সর্বশেষ সংবাদ-
জলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরা কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে মানহানি মামলাসাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরিসাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্টদেবহাটায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্কুল শিক্ষক ও আয়া আটক কালিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-৩সাংবাদিক কামরুজ্জামানের শ্যালকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মহীউদ্দীন খান আলমগীর

দ্য ফারমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। একইসঙ্গে অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীও পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র ব্যাংকের পরিচালনা পর্ষদ গ্রহণ করেছে। সোমবার দিবাগত রাতে বাংলাদেশ ব্যাংক থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত রবিবার রাতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমকে কেন অপসারণ করা হবে না, তা জানতে সাত দিনের সময় বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়ে, ‘দ্য ফারমার্স ব্যাংকে দীর্ঘদিন ধরে তারল্য ঘাটতি বিরাজ করাসহ আর্থিক সূচকগুলোয় অবনতি দেখা দেওয়ায় জনগণের মধ্যে দ্বিধা ও সংকট তৈরি হয়েছে। এছাড়া, বেশ কয়েকজন আমানতকারী ব্যাংকটি থেকে তাদের আমানতের অর্থ উত্তোলনের চেষ্টা করায় ব্যাংকটির সমস্যা আরও ঘনীভূত হচ্ছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসার পর প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ব্যাংকটির নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠিত হয়েছে। ব্যাংকের এমডির বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতা ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশ লঙ্ঘন করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদ ব্যাংকের অবস্থা উন্নয়নে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে বলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নিশ্চয়তা দিয়েছে।’ এই অবস্থায় আমানতকারী ও আন্তঃব্যাংক লেনদেনে অংশগ্রহণকারী সব পক্ষকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংক থেকে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটির ওপর নজরদারি অব্যাহত রাখছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ব্যাংকটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন  পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ মাসুদ।

প্রসঙ্গত, উল্লেখ্য, মহীউদ্দীন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময়ই ফারমার্স ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। তখন মোট ৯টি ব্যাংককে লাইসেন্স দেওয়া হয়েছিল। যা রাজনৈতিক বিবেচনায় হয়েছিল বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও স্বীকার করেছেন। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে ফারমার্স ব্যাংককে দেশের আর্থিক খাতের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে।

অর্থ মন্ত্রণালয় বলছে, ফারমার্স ব্যাংক সাধারণ আমানতকারী এবং বিভিন্ন ব্যাংক থেকে উচ্চসুদে অর্থ নিয়ে চলছে। দায় পরিশোধের সক্ষমতাও নেই ব্যাংকটির। এর ফলে ব্যাংকটি সমগ্র আর্থিক খাতে ‘সিস্টেমেটিক রিস্ক’ সৃষ্টি করছে। সংসদীয় কমিটিতে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত একবছর ধরে ফারমার্স ব্যাংকে তারল্য সংকট রয়েছে। বর্তমানে তা তীব্র আকার ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংকে রক্ষিত নগদ জমা (সিআরআর) সংরক্ষণেও ব্যাংকটি ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনেত্রী মার্কলকে বিয়ে করছেন প্রিন্স হ্যারি

অভিনেত্রী মেগান মার্কলের সঙ্গে ব্রিটেনের প্রিন্স হ্যারির বাগদান সম্পন্ন হয়েছে। সোমবার হ্যারির বাবা প্রিন্স চার্লস এ ঘোষণা দিয়েছেন। হ্যারি-মার্কলের বিয়ে ২০১৮ সালের বসন্তে অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৩৩ বছরের হ্যারি ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী এবং ৩৬ বছরের মার্কল যুক্তরাষ্ট্রের আইনবিষয়ক টিভি সিরিয়াল ‘স্যুইটস’-এ অভিনয়ের জন্য পরিচিত। নভেম্বরের শুরুতে দুজনের বাগদান সম্পন্ন হয়।
লন্ডনের বাস ভবন ক্ল্যারেন্স হাউস-এ প্রিন্স চার্লস বলেন, ‘প্রিন্স হ্যারি রানি ও পরিবারের ঘনিষ্ঠজনদের বিষয়টি জানিয়েছে। মার্কলের বাবা-মাকেও জানিয়েছেন এবং তাদের আশীর্বাদ নিয়েছে।’
বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানান, রানি ও এডিনবার্গের ডিউক এই বিয়ের খবরে উচ্ছ্বসিত এবং তাদের সুখী জীবন কামনা করেছেন।
বন্ধুদের মাধ্যমে ২০১৬ সালের জুলাই মাসে হ্যারি ও মার্কলের পরিচয় হয়। এর কয়েক মাস পরেই হ্যারি সংবাদমাধ্যমের কাছে দুজনের সম্পর্কের কথা ঘোষণা দেন। তবে ওই বছর সেপ্টেম্বরের আগ পর্যন্ত তাদের এক সঙ্গে দেখা যায়নি। যুদ্ধাহত সেনাদের সমর্থনে এক খেলার অনুষ্ঠানে টরেন্টোতে দুজন একসঙ্গে প্রকাশ্যে আসেন।
ওই মাসে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে মার্কল বলেন, ‘আমরা একে অন্যকে ভালোবাসি। আমরা সুখী। ব্যক্তিগতভাবে আমি ভালোবাসার গল্প পছন্দ করি। এক সময় আমাদের নিয়েও এমন গল্প হবে।’
প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে হ্যারি। এক সময় তিনি পরিবারের সবচেয়ে ‘উচ্ছৃঙ্খল’ ছেলে ছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তিনি গাঁজা ও মদ পান করে মাতাল হতেন বলে নিজেই স্বীকার করেছেন। তবে আফগানিস্তানে সামরিক অভিযানে অংশগ্রহণে পর তার জীবন বদলে যায়।
মার্কল এর আগে বিয়ে করেছিলেন। ওই বিয়েতে বিচ্ছেদে গড়িয়েছে। তিনি বেশ কয়েকটি টিভি ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে চলমান ‘সুইটস’ সিরিজে র্যােচেল জেন চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।
হ্যারি ও মার্কল উভয়েই মানবাধিকারের পক্ষে সোচ্চার। শিশুদের দাতব্য সংস্থার হয়ে বৈশ্বিক দূত হিসেবে উভয়েই কাজ করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ বছর পর জেলা ছাত্রলীগের উৎসবমুখর সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন আজ। প্রায় ১৭ বছর পর জেলা ছাত্রলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে ঘিরে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্র থেকে নেতারা এসে পৌছেছেন সাতক্ষীরায়। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে সাজ সাজ রব। কারা হচ্ছেন আগামী দিনের জেলা ছাত্রলীগের কান্ডারি তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে এক জনসভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি তানভীর হুসাঈন সুজন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব (অয়ন) এর সঞ্চলনায় জনসভার উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা . আ ফ ম রুহুল হক এমপিসহ জেলার সকল সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ।
শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনটি বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে অতিক্রম করেছে পথচলার ৬৮ বছর। সংগঠনটি দেশের ক্রান্তিকালে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভুমিকা রেখেছেনে। রাজপথে নেতৃত্ব দিয়েছে ঢেলে দিয়েছেন বুকের তাজা রক্ত।
সম্মেলনে গুরুত্বপূর্ণ পদ দখলের জন্য মরিয়া হয়ে উঠেছেন অনেকে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের টিকিটিও মাঠে দেখা যায়নি তারাও এখন পদে আসার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দ্বারে দ্বারে। ইতোমধ্যে সভাপতি, সাধারণ পদে ১৯ জন প্রার্থী ও সাংগঠনিক সম্পাদক পদে একজন মনোনয়ন ক্রয় করেছেন বলে জানা গেছে। সভাপতি পদে মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা হলেন, শেখ এহছান হাবীব অয়ন(বর্তমান সাধারণ সম্পাদক), এজাজ উদ্দিন তাপস (বর্তমান কমিটির সহ-সভাপতি), রেজাউল ইসলাম রেজা (বর্তমান কমিটির ৫নং যুগ্ম সাধারণ সম্পাদক), আশিকুর রহমান রহমান আশিক (বর্তমান কমিটির সহ-সভাপতি) ও ফজলে রাব্বি শাওন, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা হলেন, মো: ওয়াহিদুজ্জামান টিটু (সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মো: সুমন হোসেন, মো: হাসানুজ্জামান শাওন (সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক), আসীফ শাহবাজ (জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক) ও সৈয়দ সাদিকুর রহমান সাদেক।
উল্লেখ্য, বর্তমান সুজন-অয়ন কমিটির সবচেয়ে বড় সাফল্য তারা কোন বড় ধরনের বিতর্কে নিজেদের জড়াননি। পূর্বের কমিটির কথা মাথায় রাখলে এক্ষেত্রে বর্তমান কমিটির ভাবমূর্তি কিছু উজ্জ্বল বটে। গায়ে তেমন কোন দাগ লাগেনি। তবে বর্তমান কমিটির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এই কমিটি গঠনের পর আজ পর্যন্ত কার্যনির্বাহী কমিটির একটিও সভা অনুষ্ঠিত হয়নি এবং কমিটির এমন একজন সদস্যও নেই যিনি ১৫১ সদসের‌্য কিমিটর বাকি ১৫০ জনের সবাইকে চেনেন! কমিটির অথচ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করতে পারেননি তারা। এছাড়া উক্ত কমিটির অধিকাংশ নেতাকর্মীর সাথে একে পরের পরিচয় ঘটেনি বলে অনেকের অভিযোগ রয়েছে।
এদিকে, এই সম্মেলনকে সামনে রেখে একের পর এক বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করারও হিড়িক পড়ে যায়। পছন্দের কাউন্সিলর তৈরি এবং অপছন্দের কর্মীদের কাউন্সিলর হতে না দেয়ার উদ্দেশ্যে এমনটি করা হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক ছাত্রলীগ নেতা।উল্লেখ্য, এসব কমিটির কোনটিই কোন সম্মেলনের মাধ্যমে করা হয়নি।
এতসব কিছুর পরও জেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা আজকের সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের একটি গতীশীল নেতৃত্ব বেরিয়ে আসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাভা আইডিয়াল কলেজের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি রবি

নিজস্ব প্রতিবেদক : ফিংড়ি ইউনিয়নের গাভা আইডিয়াল কলেজের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে গাভা আইডিয়াল কলেজ প্রাঙ্গণে গাভা আইডিয়াল কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, ফিংড়ি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জায়েদ, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিব পদ গাইন, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা চন্দ্র দাস, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম, বিকাশ চন্দ্র দাস প্রমুখ। গাভা আইডিয়াল কলেজের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন ২ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে — এমপি রবি


নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা হতে গৃহকর্মী পেশায় বিদেশগামী নারী কর্মীদের ৩০ দিন মেয়াদী হাউজ কিপিং প্রথম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি) আয়োজনে সাতক্ষীরা কারিগরিপ্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জীবনের সফলতা আনতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ প্রাপ্ত নারী পুরুষ কখনও বেকারত্বের অভিশাপে ভোগেনা। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার নারীদের উন্নয়নে নানামুখী গ্রহন করেছে। নারীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সুদক্ষ করে গড়ে তুলছে। পুরুষের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি সাতক্ষীরার সহকারী পরিচালক মোস্তফা জামান, কারিগরি প্রশিক্ষণ কোর্সের ইনচার্জ মো. শহিদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষাণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবা খাতুন। সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা হতে ২৭ জনকে প্রথম ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : মরহুম শেখ মশির আহম্মেদ এর স্ত্রী, মরহুম সৈয়দ কামাল বখত এর ভগ্নি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর সহ-সভাপতি শেখ বশির আহমেদ (মামুন) এর মাতা বিজলী আহমেদ(৭৮) মৃত্যুতে গতকাল বাদ আছর সুলতানপুরস্থ নিজস্ব বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদে রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব শেখ শফি আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেক নিজাম উদ্দীন, সহ-সভাপতি মোঃ বদরুল ইসলাম খান, শেখ নাসিরুল হক প্রিন্স, টিএন্ড ক্লাবের সাধারণ সম্পাদক শেখ তৌহিদুর রহমান, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশিসহ মরহুমের গুণগ্রহী ও আত্মীয় সজন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় কৃষককে হয়রানির অভিযোগ

তালা প্রতিনিধি : তালা উপজেলার ঘোনা গ্রামে শান্তিপূর্ণ ভোগদখল কারির সম্পত্তি থেকে ধান কাটার সময় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ এনে হয়রানি করার চেষ্টার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী কৃষক সুষ্ঠ বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কৃষক ঘোনা গ্রামের মৃত শামসুদ্দীন গাজীর ছেলে আফাজ উদ্দীন গাজী জানান, তার বাড়ির পাশ্ববর্তী পৈত্রিক সম্পত্তি ঘোনা মৌজার ১৯১ দাগের ১৬ শতক জমি দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন। গত ২০ নভেম্বর ২জন ক্ষেত মজুরকে নিয়ে ঐ জমিতে পাকা ধান কাটতে ছিলেন। এসময় দেওয়ানী পাড়া গ্রামের মৃত ছমির উদ্দীন বিশ্বাসের ছেলে দুর্বৃত্ত নিজাম উদ্দীন বিশ্বাস (জনি’র) একটি মিথ্যা অভিযোগে তালা থানা থেকে পুলিশ গিয়ে ধান কাটতে নিষেধ করে। সেই অবস্থায় ঐ জমিতে আর ধান কাটেননি তিনি। তিনি জানান, সম্পদলোভী জনি এর আগেও নিরীহ মানুষদের বিভিন্ন লোভ লালসা ও ভয়ভীতি দেখিয়ে ও হয়রানি করে অসহায় মানুষের কাছ থেকে জোর পূর্বক সম্পত্তি দখল করে তাকে ভিটামাটি ছাড়া করেছে। তার অত্যাচারের স্বীকার হয়ে ঘোনা গ্রামের সিরাজুল শেখের ভিটামাটি জাল জালিয়াতির মাধ্যমে লিখে নিয়ে তাকে এলাকা ছাড়া করেছেন। তাছাড়া একই গ্রামের নারায়ন চন্দ্র কে একই কায়দায় এলাকাছাড়া করেছেন জনি। ঘোনা গ্রামের অসীম মল্লিক ও তপন মল্লিকসহ একাধিক ব্যাক্তি জানান, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তিতে চাষাবাদ করে আসছেন আফাজ উদ্দীন গাজী। এবারও সে ধানের চাষ করে এবং কিন্তু কি কারণে অভিযোগ এনে ধান কাটা বন্ধ রাখা হয়েছে তা আমাদের জানা নেই। তবে জনি আগেও অন্যর জমি দখল করে নিয়েছে সেটা এলাকার সকলে জানে। এঘটনায় তালা থানার এসআই মদন কুমার জানান, একটি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ধান কাটা আপাতত বন্ধ রাখতে বলেছি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : আজ ২৭ নভেম্বর ২০১৭ তারিখ. ১৩ অগ্রহায়ন ১৪২৪ নবান্ন উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা ৬ ঘটিকায় জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী ও সদর উপজেলা শিল্পকলা একাডেমী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণবন্ত ও উৎসব মুখর করার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest