কালিগঞ্জ থানার নতুন ওসি সুবীর দত্ত

কালিগঞ্জ ডেস্ক : কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন সুবীর দত্ত। শনিবার বিকাল ৫ টায় বিদায়ী সংবর্ধনা ও নবাগত ওসির বরণ অনুষ্ঠানে অফিসার ইনচার্জ তদন্ত রাজিব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মির্জা সালাউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শামিম হোসেন, বিদায়ী অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, নবাগত অফিসার ইনচার্জ সুবীর দত্ত। চেয়ারম্যানদের মধ্য থেকে বক্তব্য রাখেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশারফ হোসেন, উপÑপরিদর্শকদের মধ্যে বক্তব্য রাখেন হেকমত আলী, সহকারী উপÑপরিদর্শকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মিজানুর রহমান, ফোর্সদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তথ্যমন্ত্রী ইনুর এলাকায় জাসদের সাড়ে সাতশ’ নেতাকর্মীর পদত্যাগ

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নিজ উপজেলা কুষ্টিয়ার ভেড়ামারা থেকে জাসদ ও অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৭শ’ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ভেড়ামারা পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবজোটের সভাপতি মেহেদী হাসান সবুজের নেতৃত্বে জাসদ নেতাকর্মীরা পদত্যাগ করেন।

ওই সময় শহরের দক্ষিণ রেলগেট এলাকার সড়কটি বন্ধ করে দিয়ে জাসদ নেতাকর্মীরা সমাবেশ করে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন যুবজোট নেতা মিজানুর রহমান মিজান, রুবেল, আজিজুল হাকিম, মোসাদ্দেক, উজ্জল, ঝলক, মাসুদ, আকুল, সাক্ষাত, রতন, খালেক, ছোট মিজান, নয়ন, সোহেল, তুষার, রুবেল ও আলমগীর প্রমুখ।

ভেড়ামারা ৯ নম্বর ওয়ার্ড জাসদের সভাপতি ও কাউন্সিলর মেহেদী হাসান সবুজ বলেন, ‘আমরা দীর্ঘদিন জাসদের সংগঠনের সঙ্গে ছিলাম। আমাদের সঙ্গে তাদের কিছু অসামঞ্জস্য কার্যকলাপের কারণে আমরা ৯ নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন ওয়ার্ডের প্রায় সাড়ে ৭শ’ নেতাকর্মী একযোগে পদত্যাগ করলাম।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাঙছে শাকিব-অপুর সংসার!

সিনেমার শুটিংয়ে শাকিব খান এখন দেশের বাইরে আছেন। ‘মাস্ক’ নামের এই সিনেমায় শাকিবের সহশিল্পী কলকাতার নুসরাত। সেখানে যাওয়ার আগে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি সিনেমার শুটিং নিয়ে এখন বেশি ব্যস্ত। একের পর এক নতুন কাজ যোগ হচ্ছে। এই বিষয়টা নিয়ে এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কিছু হলে অবশ্যই সবাই জানতে পারবেন।’

এদিকে শাকিব-অপুর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুজনের সংসার যে হচ্ছে না, এটা পুরোপুরি নিশ্চিত। কারণ, একটা সম্পর্কের মধ্যে যদি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা না থাকে, সেখানে সংসার করা মুশকিল হয়ে পড়ে। শাকিব ও অপুর বিয়ের খবর প্রকাশ্যে চলে আসার পর দুজনের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। কোনোভাবেই এই সম্পর্কের উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। তাই বিবাহবিচ্ছেদই দুজনের জন্য উত্তম। যত দূর শোনা যাচ্ছে, অপুর সব পাওনা মিটিয়ে দেওয়ার প্রস্তুতিও চলছে।

নাম প্রকাশ না করার শর্তে দুজনের আরেকটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অপুর বিশ্বাসের ওপর ভীষণ নাখোশ শাকিব। আর দিনের পর দিন তা বেড়েই চলেছে। তা ছাড়া শাকিব যে কাজ পছন্দ করেন না, অপু নাকি প্রতিনিয়ত সেসব করে চলছেন। শুধু কি তা-ই, মিডিয়ায় শাকিবকে যাঁরা পছন্দ করেন না, তাঁদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন অপু। সবকিছু মিলিয়ে নাকি অপুর ওপর শাকিব খুব বিরক্ত।

এ ব্যাপারে আজ শনিবার দুপুরে অপু বিশ্বাস বলেন, ‘আমার কিছুই বলার নেই। শাকিবও এখন দেশের বাইরে আছে। আমার সঙ্গে বিবাহবিচ্ছেদের ব্যাপারে কোনো কথা হয়নি। আমি আমার সন্তান নিয়ে ব্যস্ত আছি।’

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তাঁরা দুজন সমানতালে সিনেমার শুটিং করে গেছেন। এ বছর ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সের ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু। সেদিন অপু বলেন, ‘আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলেও আছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিনেমার নায়িকা পরিচয়ে ২০বার বিয়ে করে প্রতারণা (ভিডিও)

একাধিক বিয়ে করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে ছোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমা নামের এক তরুণীর বিরুদ্ধে। যিনি নিজেকে বাংলা সিনেমার নায়িকা হিসেবে পরিচয় দেন।
যদিও মূল চরিত্রে কখনো দেখা যায়নি তাকে। অনেকে দেখলে হয়তো চিনবেনই না। যার প্রধান শখ বিয়ে করা। আর উদ্দেশ্য বিনোদন ও প্রতারণা। এরপর মামলা, অতঃপর দেনমোহর নিয়ে ছিটকে পড়া। এখন পর্যন্ত তার ২০টি বিয়ের অভিযোগ পাওয়া গেছে।

বিস্তারিত ভিডিওতে:

বিবাহিত স্বামীর সংখ্যা ২০ জন।

পরিচয় দেন বাংলা সিনেমার নায়িকা। যদিও মূল চরিত্রে কখনো দেখা যায়নি। অনেকে দেখলে হয়তো চিনবেনই না। প্রধান শখ, বিয়ে করা। উদ্দেশ্য বিনোদন ও প্রতারণা। হাতিয়ার: মামলা ও দেনমোহর। এটা সিনেমা জগতের নায়িকার কথা না; বলছি বাস্তবের এক খলনায়িকার কথা। এখন পর্যন্ত যার বিবাহিত স্বামীর সংখ্যা-ই ২০ জন। জেলায় জেলায় বিয়ে করা সেই পাত্রীর নাম ছোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমা। তার প্রতারণার আদ্যোপান্ত জানাচ্ছেন Mirza Rumon, ক্যামেরায় ছিলেন Murad Akter।

Posted by NEWS24 on Friday, 10 November 2017

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুমিনুল ঝড়ে বিধ্বস্ত মাশরাফির রংপুর

টি-টোয়েন্টি দূরে থাক, ওয়ানডেতেও উপেক্ষিত মুমিনুল হক! দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের দলে থাকলেও খেলা হয়নি তার। বাঁহাতি এই ব্যাটসম্যানকে নিয়ে শুধুই টেস্ট পরিকল্পনা বাংলাদেশের। অথচ টি-টোয়েন্টিতেও যে তিনি কতটা কার্যকর, সেটা গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) প্রমাণ দিয়েছিলেন তিনি। দিলেন আরেকবার। তার বিধ্বংসী ব্যাটিংয়েই উড়ে গেল রংপুর রাইডার্স। ওপেনিংয়ে নেমে তিনি করলেন অপরাজিত ৬৩ রান। যাতে রাজশাহী কিংস ৮ উইকেটে হারিয়েছে মাশরাফির রংপুরকে।

কাজটা আগেই সহজ করে দিয়েছিলেন রাজশাহীর বোলাররা রংপুরকে মাত্র ১৩৪ রানে আটকে রেখে। যে লক্ষ্যটা মুমিনুল ও লেন্ডল সিমন্সের হাফসেঞ্চুরিতে ২০ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে টপকে যায় রাজশাহী।

ব্যাটিংয়ে সুবিধা করতে না পারায় জিততে হলে রংপুরের বোলিংয়ে লাগতো দুর্দান্ত শুরু। তা তো পারেইনি, উল্টো মুমিনুল ও সিমন্স মিলে কোনও সুযোগ দেয়নি তাদের। ঝোড়ো ব্যাটিংয়ে তারা বাড়িয়ে নিয়েছেন দলের রান। গোটা ইনিংসে জয়ের কোনও সম্ভাবনাই তৈরি করে পারেনি মাশরাফিরা। শেষদিকে সিমন্স ও ম্যালকন ওয়ালারকে (৪) দ্রুত ফেরালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তাদের।

উদ্বোধনী জুটিতে মুমিনুল-সিমন্স যোগ করেন ১২২ রান। হাফসেঞ্চুরি পূরণ করে সিমন্স যখন আউট হলেন, তখন জয়ের জন্য রাজশাহীর দরকার মাত্র ১৩ রান। রান আউট হয়ে ফেরার আগে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ৫০ বলে খেলে যান ৫৩ রানের ইনিংস, যাতে ছিল ৪টি চার ও একটি ছক্কার মার। আউট করতে পারেনি অবশ্য মুমিনুলকে। ৪৪ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতে তবেই মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান। দুর্দান্ত ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায়। তার সঙ্গে জয় নিশ্চিত করা রনি তালুকদার ৪ বলে করেন ১০ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৈকারী থেকে একাধিক নাশকতার মামলার আসামি জামায়াত নেতা আজগর আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরায় পুলিশের অভিযানে একাধিক নাশকতার মামলার আসামী জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক মাও. আজগর আলীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বৈকারী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বৈকারী গ্রামের রহুল আমিনের ছেলে ও খলিলনগর আমিনিয়া মহিলা মাদ্রাসার আরবী শিক্ষক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর উপজেলার বৈকারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে ৭ টি নাশকতার মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গুলিসহ ৩ বনদস্যু আটক

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খালে পুলিশ অভিযান চালিয়ে একটি এক নালা বন্দুক ও ২০ রাউন্ড গুলিসহ বনদস্যু নুর হোসেন বাহিনীর তিন সদস্যকে আটক করেছে। শনিবার ভোরে সুন্দরবন শ্যামনগর উপজেলার পশুরতলা খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃত বনদস্যুরা হলেন, শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের সাহেব আলী ফকিরের ছেলে রবিউল ইসলাম (৩০), তালা উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের ছেলে তবিবুর রহমান মোড়ল (২৬) ও খুলনা জেলার রুপসা থানার জয়পুর গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে শহীদুল ইসলাম শেখ (২৫)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খালে বনদস্যু নুরহোসেন বাহিনীর সদস্যরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি এক নালা বন্দুক ও ২০ রাউন্ড গুলিসহ বনদস্যু নুর হোসেন বাহিনীর উক্ত তিন সদস্যকে আটক করা হয়। তিনি আরো জানান আটক বনদস্যুদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধান বিচারপতি

 

শনিবার ভোর থেকে দেশের অধিকাংশ টিভি চ্যানেল ব্রেকিং নিউজে এস কে সিনহার পদত্যাগের খবর দেখানো হচ্ছে।

তবে এখন পর্যন্ত সরকারি কোনো মহল থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যৈষ্ঠ বিচারক বিচারপতি মোহাম্মদ ওয়াহ্‌হাব মিঞা।

ছুটি নিয়ে দেশের বাইরে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে গুঞ্জন চলছে।

শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে তিনি পদত্যাগপত্রে সই করেছেন বলে পারিবারিক সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করছে।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest