গভীর রাতে রাজধানীর কাফরুলের ‘নিউ ওয়েভ’ ক্লাবে গিয়ে লোকজনের মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে নেয়। পরে চারজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় মিলিটারি পুলিশের হাতে ধরা পড়ে ডিবির ১১ সদস্যের ওই দলটি।
এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তদন্তে বেরিয়ে আসে, ডিবির ওই দলটি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অভিযানে গিয়েছিল।

এ ছাড়া গত ১৯ নভেম্বর ডিবির আরেকটি দল মোহাম্মদপুরে বিল্লাল নামের এক ব্যবসায়ীকে আটক করে ২০ লাখ টাকা আদায় করে। পরে ওই ব্যবসায়ী অভিযোগ করলে তদন্তে দেখা গেছে, এই দলটিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অভিযানের নামে ওই ব্যবসায়ীকে আটক করে টাকা হাতিয়ে নিয়েছে।

কেবল এ দুটি ঘটনা নয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই পুলিশের অসাধু সদস্যরা ‘উপরি কামানোর’ হাতিয়ার হিসেবে অনুমতি ছাড়াই এমন অভিযান চালাচ্ছেন। রাতেই চালানো হয় এ ধরনের অভিযান।

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই পুলিশ এসব অভিযান চালায়। টাকা না পেলে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হয়।

অনুমতি ছাড়া পুলিশের অভিযান বেড়ে যাওয়ায় সম্প্রতি পুলিশ সদর দপ্তর কঠোর অবস্থান নিয়েছে। সব রেঞ্জ, সব মহানগর পুলিশ ও ৬৪ জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে বার্তা পাঠানো হয়েছে যে কোনো সদস্য কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্মকর্তাদের অনুমতি ছাড়া কোনো ধরনের অভিযানে গেলে তাত্ক্ষণিক বরখাস্ত করা হবে।
সেই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে।

পুলিশ সদর দপ্তরের এই বার্তা অসাধু সদস্যদের নিয়ন্ত্রণহীন হওয়ার চিত্রই তুলে ধরে। তবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘নিয়মের মধ্যে থেকেই পুলিশ যেকোনো অভিযান চালায়। কাউকে হয়রানি করতে পুলিশ অভিযান চালাচ্ছে না। মাঝেমধ্যে দুয়েকটি ঘটনা প্রশ্নবিদ্ধ করেছে তা সঠিক। তবে আমরা এর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। ’ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশের কোনো সদস্য অভিযানে গেলে তাত্ক্ষণিক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

পুলিশ সূত্র জানায়, কাফরুলের ঘটনায় ডিএমপি গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (পূর্ব বিভাগ) রুহুল আমিনসহ ১১ সদস্যকে বরখাস্ত করা হয়। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশি তদন্তে পাওয়া গেছে, এর আগেও তাঁরা এ রকম একাধিক অভিযান চালিয়েছিলেন। অংশ নিয়েছিলেন। কাফরুলের ঘটনায় তাঁরা ১৭ লাখ টাকা হাতিয়ে নেন।

পুলিশের এ ধরনের অন্যায় অভিযানের তথ্য ঘেঁটে দেখা গেছে, গত ৭ এপ্রিল চাঁদাবাজির মামলায় পুলিশের উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেন গোয়েন্দা শাখার সদস্যরা।

এ ছাড়া গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেল মোড়ে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। কিন্তু ওই কনস্টেবল জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন।

গত বছরের ১৩ নভেম্বর পুলিশ হেফাজত থেকে রুবেল নামের আসামিকে পালাতে সহায়তা করার অভিযোগ ওঠে বাড্ডা থানার এসআই ইমরান উল হাসান ও এক কনস্টেবলের বিরুদ্ধে। তাঁরা মোটা অঙ্কের অর্থ পেয়ে আসামিকে পালিয়ে যেতে সহায়তা করার তথ্য-প্রমাণ মিললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ছাড়া গত ৬ ফেব্রুয়ারি কল্যাণপুর পোড়া বস্তিতে নিরীহ রিকশাচালক সাজু মিয়াকে গুলি করে আহত করে পুলিশ। এর আগে ৩ ফেব্রুয়ারি মিরপুরে পুলিশের সামনেই এক সোর্স চায়ের দোকানি বাবুলকে পুড়িয়ে হত্যা করে। উপস্থিত পুলিশ সদস্যরা আগুন নেভানোরও চেষ্টা করেননি।

সর্বশেষ চাঁদাবাজি ও চুরির অভিযোগে বাড্ডা থানার ওসিসহ আটজনের বিরুদ্ধে গত ৩ ডিসেম্বর আদালতে মামলা করেছেন নূরুন নাহার নাছিমা নামের এক নারী।

ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক মাস ধরে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অনুমতি ছাড়াই অভিযানে যাচ্ছে। তবে সবাই এ কাজ করছে না। কিছু দুর্নীতিবাজ পুলিশ সদস্য এসব অপকর্ম করছেন। বিশেষ করে ডিবি পুলিশের কিছু সদস্য অর্থের জন্য নিরীহ লোকজনকে আটক করেন। দেনদরবার করে টাকা পেলেই তাদের ছেড়ে দেওয়া হয়। আর না পেলে তাদের পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

ওই দুই পুলিশ কর্মকর্তা জানান, কিছুদিন আগে মগবাজারে অনুমতি ছাড়াই ডিবির একটি দল অটোরিকশা ব্যবসায়ী বিল্লাল হোসেনকে আটক করে টাকা হাতিয়ে নেয়। পরে অভিযোগ আসার পর ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী, উপপরিদর্শক পলাশ কুমার নাথ ও কনস্টেবল সাইফুল কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ডিএমপির গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার আবদুল বাতেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতনদের অনুমতি ছাড়া কেউ অভিযানে যেতে পারে না। দুয়েকটি ঘটনা ঘটেছে। সে ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। ’

ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশের কোনো সদস্যই কোনো ধরনের অভিযান চালাতে পারে না। কাফরুলের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পুলিশ কমিশনার স্যারের কাছে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ’

পুলিশ সদর দপ্তরের পাঠানো বার্তার ব্যাপারে দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, বার্তাটি এসপিরা প্রতিটি থানার ওসিদের কাছে পাঠাবেন। ওসিরা থানার প্রতিটি সদস্যের কর্মকাণ্ড মনিটর করবেন। আবার ওসিদের কর্মকাণ্ড মনিটর করবেন এসপিরা। আর এসপিদের কর্মকাণ্ড মনিটর করবেন ডিআইজি।

ওই কর্মকর্তা বলেন, ‘অভিযান নিয়ে নানা প্রশ্ন উঠছে তা সত্য। প্রতিটি অভিযানই তদন্ত করা হয়। বিশেষ করে অর্থ লেনদেনের কোনো বিষয় নিয়ে অভিযোগ উঠলে কঠোরভাবে তদন্ত করা হয়। ’

বর্তমানে পুলিশ বাহিনীতে এক লাখ ৬০ হাজার সদস্য রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলি-আনুশকার বিয়ে দেখুন ছবিতে

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড সুপারস্টার আনুশকা শর্মার শুভ পরিণয় অবশেষে সম্পন্ন হয়েছে। তাদের বিয়ের কয়েকটি ছবি পাঠকদের জন্য দেওয়া হলো।

ছবি- আনুশকা শর্মার টুইটার অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest